Seeing Darjeeling through the eyes of a bird।। পাখির চোখে দাজিলিং দেখা।। ৭০০০ ফুট উচু ক্যাবল কারে।।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • Seeing Darjeeling through the eyes of a bird।। পাখির চোখে দাজিলিং দেখা।। ৭০০০ ফুট উচু ক্যাবল কারে।।
    দার্জিলিং ভ্রমণ গাইড :
    দার্জিলিং:
    পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে অল্প দূরত্বে অবস্থিত পাহাড়ের ওপরে গড়ে ওঠা ছবির মতো সুন্দর এই শহরটাই যতো আকর্ষণের কেন্দ্রবিন্দু।
    দার্জিলিং কিভাবে যাবেন :
    ট্রেনে যেতে চাইলে শিয়ালদা, হাওড়া বা কলকাতা টার্মিনাল থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেন পাওয়া যায়।
    শিলিগুড়ি থেকে দার্জিলিং প্রায় তিন ঘন্টার পথ, যেতে হয় জিপে চড়ে। দল ভারি হলে জিপ রিজার্ভ করতে পারেন, অথবা শেয়ারেও যেতে পারেন। রিজার্ভে খরচ পড়বে ১২০০-১৫০০ রূপি, শেয়ারে গেলে জনপ্রতি ২০০ টাকা|
    দার্জিলিং এ কোথায় থাকবেন:
    মোটামুটি ভালো মানের রুম পেয়ে যাবেন ১০০০-১২০০ রূপির মধ্যেই। দার্জিলিং পুরো শহরটাই পাহাড়ের ওপরে অবস্থিত, বেশী ওপরের দিকে হোটেল নিলে নীচে নামতে অসুবিধে, নীচের দিকের কোন হোটেলে উঠলে হোটেল রুম থেকে পুরো শহরের ভিউটা নজরে পড়বে না- তাই ভালো হয় মাঝামাঝি জায়গায় ম্যাল রোডের(মূল সড়ক) আশেপাশে হোটেল বাছাই করলে।
    কি কি দেখবেন :
    পুরো দার্জিলিং শহরটাই ছবির মতো সুন্দর, টাইগার হিলে ভোররাতে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার ওপরে সূর্যকে উদয় হতে দেখবেন। সাদা বরফের রাজ্যে লালের অনুপ্রবেশের সেই মোহনীয় দৃশ্যের সাক্ষী হতে হাজারো মানুষ ছুটে যায় শেষরাতের ঘুমকে বিসর্জন দিয়ে। এই দৃশ্য দেখতে হলে রাত তিনটায় হোটেল থেকে বেরুতে হবে, জিপ রিজার্ভ করে রাখতে হবে আগে থেকেই। ১৫০০ রূপি পড়বে ভাড়া, হোটেলের লোকেদের বলে রাখলে তারাই জিপের বন্দোবস্ত করে দেবে।
    সারাদিনের জন্যে জিপ ভাড়া করতে পারেন, ২০০০-২২০০ রূপি ভাড়া নেবে, আপনাকে ঘুরিয়ে আনবে দার্জিলিংয়ের সবগুলো ট্যুরিস্ট স্পট।

ความคิดเห็น • 3

  • @rahulraj6703
    @rahulraj6703 4 ปีที่แล้ว +1

    চমৎকার

  • @chomoknews8795
    @chomoknews8795 4 ปีที่แล้ว +1

    ক্যাবল কার সম্পর্কে অনেক কিছু জেনে খুব ভাল লাগল।

  • @jahidrahman3069
    @jahidrahman3069 4 ปีที่แล้ว +1

    Nice