Sabuj Pahar Dake ( সবুজ পাহাড় ডাকে ) - by Nilimala Mishra.
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Bengali song of Nirmala Mishra / Lyrics by Pulok Benarjee / Melody and Music by Bhupen Hazarika / Lyrics of the song :
সবুজ পাহাড় ডাকে,
আয় রে ছুটে আয়
এই শ্যামলা পথের বাঁকে
আয় রে ছুটে আয়
বাঁশি নিয়ে আয় রে,
হাসি নিয়ে আয়
আজ কেউ কি ঘরে থাকে,
আয় রে ছুটে আয়
শ্যামলা পথের বাঁকে
আয় রে ছুটে আয়
বন্ধ দুয়ার খুলে শোন রে ওরে সব
অন্ধকারের বুকে আলোর কলরব
অন্ধকারের বুকে আলোর কলরব
মনপাখিরে আপন করে
কেউ কি ধরে রাখে
আজ কেউ কি ঘরে থাকে,
আয় রে ছুটে আয়।
অনেক দিনের দুঃস্বপ্নের রাত্রি ফুরালো
যৌবনে আজ ডুব দিয়ে প্রাণ জীবন উড়ালো
অনেক দিনের দুঃস্বপ্নের রাত্রি ফুরালো
যৌবনে আজ ডুব দিয়ে প্রাণ জীবন উড়ালো
অন্তবিহীন সুরে ঝর্ণায় উড়ে গান
ছন্দ ঝরা দিনে কিসের অভিমান
ছন্দ ঝরা দিনে কিসের অভিমান
সূর্যসোনা ভাঙা মেখে ওই তো ছবি আঁকে
আজ কেউ কি ঘরে থাকে,
আয় রে ছুটে আয়
শ্যামলা পথের বাঁকে
আয় রে ছুটে আয়
বাঁশি নিয়ে আয় রে,
হাসি নিয়ে আয়
আজ কেউ কি ঘরে থাকে,
আয় রে ছুটে আয় ।
কথা : পুলক বেনাৰ্জী।