২৭:৭৫ আর আসমান ও যমীনে এমন কোন গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। ২:৭৯ সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। ২:৭৮ আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্খা ছাড়া কিতাবের কোন জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে। ১৮:৫৪ আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী। ১২:১০৩ আর তুমি আকাঙ্খা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়। ১৪:১ আলিফ-লাম-রা; এই কিতাব, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আন, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে। ১৪:৫২ এটা মানুষের জন্য পয়গাম। আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে, তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। ১৭:৯ নিশ্চয় এ কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। ৩৯:৪১ নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাযিল করেছি মানুষের জন্য; তাই যে সৎপথ অবলম্বন করে, সে তা নিজের জন্যই করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। ৬৮:৫২ আর এ কুরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী। ৩:১০১ আর কিভাবে তোমরা কুফরী কর, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তাঁর রাসূল। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল পথের দিশা দেয়া হবে। ৩:১০২ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না। ৩:১০৩ আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালবাসার সঞ্চার করেছেন। অতঃপর তাঁর অনুগ্রহে তোমরা ভাই-ভাই হয়ে গেল। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও। ৩:১০৪ আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম। ৩:১০৫ আর তোমরা তাদের মত হয়ো না, যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর। আর তাদের জন্যই রয়েছে কঠোর আযাব। ৩:১০৬ সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো। আর যাদের চেহারা কালো হবে (তাদেরকে বলা হবে) ‘তোমরা কি ঈমান আনার পর কুফরী করেছিলে? সুতরাং তোমরা আযাব আস্বাদন কর। কারণ তোমরা কুফরী করতে’। ৩:১০৭ আর যাদের চেহারা সাদা হবে, তারা তো আল্লাহর রহমতে থাকবে। তারা সেখানে স্থায়ী হবে। ৩:১০৮ এগুলো আল্লাহর নির্দশন, যা আমি তোমার উপর যথাযথভাবে তিলাওয়াত করছি। আর আল্লাহ সৃষ্টিকুলের প্রতি যুলম করতে চান না। ৩:১০৯ আর আসমানসমূহ ও যমীনে যা রয়েছে, তা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই যাবতীয় কর্মকান্ড প্রত্যাবর্তিত হবে। ///////////////////////////////////////////////
I pray for our brother and sister from Palestine. May Allah help them get through the struggles and give them every opportunity that they haven't found. I pray to Allah that we, as Muslims, need more guidance and bring our ummah together to make peace and keep remembering Allah. Allah is the only one and only one to help us every second in our lives. Be reminded every day that we're trying our best with every message and spreading Allah's words from the Quran. Ameen. ❤❤❤❤
One friend of mine who is not Muslim said that she really love your recitation, it's as if she can feel the burden from her shoulders fall off. So beautiful and sweet.
@@dhmhtramarinou324 Asalam Alaikum Sister, Insha Allah Allah will guide you to see the magnificence of Islam and how instead of taking the power away from people, it gives the power back to people into their own hand's. May Allah bless and protect you ~ 🌹
২৭:৭৫ আর আসমান ও যমীনে এমন কোন গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। ২:৭৯ সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। ২:৭৮ আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্খা ছাড়া কিতাবের কোন জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে। ১৮:৫৪ আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী। ১২:১০৩ আর তুমি আকাঙ্খা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়। ১৪:১ আলিফ-লাম-রা; এই কিতাব, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আন, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে। ১৪:৫২ এটা মানুষের জন্য পয়গাম। আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে, তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। ১৭:৯ নিশ্চয় এ কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। ৩৯:৪১ নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাযিল করেছি মানুষের জন্য; তাই যে সৎপথ অবলম্বন করে, সে তা নিজের জন্যই করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। ৬৮:৫২ আর এ কুরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী। ৩:১০১ আর কিভাবে তোমরা কুফরী কর, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তাঁর রাসূল। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল পথের দিশা দেয়া হবে। ৩:১০২ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না। ৩:১০৩ আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালবাসার সঞ্চার করেছেন। অতঃপর তাঁর অনুগ্রহে তোমরা ভাই-ভাই হয়ে গেল। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও। ৩:১০৪ আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম। ৩:১০৫ আর তোমরা তাদের মত হয়ো না, যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর। আর তাদের জন্যই রয়েছে কঠোর আযাব। ৩:১০৬ সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো। আর যাদের চেহারা কালো হবে (তাদেরকে বলা হবে) ‘তোমরা কি ঈমান আনার পর কুফরী করেছিলে? সুতরাং তোমরা আযাব আস্বাদন কর। কারণ তোমরা কুফরী করতে’। ৩:১০৭ আর যাদের চেহারা সাদা হবে, তারা তো আল্লাহর রহমতে থাকবে। তারা সেখানে স্থায়ী হবে। ৩:১০৮ এগুলো আল্লাহর নির্দশন, যা আমি তোমার উপর যথাযথভাবে তিলাওয়াত করছি। আর আল্লাহ সৃষ্টিকুলের প্রতি যুলম করতে চান না। ৩:১০৯ আর আসমানসমূহ ও যমীনে যা রয়েছে, তা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই যাবতীয় কর্মকান্ড প্রত্যাবর্তিত হবে। ///////////////////////////////////////////////
মন যতই খারাপ থাকুক না কেন কোরআন তেলাওয়াত শোনার পরও মন এভাবেই ভালো হয়ে যায় মনে হয় পৃথিবীর পুরো প্রশান্তি আল্লাতালা আমার ভিতরেই দিয়ে দিয়েছে আর যতই শুনি ততই শুনতে মন চায় ❤️❤️❤️❤️
My dear father passed away three weeks ago and I found this Ayat was saved as one of his favourites on his phone Subhanallah you have made this 🤍 Insha"Allah may my all my duas be accepted for my dear dad and his status in Janaatil Firdaus be levitated 🤲🏽🤍 Thank you for this 🤍
Assalamualaikum. There are total 6 verses from Holy Qur'Aan (From different chapters) as mentioned above about Tranquility. 1) First verse from Sureh Baqra-248. 2) Second verse from Sureh Tauba-26. 3) Third verse from Sureh Tauba-40. 4) Fourth verse from Sureh Fatah-4. 5) Fifth verse from Sureh Fatah-18. 6) Sixth verse from Sureh Fatah-26.
২৭:৭৫ আর আসমান ও যমীনে এমন কোন গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। ২:৭৯ সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। ২:৭৮ আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্খা ছাড়া কিতাবের কোন জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে। ১৮:৫৪ আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী। ১২:১০৩ আর তুমি আকাঙ্খা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়। ১৪:১ আলিফ-লাম-রা; এই কিতাব, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আন, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে। ১৪:৫২ এটা মানুষের জন্য পয়গাম। আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে, তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। ১৭:৯ নিশ্চয় এ কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। ৩৯:৪১ নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাযিল করেছি মানুষের জন্য; তাই যে সৎপথ অবলম্বন করে, সে তা নিজের জন্যই করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। ৬৮:৫২ আর এ কুরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী। ৩:১০১ আর কিভাবে তোমরা কুফরী কর, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তাঁর রাসূল। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল পথের দিশা দেয়া হবে। ৩:১০২ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না। ৩:১০৩ আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালবাসার সঞ্চার করেছেন। অতঃপর তাঁর অনুগ্রহে তোমরা ভাই-ভাই হয়ে গেল। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও। ৩:১০৪ আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম। ৩:১০৫ আর তোমরা তাদের মত হয়ো না, যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর। আর তাদের জন্যই রয়েছে কঠোর আযাব। ৩:১০৬ সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো। আর যাদের চেহারা কালো হবে (তাদেরকে বলা হবে) ‘তোমরা কি ঈমান আনার পর কুফরী করেছিলে? সুতরাং তোমরা আযাব আস্বাদন কর। কারণ তোমরা কুফরী করতে’। ৩:১০৭ আর যাদের চেহারা সাদা হবে, তারা তো আল্লাহর রহমতে থাকবে। তারা সেখানে স্থায়ী হবে। ৩:১০৮ এগুলো আল্লাহর নির্দশন, যা আমি তোমার উপর যথাযথভাবে তিলাওয়াত করছি। আর আল্লাহ সৃষ্টিকুলের প্রতি যুলম করতে চান না। ৩:১০৯ আর আসমানসমূহ ও যমীনে যা রয়েছে, তা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই যাবতীয় কর্মকান্ড প্রত্যাবর্তিত হবে। ///////////////////////////////////////////////
By simply saying "Jazakallah Khairan", understand that I meant everything positive. Brother, may Allah (SWT) will it that I meet you some day! May Allah reward you abundantly. I will keep on telling the world about you by sharing your blessings.
This is my favorite recitation, if some one is depressed or tired must listen to these Ayaat of Sakeenah...JazakAllah Mr.Omar for this melodious recitation...May Allah bless you with happiness, love, health and wealth.💐🌼💚
Reminder to listen to it again, as we'll always go through hardships in this life, i hope you're doing better. May Allah make it easy for every believer, Allahuma ameen.
২৭:৭৫ আর আসমান ও যমীনে এমন কোন গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। ২:৭৯ সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। ২:৭৮ আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্খা ছাড়া কিতাবের কোন জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে। ১৮:৫৪ আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী। ১২:১০৩ আর তুমি আকাঙ্খা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়। ১৪:১ আলিফ-লাম-রা; এই কিতাব, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আন, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে। ১৪:৫২ এটা মানুষের জন্য পয়গাম। আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে, তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। ১৭:৯ নিশ্চয় এ কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। ৩৯:৪১ নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাযিল করেছি মানুষের জন্য; তাই যে সৎপথ অবলম্বন করে, সে তা নিজের জন্যই করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। ৬৮:৫২ আর এ কুরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী। ৩:১০১ আর কিভাবে তোমরা কুফরী কর, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তাঁর রাসূল। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল পথের দিশা দেয়া হবে। ৩:১০২ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না। ৩:১০৩ আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালবাসার সঞ্চার করেছেন। অতঃপর তাঁর অনুগ্রহে তোমরা ভাই-ভাই হয়ে গেল। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও। ৩:১০৪ আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম। ৩:১০৫ আর তোমরা তাদের মত হয়ো না, যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর। আর তাদের জন্যই রয়েছে কঠোর আযাব। ৩:১০৬ সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো। আর যাদের চেহারা কালো হবে (তাদেরকে বলা হবে) ‘তোমরা কি ঈমান আনার পর কুফরী করেছিলে? সুতরাং তোমরা আযাব আস্বাদন কর। কারণ তোমরা কুফরী করতে’। ৩:১০৭ আর যাদের চেহারা সাদা হবে, তারা তো আল্লাহর রহমতে থাকবে। তারা সেখানে স্থায়ী হবে। ৩:১০৮ এগুলো আল্লাহর নির্দশন, যা আমি তোমার উপর যথাযথভাবে তিলাওয়াত করছি। আর আল্লাহ সৃষ্টিকুলের প্রতি যুলম করতে চান না। ৩:১০৯ আর আসমানসমূহ ও যমীনে যা রয়েছে, তা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই যাবতীয় কর্মকান্ড প্রত্যাবর্তিত হবে। ///////////////////////////////////////////////
When Ever you. Depend on Allah you. Will. See Every thing Coming to you Easily. May. Allah make it Easier for us. And the day of your Rest the Highest Ranks of of Jannatul Firdous and Save you from hell. Fire AMEEN YAALLAH ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Maachaa Allah !! Maachaa Allah !! Maachaa Allah !! Vous n'imaginez pas le bonheur que je ressens quand j'écoute cette belle récitation. Qu'Allah vous récompense. Baarakallahou fiik
اللهم صل على محمد و على آل محمد كما صليت على إبراهيم و على آل إبراهيم اللهم بارك على محمد و على آل محمد كما باركت على إبراهيم و على آل إبراهيم في العالمين إنك حميد مجيد
O ALLAH DËRGOJ BEKIME MJESHTRIT TONË MUHAMEDIT as PAQJA DHE MËSHIRA E ALLAHUT QOFSHIN MBI TË I DASHURI I MË MËSHIRUESIT NË GJËRAT QË DO TË JENË DHE QË ISHIN O ALLAH O MËSHIRPLOTI AMIN AMIN AMIN
SUBHANALLAH..... The voice..... the recitation!!!!... from Heaven to Soul.... flowing in.... nerves.....♥️♥️♥️♥️ JAZAKALLAH Khairan..... dear.... with... full of respect....lots of love .....💖 (today..... my birthday)
3:13 to 3:21 they way he changes his tune, is something out of this world. May Allah bless Brother Hisham for this beatiful Recitation. I usually listen to him on daily basis. What a gift Allah has given us in this time Fitna. Oh Allah guide us to Serat-ul-Mustaqeem. 🙏
May Allah help Palestinian, yemeni, lebanese, syrian and sudanese brother and sisters. May Allah bless and have mercy on every muslim brothers and sisters ever existed/ is existig or will exist on earth and forgive us & grant us jannah.
Alhamdulilai Rabialamin, my brother has done it again. What a beautiful voice? This has helped me to develop more love for my region. May Allah continue to bless and grant us Heaven.
Allah Subhanahu Wa Ta'ala said: ذٰلِكَ الْكِتٰبُ لَا رَيْبَ ۛ فِيْهِ ۛ هُدًى لِّلْمُتَّقِيْنَ "This is the Book about which there is no doubt, a guidance for those conscious of Allah -" (QS. Al-Baqara 2: Verse 2)
When I'm upset, I look for your channel. I look for the voice that spreads the word of Allah. It will tranquility my mind. I love you so much, my brother. 🌿Omar Hisham Al Arabi💚 From Bangladesh 🇧🇩
Nothing can cure like Allah's words , i am depression free Alhamudulilah , i am blessed and proud to be a muslim listening to Quran and reciting it has cured me plus such a soothing voice ur blessed bro 🙏 ❤️
Tribute to the martyrs of Falestine. May Allah help them- the most Powerful one.
Allahuma Aameen
Is there anyone??
Like me?
Who is always waiting for new videos from this channel ❤️🇧🇩
Me :D
Me😅
There is no other god but ALLAH ♥️ Thank you ALLAH for everything you do for us ♥️📿🤲🏼
Ameen! All praise & thanks be to Allah, the Lord of all the worlds 🤲🏼 In Him we trust, and to Him we shall all return
২৭:৭৫ আর আসমান ও যমীনে এমন কোন গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই।
২:৭৯ সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস।
২:৭৮ আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্খা ছাড়া কিতাবের কোন জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে।
১৮:৫৪ আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী।
১২:১০৩ আর তুমি আকাঙ্খা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়।
১৪:১ আলিফ-লাম-রা; এই কিতাব, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আন, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে।
১৪:৫২ এটা মানুষের জন্য পয়গাম। আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে, তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে।
১৭:৯ নিশ্চয় এ কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
৩৯:৪১ নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাযিল করেছি মানুষের জন্য; তাই যে সৎপথ অবলম্বন করে, সে তা নিজের জন্যই করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও।
৬৮:৫২ আর এ কুরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী।
৩:১০১ আর কিভাবে তোমরা কুফরী কর, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তাঁর রাসূল। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল পথের দিশা দেয়া হবে।
৩:১০২ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না।
৩:১০৩ আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালবাসার সঞ্চার করেছেন। অতঃপর তাঁর অনুগ্রহে তোমরা ভাই-ভাই হয়ে গেল। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও।
৩:১০৪ আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম।
৩:১০৫ আর তোমরা তাদের মত হয়ো না, যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর। আর তাদের জন্যই রয়েছে কঠোর আযাব।
৩:১০৬ সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো। আর যাদের চেহারা কালো হবে (তাদেরকে বলা হবে) ‘তোমরা কি ঈমান আনার পর কুফরী করেছিলে? সুতরাং তোমরা আযাব আস্বাদন কর। কারণ তোমরা কুফরী করতে’।
৩:১০৭ আর যাদের চেহারা সাদা হবে, তারা তো আল্লাহর রহমতে থাকবে। তারা সেখানে স্থায়ী হবে।
৩:১০৮ এগুলো আল্লাহর নির্দশন, যা আমি তোমার উপর যথাযথভাবে তিলাওয়াত করছি। আর আল্লাহ সৃষ্টিকুলের প্রতি যুলম করতে চান না।
৩:১০৯ আর আসমানসমূহ ও যমীনে যা রয়েছে, তা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই যাবতীয় কর্মকান্ড প্রত্যাবর্তিত হবে। ///////////////////////////////////////////////
Amin.🤲🤲🤲
❤️
Ameen 🤲🏻✨
My dream is to meet Omar in paradise and listen to him all day long.
In Sha Allah
May Allah exauce your wish aamiin
There's better. Incha Allah you will listen to quran recited by Rassoul Allah itself
Insha Allah I will be with all of you too
Amen
Iwill bewith all of you Ameen
I pray for our brother and sister from Palestine. May Allah help them get through the struggles and give them every opportunity that they haven't found. I pray to Allah that we, as Muslims, need more guidance and bring our ummah together to make peace and keep remembering Allah. Allah is the only one and only one to help us every second in our lives. Be reminded every day that we're trying our best with every message and spreading Allah's words from the Quran. Ameen. ❤❤❤❤
Ameen
اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا وحبيبنا وسيدنا محمد صلى الله عليه وسلم وبارك ❤❤❤❤❤
Ameen
😊a❤priori😊😊❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a❤
Ameen
@@SaineyNjie-i7h😊
Allah onser Palestine, Allah onser ummat Muhammad SAW, ❤❤❤❤🤲🤲🤲🤲🤲
One friend of mine who is not Muslim said that she really love your recitation, it's as if she can feel the burden from her shoulders fall off. So beautiful and sweet.
And my iam not mouslim ! But i like too hereee!!
Allah bless us and show the right path ❤️
@@nakynaky7204 🙂🙏
@@dhmhtramarinou324 ? Madam 🌚
@@dhmhtramarinou324 Asalam Alaikum Sister, Insha Allah Allah will guide you to see the magnificence of Islam and how instead of taking the power away from people, it gives the power back to people into their own hand's.
May Allah bless and protect you ~ 🌹
القران هو ملين القلب من رحمة الله تعالى❤❤❤
مشاء الله! صوت راءع تبرك الله الرحمان 🤲اللهم اجعل القرأن ربيع قلبنا وهدينا وانزل علينا السكينة في قلوبنا. 🤲
❤
Lots of blessings on our beloved Prophet Mohamed salalhualaihi wasalam🤲
ALHAMDOULILLAHI RABBIL ALAMIN ALLAHOUMMA SOLLI ALA SAYYIDINA MUHAMMAD WA ALA ALIHI WA SAHBIHI WA SALLIM TASLIMAN KATHIRAN KATHIRAN KATHIRAN
Its *sallallahu alayhi wa sallam
As far as I know
❤r'h'g'g'f'f
এনার তেলওয়াত না সুনলে আমার ঘুম ধরে না 🥀🥰
২৭:৭৫ আর আসমান ও যমীনে এমন কোন গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই।
২:৭৯ সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস।
২:৭৮ আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্খা ছাড়া কিতাবের কোন জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে।
১৮:৫৪ আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী।
১২:১০৩ আর তুমি আকাঙ্খা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়।
১৪:১ আলিফ-লাম-রা; এই কিতাব, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আন, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে।
১৪:৫২ এটা মানুষের জন্য পয়গাম। আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে, তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে।
১৭:৯ নিশ্চয় এ কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
৩৯:৪১ নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাযিল করেছি মানুষের জন্য; তাই যে সৎপথ অবলম্বন করে, সে তা নিজের জন্যই করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও।
৬৮:৫২ আর এ কুরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী।
৩:১০১ আর কিভাবে তোমরা কুফরী কর, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তাঁর রাসূল। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল পথের দিশা দেয়া হবে।
৩:১০২ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না।
৩:১০৩ আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালবাসার সঞ্চার করেছেন। অতঃপর তাঁর অনুগ্রহে তোমরা ভাই-ভাই হয়ে গেল। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও।
৩:১০৪ আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম।
৩:১০৫ আর তোমরা তাদের মত হয়ো না, যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর। আর তাদের জন্যই রয়েছে কঠোর আযাব।
৩:১০৬ সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো। আর যাদের চেহারা কালো হবে (তাদেরকে বলা হবে) ‘তোমরা কি ঈমান আনার পর কুফরী করেছিলে? সুতরাং তোমরা আযাব আস্বাদন কর। কারণ তোমরা কুফরী করতে’।
৩:১০৭ আর যাদের চেহারা সাদা হবে, তারা তো আল্লাহর রহমতে থাকবে। তারা সেখানে স্থায়ী হবে।
৩:১০৮ এগুলো আল্লাহর নির্দশন, যা আমি তোমার উপর যথাযথভাবে তিলাওয়াত করছি। আর আল্লাহ সৃষ্টিকুলের প্রতি যুলম করতে চান না।
৩:১০৯ আর আসমানসমূহ ও যমীনে যা রয়েছে, তা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই যাবতীয় কর্মকান্ড প্রত্যাবর্তিত হবে। ///////////////////////////////////////////////
amar o
ma sha allah
Same
This is unreal, what a gift this man has.
মন যতই খারাপ থাকুক না কেন কোরআন তেলাওয়াত শোনার পরও মন এভাবেই ভালো হয়ে যায় মনে হয় পৃথিবীর পুরো প্রশান্তি আল্লাতালা আমার ভিতরেই দিয়ে দিয়েছে আর যতই শুনি ততই শুনতে মন চায় ❤️❤️❤️❤️
Absolute contentment of the heart by simply listening to the creators words...Masha.A..
Ya Allah, rewards our brother Omar Hisham with what he deserves. You know better than anyone.
ALLAHU AKBAR ALLAH IS THE KING OF ALL KINGS ALLAH IS THE GREATEST ❤️❤️❤️❤️❤️
My dear father passed away three weeks ago and I found this Ayat was saved as one of his favourites on his phone Subhanallah you have made this 🤍 Insha"Allah may my all my duas be accepted for my dear dad and his status in Janaatil Firdaus be levitated 🤲🏽🤍 Thank you for this 🤍
Inna lilahi wa inna ilayhi raajiuun. May your father be accepted into Jannah Al-Firdaus, ameen.
@@SanguineOmi Ameen su ma meen 🤲🏽🤍Jazakallah khair for your duahs
May Allah grant Jentel Firdous. ameen Ameen Ameen
@@fikaduzawdie3677 Ameen su ma meen 🤲🏽🤍
inshallah allah will give you and your dad jannatul firdaus and give you the best of paradise ameen.
আহা কী সুমধুর কন্ঠ ❤️❤️😥😥
না জানি আমার প্রিয় নবীজির কন্ঠ কতই না সুন্দর ❤️❤️
Paix et salut sur lui notre bien aimé yarasoulloullAh ♥️🤲🤲♥️
اللهم اشفي ابني واهديه و ابعد عنواصحاب السوء😪😪 .دعواتكم بالشفاء والهداية اخوتي اخواني في ظهر الغيب فهي مستجابة. جزاكم الله خيرا🤲🤲
Assalamualaikum. There are total 6 verses from Holy Qur'Aan (From different chapters) as mentioned above about Tranquility.
1) First verse from Sureh Baqra-248.
2) Second verse from Sureh Tauba-26.
3) Third verse from Sureh Tauba-40.
4) Fourth verse from Sureh Fatah-4.
5) Fifth verse from Sureh Fatah-18.
6) Sixth verse from Sureh Fatah-26.
Thanks ❤
@@SplashSquad100 welcome 🤗
Thanks !
@@azizahmisbah6530 welcome
A soothing recitation ahmullah !! Beautiful❤
آللہ تعالیٰ شیخ عمر ہشام عربی کی مغفرت فرمائے
I wish that I could hear that beautiful recitation in my grave ❤
Ameen ameen
And me too
insha Allah ... same here
inchaallah
Mashallah choukran al hamdoulilah ya rabi alamine ❤️ 🤲🏻 ❤️ 🤲🏻 ❤️ 🤲🏻 ❤️ 🤲🏻 ❤️ 🤲🏻 ❤️ 🤲🏻 ❤️ 🤲🏻 ❤️ 🤲🏻 ❤️ 🤲🏻 ❤️ 🤲🏻 ❤️ 🤲🏻 ❤️ 🤲🏻 ❤️ 🤲🏻 ❤️ 🤲🏻 ❤️ 🤲🏻 ❤️ 🤲🏻 ❤️ 🤲🏻 ❤️
3:13 Allah knows how many times I've listened to this part... too much effectual. This voice is out of this world
Yes and allah is one god and real god jeasus is not god
Allahuakbar
I know right. That part always makes me cry.
I know, right? i'm trying to improve my recitation to be at least close to his, may Allah make it easy.
❤
My heart can feel heaven after hearing this
মাশাআল্লাহ চমৎকার 🇧🇩
beautiful voice
Im from Bangladesh 🇧🇩🇧🇩
Masha Allah . Chiroyli qiroat.Allah rozi bolsin sizdan va hammamizdan.
Amin ya Rabbil Alamin.🤲
ALLAH AKBAR . C'est si apaisant
আমার জীবনের সব থেকে পছন্দের কন্ঠ আপনার কন্ঠে কুরআন তেলয়াত
সুবহানাল্লাহ। অসাধারণ।
জাজাকাল্লাহু খাইরান শায়খ। 💕🤲
২৭:৭৫ আর আসমান ও যমীনে এমন কোন গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই।
২:৭৯ সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস।
২:৭৮ আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্খা ছাড়া কিতাবের কোন জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে।
১৮:৫৪ আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী।
১২:১০৩ আর তুমি আকাঙ্খা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়।
১৪:১ আলিফ-লাম-রা; এই কিতাব, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আন, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে।
১৪:৫২ এটা মানুষের জন্য পয়গাম। আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে, তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে।
১৭:৯ নিশ্চয় এ কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
৩৯:৪১ নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাযিল করেছি মানুষের জন্য; তাই যে সৎপথ অবলম্বন করে, সে তা নিজের জন্যই করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও।
৬৮:৫২ আর এ কুরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী।
৩:১০১ আর কিভাবে তোমরা কুফরী কর, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তাঁর রাসূল। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল পথের দিশা দেয়া হবে।
৩:১০২ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না।
৩:১০৩ আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালবাসার সঞ্চার করেছেন। অতঃপর তাঁর অনুগ্রহে তোমরা ভাই-ভাই হয়ে গেল। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও।
৩:১০৪ আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম।
৩:১০৫ আর তোমরা তাদের মত হয়ো না, যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর। আর তাদের জন্যই রয়েছে কঠোর আযাব।
৩:১০৬ সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো। আর যাদের চেহারা কালো হবে (তাদেরকে বলা হবে) ‘তোমরা কি ঈমান আনার পর কুফরী করেছিলে? সুতরাং তোমরা আযাব আস্বাদন কর। কারণ তোমরা কুফরী করতে’।
৩:১০৭ আর যাদের চেহারা সাদা হবে, তারা তো আল্লাহর রহমতে থাকবে। তারা সেখানে স্থায়ী হবে।
৩:১০৮ এগুলো আল্লাহর নির্দশন, যা আমি তোমার উপর যথাযথভাবে তিলাওয়াত করছি। আর আল্লাহ সৃষ্টিকুলের প্রতি যুলম করতে চান না।
৩:১০৯ আর আসমানসমূহ ও যমীনে যা রয়েছে, তা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই যাবতীয় কর্মকান্ড প্রত্যাবর্তিত হবে। ///////////////////////////////////////////////
❤️❤️
🇧🇩🌺❤️❤️
মাশাল্লাহ দোয়া করি আল্লাহ জেন আপনার কন্ঠ আরো সুন্দর করে দেয় ❤❤❤❤❤❤
Allahu Akbar! This gives me chills and so emotional. May Allah grant us rase, forgive our sins and shortcomings
By simply saying "Jazakallah Khairan", understand that I meant everything positive. Brother, may Allah (SWT) will it that I meet you some day! May Allah reward you abundantly. I will keep on telling the world about you by sharing your blessings.
Auf die Absicht kommt es an !!!
Y Allah hmri muskil asan furma ameen😢
This is my favorite recitation, if some one is depressed or tired must listen to these Ayaat of Sakeenah...JazakAllah Mr.Omar for this melodious recitation...May Allah bless you with happiness, love, health and wealth.💐🌼💚
Amin
Ameen ameen
Ameen Inshallah
Aameen
O ALLAH LARTËSOJE MUHAMEDIN as DHE FAMILJEN E TIJ SIÇ LARTËSOVE IBRAHIMIN as DHE FAMILJEN E TIJ SE VËRTET TI JE I LAVDËRUAR E I MADHËRUAR
I really needed to hear this tonight. Cried my eyeballs as I’m going through something difficult. Thank you for this. May Allah swt bless you.
@@Yesu Innama-al usri yusra... may Allah ease your situation 👍
Reminder to listen to it again, as we'll always go through hardships in this life, i hope you're doing better. May Allah make it easy for every believer, Allahuma ameen.
@@zoived Thank you. That’s very kind of you. Alhamdulillah I’m in a much better place now 7 months later. 🤲🏻
Yes ❤❤❤❤❤💖💕💖💕💯
Same❤❤❤
اللهم انِك عفُو تحِب العفْو فاعْف ُعَنّا، ربنا آتِنا في الدُنيا حسنةً و في الآخرةِ حسنةً و قِنا عذاب النار 🕊🤍
May Allah bless you and your families and friends and your subscribers ❤
Aameen
আমিন
O ALLAH MBI MUHAMEDIN as BEKOJE DHE I BEKOJË ATIJ DHE ATYRE SHUM HERË PAFUNDËSISHTË DHE FALENDERIMI I TAKON ALLAHUT ZOTIT TË BOTRAVE AMIN AMIN AMIN
মাশা-আল্লাহ।
আলহামদুলিল্লাহ।
দোয়া করি আল্লাহ আপনার কন্ঠে আরো বারাকাহ দান করুন। আমীন
Indeed وكلمةُ اللهِ هيَ العُليا ❤
Allahumdulillah ❤️❤️❤️❤️
Jazakullahi kairan.. From Nigeria 🇳🇬 .
﷽ | "In the name of Allāh, the most Gracious, the most Merciful." MashaAllah! Brother😍😍
Твое прочтение влюбляет в Куран все больше и больше 💗💗💗💗💗❣
@Алдияр уаг'аляйкуму с-Салям уа рахматуЛлахи уа баракатуХу ❣
@Алдияр да поможет тебе Аллах , но по исламу так общаться низзя ! я делаю даг'ават по-другому , в меру своих возможностей
২৭:৭৫ আর আসমান ও যমীনে এমন কোন গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই।
২:৭৯ সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস।
২:৭৮ আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্খা ছাড়া কিতাবের কোন জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে।
১৮:৫৪ আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী।
১২:১০৩ আর তুমি আকাঙ্খা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়।
১৪:১ আলিফ-লাম-রা; এই কিতাব, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আন, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে।
১৪:৫২ এটা মানুষের জন্য পয়গাম। আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে, তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে।
১৭:৯ নিশ্চয় এ কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
৩৯:৪১ নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাযিল করেছি মানুষের জন্য; তাই যে সৎপথ অবলম্বন করে, সে তা নিজের জন্যই করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও।
৬৮:৫২ আর এ কুরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী।
৩:১০১ আর কিভাবে তোমরা কুফরী কর, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তাঁর রাসূল। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল পথের দিশা দেয়া হবে।
৩:১০২ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না।
৩:১০৩ আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালবাসার সঞ্চার করেছেন। অতঃপর তাঁর অনুগ্রহে তোমরা ভাই-ভাই হয়ে গেল। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও।
৩:১০৪ আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম।
৩:১০৫ আর তোমরা তাদের মত হয়ো না, যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর। আর তাদের জন্যই রয়েছে কঠোর আযাব।
৩:১০৬ সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো। আর যাদের চেহারা কালো হবে (তাদেরকে বলা হবে) ‘তোমরা কি ঈমান আনার পর কুফরী করেছিলে? সুতরাং তোমরা আযাব আস্বাদন কর। কারণ তোমরা কুফরী করতে’।
৩:১০৭ আর যাদের চেহারা সাদা হবে, তারা তো আল্লাহর রহমতে থাকবে। তারা সেখানে স্থায়ী হবে।
৩:১০৮ এগুলো আল্লাহর নির্দশন, যা আমি তোমার উপর যথাযথভাবে তিলাওয়াত করছি। আর আল্লাহ সৃষ্টিকুলের প্রতি যুলম করতে চান না।
৩:১০৯ আর আসমানসমূহ ও যমীনে যা রয়েছে, তা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই যাবতীয় কর্মকান্ড প্রত্যাবর্তিত হবে। ///////////////////////////////////////////////
When Ever you. Depend on Allah you. Will. See Every thing Coming to you Easily. May. Allah make it Easier for us. And the day of your Rest the Highest Ranks of of Jannatul Firdous and Save you from hell. Fire AMEEN YAALLAH ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Telawat be haven heart toching recaitation ❤️
ماشاءالله تبارك الرحمن
الله الله
On rend grace à Allah pour ce don merveilleux qui nous tranquilise l'esprit. Qu'Allah benisse davantage Omar Hisham. Il est extraordinaire !
❤💯
Ameen
Love form Bangladesh ❤️🥰
Beautiful voice my favourite
ALHAMDULILLAH for having you Yah Allah yah Rabbi in our lives
Protect us from the evil eyes n guide us always❤️❤️❤️
Alhamdulillah ala ni'imatul Islam 🙏🏾
Maachaa Allah !! Maachaa Allah !! Maachaa Allah !! Vous n'imaginez pas le bonheur que je ressens quand j'écoute cette belle récitation. Qu'Allah vous récompense. Baarakallahou fiik
Malchallah sourate dieu nous guide le droit chemin nos enfants inchallah y a rhaby amine ❤
Allahu Akbar.. Love from Bangladesh 🇧🇩
Quraanku waa nuur waa iftiimiyaha nolosha arsaaqad iyo lacag iyo farxadba ayaa ka helaaysaa joogtee oo khri oo dhagayso mar kasta inshalahaa❤
সুবহানাল্লাহ , আলহামদুলিল্লাহ , লা ইলাহা ইল্লাল্লাহ , আল্লাহু আকবার 🌸🌸♥♥
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Alhamdulillah
Proud as a Muslim
We need the full Surah in Be Heaven Inshallah! 🙏
It’s Tranquility(Sakinah) Ayats from different Surahs
@@AbdulRaheem-ye2lr oh, thank you. Thanks for clarity!
@@Muslimtraveller101 uwelcome Ahki, Salaam Alaikum
اللهم صل على محمد و على آل محمد كما صليت على إبراهيم و على آل إبراهيم اللهم بارك على محمد و على آل محمد كما باركت على إبراهيم و على آل إبراهيم في العالمين إنك حميد مجيد
Amin❤
MaşaAllah yüreğinize sağlık Allah razı olsun
Im from Bangladesh
love you voice ❤️❤️❤️❤️
‘জাযাকাল্লাহু খাইরান’
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
O ALLAH DËRGOJ BEKIME MJESHTRIT TONË MUHAMEDIT as PAQJA DHE MËSHIRA E ALLAHUT QOFSHIN MBI TË I DASHURI I MË MËSHIRUESIT NË GJËRAT QË DO TË JENË DHE QË ISHIN O ALLAH O MËSHIRPLOTI AMIN AMIN AMIN
❤️Masha Allah.❤️
❣️ Alhamdulillah.❣️
🌼🍃🌼🍃🌼
Mash_Allah brother love from Bangladesh,🇧🇩🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇧🇩🇧🇩
we need the full surah in be heaven lnshallah 🧕
🤣
Game over
SUBHANALLAH.....
The voice..... the recitation!!!!... from Heaven to Soul.... flowing in.... nerves.....♥️♥️♥️♥️
JAZAKALLAH Khairan..... dear.... with... full of respect....lots of love .....💖
(today..... my birthday)
اللهم صل على محمد وال محمد الطيبين ❤
Ах какой прекрасный этот курьан такой прекрасный йа Аллах сколько раз слушаю все равно для души хочется плакать 😢 😢 😢
O ALLAH BEKOJE MUHAMEDIN as DHE FAMILJEN E TIJ SIÇ BEKOVE IBRAHIMIN as DHE FAMILJEN E TIJ SE VËRTET TI JE I LAVDËRUAR E I MADHËRUAR
SubhanAllah...How beautiful is this!!! I couldn't listen to any other Surah in this Friday night. Just listening this Sakinah... Masha Allah.
Yes indeed this is soo beautiful make sure I listen this sura & keep it all night … a blessing Alhumdullah ❤
Top voice 👌 👏 🙌 💜 mansha allaha
MashaALLAHU Tabaarak’Ar-Rahmaan❤
Paix et salut sur lui notre bien aimé yarasoulloullAh ♥️🤲🤲 ♥️
Machaallah une belle voix belle récitation 👍🏻
عمر هشام العربي و عبدالرحمن مسعد هما عزيزي
بارك الله فيهم
احبهم من بنغلاديش
সুবহান আল্লাহ। কি অসাধারণ তিলাওয়াত, কলিজা ঠান্ডা হয়ে যায় উনার তিলাওয়াত শুনে।
মাশাল্লাহ এত মধুর কন্ঠ আলহামদুলিল্লাহ
Franchement c'est magnifique ta voix et unique au monde qu´Allah te protège 🤲🤲🤲
Alhamdullilah for Ayat Sakinah and for your voice, brother Omar Hisham. May the blessing of Allah be upon all of us.
Mash'Allah c'est bien à l'écouter
Alhamdulillah 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊💎💎
MashAllah! SubhanAllah!
3:13 to 3:21 they way he changes his tune, is something out of this world. May Allah bless Brother Hisham for this beatiful Recitation. I usually listen to him on daily basis. What a gift Allah has given us in this time Fitna. Oh Allah guide us to Serat-ul-Mustaqeem. 🙏
Aameen❤
Awesome 💛💚🇧🇩 ma Sha Allah
Assalamualaikum dear brother omar your voice is my motivation. May allah give you long life.your voice came from heaven im sure.
May Allah help Palestinian, yemeni, lebanese, syrian and sudanese brother and sisters. May Allah bless and have mercy on every muslim brothers and sisters ever existed/ is existig or will exist on earth and forgive us & grant us jannah.
Alhamdulilai Rabialamin, my brother has done it again. What a beautiful voice? This has helped me to develop more love for my region.
May Allah continue to bless and grant us Heaven.
Masha Allah beautiful 🤲🌷💐
Jizaakumu Allah Khayran, May ALLAH Subhana watalaa bless you JANNAH Al FIRDOWSAH. Thank you
i love this sound so much i sleep listening everyday
Mashallah, my parents and grandparents gave me this beautiful peaceful name. Aameen.
Mash Allah
Beautiful voice My favorite
I am from India 🇮🇳
Alhamdullah a beautiful gift from ALLAH TALLAH for depression MashAllah
Love You Sir! ❤️
Allah Subhanahu Wa Ta'ala said:
ذٰلِكَ الْكِتٰبُ لَا رَيْبَ ۛ فِيْهِ ۛ هُدًى لِّلْمُتَّقِيْنَ
"This is the Book about which there is no doubt, a guidance for those conscious of Allah -"
(QS. Al-Baqara 2: Verse 2)
When I'm upset, I look for your channel. I look for the voice that spreads the word of Allah. It will tranquility my mind. I love you so much, my brother. 🌿Omar Hisham Al Arabi💚 From Bangladesh 🇧🇩
Same is the case with me bro
Nothing can cure like Allah's words , i am depression free Alhamudulilah , i am blessed and proud to be a muslim listening to Quran and reciting it has cured me plus such a soothing voice ur blessed bro 🙏 ❤️
Mashallah, so beautiful voice ♥️