খুবই ভালো এবং সময়োপযোগী একটা ভিডিও। মোটামুটি কমবেশি সবাই জানে যে, ইলেক্ট্রিক্যাল সিস্টেমে লুজ কানেকশন অনেক বিপজ্জনক। তবে এটা খুব কম লোকই জানে যে, ক্যাবল লাগস লুজ কানেকশনের সম্ভাবনাকে প্রায় ০ করে দেয়। সত্যি বলতে, বাংলাদেশের অনেক ইলেক্ট্রিশিয়ান ক্যাবল লাগস চিনেই না। ক্যাবল লাগস কী, এর ব্যবহার কীভাবে করতে হয়, এগুলো নিয়ে আরও বেশি ভিডিও হওয়া উচিত যাতে সবাই শিখতে পারে (2022-12-16)
আসসালামুয়ালাইকুম স্যার আপনার কাছ থেকে সব বিষয়ে আমি শিখতে চাই আপনার কন্টাক্ট নাম্বার থাকলে আমাকে দিন আপনার কাছ থেকে আমি সব শিখতে চাই আমি একটা কোম্পানিতে কাজ করি
খুবই ভালো এবং সময়োপযোগী একটা ভিডিও।
মোটামুটি কমবেশি সবাই জানে যে, ইলেক্ট্রিক্যাল সিস্টেমে লুজ কানেকশন অনেক বিপজ্জনক। তবে এটা খুব কম লোকই জানে যে, ক্যাবল লাগস লুজ কানেকশনের সম্ভাবনাকে প্রায় ০ করে দেয়।
সত্যি বলতে, বাংলাদেশের অনেক ইলেক্ট্রিশিয়ান ক্যাবল লাগস চিনেই না।
ক্যাবল লাগস কী, এর ব্যবহার কীভাবে করতে হয়, এগুলো নিয়ে আরও বেশি ভিডিও হওয়া উচিত যাতে সবাই শিখতে পারে
(2022-12-16)
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সামান্য একটা ভিডিও দেখে মূল্যবান কিছু কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।
অসাধারন ভিডিও
আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।
Nice video
অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।
কত এম এম তারে কত এম এম লাক্স ব্যবহার করতে হয় তার উপর একটু ভিডিও দিলে ভালো হতো
ধন্যবাদ আগামীতে চেষ্টা করব মূলত প্রফেশনাল ভিডিও দেখার মত দর্শকের অভাব। তাই সাধারণ দর্শকদের প্রয়োজন অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করি।
ভাই লুস কানেকশনের জন্য কি করা যায় খুঁটিতে কি কানেটর ব্যাবহার করা যাই
সার্ভিস লাইন লুজ কন্টাক হলে পিডিবি অথবা পল্লী বিদ্যুৎ নিজস্ব টেকনিশিয়ান দিয়ে কানেক্টর লাগিয়ে নিতে পারবেন।
আসসালামুয়ালাইকুম স্যার আপনার কাছ থেকে সব বিষয়ে আমি শিখতে চাই আপনার কন্টাক্ট নাম্বার থাকলে আমাকে দিন আপনার কাছ থেকে আমি সব শিখতে চাই আমি একটা কোম্পানিতে কাজ করি
ঠিক আছে কিন্তু কিভাবে শিখবেন।
নোজ প্লাস দিয়েও ক্যাবল লাগস এ ক্যাবল কানেক্ট করা যায়
[2022-12-16]