মাওলানা লুৎফর রহমানের ওয়াজের পর আল্লামা মোজাম্মেল হকের ওয়াজ শুনতে আমার খুব ভালো লাগে,,, ওনাদের ওয়াজ শুনলে মনে হয় আমি দুনিয়া ও আখেরাতের জ্ঞানলাভ করতে পারলাম,,, মহান আল্লাহপাক মাওলানা লুৎফর রহমান কে জান্নাত দান করুন,,
আলহামদুলিল্লাহ হুজুরের তাফসীর যতোই শুনি ততোই ভাল লাগে অনেক কিছু জানতে পারি। আল্লাহ হুজুরের সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন আর আমি সহ সকল মুসলিম ভাইদের হেদায়েতের পথে রাখেন আমিন। হুজুর জ্ঞানী ছাড়া আপনার আলোচনা বুঝতে পারবে না কারন মানুষের মনে এই সব হাদিস গেতে আছে। আল্লাহ নবী রাসুল গনকে মোখলাসিন বলেছেরন। আর আমরা যদি কোন নবীকে অপরাধী বলি তাহলে একজন নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়া হয় না। আল্লাহ আদম আঃ কে তো জান্নাতে ক্ষমা করে দিয়াছেন। আল্লাহ আমি সহ সকল মুসলিম ভাইদের হেদায়েতের পথে রাখেন আমিন।
আদম (আঃ) কে সৃষ্টি করার আগেই আল্লাহ তায়ালা ফেরেস্তাদের কাছে বলেছেন " নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব"। তাই আল্লাহ তায়ালা পৃথিবীতে মানুষকে যে পাঠাবেন তা মানুষ সৃষ্টির আগেই নির্ধারিত করে রেখেছিলেন। গন্ধম খাওয়ানোটাও আল্লাহর একটা পরিকল্পনা। আল্লাহর পরিকল্পনার সাথে কারো পরিকল্পনা মিলবে না। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
আমাদের মুসলমানদের সব চেয়ে দুর্ভাগ্য হলো, আল্লাহ কোরানে বলেছেন আমি কে আমাকে চিনতে হলে আমার সমস্টিকে চিনো, কিন্তুু আমরা এখনও এ সম্পর্কিয় কোন জ্ঞানগর্ব গভেসনা করতে পারিনি।
আমি সব সময় আপনার বয়ান শুনি, খুব ভালো লাগে। সহজভাবে কুরআনের কথা গুলো বুঝতে পারি,সে অনুযায়ী চলার চেষ্টা করছি। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। আমিন
সবচেয়ে সহজ কাজ কি? অন্যের দোষ ধরা। আর সবচেয়ে কঠিন কাজ হলো নিজের দোষ বুঝতে পারা। আল্লাহ্র প্রথম আদেশ পড়, জ্ঞান অর্জন কর। রাসুল (সাঃ) বলেছেন জ্ঞান অর্জন সকল মুসলমানের জন্য ফরজ। উনি মাদ্রাসার অধ্যক্ষ থেকে রিলিজ হয়ে দীর্ঘ কোরআন নিয়ে গবেষণার পর বই লেখা শুরু করেন। উনার ভুল ধরতে হলে আমাকে উনার থেকে আরও বেশি লেখা-পড়া করতে হবে।
@zটি MDNR আল্লাহ তো নবী রাসুলদের নাম ডাকে পার্থক্য করে নাই। সকলকে সম্মানিত করেছেন সালামুন আলা ঈসা, মুসা, হারূন, ইলিয়াসীন , মুরসালিন/ সালামুন আলা মুহাম্মদ।৩৭:৭৯,১০৯,১২০,১৩০,১৮১!!! তাহলে আমরা কেন আঃ ও সাঃ দ্বারা পার্থক্য তৈরি করেছি? আল্লাহ তো আমাদের অঙ্গীকার করতে বলছেন, তোমরা নবী রাসুলদের মধ্যে কোন একজনের ব্যাপারে পার্থক্য কর না।২:১৩৬!!! তাহলে আমরা কেন, আল্লাহর আয়াতের সাথে সাংঘর্ষিক কথা বলছি?
তাই কুরআন নিজের ভাষায় পড়া উচিৎ। আলোচনা বেশ সুন্দর।নবী (সঃ) কুরআন অনুযায়ী জীবন যাপন করেছেন। আমাদের ও কুরআন অনুযায়ী চলা উচিৎ।কুরআন অনুযায়ী চলতে হাদীস প্রয়োজন।
রাসুল্কে অনুসরণ করা মানে কোরআনকে অনুসরণ করা।কুরআনকে অনুসরণ করব মানে আল্লাহকে বিশ্বাস এবং তার দেখানো পথে চলা।একটা আরেকটার সাথে কানেক্টেড।কোরআন অথরাইজ্ড,নির্ভুল।তাই আমাদের কোরআনকে বিধান হিসাবে মানতে হবে।হাদিস হচ্ছে ইতিহাস।হাদিস,নবিজির জীবনী এগুলাও পড়তে হবে ইতিহাস জানার জন্য।তাছাড়া কোরআনের কিছু ঐতিহাসিক আয়াত সহজ করে বোঝার জন্য।কিন্তু হাদিস্কে বিধান মানা যাবেনা!বিধানধাতা আল্লাহ।আর আমাদের সংবিধান বা বিধান হলো আল-কোরআন।হাদিস অবশ্যই পড়তে হবে ইতিহাস জানার জন্য কিন্তু হাদিসে কেন বিধান থাকবে!হাদিস অনুযায়ী যারা রায় দিবে,কিংবা ফতোয়া দিবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এইজন্য রাসুল হাদিস্কে পোড়ায় ফেলতে বলছেন।এবং সাহাবারা এবং খলিফারা সেগুলা পোড়ায় ফেলছেন।রাসুলের মৃত্যুর ৮০ বছর পর্যন্ত হাদিস সংগ্রহ বা বই আকারে প্রকাশ করা নিষিদ্ধ ছিল।উমাইয়া খেলাফতে এইসব হাদিস দিয়ে মুয়াবিয়া আর তার সাঙ্গপাঙ্গ ইসলামকে বিকৃত করার জন্য এইসব বানানো, ভুয়া হাদিস দিয়ে খেলা শুরু করে।তারা সেই সময় ধার্মিকতা দেখানোর জন্য এগুলা করত।এরপর থেকে মুসলিম্রা শিয়া সুন্নি বিভক্তি থেকে শুরু করে দলে দলে ভাগ হতে থাকবে।মানে এখন আমরা যেই সুন্নি কিংবা অন্যান্য লেবাস নিয়ে ইসলাম পালন করছি এগুলা সব মুয়াবিয়াদের বানানো!আমরা এদের ধর্ম পালন করছি।আমরা সব ধর্মের আগাছা।ইসলাম যেখানে এক আল্লাহ বিশ্বাস আর সৎকর্মে প্রতিশ্রুতি দেয় সেখানে আমরা লাগিয়েছি দাঁড়ি,টুপি,টাকনু গিরার উপরে প্যান্ট না পড়লে মুসলমান না এবং সে জাহান্নামি! কত শত শত নকল হাদিস এরা বানায়া মুসলিমদের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে।আজ মুসলিমদের অবস্থা দেখলে!
@@Ardaviraj99 কুরআন বুঝতে কিন্তু নোটের প্রয়োজন নেই। কুরআনেই বাস্তব জীবনে চলার জন্য ততটুকু প্রয়োজন তা বিস্তারিত বিবরণ দেয়া আছে। আমরা কুরআন না পড়ে, না বুঝে আবল তাবল শুনে চলেছি। হাদিস বানিয়ে মানুষকে কুরআন পড়া ও বুঝা থেকে দূরে রাখার ষড়যন্ত্র করেছে এবং করছে। প্রতিদিন যে সালাম বিনিময় করেন, আসসালামুয়ালাইকুম এবং আলাইকুম সালাম এটা কোথা থেকে আসল? আল্লাহ বলতে বললেন কি আর আমরা বলছি কি?
শুধু হুজুরের কথা শুনলে হবে না। আল্লাহ চোখ, কান ও মাথা/বিবেক বুদ্ধি দিয়েছেন সব গুলোই কাজে লাগাতে হবে। আপনি কান ও মাথা কাজে লাগালেন কিন্তু চোখ কাজে লাগাতে হবে তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে যাবে।
আলহামদুলিল্লাহ, আমরাও এতদিন ভুলের মধ্যে ছিলাম অজ্ঞ এলেমের অধিকারীআলেমের জন্য কারনে মানুষ অনেক ভুল শিক্ষা পাচ্ছে না জেনে যেসব আলেম ওয়াজ করেন তাদের অবস্থা কি হবে বুঝিনা আল্লাহ সকলকে হেদায়েত দান করুন আমিন । হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ হৃদয় থেকে আপনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করছি আমিন
বাবারে আল্লাহ চাইলে সব পারেন। জেদ্দা আর শ্রীলঙ্কা কেন যে কোন জায়গায় তিনি রাখতে পারেন মিলাতে পারেন যদি তিনি চান। আল্লাহ সব পারেন এই জন্যি ত তিনি আল্লাহ আর এটাই উনার কারামত হাজার মাইল দূরের দুজনকে মিলিয়ে দিয়েছেন
আল্লাহ্ তায়ালা আছেন আসমানে মহান আরশের উরধে সমুন্নত, সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে কোথাও কিছু নেই আল্লাহ্র মতো। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥ অ- অস্বীকার করি সকল তাগুত, আ - আল্লাহ একমাত্র সত্য মাবুদ ই- ইবাদত একমাত্র আল্লাহরই জন্য ঈ- ঈমান বিশুদ্ধ করে হবো ধন্য উ - উপকারী জ্ঞান চর্চা করে সত্যিকারের জ্ঞানী উ - ঊর্ধ্বলোকে আল্লাহ তায়ালা আছেন-তা জানি। ঋ - ঋজুতা রাখব আকীদায়-ঈমানে, ঋষিত্বের স্থান নেই ইসলামে। এ - এবাদত করি শুধু এক আল্লাহর, ঐ - ঐক্য গড়ে তুলি এসো মুসলিম উম্মাহর । ও - ওজন হবে পাপ-পুণ্যের শেষ বিচারের দিন, ঔ - ঔদ্ধত্য ধুলায় মেশাবেন আল্লাহ রব্বুল আলামীন। কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা...//////////////////////
শুধু কুরআন মানলে আপনার তাফসীর করার দরকার কী? আমরা শুধু কুরআন মানব৷ আপনি যেভাবে তাফসির করতেছেন, ইমামগনও সেভাবে রাসুলুল্লাহ সাঃ এর জীবন থেকে রেফারেন্স দিয়েছেন, কিতাবে লিপিবদ্ধ করেছেন যেগুলো আমরা হাদিস হিসেবে চিনি৷
আদম আলাই সালাম কে যখন সৃষ্টি করা হলো তখন তাকে কত বছরের মানুষ হিসেবে সৃষ্টি করা হয়েছিল? আদমকে তো আর বাচ্চা শিশু তৈরি করা হয়নি, তাহলে সৃষ্টির সময় আদম আলাই সালাম এর বয়স কত বছরের মানুষের মত ছিল ? আর মা হাওয়াকে যখন সৃষ্টি করা হলো, তখন তাকে কত বছরের নারী হিসেবে সৃষ্টি করা হয়েছিল?
মহান আললাহ আমাকে একটু গেয়ান দান করছেন। কাঠ মোল্লা দের মত। ঐ হাদিস আমি বিশ্বাস করি নি। আললাহ পথম দুনিয়ায় মানুষ পাঠাবেন। দুই জন। পুরুষ শিরিলনকায়। মহিলা। সোউদি। এটা আললাহ কে।
সালামুন আলাইকুম। হাদিস তো লক্ষ লক্ষ এর মাঝে কোনটা সত্যি তা কি করে বুঝতে পারবো -?? কুরআন নিয়ে থাকতে চাই। আপনার কথা গুলো শুনতে ভালো লাগে কারণ আপনি কুরআনের আয়াত দিয়ে কথা বলেন। যখন হাদিস এর কথা বলেন তখন হতাশ হয়ে যাই।
ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, আপনার সুন্দর আলোচনা, কিন্ত ওহীকে দুই ভাগে ভাগ করা হয়েছে , কোন সুরার কত নম্বর আয়াতে? ওহী এক প্রকার, কুরআন থেকে অনেক আয়াতে প্রমাণ পাওয়া যায়।
মাওলানা লুৎফর রহমানের ওয়াজের পর
আল্লামা মোজাম্মেল হকের ওয়াজ শুনতে আমার খুব ভালো লাগে,,,
ওনাদের ওয়াজ শুনলে মনে হয় আমি দুনিয়া ও আখেরাতের জ্ঞানলাভ করতে পারলাম,,,
মহান আল্লাহপাক মাওলানা লুৎফর রহমান কে জান্নাত দান করুন,,
ড আব্দুল্লাহ জাহাঙ্গীর সবচেয়ে ভালো আলেম ছিলেন
চমৎকার আলোচনা, শুনে খুব ভালো লাগছে
জ্ঞানগর্ভ আলোচনা ছিল। আলহামদুলিল্লাহ
আপনার প্রতি অনেক অভিনন্দন রইল ইসলামের সঠিক জ্ঞান দান করার জন্য কোরআন থেকে
মাশাআল্লাহ!
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো
উনাকে এতদিন দেখিনি কেন? আলহামদুলিল্লাহ আর একজন জ্ঞানী আলেমের কথা শোনার সৌভাগ্য হলো।
Same
একজন প্রকৃত জ্ঞানী আলেম
ওরে বাটপার,,, ওরে মোসাদের এজেন্ট,,, ওরে ইহুদিদের নাসারাদের ডলার খাওয়া গোলাম????
Tini etto din borishal silen....!!!
Faltu kotha bolben na.
4 টা কিতাব
3 টা ধর্ম
এটাই ইসলাম
একটি কিতাব গেল কোথায়
আলহামদুলিল্লাহ হুজুরের তাফসীর যতোই শুনি ততোই ভাল লাগে অনেক কিছু জানতে পারি। আল্লাহ হুজুরের সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন আর আমি সহ সকল মুসলিম ভাইদের হেদায়েতের পথে রাখেন আমিন। হুজুর জ্ঞানী ছাড়া আপনার আলোচনা বুঝতে পারবে না কারন মানুষের মনে এই সব হাদিস গেতে আছে। আল্লাহ নবী রাসুল গনকে মোখলাসিন বলেছেরন। আর আমরা যদি কোন নবীকে অপরাধী বলি তাহলে একজন নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়া হয় না। আল্লাহ আদম আঃ কে তো জান্নাতে ক্ষমা করে দিয়াছেন। আল্লাহ আমি সহ সকল মুসলিম ভাইদের হেদায়েতের পথে রাখেন আমিন।
Alhamdulillah , khub valo laglo
আল্লাহ আপনাকে দির্ঘ্য হায়াত দান করুন ।। আমিন।।
Ahle Quran kafer
আপনাকে ধন্যবাদ,
সত্যি কথা বলার জন্য।
মনের মাধুরী মিশিয়ে ব্যাখ্যা করছে।
th-cam.com/video/NspanB1bfhA/w-d-xo.html
এই রকম নির্ভেজাল জ্ঞানী আলেম বর্তমানে খুব প্রয়োজন।
সঠিক কথা বলার জন্য মুহতারাম কে অনেক অনেক ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ। অপূর্ব আলোচনা করেছেন মাওলানা মোজাম্মেল সাহেবকে
অনেক ধন্যবাদ জানাই।
আপনার মতো আলেমের আরো আগে থেকে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনায় আসা উচিৎ ছিল। অত্যন্ত সুন্দর ও গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। শোকরিয়া।
চমৎকার আলোচনা। হে আল্লাহ আপনি আমাদের সকলকে সঠিক এবং শুদ্ধ, সরল পথে চলার তৌফিক দান করুন আমীন।
আল্লাহ আপনি আমাদের সঠিক পথে পরিচালিত করুন আমীন।
ডানদিক, বাম দিক, সামনে পিছনের বিষয়ে যে ব্যাখ্যা করেছেন তা কোন তাফসির থেকে নিয়েছেন জানাবেন। আমি ৩ টা তাফলির দেখলাম পাইনি।
অনেক অজানা আল্লাহর কথা জানা হলো, আমিন
চমৎকার বয়ান। অনেক তথ্য সমৃদ্ধ বয়ান। আল্লাহ শাইখকে আরো বয়ানের সুযোগ দিন।
বেশ ভালো লাগছে।
আদম (আঃ) কে সৃষ্টি করার আগেই আল্লাহ তায়ালা ফেরেস্তাদের কাছে বলেছেন " নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব"। তাই আল্লাহ তায়ালা পৃথিবীতে মানুষকে যে পাঠাবেন তা মানুষ সৃষ্টির আগেই নির্ধারিত করে রেখেছিলেন।
গন্ধম খাওয়ানোটাও আল্লাহর একটা পরিকল্পনা। আল্লাহর পরিকল্পনার সাথে কারো পরিকল্পনা মিলবে না। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
পবিত্র কুরআন থেকে সঠিক জ্ঞানের কথা বলার জন্য ধন্যবাদ।
বড় বড় আলেমগন কিছু না বুঝেয় একটা ফতোয়া দিয়ে বসেন।কোরআন পড়লে অনেক কিছু সহজেই জানা যায়।সত্য আরেক হুজুর বললে সেটা ভাল্লাগেনা। কথা হলো এটা।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ
🧕🧕
Lpq
আমাদের মুসলমানদের সব চেয়ে দুর্ভাগ্য হলো, আল্লাহ কোরানে বলেছেন আমি কে আমাকে চিনতে হলে আমার সমস্টিকে চিনো, কিন্তুু আমরা এখনও এ সম্পর্কিয় কোন জ্ঞানগর্ব গভেসনা করতে পারিনি।
আল্লাহ পাক হুজুর কে নেক হায়াত দান করুন।
It was just
আমি সব সময় আপনার বয়ান শুনি, খুব ভালো লাগে। সহজভাবে কুরআনের কথা গুলো বুঝতে পারি,সে অনুযায়ী চলার চেষ্টা করছি। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। আমিন
মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,
পবিত্র কোরআন মজিদ এর তাফসির শোনার তৌফিক দান করেছেন,,,
হে আল্লাহ মওলানা মুজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়বা দান করুন,,,, এবং মানব জাতিকে হেদায়েত দান করুন আমিন,,,,,
এই দুনিয়ার সমস্ত মানব জাাতিকে
এই ভিডিও র শেষের অংস শোনার
অনুরোধ রোইলো
আল্লাহ তাআলা আমাদের কে কোরআন শরীফ দিয়েছেন।
দুনিয়ায় মানুষ পাঠাতে ইচ্ছা ছিল আল্লাহ পাঠায়ছে,,,,,,,এটা তার সৃষ্টির খেলা,,,,,,
সবচেয়ে সহজ কাজ কি? অন্যের দোষ ধরা। আর সবচেয়ে কঠিন কাজ হলো নিজের দোষ বুঝতে পারা। আল্লাহ্র প্রথম আদেশ পড়, জ্ঞান অর্জন কর। রাসুল (সাঃ) বলেছেন জ্ঞান অর্জন সকল মুসলমানের জন্য ফরজ। উনি মাদ্রাসার অধ্যক্ষ থেকে রিলিজ হয়ে দীর্ঘ কোরআন নিয়ে গবেষণার পর বই লেখা শুরু করেন। উনার ভুল ধরতে হলে আমাকে উনার থেকে আরও বেশি লেখা-পড়া করতে হবে।
@@jahangirsiddique9522 9
@zটি MDNR আঃ আর সাঃ এর মধ্যে পার্থক্য কি?
@zটি MDNR আল্লাহ তো নবী রাসুলদের নাম ডাকে পার্থক্য করে নাই। সকলকে সম্মানিত করেছেন সালামুন আলা ঈসা, মুসা, হারূন, ইলিয়াসীন , মুরসালিন/ সালামুন আলা মুহাম্মদ।৩৭:৭৯,১০৯,১২০,১৩০,১৮১!!! তাহলে আমরা কেন আঃ ও সাঃ দ্বারা পার্থক্য তৈরি করেছি? আল্লাহ তো আমাদের অঙ্গীকার করতে বলছেন, তোমরা নবী রাসুলদের মধ্যে কোন একজনের ব্যাপারে পার্থক্য কর না।২:১৩৬!!! তাহলে আমরা কেন, আল্লাহর আয়াতের সাথে সাংঘর্ষিক কথা বলছি?
লাহাওলা ওয়ালা ক্যুওয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম,লা ইলাহা ইল্লাল্লাহ
তাই কুরআন নিজের ভাষায় পড়া উচিৎ। আলোচনা বেশ সুন্দর।নবী (সঃ) কুরআন অনুযায়ী জীবন যাপন করেছেন। আমাদের ও কুরআন অনুযায়ী চলা উচিৎ।কুরআন অনুযায়ী চলতে হাদীস প্রয়োজন।
মুল বই পড়তে নোট বই প্রয়োজন?
মুল বই বুঝা বড়ই কঠিন?
Akdom right
th-cam.com/video/NspanB1bfhA/w-d-xo.html
রাসুল্কে অনুসরণ করা মানে কোরআনকে অনুসরণ করা।কুরআনকে অনুসরণ করব মানে আল্লাহকে বিশ্বাস এবং তার দেখানো পথে চলা।একটা আরেকটার সাথে কানেক্টেড।কোরআন অথরাইজ্ড,নির্ভুল।তাই আমাদের কোরআনকে বিধান হিসাবে মানতে হবে।হাদিস হচ্ছে ইতিহাস।হাদিস,নবিজির জীবনী এগুলাও পড়তে হবে ইতিহাস জানার জন্য।তাছাড়া কোরআনের কিছু ঐতিহাসিক আয়াত সহজ করে বোঝার জন্য।কিন্তু হাদিস্কে বিধান মানা যাবেনা!বিধানধাতা আল্লাহ।আর আমাদের সংবিধান বা বিধান হলো আল-কোরআন।হাদিস অবশ্যই পড়তে হবে ইতিহাস জানার জন্য কিন্তু হাদিসে কেন বিধান থাকবে!হাদিস অনুযায়ী যারা রায় দিবে,কিংবা ফতোয়া দিবে তারা ক্ষতিগ্রস্ত হবে।
এইজন্য রাসুল হাদিস্কে পোড়ায় ফেলতে বলছেন।এবং সাহাবারা এবং খলিফারা সেগুলা পোড়ায় ফেলছেন।রাসুলের মৃত্যুর ৮০ বছর পর্যন্ত হাদিস সংগ্রহ বা বই আকারে প্রকাশ করা নিষিদ্ধ ছিল।উমাইয়া খেলাফতে এইসব হাদিস দিয়ে মুয়াবিয়া আর তার সাঙ্গপাঙ্গ ইসলামকে বিকৃত করার জন্য এইসব বানানো, ভুয়া হাদিস দিয়ে খেলা শুরু করে।তারা সেই সময় ধার্মিকতা দেখানোর জন্য এগুলা করত।এরপর থেকে মুসলিম্রা শিয়া সুন্নি বিভক্তি থেকে শুরু করে দলে দলে ভাগ হতে থাকবে।মানে এখন আমরা যেই সুন্নি কিংবা অন্যান্য লেবাস নিয়ে ইসলাম পালন করছি এগুলা সব মুয়াবিয়াদের বানানো!আমরা এদের ধর্ম পালন করছি।আমরা সব ধর্মের আগাছা।ইসলাম যেখানে এক আল্লাহ বিশ্বাস আর সৎকর্মে প্রতিশ্রুতি দেয় সেখানে আমরা লাগিয়েছি দাঁড়ি,টুপি,টাকনু গিরার উপরে প্যান্ট না পড়লে মুসলমান না এবং সে জাহান্নামি!
কত শত শত নকল হাদিস এরা বানায়া মুসলিমদের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে।আজ মুসলিমদের অবস্থা দেখলে!
@@Ardaviraj99 কুরআন বুঝতে কিন্তু নোটের প্রয়োজন নেই। কুরআনেই বাস্তব জীবনে চলার জন্য ততটুকু প্রয়োজন তা বিস্তারিত বিবরণ দেয়া আছে। আমরা কুরআন না পড়ে, না বুঝে আবল তাবল শুনে চলেছি। হাদিস বানিয়ে মানুষকে কুরআন পড়া ও বুঝা থেকে দূরে রাখার ষড়যন্ত্র করেছে এবং করছে। প্রতিদিন যে সালাম বিনিময় করেন, আসসালামুয়ালাইকুম এবং আলাইকুম সালাম এটা কোথা থেকে আসল? আল্লাহ বলতে বললেন কি আর আমরা বলছি কি?
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ,
মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্রহ্মাণ্ড ছয়দিনে নয় বরং ছয়টি ধারাবাহিক সময়ে সৃষ্টি করেছেন। ধন্যবাদ।
6 stages since big bang.
জাযাকাল্লাহ খায়ের
Alhamdullia jajakall khair
আল্ হামদুল্লিলা
mashallah shundor lecture......
শ্রদ্ধেয় হুজুর, আসলামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আপনি কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। হুজুর আপনার ওয়াজ
গুলো বারবার শূনতে মন চায়।
আপনার ওয়াজের মধে্্য হাদিসের সত্য কথা গুলো ফুটে ওঠে। বর্তমানে অনেক মৌলানা রা হাদিসের ভূল ব্যাখ্যা দিয়ে
মানুষকে বিভ্রান্ত করছে। সুতরাং
আমি ঐসব মোল্লাদের ওয়াজ
শূনতে চায়না। দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াৎ দান করেন । আমিন
শুধু হুজুরের কথা শুনলে হবে না। আল্লাহ চোখ, কান ও মাথা/বিবেক বুদ্ধি দিয়েছেন সব গুলোই কাজে লাগাতে হবে। আপনি কান ও মাথা কাজে লাগালেন কিন্তু চোখ কাজে লাগাতে হবে তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে যাবে।
হে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।
ধন্যবাদ, আপনার মুক্ত আলোচনার জন্য।
Thanks a lot for your Right voice
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
Alhamdullilah, you are speaking right
Apnake donnobad
সুন্দর আলোচনা
উনি খ্রিষ্টান মিশনারির প্রোডাক্ট।
আপনার আলোচনা সহজে বুঝতে পারি।
💫Subhanallah Alhamdulillah La ilaha illallahu Allahu Akbar💫 La hawala wa la quwwata illa billah💫
আলহামদুলিল্লাহ্
Wa Alaykumussalam
Wa Rahmatullahi
আলহামদুলিল্লাহ, আমরাও এতদিন ভুলের মধ্যে ছিলাম অজ্ঞ এলেমের অধিকারীআলেমের জন্য কারনে মানুষ অনেক ভুল শিক্ষা পাচ্ছে না জেনে যেসব আলেম ওয়াজ করেন তাদের অবস্থা কি হবে বুঝিনা আল্লাহ সকলকে হেদায়েত দান করুন আমিন । হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ হৃদয় থেকে আপনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করছি আমিন
খুব ভাল লাগল আমি পর্তুগাল এর লিসবন থেকে ধন্যবাদ জানাই।
Right
সুবহানাল্লাহ 💯✍️
মাশাআল্লাহ ❤️
Amin. Alhamdulilah. Mashallla. Sobhanalla
Ahle Quran kafer
Alhamdulillah
Assalamu walekum hujur Allahamdullih... অসাধারণ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনলে মন প্রাণ জুড়িয়ে যায়...
অনেক সুন্দর অনেক কিছু জানলাম।। আলহামদুলিল্লাহ্
এগুলি গল্প।
সত্য কথা জানতে হলে বিবর্তনের বিবরণ অধ্যয়ন কর।
বাবারে আল্লাহ চাইলে সব পারেন। জেদ্দা আর শ্রীলঙ্কা কেন যে কোন জায়গায় তিনি রাখতে পারেন মিলাতে পারেন যদি তিনি চান। আল্লাহ সব পারেন এই জন্যি ত তিনি আল্লাহ আর এটাই উনার কারামত হাজার মাইল দূরের দুজনকে মিলিয়ে দিয়েছেন
Massallah
[৭:১৪] আল আরাফ
قالَ أَنظِرني إِلى يَومِ يُبعَثونَ
বায়ান ফাউন্ডেশন:
সে বলল, ‘সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন, যেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে’
সুবহানআল্লাহ
ঠিক
সুন্দ বওয়াজ শুনলাম
I accept your discussion.
I suggest him one of the wisest man who only discuss from Quran.Always I give priority of his discussion.May Allah long live him.
একমাত্র কুরআন ছাড়া কেউ হাদিস নিয়ে বাড়াবাড়ি করলে সে মুসলিম নন।
Thanks for your Tapsir.
Most welcome
আল্লাহ্ তায়ালা আছেন আসমানে
মহান আরশের উরধে সমুন্নত,
সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে
কোথাও কিছু নেই আল্লাহ্র মতো।
আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥
অ- অস্বীকার করি সকল তাগুত,
আ - আল্লাহ একমাত্র সত্য মাবুদ
ই- ইবাদত একমাত্র আল্লাহরই জন্য
ঈ- ঈমান বিশুদ্ধ করে হবো ধন্য
উ - উপকারী জ্ঞান চর্চা করে সত্যিকারের জ্ঞানী
উ - ঊর্ধ্বলোকে আল্লাহ তায়ালা আছেন-তা জানি।
ঋ - ঋজুতা রাখব আকীদায়-ঈমানে,
ঋষিত্বের স্থান নেই ইসলামে।
এ - এবাদত করি শুধু এক আল্লাহর,
ঐ - ঐক্য গড়ে তুলি এসো মুসলিম উম্মাহর ।
ও - ওজন হবে পাপ-পুণ্যের শেষ বিচারের দিন,
ঔ - ঔদ্ধত্য ধুলায় মেশাবেন আল্লাহ রব্বুল আলামীন।
কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা...//////////////////////
মাসাল্লাহ
শুধু কুরআন মানলে আপনার তাফসীর করার দরকার কী?
আমরা শুধু কুরআন মানব৷
আপনি যেভাবে তাফসির করতেছেন,
ইমামগনও সেভাবে রাসুলুল্লাহ সাঃ এর জীবন থেকে রেফারেন্স দিয়েছেন, কিতাবে লিপিবদ্ধ করেছেন যেগুলো আমরা হাদিস হিসেবে চিনি৷
Masha Allah
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ 💖💖💖
Able Quran kafer
ধন্যবাদ এই সত্য কথাটি বলার জন্য। আমি যখন প্রথম এ কথাটি শুনি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে।
সত্য বড়ই কঠিন ।কঠিনেরে ভালোবাসিলাম।
আপনাকে ধন্যবাদ যে আপনি অবান্তর কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন।
ma sha allah exellent
আদম আলাই সালাম কে যখন সৃষ্টি করা হলো তখন তাকে কত বছরের মানুষ হিসেবে সৃষ্টি করা হয়েছিল? আদমকে তো আর বাচ্চা শিশু তৈরি করা হয়নি, তাহলে সৃষ্টির সময় আদম আলাই সালাম এর বয়স কত বছরের মানুষের মত ছিল ? আর মা হাওয়াকে যখন সৃষ্টি করা হলো, তখন তাকে কত বছরের নারী হিসেবে সৃষ্টি করা হয়েছিল?
Salute yoy
❤❤❤
কোরআন শরিফ অর্থ সহ পড়লে বুঝা যায় এবং শিক্ষা নেয়া যায়
Brave hujur.
মহান আললাহ আমাকে একটু গেয়ান দান করছেন। কাঠ মোল্লা দের মত। ঐ হাদিস আমি বিশ্বাস করি নি। আললাহ পথম দুনিয়ায় মানুষ
পাঠাবেন। দুই জন। পুরুষ শিরিলনকায়।
মহিলা। সোউদি। এটা আললাহ কে।
সালামুন আলাইকুম।
হাদিস তো লক্ষ লক্ষ এর মাঝে কোনটা সত্যি তা কি করে বুঝতে পারবো -??
কুরআন নিয়ে থাকতে চাই।
আপনার কথা গুলো শুনতে ভালো লাগে কারণ আপনি কুরআনের আয়াত দিয়ে কথা বলেন।
যখন হাদিস এর কথা বলেন তখন হতাশ হয়ে যাই।
ভাই,ইসলামের দলীল ৪ টা । কুরআন,হাদীস,ইজমা ও কিয়াস।কুরআনে আছে নামাজ পড়।কিভাবে,কত রাকাত,কোনসময়ে কিছুই বলা নেই।কুরআন বুঝতে গেলেও হাদীসের দরকার।জাযাকাল্লাহ
ঠিক বলেছেন ভাই। আর হুজুর, কুরআনের সাথে সাংঘরসিক হাদিসগুলোর ব্যাপারে প্রশ্ন তুলেছেন। তিনি হাদিস মানেন, তিনি বলেন, হাদিস (বিশুদ্ধ) মানা ফরজ।
taholay Sahaba RADIALLAHU ajmaeen gon Prophet Muhammad Sallallahu alaihe wa sallamer pisonay keno ghur ghur korto ?
onara Quran nia poray thakle e to parto. Sura ekta najil hoto shayta nia poray thakto, tarpor arek ta najil holay shay ta nia poray thakto.
mobile phone to lokkho lokkho, er majay konay valo ki vavay bujben ? 😂
আদম(আঃ) কে পৃথিবীর কোন স্থানে নামিয়ে দিয়েছিলেন,দয়া করে বললে জানতে পারতাম।
কোন দেশে নামিয়েছে এটা জেনে আপনার বা কার কি লাভ আছে বলেনতো?
এইসব প্রশ্নের জন্যেই নতুন নতুন ফতোয়া বানানো হয়। তার দায় কিছুটা অই লোকেরও।
Is power of allah And saitan equal
প্রিয় হুজুর 💞।হুজুরের আলোচনা দেখেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলাম।
useful very right and needed tafsir,thanks
Mashallah
Ami akmot 1oo, %right
AMIN
السلام عليكم و رحمة الله و بركاته
*جزاك الله خيرا وجزا في الدنيا و الاخره*
الحمد لله
،ماشاءااله،
Alhamdulillah allah nak hyet dan koron
জামায়াতের নেতা ছাড়া এমন জ্ঞান -গর্ভ আলোচনা অন্য কোনও নেতার পক্ষে সম্ভব নয়।
আলহামদুলিল্লাহ একজন মাজার পুজারী সুন্নিনামধারী ভক্তের কাছে সঠিক কথা সুনে মনে সাহস অনেক বেড়ে গেছে।
Excellent.
Ahle Quran kafer
অত্যন্ত ফলপ্রসূ আলোচনা। কোরানের আলোচনার তীর্যক সমালোচনা করার পুর্বে কোরানের উপর নিজের জ্ঞানের গভীরতাটুকু আগে যাঁচাই করি।
বিফল !
আদম হাওয়া কোথায় এসেছিলেন ওনাকে জিজ্ঞেস করুন !
কোনো তত্ত্বকে নাকচ করার সাথে সাথেই তার জবাব টাও দিতে হবে।
أَسْتَغْفِرُ اللّٰه
Allah Subhanau wa ta'lar namay banaia banaia mitta kotha bola bondo koren. kon sura te eto kahani bolesay ??
এই হুজুরের বিস্তারিত পরিচয় কেউ কি দিতে পারবেন?
হুজুরের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা।
ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, আপনার সুন্দর আলোচনা, কিন্ত ওহীকে দুই ভাগে ভাগ করা হয়েছে ,
কোন সুরার কত নম্বর আয়াতে?
ওহী এক প্রকার, কুরআন থেকে অনেক আয়াতে প্রমাণ পাওয়া যায়।
ৃহুজুটরের ওয়াজ শোনবামত
হাজার হাজার মিথ্যা হাদিছ মানুষকে ভুল পথে ধাবিত করে চলছে, সব চাইতে সত্য হলো কর্ম অনুযায়ি পুরুস্কার পাবে।
Ll)l)))ll))lll)ll)llll
আদমকে আল্লা স্থষ্টি করে নাই তৈরী করেছে।
হাজার হাজার মিথ্যা হাদীস নহে লাখ লাখ হবে কথাটা।
Mashallah good speech