একশোর বেশি সিনেমা করেও মেলেনি সম্মান | থিয়েটারের কথায় চোখে জল ধীমান চক্রবর্তীর | Adda Station
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- ধীমান চক্রবর্তী। কাজ করেছেন প্রায় শতাধিক বাংলা ছবিতে। নাটকের সংখ্যা ১৫-র বেশি। তরুণ মজুমদার (Tarun Majumdar) থেকে শুরু করে তপন সিনহা(Tapan Sinha), রাজা সেনের (Raja Sen) মত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। দাদার কীর্তি (Dadar Kirti), দামু (Damu), সুবর্ণ গোলকের (Subarno Golok) মতো ছবিতে অভিনয় করেছেন। উৎপল দত্ত (Utpal Dutta), অনুপ কুমার (Anup Kumar), ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandyopadhay), জহর রায়ের (Jahar Roy) রঞ্জিত মল্লিক (Ranjit Mullick) বা তাপস পালের (Tapas Pal) সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ধীমানবাবু। রেডিওতেও (All India Radio) ছিল অবাধ বিচরণ। তবুও পছন্দের চরিত্র না পাওয়ার খেদ রয়ে গেছে মনের মধ্যে। ছাপোষা মধ্যবিত্ত জীবনজুড়ে রয়েছে অগাধ স্মৃতির ভাণ্ডার। বাংলা সিনেমার স্বর্ণযুগের স্মৃতির পাতা উল্টে উঠে এল উত্তমকুমার (Uttam KUmar), ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandyopadhay), জহর রায়ের (Jahar Roy) মত অভিনেতাদের প্রসঙ্গও। হারিয়ে যাওয়া থিয়েটার পাড়া সরকারিনা, রঙমহল, স্টার থিয়েটার, বিশ্বরূপা প্রফেশনাল থিয়েটারের কথা উঠতেই চোখে জল অভিনেতার। আজ আড্ডা স্টেশনের সাক্ষাৎকারে এসে তিনি জানালেন নিজের জীবনের নানান অভিজ্ঞতার কথা।
#addastation #entertainment #bengalicinema #viral #bhanubandopadhyay
#dhimanchakraborty #anupkumar #Bengalicinema #bengalimovies #entertainmentnews #bhanucomedy #bengalinatok #theatre #podcast #uttamkumar #interview
About Channel:
Adda Station is a regional entertainment based channel that provides you entertainment news, celebrity gossip stories, offbeat stories from West Bengal and all over India and World. Get the exciting celebrity interviews, offbeat interesting stories only on Adda Station.
Social Media Handles (আমাদের অন্যান্য হ্যান্ডেলগুলি):
Facebook: / addastationofficial
Instagram: / addastationofficial
Telegram : t.me/addastation
Koo : www.kooapp.com...
Threads:www.threads.ne...
Whatsapp Channel: whatsapp.com/c...
কি ভাবে কোন ভাষায় প্রকাশ করব এই প্রতিবেদন আমার কত ভালো লেগেছে। তাই বলি "প্রান ভরিয়ে দিশা হরিয়ে মোরে আরো আরো আরো আরো দাও"। প্রবীণ শিল্পী কে অনেক শুভেচ্ছা, সুন্দর পুরনো দিন গুলোর কথা মনে আনার জন্যে। এই প্রতিবেদনের প্রতিবেদক কে আমার ভীষণ ভালো লেগেছে।
আমি সোদপুরে থাকি ওনাকে রাস্তায় দেখতে পাই - এমন বড় অভিনেতা খুব সরল জীবন যাপন.খুব ভালো থাকবেন স্যার
উনি সোদপুর এর কোথায় থাকেন একটু বলবেন...??
@@deba1101মুরলীধর পল্লী। সুলেখার কাছে।
@@deba1101 Amarabati
No ta payajabe
খুবই ভালো লাগলো অতুলনীয়
Adda station কে ধন্যবাদ, এই মানুষ গুলো থেকে ওনাদের অভিজ্ঞতা আমাদের কাছে অমুল্য।
ধীমানদা যত বড় অভিনেতা ততই বড় পরিচালক। এবং অনেক অনেক বড় অভিনয় শিক্ষক। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওনাকে সে ভাবে ব্যবহার করা হয়নি। ধীমানদা আপনাকে শতকোটি প্রণাম। এখনো আপনি মঞ্চ ও বেতারে সদর্পে আছেন।আপনাকে ঈশ্বর এমনি রাখুন আরো কয়েক বছর
খুব ভাল উদ্যোগ। এই রকম আগের অভিনেতা দের নিয়ে আলোচনা।
দাদার কীর্তি তে ছিলেন।
ওনাকে নিয়ে কেউ কেন ভাবে না এত ভালো অভিনেতা উনি। টিভি তেও শো করতে পারেন।
আমার প্রণাম এই গুণীমানুষকে। আপনি দীর্ঘদিন সুস্থ থাকুন ও ভালো থাকবেন।
ভালো লাগলো এই ইন্টারভিউ টা। এই রকম শিল্পীদের তুলে ধরা টা খুব জরুরি।
খুবই ভাল লাগল, এই ইতিহাস
সশ্রদ্ধ প্রনাম নেবেন। আপনার অভিনীত একটি থিয়েটার মিনার্ভাতে 1991 সালে দেখেছিলাম। কি অনবদ্য অভিনয় আপনার। তখন আপনার অভিনয় দেখে খুব আনন্দ পেয়েছিলাম । পরে আপনার অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকতাম। কিন্তু কি দূর্ভাগ্য যে আপনার অভিনীত মূল চরিত্রে উল্লেখযোগ্য অভিনয়ে না পাওয়ার কষ্টটা থেকে গিয়েছিল। আজকে আপনাকে অনেকক্ষণ দেখে আমার সেই 1991 সালের ছাত্র জীবনের কথা মনে পরেগেলো। অনেক আনন্দ পেলাম । ভালো থাকবেন স্যার
আপনাকেও অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন
আমরা অনেক সৌভাগ্যবান যারা পাড়ার নাটকে ওনার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি।
আজ থেকে যত সম্ভব 40 বছর আগে তারকেশ্বরে উনি এসেছিলেন মহবিদ্যালয়ের মাঠে কি বিভ্রাট থিয়েটার করতে এসেছিলেন।যে চরিত্র উনি করেছিলেন সেটি শ্রদ্ধেয় রবি ঘোষের করার কথা ছিলো,কিন্তু কোনো কারণ বশত উনি আসতে পারেন নি।সেই চরিত্র টা ধীমান বাবু করেছিলেন।অসাধারণ অভিনেতা 🙏🙏🌹🙏🙏।
এনাদেরকে পুরস্কার না দিলেও চলবে। এখন টালিগঞ্জের অভিনয়ের জগতে সবাই মহানায়ক আর মহানায়িকা। জোর করে ধরে বেঁধে সবাই কে এই সব মহান পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। ভালো অভিনয় দিয়ে হইতো ১০ টা সিনেমাতেও অভিনয় করে নি কিন্তু মহানায়ক আর মহানায়িকার সম্মানে সম্মানিত হয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করছে অনেকে। পাগলের পাগলামী তে সব কিছুই সম্ভব।😊
ধীমানদা তোমার ইন্টারভিউ দেখে ভীষণ ভালো লাগল।তোমার মতো শিল্পীকে যে মানুষ মনে রেখেছে তাদের ধন্যবাদ জানাই।তোমার সঙ্গে কাজ করেছি বর্ধমান পাল্লা রোডে গরম ভাত ছবিতে।
আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম একজন অভিনেতার সাক্ষাৎকার নেওয়ার জন্য ❤️
আপনাকেও অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন
ধীমান চক্রবর্তীর আমার প্রায় 50 বছরের বন্ধু এখনো প্রতি মাসেই সোদপুর ক্লাবে আমাদের আড্ডা হয় দুরন্ত প্রাণোচ্ছল মানুষ 19:10
সেই সব দিন গুলি মিলিয়ে ফুরিয়ে কোথায় হারিয়ে গেল 🩵 চ্যানেলের দোরগোড়ায় এই প্রথম কড়ানেড়ে সাবস্ক্রাইব করা হল ।।
Darun laglo episode ta. Agekar diner shilpi, kato experience, kato bhalo kaaj korechhen kintu tao kato simple, down to earth. Ekhankar artist ra 2 to movie korei nijeder sob kichhu bhebe fele.
খুব ভালো উদ্যোগ এরকম আগের অভিনেতাদের দেখতে খুব ভালো লাগে তাদের কথা শুনতে খুব ভালো লাগে সন্ধ্যা রায় কে দেখাতে পারলে খুব ভালো হতো❤❤❤❤
খুব ভালো লাগলো। এমন ভাবে অনেক পুরোনো মানুষকে নিয়ে আসুন
Dheman Chakraborty sob bangla cholochitre hasshokutoker abhinoyer maddhome amader sabai ke
hasiye pete khil dhoriye diten.Aaj onar ei shakkhatkar er ei video dekhe ama sabai khubi anondito holam.
খুব ভালো লাগলো গো। আডডাতো জমিয়ে দিয়েছো গো,,, পঙ্কজ মুন্সী। ভালো থেকো।
খুব ভাল লাগল স্যার আপনার কমেন্ট দেখে। আপনিও ভালো থাকবেন। 🙏🙏🙏🙏
দামু ছবিতে অভিনয় খুব ভালো লেগেছে
bodon chand.. amaro khub bhalo legece... prothom jokhn Damur sathe dekha , sei scene ta amar sobche priyo...
Damu choritre Raghubir Yadab er voice ta sombhoboto uni i diyecchilen.
প্রসেনজিতের ওরা চারজন (১৯৮৮) ছবিতে দারুন অভিনয় করেছেন ধীমানবাবু
উনি আমার আপন মামাতো ভাই। অসাধারণ একজন মানুষ তার জন্য আমরা গর্বিত ❤❤
কিভাবে আপনার আপন মামাতো ভাই হলেন যদি একটু বুঝিয়ে বলেন pls.
মনে হয় মাকু ।@@soumyadebbal7366
Jihadi😂😂😂
উনার ছেলে মে পরিবারের কে কে করেন, কেমন আর্থিক অবস্থা একটু জানাবেন...
Onek din por Dhiman Sir ke dekhlam... Valo thakben Sir...
এই বয়সেও কত্ত প্রাণোচ্ছল 😊খুব ভালো থাকুন❤
শ্যার আপনি অনেক বছর বেঁচে থাকুন আপনাকে প্রনাম
ধীমান দার আলো সিনেমাতে সেই চালকুমড়ো টানার আওয়াজ আজও কানেবাজে।
দামু সিনেমায় আপনার অভিনয় স্মরণীয়❤❤।
Interviewer ও খুব সুন্দর। খুব সুন্দর ইন্টারভিউ নিলেন ❤️
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন
Ini khub valo abhineta chilen akhon ar anake dekha jai na
আপনারা একটা যুগের প্রতিনিধি।
কখনও দেখা হলে প্রণাম করব।
কারণ আমাদের ইচ্ছে করে আপনাদের পা ছুঁতে।🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
উনি খুব ভালো মানুষ,আমাদের পাড়ায় থাকেন।
ধীমানবাবু অনেক গুণী মানুষ সুস্থ থাকুন ভালো থাকুন....
বয়স কালে ধীমানবাবুর অনেক কিছু মনে না থাকাটাই স্বাভাবিক....
কিন্তু সঞ্চালিকা কি করে শাহজাহানের বোন ঘসেটি বেগম বলে ফেললেন সেটা খুব আশ্চর্য লাগলো..(ভিডিওটির ৩৪ মিনিটের মাথায় শুনতে পাবেন)...
আমার জানা ছিল ঘসেটি বেগম আলি বরদি খানের বড় কন্যা ছিলেন.....
যিনি পরবর্তীকালে সিরাজদৌলার পতনের ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন ছিলেন....
উনি আমার বন্ধু বিক্রম চক্রবর্তী র কাকা। ওনার সম্পর্কে জানতে পেরে আমার খুব ভালো লাগছে।
ধন্যবাদ। পাশে থাকবেন 😊
No ta deben
খুবই ভালো অভিনেতা উনি ভালো চরিত্র পান নি, যেটা করেছেন দাগর রেখে ছেন। ভালো থাকবেন।
আমরা চেষ্টা করছি এইসব গুনি মানুষ দের কথা আপনাদের সামনে তুলে আনার। সঙ্গে থাকবেন
খুব ভালো লাগলো।
এই রকম উদ্যোগ আরো হলে খুব ভালো লাগবে
Amra onake Laltuda bole daktam,eksomoy eki paray thaktam. Onar direction e paray natok hoto. Aj theke pray 35-40 yrs agey. Onake pronam, interviewer ke dhonnyobad.
🌟✨Gem type Interview. ...!! অনন্যসাধারণ একটি সাক্ষাতকার..সম্মান ও কুর্ণিশ 🌹💚
অনেক ধন্যবাদ। আরও নতুন ভিডিও আসছে সঙ্গে থাকবেন
এনাকে দেখলেই মনে পরে ছোটবেলাতে দেখা দামু সিনেমা।
খুব ভাল ইন্টারভিউ হয়েছে। ইন্টারভিউর না বলে আড্ডা বলাই উচিত।
অনেক না জানা কথা জানতে পারলাম।
গুণীমানুষজনের অনেক্সময়ে ভারিক্কি থাকে, কিন্তু গুণী মানুষের মধ্যে এমন রসিক মানুষ সত্যিই খুব বিরল। আমাদের শেখা উচিত কীভাবে কথা বলতে হয়।
খুব বড় মাপের অভিনেতা
দামু, দেবতা আজ ও ভুলতে পারি না
ইনারা হলেন স্বর্ণ যুগের শিল্পী| এই সময়কার শিল্পীদের মধ্যে সহবৎ ছিল| একজন অন্যজনকে সম্মান দিতে জানতেন| সেটা অভিনয় হোক কি গানে| আরেকটা ব্যাপার হল, এই সময়কার শিল্পীরা বর্তমান শিল্পীদের মতন কোনোরকম পয়সাকরি জমাতে জানতেন না| তবে আমার ব্যাক্তিগত মতামত হল যেকোনো শিল্পীকে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দিকে আসা উচিৎ| তাহলে তার নানানরকম অভিনয় ক্ষমতা দেখানোর সুযোগ থাকবে| আমি বলতে চাইছি টাইপড বা মার্কাযুক্ত শিল্পী হবার কারন থাকবে না| পরিচালকরা যে শিল্পী যে ধরনের অভিনয় করে তাকে সেই ভুমিকাতেই দেখতে চায়| তবে কিছুটা ব্যাতিক্রম অনুপকুমারের ক্ষেত্রে| উনি যেমন কৌতুক অভিনয় করেছেন আবার "পলাতক", "নিমন্ত্রন", "ঠগিনী", "নতুন জীবন" এর মতন সিরিয়াস অভিনয়ও করেছেন| মুম্বইয়ের অনেক অভিনেতা শিল্পী থেকে পরিচালকের ভুমিকা পালন করেন| দেবানন্দ, রাজকাপুর, কমলহাসান অনেকেই| আমাদের রবি ঘোষ অবশ্য করেছিলেন "নিধিরাম সর্দার" এর মতন ছবি| ধীমান চক্রবর্তী একজন ক্ষুরধার অভিনেতা| তার অভিনীত মঞ্চনাটক, সিনেমা ও রেডিও নাটক আমার দেখা ও শোনা আছে| উনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাই| উনার কুশল কামনা করি
অসাধারণ একজন অনেক অনেক বড় মাপের অভিনেত ❤❤❤❤❤❤❤❤❤
মন ভালো হয়ে গেল।
অসাধারণ অভিনেতা.......❤❤❤
Darun laglo
Pronam . Ona ke kach theke dekhechi ar Onek kichu sikhechi . Khub valo laglto
অনেক ধন্যবাদ। পাশে থাকবেন
Ki apurbo asadharan laglo apnader ei interview ta, se kotha bhasa e prakash korte parbo na. Onake amr swasradhyo 🙏 janai
অনেক ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকবেন
আপনার অভিনয় আমার ভালো লাগে কাকু অভিনয় করুণ ভালো থাকবেন
Beautiful interview. 🙏
Ei uddogk sadhubad janai silpik antarik srodhya o pronam janai sustha thakun valo thakun
Sotti kotha Bolte ki eisob kahini gulo dekhate dekhate khub imoshan hoye porechilam
দামু সিনেমায় ওনার অভিনয় দারুন 🙏🙏🙏
👍👍👍
Khub Sundor❤❤
অনেক ধন্যবাদ 😊
khub valo lagchhe.
ভীষণ ভালো লাগলো। ওনাকে প্রণাম।
অনেক ধন্যবাদ আপনাকেও
Khub sundor .
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন
কাকু আপনার অভিনয় আমার ভালো লাগে ভালো থাকবেন
Classic interview 🙏
Bah darun sakkhatkar sunlam ❤
DADA KE DAMU MOVIE TE KHUB VALO LEGECHILLO
বর্তমানে ধীমান বাবু তৃণমূলের সদস্য হলে হয়তো যোগ্য সন্মান পেতে পারেন।
Salute to Dhiman Babu.
❤❤❤❤❤❤❤❤❤
Ki sundor, Tobe damu nia kichui sunte pelam na
Great actor 🙏🙏
ধীমানদাকে প্রণাম।
অসাধারণ অভিনেতা উনি 🙏
সত্যি কথা
এত সুন্দর একটা ভিডিও ভিউ নেই। সবাই এখন ব্লগ আর সিরিয়াল এর পিছনে
Sodepur r onno tom ek jon protiva dhor manush.Khub sadharon bhabe thaken.
একদম তাই
erkom ero unknown actor ter video anun please ,video ti sundar hoeche
একদম করবো। সঙ্গে থাকবেন
খুব ভালো লাগলো ধন্যবাদ
আপনাকেও অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন
Sir apni valo thakun anande thakun sushto thakun🙏
কত পুরানো অভিনেতা ইনি। বেশির ভাগ সিনেমায় চাকর এর রোল পেতেন
আমরাও তো চাকরের অভিনয় করি চাকরি করার সুবাদে
ইনি তো চাকরের রোল পেয়েছেন, আপনি, আমরা তো তারও যোগ্য নই।
Ta thik bolechen @@goutamgoswami95
এটা কী ধরনের কথাবার্তা! ছিঃ!
খুব ভালো লাগলো
অনেক অনেক ধন্যবাদ
Valo uddog
অনেক ধন্যবাদ আপনাকেও। সঙ্গে থাকবেন
Enake prothom dekhi ekta telefilm-e... Manoj Mitrer songe.... Kak Pandit
ধীমান একসময় প্রচুর অভিনয় করেছেন
Shilpi Ke pronaam janai.
Dhiman da ke akhano producer ra nite paren
Apnake onek onek Pronam.
Very good actor.
একদমই তাই।
ভীষণ ভালো লাগলো। ওনাকে প্রণাম @@addastationofficial
Chayamay flim ihave seen
Mesomasai ami Babu Pranam neben
আমার সঙ্গে আগে ওনার প্রায়ই দেখা হতো। এখন কদিন দেখা হচ্ছে না।
হ্যাঁ উনি তো সোদপুরে থাকেন
খুবই
damu te chilen uni...............
👍👍👍
আচ্ছা উনাকে কি সিরিয়ালে চান্স দেওয়া যায় না?
সেই দিন কি আর আছে এখন সিরিয়াল এ কাস্টিং হয় অভিনয় পারা নিয়ে নয় ইনস্ট্রা ফলোয়ার দেখে
@@arpitachatterjee3726 আসলে কোন একটা পলিটিক্যাল পার্টির ছত্রছায়ায় থাকলে সব এমনিই হয়ে যায়।
INTERVIEW Ta Baro Hole Bhalo Hoto
🙂🙂
❤❤❤❤❤❤❤❤
💞💕❤️💗🇧🇩🇧🇩
Sodepur e thaken. Pray iii station e.. bank e dekhi. Lojja y kotha bolte hesitate hoy.
নমস্কার 😂
❤😂🎉😢😮😅😊 prathame betar natak,pare bangla chalachhitra avinayer abadaan anaswikarya.etai pramanita hoi kono madhyam noi avinaytai asaal.
❤😂🎉😢😮😅😊 prathame betar natak,pare bangla chalachhitre avinay karar abadaan anaswikarja.praman hoi etai je madhyam noi avinaytai asaal.
একদম ঠিক কথা বলেছেন মাধ্যম নয় অভিনয় টাই আসল।
এই যিনি interviews টা নিচ্ছেন তাঁর নাম টা কি জানা যাবে??
Or naam Roshni. Seriously boddo beshi shundori... Khub ekta eto shundor meye dekha jaye naa
Roshni sharma 🙂
@@jeetmoitra9800আপনার intention টা ঠিক বুঝলাম না।
Dhiman Babu kiman peyechen ?
Anek protibhar jar kono mullayan hai ni...R G KAR ,TALA
Perolei Theater PALA...
Cinema ta khub lide Roll Korea ni.
madam, apni e rokom purano maus der interview korun, eder kue to r khoje na,
একদম আমরা খোঁজ রাখবো। আপনারা সঙ্গে থাকবেন
Kono prosongo complete korchen na sanchalika .sobi in complete
সৌমিত্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে কোনো প্রশ্ন নেই কেন❓ তিনি অভিনয়ের সবদিকে ই ছিলেন। কবিতা লিখতেন।
🙏🙏🙏🙏🙏👌👌👌