হুন্ডির আতঙ্কজনক বিস্তার | Investigation 360 Degree | EP 342

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #JamunaTelevision #JTV #current_affairs #যমুনাটিভি #investigation
    - Subscribe to our channel: / jamunatvbd
    - Follow us on Twitter: / jamunatv
    - Follow us on TikTok: / jamuna_television
    - Find us on Facebook:
    - Check our website: www.jamuna.tv

ความคิดเห็น • 749

  • @ShafayatFahim
    @ShafayatFahim 9 หลายเดือนก่อน +19

    যেই সরকার রক্ত-ঘাম ঝড়ানো প্রবাসীদের মূল্য দিতে পারে না, সেই সরকার প্রবাসীদের রেমিটেন্স পাওয়ার যোগ্য না।
    প্রবাসীদের এই নিরব প্রতিবাদকে আমি সাধুবাদ জানাই।

  • @dulalkanu
    @dulalkanu ปีที่แล้ว +381

    সাংবাদিক ভাইকে বলতে চাই প্রবাসীরা প্রবাসে যেই ভাবে হোক প্রবাস থেকে দেশে টাকা পাটিয়ে কত কিচুই করে তাই ঔ টা না দেখে, দেশের যারা জনগনের টাকা বিদেশে পাচার করে তাদের মুসলমানি করান। প্রবাসী বাংলাদেশি

    • @riaduddin880
      @riaduddin880 ปีที่แล้ว

      হুন্ডির মাধ্যমেতো টাকাটা পাচার হচ্ছে প্রবাসীরা সহযোগিতা না করলেতো আর টাকাটা পাচার হতো নাহ।
      পাকিস্তানের সেনাবাহিনীর মতো আমরা যারা হুন্ডিতে টাকা পাঠাই তারাই আমাদের দেশের সাথে বেইমানি করতেছি।

    • @NazrulIslam-hi3yz
      @NazrulIslam-hi3yz ปีที่แล้ว +22

      আপনি বুঝতে পারেন..? আপনি যে হুন্ডিতে টাকা পাঠান সেই টাকাটাই পাচার হয়

    • @mdaslamhossain226
      @mdaslamhossain226 ปีที่แล้ว

      নজরুল সাহেব যদি দেশের দুর্নীতিবাজ দের ধরার মত সাহস কখোনো কোনো মায়ের পোলার হয় সেদিন থেকে হুন্ডি অটোমেটিক কমে যাবে আর সেই দিন কোন আসবে না

    • @mr.anonymous298
      @mr.anonymous298 ปีที่แล้ว

      আপনারা হুন্ডি করেন বলেই পাচারকারীরা সুযোগ পায়

    • @dulalkanu
      @dulalkanu ปีที่แล้ว +24

      @@NazrulIslam-hi3yz ব্যাংকে কম পাওয়া যায় এবং হয়রানির সিকার হতে হয়। হুন্ডি তে বেশি, পাওনা যায় এবং সহজ হয়।

  • @ourtvbangla014
    @ourtvbangla014 ปีที่แล้ว +104

    রেমিটেন্স বৈধ পথে পাঠিয়ে লাভ কি? কোটি কোটি টাকা যদি পাচার হয়ে যায় কানাডা/ইন্ডিয়ায় !

    • @riaduddin880
      @riaduddin880 ปีที่แล้ว +11

      পাচার করার সুবিধা তো আপনারেই দিচ্ছেন

    • @mostafahaji8088
      @mostafahaji8088 ปีที่แล้ว +2

      @@riaduddin880 কি ভাবে একটু বুঝিয়ে বলেন জ্ঞানী ভাই,

    • @riaduddin880
      @riaduddin880 ปีที่แล้ว

      @@mostafahaji8088 এই আপনারা যে হুন্ডিতে টাকা পাঠান ওটাই পাচার হয়।
      আপনারা হুন্ডিতে ১ ডলার পাঠালে ওই ১ এক ডলার সমপরিমান বা তার থেকে একটু বেশি টাকা আপনাদের দেওয়া হয় আর আপনি যে এক ডলার ওখানে পে করছেন ওটা পাচার হয়।
      ব্যাংক যেহেতু লিগ্যাল ওয়েই এখানে রেইট একটু কম থাকবেই কারন এটা ইন্টারন্যাশনাল হিসাব তার কিছু খরছ ও থাকবে আর এটা বাচাইতে গিয়ে লোভির বাচ্চারা হুন্ডি ব্যাবহার করে।

    • @Tareke352
      @Tareke352 ปีที่แล้ว +5

      ​@@mostafahaji8088 সুইচ ব্যাংক টা একটু খতিয়ে দেখুন।।

    • @mdaslamhossain226
      @mdaslamhossain226 ปีที่แล้ว

      ​@@riaduddin880 হ ভাই ঠিকই বলছেন প্রবাসীরা না এদেশের এম পি ফারুকের মত দুর্নীতিবাজ দের ফোন দিয়ে বলছে আপনারা সব অবৈধ টাকা বিদেশে পাচার করেন তাই না এদেশ যতদিন আছে দুর্নীতিবাজ ও কমবে না হুন্ডি ও কমবে না।

  • @rahmanatikur9407
    @rahmanatikur9407 ปีที่แล้ว +56

    হুন্ডিকে হ্যাঁ বলি ☑️✅
    ব্যাংক কে না বলি❌❌❌
    সরকার আমাদের প্রবাসীদের জন্য কিছু করে না আমরা কেনো সরকারের কথা মত চলবো
    সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের বলবো সবাই হন্ডিতে টাকা পাঠান, তাহলে আশা করি আমাদের কথা সরকার শুনবে ইনশাআল্লাহ

    • @mdtopuforaji9844
      @mdtopuforaji9844 ปีที่แล้ว

      তাহলে বলন চোদান কে যে আপনারা রেমিট্যান্স যোদ্ধা?

  • @mdsapla2154
    @mdsapla2154 ปีที่แล้ว +29

    আপনারা বড় বড় পদে বসে রেমিট্যান্স রেমিট্যান্স জববেন। আর আমরা বিদেশে দেশের দূতাবাস থেকে কোন সহায়তা পাবনা এটা কেমন বিচার।

  • @hasanmahmud6616
    @hasanmahmud6616 ปีที่แล้ว +44

    হুন্ডি ব্যবসা ভালো কাজ। যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় বড় এমপি-মন্ত্রীরা হুন্ডি ব্যবসার সাথে জড়িত,আমি এই ব্যাবসাকে শ্রেষ্ঠ ব্যাবসা মনে করি।

  • @msbawlmedia6719
    @msbawlmedia6719 ปีที่แล้ว +43

    রেমিট্যান্স আসবে তখন যখন রেমিট্যান্স যোদ্ধাদের পাপ্প্য সম্মান পাবে তখন

    • @sabbirhossainnoyon100
      @sabbirhossainnoyon100 ปีที่แล้ว

      সম্মানটা কিভাবে দেবে তোমাদেরকে? সরকার ঘুষ দিতে হবে তোমাদেরকে? গোপনে টাকা দিতে হবে? কিভাবে সম্মান চাও বুঝাইয়া কও।

    • @mdshahadatahamed6513
      @mdshahadatahamed6513 ปีที่แล้ว

      আপনাদের এয়ারপোর্ট থেকে ফুলের মালা দিয়ে বরন করা হবে😼

    • @arigjoy8044
      @arigjoy8044 11 หลายเดือนก่อน

      ভাইয়া ১০০% রাইট কথা বলছেন আপনি,,,

  • @mostafahaji8088
    @mostafahaji8088 ปีที่แล้ว +29

    আজ ছয় বছর বিদেশে অবৈধ, যারা হাজার হাজার মানুষ বিদেশে অবৈধ তারা কিভাবে দেশে বৈধ ভাবে টাকা পাঠাবে, সে নিয়ে কথা বলেন কিভাবে এর সমাধান করা যায়, বিদেশে আসার সময় বাপের জায়গা বেইচা তারপর বিদেশে আসছি আমার টাকা আমি যেভাবে খুশী ভাবে পাঠাবো, নানান ব্যাংকে যাওয়ার পরও কোনো লোন না পাওয়ায়

  • @maksmart7061
    @maksmart7061 ปีที่แล้ว +66

    সুন্দর এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি রিপোর্ট । এবার মন্ত্রী এমপি যারা বিদেশে টাকা পাচার করছে তাদের আলাদা আলাদা তদন্ত করুন । এবং এভাবে তুলে ধরুন। তাহলে আমরা আরও উপকৃত হবো।

    • @SK_Media_KSA
      @SK_Media_KSA ปีที่แล้ว

      ভাই প্রবাসীরাই হুন্ডির মাধ্যমে টাকা লেনদেন করে ঐসকল এমপি মন্ত্রীর টাকা বিদেশে পাচার করতে সহায়তা করে......

  • @MiahMahfuz
    @MiahMahfuz ปีที่แล้ว +11

    BMET card এর জন্য একজন প্রবাসীর কাছ থেকে ১২,০০০/- ডাকাতি এবং ভিসা EndorseEndorsement এর নামে প্রবাসীদের পদে পদে হয়রানি যা অন্য কোনো দেশে নেই ও দালালদের সিন্ডিকেট কেনো সরকার বন্ধ করতে পারে না? সে উত্তর কি আছে আপনাদের কাছে?? আশা করবো অতি শিগগিরই আপনাদের কাছ থেকে একটা Effective অনুসন্ধানি রিপোর্ট দেখতে পারবো

  • @shohelhossain1067
    @shohelhossain1067 ปีที่แล้ว +27

    দেশ বাঁচাও,,হুন্ডি তে টাকা পাঠাও

  • @ahadsorkar
    @ahadsorkar ปีที่แล้ว +17

    প্রতিবেদনের ৮: ৪০ মিনিটে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই৷ কিন্তু রাজধানী হলো আবুধাবি৷ আরেকটু সাবধান হয়ে ভিডিও আপলোড দিবেন৷ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্লাটফর্ম৷

    • @171186ra
      @171186ra ปีที่แล้ว

      আপনাকে নোবেল prize

  • @ibrahim19801
    @ibrahim19801 ปีที่แล้ว +47

    স্যার আমরা দেশের বিরুদ্ধে যাইতে চাই না কিন্তু দেশ তো আমাদের কিছুই দেয় না সেজন্য মানুষ হুন্ডির দিকে ঝুঁকি দেয় আরো অনেক কথা আছে বলার সময় তো আর পাইনা😍😍😍😍😍😍

    • @SAIFUL383
      @SAIFUL383 ปีที่แล้ว

      ধুর মিঞা কারে আপনি স্যার বলে সম্বোধন করছেন ??
      ও এবং ওরা তো হলো একেকটা মাদারচোত চুদির ভাই ।।।
      যেই বেশ্যার বাচ্চাদের শুধুমাত্র বিশ টাকার বিনিময়ে কাপড় খুলে গোয়ামারা যায় , আর সেই তাদেরকে কিনা আপনি স্যার বলছেন ????
      বরং স্যার ও আপনাকে বলবে ।।।
      আপনি কি এইসব মাদারচোতের মতো চামচামি করেন নাকি ??
      ওরা তো মজিবরের বৌ হাসিনার চামচামি করে বেড়ায় , যার বিনিময়ে ওদের পেটে কিছু দানাপানি পড়ে । আপনি কি ওদের মতো ভিক্ষুক নাকি ??? নিজের সম্মানটা পথের ধুলোয় মিশিয়ে দিয়েননা ।

    • @MsLijon
      @MsLijon ปีที่แล้ว

      ভাই আমি 100% anti বাংলাদেশ। এই আচোদ* বাংলাদেশের পুট* মারা খাওয়ার খবর শুনলেই মনে শান্তি লাগে। খা*কি মা* বেশ্* বাংলাদেশ, সারাটা জীবন সাধারণ জনগণরে বাঁশ দিছে, এখনও দিতাছে আর futute এ ও দিবো। সহ্য করতে না পারায় বিদেশে আসছি। দোয়া করি যেনো এই আচোদা বাংলাদেশ world map এর থিকা নিশ্চিহ্ন হইয়া যায়।
      যেইনা ভোদা* দেশ তার উপর আবার মানুষের দেশপ্রেম থাকবো। মুখটা আর বেশি খারাপ করলাম না।

    • @user-ye5gz7nr6f
      @user-ye5gz7nr6f ปีที่แล้ว

      কিসের স্যার এরা দালাল সাংবাদিক

    • @ShahinAlom-yc8te
      @ShahinAlom-yc8te ปีที่แล้ว

      দেশের সবাই মিলে তুর বোনকে বিয়ে করে ফেলবো এখন তুই খুশি কি না বল

    • @sabbirhossainnoyon100
      @sabbirhossainnoyon100 ปีที่แล้ว

      যারা বলে দেশ তাদেরকে কিছুই দেয় না, তাদের মতো অকৃতজ্ঞ অমানুষ এই ধরণীতে নেই। দেশ তোমাকে হাটার জন্য ভূমি দিয়েছে, বিপদে আপদে আশ্রয় দিয়েছে, ছোট বেলা থেকে তিলে তিলে বড় করেছে। এই দেশের মাটিতেই তোমার বসবাস। এই দেশেই প্রিয়জনদের রেখে বিদেশ যাও দুইটা টাকা কামানোর আশায়। দেশ যদি কিছুই না দিয়ে থাকে তাহলে বিদেশে বৌ বাচ্ছা বাবা মাকে নিয়ে যাও না কেন? কেন বিদেশে টাকা কামিয়ে দেশে এসে জমি কিনো? ফ্লাট কিনো? বিদেশে লাথি উস্টা খেয়ে শেষ বয়সে দেশেই তো ফিরো! দেশ কিছু না দিলে সেই দেশে থেকে যাও না কেন? জীবনে বেচে থাকতে আর কোন দিন এই নিমকহারামি কথা বলবেন না যে দেশ কিছুই দেয় না! আরে দেশ কিভাবে দেবে? দেশের কি জীবন আছে? দেশের মানুষ যদি খারাপ হয় দেশ কিভাবে দেবে? সেই খারাপ মানুষ গুলাই তো তোমরা। যারা নিজের স্বার্থটুকু ছাড়া কিচ্ছু বোঝো না!

  • @twobrothersmedia7328
    @twobrothersmedia7328 ปีที่แล้ว +9

    ঠিক আছে ভাই, ভালো বাংলাদেশের সরকারকে রেমিট্যান্স দিয়ে কোনো লাভ নেই। সরকার প্রবাসীর কষ্ট বোঝে না। 😢😢😢

  • @shahadatraiyan6797
    @shahadatraiyan6797 ปีที่แล้ว +75

    তাহলে বৈধ পথটা অবৈধ পথের মতই সহজ করা হোক।

    • @nasirmedia
      @nasirmedia ปีที่แล้ว +2

      Right

    • @SAIFUL383
      @SAIFUL383 ปีที่แล้ว

      একটা পাসপোর্টের জন্য মালায়শিয়াতে
      হাইকমিশনার এ কে এম শহীদুল্লাহর
      পায়ে পর্যন্ত ধরছি কাম হয় নাই ।।।
      পরে দালালের মাধ্যমে যেটা আমাকে করতে হয়েছে তাও আবার পুলিশ ভেরিফিকেশনের জন্য নগদ পাঁচ হাজার টাকা দিতে হয়েছে ।।।
      এবার আপনিই বলুন এখন রাষ্ট্রের প্রতি আমার কি দায়ীত্ব পালন করা উচিৎ ???
      দোষ করবে দেশের ভগবান আর দেবতারা আর যার দায় বহন করবে আমাদের মতো কামলারা ???

    • @knowtherealislam9318
      @knowtherealislam9318 ปีที่แล้ว +2

      সহমত

    • @globalvillage7030
      @globalvillage7030 ปีที่แล้ว +1

      Agree 👍

    • @siddikkhan5216
      @siddikkhan5216 ปีที่แล้ว +1

      ঠিক

  • @mmmbb369
    @mmmbb369 ปีที่แล้ว +76

    ব্যাংক প্রনোদনা ২.৫% থেকে বাড়িয়ে ৪.৫% করা উচিত সরকারের 👍🏻

    • @abdulmomin5075
      @abdulmomin5075 ปีที่แล้ว +10

      তাতেও লাভ হবে না। হুন্ডি ব্যবসায়ীরা ৭-৮% দেয়।

    • @shiplubangla
      @shiplubangla ปีที่แล้ว

      @@abdulmomin5075 koi dei

    • @dulalkanu
      @dulalkanu ปีที่แล้ว

      সরকার চাইছে জনগনের পকেট ছিরে টাকা চিনিয়ে নিতে। প্রবাসী

    • @asadshah8547
      @asadshah8547 ปีที่แล้ว +1

      Government USD rate 200 taka dile hundi wala 205 taka dibe. Problem onno jai gai

    • @mmmbb369
      @mmmbb369 ปีที่แล้ว +2

      @@abdulmomin5075 আরো বড় সমস্যা কাগজপত্রের ঝামেলা তো আছেই

  • @monjilhossain2206
    @monjilhossain2206 ปีที่แล้ว +6

    প্রনদনা ৫% এবং পেনসনের দাবি জানাচ্ছি। আর সরকারি দপ্তরে সমস্ত কাজ সহজ করতে হবে প্রবাসীদের জন্য।

  • @shuvomohontobishnu7917
    @shuvomohontobishnu7917 ปีที่แล้ว +1

    শুরুতেই তালাশ টিমকে অনেক অনেক ধন্যবাদ,, সমাজের অসঙ্গতিপূর্ন দিকের চুলছেড়া বিশ্লেষণ করার জন্য।। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তথ্য দিতে চাই।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট নিয়ে।। হাজারো ছাত্রছাত্রীর ধারনা,, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক সুষ্ঠু ভাবে খাতা কাটে না।। হতে পারে তারা তাদের বউ বাচ্চাকে দিয়ে খাতা কাটায়।। নয়তো বা তাদের ছাত্রছাত্রীদের দিয়ে খাতা কাটায়।। অনেক শিক্ষার্থী বলে থাকে,,গাজা খেয়েও খাতা কাটতে পারে।। এমনও হতে পারে তারা খাতা কাটেই না।। নইলে উল্টাপাল্টা রেজাল্ট কেন আসবে।। যে বিষয় গুলো অত্যন্ত ভালো পরীক্ষা হয় দেখবেন সে বিষয় খুব খারাপ রেজাল্ট বা ফেল আসছে।। আর যে বিষয় ফেল হবার কথা সে বিষয় ভালো রেজাল্ট আসছে।। ইতিপূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের খাতা ছাত্রছাত্রীদের দিয়ে কাটানোর মতো ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়।। এই কথা শুধু মাত্র আমার নয়,, এই কথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ শিক্ষার্থীর।। শিক্ষার্থীদের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলার বিরুদ্ধে আজ অবদি কোনো একশন হতে দেখিনি।। এর সুষ্ঠু তদন্ত খুবই জরুরি।। এবং এধরনের শিক্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শান্তি প্রয়োজন।। শুধু খাতা কাটা নয়,, কেন্দ্রে শিক্ষকদের ঘুষ দিয়ে নকল করা বা অধিক সুবিধা নেবার মতো হাজারো ঘটনা ঘটে।। সোস্যাল মিডিয়ায় তোলপাড় হলেও এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ বড় ধরনের পদক্ষেপ নেবার সাহস করেনা।। আমি আপনাদের কাছে অনুরোধ করছি একটা সুষ্ঠু তদন্ত আপনারা করুন।।সমাজের কালো ছবির পর্দা ফাস করুন।। ধন্যবাদ জানাচ্ছি আবারও, আশা করি বিষয় টা বিবেচনায় আনবেন।

    • @mdshohidulislam7669
      @mdshohidulislam7669 3 หลายเดือนก่อน

      আমরা সরকারের কোন সাহায্য পাই না সবাই আমাদের দুর দুর করে তারি্য়ে দেই যতোদিন সরকারি লক ঠিক নাহবে ততদিন হুন্ডি লাইক বেংক নায়

  • @jahedulislam2495
    @jahedulislam2495 ปีที่แล้ว +76

    আলহামদুলিল্লাহ, সরকারের বারোটা বাজছে দেখে খুব ভালো লাগছে, যদিও সাধারণ মানুষ অনেক কষ্টে আছে

    • @MollaMdHasan
      @MollaMdHasan ปีที่แล้ว +7

      নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ 😂😂🤣🤣

    • @mdfahimhossain4832
      @mdfahimhossain4832 ปีที่แล้ว

      বেটা সরকারের ১২ টা বাঁজলে তোদের পরিবার কি দেশে ভালো অবস্থানে থাকবে নাকি??

    • @mdawlad6223
      @mdawlad6223 ปีที่แล้ว +1

      আবার তোরা মানুষ হ

    • @shifurrahman6151
      @shifurrahman6151 ปีที่แล้ว

      ছাগল সরকারের না দেশের বারোটা বাঝচ্ছে

    • @mohammednazrulislam6395
      @mohammednazrulislam6395 ปีที่แล้ว

      বেটা তুমি ত রাজাকার

  • @realsxyz
    @realsxyz ปีที่แล้ว +22

    সরকার কে বলেন হুন্ডিদের থেকে ব্যাংকে বেশি সুযযোগ সুবিধা দিতে। তাইলে মানুষ আর হুন্ডিতে টাকা পাটাবে না।

  • @shopantalukder8991
    @shopantalukder8991 ปีที่แล้ว +3

    সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, এটা সত্য যে আপনারা প্রবাসে যেতে নানা রকম হয়রানি ও ভোগান্তির শিকার হন। আপনাদের ভিতর পাসপোর্ট অফিস, এয়ারপোর্ট ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতি অনেক ক্ষোভ থাকে। তবে একটা অভিযোগ আপনারা করছেন যে, বিদেশে টাকা পাচার বন্ধ না করে কেনো আপনাদের হুন্ডি বন্ধ করতে বলছে? এখন আপনাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে, হুন্ডিতে যে রিয়াল/দিনার/ডলার আপনারা না পাঠিয়ে টাকা পাঠাচ্ছেন, ঐ রিয়াল/দিনার/ডলার এই দেশের পাচারকারীরা কিনে নিচ্ছে আর তারা আপনাদের দিচ্ছে টাকা। আর সেই রিয়াল/দিনার/ ডলার দিয়ে তারা কানাডায় বেগমপাড়া বানাচ্ছে। তাই আপনি হুন্ডি বন্ধ না করলে টাকা পাচার বন্ধ করা অনেক কঠিন হবে। আর ব্যাংক যদি প্রতি ডলারে ২০০ টাকা করেও দেয়, হুন্ডিওয়ালারা তখন ২২০ টাকা করে দিবে কারণ তাদের কাছে প্রচুর অবৈধ টাকা যেটা আপনাকে যে কোন মূল্যে দিয়ে তারা ডলার কিনতে চাইবে।

  • @esnArafat
    @esnArafat ปีที่แล้ว +10

    হুনদির মত ব্যাংকিং সিস্টেম গুলো সহজ করা উচিত
    যেন ব্যাংকের কর্মকর্তারা আমাদের বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসে 😂

    • @MsLijon
      @MsLijon ปีที่แล้ว +2

      জি ভাই, সাথে পায়ে ধইরা মাফ চাইবো including এয়ারপোর্টের সব কর্মকর্তা, কর্মচারী

  • @walidiqbal7007
    @walidiqbal7007 ปีที่แล้ว +41

    প্রবাসের উপরে দোষ দিয়ে টাকা পাচারকারীদের বাঁচিয়ে দিচ্ছেন আপনারা

    • @user-td3bu5kk8d
      @user-td3bu5kk8d ปีที่แล้ว

      হুন্ডি টাকা পাচার করতে সাহায্য করে

    • @SabbirAhmedSourov
      @SabbirAhmedSourov ปีที่แล้ว

      সুদানির পোলা রিপোর্টার একবারও বলে নাই দুর্নীতিবাজ আমলা,কর্মচারী বা মন্ত্রী-এমপিদের কথা। চাহিদা আছে বলেই হুন্ডি হচ্ছে। বিদেশে শ্রমিক ভাইদের কি দরকার পড়ছে এত ঝক্কি ঝামেলা সহ্য করে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর। শালার বাচ্চাগুলা এই কথাটা একবারও বলিস নাই যে দেশ থেকে দুর্নীতি দূর করা দরকার সবার আগে। যতদিন দুর্নীতি থাকবে ততদিন হুন্ডিও থাকবে। এই প্রবাসী ভাইয়েরা এতো দিন মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের জীবন দিয়ে দেশের রিজার্ভ দিয়েছে যাতে যেই রিজার্ভ এখন জয়বাংলা। মধ্যপ্রাচ্য থেকে প্রতি বছর হাজার হাজার মৃতদেহ এই দেশে আসে। কেউ কি খবর রাখে? কি দরকার বৈধ চ্যানেলে পাঠানোর। সব পথেই চুরি হয়। প্রবাসী ভাইদের নিজেদের লাভ দেখা উচিত।

    • @ShahriarKabir
      @ShahriarKabir ปีที่แล้ว +3

      যার দোষ তাকেই নিতে হবে। প্রবাসীরা যত টাকা হুন্ডির মাধ্যমে পাঠাবেন সেই টাকা পুরাটাই পাচার। ব্যাংকের মাধ্যমে পাচার এত সহজ নয়।

    • @NEWSTV1024
      @NEWSTV1024 ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন ভাইজান

    • @SabbirAhmedSourov
      @SabbirAhmedSourov ปีที่แล้ว +4

      @@ShahriarKabir ব্যাংকের মাধ্যমে ওভার ইনভয়েসিং আর আন্ডার ইনভয়েসিং করে হয়। উন্নয়ন প্রজেক্টের মাধ্যমে পাচার হয়। ইডিএফ ফান্ডের ৮ বিলিয়ন ডলার গেলো কৈ?

  • @sumonmohonto6290
    @sumonmohonto6290 ปีที่แล้ว +1

    Dhonnobad jomuna tv o investigation 360 degree team ke🙏 ❤️🇧🇩

  • @samiulahamed55
    @samiulahamed55 ปีที่แล้ว +9

    প্রবাসীরা কষ্ট করে রেমিট্যান্স পাঠায়।আর এ দেশের মন্ত্রী আর আমলারা বড় বড় ফুটানি ছাড়ে।।😮😮😮

  • @mdmohon2584
    @mdmohon2584 ปีที่แล้ว +19

    আরে ভাই বাংলাদেশের সকল সরকারি অফিসগুলোতে প্রবাসীদেরকে হয়রানি করে। এইজন্য হুন্ডিতে টাকা পাঠানো ছাড়া কোন উপায় নেই। এমনকি রেটও বেশি। আর সাংবাদিক ভাইয়েরা দয়া করে প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলুন।

  • @razibahmed8040
    @razibahmed8040 ปีที่แล้ว +7

    ভাই হুন্ডিতে টাকা পাঠাবে নাতে কি করবে,
    শুট টা-ই পড়া চোরদের না খাওয়ায়ে,
    সাধারণ মানুষ উঠে দাঁড়ালে সমস্যা কি,

  • @esnArafat
    @esnArafat ปีที่แล้ว +5

    ব্যাংকে পাঠালে এত দেরিতে জমা হয় কেন এবং ব্যাংক থেকে তুলতে গেলে অনেক ঝামেলা হয়

  • @RHMEDIA161
    @RHMEDIA161 ปีที่แล้ว +15

    সবাই বলে প্রবাসীর জন্য বাংলাদেশ অর্থনিতি সচল আছে কিন্তুু বাংলাদেশ প্রবাসী কে কি দিলো???

    • @sabbirhossainnoyon100
      @sabbirhossainnoyon100 ปีที่แล้ว

      প্রবাসীকে কিছুই দেয়নি বাংলাদেশ। তাহলে দেশে ফিরে আসার দরকার কি? ঐ দেশেই স্থায়ী ভাবে থেকে যাও। এই দেশে নিজের বঊ বাচ্ছাকে রেখেছো কেন? তাদেরকেও নিয়ে যাও।

  • @shorif.6720
    @shorif.6720 ปีที่แล้ว +5

    স্যার অনেক ভালোলাগে আপনাদের এপিসোড গুলো কিন্তু এটা কি দিলেন, প্রবাসীদের নিয়ে 🤔🤔

  • @Md.SaroarJahan
    @Md.SaroarJahan ปีที่แล้ว +1

    উপস্থাপনা টাও খুব সুন্দর

  • @azimhowlader1724
    @azimhowlader1724 ปีที่แล้ว +8

    আমরা রেমিটেন্স পাঠাই আর দেশে বসে তোমরা তোমাদের ছেলে মেয়ের জন্য বিদেশে টাকা পাচার করো তাহলে আমরা এতো কষ্টো করে টাকা পাঠিয়ে লাভ কি? প্রশ্ন বাংলাদেশে থেকে টাকা ইনকাম করে ছেলে মেয়েকে বিদেশে পড়াশুনা করার জন্য পাঠান বেস ভালো কথা তাহলে সেখানে বাড়ি কেনো বানানো হয়? যদি বাংলাদেশে বসোবাসের অজগ্য হয় তাহলে যেখানে বাড়ি বানাও ওখানে বসে ইনকাম ক্যনো করোনা?

    • @SabbirAhmedSourov
      @SabbirAhmedSourov ปีที่แล้ว +1

      উচিত কথা।

    • @MsLijon
      @MsLijon ปีที่แล้ว

      ভাই আপনার এই সত্য কথার answer দেওয়ার ক্ষমতা যেই ফকিন্নির পোলা রিপোর্ট টা করছে, ওরো নাই। হয়তো এমনও হইতে পারে যে ওর নিজের ছেলেমেয়ে ই বিদেশ থাকে। আর থাকাটা অস্বাভাবিক কিছু না। 90s এর মিডিয়া জগতের actor actress 80% ফুল ফ্যামিলি সহ দেশের বাইরে & এদের একটা straight answer "বাংলাদেশে কোনো future নাই" and they're right.

  • @Alorjibon1
    @Alorjibon1 ปีที่แล้ว +6

    রেমিট্যান্স যোদ্ধাদের পাপ্ত সম্মান দেন সব ঠিক হয়ে যাবে।

  • @shariftechschool
    @shariftechschool ปีที่แล้ว +8

    প্রতিটি প্রবাসী আমার ভাই বোন দোয়া ও ভালোবাসা রইলো ❤❤

  • @SOJIB6514
    @SOJIB6514 ปีที่แล้ว +2

    আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানা আইয়ুবপুর ইউনিয়নের একজন স্থানীয় লোক, কিন্তু আমি একজন প্রবাসী, আমি জানি বাংলাদেশে টাকা পাঠানো কত জটিল কত সমস্যা, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো কত যে সমস্যা যারা প্রবাসে আছে তারাই জানে একমাত্র,

  • @mdmohon2584
    @mdmohon2584 ปีที่แล้ว +9

    কিছু বলার নাই সবকিছুর সাথে জড়িত আছে সরকারি লোক।

    • @ShahriarKabir
      @ShahriarKabir ปีที่แล้ว

      সরকারে আছে গুটি কয়েক খারাপ লোক। আর সরকারের বাইরে আছে লক্ষ খারাপ লোক।

  • @BulbulAhmedMollik
    @BulbulAhmedMollik ปีที่แล้ว +3

    সমস্যার সমাধান হলো সরকারী খরচে ছাত্রলীগের পোলাপানকে বিদেশে পাঠানো উচিত যারা প্রবাসীদের থেকে টাকা নিয়ে ব্যাংক এর মাধ্যমে পাঠিয়ে দিবে দেশে , প্রবাসিদের কাজ বন্ধ করে ব্যাংক এ যেতে হবে না কাজের ও সমস্যা হবে না। আর ছাত্রলীগের নেতাদের বেতন দিবে সরকার। দেশে ও শান্তি থাকবে আবার রেমিটেন্স ও আসবে ভালো মতো

    • @AliHossain-pz7hy
      @AliHossain-pz7hy ปีที่แล้ว

      ছাত্রলীগ টাকা দিবেতো? নাকি নিজের নামে করে নিবে সব?😅

  • @Towhid-bd
    @Towhid-bd ปีที่แล้ว +7

    দেশ থেকে বৈধ ভাবে বৈধ টাকা পাঠানোর ব্যাবস্থা নেই। তাহলে তো মানুষ বিকল্প পথ খুঁজবেই

  • @KamrulHasan-gd7nb
    @KamrulHasan-gd7nb ปีที่แล้ว +2

    সরকারি কর্মকতা কর্মচারী দূর্নীতিবাজ ব্যাবসায়ীদের বিরুদ্ধে প্রতিবেদন প্রচার করুন।।।।
    সীমিত কিছু দুর্নীতিবাজদের নিকট প্রবাসী ও সাধারণ জনগণ জিম্মি।।
    সাংবাদিকদের প্রতি অনুরোধ তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করেন।।।

  • @vipmohon8532
    @vipmohon8532 ปีที่แล้ว +17

    হুন্ডি করে টাকা পাঠাইলে আমাদের জন্য অনেক সুবিধা প্রথমত রেট পাওয়া যায় বেশি দ্বিতীয়তঃ অনেক দ্রুত টাকাটা পুষিয়ে যায় তৃতীয়তঃ আমাদের হাতে তেমন সময় থাকেনা ব্যাংকে গিয়ে টাকা পাঠানোর মত আর টাকার রেট ব্যাংকে অনেক কম দেয় সবকিছু মিলিয়ে আমরা হুন্ডি করি ব্যাংকে পাঠানোর সময় লাগে ২৪ ঘন্টা

    • @ShahriarKabir
      @ShahriarKabir ปีที่แล้ว +1

      হুন্ডির মাধ্যমে বাংলাদেশের টাকা বিদেশে পাঠাতে কোন সমস্যা হয় না।

    • @vipmohon8532
      @vipmohon8532 ปีที่แล้ว +2

      @@ShahriarKabir No bro, I don't have any problem, I will send it to the place where the rate of money is higher

    • @rakibraza9875
      @rakibraza9875 ปีที่แล้ว

      লোভে পাপ পাপে মৃত্যু। হালাল টাকা ইনকাম করুন হালাল ভাবে দেশে টাকা পাঠান,হালাল খেতে শিখুন,,হালাল খাবার ব্যাতিত আপনার কোন ইবাদত কবুল হবে না।।।আপনি Western Union বা Money gram এ টাকা পাঠান,দেশে send money Massage আসার সাথে সাথেই টাকা উঠাতে পারবেন।।।

  • @sarzilkhan3383
    @sarzilkhan3383 ปีที่แล้ว +1

    আজ অতি দুঃখের সাথে বলছি দীর্ঘ 12 বছর মেডিকেল এসিস্ট্যান্ট দের কোন নিয়ম নেই। মানহীন মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ও নিয়োগের ব্যাপারে একটা প্রতিবেদন করুন

  • @mdeliasgazi
    @mdeliasgazi ปีที่แล้ว +2

    যখন একজন প্রবাসি বিমান বন্দর সম্মান পায়না,,তখন আপনাদের রিপোর্ট কোথায় থাকে,, যখন একজন প্রবাসি অবদো হয় তখন তাকে কতটুকু সহযোগিতা করেন,, একজন প্রবাসিকে তার যোগ্য সম্মান দিতে বলেন,, তাহলে দেশের ব্যাংকে সকল প্রবাসি টাকা পাঠাবে

  • @shorifuddin1736
    @shorifuddin1736 ปีที่แล้ว +3

    আসসালামুআলাইকুম ভাই হুন্ডি ব্যবসা নিয়ে এবং হুন্ডি ব্যবসা করে গাড়ি বাড়ি করা নিয়ে বিস্তারিত তুলে ধরার জন্য যমুনা টেলিভিশনের 360 ডিগ্রির সকল সাংবাদিক ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ

  • @believer636
    @believer636 ปีที่แล้ว +3

    আমি বলবো হুন্ডিতেই টাকা পাঠাতে।

  • @sojibhowlader8853
    @sojibhowlader8853 ปีที่แล้ว +2

    আমি কিছু দিন আগে মালয়েশিয়া এসেছি তখন এয়ারপোর্টে সোনালি ব্যাংক থেকে টাকা ভাঙ্গায় মালয়েশিয়ার ১০০ টাকায় আমার কাছ থেকে বাংলা টাকার ২৮৫০ টাকা নিছে এর বাইরে অন্যান্য জায়গায় আরো কম ব্যাংকে তাহলে এভাবে দুর্নীতি

  • @thunderprince6487
    @thunderprince6487 ปีที่แล้ว +1

    Nice investigation, Thanks jamuna tv

  • @masudurrahmankhan5234
    @masudurrahmankhan5234 ปีที่แล้ว +1

    বৈধ পথে মানি লন্ডারিং (বিভিন্ন এলসির Over Invoice নিয়ে একটি এপিসোড দেখতে চাই।

  • @nazmulkorim-rd4qg
    @nazmulkorim-rd4qg ปีที่แล้ว +5

    আমাগো দেশের পুলিশ যার কাছে টাকা আছে তার কথা শুনে এটা নতুন কিছু বলার নেই

  • @abdullahmahfuz3624
    @abdullahmahfuz3624 ปีที่แล้ว +4

    সোনার বার নেওয়া বন্ধ করলে হুন্ডি ব্যবসা অনেকটা কমবে।হুন্ডি ব্যবসায়ীরা সাধারণ যাত্রীদের কিছু টাকার বিনিময়ে দুটি করে সোনার বার দেশে পাঠায়। এভাবে হুন্ডি ব্যবসায়ীরা দেশের ভেতরে টাকার জোগান দেয়।

  • @muhammadtushar6409
    @muhammadtushar6409 ปีที่แล้ว +3

    আমাদের কুষ্টিয়া জেলা তে অনলাইন জুয়ার কারণে ব্যাপক হারে ক্ষতি হচ্ছে এলাকার মানুষ। এর প্রতিকার নিয়ে একটা ভিডিও বানানো উচিত আপনাদের

  • @mahabuburrahman7386
    @mahabuburrahman7386 ปีที่แล้ว +7

    প্রবাসী ভাতা চালু হোক, সবাই আওয়াজ তুলেন।

    • @sabbirhossainnoyon100
      @sabbirhossainnoyon100 ปีที่แล้ว

      প্রবাসে গিয়ে কি ঘাস কাটো নাকি ভাই? এতো টাকা কামানোর পরেও সরকারের কাছ থেকে ভাতা চাও? আসলে ভাই আমাদের দেশের মানুষ বড় লোভী। খাইতে দিলে শুইতে চায়। এটাই সমস্যা এই দেশের।

  • @siddikkhan5216
    @siddikkhan5216 ปีที่แล้ว +2

    এম্বাসির মাধ্যমে, মুদ্রা গুলা হুন্ডি ব্যবসায়ীদের মত করে কালেকশন করে ব্যাংকিং ব্যবস্থায় পাঠানোর জন্য পদ্ধতি চালু করতে হবে, তাহলে হুন্ডি ব্যবসায়ীরা চান্স পাবে না।

  • @kawcharhamid4582
    @kawcharhamid4582 ปีที่แล้ว +1

    বৈধ পথে টাকা বেশি পাঠালে যে দেশ থেকে টাকা পাঠানো হয় ঐ দেশের সরকারের নজর দারিতে চলে আসে। কারণ সে যে পরিমাণ বেতন পায় অন‍্যান‍্য কাজ করে আরও ডাবল পায় অতএব সব টাকা বৈধ পথে পাঠালে যে দেশ থেকে পাঠাবে ঐ দেশের সরকারের নজরদারিতে চলে আসে। বিশেষ করে এই ভয়ে প্রবাসীরা হুন্ডি তে টাকা পাঠায়। ধন‍্যবাদ

  • @alhasanenterprise1
    @alhasanenterprise1 ปีที่แล้ว

    ৩৬০ ডিগ্রি আমার প্রিয় একটি অনুষ্ঠান যা দেখতে অনেক ভাল লাগে। তবে এবার আমার একটি অনুরোধ রয়েছে আপনাদের কাছে দেশের জাতীয় মাছ ইলিশ নিয়ে একটা প্রতিবেদন করেন কারণ ইলিশের এত দাম সর্বশেষ কবে ইলিশ খেয়েছি তা মনে পড়ছে না। ইলিশ কিভাবে ধরা হয় আর কি দামে বিক্রি হয় আর দেশের এত ইলিশ মাছ কে-ই বা খায় আর কোথায় যায় খুব জানতে ইচ্ছে হয়।
    মনে হচ্ছে জাতীয় মাছ ইলিশ না হয়ে যদি অন্য কিছু হত তবে ই মনে হয় ভাল হত😮‍💨।

  • @dulalsarker470
    @dulalsarker470 ปีที่แล้ว +4

    পাসপোর্ট করতে যখন ঘুষ দিতে হয়, তখন কোথায় থাকেন আপনারা আর আপনাদের বৈধতা?

  • @mdabul8273
    @mdabul8273 ปีที่แล้ว +2

    প্রবাসীরা কখনো দেশের বিরুদ্ধে যায় না,তারা দেশের অর্থনৈতি সচল রাখে,তারা দেশ প্রেমি।কিন্তু প্রবাসীদের বিরুদ্ধে যাচ্ছে বাংলাদেশ, প্রবাসীদের ক্ষতি করতেছে বর্তমান সরকার,এই সরকারের আমলে দূতাবাসের কর্মচারীরা যে পরিমান ক্ষতি করতেছে প্রবাসীদের তা বলে শেষ হবে না।আগে প্রবাসীদের মূল্যায়ন করতে হবে সঠিক ভাবে।

  • @JakirHossain-ve7pe
    @JakirHossain-ve7pe ปีที่แล้ว +1

    প্রতিদিন ৬০%প্রবাসি আয়,হুন্ডির মাধ্যমে লেনদেন হয়, এই সবকিছুর জন্য মোবাইল ব্যাংকিক দায়,
    আমি রুমে বসে আছি হুন্ডি ওয়ালাকে বলে দিলাম ১০হাজার টাকা সেন্ট করেন ২ মিমিটে টাকা চলে গেলো, রেটও ব্যাংক এর চেয়ে ভালো,
    দেশের সিস্টেম ডেভেলপমেন্ট করেন, অবৈধভাবে লেনদেন কমে যাবে,

  • @mirshawon9705
    @mirshawon9705 ปีที่แล้ว +1

    ইন্ডিয়া থেকে মানুষ বিদেশ আসে এক লাখ টাকা দিয়ে আর বাংলাদেশ থেকে আসতে হয় ৫/৭ লাখ টাকা দিয়ে

  • @abdulgonyripon4698
    @abdulgonyripon4698 ปีที่แล้ว +2

    20-21 eto remittence ashche shob freelancer der diye karon shob kol karkhana tokhon bondho chilo. kintu government er freelancer der dike kono nojor nai. :( pc parts er upor 30-40% tax!!

  • @myenuddinsuman8214
    @myenuddinsuman8214 ปีที่แล้ว +1

    আমি সব সময় চেষ্টা করি ব‍্যাংকের মাধ্যমে দেশে পাঠাতাম। এবং ব‍্যাংকের মাধ্যমে পাঠাই। কিন্তু গত মাসে আমার ব‍্যাংক একাউন্ট টা বন্ধ হই গেছে। অনেক চেষ্টা করেও খুলতে পারিনাই। শেষ পযর্ন্ত হুন্ডিতে পাঠাইতে হলো।

  • @mdwahid4065
    @mdwahid4065 ปีที่แล้ว +2

    আমি প্রথম প্রথম হুন্ডিতে টাকা পাটাইতাম দশ বারো বছর আগে, এখন শুদু ব্যাংকেপাটাই,আমার মতে ব্যাংকে টাকা পাটালে লাভ

  • @rakibulislamayone3693
    @rakibulislamayone3693 ปีที่แล้ว +1

    স্টুডেন্ট ফাইল ওপেন করছে না কোন ব্যাংক। ৫,৬টা ব্যাংক এ ঘুরে এখন হুণদি খুজতেছি 🥲🥲 আমাদের দেশের জন্য এইটাই প্রাপ্য

  • @BiswajitDas-fj5gp
    @BiswajitDas-fj5gp ปีที่แล้ว +10

    হুন্ডিতে টাকা পাঠানো আর দুর্নীতিবাজদের টাকা পাচারে সহায়তা করা একই কথা।

    • @MsLijon
      @MsLijon ปีที่แล้ว

      আচো# বাংলাদেশের পুট# মারার জন্য হুন্ডির বিকল্প নাই। So আচো# বাংলাদেশ পুট# মারা খাক।

    • @Talukder_-fm9qo
      @Talukder_-fm9qo ปีที่แล้ว +1

      ঠিক

    • @tapashkarmakar3139
      @tapashkarmakar3139 ปีที่แล้ว

      প্রবাসীরা অবৈধ পথে টাকা না পাঠিয়ে কি করবে বলেন ,অবৈধ পথে টাকা পাঠালে রেট বেশি এবং হয়রানিও কম আর বাংলাদেশ থেকে নতুন একজন বিদেশে আসতে চাইলে তাকে অনেক ধরনের হয়রানি করা হয় সেই রাগে অনেকে অবৈধ পথে টাকা পাঠায়,যমুনা টিভির কাছে অনুরোধ প্রবাসীদের কি কি সমস্যা এবং তাদের কে কারা হয়রানি করে এগুলোর দিকে নজর দিন।

    • @ronyhasan3091
      @ronyhasan3091 ปีที่แล้ว

      বৈধ পথে কেন টাকা পাঠাবে তারা ? প্রবাসীদের সমস্যাগুলো কয়টা সমাধান করেছে তারা ?

    • @amdadsangram3626
      @amdadsangram3626 ปีที่แล้ว

      তুই বিদেশে যা গিয়ে রেমিট্যান্স পাঠা সেটা তো পারবি না

  • @JuwelMdjuwel-su1de
    @JuwelMdjuwel-su1de ปีที่แล้ว +12

    ভাই এই সব নিয়ে নিউজ না করে যারা দেশের টাকা বিদেশ পাচার করছে তাদের নিয়ে নিউজ করুন এবং লাগাম টেনে ধরুন

    • @riaduddin880
      @riaduddin880 ปีที่แล้ว

      হুন্ডি ওয়ালারা পাচার করতেছে এবং তারা এই সুযোগ করে দিতেছে।

    • @rakibraza9875
      @rakibraza9875 ปีที่แล้ว

      আমার আপনার মত লোভী প্রবাসীর কারনেই ত দেশের দুর্নীতি বাজ চোর বাটপাররা বিদেশে টাকা পাচার করে।।এরা ত আর বেগ ভর্তি টাকা নিয়ে বিদেশ যাই না,এরা হুন্ডির মাধ্যমেই দেশের টাকা বিদেশ পাচার করে দিতেছে। । সুতরাং প্রবাসীরাই পারে দেশের এই চুর বাটপার থেকে দেশ কে রক্ষা করতে।।

  • @yeasinhossain9281
    @yeasinhossain9281 ปีที่แล้ว +2

    আগে সরকারকে প্রবাসীদের এয়ারপোর্ট এ হয়রানি বন্ধ করুক। প্রবাসীরা টাকা ঠিকই বৈধ পথে পাঠাবে।

  • @sajibhossain2444
    @sajibhossain2444 ปีที่แล้ว +1

    আমার টাকা আমি যেভাবে খুশি সেভাবে পাঠাবো কারো কথায় চলবে না,
    হুন্ডি কে হ্যাঁ বলি ❤

  • @mdarifhossan2496
    @mdarifhossan2496 ปีที่แล้ว +1

    ধন্যবাদ ৩৬০ ডিগ্রি কে।

  • @user-er6wn1li2e
    @user-er6wn1li2e ปีที่แล้ว +1

    প্রবাসীদের কষ্টোর টাকায় বাংলাদেশ ব্যাংক এর রিজার্ভ ভারী করে লাভ কি? বাংলাদেশ ব্যাংক এর রিজার্ভ থেকে চুরি যাওয়া টাকা কি ফেরত এসেছে ? রাজনৈতিক বা লোন চক্র রা ব্যাংকে থেকে যে টাকা ঋন নিয়েছে সেগুলো ফেরত এর ব্যবস্থা গ্রহন করেছে কি কর্তৃপক্ষ ? প্রবাসী করা কষ্ট করে টাকা আয় করে তার টাকা সে যেভাবে চাইবে সে ভাবে খরচ করবে বা পাঠাবে। প্রবাসীর মূলত টাকাগুলো তার নিজ দেশেই যায় তা যে উপায়ে হোক না কেন। #যমুনাটিভি আপনাদের উচিত দেশ থেকে যে টাকা অন্য দেশে পাচার হয় তা নিয়ে যথাযথ তথ্য তুলে ধরা এবং প্রতিরোধের ব্যবস্থা করে ব্যাংক এর রিজার্ভ ভারী কর।

  • @nurislamnahied6077
    @nurislamnahied6077 ปีที่แล้ว +1

    নিজের টাকায়, জমিন বেচে বিদেশ যাওয়া লাগলে,আবার বিমান বন্দরে কন্টাক্ট করে যাওয়া লাগলে কি করে বৈধ ভাবে টাকা পাবার আশা করে সরকার?

  • @easylife.bangla
    @easylife.bangla ปีที่แล้ว

    আমি একজন প্রবাসি এটা সত্যি যে করোনার সময় একমাএ মাধ্যম ছিলো ব্যংক এখন তা নেই। এখন হাতে গোনা ২/১ জন ছাড়া সবাই হুডি তে পাঠায়। কারন হুডি তে বেশি দেয় আর আলাদা প্রি দেয়া লাগে না। এ ছাড়া ও ব্যংকে অনেক লাম্বা সিরিয়াল।

  • @rifathossain2575
    @rifathossain2575 ปีที่แล้ว +2

    আমার কথা হল সরকার কি বিদেশে আসার সময় ১ টাকা দিয়ে ও সাহায্য করে।বা প্রবাসে কোন সমস্যা হলে কি তাড়া কোন সাহায্য করে।আর আমার নিজের টাকা দিয়ে আমি নিজে বিদেশ আসছি। তাই যে খানে বেসি টাকা পাব সেইখানে ই টাকা পাঠাব।। আর বিদেশি রা ত আর দেসের টাকা বিদেশ পাঠায় না উলটা দেশে আনে।

    • @mahikhan5716
      @mahikhan5716 ปีที่แล้ว

      Sabbas bhai etai kotha

  • @azizulhakim3523
    @azizulhakim3523 ปีที่แล้ว +1

    প্রবাসীদের পিছনে না লেগে এমপি মন্ত্রী দের পিছনে লাগলে দেশটা বাচবে উন্নয়ন হবে দেউলিয়া হবে না তাই যেটা আগে করার দরকার সেটা আগে করুন

  • @shahriarrubel5905
    @shahriarrubel5905 ปีที่แล้ว +2

    বিদেশে কতজন আছে ৈবধ, কতজন ই পারে ব্যাংকে গিয়ে টাকা পাঠটাবে। সরকার গরে বসে না থেকে বিদেশ থেকে টাকা আনার সিস্টেমটাকে সহজ করুন । এসব তো অবৈধটাকা নয় কষ্টের টাকা। প্রবাসীরা শুধু হয়রানী মুক্ত সহজ মাধ্যমটাকে ফলো করে।

  • @RMMahadiRifat
    @RMMahadiRifat ปีที่แล้ว +1

    আমরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবো,
    কারন- বাংলাদেশে airport এ আমরা কোনো প্রকার সম্মান পাই না,
    আর সরকারের বিভিন্ন কর্মকর্তা আমাদের অসম্মান করে কথা বলে,
    এমন কি বাংলাদেশ এম্বাসিতেও আমরা কোনো সম্মান পাই না।
    তা হলে কোন দেশ কে আমরা রেমিট্যান্স দিবো?

    • @sabbirhossainnoyon100
      @sabbirhossainnoyon100 ปีที่แล้ว

      সম্মান পাওয়ার জন্য সম্মান পাওয়ার মত আচরণ করতে হয়। বেশিরভাগ প্রবাসীর আচরণ কামলার মত। তাই অনিচ্ছা সত্ত্বেও এদের প্রতি সম্মান আসে না। আগে নিজেরা ভালো ও মধুর ব্যবহারের অধিকারী হোন। আসল কথা তোরা হলি লোভী। হুন্ডিতে লাভ বেশি। অথচ হুন্ডিই যে টাকা পাচারে মূল কেন্দ্র এটাই জানিস না তোরা।

  • @DelwarHossen-ec7bf
    @DelwarHossen-ec7bf ปีที่แล้ว +1

    team 360 কে বলব,যদি সম্ভব হয় বিদেশে বাংলাদেশ মিশন গুলাতে গোপন ক্যামেরা দিয়ে একটু রিপোর্ট করেন,দেখবেন তাদের সেবা।

  • @yusufhowlader2493
    @yusufhowlader2493 ปีที่แล้ว +1

    ব্যাংকের মাধ্যমে একবার টাকা আইনা ১৫ দিন লাগছে তারপর তো হয়রানির শেষ নাই

  • @halakazone23
    @halakazone23 ปีที่แล้ว +1

    প্রবাসীরা প্রতি নিয়তই বিমান বন্দরে যেই হয়রানী হয় সেটার উপর তো কোন তদন্ত করলেন না আজ পর্যন্ত।
    আমরা রেমিট্যান্স পাঠাবো আর মাস্তানী করবো নেতার?
    সব লুটে ফুটে খাবে আর বলবে সব তাদের অর্জন!
    বাহ বাহ কত সুন্দর রাজনীতি

  • @Rubel_mahmud.69
    @Rubel_mahmud.69 ปีที่แล้ว +1

    সরকার বড় ভূল এখানে এইটুকু সেন্স থাকা উচিৎ, ব‍্যাংকে লেনদেন করলে 5% দিলে তাতে দেশের কোনো ক্ষতি হচ্ছে না, দেশের টাকা দেশেই থাকছে।

  • @SOJIB6514
    @SOJIB6514 ปีที่แล้ว +1

    এইসব ছোটখাটো বিষয় বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের বিষয় নিয়ে কিছু রিপোর্ট করেন বা একটা তদন্ত করেন, তাহলে বড় ধরনের কিছু পেতে পারেন,,,,

  • @manoman17
    @manoman17 ปีที่แล้ว

    পঞ্চগড়ের চা চাষীরা আমরা কতটা অসহায়, গত একবছর হতে চা পাতার ন্যায্য দাম না পেয়ে লোকসান গুনছি চা চাষীরা, অনেকে বাগান তুলে ফেলছে।
    সব কিছুর দাম বাড়ছে, চা চাষীর চা পাতার দাম উল্টো কমে, চা প্রসেসিং কোম্পানি গুলো আগে ৩০-৩৫ টাকা কেজি কাচা চা পাতা কিনলেও এখন কিনে ১৬ টাকা, চা কোম্পানি গুলো বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দের মত আমাদের পঞ্চগড়ের চা চাষীদের জিম্মি করেছে ১০০ কেজি পাতা কোম্পানিতে নিয়ে গেলে ৫০ কেজির দাম দেয় ৫০ কেজির দাম দেয় না। কোম্পানিতে পাকিস্তানি রাজাকারদের মত রাজাকার,দালাল রেখেছে তাদের মধ্যমে পাতা দিতে হয় চা চাষীদের জিম্মি হতে হয়৷ ‌চা বাগানে কাচা চা পাতার উৎপাদন খরচ বেড়েছে, এক কেজি কাচা চা পাতায় উৎপাদন খরচ পরছে ২০ টাকার উপর, উৎপাদন খরচ এর সাথে সমন্বয় করে কাচা চা পাতার দাম নির্ধারন না করলে আমরা চা চাষীরা নিঃস্ব হয়ে যাবে। এছাড়াও অধিকাংশ চা ফ্যাক্টরির মালিক চা বিক্রি করছে ব্ল্যাক মার্কেটে এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। সত্যিই আমরা(চা চাষীরা) খুব কষ্টে জীবনযাপন করছি । আশা করছি আপনারাও একটি চা সিন্ডিকেটের অনুসন্ধানী প্রতিবেদন করে আমাদের সাহায্য করবেন🤲।

  • @ibrahimsohelofficial
    @ibrahimsohelofficial ปีที่แล้ว +1

    এত কম তথ্য নিয়ে রিপোর্ট না করাই ভাল
    প্রবাসীরা কেন বাধ্য হয়ে হুন্ডিতে টাকা পাঠায় সেটার কোন তথ্য দেয়নাই।

  • @azadchowdhury2683
    @azadchowdhury2683 ปีที่แล้ว +2

    8:34 Dubai is not the capital of UAE; the capital of UAE is Abu Dhabi.

  • @jahidhnazim
    @jahidhnazim ปีที่แล้ว +1

    প্রবাসীদের শুধু হুন্ডির ব্যবসার সাথে জড়িত সেটা দেখলেন, একটা লোক বিদেশে যাওয়ার সময় প্রতিটি ধাপে ধাপে কি পরিমাণ হয়রানি লাঞ্চনার শিকার হয় সেটা যদি বুঝতেন। যে লোকটা বিদেশে যাওয়ার সময় এতো হয়রানি র শিকার হয় সে লোক টা কিভাবে বৈধভাবে দেশে টাকা পাঠাবে বলেন? এতো হয়রানির পর ও বৈধভাবে টাকা পাঠানো কিভাবে আশা করেন?

  • @civila2ndshiftarman5th16
    @civila2ndshiftarman5th16 ปีที่แล้ว +17

    ধন্যবাদ ভাই, এমন খবর করবার জন্য! এসব বিষয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি করা উচিৎ!

    • @golammowlarayhan555
      @golammowlarayhan555 ปีที่แล้ว

      কেনো সরকারের আমলারা সেটা পাচার করার জন্য?

  • @alhelal6978
    @alhelal6978 ปีที่แล้ว +2

    কি মাজা, এয়ারপোর্ট আর এ্যম্বাসির র্দূব্যবহারের কথা কি প্রবাসিরা ভুলে গেছে?

  • @nasirmedia
    @nasirmedia ปีที่แล้ว +1

    Allahu Akbar

  • @rizwanrakib7121
    @rizwanrakib7121 ปีที่แล้ว +1

    প্রবাসিরা যেভাবে টাকার রেট বেশি পাবে সেভাবেই টাকা পাটাবে, হোক হোন্ডি বা অন্য কিছু, ব্যংক রেট কম দেয় দেশের ব্যাংক গুলো সরকার খেয়ে শেষ করে দিচ্ছে, সরকার প্রবাসীদের জন্য এখনো কিছুই করে নাই, হোন্ডির দোষ কি

  • @mdekramusa
    @mdekramusa ปีที่แล้ว +1

    আমরা প্রবাসী যেখানে বেশি রেট পাবো সেখানে থেকে টাকা পাঠাবো
    বৈধপথে টাকা পাঠিয়ে কি লাভ
    মালয়েশিয়ার থেকে বাংলাদেশে ফ্লাইটে ভাড়া লাগে RM 670
    আর বাংলাদেশে থেকে ফ্লাইট টিকেট ক্রয় করলাম আমার কাছে থেকে মালয়েশিয়ায় RM 1800
    নিয়েছে
    এখন বলেন আমার কি বৈধ পথে টাকা পাঠানো উচিত।

  • @MofizulIslm-gm7eq
    @MofizulIslm-gm7eq ปีที่แล้ว +3

    শাসকরা যখন টাকা নিয়ে নয় ছয় করে তা নিয়ে অতো ভাবার দরকার কি।

  • @sazzadsarder3209
    @sazzadsarder3209 ปีที่แล้ว

    যমুনা টেলিভিশন দয়া করে মন্তব্য গুলো পড়বেন।

  • @farukh1326
    @farukh1326 ปีที่แล้ว +1

    আমাদের বাংলাদেশ এর শিক্ষিত সরকারের শিক্ষিত মন্ত্রিরা বিদেশ এ লেবার পাঠানোর অনুমতি লইয়া আসে,,,
    এখন প্রবাসে যত লোক থাকে ৮০% লোক ওই কম শিক্ষিত বেশি লেখাপড়া করেনাই,,,

  • @AnikaTabassum-100k
    @AnikaTabassum-100k ปีที่แล้ว +1

    মালদ্বীপ থেকে তো পাঠান যায় না লিগাল ভাবে হুন্ডি ছাড়া আমাদের কোন উপাই নেই। সরকার তো কোন কাজ করতাছেনা

  • @mdshahjalalmdshahjalal2832
    @mdshahjalalmdshahjalal2832 ปีที่แล้ว

    ভাই আমি একজন কাতার প্রবাসী এখানে আমার নিজের চোখে দেখা মনেহয় ১ লাখ মানুষের কাজ নেই ৭ / ৮ মাস ধরে তাহলে আমরা টাকা পাঠাবো কি ভাবে বলেন এগুলো দেখে না সরকার না খেয়ে দিন কাটাচ্ছেন কত মানুষ

  • @alauddinmasum8440
    @alauddinmasum8440 ปีที่แล้ว +2

    আমরা চাই দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ

  • @knowtherealislam9318
    @knowtherealislam9318 ปีที่แล้ว +2

    প্রবাসীদের পছন্দ না তাদের রেমিটেন্স পছন্দ বর্তমান সরকার এর আচরণ এমনি

  • @user-mq1ey9rt9b
    @user-mq1ey9rt9b ปีที่แล้ว

    Thank you hundi man

  • @desivlog732
    @desivlog732 ปีที่แล้ว +2

    আর যারা দেশের টাকা বিদেশে পাচার করছে... হুন্ডি করলেও দেশে টাকা আসছে

  • @myenuddinsuman8214
    @myenuddinsuman8214 ปีที่แล้ว +1

    বিমানবন্দরে ভালো ব‍্যবহার করতে বলুন। মানুষ কে যোদি বলি ব‍্যাংকে টাকা পাঠান। ওরা বলে দেশ আমাদের কে কি দেয়?তখন আর কি বলা।

  • @hafizmohammed1866
    @hafizmohammed1866 ปีที่แล้ว +1

    হুন্ডির সাথে কিছু পারলামেন্ট মেম্বাররা জড়িত এটা কেনো আপ্নারা ইনকুয়ারি করে বের করছেন না? এই সব পাতি এজেন্টদের নাম দিয়ে কি বেবসা করছেন আপ্নারা????????

  • @akashmh8839
    @akashmh8839 ปีที่แล้ว

    রেমিটেন্স তখনই পাবে সরকার যখন প্রবাসীদের পাপ্য সম্মান করবে... আপনি রেমিটেন্স পাঠাও রেমিটেন্স পাঠাও বলে চিল্লা চিল্লি করবেন আর এয়ারপোর্টে আসলে কুকুরের মতো দুর ব্যবহার করবেন এটা কেমন হিসাব
    সম্মান দিন প্রতিবেদন করা লাগবে না সবাই এমনিতেই বৈধ্য পথে টাকা পাঠাবে🙏