কিভাবে সংগঠিত হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন | যে কথা কেউ বলেনি | Kiron | Je Kotha Keo Boleni
ฝัง
- เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024
- #jekothakeoboleni #atnbanglatalkshow
টক শো "যে কথা কেউ বলেনি" । Je Kotha Keo Boleni | ATN Bangla Talkshow | 26.09.2024 |
বিষয় : কিভাবে সংগঠিত হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
অতিথি :
আব্দুল হান্নান মাসউদ
সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নুসরাত তাবাসসুম
সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
উপস্থাপনা : হাসান আহমেদ চৌধুরী কিরণ
পরিচালনায় : নাহিদ রহমান
About ATN Bangla
===============
ATN Bangla (Asian Television Network) is the most popular and the first satellite Television channel of Bangladesh. The channel started broadcast in South Asia on 15 July 1997. ATN Bangla offers unbiased News, Drama and entertainment programs.
For Any Copyright Issue
====================
Please contact: atncopyright@gmail.com
Note: If you wish to share this video, please use embed the link and share the original source. Please avoid methods of copying or duplicating the content.
Subscribe us on TH-cam:
=====================
► ATN Bangla News: / atnbanglanews
►ATN Bangla Program: / atnbanglaprogramofficial
►ATN Bangla Natok: / atnbanglanatokofficial
►ATN Bangla Dharabahik : / atnbangladharabahik
►ATN Bangla: / atnbangla
►ATN Bangla Islamic: / atnbanglaislamic
►ATN Bangla Talk Show: / atnbanglatalkshow
►ATN Bangla Clips: / atnbanglaclips
Like & Join with us on Facebook:
==========================
►ATN Bangla News: / atnbanglanewsofficial
►ATN Bangla Entertainment: / atnbanglaentertainment
►ATN Bangla Program: / atnbanglaprogram
►ATN Bangla: / atnbanglalimited
►ATN Bangla Islamic: / atnbanglaislamic
►ATN Bangla Online: / atnbanglaonline
►ATN Bangla Live: / atnbanglalive
Visit Our Website:
►www.atnbangla.tv
►www.atnbanglaonline.tv
এই হান্নান মাসুদকেই পুরো আন্দোলনে অনুসরণ করেছি আমি। অনেক সাহসী ছেলে! সালাম তোমাদের!
অন্যরা গ্রেফতার হবার পর এবং ডি বি অফিস থেকে ঘোষণার পর হান্নানের সেই কান্না জড়িত বক্তব্য এখনো আমার কানে কানে বাজে।
মাসুদ ভাই দোয়া করি এগিয়ে যাও
Tomra to Dak dibe ..matha picho 5lak taka pabe ......tomadar Jonno onk mar kol Khali hoicha ..tomra Bmp undone ja korla ar bichar hobe
Bmp somannok dar babohar Kore odar michile .Bmp odar lok diye niriho lok hotta Kore .day pulis ar opor day dicho .karon pulis faka guli korcha .ar fayda nicha Bmp niriho jonogon hotta Kore rastok ostisil korcha .sorkark jamelay falaicha ......Bmp 5lak taka Kore dicha kota andolon ar bitor niriho Manus hotta korar Jonno ..tomra taka khiya onk mar kol Khali korla .....kaw char pabena allhar mair ses rate bule jayona
Bmpir dala ....Pottakta thanar osro lut Kore niriho manusk hotta korcho binimoy kicho taka paicho but ...Morte hobe sobari ....Bmp undon karira jadar Jan nicho allha tomadar amon babe marbe but kaw chinteo parbena ....
হান্নান মাসউদের সেই কান্না করা ভিডিও টা কিন্তু আন্দোলনে বিরাট প্রভাব পড়েছে । আল্লাহ্ তায়ালা ওনাদের ভালো রাখুক ।
এই ছাত্র তরুন রাই সত্যিকার বুদ্ধিমান এবং ভাল মানুষ। আল্লাহ সবাই কে ভাল রাখুন। আমীন
আমাদের দেশের এই মুক্তির জন্য সর্বপ্রথম মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার হওয়া দরকার, তাবাসসুমের এ বক্তব্য অসাধারণ হয়েছে।
অবশ্যই মেনে নিতে হবে আনদোলনের প্রথম মুল হোতা ছাত্র। তাদের শক্তি দেখে সকল দল মত নির্বিশেষে আনদোলনে যোগ দিয়েছেন। ছাত্ররাই আগে শক্তি যুগিয়েছে তারপর আমরা সাধারন জনসাধারণ প্রবাসী সহ সকলেই রাস্তায় নেমেছে।এটাই সত্য।
মাসুদ এই দুঃসময়ে face the people টক শো তে এসে একেকটা ঘোষণা দিয়েছিল, এবং সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। গোপন জায়গাতে পালিয়ে থেকে এভাবে একেকটা প্রোগ্রামের ঘোষণা দেওয়া অস্বাসাভিক সাহসিকতার পরিচয়। তাঁকে আরো সম্মান জানানো উচিত।
@@dr.khondokarfaridahmmed3479 সহমত
হান্নান অনেক পদক্ষেপ নিছে ॥॥
এই সালা দালালির পর কিভাবে এখানে থাকে তখন আন্দালিভ পার্থ কে বলেছিল দেশ এত উন্নতি হয়েছে এখন তোর আপা কই
কোন সমালোচনাই আপনারা বিচলিত হবেন না।
আমরা সবাই আপনাদের পাশে আছি ❤
তাবাসসুমের কথা শুনে ভালো লাগলো সত্য কথাটা সে সুন্দর করে বলেছে১৬ই জুলাই জখন ঢাবি থেকে চিতকার করে বলেছিলো আমরা আপনাদের স্নতান আমাদের বাঁচান তখন থেকে আমরা সাধারন মানুষ সবাই অনলাইনে প্রতিবাদের ঝর ঊঠিয়েছিলাম আবার রাজপথে নেমেছিলাম আপামর জনসাধারন মোটকথা জে জেভাবে পেরেছি আন্দলোন সফোল হওয়ার জন্য নিজ দায়িত্বে দাড়িয়ে গিয়েছিলাম বলেই আন্দলোন সফোল হয়েছে বড় কৃতিত্ব আমাদের সন্তানদের জারা রাজপথে বুক চিতিয়ে দারিয়েছিলো কখোনো এই স্মৃতি ভোলার নয়
অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে যারা এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছে এবং আন্দোলন সফল করেছে।তোমরা সামনে এগিয়ে যাও।
নুসরাত তাবাসসুম কে অনেক অনেক ধন্যবাদ, আপনি যেভাবে এত বড় আন্দোলনের ক্রেডিটটা জনগণকে উৎসর্গ করে দিলেন এটা করা একটা অতি মানবীয় কাজ, দুঃখজনক হলেও সত্য কেউ কেউ এটা করতে ব্যর্থ হচ্ছে। তারা হয়তো একদিন হারিয়ে যাবে, কিন্তু আপনাদের মত যারা আছেন তারাই জনগণের সত্তিকারের গর্ব হয়ে থাকবেন।
ধন্যবাদ, তাবাসসুম রা জাতীয় বীর। আল্লাহ সবাইকেই হেফাজত করুন। আল্লাহ পাক তোমাদের দুনিয়া ও আখেরাতের সর্বোচ্চ কল্যাণ দান করুন।
হান্নানকে অনেক ধন্যবাদ
সর্বোপরি মহান আল্লাহর সাহায্য এই আন্দোলনের গায়ে বাতাস হিসাবে কাজ করেছে!
তাব্বাসসুম এর জন্য অনেক অনেক দোয়াও শুভকামনা।সমস্ত অন্যায় অবিচার থেকে দেশ টাকে তোমরা সঠিক পথে নিয়ে যাবে এ কামনা করি।
তাবাসসুমকে ধন্যবাদ সত্য বলার জন্য। ছাত্রদের একক ভাবে কৃতিত্ব দাবি করা ঠিক নয়।
বিগত দিনে বিরোধী রাজনৈতিক দলগুলোর অনৈক্য জন্য কমন প্লাটফর্মে আসতে পারে নি বলে বিরোধী রাজনৈতিক দলগুলোর কোন হাসিনা বিরোধী সফল হয় নি।
অনুরূপভাবে ১৮ সালের ছাত্র আন্দোলনও ব্যর্থ হয়েছে গণ মানুষ এগিয়ে আসেনি বলে।
বর্তমানের বাস্তবতা রুপ দেখে মনে হচ্ছে না তবে অনেক প্রতারনা শিকার হতে হবে এইদেশের মানুষের ভালো কাজের ফসল ফেতে হলে।
তাবাসসুম ও মাসুদ কে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি
Hannnan bhai abong nusrat Tabassum apnanader dujoner jonno doya abong onek onek valobasa roilo ❤❤❤❤
আমরা এরকম একটা বিষয় চেয়েছিলাম যে কেউ নেতৃত্ব দিয়ে শুরু করলে জনগণ তখন তাদের সাথে যোগ দিয়ে কিছু একটা করবে। বি এন পি অনেক বার চেষ্টা করেও পারেনি যা এই যুগের ছাত্র ছাত্রী রা করে দেখালেন। আমরা আশায় ছিলাম এবং প্রচুর দুয়া করেছি প্রত্যেক টা মা বোন যেন তারা সফল হয়। আর আপামর জনগণ ত ছিলই সাথে। আল্লাহ এদেরকে হায়াতে তইয়েবা দান করুন। মানুষ এতো কষ্টে ছিল যে সবাই চেয়েছে এই ফ্যাসিবাদের পতন হোক। আল্লাহ দুয়া কবুল করেছেন। এত অত্যাচার করেছে যে তার পতন ছিল অবশ্যম্ভাবী।
বাংলাদেশ যদি আবার পথ হারায় আশা করি আবার আপনার জুলাই অভ্যুত্থানের মতো দেশ সঠিক পথে আনতে নেতৃত্ব দিবেন,,
তার মানে ছাত্ররা আরো জীবন দিক এটাই চান? যদি না চান তাহলে দেশ পূর্ণগঠন না করার আগে কোন নির্বাচন নয়। কোন দলকে ভোট দিবেন সেটা মাথায় নেবার আগে তাদের কার্যকলাপ দেখবেন আবেগে ২০০৯ সালের মত ভোট দিয়ে আরেক হাসু আপাকে নিয়ে আসবেন।আবেগ না বিবেগ দিয়ে চিন্তা করে ভোট দিবেন।
তাদের আর প্রয়োজন নাই।নেতৃত্ব ছাড়া ইচ্ছা থাকলেও কিছু পারবে না।পারলে স্পষ্ট মৌলবাদের হাতে দেশ যাওয়ার পর নিরব থাকতো না
@@mdbiplob282 আমি তা কখনোই চাই না আমি বুঝাতে ছেয়েছি বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলের কথায় এভাবে দল মত নির্বিশেষে একত্র হয় নাই ছাত্রদের কথায় সবাই এক হয়েছে, এখন আমার সাধারণ ছাত্র জনতা যারা আছি সবার চাই দেশ পরিপূর্ণ গনতান্ত্রিকভাবে চলবে, নাগরিক অধিকার নিশ্চিত হবে যে সরকারেই ক্ষমতায় আসুক কিন্তু আমি চাই না কোন সরকার ক্ষমতায় এসে আবার গত সরকারের মতো ফ্যাসিবাদী ব্যাবস্থা কায়েম করুক, আর যদি আগের মতই হয় তাহলে তো আবার ছাত্র জনতা এক হয়ে রাস্তায় নামতে হবে,
ঢাকা ভার্সিটি🎉ছাত্রছাত্রীরা কখনও প্রাইভেট ভার্সিটির কথা বলেন না। খুবই দুঃখজনক। ঢাকার মধ্য সব স্কুল কলেজের ছাত্রদের এই আন্দোলনের অনেক অবদান অস্বীকার করার উপায় নেই।
তাবাসসুম আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীর বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ থাকুন।
যারা হিংসা কর তারা একটু শুন দেখে যাও !
তাবাতসুমের শেষ মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ
এখন আর এদের কথা ভালো লাগেনা যখন আন্দোলন করছি তখন অনেক ভালো লাগছে কিন্তু এরা বন্যার্তদের টাকা মেরে দিয়েছে কাকে পুনর্বাসন দিয়েছে কাকে পূর্ণত্ব তাদের একটা পানীয় দেয় নাই কাউকে এরা যে এত টাকা মেরে দিল এবং ডিসি নিয়োগ দিয়ে তিন কোটি টাকার চেক পাওয়া যাচ্ছে হেমন্ত কথা ছিল না
আলোচকদের ধন্যবাদ।এ রকম একটা অনুষ্ঠানের জন্য এ টি এন বাংলাকে ধন্যবাদ।
খুব সুন্দর বক্তব্য দিয়েছেন আমার কাছে সবগুলো কতা ইতিবাচক মনে করি 👍
অনেক অনেক ধন্যবাদ সবাইকে অসাধারণ আমি দুবাই থেকে দেখছি
সুন্দর কথা আপু আপনি খুব জ্ঞানী এবং খুব সুন্দর কথা বলেন আপনি যে কথাগুলো বলছেন এটাই মূল কথা ধন্যবাদ আপু আপনাকে।।
তাবাসসুমকে ধন্যবাদ এবং সংগ্রাম এগিয়েনিয়ে।যাএয়ার জন্য হান্নানকে অসংখ ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ এই আলোচনার জন্য
তাবাসসুমের আজকের কথা খুবই গোছালো এবং পরিনত মনে হয়েছে।
কিন্তু বন্যার্তদের টাকা তো মেরে দিয়েছে এবং ডিজে নিয়োগ দিয়ে হাজার হাজার টাকা লুটপাট করতেছে
শুধু মাত্র এই মেয়েটাই বুদ্ধিমতি এবং প্রগতি মনষ্ক।বাকী গুলো পাকনা ভাবে নিজেকে বয়সের চেয়ে।
দেশের মানুষের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছেন ।।এটাই চাওয়ার ছিল ।
Era Duijoney khub Sassy,specially Nusrat
Love Them Both
মুল কাজটি করছে তাদের সাথে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো সেটা ভুলে গেলে চলবেনা আপনাদের। হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নামছে সেদিন।
ঠিক
রাইট
Oraa ki vhule geche,,,,! Chatro jonota mane kii,?private vercity er jara andolone chilo tara ki chatro naa,,,??,r jonota,, ami apni r jara ghore boshe dua koreche tara sobai,,,,
এত সহজ সরল ছেলেটা। ❤
নতুন ৰাজনৈতিক দলের ওপেক্ষায় আছি
আপনাদের সাহসিকতা এবং ত্যাগ এ জাতি কোনদিন ভুলবেনা
আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম
স্থানীয় লোকজন নিজ নিজ জায়গা থেকে তথ্য দিয়ে সরকার কে সহ যোগিতা করতে হবে। স্বৈরাচারের দোসর , সন্ত্রাসীদের আইনের হাতে তুলে দিতে হবে।
Excellent exposure Tabassum & Hannan Masud
সঞ্চালক উনিতো ফ্যাসিবাদের সাথে জড়িত ছিলো, ও কিভাবে এখনো অনুষ্ঠান করে।
স্বৈরাচারের টিভি চ্যানেলগুলো এখনো কেমনে চালু আছে?.... যমুনা, বাংলা ভিশন, এনটিভি, ইটিভি ও দিগন্ত টিভি ব্যাতীত আর সব চ্যানেল বন্ধ করে দেওয়া হোক।
সব সমন্বয়ক যদি তাবাসসুমের মত উদারচিন্তার মানসিকতার হতো তবে অনৈক্যের বীজ বোপন হতো না। কিছু সমন্বয়কের অহংকারি আচরণ খুবই দৃষ্টিকটু।
হান্নান মাসুদ এই আন্দোলনে অনেক বড়ো গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলো।।
সেটা আমাদের চির কামনা।
বাংলাদেশ বিনির্মাণে এঘিয়ে চল।
শিক্ষার্থীদের অনেক ধন্যবাদ।
Mr Hannan has done a lot
এইসব টকশোগুলোতে সারজিস ভাইয়াকে প্লিজ আনেন।
Political parties DEFINITELY needs REFIRM. Plesse keep up the goid work. Thanks for broadcasting. Public needs reminder repeatedly.
মহান আল্লাহ পাক উভয়কে দুনিয়া আখেরাতে কল্যাণ দান করুক।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এভাবেই যুদ্ধ করতেন।
আর এই ডাক শুনে আসতে গিয়ে এতো মানুষের মৃত্যু আর এতো মানুষ আহত হয়েছে ।তাই দয়া করে এই
আহত মানুষ গুলোর প্রতি খেয়াল রাখবেন ।
আমি নিজেই সবসময়ই খুব দুঃখ ও ভারাক্রান্ত ছিলাম কোন কিছু ভালো লাগত না, যুদ্ধ করতে না পারলেও আল্লাহর কাছে নফল নামাজ ও ২টি রোজা রেখে দোয়া করেছিলাম।
তাব্বাচ্ছুম যে কথা বল্লেন পুরি পূর্ণ কিন্তূ এটা আমরা বয়স্করা আনেক শুনেছি কিন্তূ লন্কা গিয়ে সব রাবন হয়ে যায়! এবার আবার ও বিশ্বাস রাখছি
আন্দোলন কারী ভাইদের কে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন।
মাশাআল্লাহ অনেক সুন্দর কথা বলছেন ধন্যবাদ
Thank you so much Nusrat Tabassum
তাবাসসুম অসাধারণ বলেছেন।
সৎ মেধাবী পরিশ্রম যারা করে তারাই এদেশের সম্পদ, পরিবার ভিত্তিক রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
আমরা কারো উপর ভরসা করে নয়, নিজের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনকারীদের জীবন বাচানোর জন্যই আমরা রাস্তায় নেমেছিলাম!
যেমনটা করেছিলো প্রবাসী বাংলাদেশিগণও!
এমন কোন কাজ না হয়; যেন আমাদেরকে পূনরায় রাস্তায় নামতে হয়!
গত ১৫'বছর আমার আমাদের রাজনৈতিক দলগুলো এবং ছাত্র আন্দোলনের ফলাফলও দেখেছি!
সুতরাং যার যার কাজগুলো ন্যায় সঙ্গতভাবে করাই হউক সম্মিলিত প্রয়াস!
রাজনৈতিক দল গুলো যদি এদের কথা শুনে বুঝে সেভাবেই কাজ করে।তাহলে দেশের ও মানুষের ভালো। সাধারণ মানুষ ও এটা চাই।
নাটক মঞ্চস্থ হয়েছে তারা নাটক দেখতে গিয়েছে, মূল পরিকল্পনা কারি ড. ইউনুস এবং মাহফুজ। এরা জানে না কিছুই কারণ জামাত শিবির আন্দোলনে আছে তারা এটাই জানত না।
Amra ajke proud tumader jonno salute baba❤
আজ বাচচাদের জন্য বাংলাদেশ ফ্রি,❤, বাচচাদেরজন্য মানুষ এগিয়ে এসেছে,মাসুদ ছেলেটা কথা খুব ভাল লাগে, মাসুদ খুব সত্যি কথা বলে,দুইজন কে ধন্যবাদ ❤
Great
নতুন রাজনৈতিক দলের অপেক্ষায় আছি
তোমার চাওয়া তোমার পাওয়া
তোমার আশা তোমার ভরসা
একতাই বল।
আমরা সৈরিচারী হবনা প্রতাশা
এই সংস্করণ প্রতিটি ঘর থেকে, পরিবার এবং সমাজ থেকে আসতে হবে
এই উপস্থাপক দেখেছি স্বৈরাচারের মাউথ পিচ ছিল। আবার পাখা পরিবর্তন।
তাবাসসুমের কথা গুলো অসাধারণ,
তোমরা এগিয়ে যাও ন্যায়ের পথে।
Thanks
বিশ্ববিদ্যালয় থেকে যখন ছাত্রদের বের করে দেয়া হয় বা ছাত্র যখন আন্দোলন ব্যার্থ তখন বিভিন্ন রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ এগিয়ে আসে এক দফা বা হাসিনা বিরোধীতার জন্য কমন ও নিরপেক্ষ প্লাটফর্ম হিসেবে। এইজন্যই এই আন্দোলন সফল হয়েছে।
আসলে ভাই সব কিছু একদম খাপে খাপে মিলা গেসে। বাই এনি চান্স রাজনৈতিক ব্যানারে আন্দোলন হলে এটা শিউরলি ব্যার্থ হতো!
এত বড়বড় কথা না বলে আগে আহতদের খবর নাও তাদের সুচিকিৎসার ব্যবস্থা করো
ওটা সরকার করবে। এবং করছে ও
@@UhanaKhan-sy3btখোজ নিয়ে দেখেছে কি তাদের সাথে উপদেষ্টা নাহিদ আসিফ কথা বলেছে কি তাদের এই দুঃসময়ে উৎসাহ দিছে কি সেদিনই ভিডিও দেখলাম বলতেছে তাদের খোজ নেওয়ার কোন সময় থাকেনা
নির্বাচন হবে কবে ?
__________________
উত্তর :
যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বণিবে না,
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না।
__ অর্থাৎ নির্বাচন সেই দিন হবে ~ যেদিন সব পার্টি লিখিত দিবেন যে, আর ১ মিনিটে / ৪৩ সীল মারা হবে না।।
/
পাবলিক ভয়েস√ :
________________
কি করি আজ ভেবে না পাই,
পথ হারিয়ে কোন্ দলে যাই?
কারণ : এত কষ্ট করে আওয়ামী লীগ তাড়ালাম। এখন বিএনপি তাড়ায় মোদের, ওদের কোন গ্রহণ যোগ্যতাই নাই; কিন্তু ওরা তা স্বীকারও করে না।
√√ তাই, আমরা তৃতীয় শক্তি কে ভোট দিব।
০১৭৫০-৩৬৮৮৯৪.
০১৭০৮-৫৬৫৯০২,
০১৬১০-৭০৭০৮৫.
নির্বাচন হবে কবে ?
__________________
উত্তর :
যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বণিবে না,
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না।
__ অর্থাৎ নির্বাচন সেই দিন হবে ~ যেদিন সব পার্টি লিখিত দিবেন যে, আর ১ মিনিটে / ৪৩ সীল মারা হবে না।।
/
পাবলিক ভয়েস√ :
________________
কি করি আজ ভেবে না পাই,
পথ হারিয়ে কোন্ দলে যাই?
কারণ : এত কষ্ট করে আওয়ামী লীগ তাড়ালাম। এখন বিএনপি তাড়ায় মোদের, ওদের কোন গ্রহণ যোগ্যতাই নাই; কিন্তু ওরা তা স্বীকারও করে না।
√√ তাই, আমরা তৃতীয় শক্তি কে ভোট দিব।
০১৭৫০-৩৬৮৮৯৪.
০১৭০৮-৫৬৫৯০২,
০১৬১০-৭০৭০৮৫.
পুরো আন্দোলন জুড়ে ঢাবির হান্নান,মাহিন, রিফাত, হাসনাত,সার্জিস এদের অনুসরণ করেছি। এদের ভূমিকা অবিস্মরণীয়।
আব্দুল হান্নান ভাইয়ের অনেকগুলো লাইভ আমি দেখেছি 3 আগস্ট 4 আগস্ট নুসরাত আপুর অনেকগুলো লাইভ আমি দেখেছি এবং আরো একজন বৈষম্যবিরোধী সমন্বয়ক রিফাত রশিদ চার আগস্ট আগস্ট তার লাইভ দেখেছি উনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন
আমি ২৪ বছরের অভিজ্ঞ একজন Teacher.D/O Justice.. ( Died..2020).After 24 বিজয়,আমি
Bangladesh বিনির্মানে কাজ করতে
Interested. আমি দেখা করতে চাই।
Thank you baba❤
সত্যি কথা হচ্ছে নুসরাত তাবাসসুমের কথাগুলো .
হান্নান মাসুদের কান্না আজও আমি দেখি
Egiye jan apnara shobai♥️♥️♥️♥️
মানুষ তাদের কে ভুল বুঝে কেন।তারা তো এই আন্দোলনে টা এগিয়ে নেয়
খুব সাদা মনের মানুষ এরা এদের ভবিষ্যতে উজ্জ্বল কামনা করি
ভিতরে তারা 32 ঘণটা অনশন করেছে।
200 ghonta korlo na kano?
@@User-4fbs-g6j আপনি মানুষ?
@@User-4fbs-g6jproyojon pore nai
@@shimukona644 200 ghonta korle to jatir bhalo hoto
@@lamiashowkatathoy ki korlam ami?
সকলস্তরের জামায়াত শিবির লোকজন ঢাকার আশেপাশের ছিল। এবং সকল জনগণ শোচ্চার ছিলেন।
আমরা আপনাদের পাশে আছি এগিয়ে যান।সামনে নির্বাচন এ আপনারা জিতবেন ইনশাআল্লাহ।
❤❤❤ ❤
তাবাসসুুম দারুন বলেছ মামুনি
আল্লাহ তোমাদের সহায়হোন
আমরা ঋণী এই বোনটির কাছে
ফি আমানিল্লাহ।
তাবাসসুম ও অন্য সমন্বয়কের কথা শুনে বুঝলাম সবাই ই সমন্বয়ক। জনগণ ও ছাত্র সবার ই অবদান। তাহলে এখন জামাত ও শিবির কিভাবে বলে তাদের অবদানে এ অভ্ভ্যুথান হয়েছে ?
শিবির হিসেবে সমন্বয়ক নয় ছাত্র হিসেবে সমন্বয়ক।
জামায়াত কখনোই বলেনি তাদের অবদানের কথা বরং বিএনপি বলতেছে তাদের অবদান, আবার লিস্ট ও দিচ্ছে শহীদদের
ভাই তুই কি গাঁজা খেয়েছিস শিবির কোন বক্তব্যে বলেছে যে শুধু তারাই করেছে শিবিরের কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত বলেছে সব ছাত্র জনতা মিলে এ আন্দোলন করেছে গুজব দল গুজব ছড়ানো বন্ধ কর
আফসোস যে বিম্পি ছাত্রদের, ছাত্রনেতাদের ত্যাগকে অস্বীকার করছে।বিশেষ করে বিম্পি
Right ma❤
Hannan Baba Onek talented ❤
সত্যিকারের হীরো।
এই দালালের উপস্থাপনায় এখন ও কেউ যায়!
Right now Islami chattro Shibir always all the very best 🎉🎉🎉
সাধারন মানুষ যে কারনে আস্তা ও বিশ্বস করেছে সেই বিশ্বাস কখন ও নষ্ট করিও না যদি শার্থের বা অর্থে লোভে সেই বিশ্বাস নষ্ট কর তাহলে আল্লাহ ও তোমাদেরকে মাফ করবে না।
All these youth are way more mature than the old & hereditary politicians.
আপনারা চট্টগ্রামের রাফিকে কেন আনেন না। রাফির কথা শুনতে চাই
ধন্যবাদ কিরন স্যার 😢😢😢
তবাচ্ছুমের কথা শুনে মনে হয়,একটা ৪০ বছরের মেচেউট ব্রেন।