PANCHALINGESWAR TOUR GUIDE || Panchalingeswar Budget Hotel || সবচেয়ে কম খরচে পঞ্চলিঙ্গেশ্বরে থাকুন

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2022
  • || Panchalingeswar Budget Hotel ||
    ** বালাসোর, পঞ্চলিঙ্গেশ্বর, চাঁদিপুর এর সম্পূর্ণ ভ্রমণ গাইড ভিডিও লিঙ্ক।
    • BALASORE complete tour...
    🙏 সম্পূর্ণ পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণ তথ্য 🙏
    হঠাৎ প্রোগ্রাম, বেরিয়ে পড়লাম বালাসোরের উদ্দেশ্যে। আমার বাড়ী থেকে দূরত্ব প্রায় ১১৭ কিঃ মিঃ। কিছু বাদেই NH-16, কলকাতা - চেন্নাই ঝাঁ চকচকে স্বর্ণ চতুর্ভুজ মার্গ। মসৃণ রাস্তায় বাইকে জার্নি নেই বল্লেই চলে। পথের মাঝে চায়ের বিরতী নিয়ে আবারো বেরিয়ে পড়া। রাস্তায় পড়লো বুড়ীবালাম নদী। দেখতে দেখতে পৌঁছে গেলাম বালাসোর বাইপাসে।
    রেমুনা চক থেকে ডানদিক বরাবর ৭ কিঃ মিঃ পরেই পৌঁছে গেলাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দির প্রাঙ্গণে। অন্দরে মাস্ক ছাড়া এলাউ নেই। ভেতরে ঢুকেই সন্ধ্যারতী দেখে নিলাম। মন্দিরের প্রাচীরে রয়েছে কৃষ্ণলীলার বিভিন্ন মূর্তী সহ তৈলচিত্র। ভিডিও গ্রাফী বর্তমানে নিষিদ্ধ। পৃথিবী প্রসিদ্ধ কোনারক সূর্য ☀️ মন্দিরের নির্মাতা শ্রী শ্রী লাঙ্গুলা নরসিংহদেব নিজের স্বপ্নাদেশ অনুযায়ী ১৩০০ খ্রীষ্টাব্দে এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির টি নির্মাণ করেন। বেশ কিছুক্ষণ কাটানোর পর ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের ক্ষীরের প্রসাদ নিলাম ৭০ টাকা দিয়ে। এখানে ৭০, ৪০ ও ২৫ টাকায় ক্ষীরের প্রসাদ পাওয়া যায়। অসাধারণ সুন্দর খেতে। ততক্ষণে প্রায় সন্ধ্যা ৭ টা বেজে গেছে। এবারে বেরিয়ে পড়লাম আরো এক স্থানের দিকে।
    সোজা রাস্তায় কিছুটা যাওয়ার পর এসে পড়লাম ইমামী জগন্নাথ টেম্পল এর সামনে। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির থেকে ইমামী জগন্নাথ টেম্পল এর দূরত্ব ৭ কিঃ মিঃ। এটিই ইমামী কোম্পানির তৈরি পাথরের নির্মিত বিশালাকায় শ্রী জগন্নাথ মন্দির। মন্দিরের দেয়াল জুড়ে রয়েছে পাথরে খোদাই করা বিভিন্ন দেবদেবীর মূর্তি। পুরীর জগন্নাথদেবের মন্দিরের আদলে তৈরি মন্দিরটি। কিন্তু ব্যতিক্রম কোনার্ক সূর্য ☀️ মন্দিরের রথ চক্র। দুটি মন্দিরের আদলে তৈরি এই ইমামী জগন্নাথ টেম্পল। মন্দিরটির মূখ্য উচ্চতা ৭৮ ফুট এবং এলাকাটি প্রায় তিন একর বিস্তৃত। এছাড়াও চারিদিকে বেশ কিছু গুলো ছোট বড় বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে। চারিদিকে সুন্দর করে সাজানো ফুলের বাগান, বাগানের মধ্যে বেশ কিছু দেবদেবীর মূর্তি বসানো।
    রাত্রি ৯ টা নাগাদ বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। নীলগিরি থেকে বাম পথে কিছুদূর এগোতেই দেখে নিলাম পঞ্চলিঙ্গেশ্বরের সুউচ্চ তোরণ। কিছু বাদেই পৌঁছে গেলাম আগে থেকে ফোন করে বুকিং করে রাখা বিকাশদার হোটেলে। শকুন্তলা নিবাস। পঞ্চলিঙ্গেশ্বরে এর আগে এসেও এই বিকাশদার শকুন্তলা নিবাসে উঠেছিলাম। হোটেল টা সাজানো গোছানো, হোটেলের ভেতরেই গার্ডেন। বিছানা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক জার্নির পর রাত্রে ফ্রেস হয়ে কষা মাংস, আলুভাজা ও রুটির সহযোগে ডিনার সারলাম।
    সকাল সকাল ফ্রেস হয়ে, স্নান ও লাঞ্চ সেরে নিলাম। বেরিয়ে পড়লাম বাবা পঞ্চলিঙ্গেশ্বরের দর্শনে। যাওয়ার পথেই রয়েছে পার্কিং এর সু ব্যবস্থা। বাস- ১০০, চারচাকা- ৩৫, ওটো- ২৫, বাইক- ১০ মূল্য ধার্য করা রয়েছে। রাস্তার দুদিকেই রয়েছে প্রচুর দোকান। ফুল, বেলপাতা, প্রদীপ... পূজার সামগ্রীর সাথে রয়েছে বিভিন্ন কাঁসা পেতলের দোকান। পাহাড়ী পাথরের তৈরি নানান সুন্দর সুন্দর জিনিসপত্রও পাওয়া যাচ্ছে স্টল গুলির থেকে। রয়েছে বেশকিছু ঠাণ্ডা লস্সি, ফুচকা, চা নাস্তার দোকান।
    কিছু যেতেই পড়বে পঞ্চলিঙ্গেশ্বরের মূল তোরণ - দ্বার। সকাল ৬ টায় গেট খুলে আর বন্দ হয় বিকেল ৫ টায়। অনেক গুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। ৩১১ খানা সিঁড়ি পেরিয়েই বাবা পঞ্চলিঙ্গেশ্বরের দর্শন করা যায়। আমরা এগোতে থাকলাম উপরের দিকে। পথের মধ্যে হাঁপিয়ে পড়লে বিশ্রামালয়ে কিছুক্ষণ জিরিয়ে নিতে পারেন। ছোট্ট একটি ঝর্ণাধারা ক্রমশ গড়িয়ে চলেছে নীচের পানে। কখনো ডানে কখনো বা বামে। এই বিশ্রামালয়ে বসে ঝর্ণার শব্দ, 🐦 পাখির গান শুনতে শুনতে অজান্তেই কখন মনটা হারিয়ে ফেলবেন এই সুন্দর পাহাড়ী প্রকৃতির মাঝে।
    শেষ অবধি এসে পৌঁছোলাম বাবা পঞ্চলিঙ্গেশ্বরের দ্বারে। বাবার দর্শন সেরে ভক্তিভরে পূজো দিলাম। কাছেই রয়েছে একটি গুহা‌ ও কামধেনু মাতার পায়ের ছাপ। দর্শন সেরে ফিরলাম হোটেলে। আগামী পর্বে থাকছে বিশ্বেশ্বর পাহাড়ে ট্রেকিং এর ভিডিও....
    হোটেলের নাম, মোবাইল নং দিলাম। পঞ্চলিঙ্গেশ্বর বেড়াতে আসার আগেই বিকাশদার নং এ বুকিং করে নিবেন।
    ❤️ হোটেল শকুন্তলা নিবাস ও লক্ষী নিবাস ❤️
    নাম - বিকাশ কুমার বেহেরা
    মোবাইল নং - 9938450160
    ❤️ বালাসোর সিরিজের গত বর্ষার সময়ের ভিডিও গুলো দেখার অনুরোধ রইলো ❤️
    EP- 1. বাইকে বালাসোরের পথের ভিডিও
    • বাড়ি থেকে বাইকে বেরিয়...
    EP- 2. খুমকুট ড্যামের ভিডিও
    • পঞ্চলিঙ্গেশ্বরের একদম ...
    EP- 3. বিশেশ্বর পাহাড় ট্রেকিং এর ভিডিও
    • পঞ্চলিঙ্গেশ্বরের অফবিট...
    EP- 4. পঞ্চলিঙ্গেশ্বর যাত্রা ও পাহাড়ের হিলটপ ট্রেকিং এর ভিডিও
    • পঞ্চলিঙ্গেশ্বর পীঠস্থা...
    EP- 5. রিসিয়া ড্যাম ও কুলডিহা ওয়াইল্ড লাইফ সেন্চুয়ারীর ভিডিও
    • RISIA DAM || KULDIHA W...
    EP- 6 চাঁদিপুর ভ্রমণ ভিডিও লিঙ্ক
    • CHANDIPUR SEA BEACH - ...
    EP- 7 ইমামী জগন্নাথ মন্দির ও ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের ভিডিও
    বিঃ দ্রঃ- ( ইউ টিউব এর মাধ্যমে যে কোন হোটেল, লজ, হোমস্টে, ব্যাক প্যকার্স ক্যম্প এর রিভিউ, প্রোমোশন বা ভিডিও করাতে চাইলে সরাসরি আমার চ্যানেলের সাথে যোগাযোগ করুন)
    Pranab traveller's
    Mobile + What's up no.- 9641937200
    Pranab Mahata - Nayagram - Jhargram
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ความคิดเห็น • 38

  • @arnabbose8201
    @arnabbose8201 ปีที่แล้ว +5

    আমার খুব প্রিয় জায়গা

    • @pranabtravellers7270
      @pranabtravellers7270  ปีที่แล้ว +2

      ঠিক বলেছো দাদা, আমারো এলাকাটা খুব ভালো লাগে।

  • @chandangoswami3798
    @chandangoswami3798 ปีที่แล้ว +4

    সুন্দর হয়েছে ভিডিও টা

    • @pranabtravellers7270
      @pranabtravellers7270  ปีที่แล้ว +1

      অনেক অনেক ধন্যবাদ দাদা 🙏🙏🙏

  • @subhasinimahata8300
    @subhasinimahata8300 ปีที่แล้ว +3

    Darun jayga. Panchalingeswar.

  • @MithunDas-ht1hs
    @MithunDas-ht1hs ปีที่แล้ว +4

    Panchaligeswar gele ebare bikash dar hotele thakbo. Darun lagche video ta ❤️❤️❤️❤️

    • @pranabtravellers7270
      @pranabtravellers7270  ปีที่แล้ว +1

      বিকাশদার হোটেল 🏨 বাস্তবে বেশ ভালো। ভিডিও টি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ 👍

  • @biswajitdeswali7280
    @biswajitdeswali7280 ปีที่แล้ว +2

    Darun video, panchalingeswarer shakuntala nivas. Beat place.

  • @shubhadipmahata7902
    @shubhadipmahata7902 ปีที่แล้ว +3

    Nice hotels in Panchalingeswar.

  • @nabakumardas3338
    @nabakumardas3338 ปีที่แล้ว +2

    Panchalingeswarer, thakar best place holo.... SHAKUNTALANIBAS. Aamar jaowar ichhe royeche. Jai Baba Panchalingeswar.

  • @nirmaldas1526
    @nirmaldas1526 ปีที่แล้ว +2

    Very nice video. Darun jayga. Ebar gele Shakyntala Nibas e thakbo.

  • @manasmahata8764
    @manasmahata8764 ปีที่แล้ว +3

    Nice place

  • @LO_FI361
    @LO_FI361 ปีที่แล้ว +4

    Darun hoyeche video ta. Bikash dar Shakuntala Nibas e jabo.

  • @DelightArc
    @DelightArc ปีที่แล้ว +2

    Khub sundor laglo video ti

  • @indranimahata683
    @indranimahata683 ปีที่แล้ว +2

    Very nice budget hotels.

  • @amitmanna3020
    @amitmanna3020 ปีที่แล้ว +3

    Darun video 💗

  • @Rohitmankingofcricket45
    @Rohitmankingofcricket45 ปีที่แล้ว +3

    Nice👍

  • @ajitmalik5696
    @ajitmalik5696 10 หลายเดือนก่อน +2

    Very good

  • @bidyutchatterjee5817
    @bidyutchatterjee5817 9 หลายเดือนก่อน +1

    Nice video

    • @pranabtravellers7270
      @pranabtravellers7270  9 หลายเดือนก่อน +1

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🙏🙏🙏 আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো 👍

  • @SayanisBox
    @SayanisBox ปีที่แล้ว +3

    Amra u gachilam.bt thaki ni

    • @pranabtravellers7270
      @pranabtravellers7270  ปีที่แล้ว +1

      পঞ্চলিঙ্গেশ্বরের কাছাকাছি প্রচুর অফবিট স্পট রয়েছে। একদিন স্টে করলে সব জায়গায় ঘুরে ঘুরে অনেক গুলো ভিডিও বানাতে পারবে। আমার চ্যানেলে পঞ্চলিঙ্গেশ্বরের বিভিন্ন দর্শনীয় স্থান গুলির ভিডিও রয়েছে।

  • @tasteoflife2790
    @tasteoflife2790 4 หลายเดือนก่อน +1

    Balasore station theke auto kore shakuntala hotel ashte koto taka vara bolte parben?

    • @pranabtravellers7270
      @pranabtravellers7270  4 หลายเดือนก่อน +1

      সেরকম বেশি লাগবে না, হোটেলের নং এ কল করে জেনে নিতে পারেন।।

  • @RD-dg5fl
    @RD-dg5fl 11 หลายเดือนก่อน +1

    ইনাদের ট্যুর প্যাকেজ রেট কত জানাবেন।