মৃত্যুঞ্জয়ী আবু সাঈদ : জুলাই বিপ্লব | July Biplob | Abu Sayed | NTV Shows

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 858

  • @abutaherbiswas7537
    @abutaherbiswas7537 2 หลายเดือนก่อน +88

    এই বিজয় ছিল মহান আল্লাহ তায়ালার বিশেষ সাহায্য। এমন বিজয় আল্লাহতালা সাহায্য ছাড়া কখনোই নয়। আল্লাহতালার কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ।

    • @MdAkashKhan-v1t
      @MdAkashKhan-v1t 2 หลายเดือนก่อน +2

      আলহামদুলিল্লাহি রব্বুল আলামীন

    • @iqbalhussain853
      @iqbalhussain853 2 หลายเดือนก่อน +1

      সহমত ভাই

    • @AnishaAnifa-ch6bg
      @AnishaAnifa-ch6bg 2 หลายเดือนก่อน +1

      Alhamdulilla 🤲🇧🇩

  • @UmmeZareer
    @UmmeZareer 2 หลายเดือนก่อน +41

    আবু সাঈদের মৃত্যু বিশ্বের কোটি কোটি মানুষকে কাঁদিয়েছে😢 কোটি মানুষের কান্না এবং শহীদদের রক্ত বৃথা যায়নি। আলহামদুলিল্লাহ 🤲

    • @mdkhokon5968
      @mdkhokon5968 2 หลายเดือนก่อน

      এই ২ সাংবাদিক সহ Ntv কে অনেক অনেক ধন্যবাদ যে ntv তার স্টাপদের সঠিক সাংবাদিকতা করতে দিয়েছেন।

  • @mdmostafa7141
    @mdmostafa7141 2 หลายเดือนก่อน +166

    এরকম একটি অনুষ্ঠান তৈরি করায় ও প্রচার করায় এনটিভি কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

  • @AbdulMannan-kc8ov
    @AbdulMannan-kc8ov 2 หลายเดือนก่อน +274

    ৬ সমন্বককে ডিবিতে নেয়ার পর হান্নান ভাইর সবচেয়ে বড় অবদান ছিলো। ভাইকে অনেক ধন্যবাদ।

    • @ShahanaPrevin
      @ShahanaPrevin 2 หลายเดือนก่อน +9

      Hannan Vai onek boro Moner manushh..
      Onar4 tarikher gopone video bartati jokhon desh bapi prochar hoi tkn thekei tar kothGulo Suni..
      AJ tader karonei amra sobai koth bolte pari...
      Amra kritoggo tader kase

    • @JamalUddinBarbhuiya-hx8or
      @JamalUddinBarbhuiya-hx8or 2 หลายเดือนก่อน +2

      নুসরাত তাবাসসুম আপনি কোথায় হারিয়ে গেলেন?
      আপনি বেঁচে আছেন এটা দেখে ভালো লাগছে।
      আপনাকে আরো সক্রিয় দেখতে চাই।
      আল্লাহ আপনার সাথেই আছেন।

    • @faridahmad9879
      @faridahmad9879 2 หลายเดือนก่อน

      সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার

  • @Orrajon-z7t
    @Orrajon-z7t 2 หลายเดือนก่อน +193

    এই অনুষ্ঠান দেখতে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছি। মহান আল্লাহ রব্বুল আল-আমিন আবু সাঈদ এর জীবনের সকল প্রকার গুনাহ মাফ করে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। তাঁর এই আত্মত্যাগ আল্লাহ রব্বুল করুন।
    আফসোস!! সমন্বয়ক সহ , সংশ্লিষ্ট আলোচনা ও বিশ্লেষণ কারী কর্ম কর্তা ব্যক্তিদের অনুরোধ করছি আবু সাঈদ, মুগ্ধ সহ আরো যারা আত্মত্যাগী ইয়ামিন সহ অন্যান্য শহিদদের নাম উল্লেখ পূর্বক গঠন মূলক আলোচনা করতে বিনীত অনুরোধ করছি।

    • @MDEarsad-u1g
      @MDEarsad-u1g 2 หลายเดือนก่อน

      ইতিহাস যারা রচনা করেছে তারা স্বাধীনতার সাধ গ্রহন করতে পারে নাই কিছু অসাধু লোক তারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে ছে আল্লাহ যারা আমাদের ভাইদের শহীদ করেছে তাদেরকে কঠিন বিচার করতে হবে

    • @sultanafarida4645
      @sultanafarida4645 2 หลายเดือนก่อน

      ঠিক বলেছেন।

  • @MdmizanMalita
    @MdmizanMalita 2 หลายเดือนก่อน +51

    আবু সাইদের কথা শুনলে অটোমেটিক চোখে পানি এসে যায় আবু সাঈদ একজন মায়ার বাঁধন

  • @AngelsVoice-up8rd
    @AngelsVoice-up8rd 2 หลายเดือนก่อน +21

    চোখের পানি কোনোভাবেই ধরে রাখতে পারছিনা। আবু সাইদসহ সকল শহিদকে আল্লাহ কবুল করুন। নতুন বাংলাদেশ তোমাদের আত্মত্যাগের বিনিময়ে এগিয়ে যাক।

  • @AbdurRahim-gs2ts
    @AbdurRahim-gs2ts 2 หลายเดือนก่อน +87

    জাজাকাল্লাহু খাইরান।
    মৃত ব্যক্তিদের জন্য মাগফেরাত ও জীবিতদের নেক হায়াত কামনা করছি। """আমিন"""

  • @kabirahmed6813
    @kabirahmed6813 2 หลายเดือนก่อน +69

    Ntv কে ধন্যবাদ। আবুসাঈদসহ সবশহিদ ভাইদের শাহাদা আল্লাহ কবুল করুন। আমিন।

  • @mdsamsu8682
    @mdsamsu8682 2 หลายเดือนก่อน +122

    আমি সৌদি আরব থেকে বলতেছি এন টিভিকে অসংখ্য ধন্যবাদ এ কাজ করছেন সাংবাদিকতা ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই

    • @JfhvhHbvb
      @JfhvhHbvb 2 หลายเดือนก่อน

      🔴🔴🔴🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🔴🔴🔴🔴

    • @MDsohel-iq5ps
      @MDsohel-iq5ps 2 หลายเดือนก่อน

      আমি আমার চোখে পানি ধরে রাখতে পারলাম না

  • @kabirpaluan1911
    @kabirpaluan1911 2 หลายเดือนก่อน +61

    সত্য তুলে ধরার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
    আপনাদের সাহসী সাংবাদিকতার জন্য আবু সাঈদের এই বীরত্বের দৃশ্য তুলে ধরায় সবাই আন্দোলনে উদ্বুদ্ধ হয়েছিল
    আলহামদুলিল্লাহ তাদের ত্যাগ বৃথা যায় নাই।

  • @DinIslam-cg4jk
    @DinIslam-cg4jk 2 หลายเดือนก่อน +19

    এনটিভি কে অসংখ্য ধন্যবাদ জাতির সামনে সত্য তুলে ধরার জন্য।

  • @joynulabedin2909
    @joynulabedin2909 2 หลายเดือนก่อน +86

    অনেক কান্না পায়।😢আবু সাইদ দের আল্লাহ শহিদ দের কবুল করুন

  • @mamunbhuiyan2939
    @mamunbhuiyan2939 2 หลายเดือนก่อน +37

    কথা গোলা সত্যি চোখের পানি আর দরে রাখতে পারছিনা, আবু সাইদ ভাই বাংলাদেশের ইতিহাসের পাতায় নতুন করে নাম আবিষ্কার করেছেন,

  • @famefaith9008
    @famefaith9008 2 หลายเดือนก่อน +70

    বাবা তোমার কথা শুনে আমার নিজের অজান্তে দুচোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো তোমাদের জন্য দোয়া ভালবাসা রইলো আল্লাহ তায়ালা তোমাদের সবার জন্য মংগল করুক আমিন

  • @JFordinarylife
    @JFordinarylife 2 หลายเดือนก่อน +15

    হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা 😭 আল্লাহ এই স্বাধীনতা কেউ যেন ছিনিয়ে নিতে না পারে 😭

  • @ShulyAkter-t3q
    @ShulyAkter-t3q 2 หลายเดือนก่อน +22

    আবু সাঈদ জাতির প্রেরণা যাঁর জীবন ত্যাগের মাধ্যমে নতুন করে জেগে উঠে জীবন দিয়েছে হাজারো তরুণ😭শহীদের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ 😭সকল শহীদের বিনম্র শ্রদ্ধা

  • @yousupmozumder4260
    @yousupmozumder4260 2 หลายเดือนก่อน +19

    বক্তব্যগুলো শুনে চোখের পানি শুধু পড়ছে আল্লাহ শহীদদেরকে কবুল করুন

  • @mohiuddin7176
    @mohiuddin7176 2 หลายเดือนก่อน +21

    তখনও কেঁদেছি, এখনো কাঁদি শহীদ আবুসাঈদ, শহীদ মুগ্ধ ও সকল শহীদদের জন্য। যতদিন বাংলাদেশ স্বাধীন থাকবে ততদিন এ কান্না আর থামবেনা - এ কান্নার পানি এক একটি বারুদের মত দেশকে, দেশের স্বাধীনতাকে , দেশের গনতন্ত্র ও মানবতাকে বাঁচিয়ে রাখার শক্তি যোগাবে।

  • @abrahamabir8619
    @abrahamabir8619 2 หลายเดือนก่อน +6

    যদিও আমার কখনো এনটিভি অত বেশি দেখা হয় না কিন্তু আজকে থেকে এনটিভির একজন দর্শক হলাম এবং এনটিভিকে সাবস্ক্রাইব করলাম এবং ধন্যবাদ প্রসন করছি এনটিভির সকলের প্রতি যারা এই ছাত্র আন্দোলনের পাশে ছিল! 💞

  • @nargisbegum5229
    @nargisbegum5229 2 หลายเดือนก่อน +35

    এনটিভি কে আমরা সকল সময়ের জন্য সকল পরিস্থিতির সমূক্ষে সত্যের সন্ধানের প‌্রতীক হিসেবে ই দেখতে চাই।,,we love NTV.All the best.

  • @ariyanmaksud7568
    @ariyanmaksud7568 2 หลายเดือนก่อน +11

    আব্দুল হান্নান মাসুদ ভাই
    সত্যিই উনি মানুষ দরদী
    উনি আমাদের হাতিয়ার জন্য এক নিদর্শন হয়ে থাকবে ইনশাআল্লাহ

    • @sultanafarida4645
      @sultanafarida4645 2 หลายเดือนก่อน

      ইনশাআল্লাহ

  • @yousupmozumder4260
    @yousupmozumder4260 2 หลายเดือนก่อน +12

    পিছনের ক্যামেরাম্যানকে অনেক ধন্যবাদ তুমিও একজন মুক্তিযোদ্ধা এনটিভিকে ধন্যবাদ এই গল্প উপস্থাপন করার জন্য।

  • @hasinakhanam6796
    @hasinakhanam6796 2 หลายเดือนก่อน +24

    এই দুই সাংবাদিক ভাই
    “আবু সাইদের” গটনা সঠিক ভাবে দেখিয়েছেন বলেই পুরো দেশের মানুষ একত্রিত হয়ে আন্দোলনে ঝাপিয়ে পড়েছে সবই আল্লাহর হুকুম।রাষ্টীয় ভাবে এদের দুই জনকে সন্মান ও পুরুসকার দেয়া উচিত।

  • @MilonKobirrizvi-bi2by
    @MilonKobirrizvi-bi2by 2 หลายเดือนก่อน +5

    ধন্যবাদ এনটিভির চ্যায়ারমেন স্যার কে তার সুন্দর বক্তব্যর জন্য। আর বিশেষ করে রংপুরের দুই জন স্টাফ রিপোর্টার কে। কারণ তাদের সাহসী কতার কারণে আজ এই বিজয় হবেছে।

  • @Moralvoiace
    @Moralvoiace 2 หลายเดือนก่อน +6

    যতবার বীর মুক্তিযোদ্ধা আবু সাইদের কথাটি আসে ততো বার আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়

  • @MizanurRahman-du6hc
    @MizanurRahman-du6hc 2 หลายเดือนก่อน +361

    আবু সাইদ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। আল্লাহ আবু সাইদকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন। আমিন।

    • @EvaTahsin
      @EvaTahsin 2 หลายเดือนก่อน +21

      আমিন

    • @AbulKhair-e4v
      @AbulKhair-e4v 2 หลายเดือนก่อน +10

      আমিন

    • @kabirmedia7385
      @kabirmedia7385 2 หลายเดือนก่อน +4

      সুম্মা আমীন 🤲

    • @shakib7468
      @shakib7468 2 หลายเดือนก่อน +2

      আমিন।

    • @LutfarRahaman-rg2lu
      @LutfarRahaman-rg2lu 2 หลายเดือนก่อน

      ​@@kabirmedia7385😊

  • @jesimrahman9324
    @jesimrahman9324 2 หลายเดือนก่อน +9

    উনাদের কান্না ঝরা কথাগুলো খুব কাঁদিয়ে আমাকে আমরা গর্বিত আবু সাঈদের মত সন্তান পেয়ে

  • @kadarkhan1753
    @kadarkhan1753 2 หลายเดือนก่อน +11

    আবু সাঈদ আমাদের হৃদয়ের স্পন্দন।

  • @MokterHossain-px5hx
    @MokterHossain-px5hx 2 หลายเดือนก่อน +6

    বাংলাদেশ কৃতজ্ঞ,কৃতজ্ঞ আমরা জনগন, শহীদ আবু সাঈদের পরিবারকে মহান আল্লাহ তায়ালা, দৈয্য সহকারে ছবুর করার তহফিক দান ফরমান আমীন, কথা গুলো শুনে আবেগে আবিভুত হয়ে গেলাম।ধন্যবাদ জানাই এন টিভিকে,এখন সকল মিডিয়া সাধীনভাবে লিখবে এবং বলবে,বাংলাদেশ দিতিয়বার সাধীন হয়েছে,আলহামদুলিল্লাহ, সকল প্রসংশা মহান আল্লাহ তায়ালার জন্যে।

  • @mdjalil4437
    @mdjalil4437 2 หลายเดือนก่อน +7

    আবু সাইদ সহ সকল শহীদ ভাই-বোনদের প্রতি দোয়া রইলো।
    দুজন প্রিয় মানুষের উপস্থিতি ভালো লেগেছে -- ময়নুল ভাই আমাদের প্রেরণার মূর্ত প্রতীক --ফালু ভাইয়ের ভোটে কাজ করার সুযোগ পেয়েছিলাম সেসময়।

  • @MinecraftStoryMode66666
    @MinecraftStoryMode66666 2 หลายเดือนก่อน +5

    চোখে পানি ধরে রাখতে পারছি না ।জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক।প্রথম বাংলাদেশ দেশ আমার শেষ বাংলাদেশ।

  • @shafarahman7643
    @shafarahman7643 2 หลายเดือนก่อน +62

    আ হান্নানের কথা শুনে চোখ দিয়ে অঝোরে অশ্রু ঝরছে, আহ। এখন স্বাধীন বাংলার মানুষ। আলহামদুলিল্লাহ।

    • @rejaulkarim7481
      @rejaulkarim7481 2 หลายเดือนก่อน

      হৃদয়ের বুকফাটা কান্না লুকানো বড় কষ্ট হচ্ছে!!!

    • @ariyanmaksud7568
      @ariyanmaksud7568 2 หลายเดือนก่อน +1

      আব্দুল হান্নান মাসুদ ভাই
      সত্যিই উনি মানুষ দরদী
      উনি আমাদের হাতিয়ার জন্য এক নিদর্শন হয়ে থাকবে ইনশাআল্লাহ

  • @razuphotocopy8957
    @razuphotocopy8957 2 หลายเดือนก่อน +6

    শুধুমাত্র শহীদ আবু সাঈদ না এই আন্দোলনে যারা মৃত্যু বরণ করেছে মহান আল্লাহ তায়ালা সকলকে শহীদ হিসেবে কবুল করে নিন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

  • @skrussell4952
    @skrussell4952 2 หลายเดือนก่อน +4

    ধন্যবাদ NTV,, আহ রে আবু সাইদ আহ মুগ্ধ যতোবারই দেখে চোখ দিয়ে পানি পড়ে যায় বিদেশে থেকে ছটপট করা ছাড়া কিবা করতে পারবো। আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করুক সকল শহিদ দের। জাতি সৈরাচার মুক্ত হয়েছে।

  • @educationbdm.r.2365
    @educationbdm.r.2365 2 หลายเดือนก่อน +2

    কৃতজ্ঞতা NTV কাছে, দোয়া এবং শুভকামনা রইলো❤❤❤

  • @imdfarukhossain
    @imdfarukhossain 2 หลายเดือนก่อน +7

    এদের প্রতি আমাদের ভালো বাশা থাকবে,কথা গুলো 100% সঠিক বলেছেন

  • @AsadKhan-rb4rl
    @AsadKhan-rb4rl 2 หลายเดือนก่อน +12

    চোখের পানি ধরে রাখতে পারলাম না ভাই মাসুদ । তোমার কথা শুনে অনেক কেঁদেছি।

  • @asmabegum7376
    @asmabegum7376 2 หลายเดือนก่อน +7

    ধন্যবাদ সমন্বয়ক দুইজনকে। সমন্বয়ক নুসরাত যথার্থ বলেছে। এভাবেই আপনারা সবসময় জনগণের সাথে থাকুন।

  • @Rubayet_Hosain
    @Rubayet_Hosain 2 หลายเดือนก่อน +12

    "আবু সাঈদ,মুগ্ধ
    শেষ হয়নি যুদ্ধ"

  • @MdAzad-g2i
    @MdAzad-g2i 2 หลายเดือนก่อน +6

    কথাগুলো শুনে হৃদয়ের বোবা কান্না তবুও চোঁখ থেকে অবিরাম পানি ঝরছে

  • @rosebangla1839
    @rosebangla1839 2 หลายเดือนก่อน +11

    আবেগঘন পরিবেশে কৃতজ্ঞতা ও স্মৃতিময় হয়ে থাকবে,ধন্যবাদ এন টিভিকে।

  • @sunflowerconstruction1158
    @sunflowerconstruction1158 2 หลายเดือนก่อน +1

    এই স্বাধীন বাংলাদেশের জন্য মহান আল্লাহ্‌র রহমত, কুদরত ছিল আলহামদুলিল্লাহ। এই রকম ভাল সাংবাদিকগণের নিকট আমরা চিরন্তন কৃতজ্ঞ থাকব।

  • @Shofiqulislam-e6z
    @Shofiqulislam-e6z 2 หลายเดือนก่อน +5

    আবু সাইদ, মুগ্ধ, সহ হাজার শহীদের রক্তের রিন, কোন দিন শোধ হবেনা। আজ অশ্রু বেজা নয়নে নির্বাক চেয়ে সেই দিনের সেই রক্তাত রাজ পথ। হাজার কোটি সালাম শহিদ দের

  • @عصرالاتصالات-ق8ق
    @عصرالاتصالات-ق8ق 2 หลายเดือนก่อน +3

    ntv সাংবাদিকদের প্রতি 🤲 দোয়া ও শুভকামনা রইল

  • @Kabirhossain2023-n3g
    @Kabirhossain2023-n3g 2 หลายเดือนก่อน +29

    আপনাদের এই অনুষ্ঠান দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি।
    আমি দেখেছি,বিগত ১৫ বছর ধরে শাসকগোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে কিভাবে আপনারা আপনাদের নিরপেক্ষতা ধরে রেখেছেন। ধন্যবাদ এনটিভিকে।

  • @litonhossainpradhan7582
    @litonhossainpradhan7582 2 หลายเดือนก่อน +5

    সত্যের পথে থাকা সকল সাংবাদিক ভাইদের অসংখ্য ধন্যবাদ যাঁরা দেশের মানুষের জন্য দেশের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে সেই সব সাংবাদিকদের প্রতি অনেক ভালোবাসা রইলো।

  • @muslimahasan1044
    @muslimahasan1044 2 หลายเดือนก่อน +8

    এত সুন্দর করে বাস্তবতা তুলে ধরেছ ,দুচোখ বেয়ে শুধু পানি ঝরছে থামানো জাচছে না

  • @bashirahmed2203
    @bashirahmed2203 2 หลายเดือนก่อน +7

    হান্নানের কথা শোনার মত শক্তি পাই না চোখের পানি ধরে রাখতে পারলাম না, 😭😭 দোয়া করি হান্নান,আপনারা দীর্ঘদিন বেচে থাকবেন উচ্চ আসনে,
    আপনাদের ত্যাগের জন্য আজ দেশ স্বাধীন হয়েছে 🇧🇩🇧🇩

  • @MdSujon-nr9zc
    @MdSujon-nr9zc 2 หลายเดือนก่อน +2

    আবু সাঈদ বাংলার বর্তমানের শ্রেষঠ নায়ক।

  • @yasminakther2405
    @yasminakther2405 2 หลายเดือนก่อน +10

    ২৪এর অভ্যুতানের প্রথম অনুপ্রেরণা শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধ।

  • @sheikhmahmud5071
    @sheikhmahmud5071 2 หลายเดือนก่อน +11

    শহীদ আবু সাঈদ ভাই ,
    তিনি শুধু আবু সাঈদ নন , তিনি এখন সমগ্র বাংলাদেশ তিনি এখন নতুন বাংলাদেশ ।

  • @AbuHossain-v6m
    @AbuHossain-v6m 2 หลายเดือนก่อน +3

    অনেক অনেক ধন্যবাদ Ntv এবং Jomuna tv সহ যে সকল মিডিয়া আবু সাঈদ এর মৃত্যুর মুহূর্ত প্রচার করেছিলেন। আমরা চির কৃতজ্ঞ। আমি আবু সাঈদ এর বড় ভাই

  • @gamesandsportsloversofBD345
    @gamesandsportsloversofBD345 2 หลายเดือนก่อน +4

    এনটিভি ও যমুনা টিভিকে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। ❤❤❤

  • @saberabegum7434
    @saberabegum7434 2 หลายเดือนก่อน +43

    হান্নান তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো। নিজের অজান্তেই চোখের পানি গড়িয়ে পড়েছে।আল্লাহ এ দেশ ও জনতাকে যেন রক্ষা করে।আমিন

  • @RashidaRashida-tz3dv
    @RashidaRashida-tz3dv 2 หลายเดือนก่อน +10

    শহিদ আবুসাইদ আর মুগদ্ধর কথা মনে হলে। চোখের পানি ধরে রাখতে পারিনা 😢😢 মহান রাব্বুল আলামীন সকল শহিদ দের শহীদের মর্যাদা দিয়ে জান্নাত বাসি করুন আমিন আমিন 🤲

  • @SaifulAlam-xk6pm
    @SaifulAlam-xk6pm 2 หลายเดือนก่อน +6

    স্মৃতি টি ধরে রাখা র জন্য /সংরক্ষণ করা র জন্য এরকম অনুষ্ঠান আয়োজন সময়ে র দাবী। আলহামদুলিল্লাহ শুভকামনা রইল জাযাকাল্লাহ খয়ান। ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে।

  • @mafuzakhatun4500
    @mafuzakhatun4500 2 หลายเดือนก่อน +2

    ধন্যবাদ জানাই এনটিভির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের। আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করেন দুনিয়া আখিরাতে।

  • @jobaidashaheen4422
    @jobaidashaheen4422 2 หลายเดือนก่อน +16

    এন টিভি তার আগের সুনাম ও সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে মানুষের আস্থা অর্জন করবে এই কামনা করি।

  • @Surjo123-j6y
    @Surjo123-j6y 2 หลายเดือนก่อน +1

    আবু সাঈদ নতুন বাংলাদেশের কারিগর। আবু সাঈদ অবিস্মরণীয় ও অসংবাদিত নেতা হিসাবে সব সময় স্মরণ করতে হবে।

  • @জহিরুলজহিরুল-দ৭গ
    @জহিরুলজহিরুল-দ৭গ 2 หลายเดือนก่อน +3

    আমার প্রাণের প্রিয় রংপুর আমাদের রংপুরের গৌরবের প্রতিক শহীদ আবু সাঈদ ভাই

  • @MejanurRahaman-w6l
    @MejanurRahaman-w6l 2 หลายเดือนก่อน +11

    বিসমিল্লাহির রাহমানির রাহিম এনটিভির সুন্দর একটা পরিবেশন দেখলাম যেটা আবু সাঈদ এবং মুগ্ধকে নিয়ে খুবই সুন্দর অনুষ্ঠান যেটা চোখে পানি আসার মত এনটিভির মহাপরিচালক যেমন আল্লাহ পাকের কথা বললেন আল্লাহর কথা মুখে নিলে দুইজন সমন্বয়ক উপস্থিত হয়েছেন ঠিকই তাদের কথা ব্যথা এবং কি সুন্দর আলোচনা সবই ভালো কিন্তু বারবার আবু সাঈদ এবং মুখ দের জন্য দোয়া করা হচ্ছে জান্নাত কামনা করা হচ্ছে মাপা ক্ষমা করুক বলা হচ্ছে কিন্তু কিন্তু যিনি মাফ করবেন তিনি মহান আল্লাহ এ আল্লাহ পাকের নামটা নিলে কি আমি মূর্খ হবো না ছোট হবো না এমনটি না তবে আল্লাহ পাকের নামটা নিলে খুবই ভালো হয় এটাই ভিতরে থাকলে আল্লাহ খুশি হয় আশা করি থেকে মহান মালিকের নাম এবং আল্লাহ পাকের সব সময় আলোচনায় স্মরণ করব আমিন, 🤲

  • @samsumia2409
    @samsumia2409 2 หลายเดือนก่อน +16

    অনুষ্ঠানে বক্তব্য আবু সাঈদ ও মুগ্ধ শহীদদের কথা চোখে পানি দার দার করে পরছে। বুকটা ফেটে যাচ্ছে আমার। এনটিভি অন্তর থেকে ধন্যবাদ। সকল শহীদদের জান্নাতুল ফেরদৌস দান করেন আল্লাহ। আমিন

  • @aminalima9072
    @aminalima9072 2 หลายเดือนก่อน +1

    আবু সাঈদ এবং সকল শহীদ ভাইবোনের জন্য দোয়া করি আল্লাহ যেন শহীদভাইবোনকে জান্নাত নসীব করুন❤

  • @MRahman-zn3jj
    @MRahman-zn3jj 2 หลายเดือนก่อน +1

    শ্রদ্ধা ভরে স্মরণ করছি আবু সাঈদ-মুগ্ধসহ সকল শহীদদের প্রতি,যাদের জীবনের বিনিময়ে আমরা আবারও স্বাধীনতা ফিরে পেয়েছি,সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি ।

  • @obaidurrahman3642
    @obaidurrahman3642 2 หลายเดือนก่อน +18

    অসাধারণ এনটিভির ভূমিকা। আপনারা স্মরণীয় হয়ে থাকবেন।

  • @ShohagSordar-o8v
    @ShohagSordar-o8v 2 หลายเดือนก่อน +6

    আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াবো ইনশাআল্লাহ

  • @NazrulIslam-w7t
    @NazrulIslam-w7t 2 หลายเดือนก่อน +2

    আল্লাহর নিকট শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করুন।
    দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের দোয়া করুন। দেশের জনগন কে দোয়া করেন ❤

  • @MdMaksud-tm3bp
    @MdMaksud-tm3bp 2 หลายเดือนก่อน +4

    আল্লাহ আবু সাইদ ও সকল শহীদদেরকে, জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, আমিন

  • @siddiqurrahman8635
    @siddiqurrahman8635 2 หลายเดือนก่อน +4

    বাস্তব কথা গুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারছি না।তোমারা বেচে থাকো। আবু সাইয়েদ কে আল্লাহ বেহেশত নসীব করুণ।

  • @mdforkan6492
    @mdforkan6492 2 หลายเดือนก่อน +24

    চিলাম বিদেশে, কিন্তু মনটা সারাক্ষণ দেশে ছিল

  • @ShorifulIslam-fd1ju
    @ShorifulIslam-fd1ju 2 หลายเดือนก่อน +14

    ধন্যবাদ জানাই এন টিভির সাংবাদিককে

  • @sheponislam8401
    @sheponislam8401 2 หลายเดือนก่อน +28

    ভালোবাসা রইলো এন টিভির জন্য নড়াইল থেকে

  • @ye83
    @ye83 2 หลายเดือนก่อน +5

    বাহ, মাশা-আল্লাহ, এমন নিরহংকারী নেতৃত্বই আমরা চাই। আল্লাহ তোমাদের হেফাজত করুক। হেদায়েত দান করুক আমীন। ঈমান তাকওয়া সফলতা দান করুক আমীন।

  • @AbulHossain-oq8qy
    @AbulHossain-oq8qy 2 หลายเดือนก่อน +7

    সকল শহীদের জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন।

  • @NazrulIslam-w7t
    @NazrulIslam-w7t 2 หลายเดือนก่อน +2

    আবু সাইদ সহ সকল শহীদের দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
    আহতদের আশু আরোগ্য কামনা করছি।
    দোয়া করছি সেনাবাহিনী ও সেনাপ্রধান কে।
    দোয়া করছি এন টিভির সকলকে❤

  • @rokibchowdhury3816
    @rokibchowdhury3816 2 หลายเดือนก่อน +10

    এন টিভির সকল সন্মানিত কর্মকর্তা,সাংবাদিক,কুশলি এবং এইঅনুষ্ঠান পরিচালনায় যাঁরা উদ্দোক গ্রহনকরেছেন সকলকেই জানাই,অন্তরের অনতস্হেথেকে ধন‍্যবাদ।

  • @skabdulmannan6998
    @skabdulmannan6998 หลายเดือนก่อน

    সমস্ত অনুষ্ঠান পুরোটাই গভীর মনোযোগ দিয়ে দেখলাম। আবেগঘন আলোচনা খুবই হৃদয়গ্রাহি।

  • @mdsaifulislamsf4603
    @mdsaifulislamsf4603 2 หลายเดือนก่อน +59

    চোখে পানি চলে আসছে, ১২ হাজার কিলোমিটার দূরে থেকে ও সর্বোচ্চ চেষ্টা করেছি আন্দোলনে শরিক হতে ১৩ সালে হেফাজতে ইসলামের সাথে সরাসরি ছিলাম বাচ্চা ছিলাম মাদ্রাসায় পড়তাম কিন্তু জীবিকার তাগিদে দূর প্রবাসে আছি প্রবাসে থেকে ও অনলাইনে সর্বোচ্চ চেষ্টা করেছি আন্দোলনকে এগিয়ে নেয়ার জন্য

    • @mst.rukhshana3829
      @mst.rukhshana3829 2 หลายเดือนก่อน +1

      আল্লাহতালা আপনাকে সর্ব জায়গায় ভালো রাখুন

    • @sultanafarida4645
      @sultanafarida4645 2 หลายเดือนก่อน +1

      ​আমিন

  • @hakimmdwoasim7217
    @hakimmdwoasim7217 2 หลายเดือนก่อน +25

    এন টিভি মানে নাইস টিভি। এন টিভি সত্যের সন্ধানে নাইস টিভি হয়ে থাকবে সবসময়।

  • @YemanUddin-ik1fx
    @YemanUddin-ik1fx 2 หลายเดือนก่อน +3

    ছাত্র ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সত্য বক্তব্য দেওয়ার জন্য

  • @MDAlAmin-bc8dg
    @MDAlAmin-bc8dg 2 หลายเดือนก่อน +3

    অসংখ্য ধন্যবাদ আপনাদের আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক আমিন, আপনারা সবাই এগিয়ে যান👍💯❤️❤️🇧🇩🇧🇩🇧🇩❤️❤️

  • @MdMalek-x1c
    @MdMalek-x1c 2 หลายเดือนก่อน +10

    এই সমন্বয়ক ভাইটা অনেক ইমোশনাল 🥺

  • @MdBillalcenetari
    @MdBillalcenetari 2 หลายเดือนก่อน +2

    আল্লাহ আপনাদের সকলকে হেফাজতে রাখুক এভাবে সত্যের পথে সত্যের পথে ছবি তুলে ধরতে পারেন

  • @barkatullahbarkat8260
    @barkatullahbarkat8260 2 หลายเดือนก่อน +7

    যথাযথ ভূমিকার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @shezonkhan3832
    @shezonkhan3832 2 หลายเดือนก่อน

    সুন্দর সুন্দর কথা শুনে খুবই আনন্দিত। তবে শেষ পর্যন্ত আশা করি এভাবেই থাকবেন। ইনশাআল্লাহ আমরা জনগণ

  • @ziaurali9058
    @ziaurali9058 2 หลายเดือนก่อน +2

    আল্লাহ আমাদের সবাইকে হককে হক বলার বাতিলকে বাতিল বলার তৌফিক দান। করুক সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামীন সকল শহীদদের জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন

  • @আলোকিতজান্নাত
    @আলোকিতজান্নাত 2 หลายเดือนก่อน +9

    কথাটা খুব ভালো লাগলো। এনটিভি ছাত্রদের কাজে ব্যাবহার করার কথা বলেছেন। ধন্যবাদ স্যার।

    • @md.ashikurrahman5624
      @md.ashikurrahman5624 2 หลายเดือนก่อน

      ❤ NTV🥰❤️❤️❤️

    • @MdFarid-js3gc
      @MdFarid-js3gc 2 หลายเดือนก่อน

      Yes...100% Correct.... !!!

  • @sayedbaki7822
    @sayedbaki7822 2 หลายเดือนก่อน

    আবেগাপ্লুত হয়ে গেলাম! চোখ থেকে অশ্রু ঝরছে!😢😢 স্যালুট Ntv কে সাথে রংপুরের সেই সাহসী সাংবাদিক ও ক্যামেরাম্যানের প্রতি রইলো লাল সালাম!🙏🙏

  • @akmhasnatulislammillat3737
    @akmhasnatulislammillat3737 2 หลายเดือนก่อน

    এই অনুষ্ঠান দেখে আজও চোখের পানি মনের অজান্তেই ঝরেছে।যেমনটা সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের হয়েছে।কৃতজ্ঞতা আর ধন্যবাদ, এনটিভি।❤️🇧🇩✌️

  • @mongbamarma5098
    @mongbamarma5098 2 หลายเดือนก่อน +6

    আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না ধন্যবাদ আপনাদের সকলকে সহযোগিতা করার জন্য

  • @Md.fukrulISLAM-o4y
    @Md.fukrulISLAM-o4y 2 หลายเดือนก่อน +4

    আমরা প্রবাসীর ও প্রবাসীরা ছাত্রদের পাশে আছিলাম এনটিভিকে ধন্যবাদ দিই আর আমাদের বীর মুক্তিযোদ্ধা আবু কেউ চুপ করার জান্নাতুল ফেরদাউস করে আর যারা মিত্র হয়েছে ্নাতুল ফেরদাউস করে আর যারা হাসপাতালে আছে তাদেরকে যেন আল্লাহতালা সুস্থতা দান করে

  • @mhlimon5385
    @mhlimon5385 2 หลายเดือนก่อน +9

    আবু সাঈদকে কখনো ভূলে যাবো না
    কারণ আমাদের রংপুরের

  • @menskitchen7117
    @menskitchen7117 2 หลายเดือนก่อน +1

    এই ভিডিওটা দেখে আর কথা গুলো শুনে কান্না করলাম।।।চোখের পানি আর দরে রাখতে পারলাম না।।।

  • @shaficalam
    @shaficalam 2 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ জানাই এন টিভির সকল সাংবাদিক ও কলাকৌশলের।দোয়া রইলো সবসময় সত্য সংবাদ প্রচার করবেন।

  • @AbdulHaque-e1x
    @AbdulHaque-e1x 2 หลายเดือนก่อน

    সত্য তুলে ধরার জন্য আমরা /বাংলাদেশের/সারাবিশ্বের মানুষ আপনাদের কাছে কৃতজ্ঞ।

  • @Wasimuddin-c2c
    @Wasimuddin-c2c 2 หลายเดือนก่อน +4

    এই অনুষ্ঠান দেখে সমন্বয় ও সাংবাদিক ভাইদের কথা শুনে দুই চোখ দিয়ে পানি পড়ছে আর মনের ভিতর আর্তনাথ চলতেছে।২০২৪ জুলাইয়ে যারা শহিদ হয়েছে তাদের মাগফেরাত কামনা এবং আহত সবার সুস্থতা কামনা করছি মহান আল্লাহর কাছে।

  • @mansurahmed9154
    @mansurahmed9154 2 หลายเดือนก่อน +4

    সত্যের পক্ষ নিয়ে জিবন বাজি রাখা সাংবাদিকদের জন্য এনটিভির কাছে পুরো জাতি,পুরো বিশ্ব কৃতজ্ঞ!

  • @YemanUddin-ik1fx
    @YemanUddin-ik1fx 2 หลายเดือนก่อน +1

    এন টিভির সকল কর্মচারীদের কে ধন্যবাদ হৃদয় ভরা ভালোবাসা

  • @ZibrailHossain-jv6vh
    @ZibrailHossain-jv6vh 2 หลายเดือนก่อน

    এই অনুষ্ঠানটি এনটিভির পর্দায় দেখার পর চোখে পানি ধরে রাখতে রাখতে পারলাম না সত্যিই অনেকটা ভালো লাগলো বাংলা স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে সবার আত্মার মাগফেরাত কামনা করছি এলটিভি পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান প্রচার করার জন্য