PixelLab dawah design free class (01)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • পিক্সেল ল্যাব দাওয়াহ ডিজাইন ফ্রি কোর্সেয প্রথম ক্লাসে আপনাদের স্বাগতম।
    আজ যে হাদিস দিয়ে দাওয়াহ ডিজাইন করবো তা হলো
    আয়েশা (রা.) বলেন, নবী করিম (সা.) বলেছেন, ‘হে আল্লাহ! তুমি মদিনাকে আমাদের কাছে এমনই প্রিয় করে দাও, যেমনি প্রিয় করেছ মক্কাকে। বরং তার চেয়েও বেশি প্রিয় করে দাও।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৩৭২)
    দাওয়াহ ডিজাইনের জন্য আমাদের এই হাদিসের মধ্যে থেকে একটা লাইন মূল লাইন যেটা সেটাকে ফন্ট এবং কালার এর মাধ্যমে আরো আকর্ষণীয় করে তুলবো যাতে মানুষের কাছে তা আরো ভালো ভাবে উপস্থাপিত হয়। তো এর মধ্যে মুল লাইন হিসেবে নিবো (তুমি মদিনাকে আমাদের কাছে এমনই প্রিয় করে দাও,) । তো চলুন ডিজাইন টি সম্পন্ন করা যাক।
    প্রথমে আপনার মোবাইলে পিক্সেল ল্যাব এপ টি ওপেন করুন। কারোর যদি এপটি ডাউনলোড করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে মুড এপ এর লিঙ্ক দেয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারেন ‌।‌।
    All elements download link
    t.me/nazmulgra...
    এখন আমরা কালার অপশনে গিয়ে ওয়াইট কালার টি সিলেক্ট করে নিবো তারপর Import অপশন থেকে আমাদের গ্যালরিতে থাকা দাওয়াহ ডিজাইনের একটি ফটো এড করে নিবো। ভিডিও তে যা যা ব্যবহার রা হয়েছে তা আমার টেলিগ্রাম চ্যানেলে দেয়া আছে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। হাদিসে যেহেতু মদিনার কথা উল্লেখ করা আছে তাই মদিনার একটি ফটো এড করে নিবো ।
    আপনি যে লেখা দিয়েই দাওয়াহ ডিজাইন করেন না কেন যদি সেই লেখা অনুযায়ী ফটো বা পিএনজি এড করতে পারেন তাহলে আপনার ডিজাইনটি আরো সুন্দর হয়ে উঠবে। এর পর মদিনার ছবি টি প্রথমে এড করা ছবির সাইজে করে নিয়ে to back নামে একটি অপশন আছে সেটাতে ক্লিক করে মদিনার ছবি কে প্রথম ছবির পিছনে নিয়ে যাবো। এরপর erase color টুল এর মধ্যে প্রথম ছবির কালো কালার erase করে দিবো তাহলে মদিনার ছবি আর প্রথম ছবি সুন্দর দেখাবে। ছবি লক করে দিলে আর তা কোনো ভাবে নড়াচড়া করতে পারবে না । এখন সেই হাদিস থেকে মূল লাইন টি কেটে নিবো । ফন্ট লিংক টেলিগ্রাম চ্যানেলে দেয়া থাকবে। কালার টুল থেকে একটি কালার সিলেক্ট করে নিবো এরপর এই লেখা টিকে আর একবার কপি করে নিয়ে কালার চেঞ্জ করে ওয়াইট কালার দিবো এবং এটাকে প্রথম লেখার নিচে নিয়ে আসবো ।
    এরপর position টুল এর মধ্যে নিচে নেয়া লেখা টিকে প্রথম লেখার একটু নিচে নিয়ে যাবো এবং ওই লেখা টি যেন shadow র মতো বুঝা যায় সে জন্য কালার টা ব্লক করে দিবো । এর পর দুটো লেখা কে মার্জ করে একত্র করে দিবো। এর পর হাদিসের বাকি অংশ লিখে নিবো । এখানে আপনি যেকোনো ফন্ট ব্যবহার করতে পারেন এর পর ছবিতে একটি পিন এড করবো । Erase color এর মাধ্যমে ওয়াইট কালার টি erase করে দিবো। এবার হাদিস নাম্বার লিখে দিবো । এখন কিছু পিএনজি এড করবো এগুলো না করলেও চলবে তবে ডিজাইনকে আরো আকর্ষণীয় করার জন্য এড করছি । আপনি চাইলে আপনার নিজের নামের watermark এড করতে পারেন । আমাদের ডিজাইনটি সম্পূর্ণ হলো । আজ এই পর্যন্তই এই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন অথবা পেজে ইনবক্স করতে পারেন ‌ ‌
    এবং আজ যা শিখানো হলো তা দিয়ে কিছু হোমওয়ার্ক করবেন এবং গ্রুপে পোস্ট করবেন আপনার ভুল ধরিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। আর যারা রেজিস্ট্রেশন করছেন কিন্তু হোমওয়ার্ক দিবেন না তাদের গ্রুপ থেকে সাময়িক ব্যান করে দেয়া হবে।

ความคิดเห็น • 6

  • @IshratIshratjahanMoon
    @IshratIshratjahanMoon 2 หลายเดือนก่อน

    Bai registration kore shikte cai

  • @AlimUddin-dd8yc
    @AlimUddin-dd8yc 3 หลายเดือนก่อน +1

    Mubail screen ta Boro hole bujte subida hoto baiya

    • @NazmulGraphy
      @NazmulGraphy  3 หลายเดือนก่อน

      ইনশাআল্লাহ পরের ভিডিওতে ঠিক হয়ে যাবে ❤

    • @md.shahazahansiraj1788
      @md.shahazahansiraj1788 3 หลายเดือนก่อน

      ভাই এই পিক্সেলল্যাব এর লিংক দেন

  • @wasilatv2.0
    @wasilatv2.0 3 หลายเดือนก่อน

    ভাইয়া আমার কিছু এরাবিক ব্রাশ প্রয়োজন ❤❤ দিতে পারবেন কি
    ফ্রী

  • @IshratIshratjahanMoon
    @IshratIshratjahanMoon 2 หลายเดือนก่อน

    Bai registration kore shikte cai??