ความคิดเห็น •

  • @JannatulFerdous-ch3uw
    @JannatulFerdous-ch3uw หลายเดือนก่อน +1

    PixelLab অ্যাপে ফন্ট অ্যাড করতে গেলে অ্যাড হয় না। আগেও অনেক ফন্ট ছিল ডিজাইন করেছি কিন্তু এখন ঐ গুলো ফন্টও নাই। এই সমস্যা কীভাবে সমাধান করতে পারব প্লিজ বলবেন

    • @NazmulGraphy
      @NazmulGraphy หลายเดือนก่อน

      এড করা ফন্ট যদি হঠাৎ এপে না পাওয়া যায় তাহলে। আপনি হয়তো আপনার ফোন স্টোরেজ থেকে ফন্ট unzip করা ফাইল গুলো ডিলিট করে দিয়েছেন তাই এপ থেকেও ফন্ট গুলো ডিলিট হয়ে গেছে।
      ইন্টার্নাল স্টোরেজ কোনো একটা ফোল্ডার তৈরি করে সেখানে ফন্ট গুলো রাখবেন এসডি কার্ডে রাখলেও ফন্ট এড হয় না
      তাই ইন্টার্নাল স্টোরেজ ফোল্ডার তৈরি করে সেখানে ফন্ট ফাইল গুলো রাখবেন তাহলে এপ থেকে কোনো ফন্ট ডিলিট হবে না