ভিকি জাহেদের প্রত্যেকটি নাটক রহস্যময় গল্প দ্বারা নির্মিত। তিনি সবসময় দর্শকদের আলাদা কিছু দেওয়ার চেষ্টা করেন।এভাবেই এগিয়ে যাক বাংলা নাটক ইন্ডাস্ট্রি।ধন্যবাদ ভিকি জাহেদ ভাইকে
ভাগ্নে, তুমি যদি মক্কা মদিনা গিয়ে ঘুরে আসতে, হজ্জ করে আসতে, তাহলে ইউটিউবে এসে নিজের সময় নষ্ট করতে না, ইবাদতে ব্যস্ত থাকতে। মোদ্দা কথা হচ্ছে, ভন্ডামি কমাও। আহাম্মক।
আপনারা ইউটিউব এর কমেন্টস অপশনে এসেই খালি এ ধরনের কথা বার্তা লেখতে শুরু করেন।কিন্তু বাস্তবে আপনি কতটা ভালোবাসেন নবীকে?নবীর আদেশ কতটুকু মানেন?এখন এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে সবাই ইউটিউব আর ফেসবুকেই ভালোবাসে নবী (স:) আর আল্লাহ্ কে।বাস্তবে আপনারা কতটা কথা বলেন আল্লাহর রাসূলের জীবনী নিয়ে ??এতে নবী (স:) এর অপমান হয় ।এটা একটা বিনোদন এবং আল্লাহর নবীর অপন্দনীয় সাইট। আল্লাহর ইবাদত আর নবীর আনুগত্যতা করতে হলে কাউকে দেখানোর জন্য করবেন না । গোপন ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়।
@@rakeshpal7523 ঠিক বলেছেন,, উনারা দিনরাত্রি কোরআন, কোরআন বলে চিল্লাবেন,, আমাদের চিল্লানোর দরকার নেই, শুধু একবার বলবো ভাগবত গীতা,,ব্যাস মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে,,
For those who didn't get the story : Actually, afran have 'multiple personality disorder ' disease. Those who are going through this disease have two, three or several of personality. When the person's personality changed into another person they don't recognize themselves, They forget everything they did (in another personality).. And the girl named sonia is maybe his gf..Who he killed when his personality changed.
I think it is not "Multiple Personality Disorder", it is "Capgras Delusion" or "Capgras Syndrome" which is also known as "Imposter Syndrome". Nisho imagines a doppelganger besides him and although he commits crimes by himself, he blames that imaginary doppelganger for those crimes. In MPD, the patient doesn't imagine any separate person. Rather he has no idea about the activities of his other personalities and forgets past when switching to different personality. But Nisho is aware of criminal activities and he believes that his doppelganger is committing those crimes. Also he has "Schizophrenia" because Sonia is a non existing imaginary person at present timeline of the plot.
@@esratjahan7014 This is just my observation. But at the end, Nisho knows better what is exactly depicted in the storyline. Because he had the concept after-all. They kept the mystery till the end.
নাটকটিতে অনেককিছুর সূক্ষ্ম নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু সেসব বিষয়ের পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়নি। এজন্য পুরো নাটকটিই একটি কুয়াশায় চাদরে আচ্ছাদিত ছিলো। গল্পে দেখানো আদিল চরিত্রটি ছিলো একজন মানষিকভাবে অসুস্থ ব্যাক্তির, যার ব্যাক্তিগত জীবন ছিলো বিষাদের কাঁটায় জরাজীর্ণ। হতাশা, দুঃখ, বেদনা তাকে এতটাই আঁকড়ে ধরেছিলো যে সে বাস্তব এবং কল্পনার পার্থক্য করতে পারতো না। এই নাটকে বাস্তব এবং কল্পনার এক সুনিপুণ মিশ্রণ রয়েছে, যার জন্য বেশিরভাগ মানুষই ব্যাপারটাকে বুঝতে পারেনি। ছোটবেলা থেকেই আদিলের প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে তার জীবন থেকে। কখনো মাথায় হাত বুলিয়ে দেওয়া দাদীকে আদিল দেখতে পেতো ঘুমের ঘোরেই মরে পড়ে আছে এবং একটি পতঙ্গ তার দাদীর মুখ থেকে নাকে প্রবেশ করছে, কখনোবা সোনিয়াকে দেখতে পেতো যে আদিলকে বলছে "আমি তোমার সোলমেট। আমি কখনো ছাড়বো না তোমায়"। পরক্ষণেই দেখা যায় তাদের বিচ্ছেদ হচ্ছে! এখন সোনিয়ার অকাল মৃত্যু হয়েছে নাকি সম্পর্কের বিচ্ছেদ হয়েছে যা আদিল মন থেকে মেনে নিতে পারেনি, সেটা অস্পষ্ট। এই ব্যাপারটা ক্লিয়ার করা হয়নি নাটকে। বলে রাখা ভালো, সোনিয়ার সাথে কাটানো সেই রোমাঞ্চকর মুহূর্ত বাদে বাদবাকি সোনিয়ার উপস্থিতি সবটাই ছিলো আদিলের কল্পনার একটি অংশ। হ্যালুসিনেশন এতটাই আষ্টেপৃষ্টে আঁকড়ে ধরে রেখেছিলো আদিলকে যে সে সবকিছুই সোনিয়ার মাধ্যমে উপলব্ধি করতো। তার অফিসে এসে ট্রেনিং, সর্বক্ষণ তার কাছাকাছি থাকা এবং তাকে তার দাদীর মৃত্যুর কথা বলা সবটাই ছিলো আদিলের হ্যালুসিনেশন। আদিল চাইতো যেনো সোনিয়া সবসময় তার কাছাকাছি থাকে। এজন্য সে মনেমনেই সোনিয়ার এক কাল্পনিক অস্তিত্ব নিজের সাথে সম্পৃক্ত করে, যে তার মনের কষ্টগুলোকে ব্যাক্ত করতে পারবে। মূলত প্রিয় মানুষগুলোর এভাবে হারিয়ে যাওয়াকে আদিল মন থেকে কখনো মেনে নিতে পারেনি। সে চাইতো যেনো তার প্রিয় মানুষগুলো আবার তার কাছেই ফিরে আসে। কিন্তু বাস্তবিক দৃষ্টিতে যা ছিলো অসম্ভব। এই মানসিক যন্ত্রণাগুলো আদিলকে দিনদিন এক মানসিক রোগী করে তোলে। যার পরিপ্রেক্ষিতে জন্ম হয় নতুন এক সত্তার! যে বেছে বেছে সেই মানুষগুলোকে বাছাই করে যারা তাদের জীবনে অনেক সুখী। তাদের হিপনোটাইজ করে আত্মহত্যার জন্য বাধ্য করে। কখনো সেই নতুন সত্তার টার্গেট হয় কয়েকদিন পরে বিয়ের পিরীতে বসা মেয়েটি কখনোবা তার নিশানা হয় রেস্টুরেন্টে একাকী সময় কাটানো সেই ছেলেটি। এই আদিল এখন আর পুলিশ অফিসার আদিলই নয়, তার সেই শরীরে বাসা বেধেছে নতুন এক প্রাণের। হিংস্র এক খুনী জায়গা করে নিয়েছে আদিলের মস্তিষ্ককে। আর তাকে বানিয়ে দিয়েছে এক নরপিশাচ সাইকো হিসেবে। আদিল এখন আর একক সত্তায় বিরাজমান নেই। তার মধ্যে জায়গা করে নিয়েছে দ্বিতীয় আরেক সত্তা। নাটকটি ভালভাবে দেখলে আপনারা খেয়াল করবেন ডিআইজি আদিলকে বলেছিলো যে আদিল দু'বছরের জন্য আমেরিকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে দেশে ফিরে এসেছে এবং এখন সে আরো জোড়ালোভাবে নিজের টিমকে সাহায্য করছে। মূলত আদিল আমেরিকা গিয়েছিলো হিপনোটিজমে ডিপ্লোমা করতে। এবং পরবর্তীতে সে দেশে ফিরে এসে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এরপর সন্দেহভাজন আদিলকে যখন হোম এরেস্ট করে রাখা হয় তখন তার মধ্যকার সেই সাইকোর জন্ম হয় এবং সে দু'জন পুলিশকে হিপনোটাইজ করে আত্মহত্যা করতে বাধ্য করে। পরবর্তীতে সে ডিআইজির বাড়িতে প্রবেশ করে এবং তখন ইনস্পেক্টর আদিল এবং সাইকো আদিলের মধ্যে মানসিকদ্বন্দ্ব পরিলক্ষিত হয়। সেখানে সোনিয়ার সেই কাল্পনিক চরিত্রকে দেখানো হয় যে নিমিষেই অদৃশ্য হয়ে যায় এবং ইনস্পেক্টর আদিল দ্বন্দ্বযুদ্ধে হেরে যায়। ডিআইজির সামনে অবস্থান করে সেই হিংস্র সাইকো আদিল এবং ডিআইজিকে সে হিপনোটাইজ করে আত্মহত্যা করতে বাধ্য করায়। এভাবেই নাটকটি শেষ হয়।
Afran Nisho is just like water. Give him just any pot. He will shape himself accordingly. What an actor this very gentleman is! Playing a role of a patient who is suffering both from schizophrenia and multiple personality disorder, is not easy at all. But Nisho be like : 'Hold my beer'.
ভিকি জাহেদ ভাই থামেন প্লিজ😐 আর তো পারছিনা, আপনার প্রতিটা গল্পের রহস্য খুজতে গিয়া কয়েকদিন চলে যায় ভাবতে ভাবতে, অথচ সমাধান পাই না😐 কি লিখেন ভাই এসব😍 আপনার লিখা নাটক গুলো দেখার পর মনে হচ্ছে রহস্য খোজা নিয়ে নিজে একটা অ্যাডভেঞ্চারে আছি, অসাধারন👌
Multiple personality disorder , Schizophrenia আর সম্মোহন বিদ্যা এই তিনটার কম্বিনেশনে একটি সুন্দর গল্প । এই রকম কাজ ইন্ডিয়ানরা অনেক করেছে , কিন্তু বাংলা নাটকে এই প্রথম । ভালো লাগলো বাংলা নাটকে এই সব নিয়ে কাজ হচ্ছে ।
Ami Kolkata theke bolchi, kichu din dhore ami Nisho bhai r VIcky Zayed er sob natok dekchi....kurnish janai, ki talent , ki chinta bhaba jai na..erom content poisha diye pawa jai na....daroon kaaj chaliye jao Nisho Da R VIcky Bhai er sathe ekdin sure dekha korar icche roile ki uccho maaner obhineta Afran Nisho , just keep rocking SIR. CAPGRAS SYNDROME niye jantam bhabte parini erom ekta golpo banano jai...oshadharon kaaj With loads of love and good wishes for your future endeavors..JIO BANGALI... 🙏🙏🙏
এক মুঠো প্রম কায় কোবাদ চিরকাল পুনজর্ম্ম কাজলরেখা আপন ইরিনা ভুল জন্ম এই গুলো নাটক দেখার পড়ে অপেক্ষায় ছিলাম নিশো বস্ এর নাটকের জন্যে অবশেষে কুয়াশা নাটক দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম,,লাভ ইউ বস ❤️❤️❤️
গল্প টা যে শুনায় সেটা ৪ বা ৫ বার কেউ মন দিয়ে শুনলে পাগল হওয়া ছাড়া আর কিছুই হবেনা। রহস্য রাখলো নাকি রাখলো না সেটা বিষয় না কিন্তু যে রকমের নাটক বা যে ধাঁচের নাটক তাতে মাথা ঘোলানো ছাড়া আর কিছু হবেনা। মস্তিষ্ক কিছু নির্দিষ্ট জিনিস আছে যা নিতে পারেনা বা বেশি চাপ হয়ে যায় তার ক্ষেত্রে। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই নাটক না দেখাই ভালো হবে আর যদি দেখেন তাহলে কলম টিপে যে পাগলামো কথা বার্তা বলে তা এড়িয়ে যাবেন। আফরান নিশো ভাইয়ের কাছ থেকে এইরকম নাটক আশা করিনি। এই নাটকের চাইতে‘ ষ' ওয়েব সিরিজ অনেক ভালো।ধন্যবাদ❤️
Are vai ai rokom hajer bohot ghotona apni ABC radio ta sonta paben serial killer er,proti soni ber 11 ta theka 1 ta porjonto,agolo hobho mel nai but almost radio ta kuasa episode er gotona golor moto,noton kora r ki,,,,,,banabe just halka change
You basically need to have a control on your mind...what you think is what you do...consciously or subconsciously... Vicky and Nisho is the best combo.. ❤️❤️❤️❤️
সত্যিই তাই,নিশো ভাইয়ার মতো এমন সুন্দর অভিনয় কেউ কোনোদিন পারবে না,,, এতো সুন্দর উনার গলার ভয়েস,,চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এটা কার গলার আওয়াজ,,একেক সময় ভাবি এই মানুষটা অফ হয়ে গেলে বাংলাদেশের নাটকগুলোর কি পরিনতি হবে,,ভাবলেই জানি কেমন লাগে,, ভাইয়া আপনি চিরজীবি হন,,,,
@@shilaahmed6137 sbar vitorei akta kharap mn mind thaka,, Afran nishor o chilo ai natoke and atotai chilo j aker por ak khun kre jassen bujhtei partese na.Beparta maybe airkm.
অপেক্ষায় ছিলাম?? দেখার জন্য?কিন্তু আজ পেয়েছি ? দেখার জন্য বসে আছি?আশা করছি যে অনেক সুন্দর হবে? "Nisho is the king of bengali drama industry " ❤❤ love you boss I'm biggest fan
Hypnotism Niye maybe Bangladesher prothom Natok. Onno director ra akhon o Valobashar kahini theke ber hote pare nai, ghure fire ek e kahini. Thanks Vicky Zahed sir ke Sob somoy Non Cliched story niye asar jonno.
নিশো ভাইকে আমি নানা চরিএে দেখেছি, তার অভিনীত প্রত্যেকটা নাটক আমি দেখি, নিশো ভাইয়ের পুলিশের চরিএটা সেই, এর আগেও তাকে আমি এই চরিএে দেখছি, আমি তাকে অনেক পছন্দ করি, তাই সবসময়ের মতো আমি এবারও বলতে চাই "Nisho is the king of bengali drama industry" love u boss,love u💜😊
ভিকি জাহেদ আপনি কি জিনিস ভাই? জীবনে হাজার হাজার নাটক মুভি দেখেছি কিন্তু আপনার নাটকগুলো আমাকে নেশার মতো টানে। হ্যাটস অফ ব্রাদার। প্রাউড অফ ইউ । ফ্রম ইউকে
সেই ঈদের দিন থেকেই অপেক্ষায় ছিলাম কখন *"কুয়াশা"* নাটকটি রিলিজ হবে ইউটিউবে। 😐 আজ রিলিজ হয়েই গেলো আর দেখেও নিলাম। 😍 আমার বিশ্বাস ছিলোই যে নিশো + ভিকি'র কাজ কখনোই বিফলে যায় না আর সেটাই হয়েছে। 💥
Honestly speaking Bangla natok, talefilm and movie koto din jae Holo dakha chare disi boltai parbo na, but chorki take Vicky jahed er redrum dakhe, ato ta obak hoiachi jae, pore TH-cam a ai director name dia search dia natok dakha start korlam, and onak din por onak gulo natok dakhlam, and definitely sob guloi Vicky jahed er.😇😇😇😇😇
Very very nice drama. Nisho Nisho Nisho🥰🥰🥰🥰. Nisho vaiya is the genius actor.He always proof that he is a best actor.He is the perfect for this role.Thank you so much🥰. Keep it up.
ভিকি জাহেদের প্রত্যেকটি নাটক রহস্যময় গল্প দ্বারা নির্মিত। তিনি সবসময় দর্শকদের আলাদা কিছু দেওয়ার চেষ্টা করেন।এভাবেই এগিয়ে যাক বাংলা নাটক ইন্ডাস্ট্রি।ধন্যবাদ ভিকি জাহেদ ভাইকে
আপনার মতামত এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং নাটকটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন।
@@ntvnatok অবশ্যই
@@ntvnatok Next Part chai
viki zahed is a class
ঙ
পৃথিবীর সবচেয়ে পবিত্র দুটি স্থান ।
-মক্কা
-মদিনা
-মাশাআল্লাহ.. । ❤️❤️
তোহ এখন কি করতাম?
ধর্মকে ব্যবহার সবখানেই পাগল ছাগল কোথাকার
Ei jokhono video modhe amader pobitro jagar nam loisod tor ki akto o voy kore nai khankir pola
ভাগ্নে, তুমি যদি মক্কা মদিনা গিয়ে ঘুরে আসতে, হজ্জ করে আসতে, তাহলে ইউটিউবে এসে নিজের সময় নষ্ট করতে না, ইবাদতে ব্যস্ত থাকতে। মোদ্দা কথা হচ্ছে, ভন্ডামি কমাও। আহাম্মক।
ইসলাম শান্তির ও শ্রেষ্ঠ ধর্ম 🕋 সবাই আমীন বলুন ❤️❤️❤️
যিনি এখনো আমাদের জন্য কান্না করেন,তিনি হলেন আমাদের শেষ নবী"হযরত মোহাম্মদ (সা)
আপনারা ইউটিউব এর কমেন্টস অপশনে এসেই খালি এ ধরনের কথা বার্তা লেখতে শুরু করেন।কিন্তু বাস্তবে আপনি কতটা ভালোবাসেন নবীকে?নবীর আদেশ কতটুকু মানেন?এখন এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে সবাই ইউটিউব আর ফেসবুকেই ভালোবাসে নবী (স:) আর আল্লাহ্ কে।বাস্তবে আপনারা কতটা কথা বলেন আল্লাহর রাসূলের জীবনী নিয়ে ??এতে নবী (স:) এর অপমান হয় ।এটা একটা বিনোদন এবং আল্লাহর নবীর অপন্দনীয় সাইট। আল্লাহর ইবাদত আর নবীর আনুগত্যতা করতে হলে কাউকে দেখানোর জন্য করবেন না । গোপন ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়।
ইসলাম সম্বন্ধে ন্যূনতম জ্ঞান থাকলে অন্তত এই ধরনের কথা বলতেন না... বেয়াদবি বন্ধ করে সুন্দরভাবে ইসলামী আইন গুলো পালন করার চেষ্টা করুন..
আজকের ফজরের নামাজ পরছেন কিনা জানতে চাওয়া আমার মন
এই খুশিতে বলুন জয় শ্রী রাম
ইসলাম শান্তির ও শ্রেষ্ঠ ধর্ম 🕋 সবাই আমীন বলুন ❤️❤️❤️
ওরা কারা যারা বাংলা সিনেমা থেকে বাংলা নাটক দেখতে বেশি পছন্দ করেন🙋♀️🖐️
তারাই শুধু লাইক দিন
👇
🤣🤣🤣🤣
আমি ভাই আছি। নাটকের বিগ ফ্যান
আমি
m
0
চাঁদের চেয়েও সুন্দর ছিলেন মানবতার নবী হযরত মোহাম্মদ সাঃ।❤️❤️❤️
থাকবেন কি?
এই নামটির ও পবিত্রতা আছে
তাই বলে কি টয়লেট এ বসে বসে প্রশংসা করবেন!
পবিত্র স্থান থেকে তার প্রশংসা করুন!
এসব পাপের ফ্লাট ফ্রম থেকে তার নাম বিরত রাখুন
এই গল্পটা এইখানে শেষ হতে পারে না। 2 nd part chai plz plz plz!!!👏🥺😱
কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা হয়🥀
এর মধ্যে সব চাইতে দামি হলো👇
💞আল-কোরআন💝
গীতা
Al Quran.
faltu mohila.natok dekte ase boyan dicce
কোথায় কি বলতে হবে কি লিখতে হবে মা-বাবা এটা শিখায় নাই মোবাইল একটা কিনে দিছে ব্যস।
@@rakeshpal7523 ঠিক বলেছেন,, উনারা দিনরাত্রি কোরআন, কোরআন বলে চিল্লাবেন,, আমাদের চিল্লানোর দরকার নেই, শুধু একবার বলবো ভাগবত গীতা,,ব্যাস মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে,,
আফরান নিশো ভাই, জীবনে তো সব চরিত্রেই করলেন অভিনয়জীবনে। একজন গার্মেন্টস শ্রমিকের চরিত্রে অভিনয় করার জন্য দাবি জানাচ্ছি আপনার কাছে। অগ্রিম শুভকামনা 🥰🥰🥰
Yes yes 😊☺️☺️
Korechn to onk
@@sweethearttj6883 নাম কি ভাই সেই নাটকের???
@@SalmanShah-di5nq shift may be
ভাই আমিও সহ মত
বিশ্বাস খুব ভারী একটা জিনিস
কিন্তু এর ভিত্তিটা খুব নরম।
~ সেই ডায়লগ 💝
For those who didn't get the story :
Actually, afran have 'multiple personality disorder ' disease. Those who are going through this disease have two, three or several of personality. When the person's personality changed into another person they don't recognize themselves, They forget everything they did (in another personality)..
And the girl named sonia is maybe his gf..Who he killed when his personality changed.
I think it is not "Multiple Personality Disorder", it is "Capgras Delusion" or "Capgras Syndrome" which is also known as "Imposter Syndrome". Nisho imagines a doppelganger besides him and although he commits crimes by himself, he blames that imaginary doppelganger for those crimes. In MPD, the patient doesn't imagine any separate person. Rather he has no idea about the activities of his other personalities and forgets past when switching to different personality. But Nisho is aware of criminal activities and he believes that his doppelganger is committing those crimes. Also he has "Schizophrenia" because Sonia is a non existing imaginary person at present timeline of the plot.
@@khandakerrafiabdullah6996
Umm... That's sounds more good. Thanks anyway
@@esratjahan7014 This is just my observation. But at the end, Nisho knows better what is exactly depicted in the storyline. Because he had the concept after-all. They kept the mystery till the end.
আফরান নিশো বোস অসাধারণ অভিনেতা তার অভিনিত সকল নাটক গুলো সেরা হয়,, পরিচালক এবং সকল টিম মেম্বার দের অভিনন্দন
❤️❤️❤️❤️❤️❤️❤️
বেষ্ট লাইন 🌼🥰
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) 🖤🥀
Shala abal namaj poris haramjada?
নাটকটিতে অনেককিছুর সূক্ষ্ম নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু সেসব বিষয়ের পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়নি। এজন্য পুরো নাটকটিই একটি কুয়াশায় চাদরে আচ্ছাদিত ছিলো।
গল্পে দেখানো আদিল চরিত্রটি ছিলো একজন মানষিকভাবে অসুস্থ ব্যাক্তির, যার ব্যাক্তিগত জীবন ছিলো বিষাদের কাঁটায় জরাজীর্ণ। হতাশা, দুঃখ, বেদনা তাকে এতটাই আঁকড়ে ধরেছিলো যে সে বাস্তব এবং কল্পনার পার্থক্য করতে পারতো না। এই নাটকে বাস্তব এবং কল্পনার এক সুনিপুণ মিশ্রণ রয়েছে, যার জন্য বেশিরভাগ মানুষই ব্যাপারটাকে বুঝতে পারেনি।
ছোটবেলা থেকেই আদিলের প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে তার জীবন থেকে। কখনো মাথায় হাত বুলিয়ে দেওয়া দাদীকে আদিল দেখতে পেতো ঘুমের ঘোরেই মরে পড়ে আছে এবং একটি পতঙ্গ তার দাদীর মুখ থেকে নাকে প্রবেশ করছে, কখনোবা সোনিয়াকে দেখতে পেতো যে আদিলকে বলছে "আমি তোমার সোলমেট। আমি কখনো ছাড়বো না তোমায়"। পরক্ষণেই দেখা যায় তাদের বিচ্ছেদ হচ্ছে! এখন সোনিয়ার অকাল মৃত্যু হয়েছে নাকি সম্পর্কের বিচ্ছেদ হয়েছে যা আদিল মন থেকে মেনে নিতে পারেনি, সেটা অস্পষ্ট। এই ব্যাপারটা ক্লিয়ার করা হয়নি নাটকে।
বলে রাখা ভালো, সোনিয়ার সাথে কাটানো সেই রোমাঞ্চকর মুহূর্ত বাদে বাদবাকি সোনিয়ার উপস্থিতি সবটাই ছিলো আদিলের কল্পনার একটি অংশ। হ্যালুসিনেশন এতটাই আষ্টেপৃষ্টে আঁকড়ে ধরে রেখেছিলো আদিলকে যে সে সবকিছুই সোনিয়ার মাধ্যমে উপলব্ধি করতো। তার অফিসে এসে ট্রেনিং, সর্বক্ষণ তার কাছাকাছি থাকা এবং তাকে তার দাদীর মৃত্যুর কথা বলা সবটাই ছিলো আদিলের হ্যালুসিনেশন। আদিল চাইতো যেনো সোনিয়া সবসময় তার কাছাকাছি থাকে। এজন্য সে মনেমনেই সোনিয়ার এক কাল্পনিক অস্তিত্ব নিজের সাথে সম্পৃক্ত করে, যে তার মনের কষ্টগুলোকে ব্যাক্ত করতে পারবে।
মূলত প্রিয় মানুষগুলোর এভাবে হারিয়ে যাওয়াকে আদিল মন থেকে কখনো মেনে নিতে পারেনি। সে চাইতো যেনো তার প্রিয় মানুষগুলো আবার তার কাছেই ফিরে আসে। কিন্তু বাস্তবিক দৃষ্টিতে যা ছিলো অসম্ভব। এই মানসিক যন্ত্রণাগুলো আদিলকে দিনদিন এক মানসিক রোগী করে তোলে। যার পরিপ্রেক্ষিতে জন্ম হয় নতুন এক সত্তার! যে বেছে বেছে সেই মানুষগুলোকে বাছাই করে যারা তাদের জীবনে অনেক সুখী। তাদের হিপনোটাইজ করে আত্মহত্যার জন্য বাধ্য করে। কখনো সেই নতুন সত্তার টার্গেট হয় কয়েকদিন পরে বিয়ের পিরীতে বসা মেয়েটি কখনোবা তার নিশানা হয় রেস্টুরেন্টে একাকী সময় কাটানো সেই ছেলেটি।
এই আদিল এখন আর পুলিশ অফিসার আদিলই নয়, তার সেই শরীরে বাসা বেধেছে নতুন এক প্রাণের। হিংস্র এক খুনী জায়গা করে নিয়েছে আদিলের মস্তিষ্ককে। আর তাকে বানিয়ে দিয়েছে এক নরপিশাচ সাইকো হিসেবে। আদিল এখন আর একক সত্তায় বিরাজমান নেই। তার মধ্যে জায়গা করে নিয়েছে দ্বিতীয় আরেক সত্তা।
নাটকটি ভালভাবে দেখলে আপনারা খেয়াল করবেন ডিআইজি আদিলকে বলেছিলো যে আদিল দু'বছরের জন্য আমেরিকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে দেশে ফিরে এসেছে এবং এখন সে আরো জোড়ালোভাবে নিজের টিমকে সাহায্য করছে। মূলত আদিল আমেরিকা গিয়েছিলো হিপনোটিজমে ডিপ্লোমা করতে। এবং পরবর্তীতে সে দেশে ফিরে এসে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
এরপর সন্দেহভাজন আদিলকে যখন হোম এরেস্ট করে রাখা হয় তখন তার মধ্যকার সেই সাইকোর জন্ম হয় এবং সে দু'জন পুলিশকে হিপনোটাইজ করে আত্মহত্যা করতে বাধ্য করে। পরবর্তীতে সে ডিআইজির বাড়িতে প্রবেশ করে এবং তখন ইনস্পেক্টর আদিল এবং সাইকো আদিলের মধ্যে মানসিকদ্বন্দ্ব পরিলক্ষিত হয়। সেখানে সোনিয়ার সেই কাল্পনিক চরিত্রকে দেখানো হয় যে নিমিষেই অদৃশ্য হয়ে যায় এবং ইনস্পেক্টর আদিল দ্বন্দ্বযুদ্ধে হেরে যায়। ডিআইজির সামনে অবস্থান করে সেই হিংস্র সাইকো আদিল এবং ডিআইজিকে সে হিপনোটাইজ করে আত্মহত্যা করতে বাধ্য করায়। এভাবেই নাটকটি শেষ হয়।
অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন 😍😍
ধন্যবাদ।
মাথায় ঘুরছিলো,এখন ক্লিয়ার হলো ব্যপারটা।
Afran Nisho is just like water. Give him just any pot. He will shape himself accordingly. What an actor this very gentleman is! Playing a role of a patient who is suffering both from schizophrenia and multiple personality disorder, is not easy at all. But Nisho be like : 'Hold my beer'.
নাটকটা শেষ হওয়ার পরও আমি থ হয়ে তাকিয়ে ছিলাম😳😳
You beauti Vicky Zahed😍
Ektu bujhen Kahini ta?
ভিকি জাহেদ ভাই থামেন প্লিজ😐 আর তো পারছিনা, আপনার প্রতিটা গল্পের রহস্য খুজতে গিয়া কয়েকদিন চলে যায় ভাবতে ভাবতে, অথচ সমাধান পাই না😐 কি লিখেন ভাই এসব😍 আপনার লিখা নাটক গুলো দেখার পর মনে হচ্ছে রহস্য খোজা নিয়ে নিজে একটা অ্যাডভেঞ্চারে আছি, অসাধারন👌
ভাই নাটক লিখেছেন আরফান নিশু নিজেই, ভিকি জাহেদ পরিচালনা করেছেন। কথা টা বুঝেছেন আসা করি
ওরা কারা যারা সিনেমার থেকে ও নাটক বেশি পছন্দ করেন??
আমি
Ora amray buccen
আমি
আমরা
Me
The acting of Afran Nisho was just amazing.
No other actor could do such acting.
Amakey keo natok tar maneyta Bolben??
@@shilaahmed6137 ami ja bujhlam, Afran Nisho hypnotize kore shobaike marto.
Multiple personality disorder , Schizophrenia আর সম্মোহন বিদ্যা এই তিনটার কম্বিনেশনে একটি সুন্দর গল্প । এই রকম কাজ ইন্ডিয়ানরা অনেক করেছে , কিন্তু বাংলা নাটকে এই প্রথম । ভালো লাগলো বাংলা নাটকে এই সব নিয়ে কাজ হচ্ছে ।
Ki bolbo chup hoie gechi
আপনি মনে হয় হুমায়ুন আহমেদের নাটক দেখেননি🙂
@@rabiulsjunction ঠিক কোন নাটকটার কথা বলছেন ?
Ami Kolkata theke bolchi, kichu din dhore ami Nisho bhai r VIcky Zayed er sob natok dekchi....kurnish janai, ki talent , ki chinta bhaba jai na..erom content poisha diye pawa jai na....daroon kaaj chaliye jao
Nisho Da R VIcky Bhai er sathe ekdin sure dekha korar icche roile ki uccho maaner obhineta Afran Nisho , just keep rocking SIR.
CAPGRAS SYNDROME niye jantam bhabte parini erom ekta golpo banano jai...oshadharon kaaj
With loads of love and good wishes for your future endeavors..JIO BANGALI... 🙏🙏🙏
Nisho+Vicky zahed= boom💥🔥🖤🖤
কনসেপ্ট আর ডিরেকশন...!💥
দুইটা সেরা এক হলে এমন মাস্টারপিস তো হবেই।
এক মুঠো প্রম
কায় কোবাদ
চিরকাল
পুনজর্ম্ম
কাজলরেখা
আপন
ইরিনা
ভুল জন্ম
এই গুলো নাটক দেখার পড়ে অপেক্ষায় ছিলাম নিশো বস্ এর নাটকের জন্যে অবশেষে কুয়াশা নাটক দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম,,লাভ ইউ বস ❤️❤️❤️
asob natok indian english syco movie theky copy mara chagol
জন্মদাগ
গল্প টা যে শুনায় সেটা ৪ বা ৫ বার কেউ মন দিয়ে শুনলে পাগল হওয়া ছাড়া আর কিছুই হবেনা। রহস্য রাখলো নাকি রাখলো না সেটা বিষয় না কিন্তু যে রকমের নাটক বা যে ধাঁচের নাটক তাতে মাথা ঘোলানো ছাড়া আর কিছু হবেনা। মস্তিষ্ক কিছু নির্দিষ্ট জিনিস আছে যা নিতে পারেনা বা বেশি চাপ হয়ে যায় তার ক্ষেত্রে। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই নাটক না দেখাই ভালো হবে আর যদি দেখেন তাহলে কলম টিপে যে পাগলামো কথা বার্তা বলে তা এড়িয়ে যাবেন। আফরান নিশো ভাইয়ের কাছ থেকে এইরকম নাটক আশা করিনি। এই নাটকের চাইতে‘ ষ' ওয়েব সিরিজ অনেক ভালো।ধন্যবাদ❤️
Daarun,Afran nisho just amezing,he just get into the character so nicely.. Fatafati laglo natokta,India thke dekhchi. Just asadharon
এরকম ভয়ানক ও থ্রিলার গল্পের নাটক একমাত্র বাংলাদেশের একটা পরিচালকই বানাতে পারেন আর সে হলেন *ভিকি জাহেদ* (স্যার) ❤️
Ahmed Rifat bhai....ei natoker story afran nisho bhai er matha theke ber hoise....vicky jahed bhai just direction diche
Are vai ai rokom hajer bohot ghotona apni ABC radio ta sonta paben serial killer er,proti soni ber 11 ta theka 1 ta porjonto,agolo hobho mel nai but almost radio ta kuasa episode er gotona golor moto,noton kora r ki,,,,,,banabe just halka change
Golpo bujinai
*Vicky Zahed + Afran Nisho* = 💣💥
You basically need to have a control on your mind...what you think is what you do...consciously or subconsciously...
Vicky and Nisho is the best combo.. ❤️❤️❤️❤️
আফরান নিশো শেরা❤❤❤❤
কিছুই বলার নাই,,,,,এককথায় জাস্ট স্পিসলেস।।।শুধু তাকিয়েই ছিলাম স্ক্রিনে,, চোখ সরাতে পারিনি যদি কিছু মিস করে ফেলি।।।
আফরান নিশো মানেই একটা ব্যতিক্রমী অভিনেতা।
ভিকি জাহেদ স্যার মানেই কল্পনার ও বাইরে নতুন কিছু সৃষ্টি আর নিশো ভাইয়া তো অলওয়েজ পারফেক্ট 👌👌👌❤️❤️
Script afran nisho er
নিশো ভাইয়ের কাজ গুলো অসাধারণ.. এবং তার গল্প ভাবনা ও সুন্দর আগেও নিশো ভাইয়ের গল্পে নাটক আমরা দেখিছি 💗
ভিকি জাহেদের প্রতিটি নাটক ই অনেক সন্দর হয় এবং থ্রিলার কাহিনী ভিত্তিক হয়।
Vickey Zahed ভাইয়ের তুলনা হয় না। চমতকার সব নাটক/ফিল্ম তৈরি করেন!
ভিকি জাহেদ মানেই অন্য কিছু। সাথে আমাদের নিশো বস।❤️
হালের অন্যতম সেরা অভিনেতা আফরান নিশো সাথে ভিকি জাহিদের মত মাস্টার মেকার... সত্যিই অসাধারণ জাস্ট ওয়াও 🖤❤️🖤❤️
এমন কোনো কেরেক্টার নেই যেটা আফরান নিশু পারেনা ধন্যবাদ নিশু ও ভিকি জাহিদ ভাই
Amakey keo natok tar maneyta Bolben??
সত্যিই তাই,নিশো ভাইয়ার মতো এমন সুন্দর অভিনয় কেউ কোনোদিন পারবে না,,, এতো সুন্দর উনার গলার ভয়েস,,চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এটা কার গলার আওয়াজ,,একেক সময় ভাবি এই মানুষটা অফ হয়ে গেলে বাংলাদেশের নাটকগুলোর কি পরিনতি হবে,,ভাবলেই জানি কেমন লাগে,, ভাইয়া আপনি চিরজীবি হন,,,,
@@shilaahmed6137 sbar vitorei akta kharap mn mind thaka,, Afran nishor o chilo ai natoke and atotai chilo j aker por ak khun kre jassen bujhtei partese na.Beparta maybe airkm.
নিশোর নাটক দেখতে আবারও ফিরে এলাম।
হোক সেটা নতুন বা পুরোনো।
Mujhe bohot accah laga yeah.....i am from india but my fvt is afran nisho and meheajabien
অপেক্ষায় ছিলাম??
দেখার জন্য?কিন্তু আজ পেয়েছি ? দেখার জন্য বসে আছি?আশা করছি যে অনেক সুন্দর হবে? "Nisho is the king of bengali drama industry " ❤❤ love you boss I'm biggest fan
Hypnotism Niye maybe Bangladesher prothom Natok. Onno director ra akhon o Valobashar kahini theke ber hote pare nai, ghure fire ek e kahini. Thanks Vicky Zahed sir ke Sob somoy Non Cliched story niye asar jonno.
হান্ড্রেড পার্সেন্ট সঠিক,, তবে আমার মনে হয় না অন্যান্যরা নিশো ভাইয়ার মতো এতো সুন্দর অভিনয় করতে পারবেন,,
Vicky zahed & Nisho Boss just amazing combo package 😍😍
যারা কাহিনী ধরতে পারেনি, কেবল তারাই ভাবছে আগামাথা কিছুই নেই নাটকের! দারুণ একটি থ্রিলার।
অদ্ভুত গল্পের বুনন!! খুব সুন্দর গল্প আর নিশো তো সেরার সেরা।
ভিকি জাহেদ মানেই অনেক নতুন কিছু❤️
আফরান নিশো ও ভালো অভিনয় করেছে, কিছু ফালতু গল্পে কাজ নাহ করে, এমন কাজ বেশি করে করা উচিত...!
গল্পটাও আফরান নিশোরই
Ki dakhe notun kecu bolen....ai golpoer aga matha kecui nei
Accha vai actually story ta ki mean kore??
@@stranger2.083 setai tho bujlam na ki dakhailo,,,
নিশো ভাইকে আমি নানা চরিএে দেখেছি,
তার অভিনীত প্রত্যেকটা নাটক আমি দেখি,
নিশো ভাইয়ের পুলিশের চরিএটা সেই,
এর আগেও তাকে আমি এই চরিএে দেখছি,
আমি তাকে অনেক পছন্দ করি,
তাই সবসময়ের মতো আমি এবারও বলতে চাই "Nisho is the king of bengali drama industry"
love u boss,love u💜😊
অসাধারণ লেগেছে অাফরান নিশোর দারুণ একটা নাটক দেখলাম।
ভাইরে,ভিকি জাহিদকে আজকে ভালো করে চিনলাম।এখন কথা হলো তার প্রত্যেকটা নাটক একটা থেকে আরেকটা এত জোশ কোনটা রেখে কোনটা দেখব বুঝতেছি ন।অসাধারণ নির্মাতা
Vicky zahed er Natok dekhle bujha jay Bangladesh koto ta egiye jacche..master mind kichu thake always
অনেক ভাল সাসপেন্স উপভোগ করলাম
অভিনয় টা চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে😯
নাটকের কাহিনী দেখেই বুঝেছি নিশো ভাইয়ের লেখা। এরকম উদ্ভট চিন্তা ভাবনা নিশো ভাইয়ের হওয়াটাই স্বাভাবিক। ❤
নিশো ভাইয়ের লেখা না,,ভিকি জাহেদের লেখা। নিশো শুধু অভিনয় করছে।মূর্খ বেডা😂😂😂
@@user-marzianur story ta Nishu lekhache...Murkho bedi.🌚
অসম্ভব ভয়ংকর একটা নাটক খুব ভাল লাগছে । Psycho thriller drama it’s was awesome. All credit goes to vicky jahid & afran nisho. Thanks kuasha team 🙏
ভিকি জাহিদ মানেই একটি সুন্দর পরিবেশনা...
ধন্যবাদ ভিকি ভাই আপনার কাছে সব সমই এইরকমই চাই...
ভিকি জাহেদের নাটক মানেই অন্য কিছু,, ভালোবাসা প্রিয় পরিচালক
ভিকি জাহেদ আপনি কি জিনিস ভাই?
জীবনে হাজার হাজার নাটক মুভি দেখেছি কিন্তু আপনার নাটকগুলো আমাকে নেশার মতো টানে।
হ্যাটস অফ ব্রাদার।
প্রাউড অফ ইউ ।
ফ্রম ইউকে
মাথার ওপর দিয়ে গেছে কিছু বিঝিনি
@@MamunMamun-ro2tl
Abar dekha suru koren
Ek kothay oshadharon...Afran nisho rocks..❤️🇧🇩
Right natok ta onk vlo
ঈদের পরে থেকে অপেক্ষায় আছি। অবশেষে অপেক্ষার অবসান হতে চলছে
I couldn’t even think afran nisho could make thoughts as like this natok 😮❤
প্রথমেই ভাবছিলাম হয়তো আদিলের বাই পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। ও মাই গড এটা এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে😍
নাটক শেষ হয়ে গেলো কিন্তু কুয়াশা কুয়াশাই রয়ে গেলো। ভালোই লাগলো গল্পটা।
Emotion, Mystery আর নিশু ভাইয়ের অভিনয়, Love this
অপেক্ষায় আছি ভাই দেখার জন্য মনে হয় খোব ভালো হবে অনেক দিন ধরে অপেক্ষায় আছি নাটকটি আসবে বলে
আমি থ্রিলপ্রেমী,,ভিকি জাহেদ বেস্ট।সব থ্রিলার সিরিজগুলা রিলিজ করুন।কুয়াশা ২ চাই♥️
Oh my god. Ki natok eta.. Osadharon lagche..
ভিকি জাহিদ এবং আফরান নিশো বলেই সম্ভব হইছে..কি বলবো অসাধারণ ছিলো
বাবা আজ অনেকদিন ধরে এই নাটকটার অপেক্ষায় ছিলাম আশা করি অনেক ভাল হয়েছে আমি এখনো দেখিনি তবে এখন দেখব
কিছুই তো বুঝলাম না
সেই ঈদের দিন থেকেই অপেক্ষায় ছিলাম কখন *"কুয়াশা"* নাটকটি রিলিজ হবে ইউটিউবে। 😐
আজ রিলিজ হয়েই গেলো আর দেখেও নিলাম। 😍
আমার বিশ্বাস ছিলোই যে নিশো + ভিকি'র কাজ কখনোই বিফলে যায় না আর সেটাই হয়েছে। 💥
ভাই কিছুই তো বুঝতে পারছি না!! নাটকের মূল পয়েন্টা কি??? বলবেন একটু
Mr Robot inspiration!
দারুন লাগলো
এ নাটকটি খুবই সুন্দর অনেক সুন্দর অভিনয় করেছেন। আফরান নিশোর গল্প বাস্তবতার সাথে মিল
নাটক টা আসলেই কুয়াশার মতো।।তবে অসাধারন অভিনয় করেছেন আফরান নিশো।,❤️❤️❤️ খুবই সুন্দর হয়েছে নাটক টা।
Amakey keo natok tar maneyta Bolben??
Natok er Script o Afran Nishor🙄🙄
তার পর আর কি জাজ করতে পার
অনেক সুন্দর একটা story, কিন্তু নাটকটা নিয়ে আরো study করা দরকার ছিল। দায়সারাভাবে নাটকটা নির্মাণ করা হয়েছে।
এই নাটকের মর্মার্থ বোঝার জন্য মাথার খুলির ভেতর ৩ টি স্ফীতির গোলাকার একটা জিনিস লাগে, যেটাকে আমরা মস্তিষ্ক নামে চিনি। আপনার মনে হয় ওই জিনিসটা নাই।
Viqi r ei type er natok gula just matha nosto kora. Awesome wow
Nisho sir sotti onoboddo acting koren sab character a e uni perfect
ইসলাম শান্তির ও শ্রেষ্ঠ ধর্ম 🕋 সবাই আমীন বলুন ❤️❤️❤️
বস is the legend actor in Bengali flim industry... Love you boss from West Bengal...
Where are you from in West Bengal? 😊
নিশো ভাই নাটক দেখেই তো হেপনো টাইস হয়ে গেলাম
এক কথায় অসাধারন
নাটকের গল্প কিছু বুঝলেন,
নাকি হুদাই চিল্লাইতেছেন
Honestly speaking Bangla natok, talefilm and movie koto din jae Holo dakha chare disi boltai parbo na, but chorki take Vicky jahed er redrum dakhe, ato ta obak hoiachi jae, pore TH-cam a ai director name dia search dia natok dakha start korlam, and onak din por onak gulo natok dakhlam, and definitely sob guloi Vicky jahed er.😇😇😇😇😇
ওয়াও!! জাস্ট অসাধারণ!!
Vicky Zahed is the most talented director/writer of Bangladesh.
কিন্তু এই গল্পের মূল ভাবনা যে *আফরান নিশো* নিজেই ছিলো। 😍
Golpo ta afran nisho lekhse
সত্যি নাটকের বস ভিকি জাহেদ স্যার। আই লাইক হিম।
অসম্ভব ভালো লেগেছে নাটকের গল্পটা এক কটাই দারুন হয়েছে
নাটকের শুরু থেকে শেষ চমৎকার লেগেছে
আফরান নিশো ভাইয়া এবং তানহা তাসনিয়া আপু অভিনয়
ভিকি জাহেদ মানে বিশেষ কিছু |
Script : Afran Nisho
0k Bro
Vicky Jahed r natok dekhle r Hollywood r movie dekhte icche kore na cause flavor ta ekhan theka pawoa jai just mind blowing.
পাঁচ মিনিটের গল্পগুলো এত ক্রিয়েটিভ, আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থ
Vicky Zahed is the most talented director/writer of Bangladesh.. great video.. i like it..
Ai natok ta afran nisho lekhse
নাটক টা রহস্যময় আর নিশো স্যারের গল্প বলা আরও বেশি রহস্যময় ❤️
Natoker rohosso ta ki cilo
ভিকি জাহেদ ভাইয়ের নাটকগুলো অসাধারণই হয়।
Script : Afran Nisho
OK Bro
এটি সাইকো নাটক।তারপরও অসাধারন আর কাহিনী বলতে গেলে লিওনার্দো দা ডিকাপ্রিও এর "Shutter Island"মুভির সাথে অনেকাংশ মিল পাওয়া যায়।
Onk Sundor
এরকম নাটক মানুষের জন্য ক্ষতিকর একমত হলে লাইক দিন
অসাধারণ বস 💚😍
আপনারে ভিতরে আসতে বলছিলাম কিন্তু বসতে বলি নাই 🤣🤣🤘
ভাল্লাগছে গুরু 🖤
Telbaj
Amro ✌️
Really It was a nice story...Very very nice drama...I love Afran Nisho vai...
Nice natok
R8
Very very nice drama.
Nisho Nisho Nisho🥰🥰🥰🥰. Nisho vaiya is the genius actor.He always proof that he is a best actor.He is the perfect for this role.Thank you so much🥰. Keep it up.
বাংলা নাটকের প্রতি সকলের ভালোবাসা দেখে আমি মুগ্ধ৷ আশা করি সব সময় এভাবেই ভালোবাসবেন৷ ধন্যবাদ সবাইকে এত ভালোবাসার জন্য৷
আপনার মতামত এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং নাটকটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন।
ক্রাইমের ড্রামা গুলো দেখতে মোটামুটি ভালোই লাগে তা-ও যদি হয় পছন্দের অভিনেতা আফরান নিসোর তাহলে তো ♥♥♥
কিছুক্ষণ আগে "চিরকাল আজ" দেখলাম,,, ওইটার রেশ এইটাকে টপকাইয়া গেসে (এখনো কাটে নাই)
আমার কাছে ভিকি জাহেদ ভাইয়ের পরিচালিত পূনর্জন্ম (এককথায় বলা যায় বিজ্ঞানময়) নাটক টা অসাধারণ লেগেছে।