ছোট আঙ্গুর গাছের দ্রুত বৃদ্ধির জন্য কি কি খাদ্য/সার প্রদান করবেন।।What food/fertilizer for vines।।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @MDBELAYETHOSSAIN-vp9ri
    @MDBELAYETHOSSAIN-vp9ri 4 วันที่ผ่านมา +2

    ভাই আমি কিছুদিন আগে হাড়েরগুরা সিংকুচি এস ও িপ বার্মিকম কিছু বেরন এবং খৈল মিক্সিং করে গাছের গোরায় দিয়েছি পাসা পাসি জৈব তরলটাও দিচ্ছি এগুলি দেয়াটা কি ঠিক আছ???

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  4 วันที่ผ่านมา +2

      ঠিক আছে সমস্যা নেই তবে ছোট গাছে কম পরিমাণে দেবেন।।

    • @MDBELAYETHOSSAIN-vp9ri
      @MDBELAYETHOSSAIN-vp9ri 3 วันที่ผ่านมา +1

      𝑻𝒏𝒙​@@NatureLoverChirantan

  • @ripadey7629
    @ripadey7629 2 ปีที่แล้ว +2

    নোটিফিকেশন পেয়ে চলে এলাম আজকের বিষয় খুব ভালো লেগেছে দাদা👍👍

  • @shantanadailyvlogs8815
    @shantanadailyvlogs8815 2 ปีที่แล้ว +1

    Like dada khub valo laglo video ta tomar

  • @dilip1958
    @dilip1958 2 ปีที่แล้ว +4

    খোল এর জল এর সঙ্গে npk দ্রবণ দেবার প্রয়োজন ছিল না, আবার কলার খোসা জলের সঙ্গে পটাশ দেবার ও প্রওজন ছিল না। বাগান করার জন্য যেটুকু শিখেছিলাম সেটাও মনে হয় ভুলে যাবো

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว +1

      সাধারণত এটি নতুন কোনো গবেষণার উদ্দেশ্যে করা হয়েছে এবং 100% ভালো ফলাফল পাওয়া গিয়েছে।।

  • @benyamin-e6z
    @benyamin-e6z 2 หลายเดือนก่อน +1

    আচ্ছা এই ছুট গাছে ফল আসতে কত দিন লাগবে

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  หลายเดือนก่อน +1

      ছয় মাসের মধ্যেই ফল আসবে কারণ কাটিং এর গাছ।।

  • @shobujerchowa3628
    @shobujerchowa3628 ปีที่แล้ว +1

    দাদা করেছি।

  • @ChannelChokh
    @ChannelChokh 2 ปีที่แล้ว +2

    শরিসার খৈল আর কলার খোসা কতক্ষণ ভিজিয়ে রাখবো। আর এই ভিজানো কলার খোসা, শরিসার খৈল ফেলে দিয়ে শুধু পানি দেব নাকি, শরিসার খৈল, কলার খোসা সহ মাটিতে দিয়ে দেব ? আর এই তরল জৈব রসায়ন সার গাছের কতটুকু দূরুত্বে দেব আর চারা লাগানোর কতদিন পর থেকে এই তরল সার প্রয়োগ করবো ? শেষ প্রশ্ন হচ্ছে, রক্ত খাবারটা কি চাড়াতে প্রয়োগ করবো ?
    আমি আজই আপনার ভিডিওগুলো দেখেছি , আমার ভাল লেগেছে তাই সাবস্ক্রাইবও করেছি আজ।

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว +2

      (1)প্রথমত সরিষার খৈল অন্ততপক্ষে তিনদিন ভিজিয়ে রাখবেন।এরপর ওই খৈলপঁচা তরল জৈব সারের সাথে কিছু পরিমাণে জল মিশিয়ে পাতলা করে আপনি গাছে প্রদান করবেন।।
      (2)দ্বিতীয়তঃ একটি ড্রামে কলার খোসা গুলি কে সংগ্রহ করবেন।এরপর আপনি ওই ড্রামে জল দিয়ে ভর্তি করে দেবেন।6 থেকে 7 দিন পর আপনি এই কলার খোসা ভেজানো তরল জৈব সার গাছে দিতে পারেন।।
      (3)এই দুটি তরল জৈব সার আপনি সমপরিমানে একসাথে মিশিয়ে গাছে প্রদান করতে পারেন সে ক্ষেত্রে ভাল ফলাফল পাবেন।ছয় থেকে সাত দিন অন্তর অন্তর আপনি এই তরল জৈব সার গাছে প্রদান করতে পারেন।।
      (4)আঙ্গুর গাছের চারা তে মাছ-মাংস ধোয়া রক্ত জল দিতে পারেন সপ্তাহে একবার কোনো অসুবিধা নেই।
      (আঙ্গুর গাছের ছোট চারা গাছে এইসবকটি তরল জৈব সার প্রদানের ক্ষেত্রে সর্বদাই একটু সতর্ক থাকবেন। গাছে যতটুকু প্রয়োজন ততটুকুই প্রদান করবেন কখনোই প্রয়োজনের অধিক প্রদান করবেন না।সবসময় খেয়াল রাখবেন যখন গাছের গোড়ার মাটি শুকিয়ে যাবে তখন এই তরল জৈব সার প্রদান করবেন।।)

    • @ChannelChokh
      @ChannelChokh 2 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই
      একই কলার খোসা থেকে কতবার পানি সংগ্রহ করতে পারবো, জানালে খুশি হবো।

  • @NishatNursery
    @NishatNursery 2 ปีที่แล้ว +1

    🌴🌴🌴🌴

  • @srabaniroy8197
    @srabaniroy8197 ปีที่แล้ว +1

    Kon samaye debo

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  ปีที่แล้ว +1

      গাছ বসানোর অন্ততপক্ষে দুই থেকে তিন সপ্তাহ পর।।

  • @shirinislam4039
    @shirinislam4039 2 ปีที่แล้ว +1

    chal dhowar pani ki dewa jabe.??

  • @purnendubikashmondal2206
    @purnendubikashmondal2206 2 ปีที่แล้ว +1

    পচিমবঙ্গের বীরভূম জেলায় কোন ভালো জাতের মিষ্টি আঙ্গুর গাছ লাগানো ভালো হবে ?

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว +2

      1) Super Sonaka Seedless Grapes
      2) Crimson Seedless Grapes
      3) Flame Seedless Grapes
      এইসকল আঙ্গুরের প্রজাতিগুলি বাণিজ্যিকভাবে আপনি চাষ করতে পারেন।।

    • @purnendubikashmondal2206
      @purnendubikashmondal2206 2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ ,দাদা |

  • @news_zone18
    @news_zone18 2 ปีที่แล้ว +1

    দাদা দেশী জাতের আঙ্গুর গাছ আর বিদেশি ভালো জাতের মিষ্টি আঙ্গুর গাছ চিনব কিভাবে ?
    আর আপনার এই গাছ টা কোন জাতের

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว +1

      দেশি আঙ্গুর গাছ এবং বিদেশি আঙ্গুর গাছের পাতার মধ্যে বিশেষ একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে সেটিকে আপনাকে চিহ্নিতকরণ করতে হবে।।
      আমার এই আঙ্গুর গাছটি লম্বা আঙ্গুরের গাছ বলে নার্সারি থেকে দিয়েছে এখনো আমার এই গাছে ফল আসেনি।।

    • @news_zone18
      @news_zone18 2 ปีที่แล้ว +1

      গাছটার দাম কত টাকা নিয়েছে?

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว +1

      350/-

    • @mdnur5556
      @mdnur5556 ปีที่แล้ว

      দাদা আমি একটা আংগুর চারা কিনেছি
      টবে লাগাছি কিন্তু দু চার ইঞ্চি কুসি ছারে মরে যায় আবার কুসি ছারে মরে যায় কারণ কি

  • @kantachowdhury8523
    @kantachowdhury8523 ปีที่แล้ว +1

    খোল পচা জল বা কলার খোসা ভেজানো জলে র সাথে কি লাল পটাশ মিশিয়ে দেওয়া যাবে?

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  ปีที่แล้ว +2

      SOP দিলে খুবই ভাল হয়। যদি SOP একান্ত না পান সে ক্ষেত্রে আপনি অল্প পরিমাণে লাল পটাশ দিতে পারেন।।

  • @fariyafariya7663
    @fariyafariya7663 2 ปีที่แล้ว +1

    এটা কি গাছএর গুরায় দিব নাকি পাতায়

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว +1

      এই গাছটি একটি আঙ্গুর গাছের কাটিং কলম।।

  • @antarachowdhury4127
    @antarachowdhury4127 ปีที่แล้ว +1

    আমার আঙ্গুর গাছের বয়স ১ বছর , গাছের গ্রোথ ও ভালো কিন্তু কোনো ফল ফুল আসছেনা কি করবো উপদেশ দেন

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  ปีที่แล้ว +3

      প্রথমত মন খারাপ করার কিছু নেই। কিছু কিছু আঙ্গুর গাছের প্রজাতিতে ফুল আসতে একটু দেরি হয়। প্রত্যেক মাস অনুযায়ী আঙ্গুর গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আমি আপলোড করেছি সেই মতো প্রত্যেক মাসে আপনার আঙ্গুর গাছটিকে পরিচর্যা করুন অবশ্যই তাড়াতাড়ি আপনার আঙ্গুর গাছে ফুল ফল আসবে।।

  • @cragyxyz47bagley14
    @cragyxyz47bagley14 2 ปีที่แล้ว +2

    ভাই আমার আঙুর গাছ এ পাতায় লালচে রং ও কুকরে গেছে এবং ফুল ফল আসছে না কি করবো বলুন প্লিজ

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว +2

      আপনার আঙ্গুর গাছের পাতার ছবি তুলে আমাদের ফেসবুক পেজে পোস্ট করুন।
      ❤Nature Lover Chirantan❤
      Facebook Page - facebook.com/natureloverchirantan/

    • @cragyxyz47bagley14
      @cragyxyz47bagley14 2 ปีที่แล้ว +1

      ভাই আপনার ফেসবুক আইডি নাম বলেন আমি আমার আঙুর গাছ এর পাতার ছবি দিচ্ছি আপনার পেজ পাচ্ছি না প্লিজ বলবেন আমার খুব দরকার আমি বাংলাদেশি প্লিজ প্লিজ

  • @rumanajuthi7818
    @rumanajuthi7818 2 ปีที่แล้ว +1

    Soto Gase sorasori kitchen oyest deoya Jabe na

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว +1

      হ্যাঁ দেওয়া যাবে কোন অসুবিধা নেই।।

  • @parthanandy9203
    @parthanandy9203 2 ปีที่แล้ว +1

    এক গ্রাম ইউরিয়া ও এক গ্রাম এপসম সল্ট এক লিটার জলে গুলে সাত দিন অন্তর spray করে কি আঙুর গাছ তাড়াতাড়ি বাড়ান যাবে।
    Npk 12 61 00 এক গ্রাম এক লিটার জলে গুলে পনের দিন অন্তর spray করতে পারব ?

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว +1

      প্রথমত ছোট আঙ্গুর গাছের ক্ষেত্রে ভিডিওতে আমি যে অনুপাতে যে যে সার ব্যবহারের কথা বলেছি সেই ভাবে আপনি ব্যবহার করুন।।
      দ্বিতীয়তঃ ছোট আঙ্গুর গাছে ইউরিয়া স্প্রে করলে গাছের পাতা সম্পূর্ণ জ্বলে পুড়ে যাবে। আর ছোট আঙ্গুর গাছে এপসম সল্ট ব্যবহার করার প্রয়োজনীয়তা নেই।।
      NPK আপনি 15 দিন অন্তর স্প্রে করতে পারেন তবে ছোট আঙ্গুর গাছে স্প্রে করলে গাছের পাতা কিন্তু জ্বলে পুড়ে যাবে।।(ছোট আঙ্গুর গাছের ক্ষেত্রে ভিডিওতে যে যে সার প্রদানের কথা বলা হয়েছে সেগুলি সব সময় কম মাত্রায় ব্যবহার করার চেষ্টা করবেন )

  • @sahifrensahiren9623
    @sahifrensahiren9623 2 ปีที่แล้ว +1

    দাদা পিপরার জন্য যে ওষুধ এর কথায় বললেন 2এম এল ওটা কত চামচ হবে?

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว +1

      টেবিল চামচের একটু কম নেবেন তাহলে 2ml হয়ে যাবে।।

  • @MdRashed-iv4lu
    @MdRashed-iv4lu ปีที่แล้ว +1

    দাদা বীজের আংগুর চারা কিভাবে বড় কববো।আর কত বছরে ফল দিবো?

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  ปีที่แล้ว +2

      ভিডিও তে যেমন ভাবে বলেছি সেই মতো পরিচর্যা গ্রহণ করুন।।5-6 বছর লেগে যেতে পারে ফল আসতে।।

  • @optimisticjahangir1217
    @optimisticjahangir1217 9 หลายเดือนก่อน +1

    ভাইয়া কলার খোসা পানিতে কতক্ষণ ভিজিয়ে রাখবো এবং সরিষার খৈল কতক্ষণ। এবং এই পানি বোতলে কতদিন রেখে স্প্রে করা যাবে?

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  หลายเดือนก่อน +1

      এক সপ্তাহ ভিজিয়ে রাখবেন এবং টবের মাটিতে দেবেন।। কখনই গাছে স্প্রে করবেন না।।

  • @sukhirakhanam3312
    @sukhirakhanam3312 ปีที่แล้ว +1

    দাদা আমার ছোট চারাগাছে ফুল এসেছে এখন কি করব?

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  ปีที่แล้ว +1

      আঙ্গুর গাছের ফুলের পরিচর্যা সংক্রান্ত ভিডিও ইতিমধ্যে আপলোড করা রয়েছে। অবশ্যই আমাদের আঙ্গুর গাছের পরিচর্যা সম্পর্কিত প্লেলিস্ট চেক করুন।।

    • @sukhirakhanam3312
      @sukhirakhanam3312 ปีที่แล้ว +1

      @@NatureLoverChirantan ধন্যবাদ।

  • @naturelovers42
    @naturelovers42 ปีที่แล้ว +1

    আঙ্গুর গাছে সার বেশি হলে কী কী সমস্যা হয়

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  ปีที่แล้ว +1

      1)গাছের পাতা পুড়ে পুড়ে যাবে।
      2)গাছের কচি পাতা সহ নতুন ডাল পুড়ে যাবে।
      3)সম্পূর্ণ গাছ সবুজ থাকাকালীন শুকিয়ে যাবে।

  • @Zahidhasanpabna
    @Zahidhasanpabna 2 ปีที่แล้ว +1

    জুলাই মাসে গাছ লাগানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত ফুল আসেনি। এ ক্ষেত্রে কি করনিয়? দয়া করে রিপ্লাই দিবেন

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว +1

      কিছু কিছু আঙ্গুর গাছে ফুল আসতে একটু দেরি হয় যেভাবে প্রতিমাসের পরিচর্যার কথা বলে আসছি সেই ভাবে ধাপে ধাপে আপনার আঙ্গুর গাছ পরিচর্যা করুন অবশ্যই আপনার আঙ্গুর গাছে ফুল আসবে।।

    • @Zahidhasanpabna
      @Zahidhasanpabna 2 ปีที่แล้ว

      এই মাসে কি কি পরিচর্যা করতে হবে? কি কিটনাশক দিতে হবে🤔🤔

  • @utpalpaul685
    @utpalpaul685 2 ปีที่แล้ว +1

    দাদা ভাই ঐ এক লিটার জলে চার রকম মিসিয়ে তার থেকে দশ এম এল নিয়ে বাকিটা কত দিন ভালো থাকবে। জানালে উপকৃত হব। ধন্যবাদ দাদা ভালো থাকবেন

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว +1

      প্রায় দুই থেকে তিন মাস থাকবে অসুবিধা নেই.......... আপনি এর বেশি দিন রেখে দিতে পারেন কোন অসুবিধা নেই আমার তো রয়েছে এখনো।।

  • @subaldas5804
    @subaldas5804 2 ปีที่แล้ว +1

    আমার আঙ্গুরে ডগা কুকড়ে যাচ্ছে কি করলে ডগা কুকড়াবে না বলবেন প্লিজ।

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว +1

      Alphamethrin 10%EC 1 লিটার জলে 2ml ভালোভাবে গুলে নিয়ে বিকেলবেলা আপনার সম্পূর্ণ গাছটিতে ভালোভাবে স্প্রে করুন তাহলে খুব সহজে এই সমস্যার সমাধান ঘটবে।15 দিন অন্তর একবার করে স্প্রে করবেন। মাত্র একবার বা দু'বার স্প্রেতে খুব সুন্দর কাজ করে এই ওষুধটি।।

    • @subaldas5804
      @subaldas5804 2 ปีที่แล้ว

      @@NatureLoverChirantan ধন্যবাদ শুভকামনা রহিল।

  • @srabaniroy8197
    @srabaniroy8197 10 หลายเดือนก่อน +1

    Dada chara paoya jabe

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  10 หลายเดือนก่อน +1

      বর্ষার শুরুর দিকে যোগাযোগ করুন পেয়ে যাবেন।।

    • @srabaniroy8197
      @srabaniroy8197 10 หลายเดือนก่อน +1

      Ok dada.ki jater

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  10 หลายเดือนก่อน +1

      @@srabaniroy8197 all time sweet grapes.

  • @farhanahossain4999
    @farhanahossain4999 2 ปีที่แล้ว +1

    আমার আঙ্গুর গাছের পাতা পুড়ে গেছে এখন এর সমাধান কি প্লিজ জানাবেন

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว +1

      আঙ্গুর গাছের পাতার ছবি তুলে পাঠান তাহলে খুব সহজে সমাধান করা সম্ভব।।
      ❤Nature Lover Chirantan❤
      Facebook Page - facebook.com/natureloverchirantan/
      আপনাদের প্রত্যেকের জন্য একটি সুখবর রয়েছে। একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে আপনাদের সবার জন্য।আপনারা আপনাদের গাছের ছবি,গাছের ভিডিও,গাছের বিভিন্ন সমস্যা সে সংক্রান্ত বিভিন্ন তথ্য এই ফেসবুক পেজে পোস্ট করতে পারেন।।
      ❤।।ধন্যবাদ।।❤

  • @smmonir7639
    @smmonir7639 ปีที่แล้ว +1

    এটা কি জাতের আঙ্গুর

  • @abbas3170
    @abbas3170 9 หลายเดือนก่อน +1

    কলার খোশা এবং শরীশা কতদিন ভিজিয়ে রাখতে হবে।???যানাবেন প্লিজ

    • @SunnyShaikh-o3c
      @SunnyShaikh-o3c 5 หลายเดือนก่อน

      আমিও তা ভাবছিলাম 😊

    • @SunnyShaikh-o3c
      @SunnyShaikh-o3c 5 หลายเดือนก่อน

      👍

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 หลายเดือนก่อน +1

      ১০ থেকে ১৫ দিন ভিজিয়ে রাখতে পারেন তবে কলার খসা অনেকদিন পর্যন্ত ভিজিয়ে রাখা যায়।।

  • @ujjalmitra8176
    @ujjalmitra8176 2 ปีที่แล้ว +1

    দাদা গাছ লাগিয়ে যদি তারপর দিন বেশি বিষ্টিপড়ে তাহলে চারাগাছটির কি নষ্ট হয়ে যাবে একটু জানাবেন।

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว +1

      হ্যাঁ আঙ্গুর গাছটি নষ্ট হয়ে যেতে পারে।কারণ অতিরিক্ত জল যদি গাছের গোড়ায় বসে তাহলে গাছের শিকড় পচে যেতে পারে।।

    • @ujjalmitra8176
      @ujjalmitra8176 2 ปีที่แล้ว

      @@NatureLoverChirantan এই গাছটির নিচে ড্যম সিষ্টেম করে দিয়েছি তাতেও সমস্যা হবে?

  • @shahalam7726
    @shahalam7726 ปีที่แล้ว +1

    leaf curl in the smoll graps pot plant

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  ปีที่แล้ว +1

      Spray any type of insecticide once every 15 days.

    • @srabaniroy8197
      @srabaniroy8197 5 หลายเดือนก่อน

      Angur gachher dal kalo hoye jachhe ki korbo

  • @srabaniroy8197
    @srabaniroy8197 ปีที่แล้ว +1

    Amar gachher pata pure jachhe

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  ปีที่แล้ว +1

      15 দিন অন্তর একবার করে যেকোনো ধরনের ফাংগিসাইড স্প্রে করুন।।

    • @srabaniroy8197
      @srabaniroy8197 ปีที่แล้ว

      Humic acid debo na

  • @mdnayeemhossen1718
    @mdnayeemhossen1718 2 ปีที่แล้ว +1

    ভাইয়া আমার আঙ্গুর গাছের প্রায় ১ বছরের বেশি হলো কিন্তু এখনো গাছে ফুল বা ফল আসে নাই কি করবো প্লিজ রিপ্লাই দিয়েন

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว +1

      চিন্তার কোন কারণ নেই আপনার আঙ্গুর গাছে অবশ্যই ফুল আসবে।আঙ্গুর গাছের জন্য যেসকল খাদ্যের কথা বলেছি ধাপে ধাপে আপনার আঙ্গুর গাছে প্রদান করুন অবশ্যই আপনার আঙ্গুর গাছে ফুল আসবে।।

    • @srabaniroy8197
      @srabaniroy8197 ปีที่แล้ว

      Potash debo kolar khola debo.?.

  • @GawsulAzam-gy7rh
    @GawsulAzam-gy7rh ปีที่แล้ว +1

    মিস্টি কোনটা কিভাবে বুঝব?

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  ปีที่แล้ว +1

      যে সকল আঙ্গুর প্রজাতিগুলি ইতিমধ্যে ফলন হয়েছে সেগুলি আপনি বসাতে পারেন।

  • @srabaniroy8197
    @srabaniroy8197 ปีที่แล้ว +1

    Bon dust horn .nim

  • @baidyacompetitiveexams9567
    @baidyacompetitiveexams9567 2 ปีที่แล้ว

    Please don't spread your chemical fertilizer demo further.We are very much disappointed with this video.

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว

      In this video I have tried to highlight only the research results that I have applied to the trees and from them.

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว

      The biggest problem is that the vines that are planted in the tub do not grow fast.I started doing in-depth research on this subject and in that case I did research on both these chemical fertilizers and organic fertilizers but I have only shared with you the information that came out of that research.

  • @baidyacompetitiveexams9567
    @baidyacompetitiveexams9567 2 ปีที่แล้ว

    We unsubscribe you for your chemical fertilizer use lecture.

    • @NatureLoverChirantan
      @NatureLoverChirantan  2 ปีที่แล้ว

      I have only shared with you the information that I have applied in the field of research and the information that has emerged from that research.