কাশ্মীর ভ্রমণ পরিকল্পনা যেভাবে সাজাবেন | Kashmir Tour Plan | Flying Bird |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2023
  • Jammu and Kashmir is a region administered by India as a union territory and consists of the southern portion of the larger Kashmir region, which has been the subject of a dispute between India and Pakistan since 1947 and between India and China since 1959.
    Flying Bird Facebook Page= / flyingbirdalimurreja
    Flying Bird Facebook Group= / 265412317395892
    E-mail Address: flyingbird_reja@yahoo.com
    My Another Channel "Alimur Reja"
    = / alimurreja
    #FlyingBird #AlimurReja #Jammu #Kashmir

ความคิดเห็น • 54

  • @mainakmisra3856
    @mainakmisra3856 3 หลายเดือนก่อน

    আপনার উপস্থাপন খুবই সুন্দর ।অসাধারণ আপনার বর্ণনা কৌশল ,ভাষা প্রয়োগ, এবং স্পষ্ট কণ্ঠস্বর। সুন্দর এডিটিং ,লোকেশন ও পরিবেশ বর্ণনা তথ্য জ্ঞাপন, ক্যামেরার নিখুঁত প্রয়োগ ,ভিডিওটির আকর্ষণীয়তা অনেকগুণ বাড়িয়েছে ।অনেক ধন্যবাদ।

  • @travelwithfriendz4195
    @travelwithfriendz4195 7 หลายเดือนก่อน

    Apnar videogulo onno informative hoy.❤❤❤

  • @Pavelmostafiz
    @Pavelmostafiz 7 หลายเดือนก่อน

    অনেক তথ্য সমৃদ্ধ ভিডিও পেলাম। Dhaka Tourist এর গ্রুপে শেয়ার দিলাম। শুভকামনা ফ্লাইং বার্ড ও আলীমুর রেজার জন্য।

  • @user-ed4du9ec8t
    @user-ed4du9ec8t 5 หลายเดือนก่อน

    Excellent ❤

  • @rakibalhassanibrahim6262
    @rakibalhassanibrahim6262 7 หลายเดือนก่อน

    ❤❤

  • @HasanAli-sn6fz
    @HasanAli-sn6fz 7 หลายเดือนก่อน

    ভালো আছেন ভাই আপনার ভিডিও দেখি

  • @syedmujiburrahman7785
    @syedmujiburrahman7785 7 หลายเดือนก่อน

    জম্মু যেয়ে ওখান থেকে পাটনিটপ-ভাদারবা (এখানের পাদ্রিপাশ খুবই সুন্দর)-কিসটওয়ার । এখান থেকে সিনাথান টপ হয়ে কোকেরনাগ আসা। সিনাথান টপের উচ্চতা ১২ হাজার ফুটের উপরে তাই শীতের সময় বরফের কারনে এ পথটি বন্ধ থাকে। জুলাই মাসে খুবই সুন্দর হয় পথ। কোকেরনাগ থেকে ভেরিনাগ দেখে পহেলগাম আসা। উভয় স্হানে মোগল গার্ডেন আছে। উল্লেখিত স্হানগুলি কাশ্মীরের চলতি স্হান হতে বেশী সুন্দর। আমি সামনে যাব। ইতিপুরবে আমি ২ বার গিয়েছি। একবার এ পথে লাদাখ গিয়েছি। যে পথের বর্ননা দিলাম সেখানে যাইনি।

  • @tanvirahmed6708
    @tanvirahmed6708 7 หลายเดือนก่อน

    Vai ekta help lagto...
    Gulmarg er..calbe car er.. 2 phese er 2ta ticket lagto..kono vabe help kora jabe vai....date....02/01/2024
    Onek besi dorkar vai....

  • @Ashad_Ripon
    @Ashad_Ripon 7 หลายเดือนก่อน

    ভাই ডাচ বাংলা ব্যাংকের প্রিপেড কার্ড থেকে কি পেমেন্ট কোনভাবে করা যায় প্লে স্টোরে ইউটিউব প্রিমিয়াম কেনা যায়??
    বলে রাখি আমার ডিবিএল প্রিপেড কার্ডটি পাসপোর্টসহ ডলার এন্ডোরস করা এবং ব্যালেন্সে ডলার আছে কিন্তু তারপরও আমি ইউটিউব বুষ্টিং অথবা প্লে স্টোর থেকে কোন অ্যাপ পারচেজ করতে পারি না। ট্রানজেকশন নট পারমিটেড দেখায়।

  • @syedmujiburrahman7785
    @syedmujiburrahman7785 7 หลายเดือนก่อน

    ডাল গেট হতে হারওয়ান গার্ডেন পর্যন্ত অনেক ভাল হোটেল আছে। শেয়ার গাড়িতে অল্প টাকায় যাতায়াত করা যায়।

  • @sjsrjsc
    @sjsrjsc 6 หลายเดือนก่อน

    Vai,
    Mini Switzerland (Pahalgam) pony (horse) kore kon somoy minimum vara Tk 1500 ?

    • @FlyingBirdAlimurReja
      @FlyingBirdAlimurReja  6 หลายเดือนก่อน

      কখনো আরও কমও হতে পারে।

  • @user-gy3hv6qh1f
    @user-gy3hv6qh1f 6 หลายเดือนก่อน

    আমি আপনার সাথে ঘুরতে যেতে চাই।

  • @sohelzaman6338
    @sohelzaman6338 7 หลายเดือนก่อน

    Please advise where I can buy Sim card ? Details please

  • @ArfanUddin-bm8ow
    @ArfanUddin-bm8ow หลายเดือนก่อน

    ভাইয়া আমি কোলকাতা গিয়ে ট্রেন এর টিকেট সংগ্রহ করতে পারবো কি ? নাকি আগে সংগ্রহ করতে হবে একটু জানাবেন কি ভাইয়া

  • @mariamnipu
    @mariamnipu 6 หลายเดือนก่อน

    Gulmarg cable car এর টিকিট কিভাবে পাওয়া যাবে আর কতোদিন আগে টিকিট কাটতে হবে। ধন্যবাদ

  • @muaz375
    @muaz375 7 หลายเดือนก่อน

    ভাই সালাম নিবেন। আমি আপনার সাহায্য চাচ্ছি কলকাতা থেকে আজমীর যেতে ট্রেনের টিকিট কিভাবে কাটবো বাংলাদেশ থেকে বা কলকাতা গিয়ে টিকিট কাঁটা যাবে কিনা জানাবেন প্লিজ।

  • @MD.Shamim1717
    @MD.Shamim1717 7 หลายเดือนก่อน

    ভাইজান টোটাল খরচ টা কত হবে বা আপনার খরচ কত হয়েছে সেটা একটু জানাবেন প্লিজ 🙏 খরচের বিষয়টি জানলে আমাদের খুব ভালো হতো ❤

    • @FlyingBirdAlimurReja
      @FlyingBirdAlimurReja  7 หลายเดือนก่อน +1

      ৬০ হাজার। কেনাকাটা সহ ৯০ হাজার।

  • @MdHasan-nt7ru
    @MdHasan-nt7ru 5 หลายเดือนก่อน

    ভাই আমি কলকাতা থেকে জম্মু যাবো, যাওয়া এবং আসার টিকেট কি একসাথে কাটবো,,নাকি রিটার্ন টিকেট পরে কাটলে হবে,,, জম্মু থেকে কলকাতা আসার টিকিট কিভাবে কাটবো বা পাব সবসময় জানাবেন প্লিজ ভাই। ❤❤

  • @rabbehossain7169
    @rabbehossain7169 7 หลายเดือนก่อน

    Vaiya apni ko ekhon kashmir achen?

    • @FlyingBirdAlimurReja
      @FlyingBirdAlimurReja  7 หลายเดือนก่อน

      Na

    • @rabbehossain7169
      @rabbehossain7169 7 หลายเดือนก่อน

      @@FlyingBirdAlimurReja ভাইয়া এ সময়ে যাওয়া কি ঠিক হবে? আমরা আগামি ২৭ তারিখ যেতে চাচ্ছি।

    • @learnsqa7835
      @learnsqa7835 7 หลายเดือนก่อน

      @@rabbehossain7169 Amara jaitasi 30 tarikhe

  • @superstarfootwear9899
    @superstarfootwear9899 6 หลายเดือนก่อน

    ভাই কাশ্মীর নাকি জানুয়ারি মাসে বন্ধ থাকে

    • @FlyingBirdAlimurReja
      @FlyingBirdAlimurReja  6 หลายเดือนก่อน

      বেশি বরফ জমলে কিছু রাস্তা বন্ধ থাকে।

  • @rokonjnu
    @rokonjnu 7 หลายเดือนก่อน

    ভাই রুপি রেট কত পেয়েছেন?

    • @FlyingBirdAlimurReja
      @FlyingBirdAlimurReja  7 หลายเดือนก่อน

      এ বিষয়ে ভিডিও আসছে।

  • @tanvirhossain8478
    @tanvirhossain8478 5 หลายเดือนก่อน +2

    ভাইয়া কাশ্মীর তো আমি যাইতে চাচ্ছি ২০ ফেব্রুয়ারী। কিন্তু কোন লোক নাই আমরা দুইজন আর যদি কেউ যেতে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হত।আপনার পরিচিত কেউ কি যাবে তাহলে আমাদের কে নিয়ে যেতে বলেন প্লিজ

    • @FlyingBirdAlimurReja
      @FlyingBirdAlimurReja  5 หลายเดือนก่อน

      Na vai

    • @riadmahalder5232
      @riadmahalder5232 5 หลายเดือนก่อน +2

      আমরা যাচ্ছি ১৯/২/২৪ ইং তারিখে

    • @tanvirhossain8478
      @tanvirhossain8478 5 หลายเดือนก่อน

      @@riadmahalder5232 আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন

    • @abunomansharif3566
      @abunomansharif3566 5 หลายเดือนก่อน +1

      আমরা ২ জন ২৯ ফেব্রুয়ারী যাচ্ছি।

    • @tanvirhossain8478
      @tanvirhossain8478 5 หลายเดือนก่อน

      @@abunomansharif3566 আপনি একটু কস্ট করে)২২/২/২৪ চলেন। একদিন আগে গেলে ভাল হয় কারন ১২/৩/ রমজান। আপনাদের বাসা কোথায়

  • @chinikomdudhbeshi2682
    @chinikomdudhbeshi2682 7 หลายเดือนก่อน

    বাজেট ফ্রেন্ডলি আইটিনারি নয় এটা। আর এক্সপলোর করার এপ্রোচ এটা নয়।

    • @FlyingBirdAlimurReja
      @FlyingBirdAlimurReja  7 หลายเดือนก่อน

      সেটা কেমন?

    • @chinikomdudhbeshi2682
      @chinikomdudhbeshi2682 7 หลายเดือนก่อน

      ভ্রমণের উদ্দেশ্য যদি হয় উদ্দীষ্ট জায়গার প্রাকৃতিক সৌন্দর্যতা অবলোকন, উপলব্ধিকরণ, আশেপাশের বিভিন্ন স্তরের মানুষের আচার আচরণ, দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত হওয়া তবেই ভ্রমণ উপভোগ্য হয়েছে এমন যারা ভাবেন তাঁদের কাতারে আমি নিজেকে ভাবতে পছন্দ করবো। এরূপ ভ্রমণ কোনো তাড়া থেকে নয় বরং পিপাসু মন উপলব্ধ হতে হবে। আরাম আয়েসী ভ্রমণ উদ্দীষ্ট ভ্রমণ অঞ্চলের সাধারণ তাপ চাপ, ঠান্ডা, গরম, রুদ্র সৌন্দর্যতা, বৈরী পরিবেশ ইত্যাদির মধ্যে একটা ছাঁকুনি বা ফিল্টার স্থাপন করে, যা নিখাঁদ বিষয়টিকে ন্যায্যতার আড়াল করে।
      চাইলেই যে কেউ ঢাকা থেকে উড়ালপথে দিল্লি এয়ারপোর্ট, তারপর দিল্লি থেকে উড়ালপথে শ্রীনগর আসতেই পারে। মোটামুটি ৮-১২ ঘন্টার জার্নি, ঝটপট, সময় এবং শারীরিক ধকল সাশ্রয়ী বটেই। তথাপি ব্যায়বহুল।
      বিভিন্ন ঘটে ঘটে পানি খেয়ে নানান কৃষ্টি কালচার আর মানুষের সাথে মিথষ্ক্রিয়ার মধ্যে দিয়ে ভ্রমণকারীর মধ্যে একধরণের ধারণা গঠনে সহায়ক হতে পারে,
      হতে পারে আর্থিকভাবে সাশ্রয়ী। বাংলাদেশ থেকে কলকাতা সেখানের হাওড়া রেল স্টেশন থেকে ট্রেনে চেপে বসলে, ধরুন হামসফর এক্সপ্রেস ৩৪/৩৫ ঘন্টাতে আপনাকে পৌঁছে দিবে জম্মু তাওই রেল স্টেশন ২৪০০ আইএনআর খরচে, সাথে অন্ততঃ ৪ বেলার খাবার খরচ আলাদা যুক্ত করে নিতে হবে, মোটামুটি ৩০০০ আইএনআর খরচে জম্মু পৌঁছানোর পর, জম্মু স্টেশন থেকে উদমপুর স্টেশন পর্যন্ত আরেকটি ট্রেনে করে ১/১.৫ ঘন্টা ব্যায়ে পৌঁছে গেলেন উদমপুর, ভাড়া সম্ভবত ৫০ রুপীর নিচে, তারপর উদমপুর রেলস্টেশন থেকে বেরিয়ে শেয়ারড ট্যাক্সি নিয়ে চলে আসুন বাণিহাল, খরচ পরবে ২০০ রুপী, বানিহাল থেকে ট্রেনে চেপে চলে যান শ্রীনগর ২ ঘন্টার মতোন সময় লাগবে। অর্থাৎ জম্মু থেকে রওনা দিয়ে ৪-৬ ঘন্টার মধ্যে। এখন প্রাপ্তির হিসাব করলে আর্থিক সাশ্রয়ী বিষয়টিকে দূরে ঠেলে দেন, শুধুমাত্র বানিহাল থেকে শ্রীনগর ট্রেন ভ্রমণটি আপনাকে বিমোহিত করবে, অদ্ভুত এক ভালোলাগা আপনার হৃদয়ে উপলব্ধি করবেন ইনশাআল্লাহ! এক্সপ্লর এর ক্ষেতে সম্ভব হলে যাওয়ার ক্ষেত্রে একটি পথ এবং ফেরার পথে সম্ভব হলে আরেকটি পথ ব্যবহার একটি অন্যতম দৃষ্টিভঙ্গি।
      এছাড়া সিটি ট্যুর করতে গাড়ি রিজার্ভ নাহ করে শেয়ারড ট্যাক্সি অথবা আটো ব্যবহার করা যেতে পারে, যা অর্থ সাশ্রয়ী। এছাড়া শোনমার্গ যেতে TRC বাসস্ট্যান্ড থেকে বাটআলো ট্যাক্সিস্ট্যান্ড পর্যন্ত ট্যাক্সি ১০০-১৫০ রুপী এবং বাটআলো ট্যাক্সিস্ট্যান্ড থেকে কাঙ্গান ট্যাক্সিস্ট্যান্ড ১১০ রুপী এবং কাঙ্গান স্ট্যান্ড থেকে শোনমার্গ ১০০ রুপী ২৫০-৩০০ রুপীতে পৌঁছানো সম্ভব এবং সময় লাগতে পারে ২-৩ ঘন্টা। ফিরতি পথে সেভাবেই চলে আসা যায়। যারা কাশ্মীর শনমার্গ অথবা বাতাব ভ্যালি, অথবা পেহেলগ্রাম অথবা গুলমার্গ যেতে চান তারা সব ক্ষেত্রেই শ্রীনগর হোটেলে থেকেই ডে ট্যুরে উল্লেখিত স্পটগুলোতে যাবেন এবং স্পট ভিজিট শেষে শ্ৰীনগর ফিরে আসবেন, এর কারণ হলো উল্লেখিত স্পটগুলোতে আবাসিক হোটেলগুলো শ্ৰীনগর থেকে তুলনামূলক বেশ ব্যায়বহুল। দরদাম প্রত্যেকটা বিষয়ে আপনাকে কৌশলি হতে হতে পারে। আপনি হোটেল নির্বাচনে প্রথমে আপনার সাচ্ছন্দ বিবেচনায় রাখুন, এরপর বাথরুমে গিজার রয়েছে কিনা এবং চালু রয়েছে কিনা নিশ্চিত হোন, এরপর আপনি প্রাধন্য দিবেন খাওয়ার হোটেল এবং বাজার মল দোকানপাট ধারে কাছে রয়েছে কিনা, এরপর আপনি রাস্তার ফ্রন্টে হোটেল নাহ নিয়ে উক্ত ইউটিলিটিসগুলো কাছাকাছি রয়েছে কিন্তু সামান্য ভিতরে এমন হোটেল বেঁছে নিন। ৬০০-৭০০ রুপীতে মোটামুটি রুম পাবেন ডাবল বেড। এক্সপ্লর বিষয়টি বহুমাত্রিক এবং স্ব স্ব ব্যক্তির দৃষ্টিভঙ্গি দ্বারা সংজ্ঞায়িত।

  • @mdtanjil3094
    @mdtanjil3094 5 หลายเดือนก่อน

    কেউ কি আছেন ১০-০৩ এ যাবেন

    • @HumayunKabir-sq9ev
      @HumayunKabir-sq9ev 4 หลายเดือนก่อน

      জি আমি যাব ১১/৩/২৪

    • @mdtanjil3094
      @mdtanjil3094 4 หลายเดือนก่อน

      @@HumayunKabir-sq9ev ভাই আপনার নাম্বার টা দেন

  • @Roamwithsharif
    @Roamwithsharif 7 หลายเดือนก่อน

    যেসব হোটেল/হোমস্টে তেল থাকবেন তার লিংক এবং মোবাইল নাম্বার দিয়েন

  • @user-ig9cq6xi7p
    @user-ig9cq6xi7p 22 วันที่ผ่านมา

    ভাই ভিসা খরচ?

  • @NiruChowdhury-ht6sd
    @NiruChowdhury-ht6sd 3 หลายเดือนก่อน

    দাদা ট্রেনে কাশ্মীর যেতে চাই, অগ্রিম টিকেট না কেটে কি আসতে পারব?