এগুলো চলতে থাকলে মূল জাত একদিন অবশ্যই হারিয়ে যাবে। এখন কার্প জাতীয় মাছের মাদার শুধু হালদা নদীতেই পাওয়া যায়। এবং এই মাদার ফিসের সাথে আমাদের প্রচলিত মাছের ক্রস ব্রীড করেই এসব তথাকথিত হাইব্রিড তৈরি করছে। এটা খুবই অন্যায়। এভাবে একদিন অবশ্যই আমাদের আসল জাত হারিয়ে যাবে।
সত্যি কথা বলছেন।
ধন্যবাদ।
এগুলো চলতে থাকলে মূল জাত একদিন অবশ্যই হারিয়ে যাবে।
এখন কার্প জাতীয় মাছের মাদার শুধু হালদা নদীতেই পাওয়া যায়। এবং এই মাদার ফিসের সাথে আমাদের প্রচলিত মাছের ক্রস ব্রীড করেই এসব তথাকথিত হাইব্রিড তৈরি করছে। এটা খুবই অন্যায়। এভাবে একদিন অবশ্যই আমাদের আসল জাত হারিয়ে যাবে।
বিষয়টি সত্যিই উদ্বেগের!
ভাল ইনফো জানলাম।
ধন্যবাদ ভাই।
হু, দেখেছি আমিও
খুবই ভয়ানক অবস্থা।
ভাই আপনার ফোন নাম্বার টা একটু দিবেন