Link : th-cam.com/video/EVHv16ziD3M/w-d-xo.html নমস্কার আমি ইভান সরকার। আজকের গল্প আমার আপনার সবার গল্প। এটা সেই সব রূপকথার গল্প যারা আমাদের জীবন থেকে দূরে গিয়েও হারিয়ে যায় না, মিশে থাকে আমাদের অনুভূতিতে।। যে মেয়েটাকে গল্প বলে ঘুম পড়ানোর অভ্যেস থেকেই আমার গল্প বলা শুরু, আমার লেখা এই গল্পটা আমি তাকেই উৎসর্গ করলাম, মানে আমার রূপকথাকে যে আমার থেকে অনেক দূরে গিয়েও হারিয়ে যায়নি! সকলে জানিও কেমন লাগলো আজকের গল্প!!
বিশ্বাস করো দাদা গল্পটা একটা মাস্টারপিস ।।। আর সর্বোপরি এই লাইন বিচ্ছেদের পরই একে অপরকে আঁকড়ে ধরে।। গল্পটা শুনতে শুনতে রীতিমতো চোখের জল এসেছে ।। সত্যিই কত ভালো হতো যদি অবশেষে হলেও নিজেদের গল্প নিজো হাতে লেখা যেত ❤️
অসাধারণ লাগলো গল্পটা। অসাধারণের থেকেও বেশি কিছু। চোখে জল এল, গায়ে কাঁটাও দিল। কিন্তু আমার কিছু বলার ছিল যে সুন্দরী ছেলে, মেয়েদের জীবনেই হয়তো ভালোবাসা আসে, অন্যদের জীবনে খুব কমই আসে ভালোবাসা আর ভালোবাসার অনুভূতি ভালোবাসার মানুষকে জানালে বা না জানালেও যাঁর ছেড়ে যাওয়ার সে যায়ই। সে উল্টো দিকের মানুষটার দিকে ফিরেও তাকায় না কারণ সে তাঁর উল্টো দিকের মানুষটাকে আর ভালোবাসে না।
অনুভূতি রা চিরকাল বেঁচে থাকে রূপকথার মতোই। বহু ভালোবাসা সময়ের পরিস্থিতির পরিপাকে হারিয়ে যায়, শুধু কিছু মুহূর্ত বেঁচে থাকে দুটো মানুষের অভ্যন্তরে। ভীষণ সুন্দর গল্প মন ছুঁয়ে গেল 🙏
দাদা মন ভরে গেল এন্ড এ। শুনতে শুনতে চোখের জল এসে গেল। কিন্তু শেষ টা দিয়ে মন ভরিয়ে দিলেন। সব গল্পের শেষ যদি এমন হতো তাহলে হয়তো কেউ আর কষ্ট পেতো না। Love you horror socope 💕
" সে বন বিহগ কাঁদিতে জানেনা বেদনার ভাষা নাই , ব্যাধের শায়ক বুকে বিধিয়াছে জানে তার বেদনাই " সব ভালোবাসা কি সত্যিই পরিণতি পায় ? আর সব পরিণতিই কি ভালোবাসা হয়ে যায় ? উত্তরটা আমাদের কারোরই সঠিক ভাবে জানা নেই। টিম হরররস্কোপের উপস্থাপনা প্রতি বারের মতো এবারেও মনে দাগ কেটেছে। অভিষেক দা ও বর্নিশা দির জুটি " নির্বাক " - এর সময় থেকেই আলোচিত এবং সুপ্রসংশিত । গল্পপাঠে রক্তিম দা আবারও মন জয় করে নিয়েছে।বলাই বাহুল্য যে আবহ ও ধ্বনি পরিকল্পনা সবকিছুকে ছাপিয়ে গেছে। অভির না বলা কথা গুলো যেন কান্না হয়ে স্বাশ রোধ করে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তাকে প্রতিনিয়ত , যতবার সে রূপকথার কাজলকালো মায়াবী চোখদুটোর দিকে আর চোখে চেয়েছ , যতবার সেই নির্লিপ্ত ঠোঁটের কোনে উন্মুক্ত হাসির টোল খেলতে দেখেছে , ঠিক যতবার সে বুঝতে পেরেছে , না এ জন্মে আর তোর হাত ধরা হলোনা , একসাথে অনেকটা পথ চলা বাকি রয়েগেলো , আর একটিবারও তার ললাটচন্দনে শুভ সিঁদুরের একটি বিন্দুও আঁকতে সে অক্ষম । যতটা যন্ত্রনা - কাতরতায় নকশিকাঁথার বিষাধমুখী প্রান্তরে সাজু আর রূপাইয়ের বিচ্ছেদ ঘটেছিলো , প্রতিটা বিচ্ছেদই কি ঠিক ততটাই যন্ত্রণাদায়ক হয়ে থাকে ? এই প্রশ্নের উত্তরই খুঁজেছে ইভান সরকারের গল্প " ইতি রূপকথা "। আজ থেকে ঠিক মাস তিনেক আগে গল্পটা লেখার সময়ই পড়ে শুনিয়েছিল ইভান দা। তখন কি আর জানতাম যে গল্পটা এই দাঁড়িপাল্লায় রূপায়িত হতে চলেছে। তবে যেহেতু প্রেমের গল্প তাই কিছু জায়গাতে চরিত্রের খোলসটা আরো সবিস্তারে ছাড়ানো যেত এবং আবেগপ্রবণ মুহূর্ত গুলিতে নুনের অভাব বোধ করলাম। যাই হোক ,আবারও ইভান দার লেখা প্রেমের গল্পের অপেক্ষায় থাকবো। বেশ অনেকটা সময় মুগ্ধতায় কেটে গেলো।
জানিনা কি ভাষায় এই লেখনির প্রশংসা করবো! "প্রশংসা" এই শব্দ টুকুর মধ্যে এই গল্পের কাহিনী এবং প্রতি অক্ষরে লুকিয়ে থাকা বাস্তবের আঁচড়ের স্পর্শ টুকু ধরে রাখি কিভাবে! কিছু কাহিনী থাকে সত্যি সুন্দর,আবার কিছু কাহিনী লেখা হয় অসাধারণের দিগন্ত রেখা পার করানোর জন্য,কিন্তু কিছু কাহিনী বিশেষ কিছু সময় হঠাৎ করেই এমনভাবে আমাদের জীবনে এসে ধরা দেয় যে সেগুলির সৌন্দর্য্য বা মুগ্ধতার বর্ণনা ওই সীমাবদ্ধ কয়েকটি অক্ষরে করতে যাওয়া বৃথা! আর সবার কণ্ঠ ❤️❤️❤️ সত্যি এ এক অতুলনীয় কাহিনী এবং উপস্থাপনা! এরকম আরো অনন্য কাহিনীর অংশীদার হতে চাই তাই এরকম এলোমেলো গল্প গুলো আরো চাই😊 📌
এরকম গল্প যদি প্রত্যেকটা চ্যানেল করার কথা ভাবতে প্রতি বার তন্ত্র মন্ত্র না করে তো ব্যাপারটা সেরা হতো। Kudos team horrorscope। এরকম গল্প আরো আসুক। অপেক্ষায় থাকলাম
গল্পের লেখনী নিয়ে কিছু বলার নেই, ইভানদা জায়গা মতো প্লেসমেন্ট করে বাউন্ডারিটা করেই নিল। 💓 এবার আসা যাক প্রেজেন্টেশনে 🌝 অভিনয়ের কথা বলতেই মনে পড়ল! এই যে বর্নিশা, Hats off!! এই রকম কাজ আরো হোক! 🥺 অভিষেকদাদা শুরুর দিকে একটু হড়বড় করছিলে, বাট পড়ে যাওনি। 👍একটা দুটো ডায়লগ ওভার এক্সপ্রেশন আর আন্ডার এক্সপ্রেশন লাগছিল, তবে সামলে নিয়েছো🌝 স্মিতাদির অংশ ছোটোর মধ্যে ভালোই💫 গল্পপাঠে রক্তিমদাকে শুরুর দিকে খুব ঠান্ডা লাগছিলো, কেমন ভূতুড়ে গল্পের পাঠের মতো ফ্ল্যাট ইমোশনে চলছিল, আর একটু স্লো লাগছিল। তবে গল্প যত এগিয়েছে তত নিজের খোলস ছেড়ে বেড়িয়ে এসেছো।💓 যদি গল্পটা দুটো হাফে ভাগ করি, তাহলে বলতে হয় সেকেন্ড হাফে, অর্থাৎ ঐ ২৫ মিনিটের আশেপাশের পর থেকেই রক্তিমদার পাঠটা গল্পের জন্য উপযুক্ত হয়ে উঠেছে।😋❣️ প্রচ্ছদ নিয়ে বলাটা আমার অওকাত নেই! আবহের কথা উঠতেই একটু মনে চাপ আসছিল, মিক্সিং খুবই সুন্দর 👍 তবে সবসময় গান না হলে আরো ভালো লাগতো হয়তো। কিছু কিছু অংশে কোনো মিউজিক না বাজলে ভালো লাগতো বেশি। পুরো গল্প জুড়ে রাতের আবহটা অনুভব করতে পারিনি, আর স্পেশাল এফেক্টস যেমন হাসি, নিঃশ্বাস, দৌড়ে জড়িয়ে ধরার পায়ের শব্দ না পাওয়ার দরুন শুধু ন্যারেশনেই কল্পনা করে নিতে হল, এমনকি শেষের ঐ দৌড়ে জড়িয়ে ধরার সিনটা বুঝতে ঐ অংশ আবার প্লে করতে হয়েছে। 🌝 সব শেষে Overall বলতে গেলে এনজয় করলাম। এইরকম গল্পের দরকার আছে আমাদের বাংলা অডিও স্টোরি কমিউনিটিতে। So keep it up!!❣️
দাদা...... কিছু বলার নেই!❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ অভিষেক দা'কে এর আগে আমরা পিশাচ ইত্যাদি অনেক চরিত্রে অভিনয় করতে শুনেছি, কিন্তু 'নির্বাক'- গল্পের পর এটা দ্বিতীয় গল্প যেখানে একটা মধুর চরিত্রে অভিনয় করতে শুনলাম।.....তখনো গল্প শুনতে শুনতে নিরবে অশ্রুপাত করেছিলাম এই গল্পেও তাই।...... Mind blowing performance, Dada!🙏🏻🙏🏻😊😊 তোমরা এতো বাধা বিপত্তি সত্ত্বেও আমাদের এতো ভালো ভালো গল্প শোনাও, আমাদেরও তোমাদের কিছু দেওয়া উচিত।🙃🙃
তুমি দাদা, মাল্টিট্যালেন্টেড লোক সত্যি! যেমন গলার স্বর, তেমন লেখার হাত, আর ড্রামসেট বাজানোর কথা না হয় বাদই দিলাম! তুমি দাদা, মাল্টিট্যালেন্টেড লোক সত্যি!
এই গল্পের জন্য একটা subscriber বাড়লো, গল্পঃ শুনলাম না অঝোরে কেঁদে চললাম,, 😭😭😭😭😭😭😭😭😭😭 "রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে৷'' …...….............…....…...….............….... মুগ্ধ
বাস্তবতা খুব ভালো করে দেওয়া হয়েছে এখানে । খুব ভালো লাগলো শুনে । গল্পটা শুনে খালি নিজের অতীত মেলাতে চেষ্টা করছিলাম । খুব খুব ধন্যবাদ এরম গল্প শোনানোর জন্য ।
আমার গল্পে তুমি নেই আছে শুধু স্মৃতি ❤️ যদি বাবা-মা বুঝতো হয়তো আমার গল্পে তুমি থেকে যেতে পারিনি তোমাকে আগলে রাখতে পারিনি আমি বাবা মা কে বোঝাতে হায়রে সমাজ তোদের জন্য আজ কত ভালোবাসা অসম্পূর্ণ 💔💔
Hmm thik tomar moto amar o akjon valo basa r manus chilo sa o parini tomar moto tar baba maa k bolta raji korta tai amar valo basa ar valo basa r manus duto akta ajka ar amar nai💔🥺
যেমন সুন্দর কাহিনী তেমনই সুন্দর উপস্থাপনা।👏👏 ভাগ্যিষ বাঙালী হয়ে জন্মেছিলাম নইলে এমন অসাধারণ গল্প গুলো উপভোগই করতে পারতাম না। পাটনাই হোস্টেল এর ছাদে বসে গল্পটা শুনছি, জানি না কেন তার কথা ভীষণ ভাবে মনে পরে গেল। যাকগে,একটা request ছিলো...মাঝে মাঝে background এর চলা English গানটির নাম টা প্লিজ জানবেন। আপনাদের পুরো team কে আগামী দিনের অনেক শুভেচ্ছা। আরো এমন ভালো গল্পের আশায় রইলাম। ধন্যবাদ🙏
জানিনা কার জীবনের গল্প লিখেছ দাদা। শেষ টা এতোটা খারাপ যেনো কোনোভাবেই না হয়। সে যেন ভালো থাকে। সুখে সংসার করতে পারে। শুরুটা আমার জীবনের গল্প। আগামীটা যেনো গল্পের মতো না হয়।
❤️গল্পঃটা সত্যি অসাধারণ❤️ আমার তুমি টাকে জানি আর কোনো দিনও ফিরে পাবনা তবুও আজও তাকে পাগলের মত ভালোবাসি।আজও বোঝাতে পারিনা নিজের মনকে আমি থেকে কখনোই আমরা হতে পারবেনা💔
Link : th-cam.com/video/EVHv16ziD3M/w-d-xo.html
নমস্কার আমি ইভান সরকার। আজকের গল্প আমার আপনার সবার গল্প। এটা সেই সব রূপকথার গল্প যারা আমাদের জীবন থেকে দূরে গিয়েও হারিয়ে যায় না, মিশে থাকে আমাদের অনুভূতিতে।।
যে মেয়েটাকে গল্প বলে ঘুম পড়ানোর অভ্যেস থেকেই আমার গল্প বলা শুরু, আমার লেখা এই গল্পটা আমি তাকেই উৎসর্গ করলাম, মানে আমার রূপকথাকে যে আমার থেকে অনেক দূরে গিয়েও হারিয়ে যায়নি!
সকলে জানিও কেমন লাগলো আজকের গল্প!!
Wait kore achi
শেষের কথাটা ❤️
জাস্ট অনবদ্য ❤💖
Jiboner ghotona obolombon korei lekha golpo mone hochhe! Bhalo howai swavabik! ❤
Osadharon Dada.khub vlo hoeche.khuuubbbbb vlo.ei story eternal .Ar Dada kichu na Mone korle nijer bone blebe share koro tomar life er story ta
Golper sesh porjonto totally 1ta suspense chilo... Just ashadharon... erkom golpo upload korben plz
খুব ভালো খুব খুব ভালো লেগেছে এমনই গল্প চাই
বিশ্বাস করো দাদা গল্পটা একটা মাস্টারপিস ।।।
আর সর্বোপরি এই লাইন
বিচ্ছেদের পরই একে অপরকে আঁকড়ে ধরে।।
গল্পটা শুনতে শুনতে রীতিমতো চোখের জল এসেছে
।। সত্যিই কত ভালো হতো যদি অবশেষে হলেও নিজেদের গল্প নিজো হাতে লেখা যেত ❤️
অসাধারণ লাগলো গল্পটা। অসাধারণের থেকেও বেশি কিছু। চোখে জল এল, গায়ে কাঁটাও দিল। কিন্তু আমার কিছু বলার ছিল যে সুন্দরী ছেলে, মেয়েদের জীবনেই হয়তো ভালোবাসা আসে, অন্যদের জীবনে খুব কমই আসে ভালোবাসা আর ভালোবাসার অনুভূতি ভালোবাসার মানুষকে জানালে বা না জানালেও যাঁর ছেড়ে যাওয়ার সে যায়ই। সে উল্টো দিকের মানুষটার দিকে ফিরেও তাকায় না কারণ সে তাঁর উল্টো দিকের মানুষটাকে আর ভালোবাসে না।
অনুভূতি রা চিরকাল বেঁচে থাকে রূপকথার মতোই। বহু ভালোবাসা সময়ের পরিস্থিতির পরিপাকে হারিয়ে যায়, শুধু কিছু মুহূর্ত বেঁচে থাকে দুটো মানুষের অভ্যন্তরে। ভীষণ সুন্দর গল্প মন ছুঁয়ে গেল 🙏
দাদা মন ভরে গেল এন্ড এ। শুনতে শুনতে চোখের জল এসে গেল। কিন্তু শেষ টা দিয়ে মন ভরিয়ে দিলেন। সব গল্পের শেষ যদি এমন হতো তাহলে হয়তো কেউ আর কষ্ট পেতো না। Love you horror socope 💕
" সে বন বিহগ কাঁদিতে জানেনা বেদনার ভাষা নাই , ব্যাধের শায়ক বুকে বিধিয়াছে জানে তার বেদনাই "
সব ভালোবাসা কি সত্যিই পরিণতি পায় ? আর সব পরিণতিই কি ভালোবাসা হয়ে যায় ? উত্তরটা আমাদের কারোরই সঠিক ভাবে জানা নেই।
টিম হরররস্কোপের উপস্থাপনা প্রতি বারের মতো এবারেও মনে দাগ কেটেছে। অভিষেক দা ও বর্নিশা দির জুটি " নির্বাক " - এর সময় থেকেই আলোচিত এবং সুপ্রসংশিত । গল্পপাঠে রক্তিম দা আবারও মন জয় করে নিয়েছে।বলাই বাহুল্য যে আবহ ও ধ্বনি পরিকল্পনা সবকিছুকে ছাপিয়ে গেছে। অভির না বলা কথা গুলো যেন কান্না হয়ে স্বাশ রোধ করে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তাকে প্রতিনিয়ত , যতবার সে রূপকথার কাজলকালো মায়াবী চোখদুটোর দিকে আর চোখে চেয়েছ , যতবার সেই নির্লিপ্ত ঠোঁটের কোনে উন্মুক্ত হাসির টোল খেলতে দেখেছে , ঠিক যতবার সে বুঝতে পেরেছে , না এ জন্মে আর তোর হাত ধরা হলোনা , একসাথে অনেকটা পথ চলা বাকি রয়েগেলো , আর একটিবারও তার ললাটচন্দনে শুভ সিঁদুরের একটি বিন্দুও আঁকতে সে অক্ষম । যতটা যন্ত্রনা - কাতরতায় নকশিকাঁথার বিষাধমুখী প্রান্তরে সাজু আর রূপাইয়ের বিচ্ছেদ ঘটেছিলো , প্রতিটা বিচ্ছেদই কি ঠিক ততটাই যন্ত্রণাদায়ক হয়ে থাকে ? এই প্রশ্নের উত্তরই খুঁজেছে ইভান সরকারের গল্প " ইতি রূপকথা "। আজ থেকে ঠিক মাস তিনেক আগে গল্পটা লেখার সময়ই পড়ে শুনিয়েছিল ইভান দা। তখন কি আর জানতাম যে গল্পটা এই দাঁড়িপাল্লায় রূপায়িত হতে চলেছে। তবে যেহেতু প্রেমের গল্প তাই কিছু জায়গাতে চরিত্রের খোলসটা আরো সবিস্তারে ছাড়ানো যেত এবং আবেগপ্রবণ মুহূর্ত গুলিতে নুনের অভাব বোধ করলাম। যাই হোক ,আবারও ইভান দার লেখা প্রেমের গল্পের অপেক্ষায় থাকবো। বেশ অনেকটা সময় মুগ্ধতায় কেটে গেলো।
জানিনা কি ভাষায় এই লেখনির প্রশংসা করবো! "প্রশংসা" এই শব্দ টুকুর মধ্যে এই গল্পের কাহিনী এবং প্রতি অক্ষরে লুকিয়ে থাকা বাস্তবের আঁচড়ের স্পর্শ টুকু ধরে রাখি কিভাবে! কিছু কাহিনী থাকে সত্যি সুন্দর,আবার কিছু কাহিনী লেখা হয় অসাধারণের দিগন্ত রেখা পার করানোর জন্য,কিন্তু কিছু কাহিনী বিশেষ কিছু সময় হঠাৎ করেই এমনভাবে আমাদের জীবনে এসে ধরা দেয় যে সেগুলির সৌন্দর্য্য বা মুগ্ধতার বর্ণনা ওই সীমাবদ্ধ কয়েকটি অক্ষরে করতে যাওয়া বৃথা! আর সবার কণ্ঠ ❤️❤️❤️ সত্যি এ এক অতুলনীয় কাহিনী এবং উপস্থাপনা! এরকম আরো অনন্য কাহিনীর অংশীদার হতে চাই তাই এরকম এলোমেলো গল্প গুলো আরো চাই😊
📌
Ki bolbo boloto ! Kichu bolar nei ♥️ bukta kemon fete jachche .. ♥️
Asadharon jar kono tulona hoye na, tobe aj ami ar mukh theke ar kichu bolnar obostate nei thanks horrorscope team
দুর্দান্ত কাহিনী। লেখকের কুর্ণিশ। মন ভরে গেল। বর্ণিশার অভিনয় নিয়ে কোনও কথা হবে না। ক্ল্যাইম্যাক্সের দিকে অসাধারণ ডায়লগ থ্রোয়িং। হিরোর অভিনয় ভীষণই রোম্যান্টিক। আর যেটা বলার সেটা হল কথক। ক্লিয়ার ভয়েস, সুন্দর বলার ভঙ্গিমা-মুগ্ধ হয়ে গেলাম।
সব হারিয়ে পওয়া,এর থেকে ভালো কিছু হয় না। এর নাম ভালোবাসা। খুব সুন্দর জীবন ঘরিয়ে দেওয়ার গল্প
এই গল্প টা শুনে যদি চোখ থেকে জল না গড়িয়ে পড়তো তবে ভাবতাম আমারই ভিতরে বুঝি আবেগের কলসি ফুরিয়ে গেছে | গল্প টা কাল রাতে শুনেছি....আর আজকের সকাল টা যেন বোরোলিনে মতো কাজ করছে. এক কথায় রেশ কাটেনি. ধন্যবাদ Horroscope team....♥️♥️♥️
ভালোবাসা রইল এই নগন্য কলমচির পক্ষ থেকে
Golpo ta sune ato valo laglo ki r bolbo...........just love it.......
khub sundor gulpo. soti karar valobasa ae rokhe hoya
লেখকের লেখনী হৃদয়স্পর্শী আর বাস্তবতা মাখা। দারুন লাগলো। আর presentation টাও অসাধারণ লাগলো ।।
My favourite love story'
Thank you 💗 horror scope scope
অসাধারণ গল্প, আরো এরকম গল্পের অপেক্ষায় থাকলাম....
গায়ে কাঁটা দেওয়া রোমহর্ষক জাগানো একটি গল্পও। অসাধারণ!!!
গল্পটা সত্যি মাস্টারপিস,
বাস্তবের চরিত্র গুলিও পুসফটিত ।
Speechless so heart touching 😪😪
এরকম গল্প যদি প্রত্যেকটা চ্যানেল করার কথা ভাবতে প্রতি বার তন্ত্র মন্ত্র না করে তো ব্যাপারটা সেরা হতো। Kudos team horrorscope।
এরকম গল্প আরো আসুক।
অপেক্ষায় থাকলাম
ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন
Prothom bar apnar golpo sunlam dada sotti cokher konay jol cole alo...tumi sera dada ♥️
sokole khub khub valo koreche.. r seser kotha gulo just ❤️
যেমন কথা তেমন কাজ।...... Thank you দাদা।😊😊
গল্পের লেখনী নিয়ে কিছু বলার নেই, ইভানদা জায়গা মতো প্লেসমেন্ট করে বাউন্ডারিটা করেই নিল। 💓
এবার আসা যাক প্রেজেন্টেশনে 🌝
অভিনয়ের কথা বলতেই মনে পড়ল! এই যে বর্নিশা, Hats off!! এই রকম কাজ আরো হোক! 🥺
অভিষেকদাদা শুরুর দিকে একটু হড়বড় করছিলে, বাট পড়ে যাওনি। 👍একটা দুটো ডায়লগ ওভার এক্সপ্রেশন আর আন্ডার এক্সপ্রেশন লাগছিল, তবে সামলে নিয়েছো🌝
স্মিতাদির অংশ ছোটোর মধ্যে ভালোই💫
গল্পপাঠে রক্তিমদাকে শুরুর দিকে খুব ঠান্ডা লাগছিলো, কেমন ভূতুড়ে গল্পের পাঠের মতো ফ্ল্যাট ইমোশনে চলছিল, আর একটু স্লো লাগছিল। তবে গল্প যত এগিয়েছে তত নিজের খোলস ছেড়ে বেড়িয়ে এসেছো।💓 যদি গল্পটা দুটো হাফে ভাগ করি, তাহলে বলতে হয় সেকেন্ড হাফে, অর্থাৎ ঐ ২৫ মিনিটের আশেপাশের পর থেকেই রক্তিমদার পাঠটা গল্পের জন্য উপযুক্ত হয়ে উঠেছে।😋❣️
প্রচ্ছদ নিয়ে বলাটা আমার অওকাত নেই!
আবহের কথা উঠতেই একটু মনে চাপ আসছিল, মিক্সিং খুবই সুন্দর 👍 তবে সবসময় গান না হলে আরো ভালো লাগতো হয়তো। কিছু কিছু অংশে কোনো মিউজিক না বাজলে ভালো লাগতো বেশি। পুরো গল্প জুড়ে রাতের আবহটা অনুভব করতে পারিনি, আর স্পেশাল এফেক্টস যেমন হাসি, নিঃশ্বাস, দৌড়ে জড়িয়ে ধরার পায়ের শব্দ না পাওয়ার দরুন শুধু ন্যারেশনেই কল্পনা করে নিতে হল, এমনকি শেষের ঐ দৌড়ে জড়িয়ে ধরার সিনটা বুঝতে ঐ অংশ আবার প্লে করতে হয়েছে। 🌝
সব শেষে Overall বলতে গেলে এনজয় করলাম। এইরকম গল্পের দরকার আছে আমাদের বাংলা অডিও স্টোরি কমিউনিটিতে। So keep it up!!❣️
❤️❤️❤️
এরকম গল্প চাই খুব ভালো লাগলো 🥰🥰🥰🥰🥰🥰
Suntey suntey chokh e jol choley ese6e.... Khub valo lglo
উফফফ ভীষণ কষ্টের ,
দম বন্ধ হয়ে আসছিলো 😔
শেষটায় ওদের মিল হতে স্বস্তি পেলাম ❤️
এটাই ভালোবাসা💝
দাদা...... কিছু বলার নেই!❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
অভিষেক দা'কে এর আগে আমরা পিশাচ ইত্যাদি অনেক চরিত্রে অভিনয় করতে শুনেছি, কিন্তু 'নির্বাক'- গল্পের পর এটা দ্বিতীয় গল্প যেখানে একটা মধুর চরিত্রে অভিনয় করতে শুনলাম।.....তখনো গল্প শুনতে শুনতে নিরবে অশ্রুপাত করেছিলাম এই গল্পেও তাই।...... Mind blowing performance, Dada!🙏🏻🙏🏻😊😊
তোমরা এতো বাধা বিপত্তি সত্ত্বেও আমাদের এতো ভালো ভালো গল্প শোনাও, আমাদেরও তোমাদের কিছু দেওয়া উচিত।🙃🙃
তুমি দাদা, মাল্টিট্যালেন্টেড লোক সত্যি! যেমন গলার স্বর, তেমন লেখার হাত, আর ড্রামসেট বাজানোর কথা না হয় বাদই দিলাম!
তুমি দাদা, মাল্টিট্যালেন্টেড লোক সত্যি!
khub khub bhalo. monta kharap hoye gelo. dhonnobad
Khub sundor , Happy ending 😊😊
purono sriti Mone pore gelo 🥺🥺🥺🥺🥺😭😭
Thank u dada.. Punorai romantic feelings deoyar jonno.. 😊🙏🏻
Speechless ❤️
মনটা ভর্তি হয়ে গেল💚কিছু সময়ের রিকর্ডিং হয় না,কিছু মুহূর্তের বিকল্প হয় না,কিছু সময় কয়েক বছর পরেও কালকের ঘটনা ই মনে হয়।গল্পটা এরকম ই।
ভালোবাসা রইলো।। সাথে থাকবেন
অসাধারণ একটি সত্য ঘটনা 😭😭😭😭😭
Sottei darun golpo ,,,,,,,sesh theke shurur golpo ,,,🙏🥰
অসাধারণ অনেক দিন পর একটা খুব ভালো গল্পঃ শুনলাম ❤️❤️❤️❤️❤️❤️❤️
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন
সত্যি খুব সুন্দর একটা গল্প,
অনবদ্য উপস্থাপনা। খুবই ভালো লাগলো।
ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন
I wish বাস্তবের ভালবাসা গুলোও atotai সত্যি হত। জীবনটা hyto অন্য রকম হত। ভালোবাসা টা রয়ে যায়। r মানুষ গুলো চলে যায়।
গল্পটা সত্যিই সেরা। স্যালুট জানাই লেখক তোমায়।
অনেক টা ভালো লাগল
Sotti ata amader sokoler life er golpo... Asadharon laglo.... ❤️
Darun Story ❤️🥀
Asadharon
ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন
খুব সুন্দর, অসাধারণ,
চোখে জল এসে গেলো
হারানো ভালোবাসা ফিরে পাওয়ার এক অসাধারণ গল্প ♥️♥️❤️❤️
ভীষণ ভালো লাগলো গল্পটা❤️❤️অসাধারণ👌👌
🥺😔 শুধু এইটুকু বলার, বোঝাতে চেয়েছিলাম 🙂।।।
বাকিটুকু নাহয় না-ই বললাম 😊..........
গল্পটা জাস্ট অসাধারণ 💝
সত্যিই দারুণ হয়েছে ইভান দা❤❤❤❤
Dada durdanto but sobar valobasa amn mill hoy na..but khub valo laglo sesh tai mill holo..durdanto .
ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো 😌
অসাধারণ💕
ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন
@@HorrorScope অবশ্যই ❤❤
কি বলব কোনো ভাষা পাচ্ছিনা এক কথাই অসাধারণ 💜💜💜
অসাধারণ অসাধারণ অসাধারণ
এই গল্পের জন্য একটা subscriber বাড়লো,
গল্পঃ শুনলাম না অঝোরে কেঁদে চললাম,,
😭😭😭😭😭😭😭😭😭😭
"রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে৷'' …...….............…....…...….............….... মুগ্ধ
দাদা অসাধারণ লাগলো.....
আর অনেক ধন্যবাদ চ্যানেল টা দেওয়ার জন্য
আসা করি আরও ভালো ভালো গল্প শুনতে পাবো
আমি ট্রেনে তোমার পাশে বসা ছেলেটা
ভালোবাসা নিও।। 🤍🤍সাথে থেকো
Osadharon golpo ta❤️❤️❤️❤️❤️❤️❤️
বাস্তবতা খুব ভালো করে দেওয়া হয়েছে এখানে । খুব ভালো লাগলো শুনে ।
গল্পটা শুনে খালি নিজের অতীত মেলাতে চেষ্টা করছিলাম ।
খুব খুব ধন্যবাদ এরম গল্প শোনানোর জন্য ।
মন খারাপের মন ছোঁয়া গল্প
খুব ভালো লেগেছে। অন্যরকম গল্প লেখার জন্য আর এত সুন্দর করে শোনানোর জন্য। Love you very much 😍😚💕❣️💖🥰😘💚💙❣️💜💛❤️🧡
Osadharon....
Eto sundor story ami age kokhono sunini. ami khub 😭😭😭kede6i golpo ta sunte sunte. Thank you eto sundor golpo sonanor jonno. ❤️❤️❤️
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও সাথে থাকবেন
আমার গল্পে তুমি নেই আছে শুধু স্মৃতি ❤️ যদি বাবা-মা বুঝতো হয়তো আমার গল্পে তুমি থেকে যেতে পারিনি তোমাকে আগলে রাখতে পারিনি আমি বাবা মা কে বোঝাতে হায়রে সমাজ তোদের জন্য আজ কত ভালোবাসা অসম্পূর্ণ 💔💔
😔😔😔
Darun
So beautiful ❤️😞😞🙂
Hmm thik tomar moto amar o akjon valo basa r manus chilo sa o parini tomar moto tar baba maa k bolta raji korta tai amar valo basa ar valo basa r manus duto akta ajka ar amar nai💔🥺
বাস্তবে বিচ্ছেদ টা থেকেই যাই
ইভান দা💔😊 কেউ ভালোবাসা পূর্ণতা পাই না😔🥀
Thank you so much for this story.darun
জেমন গল্প তেমন গল্প পাঠ অসাধারণ পোস্টার ডীজাইন ও বেশ সুন্দর 😊👌👌❤❤❤❤
Just chokhe jol chole alo ......
আমি রীতিমতো বাকরুদ্ধ!! এতটাই মনোমুগ্ধকর লেখনী...সেই সাথে অসাধারণ পরিবেশনা!! খুব খুব ভালো লেগেছে গল্পটা!!👍👍
Sotti darun golpo chokhe jol aise gallo nizar atith er kotha mone porlo jano kaw seta bolta suru korlo r ami chup kore sunlam
যেমন সুন্দর কাহিনী তেমনই সুন্দর উপস্থাপনা।👏👏
ভাগ্যিষ বাঙালী হয়ে জন্মেছিলাম নইলে এমন অসাধারণ গল্প গুলো উপভোগই করতে পারতাম না।
পাটনাই হোস্টেল এর ছাদে বসে গল্পটা শুনছি, জানি না কেন তার কথা ভীষণ ভাবে মনে পরে গেল।
যাকগে,একটা request ছিলো...মাঝে মাঝে background এর চলা English গানটির নাম টা প্লিজ জানবেন।
আপনাদের পুরো team কে আগামী দিনের অনেক শুভেচ্ছা। আরো এমন ভালো গল্পের আশায় রইলাম।
ধন্যবাদ🙏
জানিনা কার জীবনের গল্প লিখেছ দাদা। শেষ টা এতোটা খারাপ যেনো কোনোভাবেই না হয়। সে যেন ভালো থাকে। সুখে সংসার করতে পারে। শুরুটা আমার জীবনের গল্প। আগামীটা যেনো গল্পের মতো না হয়।
Ivan da ar Abhishek er band mate hisebe proud feel kori❤️
Ivan da tumi guru bhalo❤️great work Abhishek and Horror Scope team❤️
Khub sundor ❤️❤️❤️❤️
স্তব্ধ হয়ে রইলাম কিছুক্ষণ ❤️
ইভান রক🤘🏻
রক্তিম🙏🏻
সব্বাই সেরা❤️
দূরান্ত।
ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থেকো
অসাধারন 🙂
ধন্যবাদ ইভান এমন একটি ভিন্ন স্বাদের গল্পের জন্য।
❤️গল্পঃটা সত্যি অসাধারণ❤️
আমার তুমি টাকে জানি আর কোনো দিনও ফিরে পাবনা তবুও আজও তাকে পাগলের মত ভালোবাসি।আজও বোঝাতে পারিনা নিজের মনকে আমি থেকে কখনোই আমরা হতে পারবেনা💔
Kadiye dilo golpo ta...nijer jibon r onk sriti mone koriye dei...but sobaie ki avi r moto rupkotha ke fire pai...🙂
অসাধারণ লেগেছে গল্পটা।❤ ধন্যবাদ।
চোখে জল ছাড়া আর কিছু নেই।
Ami o Tomar golpo valo basi valo basi valo basi
Golpo ta sune ar kannea dhore rakthe parlamna😭😭
Protita golpo I suni
Eta hoi to kono Karon e sona hoi ni
Ki je valo laglo ki bolbo
Chok vije giyeche..
Darun darun
Darun laglo,,Khub valo galpo.👌
Sotti .. oshadharon golpo ta .. fun hoya galam
অপূর্ব 💐💐
আসলেই ভালোবাসার কাছে সব কিছুই যেন তুচ্ছ
Golpo ta darun ....
Sundor
Vison sundor glpo....👌👌👌
খুব সুন্দর একটা গল্প 😌❤️
ভালো লাগলে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো
খুব খুব ভালো লাগলো গল্পটা ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰
গল্পটা শুনে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এইরকম ঘটনা আমার জীবনেও ঘটেছে তবে বাবি কিন্তু আজও ফিরে আসেনি ..........
অসাধারণ
Asadharon....khub sundor hoeche...😊😊👌
golpo ta sune ,chokhe jol chole alo
😭
1 kothai blbo... Anoboddho....👌👌
সত্যি ইভান দা মন টা কেঁপে ওঠে💔