এক রাতে এত বড় ক্ষতি হয়ে গেল আমার | Doyel Agro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 1K

  • @SUMONSHEIKH-p3w
    @SUMONSHEIKH-p3w ปีที่แล้ว +20

    আপনার পক্ষে যদি সম্ভব হয়। আপনার বাড়ি ও জমি চারদিকে ওয়াল দিয়ে বাউন্ডারি করা উচিত এতে আপনি অনেক বড় বড় বিপদের হাত থেকে রক্ষা পাবেন।

  • @fozlarabbi5280
    @fozlarabbi5280 ปีที่แล้ว +14

    ভাই বেশ কয়েকটি দেশি কুকুর বাড়িতে রাখিয়েন বেশি কিছু না ডেইলি সন্ধায় আর সকালে খাবাট দিয়েন কোন শিয়াল আজীবন ঢুকতে পারবে না আমার মুরগীর খামারের আশেপাশে ৭ টা কুকুর থাকে রাতে

  • @takiyasultana2289
    @takiyasultana2289 ปีที่แล้ว +37

    ভিডিওটা দেখে অনেক কষ্ট লাগলো ভাই যারা পশুপাখি পালে তারা জানে এদের জন্য নিজের সন্তানের মতো মায়া হয়। আর এতো গুলো হাঁসের বাচ্চা ও কবুতর গুলো একদিনে শেষ হয়ে গেল সত্যি খুব কষ্ট দায়ক ঘটনা। 😢😢😢😢

  • @md.srmasud640
    @md.srmasud640 ปีที่แล้ว +9

    হে আল্লাহ.....যিনি পশু পাখি গাছপালা কে এত ভালবাসেন তাকে আপনি সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন... ❤

  • @ishrajahanvlogs1907
    @ishrajahanvlogs1907 ปีที่แล้ว +117

    আজকের ভিডিও টা দেখে সত্যি খুব খারাপ লেগেছে।বিপদ আসলে চারদিক থেকে আসে।নিজের সন্তানের প্রতি যেমন মায়া লাগে। পোষা প্রাণীর প্রতি ও সেই রকম মাযা হয়। আর একটু সতর্ক অবলম্বন করতে হবে 😢।

    • @bapparaztalukdar9070
      @bapparaztalukdar9070 ปีที่แล้ว

      ​@@mdkayef1719
      আপনাকে বলার জন্য মাস্টার রাখছে নাকি🤔🤔🤔

    • @Md.AshrafAli-lj9vc
      @Md.AshrafAli-lj9vc ปีที่แล้ว

      Sad

    • @bapparaztalukdar9070
      @bapparaztalukdar9070 ปีที่แล้ว

      @@mdkayef1719 ধুর মিয়া পাগল এখন তো আপনার বানান ভুল হইছে 😡😡😡 উনি যেমন পারছে কমেন্ট করে তার মনের ভাব প্রকাশ করছে আপনি তাতে নাক গলান কেনো ২পাস হয়ে এমন ভাব নেন😏😏😏😏

    • @jonyjony1800
      @jonyjony1800 ปีที่แล้ว

    • @mohsinaprova7179
      @mohsinaprova7179 ปีที่แล้ว

      ​@@mdkayef1719ওনার তো একটা বানান ভুল আপনার তো ৪-৫টা বানান ভুল।আগে আপনি ঠিক করেন তাহলে।নাইলে মান ইজ্জত আপনারই যাবে। 😁

  • @WaresHadi
    @WaresHadi ปีที่แล้ว +98

    আসলেও মন খারাপ হওয়ার মত দুর্ঘটনা । ধৈর্য ধারন করেন। আল্লাহর উপর ভরসা রাখেন। সামনে বড় পুরস্কার আল্লাহ পাক দিবেন । ইনশাআল্লাহ।

  • @sportsupdatebd58
    @sportsupdatebd58 ปีที่แล้ว +12

    ভাই , দেশি কুকুর গুলো কে খাবার দিয়া বাড়ির আশে পাশে রাখুন দেশি কুকুর বাড়ির আশেপাশে থাকলে শিয়াল কম আসবে এটা হচ্ছে সব চেয়ে বড় সমাধান । আর প্লাষ্টিকের তার চেঞ্জ করে ফেলুন ।

  • @IsMail-o3u2l
    @IsMail-o3u2l ปีที่แล้ว +25

    আসসালামু আলাইকুম ভাই, দোয়া রইল যেভাবে মানুষের বিপদ আপদে সাহায্য করেন, আল্লাহ যেন আপনাকে সবসময় খারাপ সময় কাটিয়ে ভালো কিছু দেন।

  • @mismoklima1497
    @mismoklima1497 ปีที่แล้ว +64

    আহারে সব থেকে বড় কষ্ট লাগতেছে হাঁসের বাচ্চা গুলো কে খেয়ে ফেলছে মন খারাপ কইরেন না আল্লাহ আপনাকে এর থেকে আরও উত্তম কিছু দিবেন ইনশাআল্লাহ দোয়া রইল

  • @afsanamami175
    @afsanamami175 ปีที่แล้ว +23

    শিয়ালের তাণ্ডব দেখে অনেক কষ্ট পেলাম 😢😢

  • @mohammadohid3285
    @mohammadohid3285 ปีที่แล้ว +6

    এই জন্যই শেয়াল কে পন্ডিত ডাকা হয় শেয়াল পন্ডিত অনেক চালাক 😢

  • @sakibulislam4605
    @sakibulislam4605 ปีที่แล้ว +29

    খামারের নিরাপত্তার জন্য আরও কয়েকটি জার্মান শেফার্ড কুকুর নিয়ে আসেন । আল্লাহ সকল বিপদ থেকে আমাদের হেফাজত করুক।

  • @AfifaislamAmena-ji5jd
    @AfifaislamAmena-ji5jd ปีที่แล้ว +40

    দুঃখজনক ঘটনা। আল্লাহ আপনাদের বাড়িটাকে হেফাজত করুক।

  • @ahmedrobin210
    @ahmedrobin210 ปีที่แล้ว +9

    ভাইয়া রাতে আপনার কুকুর কে ছেড়ে দেন না কেন ?

  • @thepathofjannah2224
    @thepathofjannah2224 ปีที่แล้ว +4

    আপনার ভাই আর শিক্ষা হবেনা, যেখানে জানমালের নিরাপত্তা নাই সেখানে কিসের গ্রামীণ পরিবেশ ভাই 😢 পুরো বাড়ি উঁচু ওয়াল না করেও তো আপনি চাইলে 5 থেকে 6 ফিট উঁচু ওয়াল দিয়ে তার উপরে তারের বেড়া দিয়ে আটকে রাখতে পারেন তাহলে তো আর শিয়াল ঢুকতে পারেনা

  • @dhanshalik90
    @dhanshalik90 ปีที่แล้ว +19

    খুব কষ্ট লাগলো ভাই। আমার একটা বড় মোরগ কয়দিন আগে শেয়ালে খেয়ে ফেলাইছে। যাইহোক নিরাপত্তা বাড়ান ভাই।

  • @SaidulIslam-yk5jl
    @SaidulIslam-yk5jl ปีที่แล้ว +83

    থাম্বেল টা দেখে মনটা খারাপ হয়ে গেল. যাই হোক ভাই মন খারাপ করবেন না আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন. ❤❤❤আপনার পরিবারের সকল সদস্যের জন্য❤

  • @NazuAkter-cf8lr
    @NazuAkter-cf8lr ปีที่แล้ว +5

    শিয়াল ধরার ফাদ পাতা দরকার।যদি সম্ভব হয়।খুবই কষ্ট লাগল ভাই।আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক 😢😢😢

  • @ElizabethPromilasVlog
    @ElizabethPromilasVlog ปีที่แล้ว +7

    মানুষ যতো যা-ই বলুক না কেনো আপনার পোষা প্রানীদের প্রান রক্ষার্থে আপনার কুকুরের সংখ্যা বাড়াতে হবে,কারন দুটো কুকুরের পক্ষে সম্ভব হয়ে উঠেনা এতোগুলো শিয়ালকে তাড়ানো।অনেক খারাপ লাগলো কতোগুলো প্রান চলে গেলো।হয়তো এটা আপনার ভাগ্যে ছিলো, মনকে শক্ত করে আরো সচেতন হোন।

  • @mdsakibhasan1328
    @mdsakibhasan1328 ปีที่แล้ว +15

    ভাই ছোট মানুশ হয়ে একটা কথা বলি, প্লিজ কিছু মনে কইরেন্না।
    আপনার সব কিছুই আলহামদুলিল্লাহ ঠিকাছে, আপনি নামাজ কালাম টা শুরু করে দেন, আল্লাহ তায়ালা আপনাকে অনেক নিয়ামত দিছে আলহামদুলিল্লাহ, আর আল্লাহ তায়ালাও চাই যে আপনি তার এবাদত করুন, নাহলেতো এমন বিপদাপদ আসতেই থাকবে ভাই

    • @munnijaha7794
      @munnijaha7794 ปีที่แล้ว +6

      Vai uni namaz poren ki na seta ki apni janen??
      Camerar samne ashe niscoi kew namaz pore na..

  • @MariaNur799maria
    @MariaNur799maria ปีที่แล้ว +7

    ভাই আপনি বাড়ির চার পাস দেয়াল উঠায় দিবেন তাহলে ভালো হবে

  • @JahangirAlombeajoy
    @JahangirAlombeajoy ปีที่แล้ว +16

    ভাই আপনার সব ভিডিও দেখি অনেক ভাল লাগে,আপনি নিছ থেকে তিন ফুট ওয়াল করে পেলান আমার মনে হয় পরে এমন হবে না ইনশাআল্লাহ

  • @akram3820
    @akram3820 ปีที่แล้ว +6

    সারা রাত কি তান্ডব চালালো শিয়াল দেখি অনেক দুঃখ পেলাম।😭
    পাহারা দেওয়ার জন্য কুকুর পালা যাবে। কুকুর আরও একটা আনবেন ভাই দুইটা থাকলে তাদের ও ভালো লাগবে আপনার ও উপকার হবে!

  • @selimhawlader899
    @selimhawlader899 ปีที่แล้ว +5

    কুকুর গুলো যখন চিল্লাচিল্লি করছিল আপনি তখন কোথায় ছিলেন? এগুলো একটু খেয়াল করলেই হয়তো এতো বড় ক্ষতি হতো না 😢😢

  • @jfjosna412
    @jfjosna412 ปีที่แล้ว +4

    ভাই আপনার বাড়ির চারি পাশে জঙ্গলে ভরা,,এর জন্য‌ই এতো সমস্যা হয়,,

  • @mdmorshedkhan1000
    @mdmorshedkhan1000 ปีที่แล้ว +2

    ভাই একটা কাজ করেন খামারে চার দিক বেড়ার পাস দিয়ে কারেন দিয়ে রাখুন শুধু রাতের বেলা

  • @Bekar_Chemist_Labu
    @Bekar_Chemist_Labu ปีที่แล้ว +3

    আজকের ভিডিও টা দেখে সত্যিই মন খারাপ হয়ে গেছে ‼️পশুপাখি লালন পালন একটা সন্তান পালনের মতোই মায়া ভালোবাসা দিয়ে পালা হয়।😢

  • @story_teller_bd
    @story_teller_bd ปีที่แล้ว

    কুকুর অবশ্যই পালা যাবে কিন্তু তার পেছনে উদ্দেশ্য থাকতে হবে আর আপনি একটা না অনেকগুলোই পালতে পারবেন আপনার প্রয়োজনে

  • @mdjubairislamshawon5395
    @mdjubairislamshawon5395 ปีที่แล้ว +6

    😢খুব দুঃখজনক একটা ঘটনা, খামারের এবং বাড়ির আশপাশ দিয়ে ভাইয়া ভালো করে পরিষ্কার করলে ভালো হতো, এতে করে দুইটা উপকার হতো আপনার এক বাড়ি আশপাশে সাপের উপদ্র কমে যেত,এবং শিয়ালেরও আনাগোনা কমে যেত, যাই হোক ভাইয়া টেনশন করেন না, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে যে বিপদ দিয়েছে সে বিপদ থেকে অতি দ্রুত আবার আগের জায়গায় যেন পৌঁছাতে পারেন সেই দোয়া করি

  • @abdurrahim7136
    @abdurrahim7136 ปีที่แล้ว +2

    ভাই আমি মনে করি আপনার বাড়িটা পুরো বাউন্ডারি করা উচিত তাহলে আপনি এসব জিনিস থেকে রক্ষা পাবেন

  • @MdSobuj-ng2en
    @MdSobuj-ng2en ปีที่แล้ว +8

    খুব কষ্ট পেলাম ভাই ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আরো অনেক দেবেন 🤲

  • @Organicdeshibazar
    @Organicdeshibazar ปีที่แล้ว

    ভাই,
    ওই হাঁস এবং মুরগি, কবুতর যেগুলো মেরে ফেলে রেখেছে। সেগুলো একটু ফেড়ে তারপর ফোরাডন মিশিয়ে বাগানে রেখে দিন। তাহলে দেখবেন ওগুলো খেয়ে বাগানের যেখানে সেখানে শেয়াল মরে আছে। বিষয়টা পরীক্ষিত।
    ✌️✌️✌️✌️✌️✌️✌️✌️

  • @rizvisikdar8733
    @rizvisikdar8733 ปีที่แล้ว +4

    আল্লাহ ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুক আমিন 🌺🥀🌼

  • @alminashuva3149
    @alminashuva3149 ปีที่แล้ว +2

    কবুতর আর হাঁসগুলোর জন্য খারাপ লাগলো, শিয়ালের ঈদের দিন গেল,
    খামারের নিচ দিয়ে তিন চার ফুট দেয়াল করে দিলে ভালো হত।

  • @Jamaluddin20233
    @Jamaluddin20233 ปีที่แล้ว +14

    সালাম ভাই আপনার ব্লগ নিয়মিত দেখি, এই সব শিয়ালের থেকে বাছতে হলে টোপ ব‍্যবহারে দমন সম্ভব ।

  • @MollaShemul-ce8mz
    @MollaShemul-ce8mz ปีที่แล้ว +2

    ভাই ছয় মাস পরে টেম্পার নষ্ট হয়েছে এটা প্লাস্টিক রোদে টিকতে পারে না, আমরা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাগাই ❤🎉

  • @ahamedmukta6600
    @ahamedmukta6600 ปีที่แล้ว +5

    শিয়ালের অবস্থা দেখে আমার গায়ে কাটা দিয়ে দিলো।

  • @siraj-mahmud
    @siraj-mahmud ปีที่แล้ว +2

    জিই তার দিয়ে নিচে ৪-৫ ফিট করে দিয়ে দেন উপরে প্লাস্টিক থাকলে সমস্যা নাই

  • @AfsarulislamArisa
    @AfsarulislamArisa ปีที่แล้ว +10

    হাসের বাচ্চা গুলা অনেক কিউট ছিল

  • @PPCFindingStudio
    @PPCFindingStudio ปีที่แล้ว +8

    খুব দুঃখের বিষয়। কিছু বলার ভাষা নেই। তবে ভুল থেকেই শিক্ষা নিতে হবে। ভুল থাকলে তা সমাধান করে নতুনভাবে শুরু করেন। 😢

  • @NurNahar-y4d
    @NurNahar-y4d ปีที่แล้ว +3

    ভাই শিয়াল ধরার ও একটা ফাঁদ রাখা দরকার

  • @NTechNT
    @NTechNT ปีที่แล้ว +1

    বাসায় যখন থাকবেন না তখন ক্যামেরার এপ্স মোবাইল ইন্সটল করে মশন ডিটেকশন অন করে দিলেই বড় ধরনের বিপদ থেকে কিছুটা মুক্তি পেতেন

  • @tasrifalima1901
    @tasrifalima1901 ปีที่แล้ว +20

    আল্লাহ নামটা কতো মধুর ❤❤❤

  • @EliasbdShahalam
    @EliasbdShahalam ปีที่แล้ว +2

    চারপাশে পাচফুটের মতো লোহার নেট বানিয়ে দিন, তা সহজে ভাংতে পারবেনা,

  • @MdRubel-xl5vd
    @MdRubel-xl5vd ปีที่แล้ว +23

    আল্লাহ তাআলা সকল বিপদ থেকে আপনাদের হেফাযাত করুন।।

  • @imransarker6091
    @imransarker6091 ปีที่แล้ว

    ভাইজান( হাঁস, মুরগি এবং কবুতর) একসাথে পালন করলে কি রোগ ছড়ানোর ঝুঁকি থাকে বেশি? জানাবেন প্লিজ 🙏

  • @monjurul802
    @monjurul802 ปีที่แล้ว +3

    ভাই শোনেন ব্যবসা তখনই হালাল হবে যখন তাতে ক্ষতি থাকে। মন খারাপ করবেন না, আসবে যাবে এই দিয়েই জীবন যাপন।

  • @Foysal-Vai
    @Foysal-Vai ปีที่แล้ว +1

    আমার কিছু কবুতর আছে। সেই অভিজ্ঞতা থেকেই বলতেছি, এমন অবস্থায় কবুতর অনেক ভয় পেয়ে যায়। অনেক সময় কবুতর গুলো ভয়ে অন্য কোথাও চলে যায়।

  • @MizanurRahman-d6l8c
    @MizanurRahman-d6l8c ปีที่แล้ว +8

    আল্লাহ তায়ালা বিপদ আপদ থেকে ভালো রাখে

  • @asadahmed7059
    @asadahmed7059 ปีที่แล้ว +7

    খুব মর্মাহত ঘটনা া খুব খারাপ লাগলো ভিডিওটা দেখে া আল্লাহ আপনাকে ধৈর্য শক্তি দান করুন এবং সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন া আমিন

  • @ShafiqulIslam-gg1qe
    @ShafiqulIslam-gg1qe ปีที่แล้ว

    300 তাপ প্লেন রড দিয়ে নেট বানায় দেন পরে ভালো করে রং দিয়ে দিলে বৃষ্টির পানিতে তেমন নষ্ট হবে না সবকিছু সুরক্ষিত থাকবে

  • @shibbirvlogs9557
    @shibbirvlogs9557 ปีที่แล้ว +4

    অনেক দু:খজনক।
    আপনার হানি ছাড়া রাখার ব্যবস্থা করুন।

  • @MstMim-og7du
    @MstMim-og7du ปีที่แล้ว

    আমার অনেক কষ্ট লাগলো ঘুম চলে গেছে একটা কাল করেন ভাই যে মরা কবুতর আছে এটা মাঝে বিষ দেন শেয়াল খেয়ে মরবে😭😭😭😭😭😭

  • @TanjinaAkter-i5l
    @TanjinaAkter-i5l ปีที่แล้ว +15

    ভাইয়া মন খারাপ করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।

  • @mozahidislam2345
    @mozahidislam2345 ปีที่แล้ว

    সালাম ভাই আর একটা কাজ করতে পারেন আপনার ফারামে ছোট একটা কুকুর রাখতে পারেন এটা আস্তে আস্তে বড় করে দেশি কুকুর ফারামের জন্য বেটার হবে যাতে ফারামের সামনে থাকে

  • @dilwarhussain5471
    @dilwarhussain5471 ปีที่แล้ว +10

    অনেক দুঃখজনক ব্যাপার😢

  • @muinmia899
    @muinmia899 ปีที่แล้ว

    খামার টা সুন্দর ভাইয়া একটা পরম্প দেই নিচ থেকে একটা মানুষের মাজা পরজন্ত সমান করে দেয়াল করে তার উপর দিয়ে এই বেরা গুলো দিলে শেয়াল ঢুকতে পারে না
    আর খারাম গুলো ও অনেক মজবুত আর অনেক দিন পরজন্ত টিকে নষ্ট হয় না

  • @IsmailSorkar-o5u
    @IsmailSorkar-o5u ปีที่แล้ว +3

    আল্লাহ ভালো জানে মন খারাপ করবেন না।তারপরও একটু সাবধানে থাকবেন

  • @raselmunna2623
    @raselmunna2623 ปีที่แล้ว +2

    ভাই আপনি যে জিআই তারে যে বেড়ার কথা বলছেন ওই জিআই তারের বেড়া আমাদের যশোরে পাওয়া যায় পুরুষের পরিমাণে পাওয়া যায় বা যে এলাকায় পোল্টির খামার বেশি শৈশব এলাকায় ভালো পাওয়া যাবে তো আপনি যশোর এসে কিনে নিয়ে যান

  • @parveztusher8139
    @parveztusher8139 ปีที่แล้ว +5

    ভাই আপনার ভিডিও গুলা খুব ভালো লাগে। আপনার সকল ভিডিও দেখি। কিছুদিন আগে ইউটিউব এ একই রকম একটি ভিডিও দেখলাম। যদি পারেন ভাই এই নেট টা চেঞ্জ করে লোহার নেট দিয়ে দেন। ভালো থাকবেন ভাই। ❤❤

  • @sohel1248
    @sohel1248 ปีที่แล้ว +1

    🇧🇩🇧🇩🇧🇩❤️💛💚ইন্না-লিল্লাহি অইন্নাইলাহি রজিউন, বিপদে সবর করুন ভাই 🤣🤣🤣🤣🤣

  • @masumbillah33381
    @masumbillah33381 ปีที่แล้ว +5

    ভাই আপনার ভিডিও গুলা খুব ভালো লাগে। আপনার সকল ভিডিও দেখি

  • @hossain851
    @hossain851 ปีที่แล้ว

    আপনার বাড়ির চারদিকে যদি বাউন্ডারি থাকতো তাহলে তা না হলে বলতাম যে কুকুরটাকে রাতে ছেড়ে রাখতে বলতাম কারন একটা কুকুর পালার কারণটা হলো জানি তার খামারের জানি কোন ক্ষয়ক্ষতি না হয় এ কারণে একটা কুকুর পালা হয়। আজকে ভিডিওটা যতক্ষণ দেখছি ততক্ষণে মনটা খারাপ লাগছে😂😂

  • @smsahid8548
    @smsahid8548 ปีที่แล้ว +12

    Plastic coated nets are long lasting but not strong enough to protect from predators, should use metal net at least 3 ft from ground

  • @istyle5695
    @istyle5695 ปีที่แล้ว

    শেয়াল ধরার ফাদ বানান ভাই,২/১ টা ধরতে পারলে ভালো হবে😊

  • @anmoolhossain3180
    @anmoolhossain3180 ปีที่แล้ว +8

    আল্লাহ আপনাদের সব সময় হেফাজতে রাখুক। ভাই মন খারাপ করবেনা আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।।

  • @mdtaimurhossain5135
    @mdtaimurhossain5135 ปีที่แล้ว

    কাকুর পালা যাবে
    কোন নিষেধ নেই
    কিন্তু কুকুর ঘরে রাখা যাবে না
    সম্পদ রক্ষার জন্য কুকুর পালা যাবে কোন সমস্যা নেই।
    এমন কি পোষা কুকুর দিয়ে শিকার ধরাও যাবে।
    যদিও তা অন্য ক্ষেএে।

  • @mdsojon525
    @mdsojon525 ปีที่แล้ว +9

    দুঃখজনক ঘটনা

  • @lailasaila7751
    @lailasaila7751 ปีที่แล้ว

    আপনার খামারবাড়ির আশেপাশে গাছের পাশাপাশি জঙ্গল বেশি হয়েছে,, তো আপনি এক কাজ করতে পারেন, সীমানা প্রাচীর নির্মাণ করতে পারেন তাতে করে এই ধরনের দূর্ঘটনা নাও হতে পারে ❤❤

  • @mdnazmulhossenns
    @mdnazmulhossenns ปีที่แล้ว +6

    মনটা খুব খারাপ হয়ে গেল 😢😢😢😢

  • @bbdark9873
    @bbdark9873 ปีที่แล้ว

    ❤ ভাইয়া আপনার এই খামারের চারপাশে হাফ ওয়াল করে দিলে ভালো হবে আর দরজাটি লোহার করে দেন তাহলে শিয়াল আর ঢুকতে পারবে না❤
    ভালো লাগলে জিনিসটা ট্রাই করে দেখতে পারেন❤

  • @mdmasum8070
    @mdmasum8070 ปีที่แล้ว +5

    দুঃখ জনক বিষয় ভাই

  • @mdhashem9989
    @mdhashem9989 ปีที่แล้ว +1

    খুব দুঃখজনক একটা বিষয় মন খারাপ করবেন না সবাই আল্লাহর লীলাখেলা পুরা ভিডিওটা দেখার পরে আমার গা সিওরি উঠলো

  • @RoksanaAkter-c7t
    @RoksanaAkter-c7t ปีที่แล้ว +2

    আহারে চখের সামনে সে নিজের খতি দেখতে হতচ্ছে😢😢

  • @ArafatKhan-ix2nz
    @ArafatKhan-ix2nz ปีที่แล้ว

    রাতে বেড়ার সাইড দিয়ে আর্থিং দিতে পারেন আর নয়তো বেড়ার সাইড দিয়ে ৫ ফুট উচু করে মোটা জিয়াই তারের বেড়া দিয়ে তারপর প্লাস্টিকের নেট বেড়া দিতে পারেন

  • @maxih2877
    @maxih2877 ปีที่แล้ว +1

    কুকুর ঘরে রাখা এটা মানা আছে কিন্তু নিরাপত্তার জন্য বাড়ির বাইরে কুকুর রাখা যায়. আমাদের দেশের মুসলমান তো বুঝতে একটু বেশি বুঝে

  • @faysalmdfaysal8267
    @faysalmdfaysal8267 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম সালাম ভাই কেরকম আছেন আশাকরি ভালো আছেন ভাইয়া আপনার কবুতরের ঘরের চার দিগে তিন ফিট ইটের গাতনি করেদেন তাহলে আর কোন ভয় থাকবেনা 😭😭😭😭😭

  • @uzzalhossainmunnah2947
    @uzzalhossainmunnah2947 ปีที่แล้ว +1

    দেশী কুকুরগুলো কে বেশি করে খাবার খাইতে দেন,দেখবেন কুকুরগুলো আপনার বাড়ির পাহাড়ায় কাজ করবে।

  • @shakilmd1071
    @shakilmd1071 ปีที่แล้ว

    শিয়াল মামা যে কত চালাক তা আজকে দেখলাম ভাই😅😅😢

  • @SultanaArzuVlogs
    @SultanaArzuVlogs ปีที่แล้ว

    ব্যাপার টা দুঃখ জনক😢
    ভাই এই নেট দিয়ে হাস মুরগি রাখা যায়না,,আপনি তারের নেট ব্যাবহার করুন।

  • @AbdulMannan-cf1rr
    @AbdulMannan-cf1rr ปีที่แล้ว +1

    ভাই আপনার হানিকে ছেরে রাখতে হবে, না হলে শিয়াল খুব চতুর একসাথে পাচ সাতটা এসে হানিকেই খেয়ে ফেলবে কোন ভাবেই হানিকে বাদা ঠিক হবে না

  • @rakibhasan3121
    @rakibhasan3121 ปีที่แล้ว

    খাচার নিচের অংশ টিনের বেরা উপরে নেট থাকলে ভালো হতো। তাহলে এঘটনা ঘটতো না

  • @Jamstop1
    @Jamstop1 ปีที่แล้ว +1

    ভাই কারেন জাল দিয়ে দেন। যে দিক থেকে আসে আর যেই দিকে দৌড়ে পালায় ঐ দিকে দিতে হবে।তবে দিনে সব রেডি করে রাত ১১ টায় বসাতে হবে।

  • @romjanali7392
    @romjanali7392 ปีที่แล้ว +1

    ভাই আপনাকে একটা কথা বলি
    আপনি শিয়াল ধরার ফাঁদ তৈরী করে আনেন?

  • @kazisumon9038
    @kazisumon9038 ปีที่แล้ว +1

    নবাবপুর সব পাওয়া যায়, আপনি ইঞ্জিনিয়ার হয়ে এই ভুল মানা যায় না। খুবই কষ্ট লাগে।

  • @mdmafirimi
    @mdmafirimi ปีที่แล้ว

    ভাই আপনি নিচের তিন ফিট টিন দিয়ে বেড়া দিয়ে দেন তাহলে আর শিয়াল ডুকতে পারবে না ভাইয়া।।। আপনার ভিডিও সবসময় ভালো লাগে

  • @ShamimaSultanaShammi-kr6cr
    @ShamimaSultanaShammi-kr6cr ปีที่แล้ว

    আমারও একবারে 10 টা কবুতরের মাথা ভেঙে ফেলছে আবার ছয়টা কবুতরের একই কাজ করছে। কাঠ দিয়ে চারপাশে প্রটেকশন না দিলে আবারো বারবার একই কাজ করবে সাবধান ভাইয়া আমি অভিজ্ঞতা থেকে বলছি।

  • @nabilraz19
    @nabilraz19 ปีที่แล้ว +1

    ভাই বাড়ির চারিপাশ পরিষ্কার করে রাখুন তাহলে শেয়ালের উপদ্রব কম হবে।

  • @MansuraRahmanvlog
    @MansuraRahmanvlog ปีที่แล้ว

    আজকের ভিডিও দেখে অনেক মনটাতে কষ্ট পেলাম এই ঘরের চার পাসে সাত বা আট হাত উঁচু করে ওয়াল করে দিয়েন ভাই 😢😢😢তাতে আমার মনে হয় ভালো হবে😞😞

  • @mifthaholljannat
    @mifthaholljannat ปีที่แล้ว

    আমাদের এলাকায় এখন আর হাঁস 🦆 মুরগি 🐓কবুতর🕊️ কোনো কিছু পালতে পারতাছে না ইঁদুরের ভয়ে 🐭 অনেক বড় বড় ইঁদুর অনেক দুঃখ জনক বিষয় 😢

  • @mozahidislam2345
    @mozahidislam2345 ปีที่แล้ว

    ছালাম ভাই আপনার কেমেরা গুলো নোটিফিকেশন করেন যাতে কেউ আসলে আপনার মোবাইলে এসএমএস আসে

  • @Beautifulnuturebyrubel
    @Beautifulnuturebyrubel ปีที่แล้ว

    পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ এবাদত। আল্লাহ তার বান্দাদের কখনো ভুলে না

  • @shohana8418
    @shohana8418 ปีที่แล้ว

    Vay boundary korle ki problem solved hobe😢😢😢 khub kharap laglo

  • @hfvc6504
    @hfvc6504 ปีที่แล้ว

    মন খারাপ করার কিছু নাই আল্লাহ ভরসা।।। কুকুর আর চার-পাঁচটা প্রয়োজন

  • @sojibsojib4593
    @sojibsojib4593 ปีที่แล้ว

    Ak sathe ato gula haser baccha khye fello khub e kosto lagloo😢😢😢😢😢😢

  • @droydabu1999
    @droydabu1999 ปีที่แล้ว

    ভাইয়া আপনি আপনার হাস ও কবুতরের ঘরের বেড়াটা প্লাস্টিকের ম্যাস এর পরিবর্তে ওয়ারম্যাস দিয়ে দেন। বাজারে বিভিন্ন গেজের কিনতে পাওয়া, কিন্তু আপনি ১৮গেজর ওয়ারম্যাস দিয়ে এবং ফ্রেমিংটা লোহার এঙ্গেল দিয়ে বেড়াটা দেন আশা করছি সমাধান পাবেন। ❤

    • @droydabu1999
      @droydabu1999 ปีที่แล้ว

      পারলে ১৪ বা ১৬ গেজের ওয়ারম্যাস ব্যাবহার করলে আরও ভালো হয়

  • @sharminaktharrina2709
    @sharminaktharrina2709 8 หลายเดือนก่อน

    আপনার পরিবারের কথা নিজের নিরাপত্তা এবং খামারের সবাইকে নিরাপদে রাখার জন্য দেয়াল দিয়ে চারপাশে বাউন্ডারি দিয়ে দেন।এটাই সবচেয়ে বেশি ভালো হবে।মানুষের জীবনে শত্রুর মতো শত্রুু হলে একজনই যথেষ্ট। আললাহ আপনাদের সুস্থ রাখুন নিরাপদে রাখুন।আমিন।আসসালামু আলাইকুম।

  • @ARMANKHAN-kx2yb
    @ARMANKHAN-kx2yb ปีที่แล้ว

    সালাম ভাই আপনি কবুতরের ঘরের চারদিক দিয়ে তিন ফিট দেয়াল দিয়ে তার বাহির দিকে একেবারে দেয়াল গেসে নেট লাগিয়ে নেন ভালো হবে,দরকার হলে ঠোকার রাস্তাও উচা করে দিন। আর বাজারে ওয়াটারপ্রুফ নেট পাওয়া যায় যেগুলো ভিজলেও নস্ট হয় না ঝংও দরে না।

  • @mdshahjamalkhondoker6584
    @mdshahjamalkhondoker6584 ปีที่แล้ว

    খামারের চারদিকে জিয়া তার দিয়ে ইলেইট্রিক শক দিয়ে রাতের বেলা রাখুন তাতে শিয়াল আর ঢুকতে পারবে না।

  • @mhteachingOrg
    @mhteachingOrg ปีที่แล้ว

    পরের দিন কি শিয়াল ধরতে পারছিলেন ভাই??