chakraborty barir pujo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • চক্রবর্তী বাড়ির পুজো
    ভাবনা: চেনা তরঙ্গে ~ আনন্দলোক ~
    প্রতিমা শিল্পী :subhajeet chakraborty Agartala, west Tripura
    ২০২১এর পুজোর ভাবনা তরঙ্গ অনেকটা ভালবাসা পেয়েছিল, প্রশংসা ও অল্পবিস্তর কুড়িয়েছিল। কিন্তু সেবার সম্পূর্ণ শেষ করতে পারিনি কাজটা যদিও এটা আমার প্রত্যেকবারের ই অভ্যাস। যাই হোক তখন ই ভেবেছিলাম সম্পূর্ণ করবো কাজটা তো এইবার সাহস করে করেই ফেললাম। তাই নাম দিয়েছিলাম চেনা তরঙ্গে ~আনন্দলোক~
    এবার ভাবনাটার ব্যাপারে বলা প্রয়োজন।
    ছোটো থেকেই মুঘল ঘরানার কাজ ভীষণ পছন্দের,ভালো করে লক্ষ করলে দেখা যাবে এখানে কিছুটা বাজিরাও মস্তানীর সেটের সঙ্গে মিল আছে, bansali sir ছোটো থেকেই আমার inspiration তার কাজের fan আমি চিরকাল সেটা মাথায় রেখেই তার ছবির সেটের থেকে অনুপ্রাণিত হয়ে আমার এবারের ভাবনা। Thikri work এর ছোয়ায় প্রাণ পেয়েছে পুরো মণ্ডপ টা , সঙ্গে মুঘল ঘরানার কাজ ও আছে, মূর্তি ভিজে যাওয়ার ভয়ে ফোয়ারার জল আর ওঠানো সম্ভব হয়নি।

ความคิดเห็น •