DBBL Credit Card Easy Buy Facility A to Z | Purchase through Credit Card and convert payment to EMI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • DBBL Credit Card Easy Buy Facility A to Z | Purchase through Credit Card and convert payment to EMI
    ..........................................................
    Dear Viewer's
    Welcome to my channel. Dutch Bangla Bank recently has launched a very special offer for it's Credit card users. Which is named "Easy Buy".
    In this video, i have discussed details about DBBL Credit Card Easy Buy facility. How any purchase amount can be convert to EMI (Equal monthly Installment).
    ডাচ বাংলা ব্যাংক খুব সম্প্রতি ক্রেডিট কার্ড ব্যাবহার কারীদের জন্য চালু করেছে ইজি বাই ফিচার। যার মাধ্যমে যেকোন ব্যাক্তি যেকোন প্রতিষ্ঠান থেকে যেকোন পন্য ক্রয় করার পর সেটাকে কিস্তিতে নিজের ইচ্ছা অনুযায়ী রূপান্তর করে বিল পরিশোধ করতে পারবে।
    কারা এই সুবিধাটি নিতে পারবে এবং এর জন্য কী কী শর্ত রয়েছে সেই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
    বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।
    ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
    ভাল লাগলে ভিডিওটি শেয়ার করুন।
    আপনার মতামত ও পরামর্শ কমেন্ট করে জানাতে পারেন।
    কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট এ জানাবেন, আমি উত্তর দিয়ে সহযোগীতা করার চেষ্টা করব।
    নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন: / @newshutbd
    এছাড়াও দেখতে পারেন..
    DBBL Platinum and Titanium Credit card: bit.ly/2QmRco8
    কত টাকা ইনকাম হলে ডাচ বাংলার ক্রেডিট কার্ড নিতে পারবেন : bit.ly/2F1oa8i
    কয়টি মাধ্যমে ডাচ বাংলার ক্রেডিট কার্ডের বিল দেয়া যায়: bit.ly/37jzYyC
    17 reason of Nexuspay card adding problem and solution: • 17 reason of Nexuspay ...
    প্রবাসীরা কিভাবে টাকা পাঠালে তার উপর ৩% বোনাস পাবেন জেনে নিন: bit.ly/34J50OZ
    DBBL Agent Banking Student Account: bit.ly/2tUN2fF
    DBBL Car loan | ডাচ বাংলা ব্যাংকের কার লোন কারা নিতে পারবেন: bit.ly/33QA9R1
    DBBL Personal Loan A to Z । Dutch Bangla Bank Personal Loan "Jokhon Tokhon" । পার্সোনাল লোন: • DBBL Personal Loan A t...
    DBBL home loan A to Z । ডাচ বাংলা ব্যাংকের হোম লোন ঠিকানার বিস্তারিত: • DBBL home loan A to Z ...
    Thanks for Watching
    Emad uddin khan
    Banking services & offer
    #EasyBuy #DbblCreditCardEasyBuy #EasyBuyFacility #ইজিবাই

ความคิดเห็น • 64

  • @juenaakter2506
    @juenaakter2506 4 ปีที่แล้ว +2

    Video ta Amar kache khub valo legese.

    • @NewsHutBD
      @NewsHutBD  4 ปีที่แล้ว

      Thank you so much :)

  • @latifparash8090
    @latifparash8090 4 ปีที่แล้ว +2

    ভাই আমি একটা product কিনেছি 12 month 0% interest এ।কিন্তু তারা শুধু পেমেন্ট নিয়েছে, Dutch bangla bank এর কোন ফরম পূরণ করায় নি। আমাকে বলেছে আপনি মাসে emi দিবেন মোট টাকা কে ১২ দিয়ে ভাগ করে যা আসে তাই। product কিনে আমি ৩টা emi দিয়েছি।এখন আমি বুঝতে পারলাম তারা আমাকে emi সুবিধার কথা বলেছে , কিন্তু দেয় নি।আমি এখন কি করব?

    • @NewsHutBD
      @NewsHutBD  4 ปีที่แล้ว +1

      0% EMI এর জন্য মার্চেন্ট (যেখান থেকে প্রোডাক্ট কিনেছেন সেই প্রতিষ্ঠান) একটি ফরম পূরণ করে আপনার স্বাক্ষর নিয়ে সেটা ব্যাংকের কার্ড ডিভিশনে পাঠায়, তার পর সেই ফরম অনুযায়ী ব্যাংক EMI করে দেয়। আপনার ফরম জমা হয়নি বলে সম্ভবত EMI হয়নি। আপনি সম্ভব হলে একটু 16216 নাম্বারে কল করে ইস্যু টা বলে দেখতে পারেন কোন সমাধান করা যায় কিনা। অলরেডি ৩ টা বিল দিয়ে দিয়েছেন তো.. প্রোডাক্ট কিনার পর প্রথম স্ট্যাটমেন্ট/ বিল আসার পর যদি দেখে নিতেন যে EMI হয়েছে কিনা, তাহলে ভালো হতো।
      আর e-statement এ তো উল্লেখ থাকে কোন EMI থাকলে, সেটা কি লক্ষ্য করে দেখেছেন যে EMI হয়েছে কিনা?

    • @latifparash8090
      @latifparash8090 4 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে আমার জন্য সময় দিয়ে উত্তর দেয়ার জন্য।
      e-statement এ emi এর কথা নেই। এ জন্য কি আমাকে debit interest দিতে হচ্ছে?
      এটা আমার first product purchase ছিলো। আমি তাদের বার বার বলেছি আর কোন কিছু কি করতে হবে কি না।তারা বলেছে না।আর আমি অনেক busy ছিলাম বোনএর বিয়ে নিয়ে,তাই আমি ও আর দেখি নি।আমি যদি তাদের (company)সাথে কথা বলি , EMI এর জন্য, তারা ভুল করেছে। তারা কি কিছু করতে পারবে?

  • @TanmoyDasSohag
    @TanmoyDasSohag ปีที่แล้ว +1

    InstaPay আর EasyBuy নিয়ে যতো প্রশ্ন ছিলো, এই ভিডিয়ো ও আপনার কমেন্টগুলোর মাধ্যমে সব ক্লিয়ার হয়ে গেছে। অনেক ধন্যবাদ, ভাই। বেস্ট ভিডিয়ো! 👌 আরেকটা জিজ্ঞাসা ছিলো, ভাই। ডাচ বাংলার ওয়েবসাইটে 'ক্রেডিট কার্ড ফিচার্স' অংশে ২টি সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি দেয়ার কথা লিখা আছে। আসলেই কি ২টি দেয়, নাকি ১টা দেয়? আর সাপ্লিমেন্টারি কার্ডের জন্য বাৎসরিক কোনো ফি দিতে হয় কি? 🙏

    • @NewsHutBD
      @NewsHutBD  ปีที่แล้ว

      ক্লাসিক ও গোল্ড ক্যাটাগরির ক্রেডিট কার্ডের ক্ষেত্রে 2 টি সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি। 2 টি সাপ্লিমেন্টারি কার্ড নিতে চাইলে 2 টির জন্যই এপ্লাই করতে হবে।
      তবে প্লটিনাম, টাইটানিয়াম, ভিসা সিগনেচার ও মাস্টার কার্ড ওয়ার্ল্ড এর কার্ডের সাপ্লিমেন্টারি কার্ডের ক্ষেত্রে ফ্রী নেই। প্রিন্সিপাল বা মূল কার্ডের চার্জের অর্ধেক চার্জ হবে এসব কার্ডের সাপ্লিমেন্টারি কার্ডের ক্ষেত্রে।
      ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

  • @Muntasir011
    @Muntasir011 11 หลายเดือนก่อน +1

    ভাই একটা প্রশ্ন
    আমার কার্ড এ কোন টাকা নেই তবে আমার কার্ড এর লিমিট ৫০ হাজার
    আমি কি ইএমআই নিতে পারব যদি কার্ড এ কোন প্রকার টাকা না থাকে?

    • @NewsHutBD
      @NewsHutBD  11 หลายเดือนก่อน

      কোন পন্য ক্রয় করার পর সেটা EMI করা যায়। টাকা এভেইলেবল না থাকলে তো কিনতে পারবেন না, EMI ও করতে পারবেন না।

  • @mahbuburrahman1284
    @mahbuburrahman1284 4 ปีที่แล้ว +1

    আপনার উপস্থাপন অনেক সুন্দর, বাট ১ টা প্রশ্ন, আমার কেডিট লিমিট ৯০% যদি ৪৫০০০ হাজার টাকা হয়, সে ক্ষেএে আমি একটা মোবাইল ও ল্যাপটব নিলাম য়ার মূল্য ৮০০০০ হাজার টাকা বাট ইএমই মাসিক কিস্তি হলো ১০০০০ টাকা। সেক্ষেত্রে আমি কি ২ প্রডাক্ট কিনতে পারবো নাকি আমার কেডিট লিমিট ৮০০০০ থাকতে হবে

    • @NewsHutBD
      @NewsHutBD  4 ปีที่แล้ว

      আপনার ক্রেডিট লিমিট এর ৯০% যদি ৪৫ হাজার টাকা হয়, তাহলে তো আপনার মূল লিমিট হয় ৫০ হাজার টাকা। আর ৫০ হাজার টাকা লিমিট হলে তো আপনি ৮০ হাজার টাকার প্রোডাক্ট কিনতে পারবেন না।
      মূল কথা হলো আপনি যেই প্রোডাক্ট কিনবেন, তার মূল্য মিনিমাম ১০ হাজার টাকা হতে হবে এবং সেটা আপনার লিমিটের ৯০% এর উপরে হওয়া যাবেনা।
      EMI করার জন্য আবেদন করার সময় আপনার লিমিটের ১০% এভেইলেবল/অব্যবহৃত থাকতে হবে।

  • @user-mc7ty5fr6s
    @user-mc7ty5fr6s 4 ปีที่แล้ว +1

    যেসব প্রতিষ্টান এর সাথে Dutch banglar চুক্তি আছে,তারা যদি ৩ মাসের EMI সুবিধা দেয়,০% interest এ,তাহলে কোন কিছু পারসেজ করার পর কি,আবার Dutch banglay contact করতে হবে EMI সুবিধা পেতে,নাকি যেখান থেকে পারসেজ করছি, সেই সব ব্যবস্থা করে দিবে??

    • @NewsHutBD
      @NewsHutBD  4 ปีที่แล้ว +2

      যেখান থেকে পারচেজ করবেন, তাদের কাছে EMI করার জন্য আবেদন ফর্ম আছে, সেটা পূরণ করে স্বাক্ষর করে দিয়ে আসবেন, তারা সেই পেপার ব্যাংকে পাঠিয়ে দিবে EMI করার জন্য। আপনাকে ব্যাংকে যোগাযোগ করার প্রয়োজন হবেনা। তবে আপনার পারচজ এমাউন্ট টা EMI হতে যদি বেশী সময় লাগে, তখন ব্যাংকের কল সেন্টার 16216 নাম্বারে কল করে অভিযোগ করতে পারেন।

  • @rhrifat3437
    @rhrifat3437 ปีที่แล้ว +1

    ami credit card theke fund transfer kore amr debit card e nile seta EMI kora jabe kina? r kora gele interest ki dite hobe? dile koto per cent? procedure ta bolben please

    • @NewsHutBD
      @NewsHutBD  ปีที่แล้ว

      করতে পারবেন।
      মিনিমাম ২০ হাজার টাকা করতে হবে। এর কম হলে EMI করা যাবে না।
      চার্জ:
      ডেবিট কার্ডে ট্রান্সফার করার সময় ১% চার্জ হবে।
      EMI করলে বাৎসরিক ৯% হারে ইন্টারেস্ট দিতে হবে।
      EMI করতে ১% প্রসেসিং ফি চার্জ হবে।
      ৩ থেকে ৩৬ মাসের জন্য EMI করা যাবে।
      সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।

  • @nadimislam7900
    @nadimislam7900 2 ปีที่แล้ว +1

    ভাই, 0% interest এ কোনো প্রোডাক্ট নিয়ে ইএমআই কনভার্ট করার পর ও কি ৯% ইন্টারেস্ট আর ১% প্রসেস ফি দিতে হবে? ব্যাপারটা আরেকটু বলবেন প্লিজ।

    • @NewsHutBD
      @NewsHutBD  2 ปีที่แล้ว

      জি না। 0% instapay এর ক্ষেত্রে এই ইন্টারেস্ট এবং প্রসেসিং ফি দিতে হবে। না। শুধু মূল টাকা দিলেই হবে।

  • @Tothehorizonp
    @Tothehorizonp ปีที่แล้ว +1

    ধরুন আমি কোনো দোকান থরকে ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রোডাক্ট কিনলাম এখন আমাকে এসে ইএমআই আর জন্য আ্যপলাই করতে হবে??? নাকি মাসে মাসে ওই এ্যামাউন্ট কেটে নেবে

    • @NewsHutBD
      @NewsHutBD  ปีที่แล้ว

      ব্যাংকে আবেদন করে করতে হবে। অটোমেটিক EMI হবে না।

  • @saidulhaqueshujon7819
    @saidulhaqueshujon7819 3 ปีที่แล้ว +1

    ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড এর মাধ্যমে সর্বোচ্চ কতো টাকার EMI সুবিধা টা নেয়া যাবে? আই মিন সেটার লিমিটের ৯০% কত?

    • @NewsHutBD
      @NewsHutBD  3 ปีที่แล้ว

      যদি 0% EMI করেন, (অর্থাৎ যেসকল প্রতিষ্ঠানের সাথে ব্যাংকের চুক্তি আছে, কোন ইন্টারেস্ট দেয়া ছাড়াই EMI করতে পারবেন, সেখানে আপনার কার্ডে যত টাকা এভেইলেবল লিমিট আছে, পুরোটাই ব্যাংবহার করতে পারবেন 0% EMI এর জন্য।
      আর এছাড়া Easy Buy যদি করেন, (চুক্তি নেই এমন প্রতিষ্ঠান থেকে পন্য ক্রয় করে সেটাকে EMI করে নিতে চাইলে ইন্টারেস্ট দিতে হবে, সেক্ষেত্রে আপনার টোটাল লিমিট এর ১০% ফ্রী রেখে বাকিটা দিয়ে আপনি পন্য ক্রয় করে EMI করে নিতে পারবেন।
      আপনার টোটাল ক্রেডিট লিমিট যদি ৫০ হাজার হয়, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ ৪৫ হাজার টাকার পন্য ক্রয় করে EMI করতে পারবেন। আপনার লিমিট যদি ১ লক্ষ টাকা হয়, তাহলে আপনি সর্বোচ্চ ৯০ হাজার টাকার পন্য ক্রয় করে EMI করে নিতে পারবেন।

  • @Mr.seYam5520
    @Mr.seYam5520 2 ปีที่แล้ว +1

    Datch Bangla bank a ami .. credit card 2lack50hajar tk adan podan korechi ...sekhetre ...amar card er bank statement ar dara...Ami ki akn emi sisteme 1lack 50 hajar takar bike lone pete pari ...6theke 36 maser kistite...janaben doya kore please💞

    • @NewsHutBD
      @NewsHutBD  2 ปีที่แล้ว

      আপনার ক্রেডিট কার্ডে যদি 1 লাখ 50 হাজার টাকার ক্রেডিট লিমিট এভেইলেবল থাকে, তাহলে সেটা আপনি যেকোন পারপাসেই লোন নিতে পারবেন। লোনের রিকুয়েস্ট রাখতে 16216 নাম্বারে কল করতে পারেন অথবা ব্যাংকের নিকটস্থ যেকোন শাখায় যোগাযোগ করতে পারেন।

  • @alsadbabu7648
    @alsadbabu7648 3 ปีที่แล้ว +1

    ভাই আমি অথবা ডটকমের একটা কিস্তিতে ফোন কিনতে চাই কিভাবে কিনব আর আমার ডাচ বাংলা একাউন্ট আছে এবং এটিএম কার্ড আছে কিভাবে আমি কিনতে পারব বলেন

    • @NewsHutBD
      @NewsHutBD  3 ปีที่แล้ว

      একাউন্ট এর ডেবিট কার্ড দিয়ে কিস্তিতে কোন পণ্য ক্রয় করা যায় না। ক্রেডিট কার্ড দিয়ে পণ্য কিস্তিতে ক্রয় করা যায়।

  • @mohammadshihabhridoy2052
    @mohammadshihabhridoy2052 3 ปีที่แล้ว +1

    Bhai ami ekta camera kinbo EMI er maddhome to amr proshno holo EMI neoar age ki amr bank e jogajog krte hbe? Then jekhan theke product kinbo oikhane ki ki document lagbe ektu jodi bolten bhai onk upokar hoto

    • @NewsHutBD
      @NewsHutBD  3 ปีที่แล้ว

      আপনি যদি 0% EMI করতে চান, তাহলে ব্যাংকের সাথে 0% EMI সংক্রান্ত চুক্তি আছে এমন প্রতিষ্ঠান থেকে কিনতে হবে। সেই দোকানে 0% EMI করার ফরম থাকে, সেটা পূরণ করে দিয়ে আসলেই হবে। তারাই ব্যাংক এ সেই ফরম পাঠিয়ে 0% EMI এর ব্যবস্থা করে দিবে।
      আর যদি Easy Buy এর মাধ্যমে ৯ পার্সেন্ট ইন্টারেস্ট ও ১ পার্সেন্ট প্রসেসিং ফি দিয়ে পন্য কিনতে চান, তাহলে আপনি কেনার পর ব্যাংকের শাখা বা কল সেন্টারে কল করে আবেদন করলেই হবে।
      কোন ক্ষেত্রেই আগে থেকে ব্যাংকে জানিয়ে রাখতে হবে না।

    • @mohammadshihabhridoy2052
      @mohammadshihabhridoy2052 3 ปีที่แล้ว

      @@NewsHutBD tnx bhai onk upokrito holam tnx a lot 😊😊❤️❤️

    • @NewsHutBD
      @NewsHutBD  3 ปีที่แล้ว

      @@mohammadshihabhridoy2052 Most welcome 🤗

  • @shahariaafrozsadia4350
    @shahariaafrozsadia4350 3 ปีที่แล้ว +1

    Ami dutch thke emi te phn nsi credit card dkhiye,r ak mnth er kisti o dsi....to akhn ami credit card chara kisti dte cacchi,aita ki possible?

    • @NewsHutBD
      @NewsHutBD  3 ปีที่แล้ว +1

      possible না । আপনি যদি credit card দিয়ে ক্রয় করে থাকেন , তাহলে আপনাকে credit card এর মাধ্যমেই পরিশোধ করতে হবে ।

  • @alashmia9119
    @alashmia9119 3 ปีที่แล้ว +1

    ভাই জিনিস কিনার পর emiকরতে হবে না আগে

    • @NewsHutBD
      @NewsHutBD  3 ปีที่แล้ว

      কিনার পরে।

  • @aralinoor6563
    @aralinoor6563 ปีที่แล้ว +1

    Travelling card এ কি EMI সুবিধা আছে কি?

    • @NewsHutBD
      @NewsHutBD  ปีที่แล้ว

      জি না।

  • @ztpigeonloft4511
    @ztpigeonloft4511 4 ปีที่แล้ว +1

    dbbl credit card deha ki aliexprese sopeing kora jabe?

    • @NewsHutBD
      @NewsHutBD  4 ปีที่แล้ว

      Endorsement করা থাকলে, e-commerce transaction enable করা থাকলে এবং Card এর USD part এ লিমিট সেটা করা থাকলে করতে পারবেন।

  • @RuhulAmin1
    @RuhulAmin1 3 ปีที่แล้ว +1

    Student account e ki emi subidha pawa jabe??

    • @NewsHutBD
      @NewsHutBD  3 ปีที่แล้ว

      জি না।

  • @ABTunePresents
    @ABTunePresents 4 ปีที่แล้ว +1

    Vai. Ami dutch bangla bank a notun ekta account kore jodi cradit card nei tahole ki notun ovosthay ami emi subida ta pabo

    • @NewsHutBD
      @NewsHutBD  4 ปีที่แล้ว

      একাউন্টের বিপরীতে যেই কার্ড দেয়, সেটা ক্রেডিট কার্ড নয়, ডেবিট কার্ড। ক্রেডিট কার্ড হচ্ছে এক ধরনের লোনের মতো। ব্যাংকের টাকা আপনি ব্যবহার করবেন, পরে বিল পরিশোধ করবেন। বিষয়টা এরকম। ক্রেডিট কার্ড নিতে পারে যাদের সেলারী ব্যাংক একাউন্টে আসে, সেলারী মিনিমাম ২০ থেকে ২৫ হাজার হলে নেয়া যায়। এবং ব্যাবসায়ীদের ক্ষেত্রে যাদের ট্রেড লাইসেন্স আছে এবং ব্যাবসা প্রতিষ্ঠান থেকে প্রতিমাসে অন্তত ৫০ হাজার টাকা প্রফিট/লাভ হয়।
      পাশাপাশি যেকেউ চাইলে এফডিআর(ফিক্সড ডিপজিট) করে ও ক্রেডিট কার্ড নিতে পারে।

    • @ABTunePresents
      @ABTunePresents 4 ปีที่แล้ว +1

      @@NewsHutBD accha... emi a jodi kinu kichu nite chai tahole ki amar card a tk thakte hobe

    • @NewsHutBD
      @NewsHutBD  4 ปีที่แล้ว +1

      @@ABTunePresents কার্ডে টাকা থাকতে হবেনা। কার্ডের মাধ্যমে কতটাকার কেনাকাটা/পেমেন্ট করতে পারবেন ব্যাংক সেটার লিমিট দিয়ে দিবে। আপনি কোন পন্য কিনলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ব্যাংক আপনার পক্ষ থেকে সেই প্রতিষ্ঠান কে টাকা দিয়ে দিবে। পরবর্তীতে আপনি ব্যাংক কে টাকা পরিশোধ করে দিবেন।

    • @ABTunePresents
      @ABTunePresents 4 ปีที่แล้ว

      @@NewsHutBD tahole ami notun ekta card nile ami first time peye jabo emi system ta.kunu problem hobena

  • @md.sahidhossain7564
    @md.sahidhossain7564 2 ปีที่แล้ว +1

    ভাই emi সুবিধা নিতে কি করতে হবে?

    • @NewsHutBD
      @NewsHutBD  2 ปีที่แล้ว

      0% EMI করতে চাইলে পন্য ক্রয় করার আগে দোকান/ প্রতিষ্ঠানে জিজ্ঞেস করবেন তাদের কাছে 0% EMI আছে কিনা, থাকলে ক্রয় করার পর তারা EMI ফরম পূরণ করে ব্যাংকে পাঠিয়ে দিবে।
      আর তাদের কাছে এই অপশন না থাকলে পন্য ক্রয়ের পর ১৬২১৬ নাম্বারে কল করে EMI করে নিবেন।
      ৯% ফ্লাট ইয়ার্লি ইন্টারেস্ট হবে, 1% প্রসেসিং ফি দিতে হবে।

  • @hasibsheikh6243
    @hasibsheikh6243 4 ปีที่แล้ว +1

    প্রডাক্ট কিনার আগে কি এপ্লাই করতে হবে?

    • @NewsHutBD
      @NewsHutBD  4 ปีที่แล้ว

      জি না। প্রডাক্ট কিনার পর এপ্লাই করতে হবে।

    • @hasibsheikh6243
      @hasibsheikh6243 4 ปีที่แล้ว +1

      তাহলে প্রডাক্ট কিনার সময় কি শোরুমে নগর টাকা দিতে হবে??শোরুমের লোক বলতেছে আমার কার্ডে নাকি আগে টাকা থাকতে হবে

    • @NewsHutBD
      @NewsHutBD  4 ปีที่แล้ว

      @@hasibsheikh6243 এটা কিন্তু ক্রেডিট কার্ডের ফিচার। ক্রেডিট কার্ডে লিমিট এভেইলেবল থাকলে সেটা দিয়ে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন। পরে সেই টাকা কে মাসিক কিস্তিতে কনভার্ট করে বিল দিতে পারবেন ব্যাংকে যোগাযোগ করে।
      আর আপনার কার্ড যদি ডেবিট কার্ড হয়, তাহলে কার্ডে টাকা থাকতে হবে। সেটা কিয়ে কেনাকাটা করতে পারেন। ডেবিট কার্ড দিয়ে কিনলে কিস্তি সুবিধা বা Easy Buy সুবিধা পাওয়া যায়না।
      সুতরাং আপনার কার্ড টা কি ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড এটা নিশ্চিত হওয়া দরকার।
      ক্রেডিট কার্ড হলে দোকানদারের সাথে এতো কিছু বলার প্রয়োজন নাই। আপনি যাস্ট আপনার কার্ড থেকে বিল টা পরিশোধ করে ব্যাংকের ব্রাঞ্চে বা কল সেন্টারে কল করে Easy Buy করার কথা জানাবেন। তখন ব্যাংক সেটাকে EMI বা কিস্তি করে দিবে।

  • @ridonkhan7562
    @ridonkhan7562 2 ปีที่แล้ว +1

    Amr account a taka nai... Amr card diea ki emi newa jabe?

    • @NewsHutBD
      @NewsHutBD  2 ปีที่แล้ว

      Account এর কার্ড (ডেবিট কার্ড) দিয়ে EMI করা যায় না। Credit card দিয়ে করা যায়।

    • @ridonkhan7562
      @ridonkhan7562 2 ปีที่แล้ว +1

      @@NewsHutBD account khular por e card ta dei oita eto credit card oita dia hobe na,? Amr main account a ki taka thaka lagbe ba transition thaka lagbe?plz aktu janabn

    • @ridonkhan7562
      @ridonkhan7562 2 ปีที่แล้ว +1

      @@NewsHutBD account khular por e card ta dei oita eto credit card oita dia hobe na,? Amr main account a ki taka thaka lagbe ba transition thaka lagbe?plz aktu janabn.ami dutch Bangla te account khular por akta credit card dice oita hobe na?

    • @NewsHutBD
      @NewsHutBD  2 ปีที่แล้ว +1

      @@ridonkhan7562 একাউন্ট এর কার্ড হলো ডেবিট কার্ড। Credit card হলো একধরনের লোনের মতো। সেটা আলাদা কার্ড।

    • @NewsHutBD
      @NewsHutBD  2 ปีที่แล้ว +1

      @@ridonkhan7562 account খোলার পর credit card দেয় না, debit card দেয়।

  • @hasibsheikh6243
    @hasibsheikh6243 4 ปีที่แล้ว +1

    প্লিজ স্যার আপনার যোগাযোগের নাম্বরটা দেন🙏এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই

    • @NewsHutBD
      @NewsHutBD  4 ปีที่แล้ว

      আপনি ব্যাক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে আমাদের পেইজে নক করতে পারেন। লিংক: facebook.com/BankingServicesAndOffer/

  • @thik-tok-1717
    @thik-tok-1717 3 ปีที่แล้ว

    ১ লাখে ৯ হাজার না ভুল বলছেন

    • @NewsHutBD
      @NewsHutBD  3 ปีที่แล้ว

      তাহলে কত?

    • @ahmedrajib6732
      @ahmedrajib6732 ปีที่แล้ว

      4942 tk asbe 1 year ar interest.