এই জমিদার বাড়িতে আমার মায়ের ছোট বেলা কেটেছে। আমার দাদু এখানকার স্বাস্থ্য বিভাগে কাজ করতেন। দেশ ভাগের সময় এনারা প: বঙ্গে চলে আসেন। মা'র মুখে এখানকার গল্প শুনতাম। সেই হিসেবে এখানের প্রতি আমাদের একটা টান আছে। যাইহোক আপনার মাধ্যমে দেখে আনন্দ পেলাম। শুভেচ্ছা রইলো।
Vaiya gopalpur ashlen amader janalen na to 😥 by the way documentary onek shundor hoyese. Thanks amader gopalpurer historical place k tule dhorar jonno.
খুব ভালো লাগলো তুহীন ভাই। ঢাকা গেছিলাম তবে এইসব ঘোরা হয় নাই। সরকার একটু সংরক্ষণ করে এগুলো museum বানিয়ে দিলেই এগুলো টিকে যাবে। পরবর্তী রা ও দেখতে পাবেন। কলকাতা থেকে
এই জমিদার বাড়িতে আমার মায়ের ছোট বেলা কেটেছে। আমার দাদু এখানকার স্বাস্থ্য বিভাগে কাজ করতেন। দেশ ভাগের সময় এনারা প: বঙ্গে চলে আসেন। মা'র মুখে এখানকার গল্প শুনতাম। সেই হিসেবে এখানের প্রতি আমাদের একটা টান আছে। যাইহোক আপনার মাধ্যমে দেখে আনন্দ পেলাম। শুভেচ্ছা রইলো।
এই বাড়িটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আনন্দ লাগছে।
কমেন্টের জন্যে ধন্যবাদ।
আশাকরি পাশেই থাকবেন। 🧡
Ekhon onara.kothae.thaken???
জানি না ঠিক।
কমেন্টের জন্যে ধন্যবাদ।
@@aninditachaudhuri742 উত্তর ২৪ পরগণা, প বঙ্গ।
Thank u 💔
অসাধারণ হয়েছে ভিডিওটি
অশেষ কৃতজ্ঞতা।
আশাকরি পাশেই থাকবেন ❣️
জানিনা কেন পুরানো জমিদার বাড়ি কিংবা পুরানো ঐতিহাসিক কিছু আমার খুব ভালো লাগে একটা আন্তরিক টান। ভালোবাসা ❤️❤️❤️
বাংলাদেশের যতগুলো জমিদার বাড়ি আছে সবগুলো নিয়েই কাজ করার ইচ্ছে আছে!
পাশে থাকার জন্যে কৃতজ্ঞতা। ❣️
অসাধারণ ঐতিহাসিক বাড়িটি
Vaiya gopalpur ashlen amader janalen na to 😥 by the way documentary onek shundor hoyese. Thanks amader gopalpurer historical place k tule dhorar jonno.
খুব ভালো লাগলো তুহীন ভাই। ঢাকা গেছিলাম তবে এইসব ঘোরা হয় নাই। সরকার একটু সংরক্ষণ করে এগুলো museum বানিয়ে দিলেই এগুলো টিকে যাবে। পরবর্তী রা ও দেখতে পাবেন। কলকাতা থেকে
Wow
কমেন্টের জন্যে ধন্যবাদ।
আশাকরি সবসময় পাশেই থাকবেন।
ভালোবাসা অবিরাম।
বেস ভালো লাগলো ভাই
ভিডিও মান ধিরে ধিরে উন্নত হচ্ছে। শুভ কামনা।
Nice presentation
উপস্থাপননা খুবই সুন্দর হইছে দোস্ত।
Thank u dusto ❣️💖💗💜❤️🧡💚
Opurbo. Aye Jomider Bari gulo Shongrokkhok kora Uchit.
আপনার মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।
nice
thank u aatik 💛
দূরন্ত শৈশবের আনন্দঘন দিন কেটেছে এ রাজবাড়িকে ঘিরে। পুকুরে ঝাপাঝাপি করেছি কত!
ভিডিয়োগ্রাফী ভাল হয়েছে। ছাদটাও দেখানো যেতো। সেখাকার ভিউও সুন্দর।
আপনান কমেন্টের জন্য ধন্যবাদ। ছাদটা দেখাতে পারলে ভালো লাগতো। বন্ধের দিন হওয়ায় আমি কলেজ সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাইনি। ছাদে যাওয়ার দরোজাটি তালাবদ্ধ ছিলো।
ভাই আপনার ভিডিও ধারণ ভাল হয়েছে।কারোটা দেখলে মাথা ঘুরায়।আরো অনেক রাজবাড়ি হয়ত আছে, অজানাই থেকে যাবে এভাবে ভিডিও না করলে।ধন্যবাদ
ভিডিওটি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।
আশাকরি সবসময় পাশেই থাকবেন। ❤️
ভাই চালাম নিবেন আমি কাতার থেকে বলচি আপনার কথার অনেক ওজন দোয়া করি আপনি আগাইয়া য়ান ok by thanks
এতো দূর থেকে ভিডিওটি দেখার জন্যে আপনার প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা।
পাশে থাকার জন্যে ধন্যবাদ।। ❤️
স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান করা জরুরী। দরজা জানালা কোথায় গেল? ১৯৪৭ পর থেকে ব্যাবহার করলে উপকার পাওয়া যে্তো।
জমিদার বাড়িটি এখন একটি কলেজের সম্পত্তি। হেমনগর ডিগ্রী কলেজ।
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ 💖
আমাদের এলাকায় এই রাজবাড়ী
অনেক ধন্যবাদ ❤️
আমাদের এলাকায় বাড়ি
কমেন্টের জন্যে ধন্যবাদ 💓
টাঙ্গাইলের কোন্ উপজেলায় বা গ্রামের নামটা কি, তাও বলা যেতো। রেল লাইন স্থাপনের ন্যায় কি কোন শিক্ষা প্রতিষ্ঠান/হাসপাতাল করেছেন কি না সেটাও বলা যেতো।
এটি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অবস্থিত।
💝💝💝
সুনদর কারুকারযো
Thank you for comments 💗
Jomidar kothai galo
৪৭' এ ইন্ডিয়া।
আপনার কমেন্টের জন্যে ধন্যবাদ।
Jotil
Ekhon onara kothae thaken? Nam k?
পশ্চিমবঙ্গের কোথাও থাকেন হয়তো, আমি ঠিক জানি না তারা কোথায় থাকেন।
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ ❣️
@@TuhinOnTheWay very nice
Thank you. Kplkata
Very nice thank you.
bhai ekhankar history dekhano dorkar.eto ajaira kotha na bola valo.
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
হিস্ট্রি কি এখনের হয়? 😁😁😁🥰