বিদেশ থেকে দেশে টাকা পাঠান খুব সহজে ও একদম ফ্রি তে! ডাউনলোড করুন Taptap Send: taptapsend.onelink.me/Lrab/NS10 (এন্ড্রয়েড ও আইফোন দুটোর জন্যেই আছে) 🔥 প্রথম ট্রান্সফারে ব্যবহার করুন "NS10" কোড, 10 (USD/POUND/EURO/CAD) বোনাস এর জন্যে! কেন Taptap Send সেরা? ✅ টাকা পাঠানোতে কোন চার্জ নেই! ✅ ইনস্ট্যান্ট ট্রান্সফার! ✅ বিকাশ/ব্যাংক একাউন্ট এ টাকা পাঠানো যায়! ✅ অ্যাপ ব্যবহার খুবই সহজ! ✅ অত্যন্ত ভালো এক্সচেঞ্জ রেট! ✅ প্রথম ট্রান্সফারে পাবেন ১০ ডলার/পাউন্ড/ইউরো/কানাডিয়ান বোনাস। যে যে দেশ থেকে Taptap Send অ্যাপ ব্যবহার করে দেশে টাকা পাঠানো যাচ্ছেঃ UK, USA, Canada, France, Spain, Germany, Italy, Mayotte, Netherlands, Reunion, Belgium (More are coming)
@@raquibulislam5235বৃহস্পতিবার মাগরিব থেকে জুমু'আর দিনের মাগরিবের আগ পর্যন্ত প্রতিটি সেকেন্ড নেকি ও সওয়াবের একেকটি ভান্ডার। অতএব (পুরো সময়টাতে যত বেশি সম্ভব) রাসূলুল্লাহ ﷺ এর প্রতি দরুদ পাঠ করুন। - ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ 🟢 একজন সাহাবি রাসূলকে বলেছিলেন, তিনি তাঁর উপর সর্বদা দরুদ পাঠ করবেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেছিলেন, ‘‘যদি তুমি তাই করো, তবে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে (প্রয়োজন পূরণ হবে) এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে।’’ [তিরমিযি: ২৪৫৭, হাকিম: ২/৪৫৭, হাদিসটি সহিহ] বস্তুত দরুদ শরিফ পাঠ করলে সহজে দোয়া কবুল হয়ে যায়। হজরত ওমর বিন খাত্তাব (রা.) বলেন, নিশ্চয় বান্দার দোয়া-মোনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো থাকে, তার কোনো কিছু আল্লাহপাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তাঁর নবী (ﷺ) এর প্রতি দরুদ পাঠ করবে। (তিরমিজী শরিফ)। 🔹 শ্রেষ্ঠ দরুদ - দরুদে ইব্রাহিম যা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ি 🔹 সবচেয়ে ছোট দরুদ - সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসুন আমরা বেশি বেশি দরুদ পাঠ করি এবং ফিলিস্তিনসহ সারাবিশ্বের নির্যাতিত সকল মুসলিম ভাইবোন ও মুজাহিদদের জন্য দুআ করি।
@@junbkh822🇮🇳ভারতের মধ্যে অমুসলিম জানুয়ার গুলো মুসলিম উম্মাহর মারারয জন্য বলেছেন বিজিপি নেতা গুরু গুলো মুসলিম উম্মাহর কে সবসময় কষ্ট দিতেছে ভারতীয় অমুসলিম গুলো এটার বিচার কে করবে হিন্দু থেকে মুসলিম হতে পারবে না বিভিন্ন জাতিগোষ্ঠীর মুসলিম দের কষ্ট দিতেছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানে সীমান্ত ভাই এর উপস্থাপনায় অনেক মুগ্ধ হতাম। আমি ভাইর ৪ বছরের জুনিয়র। বিকেল ৩ টার বাসে করে ঢাকায় আসার পথে অনেক দিন দীর্ঘ কথা বলার সুযোগ পেয়েছি। 'বেবি ফেস' বলে সীমান্ত ভাইকে অনেক বুলিং এর স্বীকার হতে হয়েছে। কিন্তু ভাই নিজ যোগ্যতায় অনেক উপরের লেভেলে পৌঁছিয়েছেন। আশা করি আরো ভালো জায়গায় পৌছাবেন।
🇮🇳ভারতের মধ্যে অমুসলিম জানুয়ার গুলো মুসলিম উম্মাহর মারারয জন্য বলেছেন বিজিপি নেতা গুরু গুলো মুসলিম উম্মাহর কে সবসময় কষ্ট দিতেছে ভারতীয় অমুসলিম গুলো এটার বিচার কে করবে হিন্দু থেকে মুসলিম হতে পারবে না বিভিন্ন জাতিগোষ্ঠীর মুসলিম দের কষ্ট দিতেছে শুধু বে পর্দা হয়ে অমুসলিম মতো চলাফেরা করে লোভ দেখানো কাজ করে থাকেন হাজার ও ছেলের সাথে ছবি মারে মা বাবার শিক্ষা অভাব রয়েছে এদের মধ্যে হাজার কোটি ডলার করজ করে বিদেশে দামি কলেজ হে আর দেশের মধ্যে দামি কলেজ হে পরে কোন লাভ নেই তাঁদের মতো চলাফেরা করে তাঁরা যদি ইসলামের শিক্ষা অর্জন করতে না পারে শুধু মোটিভেশন কথা বলে মানুষ কে বেহেন ওয়াশ করে আল্লাহ্ পতি টান কমিয়ে এইগুলো সবকিছু গুনাহ ছাড়া কিছুই হবে না সওয়াবের আশায় করতে পারবে না 😢😢😢 ইসলামের মধ্যে মুসলিম জারা আছে অমুসলিম ঘোষণা করবে একদিন মুসলিম মতো চলাফেরা করে না জারা পর্দা করে চলে জারা 😢😢😢 মা বোনদের একটা দায়িত্ব এখন সময় আছে ইসলামী শিক্ষা🇵🇸🇸🇦আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়,😘🕋সুবহানাল্লা-হি ওয়ালহাম্দু লিল্লা-হি ওয়ালা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার🕋 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “সূর্য যা কিছুর উপর উদিত হয় তার চেয়ে এগুলো বলা আমার কাছে অধিক প্রিয়, সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র। আল হামদুলিল্লাহ 🕋সমস্ত প্রশংসা আ লা - ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। আল্লাহু আকবর🕋আল্লাহ মহান।👳(🇸🇦হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
কোনো একটি কারণে (কারণটি বলতে পারছি না, দুঃখিত) একবার আমার মনে হল আমাকে দিয়ে কিছু হবে না। আমি অপদার্থ, নিষ্প্রাণ, নিস্তেজ, চেতনাহীন। আমি তো মানুষের হাসির খোরাক। মনে হলো আমি যেন অন্য গ্রহের একটি প্রাণী। তাই এই পৃথিবীতে আমার বাচার কোন অধিকার নাই। দুনিয়াটি মনে হলো আমার কাছে একটি কয়েদখানা। মনে হচ্ছিল আমার জীবনটা আধারে চেয়ে গেছে। তখনও পরিপূর্ণ বুঝ হয়নি সুসাইড করা কি জিনিষ। বাছ, এতটুকু জানতাম অভিনেতা-নেত্রীরা পাহাড়ে কিংবা উঁচু কোন জায়গা থেকে অভিমানী কন্ঠে লাফ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে। সো আমিও মনের অজান্তে কোন এক দিগন্তে সুসাইড করার ইচ্ছা পোষন করি। কোন এক অট্টালিকার নিচতলা থেকে চিড়ি বেয়ে পাচঁ তলার উপর উঠি। উপর থেকে একতলা বিশিষ্ট ঘরগুলোকে ছোট ছোট ও মানুষগুলিগে পিঁপড়ের মতো দেখাচ্ছিল। উপরে তাকিয়ে দেখি আমি যেন নীলআকাশের কাছাকাছি , একটু উপরে উঠলে মনে হয় আকাশ ছুতে পারব। হঠাৎ করে আমার চিন্তার মাঝে একটি রেখা ফুটে উঠল। ভাবলাম আমি নিচ তলা থেকে কষ্ট করে পাচঁ তলায় এসেছি, এখন আমার জন্য সুসাইড করা একদম সহজ। আমাকে একটি মাত্র কাজ করতে হবে, তা হল সাহস করে একটি লাফ দিতে হবে। তার পর দু-চার সেকেন্ডে হয়তো মৃত্যুর কূলে ঢলে পড়ব। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সর্বোচ্চ দুচার দিন শোক পালন করবে। অতপর ক্রমে ক্রমে ভুলে যাবে। এভাবেই আমার নাম পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। # সিদ্ধান্ত চেইন্জ্ঞ । না কেন আমি এতো সহজেই হেরে যাব? আমাকে বাচতে হবে মাথা উঁচু করে। আমি যেহেতু নিচতলা থেকে চিঁড়ি বেয়ে পাচঁ তলায় উঠতে সক্ষম হলাম। এতটুকু তো পেরেছি,। তবে সাধনা করলে কেন পারবনা ভাল কিছু একটা করতে? অবশ্যই পারব ইনশা আল্লাহ। এই আশা আকাঙ্খাকে পুজি করে নতুন দিগন্তে পথ চলা।
সীমান্ত ভাইয়ার কথাগুলো এত বেশিই ভালো লাগছিলো যে উনার কথা শোনার পরে যখন সাজ্জাদ আর নাফিস ভাইয়ের কথা শুনছিলাম তখন মনে হচ্ছিলো বিরিয়ানির টেস্টে এলাচি চলে এসেছে, হোস্টকে ছোট করে কিছু বলিনি, যিনি গেস্ট আসে সে কিন্তু কোন একটা কোয়ালিফিকেশন আছে দেখেই এখানে এসেছে, সুতরাং সেই পারসেপশন থেকে গেস্টকে আরো বেশি কথা বলার সুযোগ দেওয়া উচিত নিজেরা কম কথা বলে (ব্যক্তিগত মত)
Sazzad bhai said one of the most wholesome things in the relationship part. This is the beauty of islam. Marital life is a very different dimension to relationship. We can go on dates after marriage, we can do so much fun activities after marriage. Biyer din thekei apnar "oi kaj" kora lagbe eta na. Get to know your life partner after the actual commitment which is marriage. Then get intimate, then fall in love with her. Loved your perspect so much. May allah bless you
Agreed. Ota fame e choltese.. Oder 3jonerii ekta fanbase ache.. Tai oder audienceO beshi. 2cents podcastO sob vallagena.. Eta vallagse.. Lifespring er podcast gulorO besh koyekta valo hoy khub
This guy studied a lot about psychology. A lot of the things he said are actually from the 19th centuries book. When I started to exercise at a GYM, I heard a similar kind of thing that he said from Bruce Lee. This guy can change many people's lives I can say. 5th Podcast this week. It's the best one so far.
সিমান্ত ভায়ের কথা গুলো অসাধারণ ছিল। ওনাকে আবার চাই। personal relationship গুলো কিভাবে সুন্দর করা যায় এবং কিভাবে সুন্দর ভাবে maintain করা যায় এটা নিয়ে যদি vedio বানান অনেক উপকারী হবে। please এটা নিয়ে একটা vedio বানাবেন।
কেউ সম্পর্কে আগাতে না চাইলে, তাকে জোর না করাটাই হচ্ছে সভ্য ও সুন্দর একটি সমাধান। চেষ্টা করাটা সমীচীন নয়। চেষ্টা করলে চাওয়া-পাওয়া বাড়বে, দুঃখ বাড়বে.. আর যে নিজেকে কষ্ট দেয় সে কখনো আর কাউকে ভালোবাসতে পারে না। আগে নিজেকে ভালোবাসতে শিখুন...
১. প্রবলেম না বলে প্রত্যাশার কথা বলা। ২. না বলার ধরণ নির্ভর করে - কোথায় বলছি, কাকে বলছি, কেন বলছি কোন অবস্থায় বলছি। ৩. কথা বলার দক্ষতা আপনাকে মানুষের মনে স্থান করতে অনেক সাহায্য করে,ব্যক্তিগত জীবনে, চাকরি জীবনে.......... ৪. হারামকে দিয়ে কোনোদিন হালাল কিছু পাবে না👍👍👍
এখানে ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে কি? হালাল হারামের কথা আসছে কেন? হয়তো আমি বুঝতে পারছি না। এই ভিডিওটার একটা উদ্দেশ্য আছে। সেটার প্রতি ফোকাস থাকলেই ভালো হয়না। যারা হালাল হারামের বিষয়ে সচেতন তাদের এই ভিডিও দেখাটাও বোধহয় ঠিক না। শুধু তাই নয় মোবাইল ব্যবহার করাই উচিত না। কারণ এটা ইহুদিরা বানিয়েছে। যে কোন জায়গায় ঢেকি ঠেলে দেওয়ার আগে নিজের বিষয়ে সচেতন হওয়া দরকার। কিছু মানুষ আছে নিজে কিছু করতে পারে না। কিন্তু অন্যের সফলতায় নেতিবাচক মন্তব্য করে।
@@MashahedHassanSimantabd ভাই আমি আমার রিলেশন অনেক ডিভিকাল্ট টাইম পার করতেছিলাম । এবং আমি এখন এই অবস্থায় এটাকে আরো বেশি ইনজয় করছি। যেটা আমাকে মানসিক শান্তি দিচ্ছে। ধন্যবাদ ভাইয়া। এইরকম আরো কিছু বাস্তবধর্মী পডকাস্ট আয়োজন করার অনুরোধ করছি
ছোট ভাই আল্লাহর রহমতে তুমি অনেক মেধাবী শুধু মেধাবী না মোর দেন জিনিয়া ্্ তুমি তোমার মেধা এবং তোমার চিন্তায় এবং তোমার সাইকোলজিক্যাল ড্রিম উইথ প্রাক্টিকাল ওয়ার্ক ্্ ভাই তোমার বাংলাদেশ জেনারেশনকে অনেক কিছু দেয়ার আছে লাভ ইউ ব্রো ্্
একটা পডকাস্ট জীবনের মোড় ঘোরানোর জন্য যথেষ্ট! আমার চলার ভ্যারাইটি টাইপ পাথেয় পেলাম❤️❤️ সাজ্জাদ-নাফিজ ভাই শুভকামনা!! জামসেদ ভাইয়ের ভিডিও জন্য অপেক্ষা এখনো করতেছি।।
একজন সত্যিকারের introvert মানুষের মধ্যে অনেক ক্ষমতা। তারা অনেক ভালো communication skill অনেক ভালো থাকে। elon musk, eienstein, bill gates, mark zuckerberg এরা সবাই introvert type মানুষ। এরা যেকোনো জটিল বিষয় খুব সহজে বুঝে। people say this types of people are god gifted.
আপনাদের প্রোগ্রামটা অনেক হেল্পফুল।বাট প্রোগ্রামটা লেংদি হওয়ার কারনে মাঝে মাঝে ফোকাস করতে সমস্যা হয়।উপস্থাপকদ্বয় প্রয়োজনীয় কথা বললে পডকাস্ট টি প্রাণবন্ত ও উপভোগ্য হবে।
খুব ভালো একটা প্রোগ্রাম। বিনয়ের সাথে একটা গঠনমূলক সমালোচনা করি। নাফিস সেলিম ভাইয়ের বাম পাশে যিনি বসেন, তার ওভার রিয়্যাকশনগুলো চোখে লাগে। এটুকু অ্যাভয়েড করতে পারলে প্রোগ্রামটা বেস্ট। আপনাদের ইফোর্ট সফল হোক। আমীন।
Communication is all about sharing expression. Understanding that Why do you need to express yourself and then make people understand. Saying and making understand is communication skill. 1. P's of communication - purpose - why you wanna talk Person- who to talk to Point - what you wanna talk 2. In office make a rapport with the one who have power. 3. Seek mentor from your supervisor and tell other people that they gave training to you.
Trinomial Podcast Reply Nafis Selim: আমাদের উদ্দেশ্য নিজেদেরকে "কর্তৃপক্ষ" হিসাবে প্রতিষ্ঠিত করা নয় (এর জন্য আমার প্রধান চ্যানেল আছে)। আমরা সত্যিকার অর্থে চাই যে আমরা প্রতিটি পর্ব থেকে শিখি এবং "কৃষি সরবরাহ চেইন", "ম্যাক্রো ইকোনমিক্স", "ফিনটেক", "স্টার্টআপস", "সেলস সাইকোলজি" এবং সফল ব্যবসায়িক কেস স্টাডির মতো কঠিন বিষয়গুলিকে জনসাধারণের কাছে আরও আকর্ষণীয় করে তুলি। আমাদের সমাজে এমন অনেক অনাকাঙ্খিত গল্প রয়েছে - যারা একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। কেউ আসলে তাদের সম্পর্কে কথা বলছে না. তাদের সম্পর্কে জনগণকে জানতে হবে। এটাই আমাদের লক্ষ্য। হ্যাঁ, ঐতিহ্যগতভাবে, পডকাস্ট হোস্টরা র্যান্ডম স্টাফ বা এমন কিছু সম্পর্কে কথা বলে যা সম্পর্কে তাদের ব্যাপক জ্ঞান রয়েছে। বিভিন্ন বিষয়ে পডকাস্ট আছে। যাইহোক, যে পডকাস্ট সব সম্পর্কে কি. তারপরে আমাদের কথা বলার জন্য শুধুমাত্র "ট্রেন্ডিং" স্টাফ থেকে বাদ দেওয়া হবে - যা ট্রিনোমিয়াল ইতিমধ্যেই কভার করছে এবং তারা একটি ভাল কাজ করছে। আমরা আরও লক্ষ্য করেছি যে আমরা যখন বেশি কথা বলি তখন আমাদের দর্শক পছন্দ করেন না। এবং তারা শিখতে চায়। একটি উদাহরণ - পেটুক দম্পতি থেকে রাসিফের সাথে আমাদের পডকাস্ট দেখুন। যেভাবে সাধারণত পডকাস্ট হয়. আমরা হাসছিলাম, কথা বলছিলাম। আমরা এটা ভালবেসেছিলাম! কিন্তু আমাদের শ্রোতারা এটা ঘৃণা করেছেন। পডকাস্ট বাংলাদেশে একটি মোটামুটি নতুন ধারণা। এর মূল ধারণা বুঝতে আমাদের দর্শকদের সময় লাগবে। যাই হোক, আমরা 2 সেন্ট পডকাস্টকে সবচেয়ে অন্তর্দৃষ্টিপূর্ণ এবং উত্পাদনশীল পডকাস্ট করতে চাই। ইনশাআল্লাহ!
সীমান্ত ভাইয়া আমার অনেক পছন্দের একজন।স্কুল লাইফে ওনাকে চিনা আর জে কিবরিয়ার এক রেডিও পডকাস্টের মাধ্যমে।ওনার কথাগুলো,ওনার জীবনের স্ট্রাগল আমাকে অনেক বেশি মোটিভেটেড করেছে।
@Nafees Salim ভাই আপনার কণ্ঠস্বর টা অন্যদের থেকে অনেক আস্তে হয়ে যায়, যে কারণে একই ভলিউমে অন্যদের আওয়াজের তুলনায় আপনার আওয়াজ টা অস্পষ্ট সোনা যায়। আওয়াজের মধ্যে তারতম্য করার অনুরোধ জানাচ্ছি।_ ধন্যবাদ 🖤
Assalamualaikum, vai, apnader Podcast dekhte dekhte ami klanto hoye jacchi, amar kaan o matha gorom hoye jay kintu tobuo dekhchi. Almost protidin nijeke charge korar jonno apnader sathe adda dichchi... Eto lomba somoy invest koratao amar jonno challenging hoye jay tobuo invest korchi shudhu nijeke gear up korar jonno. May almighty Allah bless you both and please keep me in your prayers....😊
ধন্যবাদ নাফিস ভাইয়া এবং সাজ্জাদ ভাইয়াকে সীমান্ত ভাইয়াকে ইনভাইট করার জন্য। সীমান্ত ভাইয়া আমার খুব পছন্দের প্রিয় মানুষ। ভাইয়াকে চেনেছিলাম কিবরিয়া ভাইয়ের জীবন গল্প থেকে সেই স্কুল লাইফে। এতো সুন্দর এন্ড রিয়েলেস্টিক কথা খুব কম মানুষকেই বলতে শুনা যায়।
ভাইয়া অনুষ্ঠানটা খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে কি বলবো অনুষ্ঠান থেকে কিছু শেখার আছে তো আমি মনে করি যে তো আমি সাজেস্ট করবো আপনারা প্রায় ওনাকে আমন্ত্রণ জানাবেন এটা একটা শ্রোতার অনুরোধ বলতে পারেন সো আই লাভ ইউ
সবার প্রতি সম্মান রেখেই বলছি, হোস্ট একজন থাকলেই বোধহয় ভালো হয়। একজন গেস্ট এর জন্য দুইজন হোস্ট এর দরকার কী? দুজন হোস্ট এর কথা বলাটা অতিরিক্ত মনে হয় আমার কাছে।
২০১৭ সালে "বাংলাদেশ ডিবেট ফেডারেশন" আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমিতে সিমান্ত ভাইকে গেস্ট হিসেবে আনা হয়েছিল। সেদিন ভাইকে সরাসরি দেখার পর ২য় বার দেখলাম আজকে এই ২০২৩ সালে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে। দীর্ঘ ৬ বছর পর। আল্লাহ ভাইকে এবং আপনাদেরকে সুস্থ রাখুক। বারাকাল্লাহ্।💙💙
দুই জনেরই সাউন্ডে বেশ সমস্যা হয়, উনাদের কথা মাঝে মঝে ভাল মতো শোনা যায় না, এটা আমি আগেও খেয়াল করেছি। ব্যাপারটা শ্রোতাদের জন্য খুবই বিরক্তিকর মনে হলো আমার কাছে।
Currently Bangladesh er best podcast show onk kichu janlam life er bepare amr Perspective positive way te change holo. Thank you guys keep it up take love ❤❤
বিদেশ থেকে দেশে টাকা পাঠান খুব সহজে ও একদম ফ্রি তে!
ডাউনলোড করুন Taptap Send:
taptapsend.onelink.me/Lrab/NS10
(এন্ড্রয়েড ও আইফোন দুটোর জন্যেই আছে)
🔥 প্রথম ট্রান্সফারে ব্যবহার করুন "NS10" কোড, 10 (USD/POUND/EURO/CAD) বোনাস এর জন্যে!
কেন Taptap Send সেরা?
✅ টাকা পাঠানোতে কোন চার্জ নেই!
✅ ইনস্ট্যান্ট ট্রান্সফার!
✅ বিকাশ/ব্যাংক একাউন্ট এ টাকা পাঠানো যায়!
✅ অ্যাপ ব্যবহার খুবই সহজ!
✅ অত্যন্ত ভালো এক্সচেঞ্জ রেট!
✅ প্রথম ট্রান্সফারে পাবেন ১০ ডলার/পাউন্ড/ইউরো/কানাডিয়ান বোনাস।
যে যে দেশ থেকে Taptap Send অ্যাপ ব্যবহার করে দেশে টাকা পাঠানো যাচ্ছেঃ
UK, USA, Canada, France, Spain, Germany, Italy, Mayotte, Netherlands, Reunion, Belgium
(More are coming)
কোন ভাবে কি আপনাদের সাথে কথা বলার সুযোগ আছে?
India থেকে কি টাকা পাঠানো যাবে
আসসালামু আলাইকুম ভাইয়া। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল,,,,, আপনারা মোহাম্মদ( সাঃ) এর কার লেখা জীবনী বই পড়ছেন? দয়া করে বলতে পারবেন?
@@raquibulislam5235বৃহস্পতিবার মাগরিব থেকে জুমু'আর দিনের মাগরিবের আগ পর্যন্ত প্রতিটি সেকেন্ড নেকি ও সওয়াবের একেকটি ভান্ডার।
অতএব (পুরো সময়টাতে যত বেশি সম্ভব) রাসূলুল্লাহ ﷺ এর প্রতি দরুদ পাঠ করুন।
- ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ
🟢 একজন সাহাবি রাসূলকে বলেছিলেন, তিনি তাঁর উপর সর্বদা দরুদ পাঠ করবেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেছিলেন,
‘‘যদি তুমি তাই করো, তবে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে (প্রয়োজন পূরণ হবে) এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে।’’
[তিরমিযি: ২৪৫৭, হাকিম: ২/৪৫৭, হাদিসটি সহিহ]
বস্তুত দরুদ শরিফ পাঠ করলে সহজে দোয়া কবুল হয়ে যায়। হজরত ওমর বিন খাত্তাব (রা.) বলেন, নিশ্চয় বান্দার দোয়া-মোনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো থাকে, তার কোনো কিছু আল্লাহপাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তাঁর নবী (ﷺ) এর প্রতি দরুদ পাঠ করবে। (তিরমিজী শরিফ)।
🔹 শ্রেষ্ঠ দরুদ - দরুদে ইব্রাহিম যা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ি
🔹 সবচেয়ে ছোট দরুদ - সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
আসুন আমরা বেশি বেশি দরুদ পাঠ করি এবং ফিলিস্তিনসহ সারাবিশ্বের নির্যাতিত সকল মুসলিম ভাইবোন ও মুজাহিদদের জন্য দুআ করি।
@@junbkh822🇮🇳ভারতের মধ্যে অমুসলিম জানুয়ার গুলো মুসলিম উম্মাহর মারারয জন্য বলেছেন বিজিপি নেতা গুরু গুলো মুসলিম উম্মাহর কে সবসময় কষ্ট দিতেছে ভারতীয় অমুসলিম গুলো এটার বিচার কে করবে হিন্দু থেকে মুসলিম হতে পারবে না বিভিন্ন জাতিগোষ্ঠীর মুসলিম দের কষ্ট দিতেছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানে সীমান্ত ভাই এর উপস্থাপনায় অনেক মুগ্ধ হতাম। আমি ভাইর ৪ বছরের জুনিয়র। বিকেল ৩ টার বাসে করে ঢাকায় আসার পথে অনেক দিন দীর্ঘ কথা বলার সুযোগ পেয়েছি। 'বেবি ফেস' বলে সীমান্ত ভাইকে অনেক বুলিং এর স্বীকার হতে হয়েছে। কিন্তু ভাই নিজ যোগ্যতায় অনেক উপরের লেভেলে পৌঁছিয়েছেন। আশা করি আরো ভালো জায়গায় পৌছাবেন।
মহান আল্লাহ তাকে বিশেষ যোগ্যতা দিয়েছে এবং সম্মানিত করেছেন।
🤔
koto batch shimanto?
@@rajproshad5273 40
🇮🇳ভারতের মধ্যে অমুসলিম জানুয়ার গুলো মুসলিম উম্মাহর মারারয জন্য বলেছেন বিজিপি নেতা গুরু গুলো মুসলিম উম্মাহর কে সবসময় কষ্ট দিতেছে ভারতীয় অমুসলিম গুলো এটার বিচার কে করবে হিন্দু থেকে মুসলিম হতে পারবে না বিভিন্ন জাতিগোষ্ঠীর মুসলিম দের কষ্ট দিতেছে শুধু বে পর্দা হয়ে অমুসলিম মতো চলাফেরা করে লোভ দেখানো কাজ করে থাকেন
হাজার ও ছেলের সাথে ছবি মারে মা বাবার শিক্ষা অভাব রয়েছে এদের মধ্যে হাজার কোটি ডলার করজ করে বিদেশে দামি
কলেজ হে আর দেশের মধ্যে দামি কলেজ হে পরে কোন লাভ নেই তাঁদের মতো চলাফেরা করে তাঁরা যদি ইসলামের শিক্ষা অর্জন করতে না পারে শুধু মোটিভেশন কথা বলে মানুষ কে বেহেন ওয়াশ করে আল্লাহ্ পতি টান কমিয়ে এইগুলো সবকিছু গুনাহ ছাড়া কিছুই হবে না সওয়াবের আশায় করতে পারবে না 😢😢😢
ইসলামের মধ্যে মুসলিম জারা আছে অমুসলিম ঘোষণা করবে একদিন মুসলিম মতো চলাফেরা করে না জারা পর্দা করে চলে জারা 😢😢😢 মা বোনদের একটা দায়িত্ব এখন সময় আছে ইসলামী শিক্ষা🇵🇸🇸🇦আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়,😘🕋সুবহানাল্লা-হি ওয়ালহাম্দু লিল্লা-হি ওয়ালা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার🕋
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “সূর্য যা কিছুর উপর উদিত হয় তার চেয়ে এগুলো বলা আমার কাছে অধিক প্রিয়, সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র।
আল হামদুলিল্লাহ 🕋সমস্ত প্রশংসা আ
লা - ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই।
আল্লাহু আকবর🕋আল্লাহ মহান।👳(🇸🇦হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মানুষ বিনয় বিনম্র হলে,সবকিছু সুন্দর হয়।আলহামদুলিল্লাহ অনেক শিখলাম।
5:20 manush ki bolla, ki bujay, ki suntha chai
7:30 - 7:48 - 8:13 1:08:54 1:14:02
9:10 communication skill 11:56 (survival skill) 14:54 22:00 (thinking skill) 24:14 26:28 27:50
28:10
40:11 - 40:32 organization
43:10 cricle 44:55
50:55 work
53:35 problem
কোনো একটি কারণে (কারণটি বলতে পারছি না, দুঃখিত) একবার আমার মনে হল আমাকে দিয়ে কিছু হবে না। আমি অপদার্থ, নিষ্প্রাণ, নিস্তেজ, চেতনাহীন। আমি তো মানুষের হাসির খোরাক। মনে হলো আমি যেন অন্য গ্রহের একটি প্রাণী। তাই এই পৃথিবীতে আমার বাচার কোন অধিকার নাই। দুনিয়াটি মনে হলো আমার কাছে একটি কয়েদখানা। মনে হচ্ছিল আমার জীবনটা আধারে চেয়ে গেছে। তখনও পরিপূর্ণ বুঝ হয়নি সুসাইড করা কি জিনিষ। বাছ, এতটুকু জানতাম অভিনেতা-নেত্রীরা পাহাড়ে কিংবা উঁচু কোন জায়গা থেকে অভিমানী কন্ঠে লাফ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে। সো আমিও মনের অজান্তে কোন এক দিগন্তে সুসাইড করার ইচ্ছা পোষন করি। কোন এক অট্টালিকার নিচতলা থেকে চিড়ি বেয়ে পাচঁ তলার উপর উঠি। উপর থেকে একতলা বিশিষ্ট ঘরগুলোকে ছোট ছোট ও মানুষগুলিগে পিঁপড়ের মতো দেখাচ্ছিল। উপরে তাকিয়ে দেখি আমি যেন নীলআকাশের কাছাকাছি , একটু উপরে উঠলে মনে হয় আকাশ ছুতে পারব। হঠাৎ করে আমার চিন্তার মাঝে একটি রেখা ফুটে উঠল। ভাবলাম আমি নিচ তলা থেকে কষ্ট করে পাচঁ তলায় এসেছি, এখন আমার জন্য সুসাইড করা একদম সহজ। আমাকে একটি মাত্র কাজ করতে হবে, তা হল সাহস করে একটি লাফ দিতে হবে। তার পর দু-চার সেকেন্ডে হয়তো মৃত্যুর কূলে ঢলে পড়ব। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সর্বোচ্চ দুচার দিন শোক পালন করবে। অতপর ক্রমে ক্রমে ভুলে যাবে। এভাবেই আমার নাম পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে।
# সিদ্ধান্ত চেইন্জ্ঞ । না কেন আমি এতো সহজেই হেরে যাব? আমাকে বাচতে হবে মাথা উঁচু করে। আমি যেহেতু নিচতলা থেকে চিঁড়ি বেয়ে পাচঁ তলায় উঠতে সক্ষম হলাম। এতটুকু তো পেরেছি,। তবে সাধনা করলে কেন পারবনা ভাল কিছু একটা করতে? অবশ্যই পারব ইনশা আল্লাহ। এই আশা আকাঙ্খাকে পুজি করে নতুন দিগন্তে পথ চলা।
সীমান্ত ভাইয়ার কথাগুলো এত বেশিই ভালো লাগছিলো যে উনার কথা শোনার পরে যখন সাজ্জাদ আর নাফিস ভাইয়ের কথা শুনছিলাম তখন মনে হচ্ছিলো বিরিয়ানির টেস্টে এলাচি চলে এসেছে, হোস্টকে ছোট করে কিছু বলিনি, যিনি গেস্ট আসে সে কিন্তু কোন একটা কোয়ালিফিকেশন আছে দেখেই এখানে এসেছে, সুতরাং সেই পারসেপশন থেকে গেস্টকে আরো বেশি কথা বলার সুযোগ দেওয়া উচিত নিজেরা কম কথা বলে (ব্যক্তিগত মত)
সকলকে অনেক অনেক ধন্যবাদ। সাজ্জাদ ভাই এবং নাফিস ভাইয়ের সাথে অসাধারণ একটা সন্ধ্যে কাটানোর সুযোগ হলো। টু সেন্টস পডকাস্টের জন্য শুভকামনা।
We always love having you, Simanta!
Apnar boigula kothai pabo??
Apnar boigula kothai pabo??
অনেকদিন আপনাকে ইউটিউবে নিয়মিত না পেয়ে আজ হঠাৎ পডকাস্টে দেখে ভালো লাগছে!! আরো ভালো লাগছে যে দেড় ঘন্টা আপনার আলাপচারিতা শুনতে পারবো বলে!!
Miss you vaiya.
আল্লাহুআকবার.... কি নীরব বিপ্লব ঘটে যাচ্ছে..... আলহামদুলিল্লাহ..... মনের কোনে লুকানো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কত সহজে কবুল করে যাচ্ছেন....আমাদের ইসলামের ঝান্ডাধারীরা এগিয়ে যাও তোমরা....আল্লাহ সহায় হোন সর্বদা।
Sazzad bhai said one of the most wholesome things in the relationship part. This is the beauty of islam. Marital life is a very different dimension to relationship. We can go on dates after marriage, we can do so much fun activities after marriage. Biyer din thekei apnar "oi kaj" kora lagbe eta na. Get to know your life partner after the actual commitment which is marriage. Then get intimate, then fall in love with her. Loved your perspect so much.
May allah bless you
Thank you soo much for your kind words bhaiya
😊
ট্রাইনোমিনাল পডকাস্ট খুবই অভাররেটেড ...
যা দেখাইলেন আর শুনাইলেন ভাই ... ধন্যবাদ ... আপনাকে সৃষ্টিকর্তা নেক হায়াত দান করুক
Agreed. Ota fame e choltese.. Oder 3jonerii ekta fanbase ache.. Tai oder audienceO beshi. 2cents podcastO sob vallagena.. Eta vallagse.. Lifespring er podcast gulorO besh koyekta valo hoy khub
This guy studied a lot about psychology.
A lot of the things he said are actually from the 19th centuries book. When I started to exercise at a GYM, I heard a similar kind of thing that he said from Bruce Lee.
This guy can change many people's lives I can say. 5th Podcast this week. It's the best one so far.
সিমান্ত ভায়ের কথা গুলো অসাধারণ ছিল। ওনাকে আবার চাই। personal relationship গুলো কিভাবে সুন্দর করা যায় এবং কিভাবে সুন্দর ভাবে maintain করা যায় এটা নিয়ে যদি vedio বানান অনেক উপকারী হবে। please এটা নিয়ে একটা vedio বানাবেন।
সব ভালোই ভালো. সব খারাপই খারাপ....
আপনার কোথায় আমি মুগ্ধ
From INDIA 🇮🇳 ♥️
Excellent to get energy !
It was my value time !
Two times i watched this video during my work from sydney ..❤
2 cents podcast কে অনেক অনেক ধন্যবাদ এরোকোম মানুষকে পডকাস্টে নিয়ে আসার জন্য। এমন গেস্টদের আনতে ত্থাকলে trinomial এর আগেই ১০০ কে হতে বাধ্য!!
কেউ সম্পর্কে আগাতে না চাইলে, তাকে জোর না করাটাই হচ্ছে সভ্য ও সুন্দর একটি সমাধান। চেষ্টা করাটা সমীচীন নয়। চেষ্টা করলে চাওয়া-পাওয়া বাড়বে, দুঃখ বাড়বে.. আর যে নিজেকে কষ্ট দেয় সে কখনো আর কাউকে ভালোবাসতে পারে না। আগে নিজেকে ভালোবাসতে শিখুন...
The actual podcast start from 13:00, if you feel boring at the start, then start from 13:00, go for it. In my opinion it's worth 87%
পছন্দ হয়েছে কথাটা।স্বার্থ সচেতন।
" হাসান মাশাহেদ সিমান্ত " র চিন্তা ও দর্শন আমার কাছে অনেক ভাল মনে হয়। তার বক্তব্য থেকে কিছু শেখা যায়। ধন্যবাদ
Honored ❤
১. প্রবলেম না বলে প্রত্যাশার কথা বলা।
২. না বলার ধরণ নির্ভর করে - কোথায় বলছি, কাকে বলছি, কেন বলছি কোন অবস্থায় বলছি।
৩. কথা বলার দক্ষতা আপনাকে মানুষের মনে স্থান করতে অনেক সাহায্য করে,ব্যক্তিগত জীবনে, চাকরি জীবনে..........
৪. হারামকে দিয়ে কোনোদিন হালাল কিছু পাবে না👍👍👍
এখানে ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে কি? হালাল হারামের কথা আসছে কেন? হয়তো আমি বুঝতে পারছি না। এই ভিডিওটার একটা উদ্দেশ্য আছে। সেটার প্রতি ফোকাস থাকলেই ভালো হয়না। যারা হালাল হারামের বিষয়ে সচেতন তাদের এই ভিডিও দেখাটাও বোধহয় ঠিক না। শুধু তাই নয় মোবাইল ব্যবহার করাই উচিত না। কারণ এটা ইহুদিরা বানিয়েছে। যে কোন জায়গায় ঢেকি ঠেলে দেওয়ার আগে নিজের বিষয়ে সচেতন হওয়া দরকার। কিছু মানুষ আছে নিজে কিছু করতে পারে না। কিন্তু অন্যের সফলতায় নেতিবাচক মন্তব্য করে।
আমার জীবনে দেখা সেরা পডকাস্ট এইটা লাভ ইউ নাফিস ভাই এত সুন্দর একটা পডকাস্ট আয়োজন করার জন্য
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
@@MashahedHassanSimantabd ভাই আমি আমার রিলেশন অনেক ডিভিকাল্ট টাইম পার করতেছিলাম । এবং আমি এখন এই অবস্থায় এটাকে আরো বেশি ইনজয় করছি। যেটা আমাকে মানসিক শান্তি দিচ্ছে। ধন্যবাদ ভাইয়া। এইরকম আরো কিছু বাস্তবধর্মী পডকাস্ট আয়োজন করার অনুরোধ করছি
অনেক যুক্তিক কথা,,শুনতে এতটুকুও বিরক্তি লাগছে না,, ডাউনলোড করে রাখছি একাধিক বার শুনবো ❤️❤️❤️
Vallagche khub onek notun kichu sikhlam . Thank you so much to 2centpodcast ❤❤❤❤❤❤
Thank you Sazzad for speaking about the beauty of marriage. This was much needed.
1:24:23 যাস্ট অসাধারণ বক্তব্য।
আমাদের ভালো ভালো জিনিস মস্তিষ্কে দেওয়া প্রয়োজন।
ছোট ভাই আল্লাহর রহমতে তুমি অনেক মেধাবী শুধু মেধাবী না মোর দেন জিনিয়া ্্ তুমি তোমার মেধা এবং তোমার চিন্তায় এবং তোমার সাইকোলজিক্যাল ড্রিম উইথ প্রাক্টিকাল ওয়ার্ক ্্ ভাই তোমার বাংলাদেশ জেনারেশনকে অনেক কিছু দেয়ার আছে লাভ ইউ ব্রো ্্
অসাধারণ, সিমান্ত ভাইয়ের theory গুলা। নিজের লাইফের সাথে অনেকাংশই মিলে যায়❤❤
সত্যিই সীমান্ত ভাইয়ের কথাগুলো অসাধারন হয়েছে, ছিচিয়াশন টা বুঝে কথাবতে হবে, নিজেকে বুঝতে হবে ,লাইফ নিয়ে ভাবতে হবে, আবার ও দেখতে চাই ভাই ইনশাল্লা পাবো আশাকরি
একটা পডকাস্ট জীবনের মোড় ঘোরানোর জন্য যথেষ্ট!
আমার চলার ভ্যারাইটি টাইপ পাথেয় পেলাম❤️❤️
সাজ্জাদ-নাফিজ ভাই শুভকামনা!!
জামসেদ ভাইয়ের ভিডিও জন্য অপেক্ষা এখনো করতেছি।।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ভাইয়রে, কি অসাধারণ ডিসকাশন অবাক আমি অবাক,সিমান্ত ভাইকে অনেক ধন্যবাদ❤
মুগ্ধ হয়ে গেছি আপনার কথা গুলো শুনে।জাস্ট অসাধারণ ❤❤❤
31:51 ভাইয়া আপনার বন্ধুর ট্রিকটা আজকে কাজে লাগাইছি।
100% success. ❤❤
একজন সত্যিকারের introvert মানুষের মধ্যে অনেক ক্ষমতা। তারা অনেক ভালো communication skill অনেক ভালো থাকে। elon musk, eienstein, bill gates, mark zuckerberg এরা সবাই introvert type মানুষ। এরা যেকোনো জটিল বিষয় খুব সহজে বুঝে। people say this types of people are god gifted.
Zuckerberg extrovert
God.
2 cents podcast কে অনেক অনেক ধন্যবাদ এরোকোম মানুষকে পডকাস্টে নিয়ে আসার জন্য💚💚💚
I am soGlad that i got this platform. Thanks to nafees and sazzad for creating this channel.
সিমান্ত ভাইকে আবার দেখতে চাই।
বলে বুঝানো যাবে না Awesome❤️একজন Parson.
ওনার বই Must পড়বো ইন.শা.আল্লাহ.
জ্ঞানী ব্যক্তি হলে বই তো Must READ.
Feeling honored.
8:28 wow দারুন বলছেন ভাইয়াটা
সার্থসচেতন কথাটার ব্যবহার দারুন।
আপনাদের প্রোগ্রামটা অনেক হেল্পফুল।বাট প্রোগ্রামটা লেংদি হওয়ার কারনে মাঝে মাঝে ফোকাস করতে সমস্যা হয়।উপস্থাপকদ্বয় প্রয়োজনীয় কথা বললে পডকাস্ট টি প্রাণবন্ত ও উপভোগ্য হবে।
P=purpose, P=person, P=points4
Nafees Salim bhai was too quiet in this episode. Love to see Sazzad bhai is engaging more in the conversation and keeping the flow
😅
Absolutely
Best topics..wise video ... And the guest is very intelligence
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
খুব ভালো একটা প্রোগ্রাম।
বিনয়ের সাথে একটা গঠনমূলক সমালোচনা করি। নাফিস সেলিম ভাইয়ের বাম পাশে যিনি বসেন, তার ওভার রিয়্যাকশনগুলো চোখে লাগে।
এটুকু অ্যাভয়েড করতে পারলে প্রোগ্রামটা বেস্ট। আপনাদের ইফোর্ট সফল হোক। আমীন।
Amar kase to valoi lage.
True
হ্যাঁ। পুরো বিষয়টি একটু অকোয়ার্ড ও লাগে।
তার নাম সাজ্জাদ।
আপনার মতামতের সাথে সহমত কিনা, সেই ব্যাপারে কিছু বলছি না
Shimanto bhai. From IBA-JU. Our pride
অসম্ভব ভালো লাগলো পডকাস্ট'টি। অনেক কিছু জানতে /শিখতে পারলাম। আমার জন্য এই মুহূর্তে খুব প্রয়োজন ছিলো এই ধরনের পডকাস্ট। ধন্যবাদ ❤
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
Please take him One more. Should be good if can take him regular. thanks a lot also love and respect for here three brother.❤
Communication is all about sharing expression. Understanding that Why do you need to express yourself and then make people understand. Saying and making understand is communication skill.
1. P's of communication - purpose - why you wanna talk
Person- who to talk to
Point - what you wanna talk
2. In office make a rapport with the one who have power.
3. Seek mentor from your supervisor and tell other people that they gave training to you.
ajke Sajjad vayar input golo besh valo laglo...very thought provoking.....and Mashahed vay was amazing
আমাদের মানসিকতা পরিবর্তনের জন্য ইয়াং ছেলেটার কথা গুলো মন দিয়ে শোনা দরকার
1:00:48 Perfect answer to say no! 🤩
অনেক কিছু শিখলাম, ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না
Khub vl lglo vi giani onk Kotha barta alocona korsen apnara r ei new vaiya taw🙂🙂🖤
এক কথায় অসাধারণ 💚💚💚
Just an Awesome Podcast.
Love From Howrah, West Bengal, India 🇮🇳
Thank you soo much bhaiya
😊
@@2centspodcastofficial May ALLAH Bless You All 🤲🤲🤲
আপনার প্রতি বাংলাদেশ থেকে শুভকামনা
@@MashahedHassanSimantabd Thank You 🤗🤗🤗
What a nice conversation. Thanks all.
Trinomial Podcast Reply Nafis Selim:
আমাদের উদ্দেশ্য নিজেদেরকে "কর্তৃপক্ষ" হিসাবে প্রতিষ্ঠিত করা নয় (এর জন্য আমার প্রধান চ্যানেল আছে)। আমরা সত্যিকার অর্থে চাই যে আমরা প্রতিটি পর্ব থেকে শিখি এবং "কৃষি সরবরাহ চেইন", "ম্যাক্রো ইকোনমিক্স", "ফিনটেক", "স্টার্টআপস", "সেলস সাইকোলজি" এবং সফল ব্যবসায়িক কেস স্টাডির মতো কঠিন বিষয়গুলিকে জনসাধারণের কাছে আরও আকর্ষণীয় করে তুলি।
আমাদের সমাজে এমন অনেক অনাকাঙ্খিত গল্প রয়েছে - যারা একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। কেউ আসলে তাদের সম্পর্কে কথা বলছে না. তাদের সম্পর্কে জনগণকে জানতে হবে। এটাই আমাদের লক্ষ্য।
হ্যাঁ, ঐতিহ্যগতভাবে, পডকাস্ট হোস্টরা র্যান্ডম স্টাফ বা এমন কিছু সম্পর্কে কথা বলে যা সম্পর্কে তাদের ব্যাপক জ্ঞান রয়েছে। বিভিন্ন বিষয়ে পডকাস্ট আছে। যাইহোক, যে পডকাস্ট সব সম্পর্কে কি. তারপরে আমাদের কথা বলার জন্য শুধুমাত্র "ট্রেন্ডিং" স্টাফ থেকে বাদ দেওয়া হবে - যা ট্রিনোমিয়াল ইতিমধ্যেই কভার করছে এবং তারা একটি ভাল কাজ করছে।
আমরা আরও লক্ষ্য করেছি যে আমরা যখন বেশি কথা বলি তখন আমাদের দর্শক পছন্দ করেন না। এবং তারা শিখতে চায়।
একটি উদাহরণ - পেটুক দম্পতি থেকে রাসিফের সাথে আমাদের পডকাস্ট দেখুন। যেভাবে সাধারণত পডকাস্ট হয়. আমরা হাসছিলাম, কথা বলছিলাম। আমরা এটা ভালবেসেছিলাম! কিন্তু আমাদের শ্রোতারা এটা ঘৃণা করেছেন।
পডকাস্ট বাংলাদেশে একটি মোটামুটি নতুন ধারণা। এর মূল ধারণা বুঝতে আমাদের দর্শকদের সময় লাগবে।
যাই হোক, আমরা 2 সেন্ট পডকাস্টকে সবচেয়ে অন্তর্দৃষ্টিপূর্ণ এবং উত্পাদনশীল পডকাস্ট করতে চাই। ইনশাআল্লাহ!
সীমান্ত ভাইয়া আমার অনেক পছন্দের একজন।স্কুল লাইফে ওনাকে চিনা আর জে কিবরিয়ার এক রেডিও পডকাস্টের মাধ্যমে।ওনার কথাগুলো,ওনার জীবনের স্ট্রাগল আমাকে অনেক বেশি মোটিভেটেড করেছে।
Feeling honored brother.
আমিও শুনছিলাম রেডিওতে, তাই নামটা চেনা চেনা লাগছিল। যতদূর মনে পড়ে, তখন তিনি খুব অল্প বয়সী ইংলিশ স্পিকার ছিলেন।
এই Dekhe বুঝতে পারলাম আমাদের দেশেও জ্ঞানী মানুষের অভাব নেই মাশাআল্লাহ
অসাধারণ একটা পডকাস্ট, এই পডকাস্ট এর আর একটা সিরিজ চাই।❤
REQUESTED TOPIC TO PLEASE DISCUSS: How to develop communication skills like Mashahed Hassan Simanta Bhai? What's a road map?
Shimanto vaiyer unpublished book gular jonno prochur excited
@Nafees Salim ভাই আপনার কণ্ঠস্বর টা অন্যদের থেকে অনেক আস্তে হয়ে যায়, যে কারণে একই ভলিউমে অন্যদের আওয়াজের তুলনায় আপনার আওয়াজ টা অস্পষ্ট সোনা যায়। আওয়াজের মধ্যে তারতম্য করার অনুরোধ জানাচ্ছি।_ ধন্যবাদ 🖤
Assalamualaikum, vai, apnader Podcast dekhte dekhte ami klanto hoye jacchi, amar kaan o matha gorom hoye jay kintu tobuo dekhchi. Almost protidin nijeke charge korar jonno apnader sathe adda dichchi... Eto lomba somoy invest koratao amar jonno challenging hoye jay tobuo invest korchi shudhu nijeke gear up korar jonno. May almighty Allah bless you both and please keep me in your prayers....😊
one of the best podcast I have seen like not just in bd but in the world and i dont typically watch bd contents
Thanks a lot for your feedback.
2 Cents podcast Listeners dhore rakhar khomota orjon kortese baki gulo haracche...best wishes for both of you ❤
যাস্ট অসাধারন 🤍🤍🤍!!! অনেক অনেক দোয়া ও শুভকামনা আপনাদের জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু ❤
🤍
Sir সম্ভব হলে সময়টা কি আরো ছোটো করা যায়....
33:35 শুনার ব্যপারটা দিয়ে এর আগে আমি বেশ ভালো করেছিলাম আমার জীবনে।এখন কেউ ঘঠন মূলক ব্যখ্যা করলো।
ধন্যবাদ
13:05 - 15:23 & 17:30 - 18:45 best one
20:34 - 21:05 also
One of the best podcast ever ❤❤❤ ZajakAllahkhair
Mashahed Hassan (Simanta),❤Love from Germany,May Allah bless you,
Thanks a lot vaia.
We would love to have him back on podcast, where he can delve into topics such as life, coping with emotions, and conquering loneliness.
ধন্যবাদ নাফিস ভাইয়া এবং সাজ্জাদ ভাইয়াকে সীমান্ত ভাইয়াকে ইনভাইট করার জন্য। সীমান্ত ভাইয়া আমার খুব পছন্দের প্রিয় মানুষ। ভাইয়াকে চেনেছিলাম কিবরিয়া ভাইয়ের জীবন গল্প থেকে সেই স্কুল লাইফে। এতো সুন্দর এন্ড রিয়েলেস্টিক কথা খুব কম মানুষকেই বলতে শুনা যায়।
loved your videos bhaia......thanks for making my leisure time special Sazzad and Nafees bhaia❤
keep up the good work
Jazalallahu khairan
আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম সীমান্ত আবার একাধিকবার চাই
কাওকে পেয়ে যাওয়াটা সুধুমাএ ভালো বাসা না পাওয়ার জন্য চেষ্টা করাটা ভালোবাসা।❤
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ভাইয়া অনুষ্ঠানটা খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে কি বলবো অনুষ্ঠান থেকে কিছু শেখার আছে তো আমি মনে করি যে তো আমি সাজেস্ট করবো আপনারা প্রায় ওনাকে আমন্ত্রণ জানাবেন এটা একটা শ্রোতার অনুরোধ বলতে পারেন সো আই লাভ ইউ
Simanto bhai er sathe boi mela te ekbar dekha hoisilo. Khub valo manush.
সীমান্ত ভাইয়ার বই সবসময়ই পড়া হয় কিন্তু ভাইয়ার কথাগুলো জোশ লাগে। সীমান্ত ভাইয়ার জন্যই পডকাস্টটা দেখা ভাইয়ার কথা শুনতে ভালো লাগে। নেক্সট পডকাস্ট ভিডিও তে এনায়েত ভাইয়াকে দেখতে চাই। 😊
অনেক অনেক ধন্যবাদ
An Expert person ❤
Sazzad vaiya ratul ke dekhar khub iccha😂
By the way love your podcast.
Best wishes💟
Wish to bring Ratul someday...inshaaAllah!
Very informative quality content, looking forward to the next. 🤗🤗
Very well explained love from India
আচ্ছা আমি এই ভিডিও ৪ দিন ধরে একটুু একটু করে দেখেছি । অনেক কিছু শিখেছি ....🙄🙄🤩🤩
সবার প্রতি সম্মান রেখেই বলছি, হোস্ট একজন থাকলেই বোধহয় ভালো হয়। একজন গেস্ট এর জন্য দুইজন হোস্ট এর দরকার কী? দুজন হোস্ট এর কথা বলাটা অতিরিক্ত মনে হয় আমার কাছে।
২০১৭ সালে "বাংলাদেশ ডিবেট ফেডারেশন" আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমিতে সিমান্ত ভাইকে গেস্ট হিসেবে আনা হয়েছিল। সেদিন ভাইকে সরাসরি দেখার পর ২য় বার দেখলাম আজকে এই ২০২৩ সালে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে। দীর্ঘ ৬ বছর পর। আল্লাহ ভাইকে এবং আপনাদেরকে সুস্থ রাখুক। বারাকাল্লাহ্।💙💙
জামশেদ মজুমদারের Video টার অপেক্ষায় আছি...!
Extraordinary,,,,,,❤❤❤
Wonderful video , Good quality, good content & love you 2 Cents Podcast All Team ❤️❤️❤️
Thank you so much
Wow, He is an awesome speaker. I listened to all the topics wonderfully.
Thanks a lot for your appreciation vaia.
নাফিস ভাইয়ের সাউন্ডে একটু সমস্যা এছাড়া সব ঠিক ঠাক
এপিসডটা দারুন
অনেক হ্যাকস শেখা হল আলহামদুলিল্লাহ
দুই জনেরই সাউন্ডে বেশ সমস্যা হয়, উনাদের কথা মাঝে মঝে ভাল মতো শোনা যায় না, এটা আমি আগেও খেয়াল করেছি। ব্যাপারটা শ্রোতাদের জন্য খুবই বিরক্তিকর মনে হলো আমার কাছে।
উপস্থাপক ভাইটি আরেকটু জোরে কথা বইলেন❤
Thanks khubh mon diye dhkche mona holo school a porchee morning a amon sesseaion rakhbn dally rakhbn
উনার প্রথম একটা বই প্রকাশিত হয়েছিল, লাইফ ইজ ইজি, আমার কাছে সে বইটা আছে,সহজ সরল ভাষায় আসলেই সুন্দর লিখেছেন তিনি বইটিতে।
Audience wants the Jamshed Majumdar Podcast 😢 we are waiting for 12 days+...
Patience is the key to success 😉
@@2centspodcastofficial Innallaha ma sobireen🙂
Patience korte giye patient hoye jacci😅
@@2centspodcastofficial ভাই জমসেদ মজুমদার ভাই এর ভিডিও কোই ?
এত দিন যাবত অপেক্ষায় আছি । এটা কি ঠিক হলো ভাই ???
@@2centspodcastofficial
VAIYA ETA MESSAGE NAH ADVICE?
THIS PODCAST IS 10x BETTER THAN LISTENING TO TRINOMIAL PODCAST{ MY PERSONAL OPINION }
Privacy is power. What people don't know, they can't ruin. Never trust anybody. Be alone & stoic.
28:45 3P
*Purpose, Person, Point* 😊
1:11:41 ❤
Currently Bangladesh er best podcast show onk kichu janlam life er bepare amr Perspective positive way te change holo. Thank you guys keep it up take love ❤❤
Thank you so much for the appreciation.
সীমান্ত ভাইকে ২০১৭ থেকে চিনি।
ওনার কথাবার্তা, দর্শন অনেক আপডেট হয়েছে।
এতো বড় এপিসোড ২য় বার দেখলাম।