(E. 44) আকলিমার সহকারী জজ হওয়ার গল্প | Aklima’s story of becoming an Assistant Judge | Aklima Akter
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- ২০২৩ সালের ২৪ জানুয়ারি প্রকাশিত হয় ১৫তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল, যে ফলাফলে সহকারী জজ হিসাবে মনোনীত হয় ১০৩ জন। এই ১০৩ জনের মধ্যে মাত্র ৭ জন মনোনীত হয়েছে দেশের ৭টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আর বাদবাকি ৯৬ জনই মনোনীত হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত ৭ জনের মধ্যে আকলিমা আক্তার একজন, যে ছিল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। চূড়ান্তভাবে মনোনীত ১০৩ জনের মধ্যে আকলিমা আক্তারের মেধাক্রম হচ্ছে ২৮তম।
নিঃসন্দেহে সংখ্যার বিচারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগগুলো বিজেএস পরীক্ষায় কর্তৃত্ব করে থাকে, সে তুলনায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগগুলো অনেকটাই পিছিয়ে। কিন্তু বেশ কয়েক বছর ধরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগগুলো বিজেএস পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করছে বেশ ভালোভাবেই। আর তারই প্রতিফলন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আকলিমা
আক্তারের সহকারী জজ হিসাবে চূড়ান্তভাবে মনোনীত হওয়া। আকলিমা আক্তারের সহকারী জজ হওয়ার বিষয়টি কেবল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রতিনিধিত্বেরই প্রতীক নয় বরং লক্ষ্যের প্রতি অটুট থাকা, লেগে থাকার মানসিক দৃঢ়তা এবং সেই পথ ধরে শেষপর্যন্ত সাফল্যের দেখা পাওয়াদের অন্যতম প্রতিনিধিও এই আকলিমা আক্তার।
ঠিক এই জন্যই আমরা আকলিমা আক্তারের এই দৃষ্টান্তকে তুলে এনেছি লটিউববিডি’র এই বিশেষ সাক্ষাৎকারে। আমাদের বিশ্বাস প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য, পাশাপাশি লক্ষ্যের মাঝপথে খেই হারিয়ে ফেলা শিক্ষার্থীদের জন্য আকলিমা আক্তারের সহকারী জজ হওয়ার গল্পটি হবে একটি অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত।
আইন সম্পর্কে নানা রকম আপডেট পেতে ল'টিউব বিডির চ্যানেলটি সাব্সক্রাইব করুন 👇👇
www.youtube.co...
আমাদের ফেসবুক পেইজঃ / lawtubebd
#AklimasJourney #BecomingAnAssistantJudge #WomenInLaw #InspiringStory #StateUniversityofBangladesh #LawTubeBD