স্যার.... আপনার কথা মতো চলে উচ্ছে গাছের বয়স 100 দিন complete হল আজ.... এই বছরের মত দূর্যোগ পূর্ণ weather a... আপনাকে হোয়াটস অ্যাপ এ..... কিছু ছবি পাঠিয়েছি.... প্লীজ একটু দেখে রিপ্লাই করবেন...🙏 অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
স্যার নমস্কার, শুভ দীপাবলির শুভেচ্ছা জানায়, স্যার ভালো বীজ দোকানের ঠিকানা বলেন খুব উপকার হয়, স্যার অনেক দোকানে অনেক দোকানে পুরাতন বীজ দিয়ে দেয়, বোঝা যায় না পরে ঠিক মতো গাছ বার হয় না, স্যার আমি সোনারপুরে আছি কিন্তু বাড়ি নদীয়াতে,
ধন্যবাদ sir। কখনো যদি সম্ভব হয় শিশির এবং কুয়াশা নিয়ে একটু বলবেন আর কচুতে xelora দিতে বলেছিলেন দিয়েছি কালকে প্রচুর কচু পচে গেছে দেরি হয়ে গেলো ওষুধ দিতে।
Sir ami laipata cara lagaiyacilam akon gach aktu boro hoyache akon akta pata protome jimacce porer din puro gach jimiya morche jekan teka kando care sai jaga pocaa take akon ki koronio please aktu bolben🙏
Sir প্রণাম নেবেন আমার গোবিন্দভোগ ধান কিছু কিছু জায়গায় পড়ে গেছে, তবে এর আগে Nativo, pymetrizone দিয়ে রেখেছিলাম। এখন জমিতে শোষক নেই,ধান পাকতেও দেরি আছে,ধান পড়ে যাওয়ায় শোষক লাগতে পারে এ অবস্থায় আরেকবার শোষক এর জন্য pymetrizone দিতে চাই। এটা কি ঠিক হবে? না এর সঙ্গে আরও কিছু দিতে হবে তোমার মতামত জানতে চাই।
কাকু আপনি বললেন, Agromin gold দীর্ঘমেয়াদি বেগুন লঙ্কা ভেন্ডি গাছে 4-5 বার ব্যবহার করা যাবে। (১) আলাদা ভাবে বোরণ, জিঙক, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম গাছে মোট কতবার ব্যবহার করা যাবে জানাবেন। (২) গাছের কোন বয়সে দেওয়া যাবে জানাবেন।
❤ স্যার, পেঁপে গাছ, আনুমানিক প্রথম বছরে কেমন ফলন, দ্বিতীয় বছরে কেমন ফলন,, তৃতীয় বছরে কেমন ফলন,? স্যার, উত্তরের অপেক্ষায় রইলাম। যেহেতু আমার পেঁপে চাষ করার খুব ইচ্ছা।
Sir, i am from BD, Asa kori valo asen. স্যার আমি নতুন উদ্যগতা, আমি রমজানকে টার্গেট করে পলি ব্যাগে চারা তৈরি করে ডিসেম্বরের মাঝামাঝি তরমুজ চাষ করতে চাচ্ছি আমাদের উত্তরবঙ্গে সেসময় অনেক কুয়াশা সেজন্য আমি ছোট ছোট নৌকার মতো তৈরি করে প্রতিটা মাদা রাতে ঢেকে রেখে সকালে আবার খুলে রাখবো এভাবে কি চাষ করতে পারবো? আর তরমুজের জাত হিসেবে pakiza r rejon 2 করতে চাচ্ছি আপনার মতামত পেলে উদ্ভুদ্ধ হবো সময় + জাত আশা করি উত্তর পাবো
Sir amar paner boroj 6000 hajar ghach sosa botbiti u66a vandi korola onak gach a6a ami osud marte marte bikal 4ta thakae 7 ta bajejay sondhay 7 tar somoy osudh marle ki kaj hobe
সুপ্রভাত স্যার ৷কাটা দশেক জমি জল ছাড়ার পর বেগুনে মাটি দেবোকি কি সার কতটা পরিমাণ এবং কি খোল দেব ও মাটিতে কি ভিটামিন দিয়ে মাটি চাপা দেবো স্যার একটু উত্তর দেবেন
নমস্কার স্যার দীপাবলীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা স্যার বলছিলাম স্যার ফুল গাছের কুড়ি উঠবে কিভাবে একটু ওষুধ বলে দেবেন আর ফুল গাছের কুড়ি বেঁকে যাচ্ছে একটু ওষুধ দুটো বলে দেবেন আর বলছি আমাকে তুমি বলবে আমি অনেক ছোট স্যার বয়স ৩১ ৩২ আমাকে আপনি বলবেন না থ্যাঙ্ক ইউ স্যার দীপাবলীর শুভেচ্ছা রইল ভালো থাকবেন
Sir, স্যার জানতে চাইছি, IRIS কোম্পানির বীজের উপর কি ভরসা করা যায়?? আমি syngenta হলুদ ও বেগুনী ফুলকপি বীজ এ বছর পাইনি/ পাওয়া যাচ্ছে না। তাই IRIS কোম্পানির গ্রীন ও বেগুনি ফুলকপির বীজ চাষ করতে চাইছি। এই কোম্পানির বীজ কখনো চাষ করিনি এই কোম্পানির উপর যদি ভরসা করা যায় প্লিজ জানাবেন।
প্রতি লিটার জলে 0 0 50 দু গ্রাম সেই সঙ্গে চেলাকল এক গ্রাম ও ম্যাগনেসিয়াম সালফেট এক গ্রাম ও কনিকা পাউডার দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া দুবার।
শীতের সময় মাসে একবার জল ব্যবহার করবেন। ঘন ঘন জল সেচ দিলে ফুল আসতে অসুবিধা হবে। এখন ডাল ছাঁটাই করুন। এখনও চার মাস দেরি আছে ফুল আসতে। ততক্ষন গাছের নুতন ডালপালা তৈরি হয়ে যাবে।
এই ঝড় জল কাটুক তারপর NPK 0 52 34 Aries কোম্পানির তৈরি সার প্রতি লিটার জলে তিন গ্রাম সেই সঙ্গে Ambition দু মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
kaku dui 1ta pepe F1 seed er nam bolun na, bangladesh e to top ledy . green lady khub shot gache pepe hoche .. amader akhane amon kon seeds chara lagabo jegulo khub short gach hobe r taratari pepe hobe.
স্যার বৃষ্টি যা হয়ছে ।বৃষ্টি থামবে শনিবার খবর অনুযাই। আমার টমেটো গাছ আছে ২০০ । কিছুটা পালং, আমার কাছে কেনা আছে saaf স্প্রে করবো তার সঙ্গে কি গোড়ায় দবো। দয়া করে জানাবেন?
শিকড়ের সমস্যা হচ্ছে। হয় , গোড়ায় জল জমে ছিল অথবা মাটির সমস্যার জন্য শিকড় পচে যাওয়ায় এই অবস্হা হচ্ছে। Xelora প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে ঐ জল গাছের গোড়ায় ভিজিয়ে দেবেন। তারপর হিউমিক দানা 5 গ্রাম এক লিটার জলে মিশিয়ে ঐ জল গাছের গোড়ায় ব্যবহার করবেন।
স্যার নমস্কার বল সুন্দরী কুল গাছে ফুল আসার আগে এবং পরে কি পরিচর্যা নিতে হবে এবং খাদ্য ব্যবস্থাপনা কি হবে আপনি অবশ্যই জানাবেন তাহলে বিশেষভাবে উপকৃত হব। বাংলাদেশ থেকে
ফুল এলে কম দামের ওষুধ সাফ পাউডার প্রতি লিটার জলে দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন। এবার ছোটো ছোটো ফল ধরার পর সাফ পাউডার প্রতি লিটার জলে দু গ্রাম সেই সঙ্গে হিউমিনল গোল্ড দু মিলি মিশিয়ে স্প্রে করবেন।
স্যার কম দামের কি ওষুধ এবং কতদিন পর পর ব্যবহার করতে হবে আবার সাপ পাউডার ব্যবহার করতে বলছেন। বিষয়টা ক্লিয়ার হলাম না। আমার ছেলে রাহুল বিশ্বাস আপনার অন্ধ ভক্ত ছিল কিন্তু পড়ালেখার কারণে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারছিনা।
স্যার ব্যাবসা ভিত্তিক পেয়ারা চাষ.... পেয়ারার জমিতে সমস্ত রকমের ঘাস এবং আগাছা র এর সমস্যা লেগেই থাকে সারা বছর জুড়ে...... মূলত এই... 1. Paraquat Dichloride 24% SL.... 2.Glufosinate Ammonium (13.5% w/w SL ....এই ধরনের Herbicide use করে থাকি এছাড়া আর কি কি ব্যাবহার করা যেতে পারে........?.
দুটো কারন হতে পারে , অতিরিক্ত জল জমে যাওয়ার জন্য অথবা ব্যাকটেরিয়াল উইল্ট রোগের জন্য। এজন্য Xelora দশ লিটার জলে 20 মিলি সেই সঙ্গে streptocycline দু গ্রাম মিশিয়ে ঐ জল শুকনো মাটি থাকলে প্রতি গাছের গোড়ায় 200 মিলি করে ব্যবহার করবেন।
ঐ কোম্পানির বীজ অবশ্যই ভালো তবে ঐ শসা টা শীতের হবে তো? যদি হয় তাহলে চাষ করতে পারেন। আমি ঐ বীজ চাষ করে দেখিনি। দোকানদার কি বলছে ? সেটা করুন। তবে যতদূর জানতে পেরেছি ওটা হাইব্রিড জাতের বীজ গ্রীষ্ম ও বর্ষা কালে চাষ হয়। এখন খুব ঠান্ডা পড়েনি। কিছু টা বীজ এখন বুনতে পারেন।
আমার তিনটে লেবু গাছ একটা বাতাবি লেবু একটা কাগজি লেবু একটা গন্ধরাজ একটা পাতিলেবু ডালগুলো ঐরকম হয়েছে ছেঁটে দেওয়ার পরে জৈব পদ্ধতিতে কি স্প্রে করবো কতটা পরিমাণ।
Sir..... কার্গিল পেঁয়াজ কলি র একটা সমস্যা.... অনেক সময় গাছের বয়স 55-60 দিন হয়ে যাওয়ার পরেও... কালি অনেক দেরি তে আসে এবং কালির ফলন অল্প অল্প উঠে....... সেক্ষেত্রে কি করণীয়.......?. ফলনের পরিমাণ বাড়াতে........?.
NPK 0 52 34 প্রতি লিটার জলে তিন গ্রাম সেই সঙ্গে Ambition দু মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া তিন বার। তারপর N P K 20 20 20 তিন গ্রাম সেই সঙ্গে বোরন এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
স্যার.... কার্গিল কালি পেঁয়াজের গাছ ছোট অবস্থায় বেরিয়ে যাওয়ার পর .... টাটা মাস্টার+ Gibberellic 0.001 ব্যাবহার করা যাবে....?. বীজ বসানোর পর মাটি সমান করে Pendimethalin 30 % sc ব্যাবহার করা যাবে তো....?.
এই ঝড় বৃষ্টি কেটে গেলে দশ লিটার জলে 20 মিলি Xelora সেই সঙ্গে দু গ্রাম streptocycline মিশিয়ে ঐ জল গাছের গোড়ায় খুব ভালো করে স্প্রে করে ভিজিয়ে দেবেন। একবার দিলেই হবে।
অসংখ্য ধন্যবাদ, এই ধরনের ভিডিওর অপেক্ষায় ছিলাম।
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
এইভাবে ছোট ছোট ভিডিও করে বিষয়গুলো তুলে ধরবেন ধন্যবাদ আপনাকে
খুব সুন্দর একটি ভিডিও এরকম ছোট ভিডিও খুব ভালো লাগে
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
খুবই উপকারী ভিডিও! ধন্যবাদ স্যার!
খুব সুন্দর স্যার ❤❤
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
সুন্দর ভিডিও দাদু
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
❤❤❤
Sir apnar video dekhte khub valo lage
ধন্যবাদ জানাই।
স্যার সব দোকানে ভেজাল হয় না, তবুও ভালো বীজ দোকানের ঠিকানা বলেন খুব উপকার হয় স্যার ভালো থাকবেন, দীপাবলি ভালো কাটুক আপনার
মেদিনীপুর টাউনে সামন্ত বীজ ভান্ডারে যেতে পারেন
বা
সবুজ ঘর চন্দ্র কোনা রোডে পাওয়া যাবে।
Sir tob e lebu ga6er pata yellowish hoea patar vein gulo deka ja66ee..ki korbo..any organic suggestion??soil a ph kome ge6e nki??
Nice
ধন্যবাদ জানাই।
স্যার ভালো থাকবেন আমাদের অর্থাৎ পূর্ব মেদিনীপুর অবস্থা খুব খারাপ ধান গাছের উপরে এক হাঁটু জল
চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব জল বার করে দিতে। কিছু ফলন অবশ্যই পাবেন।
Subho bijoya
ধন্যবাদ জানাই।
ভালো থাকুন।
Sir fulta jate besi porimane ase er jonno ki korte hobe
দাদু বোরো ধানের জন্যBasudha company r sabana জাতের ধান্
টা কিরকম হবে, বললে একটু ভালো হয় দাদু!
স্যার.... আপনার কথা মতো চলে উচ্ছে গাছের বয়স 100 দিন complete হল আজ.... এই বছরের মত দূর্যোগ পূর্ণ weather a...
আপনাকে হোয়াটস অ্যাপ এ..... কিছু ছবি পাঠিয়েছি.... প্লীজ একটু দেখে রিপ্লাই করবেন...🙏
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
Sir SIM gache ful aste suru koreche ei somoy ki pgr debo
স্যার রষন গাছ নিয়ে একটা ভিডিও বানালে অনেক উপকার পেতাম।
আচ্ছা চেষ্টা করবো।
স্যার আপেল গাছটা একবার দেখাবেন।
Sir, আমি pathar pratima theke bolchi, top ledy pepa bij pabo kivabe! Please aktu bolun
স্যার নমস্কার, শুভ দীপাবলির শুভেচ্ছা জানায়, স্যার ভালো বীজ দোকানের ঠিকানা বলেন খুব উপকার হয়, স্যার অনেক দোকানে অনেক দোকানে পুরাতন বীজ দিয়ে দেয়, বোঝা যায় না পরে ঠিক মতো গাছ বার হয় না, স্যার আমি সোনারপুরে আছি কিন্তু বাড়ি নদীয়াতে,
ধন্যবাদ sir। কখনো যদি সম্ভব হয় শিশির এবং কুয়াশা নিয়ে একটু বলবেন আর কচুতে xelora দিতে বলেছিলেন দিয়েছি কালকে প্রচুর কচু পচে গেছে দেরি হয়ে গেলো ওষুধ দিতে।
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি যদি একটু বলতেন বাংলাদেশে কোন জাতের শীম আগাম চাষ করলে ভালো হবে
Lebu gache pata mura jonno ki medicine spray korbo
Sir ami sojne chas korta chai amer bari Budge Budge,South 24 pgs ami ki ai chas ta korta pari
স্যার শীতকালীন ভালো যাতের ঝিঙে নাম বলুন
আমি মুর্শিদাবাদ থেকে বলছি হাবিবুর রহমান। এই শীতে ভালো মানের ৭ থেকে ৮ কিলো ওজনের মিষ্টি কুমড়ার বীজ কোথায় পাবো, একটু বলেদিন।
Amtalar ase pashe bisashtho nurserir nam bolben. Please.
Sir ami laipata cara lagaiyacilam akon gach aktu boro hoyache akon akta pata protome jimacce porer din puro gach jimiya morche jekan teka kando care sai jaga pocaa take akon ki koronio please aktu bolben🙏
এখন সুলতান ও প্যারাডাইস কুমড়োর বীজ বপন করতে হবে?
বীজ ভিজিয়ে বপন করতে হবে?
প্রশ্ন (১)বেগুন, লঙ্কা, টমোটো দীর্ঘ মেয়াদি ফসলে 0:52:34 গাছের বয়স কতদিন হবে ব্যবহার করব কতবার ব্যবহার করব জানাবেন ।
Sir প্রণাম নেবেন
আমার গোবিন্দভোগ ধান কিছু কিছু জায়গায় পড়ে গেছে, তবে এর আগে Nativo, pymetrizone দিয়ে রেখেছিলাম।
এখন জমিতে শোষক নেই,ধান পাকতেও দেরি আছে,ধান পড়ে যাওয়ায় শোষক লাগতে পারে
এ অবস্থায় আরেকবার শোষক এর জন্য pymetrizone দিতে চাই।
এটা কি ঠিক হবে? না এর সঙ্গে আরও কিছু দিতে হবে তোমার মতামত জানতে চাই।
Khub sundor❤❤❤ kobe asben sir amader ekhane, opekhai achi❤❤❤❤
আচ্ছা যাবো।
খুব সাবধান
আবার হয়তো ঝড় জলে ক্ষতি হতে পারে।
হুগলী জেলায় ও প্রচুর ঝড় বৃষ্টি হবে বলছে।
আজ 8 ই অক্টোবর। আপনি কি মশাট বাজারের ওপর দিয়ে গেলেন। একটু বলবেন তাহলে
আর শুভোদীপাবলির সুভেচ্ছ জানায়
শুভ দীপাবলীর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
Sir Badam khol guro dircted matite deoa jabe.
অবশ্যই দেওয়া যাবে।
কাকু আপনি বললেন, Agromin gold দীর্ঘমেয়াদি বেগুন লঙ্কা ভেন্ডি গাছে 4-5 বার ব্যবহার করা যাবে। (১) আলাদা ভাবে বোরণ, জিঙক, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম গাছে মোট কতবার ব্যবহার করা যাবে জানাবেন। (২) গাছের কোন বয়সে দেওয়া যাবে জানাবেন।
❤ স্যার, পেঁপে গাছ, আনুমানিক প্রথম বছরে কেমন ফলন, দ্বিতীয় বছরে কেমন ফলন,, তৃতীয় বছরে কেমন ফলন,? স্যার, উত্তরের অপেক্ষায় রইলাম। যেহেতু আমার পেঁপে চাষ করার খুব ইচ্ছা।
একটা হাইব্রিড জাতের পেঁপে গাছে
গড়ে 70/ 80 কেজি হবেই।
যত্ন করলে আরো বেশি হতে পারে।
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ
sir, calcium nitrate r amonium sulphate er kaj ki ektu bolben pls 🙏🙏
ক্যালসিয়াম নাইট্রেট সারে
ক্যালসিয়াম ও নাইট্রেট নাইট্রোজেন আছে।
আর এমোনিয়া সালফেটে
এমোনিক্যাল ফর্মে নাইট্রোজেন আছে সেই সঙ্গে সালফার আছে। এটাই তফাৎ।
স্যার টমেটো গাছে কখন booster ২ দেবো। আর কত দিন ছাড়া ছাড়া?
Sir বাঁধাকপি র ভালো বীজ এখন ফেলব।।
র বিনস এর ভালো বীজ বলবেন।।
স্যার সিম গাছে ফুল এসেছে এই সময় কি কোনো পিজিআর দেবো বেশি পরিমাণে ফুল আসার জন্য ,
Sir, আমার গাছের কাণ্ড থেকে আঠা বের হচ্ছে। গাছের বয়স তিন বছর। স্যার উপায় বলুন
স্যার ক্যাপসিকাম চাষের ভিডিও লিঙ্ক দিন খুবউপকার হয়
অবশ্যই ভিডিও করে জানাবো।
Sir Maltar kon kon varaity lagale misti and flevar valo hobe?folon valo hobe?
সিকি মাল্টা ভালো।
Sir 20 October kartik mas .good video sir.
ধন্যবাদ জানাই।
Jodi ami pan boroje amistar top ba marivon aga thaka spay kori dos koro hobe
Amister Top দশ লিটার জলে 6 মিলি
সেই সঙ্গে 0 0 50 এই সাত সাত গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।
Sir, i am from BD,
Asa kori valo asen.
স্যার আমি নতুন উদ্যগতা, আমি রমজানকে টার্গেট করে পলি ব্যাগে চারা তৈরি করে ডিসেম্বরের মাঝামাঝি তরমুজ চাষ করতে চাচ্ছি
আমাদের উত্তরবঙ্গে সেসময় অনেক কুয়াশা
সেজন্য আমি ছোট ছোট নৌকার মতো তৈরি করে প্রতিটা মাদা রাতে ঢেকে রেখে সকালে আবার খুলে রাখবো
এভাবে কি চাষ করতে পারবো?
আর তরমুজের জাত হিসেবে pakiza r rejon 2
করতে চাচ্ছি
আপনার মতামত পেলে উদ্ভুদ্ধ হবো
সময় + জাত আশা করি উত্তর পাবো
স্যার শসা তে ফুল ফল আসার পর কি কি Fungicide দেওয়া যাবে কয়েক টা নাম বলেন
বেগুন 🍆 গাছের পরিচযা। সার দেওয়া । স্পেরে করা। সমস্ত ভিডিও বানান ।।
Sir amar paner boroj 6000 hajar ghach sosa botbiti u66a vandi korola onak gach a6a ami osud marte marte bikal 4ta thakae 7 ta bajejay sondhay 7 tar somoy osudh marle ki kaj hobe
তাহলে খুব সকালে স্প্রে শুরু করবেন।
চড়া রোদ্দুরে স্প্রে করলে গাছের ক্ষতি হয়।
এজন্য বিকালে স্প্রে করতে বলা হয়।
Sir kon dhoroner mular jonno ki sar lage
Mane gucha mul potas
Skonda mule ki.....
Baki anno mule ki?
পটাশ সার একটু বেশি লাগবে।
এছাড়া ফসফেট সার ও কম করে নাইট্রোজেন সার প্রয়োগ করবেন।
Sir
Potas loving crop kongulo
Nitrogen loving crop kongulo
Phosphate loving crop kongulo
ঢেরষ, শশা, ঝিঙে ও করলা কি জাতের বীজ ব্যাবহার করবো? অঘ্রান মাসের জন্য
সুপ্রভাত স্যার ৷কাটা দশেক জমি জল ছাড়ার পর বেগুনে মাটি দেবোকি কি সার কতটা পরিমাণ এবং কি খোল দেব ও মাটিতে কি ভিটামিন দিয়ে মাটি চাপা দেবো স্যার একটু উত্তর দেবেন
হিউমিক দানা এক কেজি সেই সঙ্গে
10 26 26 + 28 28 0 ও সরিষার খোল
এক বস্তা 70 কেজি মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে মাটি চাপা দেবেন।
অনেক ধন্যবাদ৷
কাকু বরবটির বাজার সবথেকে চড়া কখন থাকে। সঠিক লাগানোর সময় বলবেন।
স্যার বলছিলাম যে এই সময় যদি মটর সুটি আর বিমস লাগানো যাবে sir reply deben
স্যার .... "লাফা গাছ" কি ভেন্ডি র মত মাটির গভীর নিচ তলা থেকে খাবার সংগ্রহ করে.....?.
লাফা একটু ভারী বৃষ্টি সহ্য করতে পারে....?.
অতো গভীরে শিকড় যাবে না।
ঝিঙে গাছের চাইতে একটু বেশি জল সহ্য করতে পারে।
নমস্কার স্যার দীপাবলীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা স্যার বলছিলাম স্যার ফুল গাছের কুড়ি উঠবে কিভাবে একটু ওষুধ বলে দেবেন আর ফুল গাছের কুড়ি বেঁকে যাচ্ছে একটু ওষুধ দুটো বলে দেবেন আর বলছি আমাকে তুমি বলবে আমি অনেক ছোট স্যার বয়স ৩১ ৩২ আমাকে আপনি বলবেন না থ্যাঙ্ক ইউ স্যার দীপাবলীর শুভেচ্ছা রইল ভালো থাকবেন
Ami apner ka6 thake agriculture shikte chai Please ami help korun
Sir,
স্যার জানতে চাইছি, IRIS কোম্পানির বীজের উপর কি ভরসা করা যায়??
আমি syngenta হলুদ ও বেগুনী ফুলকপি বীজ এ বছর পাইনি/ পাওয়া যাচ্ছে না। তাই IRIS কোম্পানির গ্রীন ও বেগুনি ফুলকপির বীজ চাষ করতে চাইছি। এই কোম্পানির বীজ কখনো চাষ করিনি এই কোম্পানির উপর যদি ভরসা করা যায় প্লিজ জানাবেন।
কাকু দেশি ঔল রান্না করে খেতে গেলে টুকরো ঔল গুলিকে তেঁতুল জলে ভিজিয়ে রাখতে হবে নাকি।
না ,
তেঁতুলের টক বা চাটনি খেতে হবে।
Sir amar onak bagan osud mara samlata pari na marte marte sondha 7ta thake 8 pm Baja jai ate ki osudhe kaj hobe sir
Sir uttor ta palam na
Pronam naban sir... amr begun gach a ampligo 4 din chara 2 bar spray korachi. Kintu folchidro poka jacha na.. dog kata dicha.. ki korbo aktu janaban..
সিমোডিস দশ লিটার জলে সাত মিলি মিশিয়ে স্প্রে করবেন।
@@farmingadviseranathhalder7579 ok.sir
*নভেম্বরের মাঝামাঝি/শেষের দিকে মটরশুঁটি গাছ লাগাতে পারবো? নারকেল গাছের বেসিন এরিয়ায় লাগাতে চাই*
রোদ্দুর বেশি লাগে এমন জায়গায় অবশ্যই চাষ করতে পারেন।
Sir কচু পচে যাচ্ছে গাছের পাতা নেই বললেই চলে Amistertop বিকালের দিগে গোরাতে spra করলে কাজ হবে।
Xelora প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে ঐ জল গাছের গোড়ায় ব্যবহার করবেন।
খুব ভালো কাজ পাবেন।
স্যার.... হোয়াটস অ্যাপ এ কিছু ছবি পাঠিয়েছি একটু দেখবেন...... ফুলকপির ব্রুস উটছে....
স্যার লঙ্কা গাছে পাতা চুরে খাছে ভালো ল্যাদা ওষুধ বলো পিলিস বলো দক্ষিণ ২৪ পরগণা থেকে বলছি
Sir coconut plants winter season e brown hoye jay .ki bhabhe problem dur korbo
প্রতি লিটার জলে 0 0 50 দু গ্রাম
সেই সঙ্গে চেলাকল এক গ্রাম ও ম্যাগনেসিয়াম সালফেট এক গ্রাম ও
কনিকা পাউডার দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া দুবার।
@@farmingadviseranathhalder7579 thank you
স্যার পাতি লেবুর গাছে যদি এই ভাবে ডাল ছাঁটাই করি ফলন কি ভালো হবে?আর শীতে লেবু গাছে কতদিন অন্তর জল দেবো?
শীতের সময় মাসে একবার জল ব্যবহার করবেন।
ঘন ঘন জল সেচ দিলে ফুল আসতে অসুবিধা হবে।
এখন ডাল ছাঁটাই করুন। এখনও চার মাস
দেরি আছে
ফুল আসতে। ততক্ষন গাছের নুতন ডালপালা তৈরি হয়ে যাবে।
স্যার গতবছর আপনার ভিডিও দেখে শসা চাষ করেছিলাম 6 কাঠা ফলন পেয়েছিলাম 3.5 ক্যুইন্টাল। সার প্রযোগ করেছিলাম প্রত্যেক সপ্তাহে 6kgকরে।মনে হচ্ছে সার প্রযোগ সঠিক হয় নি।শসা চাষে সার প্রযোগের সিডিউল কমেন্টে বলেদেন তাহলে ভালো হয়।
Sir amer begun gache ful asche na fol hoche na ki korbo 65 din baus ki korbo sir aber nimnochap ki korbo please bolun
এই ঝড় জল কাটুক তারপর
NPK 0 52 34 Aries কোম্পানির তৈরি সার প্রতি লিটার জলে তিন গ্রাম সেই সঙ্গে
Ambition দু মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
kaku dui 1ta pepe F1 seed er nam bolun na, bangladesh e to top ledy . green lady khub shot gache pepe hoche .. amader akhane amon kon seeds chara lagabo jegulo khub short gach hobe r taratari pepe hobe.
সিন্টা F -1,
লাল পরী,
এই দুটো জাত চাষ করতে পারেন।
@@farmingadviseranathhalder7579 thank you kaku
স্যার আমার ধান গাছে ফুল এসেছে এবং গাছ বাতাসে উলটে গেছে এমন কোন উপায় বলুন যাতে আমার ধানে আগরা না হয়,ও ফল ঠিক ঠাক পাবো উত্তর দিলে উপকৃত হতাম
Sir ami kalyani theke...... Sir tata dhruvi gold sar ta kothay paoa jabe aktu janaben... Tahole upokrito hobo
আপনার ওখানকার স্হানীয় সার দোকানে অর্ডার দিন ওরাই এনে দেবে।
Sir , abamectin 1.8 % ec
Abamectin 018 ec
এই দুটির মধ্যে পার্থক্য কি
1 . 9 % প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন।
এইটাই সঠিক।
স্যার বৃষ্টি যা হয়ছে ।বৃষ্টি থামবে শনিবার খবর অনুযাই। আমার টমেটো গাছ আছে ২০০ । কিছুটা পালং, আমার কাছে কেনা আছে saaf স্প্রে করবো তার সঙ্গে কি গোড়ায় দবো। দয়া করে জানাবেন?
আজকে সারা রাত বৃষ্টি হবে ।
আকাশ পরিষ্কার হলে
তবেই স্প্রে করবেন।
Sir pink khatal gach sukie more jache ki koronio ?
শিকড়ের সমস্যা হচ্ছে।
হয় ,
গোড়ায় জল জমে ছিল অথবা মাটির সমস্যার জন্য শিকড় পচে যাওয়ায় এই
অবস্হা হচ্ছে।
Xelora প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে
ঐ জল গাছের গোড়ায় ভিজিয়ে দেবেন।
তারপর হিউমিক দানা 5 গ্রাম এক লিটার জলে মিশিয়ে ঐ জল গাছের গোড়ায় ব্যবহার করবেন।
@@farmingadviseranathhalder7579 thank you sir.
Crop ক্যালেন্ডার আর কোন varity ta niye vedio korben
R hybrid seeds making video 📷 pending
হ্যাঁ,
বিষয়টা মনে আছে ।
চেষ্টা করবো।
দাদা এখন শীতের বরবটি বা লাফা চাষ করব ভালো F1কি বীজ বপন করতে হবে ঝাটি বরবটি,মাচা করবো না
মাচায় VbL কোম্পানির আশুতোষ বীজ
কালো রঙের
ঐ বীজ বুনবেন। শীতকালে খুব ভালো ফলন পাবেন।
ফতেমা ধান বিজ কিভাবে পাবো স্যার
স্যার নমস্কার আমি টব বাগানি আমি চাল গুঁড়া মাটির সঙ্গে মিশিয়ে গাছ বসাই ধান কি মাটির সঙ্গে মিশিয়ে গাছ করা যাবে
ধান মাটিতে একমাস মিশিয়ে রেখে তারপর গাছ বসাবেন।
Sir ..
পশ্চিমবঙ্গে Romonesco ফুলকপি চাষ করা যেতে পারে কী?
Romanesco broccoli
কেউ কেউ Romanesco Cauliflower
ও বলেন । অবশ্যই অবশ্যই চাষ করা যাবে।
সাধারণ কপি চাষের মতো চাষ করবেন।
স্যার নমস্কার বল সুন্দরী কুল গাছে ফুল আসার আগে এবং পরে কি পরিচর্যা নিতে হবে এবং খাদ্য ব্যবস্থাপনা কি হবে আপনি অবশ্যই জানাবেন তাহলে বিশেষভাবে উপকৃত হব। বাংলাদেশ থেকে
ফুল এলে কম দামের ওষুধ সাফ পাউডার প্রতি লিটার জলে দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।
এবার ছোটো ছোটো ফল ধরার পর
সাফ পাউডার প্রতি লিটার জলে দু গ্রাম
সেই সঙ্গে হিউমিনল গোল্ড দু মিলি মিশিয়ে স্প্রে করবেন।
স্যার কম দামের কি ওষুধ এবং কতদিন পর পর ব্যবহার করতে হবে আবার সাপ পাউডার ব্যবহার করতে বলছেন। বিষয়টা ক্লিয়ার হলাম না। আমার ছেলে রাহুল বিশ্বাস আপনার অন্ধ ভক্ত ছিল কিন্তু পড়ালেখার কারণে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারছিনা।
বরবটির বাজার কখন বাজার সবথেকে ভালো থাকে। লাগানোর সঠিক সময় বলে দিবেন।
মাঘ মাসের শেষের দিক থেকে ফাল্গুন মাসে ভালো দাম পাওয়া যায়।
স্যার ব্যাবসা ভিত্তিক পেয়ারা চাষ....
পেয়ারার জমিতে সমস্ত রকমের ঘাস এবং আগাছা র এর সমস্যা লেগেই থাকে সারা বছর জুড়ে......
মূলত এই... 1. Paraquat Dichloride 24% SL....
2.Glufosinate Ammonium (13.5% w/w SL ....এই ধরনের Herbicide use করে থাকি
এছাড়া আর কি কি ব্যাবহার করা যেতে পারে........?.
2 - 4D প্রতি লিটার জলে তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।
2 - 4 D প্রতি লিটার জলে তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন দুপুর বেলায়।
স্যার টমেটো গাছের ফুল সব পরে যাচ্ছে কি করবো
দাদা করলা গাছে উলালা এবং রোকো এক সাথে দেওয়া যাবে
হ্যাঁ দেওয়া যাবে।
প্রণাম নেবেন স্যার ৷আমার হুগলিতে বাড়িবেগুন জমি ভিজে ভিজে আছেগাছ ঝিমিয়ে ঝিমিয়ে মরছে কারণ কি এবং এরপ্রতিকার কিভাবেকরা যায় একটু উত্তর দেবেন ৷
দুটো কারন হতে পারে ,
অতিরিক্ত জল জমে যাওয়ার জন্য
অথবা ব্যাকটেরিয়াল উইল্ট রোগের জন্য।
এজন্য Xelora দশ লিটার জলে 20 মিলি
সেই সঙ্গে streptocycline দু গ্রাম মিশিয়ে ঐ জল শুকনো মাটি থাকলে প্রতি গাছের গোড়ায় 200 মিলি করে ব্যবহার করবেন।
স্যার কপিতে শোষক ও ল্যাদা পোকার জন্য কি ঔষদ দেবো একৈ সাথে দুটো কাজ করবে উপায় বলুন
Tridev প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন।
Tridev প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন।
স্যার vnr kumud শসা ভালো কি? আপনার মতামত জানতে চাই।
ঐ কোম্পানির বীজ অবশ্যই ভালো
তবে ঐ শসা টা শীতের হবে তো?
যদি হয় তাহলে চাষ করতে পারেন।
আমি ঐ বীজ চাষ করে দেখিনি।
দোকানদার কি বলছে ? সেটা করুন।
তবে যতদূর জানতে পেরেছি ওটা হাইব্রিড জাতের বীজ গ্রীষ্ম ও বর্ষা কালে চাষ হয়।
এখন খুব ঠান্ডা পড়েনি।
কিছু টা বীজ এখন বুনতে পারেন।
আমার তিনটে লেবু গাছ একটা বাতাবি লেবু একটা কাগজি লেবু একটা গন্ধরাজ একটা পাতিলেবু ডালগুলো ঐরকম হয়েছে ছেঁটে দেওয়ার পরে জৈব পদ্ধতিতে কি স্প্রে করবো কতটা পরিমাণ।
শীত কালে জলি কাটা কুমড়ো করা যাবে কি.......?.
কোন্ জাতের কুমড়ো ভালো হবে .....?.
সব চাইতে ভালো হবে
গুরু জাত,
প্যারাডাইস জাত,
জাম্বো জাত
এই তিনটি চাষ করবেন।
স্যার মিরাভাস ডুও ফ্যাঙ্গিসাইড বেরোজ পানের ডোজ কতো হবে দয়া করে বলবেন
কাকু আমার লঙ্কা গাছের দুমাস বয়স গাছে ফুল ফল আসছে কিন্তু ডালপালার সংখ্যা খুবই কম। কোন সার ও ওষুধ প্রয়োগ করলে গাছে ডালপালা বাড়বে গাছ ঝাঁকড়া হবে।
প্রতি লিটার জলে তিন গ্রাম 20 20 20
সেই সঙ্গে মোবোমিন এক গ্রাম ও সাগরিকা
তিন মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
স্যার কপিতে পটাশ স্প্রে করলে কি গাছের গ্ৰোথ বা বৃদ্ধি বা কপিতে ফুল আসতে অথবা ফুল বৃদ্ধি তে কি দেরি হয় আমার প্রশ্নের উত্তর দেবেন
একবার স্প্রে করতে পারেন।
নাইট্রোজেন, ফসফেট ও পি জি আর চার দিন ছাড়া ছাড়া পাঁচ বার স্প্রে করবেন।
নমস্কার স্যার।ডাল ছাঁটাই করার পর নতুন ডালে কি ফুল ফল আসবে।না পুরাতন ডালে ফুল ফল আসবে। বাংলাদেশ থেকে।
যেহেতু চার মাস পরে ফুল আসবে সেজন্য
ভালো পরিচর্যা করলে নুতন ডালে অবশ্যই অবশ্যই অবশ্যই ফুল আসবে।
ফল ও হবে।
Sir..... কার্গিল পেঁয়াজ কলি র একটা সমস্যা....
অনেক সময় গাছের বয়স 55-60 দিন হয়ে যাওয়ার পরেও... কালি অনেক দেরি তে আসে এবং কালির ফলন অল্প অল্প উঠে.......
সেক্ষেত্রে কি করণীয়.......?.
ফলনের পরিমাণ বাড়াতে........?.
NPK 0 52 34 প্রতি লিটার জলে তিন গ্রাম সেই সঙ্গে Ambition দু মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
তারপর N P K 20 20 20 তিন গ্রাম সেই সঙ্গে বোরন এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
স্যার.... কার্গিল কালি পেঁয়াজের গাছ ছোট অবস্থায় বেরিয়ে যাওয়ার পর .... টাটা মাস্টার+ Gibberellic 0.001 ব্যাবহার করা যাবে....?.
বীজ বসানোর পর মাটি সমান করে Pendimethalin 30 % sc ব্যাবহার করা যাবে তো....?.
নীচের আগাছা নাশক ওষুধ দেওয়ার তিন দিন পর চারা রোপণ করলে ভালো হয়।
স্যার ব্যাবসা ভিত্তিক পেয়ারা চাষ....
পোকার জন্যে... Carbosulfan 25 % Ec + Thiamethoxam 25 %
এই কম্বিনেশন স্প্রে করলে ভালো রেজাল্ট পাবো কি.......?.
হ্যাঁ
পুরানো ওষুধ হলে ও ভালো কাজ পাবেন।
দাদা শুভ বিজয়ার প্রনাম নেবেন । দাদা আমার ছাদ বাগানে একটা সিকি মাল্টা আরেকটা বাও 3 মাল্টার গাছ আছে । আমি আরো দুটো মাল্টার গাছ বসাতে চাইছি । কোন জাতের মাল্টা নেবো একটু বলবেন দাদা ? 🙏
সিকি মাল্টা বসাবেন।
@@farmingadviseranathhalder7579 amar to ache dada siki malta gach . Nutun tuto variety jante chaichilam.
স্যার আমি দূর্গা পূজার আগে ঝাঁটি বিন লাগিয়েছি লাম ,বৃষ্টির কারণে বড় বড় গাছ সব মাটির উপর থেকে শুকিয়ে যাচ্ছে এখন কি দেবো
এই ঝড় বৃষ্টি কেটে গেলে
দশ লিটার জলে 20 মিলি Xelora
সেই সঙ্গে দু গ্রাম streptocycline
মিশিয়ে ঐ জল গাছের গোড়ায়
খুব ভালো করে স্প্রে করে ভিজিয়ে দেবেন।
একবার দিলেই হবে।