কাস্বাবটু‌লি মস‌জিদ||কসাইটু‌লি জা‌মে মস‌জিদ|চি‌নির টুকরা জা‌মে মস‌জিদ|চি‌নি টিকরী মস‌জিদ@Tothefcous

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • কসাইটু‌লি জ‌মে মস‌জিদ। ঢাকায় যে মস‌জি‌দে জ্বী‌নেরা দল‌বে‌ধে নামাজ প‌ড়ে।কাস্বাবটু‌লি জা‌মে মস‌জিদ‪@ToTheFocus‬
    পুরান ঢাকার কসাইটুলির কে পি ঘোষ রোডে মসজিদটির অবস্থান। সামনের অংশে লেখা আছে ‘কাস্বাবটুলি জামে মসজিদ’। তবে এলাকাবাসীর মুখে মুখে নাম হয়ে গেছে ‘চিনির টুকরা মসজিদ’। চিনির টুকরা মসজিদ নাম হলো কেন? কসাইটুলির বাসিন্দারা বললেন, মসজিদের গায়ে চিনামাটির সাদা টুকরাগুলো দেখতে চিনির দানার মতো। স্থানীয় বাসিন্দারা তাই এ নামেই মসজিদটিকে ডাকেন। হিজরি ১৩৩৮ সনে তৈরি মসজিদটির বয়স ইতিম‌ধ্যে ১০০ বছর পেরিয়েছে। এশিয়াটিক সোসাইটি প্রকাশিত ঢাকা কোষ থেকে জানা যায়, জনৈক ব্যবসায়ী আবদুল বারি এটি তৈরি করেন। আয়তকার কাস্বাবটুলি জামে মসজিদের ছাদে তিনটি গম্বুজ। চার কোনায় চারটি বুরুজ মাথা উঁচু করে দাঁড়িয়ে। গম্বুজ আর বুরুজগুলোর মাথায় পদ্মফুলের নকশা করা তির। ছাদের চারদিক ঘিরে আছে অনেকগুলো টারেট, যা মসজিদের নকশাকে আরও জমকালো করে তুলেছে। তবে মসজিদটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ‘চিনিটিকরির কারুকাজ’। ভেতর-বাইরের দেয়ালে চিনিটিকরি পদ্ধতির মোজাইকে নকশা করা। চিনামাটির ভাঙা টুকরা আর রঙিন কাচ দিয়ে গোলাপের ঝাড়, আঙুরের থোকা, ফুলদানির ছবি ফুটে উঠেছে মসজিদের দেয়ালে-খিলানে। ভেতরের মিহরাব (কিবলামুখী কুলুঙ্গি) ও এর আশপাশের নকশা সবচেয়ে রঙিন ও জমকালো।
    একতলা মূল মসজিদটি প্রায় দুই কাঠা জমির ওপর দাঁড়িয়ে। পরে পেছনে তিনতলা পর্যন্ত এর সম্প্রসারণ হয়েছে। কসাইটুলি পঞ্চায়েত ও মসজিদ কমিটি মিলে এ মসজিদের দেখভাল করে। স্থানীয় লোকমু‌খে প্রচ‌লিত যে এই মস‌জিদ নিয়‌মিত জ্বীনরা নামাজ প‌ড়েন । স্থানীয়রা অ‌নেকেই না‌কি জ্বীন‌দের নামাজ পড়‌তে দে‌খে‌ছেন। চি‌নি টিকরী মস‌জিদ‌টির সা‌বেক মুয়াজ্জীন এর সা‌থে আলাপ ক‌রেও জানা যায় এর সত‌্যতা।
    -----------------------
    জীন ও মানুষ একসাথে নামাজ পরে এই মসজিদে, Qassabtuly Mosque Old dhaka, kasabtoli mosque, qassabtuly mosque, Jean Mosque, old mosque in the world, old mosque, beautiful mosque, dhaka mosque, chinir mosque, কাস্বাবটুলি মসজিদ, কাস্বাবটুলি জামে মসজিদ, কসাইটুলি চিনির টুকরা মসজিদ, ঐতিহাসিক মসজিদ, চিনির টুকরা মসজিদ, ঢাকার শতবর্ষী চিনির টুকরা মসজিদ, জ্বিন মসজিদ, old dhaka, old maszid, maszid,ঢাকার শতবর্ষী চিনির টুকরা মসজিদ, Qassabtuly Jam-e-Masjid, কাস্বাবটুলী জামে মসজিদ, চিনিটিকরি, Jean Mosque, chinir mosque, kasabtoli mosque, qassabtuly mosque, beautiful mosque, tara mosque, star mosque, dhaka mosque, bangladesh mosque, qassabtuly, mosque in bangladesh, baitul mukarram mosque, beautiful mosques, famous mosque, oassabtuly masjid, old dhaka mosque, historical mosque, Old Dhaka, bangladesh, old heritage, heritage of bangladesh, three-flute-domed mosque, chini-tikri, Mughal architecture, colorful-mosque, puran mosjid,যে মস‌জি‌দে একসা‌থে নামাজ প‌ড়ে জিন মানুষ, ঢাকাকে কেন মসজিদের শহর বলা হয়, পুরান ঢাকায় মুঘল আমলের নির্মিত কয়েকটি মসজিদের ইতিহাস, old mosque of old dhaka, old dhaka mughal period mosque history, ঢাকার মুঘল আমলের মসজিদ, mosque history of dhaka city, dhaka city old mosque, Old town mosque‪@ToTheFocus‬
    ------------------------
    #কসাইটু‌লিজা‌মেমস‌জিদ
    #কাস্বাবটু‌লিমস‌জিদ
    #চি‌নি‌টুকরামস‌জিদ
    #চি‌নি‌টিকরীমস‌জিদ
    #যেমস‌জি‌দেমানুষওজিনএকসা‌থেনামাজপ‌ড়ে
    #Qassabtulymosque
    #Koshitulimosque

ความคิดเห็น • 6

  • @abrarzawad2722
    @abrarzawad2722 9 หลายเดือนก่อน

    খুবই সুন্দর একটা মস‌জিদ।

    • @ToTheFocus
      @ToTheFocus  9 หลายเดือนก่อน

      ধন‌্যবাদ সা‌থে থাকার জন‌্য।

  • @user-bk1pl9kk8v
    @user-bk1pl9kk8v 9 หลายเดือนก่อน

    Very Nice Mosque in old Dhaka.

    • @ToTheFocus
      @ToTheFocus  9 หลายเดือนก่อน

      Thanks.

  • @roktoprobal9505
    @roktoprobal9505 9 หลายเดือนก่อน +1

    মসজিদ এর স্থাপত্য অনেক সুন্দর, কিন্তু জীনদের নামাজ পরা এর খবর অনেকটা কুসংস্কার মনে হচ্ছে!

    • @ToTheFocus
      @ToTheFocus  9 หลายเดือนก่อน

      কুসংস্কা‌রের কিছু নেই প্রত্যেক মস‌জি‌দেই জ্বীনরা নামাজ প‌ড়ে। মতাম‌তের জন‌্য ধন‌্যবাদ।