Hotel Where We Stayed During Treatment At CMC Vellore | CMC Vellore Hospital | W For Wellness

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 241

  • @kishoresinha7004
    @kishoresinha7004 2 ปีที่แล้ว +6

    খুব infomative.... খুব ভাল লাগলো....একটা সুন্দর পরিষ্কার হোটেলের সাথে পরিচয় করালেন....ধন্যবাদ

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ কিশোরদা । অনুপ্রাণিত হলাম । ভালো থাকবেন সবাই । 🙏🙏

    • @sbchowdhury7299
      @sbchowdhury7299 2 ปีที่แล้ว +1

      @@WforWellness ধন্যবাদ বাঙালি হোটেলের খোঁজ দেওয়া র জন্য

  • @MunnaSingh-oq5kv
    @MunnaSingh-oq5kv 2 ปีที่แล้ว +1

    Sundor bibriti pelam, apni koshto kore onek joner subidhe korechhen, ekta punyer kaaj. Hats off .

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      Na na, evabe please bolben na. Punyer kaj korchen okhankar dr ra, ar others staff ra. Ami to just kichu information diyechi, eta kono punyer kaj-e noy. Apni ebong apnar poribarer sokole valo thakun. 🙏🙏

  • @KgoggiVkvovog
    @KgoggiVkvovog 3 หลายเดือนก่อน +2

    Very good

    • @WforWellness
      @WforWellness  3 หลายเดือนก่อน

      Thanks a lot 🙏

  • @bhromonkahini4726
    @bhromonkahini4726 2 ปีที่แล้ว

    Apnar video ta dekhe onek kichu jante parlm ..thank u...❤️❤️khb valo laglo

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ । অনুপ্রাণিত হলাম ।

  • @abdulquddus8611
    @abdulquddus8611 2 ปีที่แล้ว +1

    39 babu rao street shifa house vellore . CMC HOspital kache .bazar khub kache .2 minut cmc hospital .150 taka per day .khub sundar

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      Informationটি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।

  • @rumabhadra8941
    @rumabhadra8941 2 ปีที่แล้ว +1

    Khub informative

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ 🙏🙏

  • @jhumamisra1251
    @jhumamisra1251 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও টি ভালো হয়েছে কিন্তু আমি যখন এই হোটেলে প্রথম বার যাই খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল। এসি ঘর নিয়েছিলাম, কিন্তু সারারাত ঘুমাতে পারিনি অসম্ভব ছারপোকা ছিল। হয়তো এখন আর সেই সমস্যা নেই। 👍

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ আপনাকে । আসলে আমরা যখনই যাই, এই হোটেলেই উঠি । বিভিন্ন সময় বিভিন্ন ঘরে আমরা থেকেছি । কোনও বারই কিন্তু ছারপোকা দেখিনি ।

    • @jhumamisra1251
      @jhumamisra1251 ปีที่แล้ว

      খুব ভালো লাগলো জেনে। কারণ আমরা সবাই এখানে অনেক আশা নিয়ে যাই বহুদূর থেকে। এইটুকু স্বাচ্ছন্দ্য অবশ্যই কাম্য। 🙏

  • @robinbanik8224
    @robinbanik8224 2 ปีที่แล้ว

    খুব প্রয়োজনীয় তথ্য। ধন্যবাদ।

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা । অনুপ্রাণিত হলাম ।

  • @aichmixmasala5144
    @aichmixmasala5144 ปีที่แล้ว +1

    Thank you so much🙏

  • @madhusudanpal699
    @madhusudanpal699 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো। তথ্যসমৃদ্ধ হলাম। আপনার room একবার দেখালে ভালো হোতো মনে হয়, তাই না ? Room charge টাও বলতে পারতেন। কিছু মনে করবেন না, please. ধন্যবাদ।

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ মধুসূদনদা । না না, মনে করার কোন প্রশ্নই আসছে না । আপনার কমেন্টস পড়ে বরং অনুপ্রাণিত হলাম । রুমের ভেতরটা ইচ্ছে করে দেখাই নি দাদা, কারণ মনে হয়েছে সেটা ঠিক হতো না । কারণ যে রুম আমার ভালো লাগছে সেটা অন্যদের ভালো নাও লাগতে পারে । সেক্ষেত্রে হোটেলের পক্ষে সেটা নেগেটিভ হতে পারতো । এই রুমের চার্জ ছিল ৫৩০ টাকা, নন-এসি ডবল বেড রুম । এটা তো উল্লেখ করেছি, মনে হয় খেয়াল করেননি । রুমের সামনে যখন এসে পৌঁছে যাচ্ছি, সেই সময়ের দৃশ্যটা আরেকবার দেখুন, কত ভাড়া সেটা লিখেও দিয়েছি ।

  • @budhodebroy9863
    @budhodebroy9863 2 ปีที่แล้ว

    THANKS. SANJOY BABU.Very informative.

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      ধন্যবাদ । অনুপ্রাণিত হলাম ।

  • @Dhrubo2011
    @Dhrubo2011 2 ปีที่แล้ว +1

    Thank's a lot Dada.

  • @ritwikghosh9250
    @ritwikghosh9250 2 ปีที่แล้ว +1

    Dada video ti khub sundor. Baba ka niye 26th tarik cmc jabo. Appointment o kora ache. Konno ekta idea deben kotoh din minimum okhane thakte hote pare? Doctor er 27 tarik appointment toh doctor k 2 4 din er modhe operation er date daye na onek din por?? R ei hotel a aage theke booking hobe? English n hindi chara bangla te o ki kotha bola jabe oi hotel er staff der saathe?

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      ঋত্বিকবাবু অপারেশনের ডেটটা নিয়ে কিন্তু সঠিক ভাবে কিছু বলা খুব মুশকিল । আসলে পুরোটাই নির্ভর করছে কতটা ভিড় রয়েছে, অর্থাৎ আপনার বাবার আগে কত জন রয়েছেন রোগী লাইনে রয়েছেন, তার ওপর নির্ভর করছে । ডেট পাওয়া তিন-চারদিন পরে হতে পারে আবার এক সপ্তাহ পরেও হতে পারে । এসব ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে হাতে অনেক বেশি সময় নিয়ে যান 18-19 দিন বা অন্তত তিন সপ্তাহ ,এরকম সময় হাতে নিয়ে যান । আর এই হোটেলে আগে থেকে বুকিং হয়না, ভেলোরের কোন হোটেলেই সাধারণত আগে থেকে বুকিং হয় না । ওখানে পৌঁছে বুক করতে হয় । এই মুহূর্তে যেহেতু ভেলোরে প্রচন্ড ভিড় রয়েছে কাজেই হোটেল পাওয়াটা কিন্তু একটা সমস্যা । আর এই হোটেলের স্টাফেরা বা ম্যানেজাররা বাংলা মোটামুটি ভালই বোঝেন কিন্তু ভালো বাংলা বলতে পারেন না । আপনি বাংলা হিন্দি ইংরেজি মিলিয়ে মোটামুটি কথা বলতে পারলেই বা ব্যাপারটা বোঝাতে পারলেই আপনার কাজ চলে যাবে , খুব একটা সমস্যা হবে না ।

  • @abhibanerjee8579
    @abhibanerjee8579 ปีที่แล้ว +1

    I also stay in the same hotel very good

  • @sonalipramanik4641
    @sonalipramanik4641 2 ปีที่แล้ว +1

    5 ta adult r ekta childern amader koti room nite hobe ?? R koto taka lagte pare ??
    Ami amar mami k dekhate niye jabo CMC te but malda r doctor ra thik moto ki Rog hoyeche bolte parche na ,, tai CMC te general physician appointment book korechi ora er pore all body check up kore ki problem bolte parbe ??

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      সোনালীদি, আপনাদের একটা 3 বেড আর একটা 2 বেড রুম নিলে আশা করছি হয়ে যাবে । 2 বেড রুমে একটা এক্সট্রা cot (তোষক জাতীয়) নিলেও তিনজনের শোবার ব্যবস্থা হতে পারে, কিন্ত সেক্ষেত্রে ঘরের মধ্যে হাঁটাচলা করার জায়গা থাকে না । তিন বেডরুমের ভাড়া মোটামুটি 630 থেকে 650 টাকা আর ডবল বেডরুম 530 টাকার মত । এর থেকে কম দামে ডবল বেডরুম আছে, 450 টাকা ভাড়া, কিন্তু সেই ঘরগুলি বড় ছোট । এক্সট্রা cot নিলে তার জন্য আলাদা ভাড়া নেয় । ওরা আগে আপনাদেরকে ঘরগুলো দেখিয়ে দেবে । সবার ক্ষেত্রে সেটাই করে । আপনারা ঘর পছন্দ হলে তবেই নেবেন । আর দ্বিতীয়ত, ডাক্তার এর ক্ষেত্রে বলি , আপনারা জেনারেল ফিজিশিয়ান এর অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ওনাকে দেখান । এবার রোগীর রোগ অনুযায়ী ডাক্তাররা প্রয়োজন অনুসারে অন্য ডিপার্টমেন্টে রেফার করতে হলে করবেন ।

  • @abdurrahamanlaskar1663
    @abdurrahamanlaskar1663 2 ปีที่แล้ว +1

    Dada 4 jon ke ki ekta room vara debe? Vara koto porte pare

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      আব্দুরদা, আপনাকে 3 বেড এর রুম নিতে হবে । চারজন হলে একটা এক্সট্রা cot ( মানে মোটা জাজিম আপনাকে নিতে হবে, যেটা মাটিতে পেতে শুতে হবে ) তার জন্য এক্সট্রা ১০০ থেকে ২০০ টাকা নেয়। Non এসি রুমের ভাড়া ঘর ভাড়া ৮০০ থেকে ৯০০ টাকার মত আর এসি হলে ১২০০ থেকে ১৩৫০ টাকার মত, বিভিন্ন হোটেলের মোটামুটি একটা এভারেজ আপনাকে বললাম ।

  • @bhawanidey1277
    @bhawanidey1277 2 ปีที่แล้ว

    Very good information. Thank you 😊

  • @kaushikbairagya1268
    @kaushikbairagya1268 ปีที่แล้ว

    1)Amra raat 3ntei Katpadi Pounchabo. Sei somoi amra ki hotel available pabo.
    2) Hotel e bedbugs akhn thake kina seta janale bhalo hoi...
    3) Unmarried couple ki availbe hotel gulote seta ki janate parben...
    Khubi upokrito hotam 🙏

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว

      প্রথম প্রশ্নের উত্তরে বলি ভেলোরের প্রায় সমস্ত হোটেল সারা রাত্রি খোলা থাকে কারণ প্রচুর রোগী অনেক সময় গভীর রাতে ট্রেনে করে ভেলোরে পৌঁছান । গভীর রাতেও অটো বা গাড়ী পাবেন, যাঁরা এক টাকাও বেশী না নিয়ে আপনাদের হোটেলে পৌঁছে দেবে ।
      দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনাকে আগেই দিয়েছি, অন্য একটি ভিডিওর কমেন্টে (আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে) ।
      তৃতীয় প্রশ্নের উত্তর আমার জানা নেই ।

  • @rajasimukherjee7014
    @rajasimukherjee7014 2 ปีที่แล้ว +1

    Ami 22nd april vellore jachchi..okhane alhon garom kmn ?

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      ভেলোরে এখন কিছুটা গরম রয়েছে । আপনি যে সময় যাবেন তখনও গরম পাবেন বলে হয় । তবে আমার অভিজ্ঞতা অনুযায়ী, ভেলোরে কখনোই খুব তীব্র গরম বা তীব্র ঠান্ডা পড়ে না । মোটামুটি একটা নাতিশীতোষ্ণ weather থাকে (অনেকটা মুম্বাইয়ের মত) খুব একটা কষ্ট হয় না । অন্তত আমাদের কোনবারেই হয়নি ।

  • @kolibarai5058
    @kolibarai5058 2 ปีที่แล้ว +1

    Apne j Hotel e selan tatay ki aga thake online e room booking kora jabe?

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      না দিদি । এদের নিয়ম হল, আপনি চেন্নাই এয়ারপোর্ট অথবা কাটপাডি স্টেশনে পৌঁছে, সেখান থেকে ফোন করলে ওরা ঘর রেখে দেবে । কিন্তু আপনারা যেখান থেকে যাচ্ছেন, সেখান থেকে আগে অনলাইনে বা ফোনে বুক করা যাবে না । আপনারা হোটেলে পৌঁছানোর পরে এরা আপনাদের ঘর দেখাবে । পছন্দ হলে তবেই নেবেন । এটাই এদের সিস্টেম ।

  • @atanusengupta5324
    @atanusengupta5324 2 ปีที่แล้ว +1

    Ei hotel er room ey ranna korte daye? Pressure cooker ey kichu hochchilo dekhlam.

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      প্রায় বেশিরভাগ হোটেলে রান্না করতে দেয় । বাসনপত্র আর গ্যাস ভাড়া করতে হয় । কিন্তু ঘরের বাইরে বারান্দায় রান্না করতে হয়, ঘরের মধ্যে নয় । সেভাবে ventilation এর ব্যবস্থা করা আছে । প্রচুর লোক এভাবে রান্না করে নেন, অনেকে হোটেলেও খেয়ে আসেন ।

    • @adhikariindia
      @adhikariindia 2 ปีที่แล้ว

      Thanks

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      @@adhikariindia Most Welcome

  • @archanabhowmik2586
    @archanabhowmik2586 2 ปีที่แล้ว +1

    In this hotel comut bath room is available?

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      অর্চনাদি, এখানে কমোড বাথরুম আছে । যতগুলো ঘর আমরা দেখেছি, সব কটাতেই কমোড বাথরুম ।

  • @milichatterjee1890
    @milichatterjee1890 2 ปีที่แล้ว +2

    ব্যানার্জী হোটেল এর খাওয়া অসম্ভব খারাপ।আমি কয়েক দিন আগেই Vellore থেকে ফিরেছি। ওদের খাবারের বিষয়ে কতটা খারাপ লিখবো বুঝতে পারছি না।তবে যারা আমার এই লেখাটা পড়বেন তাদের কাছে অনুরোধ কখনোই খাবেন না ওই দোকানে

    • @rajeebauddy4341
      @rajeebauddy4341 ปีที่แล้ว

      Thakar jnyo room kmn banerjee hotel?

  • @ayonroy6637
    @ayonroy6637 ปีที่แล้ว +1

    Dada ac room koto theke start hoy?

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว +1

      1200 টাকা double bed । 1500 টাকা triple bed । আমি অবশ্য এক বছর আগের কথা বলছি ।

    • @ayonroy6637
      @ayonroy6637 ปีที่แล้ว +1

      @@WforWellness accha dada thank you so much for your help.

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว

      @@ayonroy6637 Most Welcome 🙏

  • @ayonroy6637
    @ayonroy6637 ปีที่แล้ว

    Dada banerjee hotel er ac room koto theke start?

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว +1

      Banerjee হোটেলে Double bed AC 900 টাকা, ব্যালকনির দিকে AC triple bed 1200 টাকা । আলাদা কোনও GST নেই । ওই নম্বরে ফোন করতে পারেন, যদিও advance booking সাধারণত হয় না । Manager এর নাম সুকুমার মন্ডল, বাড়ী উত্তর 24 পরগনার নৈহাটি' তে ।

  • @sentuhossain1855
    @sentuhossain1855 2 ปีที่แล้ว +2

    দাদা আপনি যে হোটেল ছিলেন সেই হোটেলের ভাড়া সম্পর্কে যদি কিছু জানাতেন

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      সেন্টুদা, ওই হোটেলে মোটামুটি 450 টাকা থেকে ভাড়া শুরু । এর উপরে বিভিন্ন দামের আছে, আমাদেরটা ছিল 530 টাকা, বেশ ভালো রুম । আপনাকে ওরা ঘরগুলো দেখাবে, যেটা পছন্দ হবে সেটা নেবেন ।

  • @mehedihasan-bj6sb
    @mehedihasan-bj6sb 2 ปีที่แล้ว +1

    hello brother is female attendant is mandatory for admission in CMC

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      No, not mandatory. In that case, you can opt for "Ayaa" and you have to pay her. Or you can stay alone also.

  • @bayezidhasan4618
    @bayezidhasan4618 2 ปีที่แล้ว +2

    দাদা কম টাকা রুম কি পাওযা যাবে ১৫০/ ২০০ টাকার ভিতরে

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      দাদা এটা আমার ঠিক জানা নেই । আমরা যখন ভেলোরে আসি, তখন যে চত্বরে থাকি, সেদিকে অন্তত ১৫০-২০০ টাকার মধ্যে রুম নেই ।

  • @flydeal8220
    @flydeal8220 9 หลายเดือนก่อน +1

    1 dobule bed or 1 single bed non ac
    Per night how much?
    From Bangladesh

    • @WforWellness
      @WforWellness  9 หลายเดือนก่อน

      450 টাকা থেকে শুরু ।
      এই ভিডিওটি একবার দেখুন
      th-cam.com/video/ajCnWmEw_bY/w-d-xo.html

  • @keshabnath8149
    @keshabnath8149 2 ปีที่แล้ว +2

    মুলতঃ গান্ধী রোড, আর মেইন বাজার রোডে সব হোটেল, মোটেল,কারণ এসব জায়গায় থেকে সি,এম,সি খুব কাছে।

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      অন্যান্য জায়গাতেও প্রচুর হোটেল বা লজ আছে, তবে গান্ধী রোড চত্বরে থাকা সবচেয়ে সুবিধাজনক ।

    • @pdasgupta664
      @pdasgupta664 2 ปีที่แล้ว

      @@WforWellness i in

    • @pdasgupta664
      @pdasgupta664 2 ปีที่แล้ว

      @@WforWellness .

    • @pdasgupta664
      @pdasgupta664 2 ปีที่แล้ว

      @@WforWellness no

  • @arpitasamanta1749
    @arpitasamanta1749 ปีที่แล้ว

    Ami akhn cmc asechi but ai hotel a ground floor chara room nai

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว

      কদিন থাকবেন ? জিজ্ঞেস করুন কবে উপরের কোনও ঘর খালি হবে । আমায় ph করুন 7278475908

  • @antarerantara1757
    @antarerantara1757 2 ปีที่แล้ว

    Gaytri hotel ta ki bangali hotel? Room Vara Kato per Dey?

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      না, বাঙালী হোটেল নয় । তবে প্রচুর বাঙালী এখানে এসে ওঠেন । রুম ভাড়া সিঙ্গেল বেড 392 টাকা, ডবল বেড 450 থেকে শুরু ।

  • @spgaming1989
    @spgaming1989 2 ปีที่แล้ว +1

    Ae lodge theke ki utensils and gas rent paoya jay ?

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      না, কোনও লজ বা হোটেল থেকে বাসনপত্র বা গ্যাস ভাড়া দেওয়া হয় না । প্রচুর দোকান আপনি আশেপাশে দেখতে পাবেন, যারা এগুলো ভাড়া দেয় । হোটেলের স্টাফদের বললে ওরাই ব্যবস্থা করে দেবে, অথবা আপনি নিজে গিয়েও নিয়ে আসতে পারেন ।

    • @spgaming1989
      @spgaming1989 2 ปีที่แล้ว +1

      @@WforWellness ধন্যবাদ দাদা। আমি আমার মাকে নিয়ে যাব। এই লজটি কি ভালো হবে?

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      @@spgaming1989 হ্যাঁ, আমাদের তো ভালই লেগেছে । আপনি এখানে এসে মাকে নিয়ে থাকতেই পারেন । তবে এটাও বলি, হাসপাতালের আশেপাশে প্রচুর হোটেল বা লজ আছে, আপনি নিজেও দেখেশুনে নিতে পারেন । এই হোটেলটির সুবিধাগুলো তো এখন জেনেই গেছেন, যেগুলো আমি ভিডিওতে বলেছি । আপনারা মায়ের সুস্থতা কামনা করি । 🙏🙏

  • @asimsom8195
    @asimsom8195 ปีที่แล้ว

    Phone no to Dilan na.amar 3bed ac lagba charge koto.

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว

      হোটেলের ফোন নম্বরের কথা বলছেন ? Description box এ দেওয়া আছে । 3 bedroom AC সম্ভবত 1500 টাকা ।

  • @sayantanimahapatra5437
    @sayantanimahapatra5437 11 หลายเดือนก่อน

    Gayatri hotel e single bed with AC kemon rate?

    • @WforWellness
      @WforWellness  11 หลายเดือนก่อน

      Single bed AC খুব সম্ভবত এদের নেই । যদি এখন করেও থাকে, ৮০০ টাকার আশেপাশে হওয়ার কথা । কারণ double bed AC ১২০০ টাকায় আমরা থেকেছি ।

  • @PalashBaidya-xf8sp
    @PalashBaidya-xf8sp ปีที่แล้ว

    Next stay at ranipet. All dept shift to ranipet campus.

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว

      All depts shifted ? Which are the hotels to stay at Ranipet ?

    • @PalashBaidya-xf8sp
      @PalashBaidya-xf8sp ปีที่แล้ว

      @@WforWellness cmc owner lodge. Approx 1200 person stay their. I will give you latest information on 20th November.

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว

      Ok . Thanks a lot for the information. But so far my knowledge is concerned, all departments have not shifted to Ranipet, and all departments will never be shifted to Ranipet campus.

    • @PalashBaidya-xf8sp
      @PalashBaidya-xf8sp ปีที่แล้ว

      @@WforWellness do you know a traffic guard was in front of OPD gate. But now the OPD gate is full of auto. Here is a political issue. In 2024 gyeno and orthopaedic is shifted. Cmc wants to a super class hospital. Cmc builds a lot of lodge there with affordable price.

  • @debadinathkarmakar9456
    @debadinathkarmakar9456 2 ปีที่แล้ว +1

    Non A. C Double bed (aaka jabo) rent koto ookhane?

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      এই হোটেলে non AC double bedroom এর ভাড়া 450 টাকা থেকে শুরু । আমরা যে ঘরে ছিলাম তার ভাড়া ভিডিওতে উল্লেখ করেছি । Non ac single bed 392 টাকা । তবে একটা পরামর্শ দিই , আপনি সম্ভব হলে যাওয়ার আগে এই হোটেলে ফোন করে জেনে নেবেন এরা আপনাকে একা ভাড়া দেবে কিনা । অনেক সময় কিছু কিছু হোটেল একা লোককে ভাড়া দিতে চায় না । কারণ একটাই বলে আমার মনে হয়, যেহেতু এখানে পেশেন্টরা আসে,,,,, একজন একা পেশেন্ট যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন সে ক্ষেত্রে হোটেলের উপর সম্পূর্ণ দায়ভার এসে পড়তে পারে ।

    • @debadinathkarmakar9456
      @debadinathkarmakar9456 2 ปีที่แล้ว +1

      Thank you. I used to go Apollo( main) chennai, for body check up since1999.Then 2019,2020 and2021, I went to vellore cmc for prostate treatment(Dr.Antony Debasia) .l stay in Babu Rao Street Hotel. . Single person problem only in Rameswaram, kodai, Kannakumari, ooty, munner, still thanks for your advice.

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      Most welcome. I wish you a healthy and happy life 🙏🙏

  • @adhikariindia
    @adhikariindia 2 ปีที่แล้ว

    March er sese ami jabo..kau songe jete paren..

  • @sanjitroy7298
    @sanjitroy7298 2 ปีที่แล้ว +2

    দাদা আমি ১১ জুন যাবো, মেডিসিনে দেখাবো, মেডিকেল টেষ্ট গুলো করতে কেমন খরচ হতে পারে আনুমানিক জানান প্লিজ।

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +2

      সঞ্জিতদা, খুব কঠিন প্রশ্ন করলেন । আপনি মেডিসিনে দেখানোর পর ডাক্তার বিভিন্ন রকমের পরীক্ষা করতে দিতে পারেন, সুগার পরীক্ষা, লিভার ফাংশন টেস্ট, ইসিজি, রক্তের অন্যান্য পরীক্ষা, থাইরয়েড, এক্স রে, ইউরিন বা স্টুলের পরীক্ষা,,,,, এরকম অসংখ্য পরীক্ষা আছে । কোনগুলো করতে হবে সেটা তো আগে থেকে বলা সম্ভব নয়, তাই আনুমানিক খরচ বলা খুব মুশকিল । তবে একটা কথা বলতে পারি । ভেলোরের বিভিন্ন পরীক্ষার খরচ আয়ত্বের মধ্যেই থাকে । এবং অনেক ক্ষেত্রে খরচ কলকাতার থেকে কম (জানিনা আপনি কলকাতার বাসিন্দা কিনা) ।

    • @sanjitroy7298
      @sanjitroy7298 2 ปีที่แล้ว +1

      @@WforWellness ধন্যবাদ দাদা আমি উত্তরবঙ্গের বাসিন্দা। মেডিকেল টেষ্ট ১০ হাজার টাকার মধ্যে হলে ভীষন ভালো হয় তাই জিগ্যেস করছি হবে কিনা।

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      হ্যাঁ, আশা করছি হয়ে যাবে সঞ্জিতদা ।

    • @sanjitroy7298
      @sanjitroy7298 2 ปีที่แล้ว +1

      @@WforWellness আমার চিকিৎসা হয়ে গেছে দাদা, টেষ্টে খরচ পরেছে ১৮ হাজার টাকা। সব মিলে থাকা খাওয়া (হোটেলে খেয়েছি) ৩০ হাজার খরচ হয়েছে

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      @@sanjitroy7298 যাক, খুব ভালো লাগলো আপনি ফিডব্যাক দিলেন বলে । আশা করি এখন আপনি সুস্থ আছেন । আপনি ভাল থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি । 🙏🙏

  • @shuvradeepchakraborty580
    @shuvradeepchakraborty580 ปีที่แล้ว

    Dada Gayatri hotel e AC Double bed er bhara koto porbe

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว +1

      1200 থেকে শুরু

    • @shuvradeepchakraborty580
      @shuvradeepchakraborty580 ปีที่แล้ว

      @@WforWellness Thank you Dada, Actually amra 2 jon r baby 23 rd June e sokal e pouchabo, aage theke ki booking korte lagbe, Kindly ektu bolben, Thank you again

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว +1

      @@shuvradeepchakraborty580 দাদা, Vellore এর কোনও হোটেলই আগে থেকে বুকিং নেয়না, যদি না ভীষণরকম ভাবে আপনি ওই হোটেলের সঙ্গে পরিচিত হয়ে যান । কারণ, যেহেতু মূলত রোগী এবং তাঁদের পরিবার পরিজন ওখানে যান, তাই হোটেলে পৌঁছে তবেই একমাত্র বুকিং করা যায় ।

    • @shuvradeepchakraborty580
      @shuvradeepchakraborty580 ปีที่แล้ว +1

      @@WforWellness Oshongkho Dhonnonad Dada apnake

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว +1

      @@shuvradeepchakraborty580 Most Welcome 🙏🙏

  • @suchandrapaul9129
    @suchandrapaul9129 2 ปีที่แล้ว +1

    Dada, 400 ar moddye non AC but clean amon kono hotel ar sandhan pete pari apner theke kindly

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      সুচন্দ্রাদি, হাসপাতালের আশেপাশে, অনেক হোটেলেই 400র মধ্যে রুম পাবেন । হাসপাতালের জুবিলী গেট পেরিয়ে একটু এগোলেই ওই ফুটেই একটা রাস্তা ভিতরের দিকে ঢুকে গেছে । ওখানেও বেশ কিছু হোটেল আছে, খোঁজ করে নিতে হবে । আর একটা কাজ করতে পারেন দিদি । ওখানে পৌঁছে যে কোনো হোটেলে আগে ঢুকে পড়ুন । সাধারণত 3 দিন থাকতেই হয়, হোটেল কর্তৃপক্ষ সেভাবেই বুকিং করে নেয় । ওই তিন দিনের মধ্যে আপনি আপনার পছন্দ মত হোটেল খুঁজে নিতে পারেন । তারপর shift করে যান । সবাই ভালো থাকুন, শুভেচ্ছা রইলো ।

    • @suchandrapaul9129
      @suchandrapaul9129 2 ปีที่แล้ว +1

      @@WforWellness anek dhanyabad dada

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      @@suchandrapaul9129 Welcome দিদি 🙏

    • @suranjanaadhikary1180
      @suranjanaadhikary1180 2 ปีที่แล้ว +1

      Akhane je hotel te dekhchen tar thik opposite e ei hotel ter moto akte prochondo porishkar porichhonnyo hotel ache sekhane apni 400/= r modhye ghor peye jaben, lift o ache, khabar je hotel Mamatar kotha bola hochhe thik tar opposite e, bhalo hotel, dekhte paren, amra sekhane chelam, jotobar e geche sekhanei thekheche, staff behaviour besh bhalo.

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      @@suranjanaadhikary1180 সুরঞ্জনাদি, সম্ভবত হোটেলটির নাম "Divya hotel" । হ্যাঁ মমতার উল্টোদিকে । ওখানকার ঘর খুব পরিষ্কার আর স্টাফদের ব্যবহার খুবই ভালো, ঠিক বলেছেন । একটাই সমস্যা, সেই ছাদে গিয়ে কাপড় মেলতে হয় । Otherwise , ভালো হোটেল । ধন্যবাদ সুরঞ্জনাদি, আপনার মতামত জানানোর জন্য । 🙏

  • @yourchannel9132
    @yourchannel9132 11 หลายเดือนก่อน +1

    দাদা নতুন ভিডিও দিননা।আপনার সব ভিডিও সুন্দর মার্জিত,। ভেলোরের নতুন ভিডিও দিলে আমাদের জন্য ভালো হয়।

    • @WforWellness
      @WforWellness  11 หลายเดือนก่อน +1

      সত্যিই খুব ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে । অনেক ধন্যবাদ আপনাকে । আপনাদের এই ধরণের কমেন্ট আমায় ভীষণ অনুপ্রাণিত করে । এর মধ্যে অবশ্যই ভিডিও upload করব । ভালো থাকবেন । সঙ্গে থাকবেন । 🙏🙏❤️❤️

  • @tapaskumarsen
    @tapaskumarsen ปีที่แล้ว

    Ac 3beder charge koto please bolun R hoteler pH no ta akto din as early as possible

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว

      AC 3 bed 1500 টাকা । ফোন নম্বর description box এ দিয়েছি তো, একটু দেখে নিন । তবে ফোন নম্বর নিয়ে খুব একটা লাভ হয় না, কারণ Vellore এর প্রায় কোনও হোটেলেই ফোনে advance booking করা যায় না ।

  • @palashmondol5791
    @palashmondol5791 2 ปีที่แล้ว

    আমার ওখানে ছয় মাস থাকতে হবে সে ক্ষেত্রে হোটেলে থাকা সম্ভব নয় কোন বাসা ভাড়া নেয়া যাবে কি বাড়ি ভাড়া

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      ঠিক idea নেই পলাশদা । পেতে পারেন হয়তো । তবে একটা কাজ করতে পারেন, আপাতত ওইখানে পৌঁছে কোন একটা হোটেলে উঠবেন । তারপরে একটু খোঁজখবর করলে হয়তো পেয়ে যাবেন ।

  • @satishsinha2527
    @satishsinha2527 2 ปีที่แล้ว

    If possible can you share the photo of room with bed and other facility

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      No, I have not taken any photo inside the room.

  • @আধুনিককবিরাজ
    @আধুনিককবিরাজ 2 ปีที่แล้ว +1

    এই জায়গা শংকর নেওলায় কত দূরে.... ।

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      CMC ভেলোর থেকে শঙ্কর নেত্রালয় এর দূরত্ব প্রায় 140 km, গাড়িতে পৌনে তিন ঘন্টা মত সময় লাগে । তবে cmc র নিজস্ব চোখের হাসপাতাল আছে, মূল হাসপাতাল থেকে 3 km মত দূরত্ব, অটোতে 60 টাকা নেয় ।

    • @আধুনিককবিরাজ
      @আধুনিককবিরাজ 2 ปีที่แล้ว

      @@WforWellness আমার চোখের পাওয়ারের সমস্যা অনেক এক চোখে ১৮০০ মাইনাস, আরেকটি ১৯০০ মাইনাস, সিএমভি তে চিকিৎসা হবে জানা আছে আপনার??? ধন্যবাদ।

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      @@আধুনিককবিরাজ এই বিষয়ে আমি ঠিক বলতে পারব না । আমি cmc eye হসপিটালে চোখ দেখিয়েছি, কিন্তু সেটা মূলত চেক আপ । আপনি একবার tele consultation করে ডাক্তারের সঙ্গে ফোনে কথা বলে নিতে পারেন । তারপর না হয় প্রয়োজন হলে যাবেন ।

    • @আধুনিককবিরাজ
      @আধুনিককবিরাজ 2 ปีที่แล้ว +1

      @@WforWellness ধন্যবাদ।

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      @@আধুনিককবিরাজ আপনাকেও অনেক ধন্যবাদ । ভালো থাকুন, সুস্থ থাকুন । 🙏🙏

  • @mantudebnath1165
    @mantudebnath1165 ปีที่แล้ว

    Dada residency form ta ki?

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว

      আপনার প্রশ্নের মানেটা বুঝলাম না । একটু clear করে বলুন । "Form" বলতে ?

    • @mantudebnath1165
      @mantudebnath1165 ปีที่แล้ว

      @@WforWellness hotel e phone korechilam aka meye k room dite chaiche na.amar sathe r o lok jachhe but tara onno hotel e thakbe,uni bollen residency form fillup korte hobe

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว

      @@mantudebnath1165 আপনি কোথায় থাকেন ? এসব হোটেলে একা কাউকে রুম দিতে চায় না, মহিলা বা পুরুষ যাই হোক না কেন । সেটার কারণও আছে,,,,, দেখুন, কে রোগী বা কে তার আত্মীয়, এত কিছু তো হোটেলের পক্ষে খোঁজ রাখা সম্ভব নয় । হয়ত কোনও রোগী একা ঘর নিলেন এবং কখনো ঘরেই অসুস্থ হয়ে পড়লেন । সেক্ষেত্রে হোটেলের উপর দায় এসে পড়ে । মূলত এই কারণে একা কাউকে ওরা ঘর দিতে চায় না । Residency form টা fill up করে খুব সম্ভবত ওখানকার থানা থেকে verify করিয়ে আনতে হয় ।

  • @shahinaaktar6832
    @shahinaaktar6832 2 ปีที่แล้ว

    ভাইয়া গায়ত্রী হোটেলে কি রুমেই রান্ন্ করা যায়? টু বেড নন এসির ভাড়া কত?

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      শাহীনা'দি, এই হোটেলে রুমে রান্না করা যায় না । রুমের সামনেই ওরা একটা টেবিল দেবে, সেখানেই রান্না করতে পারবেন, যেরকম আমি ভিডিওতে দেখিয়েছি । টু বেড নন এসি 450 টাকা থেকে শুরু । আমাদের ঘরের ভাড়া ছিল 530, টু বেড নন এসি ।

  • @CloudMadeEasy
    @CloudMadeEasy 2 ปีที่แล้ว

    Didir hotel o vellore e acche

  • @rajeebauddy4341
    @rajeebauddy4341 ปีที่แล้ว

    Banerjee hotel ta ki khub oporiskar?

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว

      ওদের থাকার ঘর সম্পর্কে আমার idea নেই, তবে অনেকেই ওখানে ওঠেন, সেটা দেখেছি । খাবারের জায়গাটি যথেষ্ট পরিষ্কার, সেটা আমি শুধুমাত্র ব্যানার্জী হোটেল নিয়ে তৈরী করা একটি ভিডিওতে দেখিয়েছি । সম্ভব হলে ভিডিওটি দেখবেন ।

  • @ashoksen3811
    @ashoksen3811 2 ปีที่แล้ว

    Dada charpoka ache ki...

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      অন্তত Gayatri AC deluxe এ আমরা ছারপোকার problem পাইনি ।

  • @satyendranathghosh2626
    @satyendranathghosh2626 2 ปีที่แล้ว +1

    আসবার সময় কতো বকশিশ দিতে হয়?

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      সত্যেন্দ্রনাথবাবু, এদের কোনও দাবী নেই । আপনি খুশী মনে যা দেবেন, সেটাই এরা নেবে । বেরোনোর সময় 2 3 জন থাকে, per head 50 টাকা করে দিলেই এরা খুশী হয় । হোটেলের ম্যানেজারদের দেওয়ার দরকার নেই, যারা আপনার মালপত্র বয়ে দেবে বা auto পর্যন্ত পৌঁছে দেবে, তাদের 50 টাকা করে দিতেই পারেন । যদিও আবার বলছি, এদের কোনও দাবী নেই ।

  • @surupabarman6784
    @surupabarman6784 2 ปีที่แล้ว +1

    বাড়ীর পোষ্য নিয়ে যাওয়া যাবে এরকম কোনো হোটেল, গেস্ট হাউস জানা থাকলে information দেবেন প্লিজ।

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      Surupaদি, এই বিষয়ে একদমই আমার কোন আইডিয়া নেই । হোটেল নিয়ে আমার আরো দুটো ভিডিও আছে, সেখানে আমি বেশ কিছু হোটেলের ফোন নাম্বার দিয়েছি। সম্ভব হলে সেগুলোতে একটু ফোন করে জেনে নিতে পারেন । তবে আমরা যে ক'বার ভেলোর গেছি, কোন সময় কাউকে দেখিনি যিনি পোষ্য নিয়ে গিয়েছেন ।

    • @surupabarman6784
      @surupabarman6784 2 ปีที่แล้ว +1

      @@WforWellness ধন্যবাদ ভাই

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      @@surupabarman6784 Welcome দিদি 🙏🙏

  • @bijoysarkar6455
    @bijoysarkar6455 2 ปีที่แล้ว +1

    দাদা ৩০০-৪০০ মধ্যে ভালো হোটেল জানা থাকলে বলবেন প্লিজ

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      বিজয়দা, আপনি গান্ধী রোড সংলগ্ন বাজারের আশেপাশে, জুবিলী গেট পেরিয়ে আরেকটু ভিতরের রাস্তায়,,,,, এসব জায়গায় একটু খোঁজ করলে আশা করছি পেয়ে যাবেন ।

  • @thakurda
    @thakurda 2 ปีที่แล้ว +1

    I comment from kolkata

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      Thanks a lot Dada 🙏🙏

  • @SweetofMadina
    @SweetofMadina 2 ปีที่แล้ว

    মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      ধন্যবাদ । অনুপ্রাণিত হলাম । ভালো থাকবেন সবাই ।

    • @korimullha1556
      @korimullha1556 2 ปีที่แล้ว

      ভাই কেমন আছেন আমি cmc হসপিটালে জাবে আপনার নাম্বার দেন

  • @kolibarai5058
    @kolibarai5058 2 ปีที่แล้ว +1

    Ei Hotel e last koto tk thake room pabo?

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      এদের minimum ভাড়া হচ্ছে 430 টাকা per day ।

    • @parthomalakar1724
      @parthomalakar1724 2 ปีที่แล้ว

      @@WforWellness
      Dada 3 adult r 1 children possible 450 r takar room a

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      @@parthomalakar1724 সেক্ষেত্রে এক্সট্রা একটা bed নিতে হবে, তার ভাড়া আলাদা । এখানে bed বলতে একটা জাজিম দেবে । তবে double bedroomএ জাজিম নিলে হাঁটাচলা করতে পারবেন না, ঘরে আর জায়গা থাকবে না । 3 adult 1 child হলে triple bedroom নেওয়াই ভালো ।

  • @shahinuddin8869
    @shahinuddin8869 2 ปีที่แล้ว +1

    ভাই আরব কটেজ হোটেলের একটা ভিডিও দেখাবেন

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      শাহীন ভাই, আরব কটেজ হোটেল সম্পর্কে আমার কোনও ধারণা নেই । পরে কখনও ভেলোরে গেলে এই হোটেলটি সম্পর্কে অবশ্যই তথ্য জোগাড় করার চেষ্টা করব ।

    • @shahinuddin8869
      @shahinuddin8869 2 ปีที่แล้ว +1

      @@WforWellness thanks bhaia

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      @@shahinuddin8869 Welcome দাদা । ভালো থাকবেন সবাই । 🙏

  • @gourangadas5005
    @gourangadas5005 2 ปีที่แล้ว +1

    Sir, Ei Hotel a Single Room pawa jabe

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      হ্যাঁ গৌরাঙ্গদা, পাওয়া যাবে, যদি খালি থাকে । ভাড়া 392 টাকা ।

    • @gourangadas5005
      @gourangadas5005 2 ปีที่แล้ว +1

      @@WforWellness Thanks Brother 15 Dec jabo sir

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      @@gourangadas5005Most Welcome দাদা । যান ঘুরে আসুন । শুধু একটাই কথা । ডিসেম্বরের শেষ সপ্তাহে ওখানে ছুটির একটা ব্যাপার থাকে , অনেক ডাক্তার থাকেন না । আপনাদের যদি মাসের শেষ দিকে রিপিট অ্যাপয়েন্টমেন্ট থাকে, সেটা পেতে একটু সমস্যা হতে পারে । আপনাদের সার্বিক কুশল কামনা করি 🙏🙏

    • @gourangadas5005
      @gourangadas5005 2 ปีที่แล้ว

      @@WforWellness sir, Ami General Appointment koreche but Repeat automatic hobe ki ?

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      @@gourangadas5005 ডাক্তার যদি কোনও টেষ্ট করতে দেন, তাহলে তো আবার দেখাতে হবে । আবার, ডাক্তার যদি আপনাকে অন্য কোনো বিভাগে রেফার করেন, সেক্ষেত্রেও তো সেই বিভাগে appointment নিতে হবে । আমি আপনাকে দুটো পরিস্থিতির কথা বললাম, এগুলি নাও হতে পারে । তাহলে অবশ্য সমস্যা নেই ।

  • @sheulyswan2402
    @sheulyswan2402 2 ปีที่แล้ว +1

    CMC তে যেতে চাইলে কোন কোন ওয়েবসাইট এ যোগাযোগ করতে পারি, kindly যদি জানাতে পারেন উপকার হত। আর ওখানে কি cancer treatment হয় ?

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +2

      যদি নতুন পেশেন্ট হয়, সেক্ষেত্রে clin.cmcvellore.ac.in-তে ঢুকুন । এরপর ওখানে যে page খুলবে, সেখানে পেশেন্টের details লিখে রেজিট্রেশন করুন । একটা "patient id" নম্বর generate হবে, ওটাই permanent id । এরপর play store থেকে "cmc mobile" apps ইন্সটল করুন । সেখানে ওই id নাম্বার দিয়ে ঢুকতে হবে, এবং ওখানেই যাবতীয় ডিপার্টমেন্ট এবং dr দের নাম ইত্যাদি পাবেন । Private ও General দুটি category আছে । private এ fees বেশি , বিশেষজ্ঞ dr রা দেখেন । general এ fees অনেক কম, junior dr রা দেখেন ।আরেকটি address হল, www.cmch-vellore.edu, এখানেও online booking করা যায়, তবে আগে পেশেন্ট id generate করা থাকতে হবে । পরবর্তী কালে appointment পেতে কোনও সমস্যা হলে এখানে mail করতে পারবেন webappointment@cmcvellore.ac.in
      এছাড়াও প্রতিটি dept এর আলাদা আলাদা mail id আছে, যোগাযোগ করলে reply দেয় ।
      ক্যান্সারের ট্রিটমেন্ট অবশ্যই হয়, এবং খুব ভালোভাবে হয় । আরও কিছু জানার থাকলে লিখবেন, উত্তর দেব । ভালো থাকবেন সবাই ।

    • @sheulyswan2402
      @sheulyswan2402 2 ปีที่แล้ว

      @@WforWellness কি বলে কৃতজ্ঞতা জানাব ভাষা খুজে পাচ্ছিনা। দরকার হলে জানাব ।ভাল থাকবেন

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      @@sheulyswan2402 কৃতজ্ঞতার প্রশ্নই আসে না । এভাবে বলবেন না দয়া করে । আপনি জানতে চেয়েছিলেন, আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করেছি । এইটুকুই মাত্র । তবে ভেলোর গেলে দেখবেন, একেবারেই মনে হবে না, আপনি অন্য রাজ্যে গেছেন । প্রত্যেক জন staff ভীষণ helpful । বাইরের কারো হেল্প নেবেন না, ওখানে প্রচুর দালাল আছে । 70 থেকে 75% পেশেন্ট বাঙালী । কোথাও কোনো অসুবিধা হয় না, এত ভালো total system টা । আমার আরও তিনটি ভিডিও আছে, ভেলোর সম্পর্কে, সম্ভব হলে দেখবেন, আরও কিছুটা idea পাবেন হয়তো । আর একটা কথা, অবশ্যই এখান থেকে আগেই appointment করে যাবেন, ওখানে গিয়ে করলে কিছুটা দেরি হবে । আপনার পেশেন্টের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করি ।

    • @sheulyswan2402
      @sheulyswan2402 2 ปีที่แล้ว +1

      @@WforWellness আমি আপনার 4/5টি video দেখেছি সেকারণেই সাহস করে জিজ্ঞেস করলাম। কিন্ত এত তাড়াতাড়ি reply পেয়েছি,আর অনেক information ও পেলাম সেজন্যই অনেক অনেক ধন্যবাদ

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      @@sheulyswan2402 অনেক ধন্যবাদ । অনুপ্রাণিত হলাম ।

  • @ajantasingha2361
    @ajantasingha2361 ปีที่แล้ว

    ভাই ওখানে ছারপোকার উৎপাত আছে কি?

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว

      আমরা Vellore গেলে এই হোটেলেই উঠি । বিভিন্ন সময়ে বিভিন্ন ঘরে আমরা থেকেছি । কোনো ঘরে কখনো ছারপোকা পাইনি ।

  • @dr.subhankarghosh2545
    @dr.subhankarghosh2545 3 หลายเดือนก่อน

    Hotel Gayathri AC Deluxe ph no switch off. plz another ph no. / contact thakle janaben. khub darkar

    • @WforWellness
      @WforWellness  3 หลายเดือนก่อน

      @@dr.subhankarghosh2545 দাদা, ওই নম্বরটি একজন ম্যানেজারের নম্বর । ওদের কোন ল্যান্ডলাইন নম্বর নেই । আমার কাছে শুধুমাত্র এনার নাম্বারটাই ছিল । হয়তো ওই সময় ওনার ডিউটি ছিল না বলে ফোনটা সুইচ অফ করা ছিল । পরে আরেকবার চেষ্টা করে দেখতে পারেন । তবে একটা কথা বলে রাখি । Vellore এ কোনও হোটেলেই কিন্তু ফোন করে অ্যাডভান্স বুকিং করা যায় না ।

  • @madhabdaschowdhury4760
    @madhabdaschowdhury4760 ปีที่แล้ว

    সি এম সি ভেলোর হাসপাতালের কাছে কোন লজে ম্যানেজার বাংলা ভাষায় কথা বলেন। একটু জানাবেন প্লিজ।

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว

      ব্যানার্জী হোটেল । তবে মোটামুটি সব হোটেলের ম্যানেজাররা বাংলা বোঝেন, হয়তো বলতে পারেন না । আপনার অসুবিধা হওয়ার কথা নয় ।

  • @baidyanathmondal5932
    @baidyanathmondal5932 ปีที่แล้ว

    ভেলোরে খুব ছারপোকার উপদ্রব
    অনেক হোটেলে ছারপোকায় ভর্তি গায়ত্রী হোটেল কোন ছারপোকা নেই তো এবং ভাড়া কত

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว

      গায়ত্রী হোটেল দুটো আছে । আমি এই ভিডিওতে যে হোটেলের কথা বলেছি সেখানে অন্তত কখনও আমরা ছারপোকার উপদ্রব আমরা পাইনি । এই হোটেলে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘরে আমরা থেকেছি। ভাড়া 450 থেকে শুরু ।

  • @vivekganguli9356
    @vivekganguli9356 2 ปีที่แล้ว +1

    How much is room rent (double beded )

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      Double bed Room rent is 530 (Non AC, the room where we stayed and which I have shown in the video). AC room double bed 1200. Please note, there are other rates too, depending on space of room and in which floor.

  • @siddharay7515
    @siddharay7515 2 ปีที่แล้ว

    Price koto ?

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      বিভিন্ন দামের ঘর আছে । 392 টাকা (single bed ) থেকে শুরু । আমরা যে ঘরে ছিলাম সেটির ভাড়া ভিডিওতে উল্লেখ করা আছে । ওটা নন এসি ডবল বেডরুম ছিল ।

  • @anjalimalakar9714
    @anjalimalakar9714 2 ปีที่แล้ว +1

    আমি তো হিন্দি বলতেও পারিনা আর বুঝতেও পারিনা সেক্ষেত্রে আমি এখন কি করতে পারি।
    দয়া করে বলবেন?

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      অঞ্জলীদি, আপনি ইংরেজী বলতে বা বুঝতে পারেন ? তাহলেও চলবে । আর যদি হিন্দি বা ইংরেজি কোনটাই বুঝতে বা বলতে না পারেন তাহলে ডাক্তারকে কোন ভাবে সেটা বলুন । এক্ষেত্রে অনেক সময় ডাক্তাররা আশেপাশের কাউকে ডেকে নেন যিনি বাংলা বলতে পারেন বা বুঝতে পারেন এবং সেক্ষেত্রে রোগীদের সঙ্গে তারা এভাবেই কমিউনিকেট করে নেন । অসুবিধা হয় না । আরেকটা কথা বলি, অধিকাংশ ডাক্তারই বাংলা বোঝেন ।

  • @sammondal7611
    @sammondal7611 2 ปีที่แล้ว

    শুধু একজনের জন্য কি রুম পাওয়া যাবে?

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      হ্যাঁ, পাওয়া যাবে । তবে একজনের ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষ একটু আপত্তি করে, কারণ যিনি পেশেন্ট তিনিই যদি একা ঘর ভাড়া নেন এবং কোন কারণে অসুস্থ হয়ে পড়েন, তবে তার দায়িত্ব হোটেলের উপর এসে পড়ে । সবচেয়ে ভালো যদি আগে থেকেই ফোন করে জেনে নিতে পারেন । এগুলো অনেকটাই পরিচিতির উপর নির্ভর করে ।

    • @jakirhosen8505
      @jakirhosen8505 ปีที่แล้ว

      দাদা ধন্যবাদ, হোটেলে কি সিংগেল সিংগেল বেড পাওয়া যায়,

  • @satyendranathghosh2626
    @satyendranathghosh2626 2 ปีที่แล้ว +1

    আপনার হোটেলের বিপরীতে দারুন চা তৈরি করে এবং গায়ে কাপড়ের দোকান আপনার হোটেলের তলায় জুশের দোকান

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      একদম ঠিক দাদা

  • @basudevghosh7525
    @basudevghosh7525 5 หลายเดือนก่อน +1

    আপনার বিবরণ বেশ ভালো। হোটেল গুলির ফোন নম্বর দিন প্লীজ আর কদিন আগে জানিয়ে রাখবো একটু জানালে খুব উপকৃত হব

    • @WforWellness
      @WforWellness  4 หลายเดือนก่อน

      ধন্যবাদ দাদা 🙏 । প্রথমেই একটা কথা বলে রাখি । ভেলোরে আগে থেকে ফোন করে কোন হোটেল বুক করা যায় না। যেহেতু এটা তো কোনো বেড়াতে যাওয়ার জায়গা নয় , এখানে মূলত রোগী এবং তার আত্মীয় পরিজনরাই আসেন । কাজেই এখানে আগে থেকে কোন হোটেলেই বুকিং নেয় না । একমাত্র যদি আপনার নির্দিষ্ট কোনও হোটেলের সঙ্গে অনেকদিন ধরে পরিচয় হয়ে থাকে, সেক্ষেত্রে তাও আগে থেকে বুকিং হতে পারে, না হলে নয় ।
      বিভিন্ন হোটেল এবং তাদের ফোন নাম্বার নিয়ে আমার চার /পাঁচটি ভিডিও আছে আমি লিংক দিলাম, আপনি সময় করে দেখে নিন ।
      th-cam.com/video/ajCnWmEw_bY/w-d-xo.html
      th-cam.com/video/BK0l1WHusw0/w-d-xo.html
      th-cam.com/video/U2_sM1gLUqg/w-d-xo.html
      th-cam.com/video/dOECW9XDm7w/w-d-xo.html

    • @WforWellness
      @WforWellness  4 หลายเดือนก่อน

      এই ভিডিওটি দেখবেন th-cam.com/users/shortsOsyAIDioWuE

  • @Wafara-q6b
    @Wafara-q6b 2 ปีที่แล้ว +1

    সঞ্জয় বাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে । অনেক টা ধারনা পেয়েছি আপনার তথ্যে। আমি আমার স্ত্রী কে নিয়ে যাচ্ছি। হোটেল নূন্যতম ২/৩ থাকতে হবে এমন কোন রুল আছে কি না? কারন পছন্দ না হলে পরিবর্তন করতে হবে হয়তো।
    বাথরুমে ইংলিশ কমড, রান্না ব্যবস্থা আছে জানলাম। কলকাতা থেকে ই কল দিব। তবে ছোটা বাবু। মনেজার কে হোটেল নম্বরে পাওয়া যাবে? আবারও আপনাকে ধন্যবাদ দাদা । নতুন বছরের শুভেচ্ছা রইল।

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      তসলিম'দা, এই ভিডিওর "ডেসক্রিপশনে" দেখুন, হোটেল গায়ত্রী এসি ডিলাক্স এর পাশে যে নম্বরটি দেওয়া আছে সেটিই ছোটাবাবুর নাম্বার । ছোটাবাবুর সঙ্গে দেখা হলে আমার কথা বলবেন । তবে ফোনে অ্যাডভান্স বুকিং করা যায় না, ওখানে পৌঁছানোর পর বুক করতে পারবেন অথবা স্টেশনে নেমে বা এয়ারপোর্টে নেমে ফোন করল বুকিং করতে পারবেন । ভেলোরে সাধারণত যে কোন হোটেলেই minimum তিন দিন থাকতে হয় । যদি পছন্দ না হয়, চেষ্টা করবেন তার মধ্যেই নতুন হোটেল একটু দেখে রাখার । তিনদিন পরে শিফট করে যাবেন । আপনাকে এবং আপনার পরিবারের প্রত্যেক সদস্যকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম । সবাই ভালো থাকবেন ।

  • @thakurda
    @thakurda 2 ปีที่แล้ว +1

    Room is very good but staff and maneger are not good. My room number 1104. Date 4. 11 .22 . stay 9 days.

  • @tapaskumarsen
    @tapaskumarsen ปีที่แล้ว

    Ami kal jabo

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว

      আচ্ছা,,,, ভালোভাবে treatment করিয়ে ফিরুন 🙏🙏

  • @abilashmondal5313
    @abilashmondal5313 2 ปีที่แล้ว

    3 adult r jonjo double bed room ki enough for stay?non ac room r price koto kore per day ektu bolben dada?

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      অভিলাষদা, 3 adult এর জন্য double bedroom কিছুটা চাপের হয়ে যায় । আসলে খুব বড় রুম তো নয়, তবে থাকতে পারেন, যদিও একটু কষ্ট হবে । Non AC রুম double বেড 530 ( আমরা ছিলাম), triple bed 630(এটাতেও ছিলাম) । তবে অভিলাষদা, একটা suggestion দিই, হোটেলে পৌঁছে রুম দেখে নিন । ওরা দেখিয়ে দেবে । তারপর পছন্দ হলে তবেই নিন ।

  • @tapaspal5586
    @tapaspal5586 2 ปีที่แล้ว +1

    দাদা এরা ফোনে booking করে ত

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      না । advance booking হয় না । তবে আপনি চেন্নাই এয়ারপোর্ট বা কাটপাডি স্টেশনে নেমে এই হোটেলে ফোন করলে এরা রুম রেখে দেবে (যদি রুম খালি থাকে) । চেন্নাই পৌঁছানোর আগে বুকিং নেবে না ।

  • @GangadhariahKs
    @GangadhariahKs ปีที่แล้ว

    Part Hall hai

  • @kumkumdas8731
    @kumkumdas8731 2 ปีที่แล้ว +1

    Dada apnrphnota den na pls

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      আমায় mail করুন, sanjoybst@gmail.com

  • @thakurda
    @thakurda 2 ปีที่แล้ว

    আমি এই হোটেলে ছিলাম সব ভালো কিন্তু হোটেল টাকার সময় হোটেলের মেনেজার বকসিস নিলো। এটাই অবাক লাগলো। আমার রুম নম্বর ছি লো 1104।

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      হ্যাঁ, এটা এঁরা সাধারণত নেন । কি আর করা যাবে, এটাই চলে আসছে বরাবর ।

    • @thakurda
      @thakurda 2 ปีที่แล้ว

      Kono hotel er manager nai na. Onoyo staff ra nai.

  • @sarojendudana6880
    @sarojendudana6880 2 ปีที่แล้ว +1

    Please phone no Gyatry lodge

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      সরজেন্দুদা, এই হোটেলের ম্যানেজারের ফোন নম্বর 93618 05331, এই নম্বরে ফোন করে নিন ।

  • @yourchannel9132
    @yourchannel9132 11 หลายเดือนก่อน

    দাদা নমাষ্কার-আমার জানতে চাই,বাংলা টাকা বাংলা টাকা ভাঙ্গানোর জন্য, মানি এক্সচেঞ্জ আছে কি জানালো উপকৃত হব ধন্যবাদ দাদা নমস্কার

    • @WforWellness
      @WforWellness  11 หลายเดือนก่อน

      হ্যাঁ অবশ্যই আছে । কলকাতায় এলে ধর্মতলা চত্ত্বরে এরকম অসংখ্য money exchange করার কাউন্টার পাবেন । পার্ক স্ট্রিট এলাকায় প্রচুর বাংলাদেশের মানুষ এসে বিভিন্ন হোটেলে ওঠেন, ওই এলাকাতেও প্রচুর money exchange counter বা ছোট ছোট অফিস পাবেন । কোনো অসুবিধা হবে না ।

  • @skmdjahangir
    @skmdjahangir 2 ปีที่แล้ว +1

    আপনার মোবাইল নাম্বার যদি অনুগ্রহকরে দেন তাহলে উপকৃত হব

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      আপনার সঙ্গে তো কথাই হয়েছে । এখন কেমন আছেন জানাবেন ।

  • @somasaha1993
    @somasaha1993 2 ปีที่แล้ว

    Dada nambar ta jodi sen korten hoteler

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      Description boxএ দেখুন, দেওয়া আছে ।

  • @rockeyandayush3136
    @rockeyandayush3136 ปีที่แล้ว +1

    হোটেল এর ফোন নাম্বার গুলি দিলে ভালো হত দাদা

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว

      আমার চ্যানেলে গিয়ে পর পর খুঁজে দেখুন, হোটেল নিয়ে আরো কিছু ভিডিও আছে । সেগুলিতে address, ফোন নম্বর,,,, সব পেয়ে যাবেন । এই হোটেলের নম্বরও পাবেন । না পেলে জানাবেন, ভিডিওর লিঙ্ক দিয়ে দেব । ভালো থাকবেন 🙏

  • @mamunrahman6889
    @mamunrahman6889 2 ปีที่แล้ว

    আমি থেকেছি। সার্ভিস ভালো না। হোটেল স্টাফদের ব্যবহার খুব বাজে।

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว

      শুনে সত্যিই খুব খারাপ লাগলো দাদা । জানি না আপনার কেন এরকম বাজে অভিজ্ঞতা হল । তবে আমরা ওই হোটেলে অনেকবার উঠেছি, আমাদের অভিজ্ঞতা কিন্তু ভালোই । এখনও ভেলোরে গেলে আমরা ওই হোটেলেই উঠি ।

  • @ajoybasu8012
    @ajoybasu8012 4 หลายเดือนก่อน +1

    ফোন নাম্বার বলুন

    • @WforWellness
      @WforWellness  4 หลายเดือนก่อน

      ভিডিওর description box এ পাবেন । এছাড়াও এই ভিডিওটি দেখুন th-cam.com/video/ajCnWmEw_bY/w-d-xo.html

  • @tharapathi222
    @tharapathi222 ปีที่แล้ว

    Worst lodge fully bed bugs, waste fellow before doing vedio check properly.

    • @WforWellness
      @WforWellness  ปีที่แล้ว

      Sorry, no such experience at least for us. From 2013, we are staying in this hotel during our visit to CMC Vellore. At least 13 to 14 times we have stayed in this hotel, till now. Your comment is not matching with our experience at least.

    • @tharapathi222
      @tharapathi222 ปีที่แล้ว

      Believing on others vedios is my fault, humans will not stay this hotel. If u still liking this hotel u are great brother/ sister.

  • @munnasarkar5698
    @munnasarkar5698 2 ปีที่แล้ว +1

    বাটপার ঠগবাজ নেই তো ।

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      আছে । অবশ্যই আছে । আমার দুটো ভিডিও আছে, সম্ভব হলে দেখবেন । "ভেলোরের অন্ধকার দিক,,,,, এদের থেকে সাবধান" আর "ভেলোর ভয়ঙ্কর,,,, মানিব্যাগ বার করবেন না" এই দুটো ভিডিও দেখুন। অনেকটা আইডিয়া পাবেন । তবে হাসপাতালের প্রতিটি স্টাফ, সিকিউরিটি স্টাফ, হোটেল কর্তৃপক্ষ, বিভিন্ন হোটেলের কর্মী, ভেলোরের বিভিন্ন ব্যবসায়ী, এঁরা কিন্তু প্রত্যেকেই খুবই ভালো এবং সৎ । অসৎ মানুষ রয়েছে হাসপাতালে ,,,,,,হয়তো আপনার পাশেই বসে আছে, আলাপ করার চেষ্টা করছে, বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলছে, এদের থেকে এবং রাস্তায় কিছু মানুষ, কিছু মহিলা ঘুরে বেড়াচ্ছে, যাদের কথায় ভিডিওতে বলেছি , তাদের থেকে সাবধান থাকবেন।

    • @munnasarkar5698
      @munnasarkar5698 2 ปีที่แล้ว

      @@WforWellness আমি যেতে পারি patients নিয়ে বোন.. ভাগিনী.. বোন জামাই। মহিলা নিয়ে বিপদে পড়বে কি এবং ENT. চিকিৎসা আছে কি । present অবস্থা জানালে উপকৃত হব ।

    • @WforWellness
      @WforWellness  2 ปีที่แล้ว +1

      @@munnasarkar5698 ENT চিকিৎসা আছে । দেখুন, Christian Medical College Vellore ভারতবর্ষের মধ্যে অন্যতম নামকরা hospital এবং মেডিকেল কলেজ । এখানে ENT dept থাকবে না, তা কি হয় ? এবার safety প্রসঙ্গে বলি । সাউথ ইন্ডিয়াতে আমরা বেশ কয়েকবার বেড়াতে গেছি, সাউথ ইন্ডিয়া বরাবরই আমাদের খুবই সেফ লেগেছে । ভেলোরও খুবই সেফ জায়গা এবং ওখানকার মানুষজনের মন মানসিকতা খুব ভালো, সকলেই খুব হেল্পফুল । 2013 সাল থেকে ভেলোর যাচ্ছি । প্রতিবছর একবার করে যেতে হয়। আপনি যেসব ব্যাপার নিয়ে ভাবছেন সেসব ব্যাপারে কোন সমস্যা আপনি এখানে পাবেন না । পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলিয়ে প্রায় 85% পেশেন্ট এখানে বাঙালি । হাসপাতালে এবং তার আশেপাশের অঞ্চলে থাকলে আপনার মনে হবে না আপনি বাইরে কোথাও এসেছেন ।

    • @munnasarkar5698
      @munnasarkar5698 2 ปีที่แล้ว +1

      @@WforWellness pl. ENT. Deptt. phone no. টা যদি দিতে পারেন জানা থাকলে তাহলে খুব ভাল হয় । আমরা আগরতলা ত্রিপুরা থেকে যাব । booking করে যেতে চাই ।