কিশোরগঞ্জ-Nikli/Mithamain Day_Tour।নিকলি।মিঠামইন হাওড় ভ্রমণ২৪।অস্টগ্রাম।ইটনা।ছাতির চড়TravelwithMS।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • একদিনের ভ্রমণে ঢাকার আশে পাশে কিশোরগঞ্জের নিকলী- মিঠামইন হাওড় চমৎকার একটি গন্তব্য। বর্ষা মৌসুমে হাওড়ের পানিতে গা ভাসাতে ঘুরে আস্তে পারেন। ঢাকা টু কিশোরগঞ্জের যাতায়াত / জলসিরি নামক বাস সকাল ৫টা থেকে সন্ধ্যা ৭/৩০ পর্যন্ত ছেড়ে যায়। ট্রেনে বুধবার ব্যতিত প্রতিদিন সকাল ৭ টায় এগার সিন্ধু দিয়ে যেতে পারবেন। সব চেয়ে ভাল নিজের কোন পরিবহনে যেতে পারলে। আল্পনা করা রাস্তা আর দু পাশে পানি এককথায় অসাধারণ।

ความคิดเห็น • 34

  • @shapnablog8825
    @shapnablog8825 หลายเดือนก่อน +2

    আমারও খুব যাওয়ার ইচ্ছা আমি নতুন চ্যানেল খুলেছি সেখানে গিয়ে ব্লক ভিডিও বানাবো

    • @merajsharker1208
      @merajsharker1208  หลายเดือนก่อน

      অবশ্যই। ইনশাআল্লাহ যাবেন আরো সুন্দরভাবে আমাদের দেশ কে উপস্থাপন করবেন।আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

  • @TheRashad770
    @TheRashad770 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগলো। এখন দেইখা মনে হইতাসে না গিয়া আনন্দ ভ্রমণটা মিস করলাম।

    • @merajsharker1208
      @merajsharker1208  หลายเดือนก่อน

      Thanks for give the support.. ❤️❤️🥰

  • @user-wn3zv6mu6h
    @user-wn3zv6mu6h หลายเดือนก่อน +3

    নৌকার মাঝির নাম্বার দেওয়া যাবে ভাই

    • @merajsharker1208
      @merajsharker1208  หลายเดือนก่อน

      +880 18 9747 2834
      কামাল ভাই।

  • @BABA-qh2ow
    @BABA-qh2ow หลายเดือนก่อน +1

    ছবি উঠা বেশ জায়গায় নাম বলবেন। । এবং গুরুত্বপূর্ণ বিষয় কি আছে জানাবেন

    • @merajsharker1208
      @merajsharker1208  หลายเดือนก่อน

      দুঃখির আপনার প্রশ্ন টা ঠিক বুজে উঠতে পারি নি।দয়া করে বিষয় টা পুনরায় বলুন।

    • @BABA-qh2ow
      @BABA-qh2ow หลายเดือนก่อน

      ছবি উঠার জন্য সুন্দর কোন জায়গা আছে ঐই খানে

    • @merajsharker1208
      @merajsharker1208  หลายเดือนก่อน

      গ্রামীণ প্রকৃতি আর সুন্দর আল্পনা করা রাস্তার দু পাশে পানি। মিঠামইন, অস্টগ্রাম রোড, সাবেক মহামান্য রাস্ট্রপতির বাড়ি সহ সুন্দর জায়গা রয়েছে সেখানে ছবি তুলতে পারবেন।

  • @tripidea8879
    @tripidea8879 หลายเดือนก่อน +1

    Informative.

  • @mixerbd1570
    @mixerbd1570 หลายเดือนก่อน +1

    Wow❤

  • @user-zu5gg6op8t
    @user-zu5gg6op8t 26 วันที่ผ่านมา +1

    আপনি কোত্থেকে এইখানে গেছেন?
    আর আপনার এখানে ঘুরে আসছে কতক্ষণ সময় আর কি রকম খরচা লেগেছে তা একটু বলবেন।।

    • @merajsharker1208
      @merajsharker1208  26 วันที่ผ่านมา

      ধন্যবাদ। আমরা নারায়ণগঞ্জ থেকে গিয়েছিলাম। সকাল ৭/৩০ মদনপুর বাস স্ট্যান্ড থেকে রওনা হয়ে ১২ টার দিকে নিকলি পৌছাই। শুক্রবার হওয়ার সেখানে পৌছে জুম্মা আদায় করে দুপুরের খাবার শেষ করে ট্রলার নিয়ে সেখানে সারাদিন ঘুরে সন্ধায় বাসায় উদ্দেশ্যে রওনা দিই। রাত্র ১১/৩০ টার মধ্যে বাসায় পৌছাই। যেহেতু আমরা বাইকে গিয়েছিলাম, সং্খ্যায় বেশি থাকার কারনে যাত্রাপথে যেতে আসতে কিছুটা সময় বেশি লেগেছে। জেনে রাখা ভালো অইখানে ভ্রমণের জন্য হাতে কমপক্ষে ৫/৬ ঘন্টা রাখুন। সম্ভব হলে নিজস্ব পরিবহনে যাবেন। আর সন্ধ্যার আগে অইখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করবেন।

  • @ayeshalipisvlog7673
    @ayeshalipisvlog7673 หลายเดือนก่อน +1

    দারুন হয়েছে

    • @merajsharker1208
      @merajsharker1208  หลายเดือนก่อน

      ধন্যবাদ ❤🥰❤️🥰

  • @user-lb7zu5nu9o
    @user-lb7zu5nu9o หลายเดือนก่อน +1

    Bike niye ki jete deina(mithamoin)?I mean troler e bike tula jayna?

    • @merajsharker1208
      @merajsharker1208  หลายเดือนก่อน

      হ্যা ভাইয়া বাইক নিয়ে ও যাওয়া যায়।

  • @mdsolayman4289
    @mdsolayman4289 หลายเดือนก่อน +1

    চমৎকার

  • @Mahfuz-j6n
    @Mahfuz-j6n หลายเดือนก่อน +1

    ভাইয়া আমরা বাইক নিয়ে যেতে চাচ্ছি বাইক ট্রলার উঠালে বাইকের জন্য এক্সট্রা টাকা দিতে হবে আর আপনারা কি বাইক নিয়ে ট্রলারে উঠেছিলেন

    • @merajsharker1208
      @merajsharker1208  หลายเดือนก่อน

      @@Mahfuz-j6n ভাইয়া বাইক নিয়া যেতে পারবেন। বাইক প্রতি ৫০০-১০০০ টাকা আপ ডাউন ভাড়া নিয়ে থাকে বোটে।অবশ্যই দরদাম করে নিবেন।

  • @sharminvlog2497
    @sharminvlog2497 หลายเดือนก่อน +1

    নিকলি থেকে গাড়ি নিয়ে সরাসরি মিঠামইন যাওয়া যাবে না

    • @merajsharker1208
      @merajsharker1208  หลายเดือนก่อน

      না। নিকলি থেকে সরাসরি মিঠামইন যাওয়ার রাস্তা নাই।বোট বা ট্রলার দিয়ে যেতে হবে।

  • @mdateur5181
    @mdateur5181 หลายเดือนก่อน +1

    ১২ জনে বোট ভারা কত হতে পারে

    • @merajsharker1208
      @merajsharker1208  หลายเดือนก่อน +1

      শুক্রবার ও অন্যান্য সরকারী ছুটির দিন গুলো তে ভাড়া বেশি হবে। বাকি দিন গুলো তে ১২ জনের জন্য ২-৩০০০ হাজার এর মধ্যেই আপ ডাউন রিজার্ভ বোট পেয়ে যাবেন। দরদাম করতে ভুলবেন না।

    • @mdateur5181
      @mdateur5181 หลายเดือนก่อน

      @@merajsharker1208 ছাতিরচর যাওয়া যায় ভাই

    • @merajsharker1208
      @merajsharker1208  หลายเดือนก่อน

      হ্যা ভাই। গোসল টা চাইলে সেখানেই করে নিতে পারবেন।

  • @zannatulferdoussumi8669
    @zannatulferdoussumi8669 หลายเดือนก่อน +1

    একদিনের ট্যুরে রিলাক্স বা বিশ্রামের জন্য কোন রেস্ট হাউস পাওয়া যাবে? যেখানে বাচ্চাকাচ্চা নিয়ে গেলে একটু চেঞ্জ হওয়া যায় ।

    • @merajsharker1208
      @merajsharker1208  หลายเดือนก่อน

      পেয়ে যাবেন তবে মান মোটামুটি মানের। আর নাইট স্টে করতে চাইলে প্রেসিডেন্ট স্যুট নামক রিসোর্ট বুকিং করতে পারেন।

  • @surujahmed3657
    @surujahmed3657 หลายเดือนก่อน +1

    কবে গিয়েছিলেন ভাই?