ওয়াসওয়াসা রোগ : লক্ষণ ও প্রতিকার

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024
  • ওয়াসওয়াসা রোগে আক্রান্ত হওয়ার লক্ষন
    -----------
    ১. কারণে-অকারণে সর্বদা চিন্তিত থাকা। মাথায় বিক্ষিপ্ত চিন্তা ঘোরাঘুরি করার কারণে দৈনন্দিন কাজ, সালাত, ইবাদত, যিকির, তিলাওয়াত ইত্যাদিতে মনোযোগ দিতে না পারা।
    ২. হঠাৎ আচার-আচরণ পরিবর্তন হওয়া, এক ধরনের উদাস ভাব চলে আসা, কোন কিছুই ভালো না লাগা।
    ৩. ওযু-গোসল অথবা নামাজের বিশুদ্ধতা নিয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকা। বারবার মনে হওয়া, আমার ওযু ঠিকমতো হচ্ছে না, গোসল ভালোমত হয়নি। কিংবা নামাজের দোয়া-কালাম ঠিকমত হচ্ছে না।
    ৪. পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা পরনের কাপড় নিয়ে অতিরিক্ত চিন্তা করা।
    ৫. টয়লেট বা গোসলখানায় অপ্রয়োজনে অতিরিক্ত সময় ব্যয় করা।
    ৬. ওযু-গোসল বা শৌচকর্মে সময় এক অঙ্গ বারবার ধোয়া, এরপরেও তৃপ্ত হতে না পারা।
    ৭. বারবার মনে হওয়া ওযু ভেঙ্গে যাচ্ছে, অথবা প্রসাবের ফোঁটা পড়ছে, অথবা সবসময় মনে হওয়া বায়ু বের হয়ে যাচ্ছে। বিশেষতঃ নামাজের সময় এই অনুভূতি হওয়া, কিন্তু নিশ্চিত হতে না পারা।
    ৮. মুরব্বি, উস্তায বা বয়োজ্যেষ্ঠদের সামনে বসলে অথবা বড়দের সাথে কথা বলতে লাগলে মনে হওয়া যে, ভেতর থেকে কেউ বেয়াদবির জন্য উস্কে দিচ্ছে।
    ৯. আল্লাহ তা’আলা, রাসুল ﷺ অথবা ইসলামের ব্যাপারে বারবার মাথায় অবমাননাকর চিন্তা আসা।
    ১০. এরকম মনে হওয়া যে, কানের কাছে কেউ ফিসফিস করেছে “আপনি কুফরি করছেন বা কাফির হয়ে যাচ্ছেন”।
    ১১. মাঝেমাঝে কোন অদ্ভুত শব্দ বা কণ্ঠ শুনতে পাওয়া, কারো সাথে এটা নিয়ে আলোচনা করলে ভাবে, আপনি প্যারানয়েড বা পাগল হয়ে যাচ্ছেন!
    ১২. নামাজের রাকাত ভুলে যাওয়া, কিংবা অন্য আরকানগুলোর ব্যাপারে দ্বিধায় ভোগা। যেমন, সাজদাহ একটা দিয়েছেন না দুইটা দিয়েছেন সন্দেহ লাগা। আর এমন প্রায়শই ঘটতে থাকা।
    ১৩. রুকু সাজদা দীর্ঘায়িত করতে না পারা, জলদি উঠে যাওয়া। অবস্থা গুরুতর হলে নামাজে রুকু-সাজদা সময় মনের মধ্যে বিভিন্ন অশ্লীল ছবি কিংবা দেবদেবীর মুর্তি ভেসে ওঠে।
    ১৪. প্রিয় মানুষদের নিয়ে বাজে স্বপ্ন দেখা।
    ১৫. স্বপ্নে নোংরা, ময়লা, পায়খানা ইত্যাদি দেখা।
    ওয়াসওয়াসা সমস্যা বেশিদিন পুরনো হয়ে গেলে বা বেড়ে গেলে এটা বিভিন্ন মানসিক অথবা শারীরিক রোগে আক্রান্ত হওয়ার কারণ হয়। যার মাঝে প্রসাবের ইনফেকশন এবং শুচিবায়ু বা অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (OCD) অন্যতম।
    --------
    সংক্ষিপ্ত পরামর্শ (বিস্তারিত ভিডিওর মাঝে আলোচনা হয়েছে)
    --------
    ওয়াসওয়াসা রোগের জন্য রুকইয়া:
    ১. এই দোয়াটি বেশি বেশি পড়া। প্রতি নামাজের আগে-পরে, অন্যন্য ইবাদতের সময়, কোন গুনাহের জন্য ওয়াসওয়াসা অনুভব করলে এটা পড়া -
    . أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ، مِنْ غَضَبِهٖ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ، وَأَنْ يَّحْضُرُوْنِ .
    2. ঈমান নিয়ে সংশয় উদিত হলে পড়া (সুরা হাদীদ, আয়াত নং ৩)
    هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ ۖ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيْم
    [এছাড়া "আমানতু বিল্লাহ বলা" এবং "সুরা ইখলাস পড়ার" কথাও বর্ণিত হয়েছে] .
    3. আয়াতুল হারক (আযাব এবং জাহান্নাম সংক্রান্ত আয়াত) বেশি বেশি তিলাওয়াত করা অথবা প্রতিদিন এসবের তিলাওয়াত শোনা। ( অডিও ডাউনলোড লিংক www.ruqyahbd.org/download । পিডিএফ ডাউনলোড লিংক www.ruqyahbd.org/pdf ) .
    4. নাপাক থেকে বেচে থাকা, বিশেষত প্রসাবের ছিটা থেকে বাচা। যথাসম্ভব সর্বদা ওযু অবস্থায় থাকা। .
    5. পুরুষ হলে জামাআতের সাথে নামাজ পড়া, মুত্তাকী লোকদের সাথে উঠাবসা করা। .
    6. সকাল-সন্ধ্যায় ও ঘুমের আগের আমলগুলো গুরুত্বের সাথে করা। টয়লেটে প্রবেশের দোয়া পড়া। .
    7. আল্লাহর কাছে দোয়া করতে থাকা। যথাসম্ভবত ওয়াসওয়াসা পাত্তা না দেয়া; ইগনোর করা, এমনকি মুখে বিরক্তির ভাবও প্রকাশ না করা। .
    8. নামাজে ওয়াসওয়াসা হলে বামে হালকা করে ৩বার থুতু ফালানো। (মিসিং পয়েন্ট) আর রাকাত ভুলে গেলে- মনে থাকা কম সংখ্যাটা ধরে, এরপর প্রতি রাকাতে আত্তাহিয়্যাতু পড়া, আর নামাজের শেষে সাহু সাজদা দেয়া। .
    9. সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস - ৩বার করে। এরপর শুধু সুরা নাস অনেক বার (৭বার/৩৩বার/আরও বেশি) পড়ে পানি আর অলিভ অয়েলে ফুঁ দেয়া। এরপর সুস্থতার নিয়াতে প্রতিদিন ২-৩ বেলা এই পানি পান করা। মাথায় এবং বুকে অলিভ অয়েল ব্যবহার করা .
    ১০. বদনজর বা জিনের সমস্যা থাকলে সে অনুযায়ী রুকইয়াহ করা।
    ------------------
    Related Tags:
    জাদুমন্ত্র, শয়তান, শুচিবাই, ওসিডি, Obsessive Compulsive Disorder, OCD, ডিপ্রেশন, ইলুমিনাতি, ফ্রিম্যাসন, ওয়াসওয়াসা, রাকাত ভুলে গেলে, ওযু নিয়ে সন্দেহ, নামাজের সমস্যা, নাস্তিকদের জবাব, খারাপ স্বপ্ন দেখলে, জ্বিনের আসর, বাতাস লাগা, চিকিৎসা, শয়তান পুজা, অভিশাপ, আত্মা।

ความคิดเห็น • 115

  • @sk.sadmanratuladrito7104
    @sk.sadmanratuladrito7104 4 ปีที่แล้ว +33

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকেই দিশেহারা হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার কাছে সাহায্য চেয়েছি, এবং সবথেকে অবাককর ব্যাপার এইটা একটু আগেই আমার সামনে আসলো, বিস্তারিত।

  • @mohammedrakibulmohammedrak4865
    @mohammedrakibulmohammedrak4865 2 ปีที่แล้ว +5

    আল্লাহ তুমি এইসব রোগ হ্মমা করে দাও আমিন

  • @abdullaalrifat2232
    @abdullaalrifat2232 3 ปีที่แล้ว +1

    আল্লাহ মাফ কর সব মিলে যাচ্ছে😑অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য এই আলোচনা।

  • @fatemajannatbristy2018
    @fatemajannatbristy2018 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum vaiya
    Onk onk pereshanite chilam.
    Video ta onk important. Amr jonno khub e upokari . Onk onk Sukriya
    Jajakallah khairan 🥰❤❤

  • @MDYEASIN20206
    @MDYEASIN20206 3 ปีที่แล้ว +4

    আসসালামু আলাইকুম
    আমি ওয়াসওয়াসায় আক্রান্ত। ইনশাআল্লাহ আপনাদের মাসনুন দোয়া গুলো অনুসরণ করব। আপনাদের সাউন্ড কোয়ালিটি আরো ভালো করবেন ধন্যবাদ।

    • @looser2209
      @looser2209 3 ปีที่แล้ว

      vai apner obosta kmn

  • @mdrubelhossain1485
    @mdrubelhossain1485 3 ปีที่แล้ว +10

    প্রিয় শায়েখ আমি ২০০৮থেকে ওয়াস-ওয়াসার সমস্যায় ভুগতেছি!মেডিকেল ট্রিটমেন্ট ও নিয়েছি কোন সমাধান পাই নাই।
    ২৮বছর বয়স একমাত্র এই ওয়াস-ওয়াসার সমস্যার কারণে লাইফে এখনও কিছুই করতে পারি নাই।
    আপনার আলোচনার মাধ্যেমে যেন নতুন করে আশার আলো দেখতে পেলাম।

    • @Akib-r2l
      @Akib-r2l 3 ปีที่แล้ว

      অাপনি সুস্থ?

    • @ampc6096
      @ampc6096 3 ปีที่แล้ว

      amin

    • @hackingadda3398
      @hackingadda3398 3 ปีที่แล้ว

      ভাই এখন কি অবস্থা আপনার।

    • @azeezulhosain3218
      @azeezulhosain3218 3 ปีที่แล้ว

      আমি ২০০৬ থেকে এই রোগে ভুগছি,,আমার জীবনের অনেক বড় বড় জিনিস হারিয়ে ফেলছি এর কারণে শুধু ধর্মের ক্ষেত্রে নয় দুনিয়ার ক্ষেত্রেও আমার এই সমস্যা হয়

  • @halimasvlog2048
    @halimasvlog2048 3 ปีที่แล้ว

    Ei rokom kichu kujcilam Alhamdulillah ....
    Ami ei rog e akranto Allah amk sushtho ta Dan korun ...

  • @abdullahboshir1615
    @abdullahboshir1615 3 ปีที่แล้ว +3

    ভাই, এই সমস্যাটা আমি আজ অনেক দিন ধরে ভুগতেছিলাম। আজ এর সমাধান পেলাম। আপনাকে কি বলে কৃতজ্ঞতা জানাবো বুঝতেছি না।

  • @monirhasan7613
    @monirhasan7613 4 ปีที่แล้ว +3

    আসসালামু আলাইকুম ভাই।
    বার বার যাদুকরতেই আছে, যাদুকরের প্রতি অভিশাপের অডিও শুনি,, তারপরও করতেই আছে । শরিলটা অনেক ব্যাথা হয়ে যায় । এবং মুখের ভাষাও খারাপ হয়ে গেছে

  • @khokonmiya5960
    @khokonmiya5960 ปีที่แล้ว

    আমার ক্ষেত্রে তাই হয়ছে।

  • @sathisultana2752
    @sathisultana2752 3 ปีที่แล้ว +1

    ভাইয়া আমার ছোট্ট এবটা বাচ্ছা আছে আমি ওর ও ঠিকমত দেখাশুনা করতে পারি না এই সমস্ত চিন্তায় সারাক্ষন আমার মাথার ভিতরে গুরতে থাকে প্লিজ ভাইয়া আমাকে একটা দয় করেন আপনাদের বাছে ভিক্ষা চাচ্ছি

  • @saadkibria6080
    @saadkibria6080 4 ปีที่แล้ว +3

    আসসালামু আলাইকুম ।
    আমার মনে হয় দুইটি বিষইয়ে পরিবর্তন দরকার -
    ১। সাউন্ড সিস্টেম আরো ভালো হলে ভালো হয় এবং
    ২। কথা আরেকটু ধীর-স্থিরভাবে বললে ভালো হয় ।

  • @taslimahoque8038
    @taslimahoque8038 3 ปีที่แล้ว +3

    আমার আট বছরের বাচ্চা মেয়ের এই একিই সমস্যা। বাচ্চাটা খুব কান্নাকাটি করে যে এটা ভেবে ওর গুনাহ হয়ে যাচ্ছে। ও যানে যে আল্লাহ্ আছেন কিন্তু আবার মনের অজান্তেই বাজে চিন্তা আসছে শুধু নামাজ পড়তে গেলে না সবসময় এই সমস্যাটা হইচ্ছে কী যে করবো কিছুই বুজতে পারছিনা।

    • @smilequeen7556
      @smilequeen7556 3 ปีที่แล้ว

      Same api tumar Moto amro. 19 din dhore aitase asob chinta ase onk karapp lage bala hoi na keno

    • @dawwah3901
      @dawwah3901 2 ปีที่แล้ว

      Eta ocd....ami 2 bosor theke akranto

    • @sadiasultana2580
      @sadiasultana2580 5 หลายเดือนก่อน

      Amr thoo 9 yrs dhorea waswasa rogiiii

  • @farzanaakter6758
    @farzanaakter6758 4 ปีที่แล้ว +1

    jajakallah

  • @aloneanjel1591
    @aloneanjel1591 4 ปีที่แล้ว +3

    Vai ami khub e bipoder modde aci jodi possible hoi amake aktu help korun. Sorasori rukiya treatment kore arokom kno hujur jodi thake tahole amake kindly aktu janaben. Amar je problem ta asole self rukiya possible na😥😥😥😥

    • @ThewayofAlmightyAllah
      @ThewayofAlmightyAllah 4 ปีที่แล้ว +3

      Assalamu Alikum Wa Rahmatullahe
      Wa Baralatuhu
      You Are Absolutely Right
      Only Self Ruqyah is not
      Perfect treatment

    • @aloneanjel1591
      @aloneanjel1591 4 ปีที่แล้ว

      @@ThewayofAlmightyAllah olaikum assalam orohmatullah.apni ki arokom kono hujurer address janen jini rukiya treatment kore 😌😌

    • @hoorejannat8430
      @hoorejannat8430 4 ปีที่แล้ว

      Same here

  • @simajerin1229
    @simajerin1229 2 ปีที่แล้ว

    Amr boyosh 18 Ami waswasa Roger last porjaye Achi nijer Iman k onk sokto korsi Ami jar manbona amr Mone kono kharap kisu ney amr niyoj poriskar kintu shoytan amr mathay ATO kharap chinta deyje Ami sojjo Korte parina Allahr nam dhore dakte thaki zikr kori AMR ar sojjo hoitesena shamne amr HSC porikka porai Mon dite partesina 😭😭

    • @sayemhossen3648
      @sayemhossen3648 ปีที่แล้ว

      একদম সেম অবস্তা ভাই আমার আর আপনার একদম কি যে বলবো খুবই হতাশাজনক অবস্তা হয়েগেছে আমার অনেক সমাধান খুজার পর বুঝলাম এটা শয়তানের ওয়াসওয়াসা

    • @looser2209
      @looser2209 ปีที่แล้ว

      @@sayemhossen3648 kiccu na aigola help lagle boilen

    • @saonKhan-f6f
      @saonKhan-f6f 10 หลายเดือนก่อน

      Ki help bai amr lagbe​@@looser2209

  • @fairooznabilahahana9648
    @fairooznabilahahana9648 2 ปีที่แล้ว

    জাজাকাল্লাহ

  • @MokulHosen-sv5om
    @MokulHosen-sv5om 5 หลายเดือนก่อน +2

    হযরত৷ রুকাইয়া কিতাবের লেখক৷কি আপনি৷ আব্দুল্লাহ আল মাহমুদ৷

  • @sishahadat8900
    @sishahadat8900 4 ปีที่แล้ว +3

    আসসালামু আলাইকুম, ভাইয়া অামি যদি পড়তে বসি, অামি মুখে পড়রে ও অামার মাথায় অন্য বিষয় ঘুরে।এর জন্য কি করার?

    • @simajerin1229
      @simajerin1229 2 ปีที่แล้ว

      Same vaiya amr mathay ATO kharap chinta dey jah sojjo korar motona 😭😭amr shamne hsc porai Mon bostesena

  • @kamrulislam12
    @kamrulislam12 2 ปีที่แล้ว

    ALLAH HUMMAGFIRILI WALIWA LIDAYAYA WALIL MUMININA WALL MUMINNAT WALL MUSLIMINA WALL MUSLIMAAT.

  • @MstTohura-x8n
    @MstTohura-x8n 2 หลายเดือนก่อน

    🎉🎉

  • @therealbeautyofislam8399
    @therealbeautyofislam8399 2 ปีที่แล้ว

    Bhai amar akta somossa ase ami apnk personaly bolte chaiii please reply. Allah r jonno

  • @zulekhakhan7749
    @zulekhakhan7749 ปีที่แล้ว

    ai doya gulo kothai pabo..?

  • @DrTania-tg5oi
    @DrTania-tg5oi 3 ปีที่แล้ว

    dua gula banglae uccaron soho den plz..

  • @mdnayiemkhan5423
    @mdnayiemkhan5423 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @mdmizhbahasanmizhba6030
    @mdmizhbahasanmizhba6030 3 ปีที่แล้ว +1

    Vai ami Help koren plz plz amr portek din amon kno din nai je Allah ar somporke khrp cinta dhormo kuran nobi sudu ai shob nia ashe ar mner moddho jno juddho hoi amon hoi mathai onk cap pore betha kore abr amon hoi jno Allah ar voi cole jacce Allah ar je akta dik ta jno mushe jacce,,, mne hoi iman noshto hocce kina ai shob hoi onk ceshta kori sorate parsi na sara din amon hoi namaj pori koto ceshta kori bame thutu dai ishtagfar pori dua kori tar poreo abr hoi abr ashe,,, akhon to amon hoiise jno iman ta jno sudu ai shob sondaho ashe,,,, otosho ami icca krito kori na ar ami kno din ai shob icca vbio ni,,,, amni te ashe ar sorate cai pari na,,, onk jontro na hoi ami ki soitan Poth vroshto korse,,,,, 😭😭😭

    • @ঈমানআনয়নকরুন
      @ঈমানআনয়নকরুন 3 ปีที่แล้ว

      এক ই সমস্যা ভাই।
      আপনি কি ভালো হতে পারছেন

    • @আততাওহীদ
      @আততাওহীদ 2 ปีที่แล้ว

      ওয়াসওসার রুকইয়ার অডিও শুনবেন ইন শা আল্লাহ

  • @sangedaferdaus341
    @sangedaferdaus341 4 ปีที่แล้ว

    Assalamu alaikum Bhai
    Amar 1ta proshno chilo.
    👉amar porichito 1bon er husband ooni drug ney..but regular ney na. Monthly 3/4 bar ney.
    👉Namaz porte o chay na..amar oi bon dua durud porey fu diley birokto hoy.
    👉Onek osthir thake.
    👉Olpo tei Mejaj gorom kore.
    👉Onar Husband bolse ooni je drug ney aitar jonne ooni guilty feel kore tai ooni bhalo hoite chay kintu pare na.
    👉Ooni English movie onek dekhe..
    👉Amar bon apnader page theke 1bar waswasa jonne gosol koraise ebong aro ja ja chilo shob e korse..
    Kono kisui to hoy nai.
    Bhai answer diley Khub upokrito hobo.
    Allah e bhalo janen shob kisu
    Jazakallahu khairan
    👉👉

  • @AlAmin-py8nm
    @AlAmin-py8nm 3 ปีที่แล้ว +2

    আমার শুদু মনে হয় আমার নামাজ হচ্ছে নাকি হচ্ছে না ওসওয়াসা সমস্যাটা আমকে খুবি৷ কষ্ট দিচ্ছে৷ মাজে মাজে মনে হযটসব ছেড়ে দিতে এ সমস্যা থেকে বাচার কোন৷ পাওয়াফুল দোয়া আছে কি?

  • @Akib-r2l
    @Akib-r2l 3 ปีที่แล้ว +2

    অামার পড়তে বসলেই কেন পড়বো।কেন ভালো কাজ করবে ইত্যাদি চিন্তা অাসে এবং মাথার বাম পাশ গরম হয়ে যায়,মাথার ভেতর যন্ত্রণা শুরু হয়।অাপাতত কম দোয়া করার কারণে তবে এটা কিসের সমস্যা জানতে চাচ্ছিলাম

    • @papermansworld8791
      @papermansworld8791 2 ปีที่แล้ว

      উত্তর পাইছেন?

    • @Akib-r2l
      @Akib-r2l 2 ปีที่แล้ว

      @@papermansworld8791 sharirik kisu somossa silo

    • @papermansworld8791
      @papermansworld8791 2 ปีที่แล้ว

      @@Akib-r2l আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন?

    • @mohammadtahsin2673
      @mohammadtahsin2673 3 หลายเดือนก่อน

      Apu apanr ki matah bija biaj lage ni.mone hocc jeno rokto jacc😢

  • @szjulie2k
    @szjulie2k 3 ปีที่แล้ว +1

    Prosab korar por bar bar gosol kori, ber ber mone hoy prosab Gaye leege ache, tai soap diye ber ber gosol kori Namazer Ag aa. Ami boro ekta waswasay achi. Ber ber gosol korar jonno Amar thanda o lege jacchi, ber ber mone hoy Ami napak achi, ber ber towel sute dei, under pant proti namaze bodlai.please amake poramorso den Ami Kub somossay achi.

    • @saroarhossain4773
      @saroarhossain4773 3 ปีที่แล้ว

      যখন আপনার এগুলো মাথায়আসে তখন। আপনি গুসোল করবেন না। একিন রাখবেন আপনি পাক

    • @bestmusic282
      @bestmusic282 ปีที่แล้ว

      Apni ki maye na chele meye plz number ta dibe ami akjon maye manush

  • @sathisultana2752
    @sathisultana2752 3 ปีที่แล้ว

    ''আস্সালামু আলাইকুম '' ভাইয়া আমি আজকে দুই বছর এই রোগে ভুগতাছি আমার সব কিচু ঠিক থাকে কিন্তু আমার মাথঅর ভিতরে শুধু গুরতে থাকি এই পৃথীবি কিভবে সৃষ্টি হইছে আমরা কিভাবে সৃষ্টি হলাম কিভাবে চলাপেরা করি কিভাবে কথা বলি আল্লাহ্ নবি ভাবনা সারাক্ষন মাথার ভিতরে গুরতে থাকে '' ভাই আমি কিভাকে মুক্তি পাবো আমাকে একটু দয়া করে বলেন কিভাবে এই হতাশ থেকে মুক্তি পাবো আমানতুবিল্লাহ্ ও পড়ি সুরার আয়াত ও পড়ি তবুও আমি মন থেকে দুর করতে পারিনা ভাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি আমাকে একটু দয়া করেন ''

    • @looser2209
      @looser2209 3 ปีที่แล้ว +1

      phone number den

    • @abdurrahim-kn6sd
      @abdurrahim-kn6sd ปีที่แล้ว

      @@looser2209 ভাই আমাকে সাহায্য করুন আপনি?

    • @saidulsaidul1608
      @saidulsaidul1608 ปีที่แล้ว

      আমারও সব কিছু ঠিক আছে শুধু এইটাই সমস্যা

  • @abubokkorsiddik5499
    @abubokkorsiddik5499 2 ปีที่แล้ว

    Nutun notun dine ase Jara Tara na...puraton der o dhore

  • @colvola8742
    @colvola8742 2 ปีที่แล้ว

    আমার সবসময়ই ওয়াসওয়াসা আসে ও ছুটি ছবি চোখেভাসে। যখন আমি ওয়াসওয়াসার প্রতি মনোযোগ দেই ঠিক তখনই আমার ঘুম আসে। এটা আমার পড়াশোনা করার সময় বেশি হয় । আমার সামনে এসএসসি পরীক্ষা। আমি কিছু পড়তে পারছি না। এর প্রতিকার কি

    • @takifaraf
      @takifaraf ปีที่แล้ว

      😋😋😋😋😋😋❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😋😋😋😋😋😋😋😋😋😋

  • @mdmotalebmdahnaf9235
    @mdmotalebmdahnaf9235 4 ปีที่แล้ว +3

    Amr koyek mash dhore allah r nam a kharap kumontrona dicche amonki shirok korte cay.akhon ami ki korbo osustho hoye jacchi.plz aktu help korun amke hujur..

    • @md.almamunpappu4586
      @md.almamunpappu4586 3 ปีที่แล้ว

      ভাই আপনার সাথে আমারও মিল আছে আমারও আপনার মতো চিন্তা আসে

    • @md.almamunpappu4586
      @md.almamunpappu4586 3 ปีที่แล้ว

      mdmotaleb mdahnaf ভাই আপনার ওয়াসওয়াসা কতদিন ধরে আসছে?

    • @alexanik2628
      @alexanik2628 3 ปีที่แล้ว

      ভাই আমার একঐ প্রলেম

    • @alexanik2628
      @alexanik2628 3 ปีที่แล้ว

      ভাই আপনার সাথে একটু কথা আছে, দয়া করে আপনার Facebook দিয়া যাবে?

    • @mdsikder3853
      @mdsikder3853 3 ปีที่แล้ว

      drive.google.com/file/d/16ZEkyG59sX7w8aU9cjrjFSUHN6Ymjt0Z/view?usp=drivesdk
      doya kore porben pdf ta....Allah r oshesh rohomote kivabe ey shomoshsha theke ber hoyechi ta ekhane ullekh korechi...

  • @tarinchowdhury2375
    @tarinchowdhury2375 2 ปีที่แล้ว

    Huzur ami wasawasa rug er jonno Quran tilawat korte parte sinah...plz amake help korun...amr mone oy ami Quran er prista ekta pele gesi....ekon ami ki korbo...😭😭😭😭😭😭😭😭😭huzur ami suicide korar iccha hocche

  • @jajaJaja-b6q
    @jajaJaja-b6q 9 หลายเดือนก่อน

    ভাই আমার কল্পনার শক্তি অনেক বেড়ে গেছে। ভাই আমার পরিবারে সকলকে নিয়ে এবং মসজিদ কাবা নবী আল্লাহ নিয়ে এবং চিন্তা আসে মুখে বলার মত না আর আর একটা নামাজে দেখায় বড় বড় কাফের যারা অনেক আগে ধ্বংস হয়ে গেছে তাদের নাকি সিজদাহ্ দিয়ে ফেলতেছি ভাই দয়া করে এর থেকে বাচার একটা উপায় বইলে। ভাই কমেন্ট এর রিপ্লাই দিয়েন

    • @RuqyahBD
      @RuqyahBD  9 หลายเดือนก่อน

      ফলো করুন ruqyahbd.org/blog/383/waswasa-treatment

  • @najmunnahar4006
    @najmunnahar4006 4 ปีที่แล้ว

    Namajer moddhe tutu felle namaj ki vangbe na?

    • @SaifulIslam-br6fi
      @SaifulIslam-br6fi 4 ปีที่แล้ว

      না ভাংবে না। আর এই থুকু এমন হবে যাতে তো শ্লোস্মা বা ভেজাভাব থাকবে না। জাস্ট থুথু ফেলার এক্ট করতে হবে হাওয়ার মধ্যে

    • @najmunnahar4006
      @najmunnahar4006 4 ปีที่แล้ว

      @@SaifulIslam-br6fi jazakallah brother.

  • @fazlurrahaman8356
    @fazlurrahaman8356 4 ปีที่แล้ว +1

    Mone r ulta kotha asle j ayat porte hoy sate valo kore Esposito vabe 1 video jodi banan

  • @emelectricalsolution7019
    @emelectricalsolution7019 3 ปีที่แล้ว

    আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই

  • @nayanmia4014
    @nayanmia4014 3 ปีที่แล้ว +1

    যারা প্রস্রাব করে পানি ব্যবহার করে না তাদের কাপড়ে তো প্রস্রাব লাগে, তো তারা যদি কোথাও বসে তাহলে সেখানে বসা যাবে কি??

    • @istiakbinnasir344
      @istiakbinnasir344 3 ปีที่แล้ว

      হ্যা ভাই!অবশ্যই!একজন বিজ্ঞ মুফতির থেকে জেনে নিন!

  • @MDYEASIN20206
    @MDYEASIN20206 3 ปีที่แล้ว +2

    আপনাদের কথাগুলো আরো ধীর স্থীর স্পষ্ট করে কথা বলবেন।

    • @bijoyerchetona
      @bijoyerchetona 3 ปีที่แล้ว

      সব যায়গায় ভুল ধরা ঠিক না ভাই,,, না বুঝলে এড়িয়ে চলেন,,, বুঝলে আমল করেন

    • @easyengineeringeducation
      @easyengineeringeducation หลายเดือนก่อน

      তার যেমন লেগেছে সেটা বলেছে তাতে কি সমস্যা হয়েছে​@@bijoyerchetona

  • @mazedabegum991
    @mazedabegum991 4 ปีที่แล้ว

    Vai sentarer thikanata chi.

  • @ajsiddique3389
    @ajsiddique3389 2 ปีที่แล้ว

    Vai apnar number ta jodi diten

  • @sumaiyaislam2149
    @sumaiyaislam2149 3 ปีที่แล้ว

    সেত্য রোগরে প্রতিকার যদি বলতেন

  • @hackingadda3398
    @hackingadda3398 3 ปีที่แล้ว

    আরে আমি তো নাপাক থেকে নামাজ পড়তে চলে যাই। মনেই থাকেনা।

  • @ab928
    @ab928 4 ปีที่แล้ว +1

    ভাই সাউন্ড এত খারাপ কেনো ??

  • @Fatema0133
    @Fatema0133 4 ปีที่แล้ว +2

    এগুলো হলে কি সুস্থ হবা সম্ভব?
    কিভাবে সুস্থ হবো!

    • @Fatema0133
      @Fatema0133 4 ปีที่แล้ว

      আপনাদের সেন্টার কথায়?

  • @abusufian6606
    @abusufian6606 3 ปีที่แล้ว +3

    আমি কখনো কসম দিতে চাইনা কিন্তু আমার মন জোর করেই কসম দেয়
    আমার না চাইতেও আমার মন এটা করে
    আমি কি করবো
    আমার মন শুধু বলে আমি এটা ছুয়ে বলছি এটা করবোনা আবার বলে এটা ছুয়ে বলছি এটা করবোনা, দয়া plzআমাকে সাহায্য করুন,আমি মনে হয় পাগল হয়ে যাবো😢😢

    • @copypaste1577
      @copypaste1577 3 ปีที่แล้ว

      কসম দিলে সেটা পূরণ করতে না পারলে কাফফারা দিতে হয়।কাফফারা বলতে ১০ জন মিছকিন কে ভালো খাওয়ানোকে বুঝায়।তা করার সামর্থ্য যদি না থাকে তাহলে ৩ টি রোজা রাখবেন।আল্লাহ তায়ালা অর্থহীন কসমের জন্য কখনো পাকরাও করবে না।কিন্তু সজ্ঞানে কসম দিলে তার জন্য অবশ্যই পাকরাও করবে।আল্লাহ তায়ালা বলেন,হে মুমিনগণ! তোমরা কেন তা বল যা তোমরা করতে পারবে না!।আল্লাহ তায়ালার প্রতি ভয় রাখুন।রোজা রেখে নিজের নফ্স কে শাস্তি দিন।ইনশাআল্লাহ আল্লাহ ঠিক করে দিবেন।

    • @abusufian6606
      @abusufian6606 3 ปีที่แล้ว

      @@copypaste1577 এগুলো তো আমার ইচ্ছার বিপরীতে আমি তো কখনোই দিতে চাই না আমার মন একা একাই বলে ফেলে,তবুও কি রোজা রাখতে হবে

    • @copypaste1577
      @copypaste1577 3 ปีที่แล้ว

      ভাই এখানে আপনি রোজাকে শাস্তি হিসেবে দেখতে পারেন।আপনার অজান্তে হোক বা শয়তানের কাজ হোক বা নফসের কারসাজি হোক আল্লাহ চাইলে রোজা সব কিছুই দমন করতে পারবে।মানুষ তো নিজের মনকে কন্ট্রোল করার জন্য কতো কিছুই না করে।আপনি না হয় রোজা ই রাখলেন।আল্লাহ আপনার প্রতি সহায় হোক এই কামনা ই করি।😊

    • @abusufian6606
      @abusufian6606 3 ปีที่แล้ว

      @@copypaste1577 জাঝাকআল্লাহ ভাই

    • @abusufian6606
      @abusufian6606 3 ปีที่แล้ว

      @@copypaste1577 ভাইয়া আরেকটা প্রশ্ন, গাছ পালা,মাটি, পানি, ইট,পাথর,বই, খাতা ইত্যাদি এগুলা ছুয়ে বললেও কি কাফ্ফারা দিতে হবে? দয়া করে উত্তরটা দিবেন plz

  • @khajamarufahmed562
    @khajamarufahmed562 3 ปีที่แล้ว

    ভাই মনে সব সময় সেক্সুয়াল চিন্তা উদয় হয়। সব সময় চিন্তা হয় আমি কারো সাথে সেক্স করছি। সেটা অনুভবও হয় শরীরে। তওবা করতে না করতেই আবার চিন্তা উদয় হয়। অনেক চেষ্টা করেও মন থেকে কুচিন্তা দূর করতে পারছিনা। দীন ইসলাম এর শানে বেয়াদবি করার জন্য কেউ যেন ভেতর থেকে তাড়না দিতে থাকে। কবর জিয়ারত করতে গেলে কিংবা অনেক সময় নামাজে দাঁড়ালে এত প্রসাবের বেগ আসে যে স্থির থাকতে পারি না কিন্তু নামাজ বা কবর জিয়ারত ছাড়লেই বেগ উধাও হয়ে যায়। এর সমাধান কি? কোন রুকিয়াহ্ আছে কি?

    • @RuqyahBD
      @RuqyahBD  3 ปีที่แล้ว +2

      আপনার জিনের সমস্যা আছে নাকি একটু চেক করে দেখেন। জিন সিরিজ ব্লগে আছে সেখানে বিস্তারিত পাবেন ruqyahbd.org/

  • @hmtravellers4523
    @hmtravellers4523 3 ปีที่แล้ว

    আপনার মন্তব্য সঠিক না ।

  • @farzanaakter6758
    @farzanaakter6758 4 ปีที่แล้ว +1

    jajakallah