খুব একটা ভ্লগ দেখতে ভালোবাসি না। কিন্তু আমার মা ভীষন ভাবে দেখেন। কানে আপনার Narration শুনে দৌড়ে এলাম। ব্যাস আর কি? আটকে গেলাম টিভির সামনে। সত্যি অসাধারণ বললেও কম হবে। টিভির এপারে বসে যেনো মনে হলো আপনাদের টিমেরই এক সদস্য আমি, আপনাদের সঙ্গেই ওখানে আছি। গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা রইলো দাদা।❤
ভিডিও খুবই ভালো লাগলো আমার সান্দাকফু আর আলে আমার যাওয়া হয়নি ভীষণ বরফ পরে ছিল তাই টুংলু এবং নেপালের কিছু জায়গায় ঘুরে ছিলাম আর শুধু তাই নয় টুংলু থেকে পায়ে হেটে মানেভঞ্জন নেমেছি কারন এতো বরফ পরেছিলো যে কোনো গাড়ি আসতে পারেনি হাটুর কাছাকাছি বরফ পরে ছিল সাথে স্নোনফ্লস। তবে তোমার ভিডিও দেখে আবার ইচ্ছে করছে সান্দাকফু ও আলে যাওয়ার। আর তোমার ভিডিওটা আর একটু পরিস্কার হলে ভালো হতো। best of luck 🙋♂️👍
Hats off Meghpeon... অসাধারণ... বাংলা ভাষা যে কতটা মিষ্টি তুমি আবার তা প্রমাণ করে দিলে... এমনি travel Vlogger প্রয়োজন... অনেক এগিয়ে যাও... পরবর্তী ভিডিও এর অপেক্ষায় রইলাম... Subscription টা বৃথা না বুঝে গেলাম... 🙌❤️
এইসব দৃশ্য দেখার পর তোমাদের কি ভাবে ধন্যবাদ জানাব সেই ভাষা আমার জানা নেই। " অনেককে ভগবান দেখেছ কিনা জিজ্ঞাসা করলে বলবে---- না দেখিনি। মিথ্যা কথা। কারণ তোমাদের এই অনিন্দ্য সুন্দর vlog দেখার পর ভগবান নেই একথা বলাও মিথ্যা। খুব খুব সুন্দর ভিডিও এগিয়ে যাও ভগবান তোমাদের পাশে আছেন।
অসাধারণ۔۔۔۔জায়গা টা কত টা সুন্দর জানিনা তবে আপনার বলার ধরণ উপস্থাপনা সত্যি খুব সুন্দর মনে হচ্ছিলো যেনো রেডিও শুনছি আর বার বার সানডে সাসপেন্স এর কথা মনে হচ্ছিলো۔۔۔এক কথায় অসাধারণ ❤❤❤
অনেক বড় পাওয়া আমার❤️ ভালোবাসা নেবেন🙏🏻 তবে বিশ্বাস করুন, যা যা বর্ণনা করেছি, বলেছি, কোনোটাই মেকি নয় বানিয়ে বলা নয় ! সবটাই আমার অনুভূতি থেকে বলা , জায়গা টা সত্যিই অসাধারণ !!!
আজ প্রথম আপনার ভিডিও দেখলাম, শুধু দেখলাম বললে কম বলা হবে, বরং দেখার সৌভাগ্য হল বলবো। অসাধারণ চিত্র গ্রহণ, আর অনবদ্য ধারাভাষ্য। কন্ঠস্বর টা সত্যিই শ্রুতিনন্দন। তাই আজ থেকে আপনার ইউটিউব চ্যানেলে র একজন সদস্য হয়ে গেলাম। আগামী দিনে এইরকম সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও দেখার অপেক্ষায় থাকব। শুভকামনা রইল🙏।
এতো ভালো সফর করলাম ভাই তোমার সাথে যে কমেন্ট না করে পারলাম না ,এক কথায় অসাধারন। বহু বছর আগে পড়া সমরেশ মজুমদারের লেখায় সান্দকফু, ফালুট, মানেভঞ্জন এর যা বর্ণনা পেয়েছিলাম,তাতে মননে করেছিলাম প্রথম ভ্রমণ আর আজ তোমাদের সাথে ভার্চুয়াল ভ্রমণ করলাম। বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ভাই ভালো থেকো। আর একটা কথা না বললেই নয় পেমবা কে বেশ ভালো লেগেছে, সশরীরে যখন যাব ওই রাস্তায় পেমবা হবে আমাদের সারথী।
আমরা কিছু দিন আগে ই গত মাসে সানদাকফু গেছিলাম, আপনার ভিডিও টা দেখে আবার চোখের সামনে সব ভেসে উঠলো মন হল আবার সেখানে পৌঁছে গেছি, আপনার উপস্থাপনা আর আপনার খুঁজে পাওয়া বন্ধু দুটো ই অপূর্ব, ভালো থাকবেন
আমি যদিও ওখানে গেছিলাম কিন্তু আপনার মতো দৃশ্য গুলো ক্যামেরা বন্দী করতে পারিনি।আজ থেকে আপনার ফ্যান হয়ে গেলাম। আপনার দৃশ্য বর্ণনা কথপোকথন কন্ঠস্বর আমার খুব খুব ভালো লেগেছে। ধন্যবাদ।
80% vlogers makes 3 part video for a short tour 3/4 ND at length of 90 to 100 minutes.. while 30 minutes smart video is enough for Sandakphu tour. nice video. 💙💙💙💙
just osadharon. Ei thanda r moddhe o eto ta effort debar jonno thanks. But ekta kotha na bollei noi apnar voice ta just fatafati. Ami 2025 e jachhi Dhotrey hoe sandhakafu.
Fantastic vlog... I was feeling the memories of visiting that place last year. Out of that visit of me my wife her sister and his husband Arghya, my friend Arghya has left us for ever after we came back to Kolkata. So your vlog had revived me our memories again. Thanks and warm regards
Boss awesome video. I was visited Sandakphu 2023 Dec and I got snow fall. Just awesome view. Jokhon, Mt. kanchenjunga, Everest, Lhotse, Makalu dekte plm tokhon jeno Mon ta bhore gelo. Khub bhalo blog bondhu. Egiye jao
TH-cam vlog r dekha hyna akhn ato ak gheye content ebong vlogger der okaron obantor bokbok er jonne.. Sandakphu trip er details dekbo tai youtube elam r aapnar Sandakphu series er 2to episode e mne hlo chokher nimishe dekhe nilam bujtei parlam na kokn sesh hye glo.. osadharon laglo khub valo 😊
ধন্যবাদ 😊 আসলে একটু সময় হাতে থাকলে আমরাও ট্রেক করতাম, ট্রেকের মজাই আলাদা।আমার নেপাল রুটে চিন্তাফু ট্রেক টা করেছিলাম, পারলে কখনও ওই ট্রেক টাও করবেন, মাইপোখারি থেকে মাইমজুয়া, গড়ওয়ালে ভঞ্জন হয়ে চিন্তাফু! চিন্তাফু টপ থেকে আমার দেখা আমার জীবনের সেরা দৃশ্য দেখেছি! আছে ভিডিও চ্যানেল এ দেখতে পারেন আশা করি ভালো লাগবে 😊🙏🏻
তোমার কথা শুনতে শুনতে কখন যে সময় পেরিয়ে গেলো, সেটা টেরও পেলাম না.... অপূর্ব উপস্থাপনা, আর সাথে অপূর্ব বাচনভঙ্গি তোমার দাদা.... মুগ্ধ হয়ে গেলাম.... তোমার এই ভিডিও দেখে, আমরাও পরিকল্পনায় বসলাম ❤️❤️
etar videography darun. bola to tomar sundor i. mone hoy meghla weather r jonyo dooars er video r oujollo kom chilo..... thanx for this beautiful vlog.
খুব সুন্দর উপস্থাপনা। আপনার কণ্ঠ স্বর ও বলার ভঙ্গিমা ও দারুন। মনে হলো যেন সানডে সাসপেন্স এর মীরের গলা শুনছি। You earned a subscriber today. Keep going.
প্রকৃতির নয়নাভিরাম চিত্র ধারনের সাথে সাথে এত সুন্দর কথার মালা গাঁথা এক কথায় অনবদ্য। অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য। আর একটা কথা, বহুদিন আগে পাঠ করা সমরেশ মজুমদার এর উপন্যাস গর্ভধারিণীর বেশ কিছু কাহিনী নতুন করে কল্পনার চোখে এসে ধরা দিল।
Khub ekta blog a comment kori na. Ajkal sobai blog banache . Onk popular manusjin achen. Hotath aj apnar Sandakphu r blog ta chocke porlo. Sunlam. Prothom bar sune mone hochillo Sunday Suspense r kono romanchokor ekta golpo sunchi. Khub subdor apnar upostanpna. Khub bhalo laglo. Ei bhabei chaliye jan. onk subhecha roilo apnar janno r apnar channel r janno. Bhalo thakben.
TH-cam ghat te ghat te hotat e chokh atke galo. Ki osadharon story telling. Mone hochhe barbar ami nije tomar sathe travel korchi. Safar khubsurat hai manzil se bhi. Aro erom video chai. Valo theko, evabei egiye cholo. Onek valobasa❤️
অসাধারণ গলার আওয়াজ। পুরো যাত্রাপথ টা দেখাও বলে আরও ভালো লাগে। খুব সুন্দর ভিডিওগ্রাফি। আমার খুব ভালোলাগলো। এরম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসো। তুমি অনেক দূর এগিয়ে যাবে । এই শুভকামনা রইলো।
1983 সালে পায়ে হেঁটে উঠেছিলাম,2024 এ তোমার সাথে ভার্চুয়ালি ঘুরে এলাম।তোমার অসাধারণ ভাষ্যের সুবাদে কখনই ক্লান্তিকর মনে হয় নি।চালিও যাও ভাই। শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
আমি Meghpeoner Vlog নতুন সদস্য। কি লিখি? যাই লিখবো ভাবি,দেখি আমার আগে কেউ না কেউ সে কথাই লিখে রেখেছেন। মনে হল আমার মতো সবাই একই রকম মন্ত্র মুগ্ধ। তাই অফুরন্ত শুভেচ্ছা,ভালোবাসা,অভিনন্দন আর যা যা হয় সব সব জানালাম ভাই। ❤❤❤❤❤❤
অসাধারণ পরিবেশন, অসাধারণ narration, voice. এই প্রথমবার আমি একই ভিডিও একাধিকবার দেখতে বাধ্য হলাম. চালিয়ে যাও ভাই, খুব ভাল ভালো জায়গায় ঘুরে বেড়াও আর আমাদের মানস ভ্রমণ করিও
Dada apnar katha bolar dhoron ei vlog k onno level e niye giyeche..Prakritik soundorjo jotota dekhe onuvob korchi thik totota e shune onuvob korchi ..apnar jonne onek shubho kamona..
অসংখ্য ধন্যবাদ দাদা❤️ ট্রেকিং এর অনুভূতিই আলাদা হয়! আমরা লাস্ট ইয়ার নেপালের চিন্তাফু ট্রেক করেছিলাম 😊 আমার জীবনের সেরা প্রাপ্তি ওই চিন্তাফুর মাথাতেই পেয়েছি 😊 সেই ভ্লগ ও আছে সময় পেলে দেখবেন 😊 পাশে থাকবেন 🙏🏻
Office e bose bore lagche. Tai abar tomaar purono video gulo dekhchi dada. Sotti bolchi tomar video te kichu ekta majestic ache. Ja puro mind heal kore deye.
Osadharon, Khub sundor laglo duto video deklam. Sotti tomar bolar dhoron, Onek ta Tomader sathe sofore dukejete badho kore!! Khub sundor lagl, r Oi je bollm tomar script r gola osadharon...
presentation and storytelling e sb theke valo laglo.. bangla e onek travell vlogger ache but presentation wise apni ar Anindya's travelogue ar Trip and tour guide er avishek da sera.
Means a lot❤️ atto boro boro channel ache tr modhyeo apnar je amy one of the best mone holo eta onek boro paoa amr kache❤️ chesta korbo ei vorshar morjada dite🙏🏻🙏🏻😊😊 pashe thakben
আমি দুবার সান্দাকফু ঘুরেছি কিন্তু আপনার চোখ দিয়ে সান্দাকফু কে আরো নতুনভাবে দেখলাম। আর একটা কথা না বললেই নয় আপনার ভয়েস ওভার এতটাই সুন্দর যে আমার মনে হয় আপনি যদি আমাদেরকে ভূতের গল্প বা গোয়েন্দা গল্প বলে শোনান তাহলেও সেটা মন্দ হয় না।❤
অনেক vlog দেখেছি। একটা জিনিস অনুভব করলাম যে এই রকম narration, content টা কে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তোলে। খুব ভালো লাগলো আপনার vlog। আরও অনেক কিছু দেখতে পাবো এই আশা রাখি। ভালো থাকবেন ভাই....
দারুণ হয়েছে দারুণ! এক মুহূর্তের জন্যও বোর লাগল না… গল্প বলা, ইনফরমেশন দেওয়া এগুলো তো পারফেক্ট হয়েছেই, তার থেকেও বেশি ভাল্লাগলো প্রকৃতিকে প্রকৃতির মতো করে ফুটিয়ে তোলা! ❤
আপনার ভিডিও প্রথম বার দেখছি অসাধারও উপস্থাপনা ।আমরা ও পাহাড়ে যেতে খুব ভালবাসি।তাই প্রত্যেক বার কোথাও যাবার আগে ভিডিও দেখে নি আর আপনার ভিডিও দেখে তো ভালো লাগছে ই বিশেষ করে আপনার বলার ধরণ মনে হচ্ছে সানডে সাসপেন্স শুনছি খুব ভালো ।
Just oshadharon experience pawa galo apnar ei video tay .. jagay jagay sopno dakhlam monay holo.. Monay holo nijay ei ghuray elam .. Sathe eto sundor voiceover sotti e otulonio. Onek onek subheccha apnader .. onek ghurun.. and Take Care.😊😊
অসাধারণ অপনার ফটোগ্রাফিক সেন্স - দৃশবলীর বর্ণনা , যেনো দর্শক রাও আপনার সহযাত্রী। খুব ভালো লাগলো । অপুর প্রতি আপনার। কৃতজ্ঞতা প্রকাশের অংশ টা বুঝিয়ে দেয় - এখনো অনেক ভাল মানুষ আছেন, আমারও যেনো ওর মত হেল্পফুল হতে পারি ।🎉
অনেক ধন্যবাদ আপনাকে❤️ আপনার এতো ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আমার প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন যেন এরকম কাজ আরও অনেক করতে পারি🙏🏻 আর সত্যিই অপুর মতন মানুষ খুব বিরল 😊❤️
দাদা আপনার বাচন ভঙ্গি অসাধারণ ....খুব ভালো গল্প বলতে পারেন ....বাংলায় অনেক ট্রাভেল ব্লগ দেখেছি ....কিন্তু আপনার মতোন উপস্থাপনা পাই নি ..খুব প্রশংসার দাবি রাখে .....সান্দাকফু ঘুরে এলাম আগের বছরে ডিসেম্বর মাসে ...বেশ স্মৃতি রোমন্থন হল বেশ ....এবার কোনো দিন গেলে ফালুট,মোলে,চান্দু, চাররাতে আর সামানদিন দেখতে ভুলবেন না ..
খুব একটা ভ্লগ দেখতে ভালোবাসি না। কিন্তু আমার মা ভীষন ভাবে দেখেন। কানে আপনার Narration শুনে দৌড়ে এলাম। ব্যাস আর কি? আটকে গেলাম টিভির সামনে। সত্যি অসাধারণ বললেও কম হবে। টিভির এপারে বসে যেনো মনে হলো আপনাদের টিমেরই এক সদস্য আমি, আপনাদের সঙ্গেই ওখানে আছি। গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা রইলো দাদা।❤
অনেক বড় পাওয়া আমার ভাই 😊 ভালোবাসা নিয়❤️ কাকিমাকে আমার প্রণাম জানিও 😊আর সময় পেলে অ্যাটলিস্ট আমার ভ্লগ দেখ? এবং জানিও কেমন হচ্ছে?
@@MeghpeonerVlog অসংখ্য ধন্যবাদ দাদা।❤️ আরো এমন ভালো ভালো ভ্লোগ আমাদের উপহার দিয়ো। আর এখন থেকে তোমার ভ্লোগ গুলো নিশ্চই দেখবো। 😊
@@Iman_Chandra ❤️❤️❤️😊😊😊
Beautiful 💙 💜 blog and the place also so nice. Wish to visit one time..
ভিডিও খুবই ভালো লাগলো আমার সান্দাকফু আর আলে আমার যাওয়া হয়নি ভীষণ বরফ পরে ছিল তাই টুংলু এবং নেপালের কিছু জায়গায় ঘুরে ছিলাম আর শুধু তাই নয় টুংলু থেকে পায়ে হেটে মানেভঞ্জন নেমেছি কারন এতো বরফ পরেছিলো যে কোনো গাড়ি আসতে পারেনি হাটুর কাছাকাছি বরফ পরে ছিল সাথে স্নোনফ্লস। তবে তোমার ভিডিও দেখে আবার ইচ্ছে করছে সান্দাকফু ও আলে যাওয়ার। আর তোমার ভিডিওটা আর একটু পরিস্কার হলে ভালো হতো। best of luck 🙋♂️👍
Apurbo sundor ❤❤ apnar uposthapona r apnar voice dutoi khub sundor ❤❤ kokhono jodi jai amio Pembar sathe jabo!!!
Thank you😊❤️
Storytelling is an art. Apni khub guchiye storytelling korei puro journey tar sathe dorshok der dhore rakhte perechen. Khub sundor laglo.😊
Thank you❤️❤️ means a lot
Hats off Meghpeon... অসাধারণ... বাংলা ভাষা যে কতটা মিষ্টি তুমি আবার তা প্রমাণ করে দিলে... এমনি travel Vlogger প্রয়োজন... অনেক এগিয়ে যাও... পরবর্তী ভিডিও এর অপেক্ষায় রইলাম... Subscription টা বৃথা না বুঝে গেলাম... 🙌❤️
Means a lot😊❤️
এইসব দৃশ্য দেখার পর তোমাদের কি ভাবে ধন্যবাদ জানাব সেই ভাষা আমার জানা নেই। " অনেককে ভগবান দেখেছ কিনা জিজ্ঞাসা করলে বলবে---- না দেখিনি। মিথ্যা কথা। কারণ তোমাদের এই অনিন্দ্য সুন্দর vlog দেখার পর ভগবান নেই একথা বলাও মিথ্যা। খুব খুব সুন্দর ভিডিও এগিয়ে যাও ভগবান তোমাদের পাশে আছেন।
আপনাকে যে কী বলি! আমার ভ্লগ যে আপনার এতটা ভালো লাগছে🙏🏻 এটা আমার অনেক অনেক বড় প্রাপ্তি❤️ প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন , পাশে থাকবেন❤️😊
Dada ato sundor voice tomar puro sunday suspense lagche. ❤❤❤
ধন্যবাদ 🙏🏻😊❤️
বন্ধুর প্রতি ভালোবাসা খুব ভালো লাগলো 💚💚
Apuu na thakle khub khub dhakka khetam ami ar amar ei channel
Tomar blog sabe dekhte suru korechi daohill ar ar ekta, dutotei uncanny feeling s e bhora. Khoob bhalo lage tomar blog
Thank you❤️😊🙏🏻🙏🏻
অসাধারণ۔۔۔۔জায়গা টা কত টা সুন্দর জানিনা তবে আপনার বলার ধরণ উপস্থাপনা সত্যি খুব সুন্দর মনে হচ্ছিলো যেনো রেডিও শুনছি আর বার বার সানডে সাসপেন্স এর কথা মনে হচ্ছিলো۔۔۔এক কথায় অসাধারণ ❤❤❤
অনেক বড় পাওয়া আমার❤️ ভালোবাসা নেবেন🙏🏻 তবে বিশ্বাস করুন, যা যা বর্ণনা করেছি, বলেছি, কোনোটাই মেকি নয় বানিয়ে বলা নয় ! সবটাই আমার অনুভূতি থেকে বলা , জায়গা টা সত্যিই অসাধারণ !!!
Ekdom thik bolechen mone hochche jeno Sunday suspense sunchi.
সব কিছুর উর্দ্ধে আপনার বচন ভঙ্গী,যেটা সকলকে মুগ্ধ করছে।এর সাথে আছে অসাধারণ ক্যামেরা বন্দী সফর।খুব সুন্দর।
Thank you so much❤️
আজ প্রথম আপনার ভিডিও দেখলাম, শুধু দেখলাম বললে কম বলা হবে, বরং দেখার সৌভাগ্য হল বলবো। অসাধারণ চিত্র গ্রহণ, আর অনবদ্য ধারাভাষ্য। কন্ঠস্বর টা সত্যিই শ্রুতিনন্দন। তাই আজ থেকে আপনার ইউটিউব চ্যানেলে র একজন সদস্য হয়ে গেলাম। আগামী দিনে এইরকম সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও দেখার অপেক্ষায় থাকব। শুভকামনা রইল🙏।
অনেক ধন্যবাদ দাদা❤️🙏🏻 অনেক বড় পাওয়া 😊 আপনাদের ভালো লাগলেই সব পরিশ্রম সার্থক মনে হয়❤️ পাশে থাকবেন 🙏🏻
অনির্বচনীয়
অসাধারণ বললেও কম বলা হয়।
আজ প্রথম বার তোমাদের ব্লগ দেখলাম।তোমাদের চোখে সান্দাকফু চাক্ষুস করলাম।এত সুন্দর জায়গায় আমি যেতে না পারলেও আক্ষেপ থাকবে না।
Thank you so much😊❤️❤️
এত শ্রুতি মধুর উপস্থাপনা আমি অন্তত তেমন কোনো ইউটিউবারের কাছে পাইনি।
@@debrajtheyoutuber3208 onek boro paoa amar❤️❤️❤️ pashe thakben kintu
এতো ভালো সফর করলাম ভাই তোমার সাথে যে কমেন্ট না করে পারলাম না ,এক কথায় অসাধারন।
বহু বছর আগে পড়া সমরেশ মজুমদারের লেখায় সান্দকফু, ফালুট, মানেভঞ্জন এর যা বর্ণনা পেয়েছিলাম,তাতে মননে করেছিলাম প্রথম ভ্রমণ আর আজ তোমাদের সাথে ভার্চুয়াল ভ্রমণ করলাম।
বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হলাম।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ভাই ভালো থেকো।
আর একটা কথা না বললেই নয় পেমবা কে বেশ ভালো লেগেছে, সশরীরে যখন যাব ওই রাস্তায় পেমবা হবে আমাদের সারথী।
Onek onek boro paoa didi❤️😊😊🙏🏻🙏🏻 thank you so much for
Onek din por karor vlog na skip kore dekhlam. Darun
Chaliye jeyo.
Means a lot ❤️ thank you so much ❤️ chesta korchi, aro valo content anar😊🙏🏻 keep this support please❤️
খুব সুন্দর, মন ভরে গেল, মনে হচ্ছে আমি ওখানেই চলে গেছি
Dhonyobad❤️😊🙏🏻
Fantastic view & beautiful coverage . Apnar video khub sundor hoeache ..we are enjoying the full video .Thank you .
Thank you so much❤️ means a lot🙏🏻 pashe thakben kintu😊🙏🏻
আমরা কিছু দিন আগে ই গত মাসে সানদাকফু গেছিলাম, আপনার ভিডিও টা দেখে আবার চোখের সামনে সব ভেসে উঠলো মন হল আবার সেখানে পৌঁছে গেছি, আপনার উপস্থাপনা আর আপনার খুঁজে পাওয়া বন্ধু দুটো ই অপূর্ব, ভালো থাকবেন
❤️❤️❤️❤️ thank you so much😊😊🙏🏻
আজকেই প্রথম আপনার ভিডিও দেখলাম, পরপর দুইটা, যেমন ভালো দৃশ্য তেমন আপনার বর্ণনা। যাবো কোনো একদিন।
🤍 from Bangladesh
Thank you ❤️❤️ valobasa janalam❤️ pashe thakben🙏🏻
আমি যদিও ওখানে গেছিলাম কিন্তু আপনার মতো দৃশ্য গুলো ক্যামেরা বন্দী করতে পারিনি।আজ থেকে আপনার ফ্যান হয়ে গেলাম। আপনার দৃশ্য বর্ণনা কথপোকথন কন্ঠস্বর আমার খুব খুব ভালো লেগেছে। ধন্যবাদ।
Thank you so much dada❤️❤️😊
Darun Laglo Video ta 😃😃 Next porber opekkhai roilam❤❤
Thank you so much❤️ next porbo kothy guess korte parlen ki?
ইউটিউবে সাজেশন এসেছিল আপনার নেতারহাটের ভিডিও টা । আপনার মায়াবী কন্ঠস্বর শুনে একপ্রকার মুগ্ধ হয়ে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করেই ফেললাম ।
কী অসাধারণ বর্ননা , সাথে আপনার কন্ঠস্বর! ❤
Thank you 😊❤️ means a lot
@MeghpeonerVlog ❤️😊
80% vlogers makes 3 part video for a short tour 3/4 ND at length of 90 to 100 minutes.. while 30 minutes smart video is enough for Sandakphu tour. nice video. 💙💙💙💙
Thank you❤️😊
just osadharon. Ei thanda r moddhe o eto ta effort debar jonno thanks. But ekta kotha na bollei noi apnar voice ta just fatafati. Ami 2025 e jachhi Dhotrey hoe sandhakafu.
Thank you❤😊 jan khub enjoy korben
আপনি থাকছেন স্যার❤ বাংলা আবার একজন ভালো vlogger কে পেলো।আরো চাই।
Means a lot ❤️❤️ pashe thakben sudhu😊 sobe poth chola suru onek ta poth jete hbe 😊🙏🏻
Fantastic vlog... I was feeling the memories of visiting that place last year. Out of that visit of me my wife her sister and his husband Arghya, my friend Arghya has left us for ever after we came back to Kolkata. So your vlog had revived me our memories again. Thanks and warm regards
Thank you🙏🏻😊 sad to know this
Can you pls suggest if it is safe for 3-4 year old kids to travel to Sandakphu?
Boss awesome video. I was visited Sandakphu 2023 Dec and I got snow fall. Just awesome view. Jokhon, Mt. kanchenjunga, Everest, Lhotse, Makalu dekte plm tokhon jeno Mon ta bhore gelo. Khub bhalo blog bondhu. Egiye jao
Thank you😊❤️
TH-cam vlog r dekha hyna akhn ato ak gheye content ebong vlogger der okaron obantor bokbok er jonne.. Sandakphu trip er details dekbo tai youtube elam r aapnar Sandakphu series er 2to episode e mne hlo chokher nimishe dekhe nilam bujtei parlam na kokn sesh hye glo.. osadharon laglo khub valo 😊
Onek boro paoa❤️🙏🏻 thank you
May এর last week এ Tumling to Sandakphu trek করে এসেছি, তবু পরিবেশনার গুনে বেশ ভালো লাগলো, অনেক ক্ষেত্রেই নিজেদের মনোভাব এর সাথে মিল পেলাম
ধন্যবাদ 😊 আসলে একটু সময় হাতে থাকলে আমরাও ট্রেক করতাম, ট্রেকের মজাই আলাদা।আমার নেপাল রুটে চিন্তাফু ট্রেক টা করেছিলাম, পারলে কখনও ওই ট্রেক টাও করবেন,
মাইপোখারি থেকে মাইমজুয়া, গড়ওয়ালে ভঞ্জন হয়ে চিন্তাফু! চিন্তাফু টপ থেকে আমার দেখা আমার জীবনের সেরা দৃশ্য দেখেছি! আছে ভিডিও চ্যানেল এ দেখতে পারেন আশা করি ভালো লাগবে 😊🙏🏻
তোমার কথা শুনতে শুনতে কখন যে সময় পেরিয়ে গেলো, সেটা টেরও পেলাম না.... অপূর্ব উপস্থাপনা, আর সাথে অপূর্ব বাচনভঙ্গি তোমার দাদা.... মুগ্ধ হয়ে গেলাম.... তোমার এই ভিডিও দেখে, আমরাও পরিকল্পনায় বসলাম ❤️❤️
Thank you so much❤️😊
অসাধারণ সুন্দর উপস্থাপনা ❤
Thank you😊
Duto video-e khub bhalo, daroon..
Ar ami jokhn apnar kotha gulo shunchilam mone hochilo Sunday suspense shunchi monehoy!😇
Thank you so much😊❤️❤️
Sotti ami o mone hoy apnar sathe sathe jachi.Ooo tabe travel fare kintu dite parbo na.Osadharon voice darun.carry on...
অনেক ধন্যবাদ❤️
Osadharon ekta blog, thanks to all of u❤
Thank you❤️
etar videography darun. bola to tomar sundor i. mone hoy meghla weather r jonyo dooars er video r oujollo kom chilo.....
thanx for this beautiful vlog.
কি সুন্দর উপস্থাপনা, মনে হচ্ছিল সানডে সাসপেন্স শুনছি এক মুহূর্তের জন্যও ব্লগ থেকে চোখ সরাতে পারিনি। আরো এগিয়ে যাও দাদা শুভকামনা রইল। ❤
Thank you😊❤️🙏🏻
দুর্দান্ত,অসাধারণ, cinematic আর ধারাভাষ্য ও ভাইসাব। তোমার এই ভিডিও দেখার পরেই হঠাৎ করেই arrangements করলাম। আমরাও চললাম সন্দাকফুর অভিযানে। তোমাদের শুভেচ্ছা চাই যেন weather clear পাই।
Weather er kotha bola jayna. But tao darun lagbe etuku bolte pari
Darun video. Sundor tomar presentation and the experience you are giving
Thank you so much❤️😊😊
প্রতিটা ভ্লগে আপনার ধারা ভাষ্য এতটাই সুন্দর হয় যে মুগ্ধ হয়ে যাই। যত ভালো দৃশ্য ততটাই ভালো তার বিবরণ। সফল হোক আপনার ভ্লগ। ভালো থাকুন আপনারা সবাই। নমস্কার।
Pronam janai ❤️🙏🏻🙏🏻🙏🏻
Ek kothay oshadharon ❤❤❤❤
Thank you😊❤️
Purono smiti taja hoye gelo...abaro jete ichhe korche..khub valo laglo vlog
Thank you❤️😊
Tomar dooars er video ar ahal er video gulo sompurno dekhlm khub valo laglo, khub sundor presentation ❤
Thank you❤️😊
খুব খুব ভালো লাগল পুরো জার্নি, আর তোমার ভাষ্যও ভীষণ ভীষণ ভালো,,,
কিছুদিন আগেই সান্দাকফু ভ্রমন করেছি বলে খুবই চেনা গন্ধ
আবার বলি খুব সুন্দর
আমি আপ্লুত! পাশে থাকবেন🙏🏻❤️
খুব সুন্দর উপস্থাপনা। আপনার কণ্ঠ স্বর ও বলার ভঙ্গিমা ও দারুন। মনে হলো যেন সানডে সাসপেন্স এর মীরের গলা শুনছি। You earned a subscriber today. Keep going.
Thank you so much❤️😊
প্রকৃতির নয়নাভিরাম চিত্র ধারনের সাথে সাথে এত সুন্দর কথার মালা গাঁথা এক কথায় অনবদ্য। অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য। আর একটা কথা, বহুদিন আগে পাঠ করা সমরেশ মজুমদার এর উপন্যাস গর্ভধারিণীর বেশ কিছু কাহিনী নতুন করে কল্পনার চোখে এসে ধরা দিল।
❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻 thank you so much 😊😊😊
First Like your effort 👋❤and Khub valo apnar description atotai clear je keu apnar roadtrip idea niye valo ekta journey korte parbe Thanks
ধন্যবাদ ❤️
Khub ekta blog a comment kori na. Ajkal sobai blog banache . Onk popular manusjin achen. Hotath aj apnar Sandakphu r blog ta chocke porlo. Sunlam. Prothom bar sune mone hochillo Sunday Suspense r kono romanchokor ekta golpo sunchi. Khub subdor apnar upostanpna. Khub bhalo laglo. Ei bhabei chaliye jan. onk subhecha roilo apnar janno r apnar channel r janno. Bhalo thakben.
Onek onek boro paoa❤️😊 evabei pashe thakben🙏🏻🙏🏻 ar khub khub valo thakben😊😊
TH-cam ghat te ghat te hotat e chokh atke galo. Ki osadharon story telling. Mone hochhe barbar ami nije tomar sathe travel korchi. Safar khubsurat hai manzil se bhi. Aro erom video chai. Valo theko, evabei egiye cholo. Onek valobasa❤️
Thank you so much ❤️❤️❤️🙏🏻 vlobasa nio 😊 ami chesta korchi, anar aro onek onek video
Opurbo laglo. Sandakphu trek korechi 2016 e, ekhon abar notun kore dekhlam. Detailed description of Journey sotti khub bhalo laglo. And, awesome voice-over!!
Thank you❤😊
Tomar ai video taa khub sundor legeche, R tomar kotha gulo sunte khub bhalo laglo.
Thank you❤️😊
Darun voice, setar jannoi aro besi kore subscribe korlam. Erom vabei chaliye jao agamidine onk boro hbe asa korchi.
Dhonyobad😊❤️❤️
Darun laglo... Vorer darjeeling er view ta just osadharon ❤❤
ধন্যবাদ ম্যাডাম❤️
Khub sundar video korechen. Apner description khub clear. Apner tone khub parishkar. Word selection flawless .
Thank you so much❤️❤️🙏🏻
অসাধারণ উপস্থাপনা .... বার বার দেখি
আর হারিয়ে যাই,, এ পথে বেশ কয়েক বার ট্রেক করছি
Thank you so much❤️❤️🙏🏻🙏🏻
অপূর্ব সুন্দর 🍿❤❤❤
Thank you😊❤️❤️
অসাধারণ গলার আওয়াজ।
পুরো যাত্রাপথ টা দেখাও বলে আরও ভালো লাগে।
খুব সুন্দর ভিডিওগ্রাফি।
আমার খুব ভালোলাগলো। এরম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসো।
তুমি অনেক দূর এগিয়ে যাবে । এই শুভকামনা রইলো।
Thank you❤️😊
1983 সালে পায়ে হেঁটে উঠেছিলাম,2024 এ তোমার সাথে ভার্চুয়ালি ঘুরে এলাম।তোমার অসাধারণ ভাষ্যের সুবাদে কখনই ক্লান্তিকর মনে হয় নি।চালিও যাও ভাই। শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
Thank you🙏🏻❤️❤️
আমি Meghpeoner Vlog নতুন সদস্য। কি লিখি? যাই লিখবো ভাবি,দেখি আমার আগে কেউ না কেউ সে কথাই লিখে রেখেছেন। মনে হল আমার মতো সবাই একই রকম মন্ত্র মুগ্ধ। তাই অফুরন্ত শুভেচ্ছা,ভালোবাসা,অভিনন্দন আর যা যা হয় সব সব জানালাম ভাই। ❤❤❤❤❤❤
Thank you so much didi❤️ means a lot🙏🏻🙏🏻🙏🏻 valo thakben, pashe thakben❤️😊😊 amar valobasa neben😊
অসাধারণ পরিবেশন, অসাধারণ narration, voice. এই প্রথমবার আমি একই ভিডিও একাধিকবার দেখতে বাধ্য হলাম. চালিয়ে যাও ভাই, খুব ভাল ভালো জায়গায় ঘুরে বেড়াও আর আমাদের মানস ভ্রমণ করিও
Means a lot❤️😊 thank you so much😊❤️
Darun vdo gulo khub valo laglo
Dhanyabaad 😊🙏🏻
Asadharan sundar ekti blog
Thank you😊❤️🙏🏻
Just wow ..ato vlo vlogers ami age dekhina ..khb sundor. .apnar video gulo dekhe amar o jete icha korche ..
Chole jan!! Darun lagbe
Ek kothai Darun.....
Once again Thank you very much 🙂
Thank you abaro❤️🙏🏻
Apnar videography and commentary just osadharon ….👌🏽
ধন্যবাদ😊❤️
খুব ভালো লাগলো ❤❤❤
Thank you❤️
Darun laglo,amio pahar premi....
Aksathe duto vlog dekhlam mugdho!
Gurdum obdi gechilam kon Kone experience...Manebhanjan ,Sandakphu jawa hoyni.Now u inspired me, thank you...
Thank you❤️😊
Darun laglo tomar video concept. Ai vabye agiye jao ......♥
Thank you😊❤️
@@MeghpeonerVlog Ekdin dykha korar iccha roilo... jodi possible hoy janio obossoi dykha korbo
Dada video ❤ dekhe mon bhore gelo ❤
Thank you😊❤️
Dada apnar katha bolar dhoron ei vlog k onno level e niye giyeche..Prakritik soundorjo jotota dekhe onuvob korchi thik totota e shune onuvob korchi ..apnar jonne onek shubho kamona..
Thank you so much😊❤️❤️🙏🏻
Tomar voice ta just awesome. R bolar dharon ta eto valo j kichu bolar nei 👍
Thank you so much😊❤️
দুর্দান্ত ভাষ্য। অসাধারন ভয়েস ওভার।
অনেক অনেক ধন্যবাদ🙏🏻❤️ পাশে থাকবেন 😊
আমরা বেশ কয়েকবছর আগেই সান্দাকফু ট্রেক করেছি। আপনার ব্লগ প্রথম দেখলাম। সব চেয়ে ভালো লেগেছে আপনার বাচন ভঙ্গি। অসাধারন!!!❤❤
অসংখ্য ধন্যবাদ দাদা❤️ ট্রেকিং এর অনুভূতিই আলাদা হয়! আমরা লাস্ট ইয়ার নেপালের চিন্তাফু ট্রেক করেছিলাম 😊 আমার জীবনের সেরা প্রাপ্তি ওই চিন্তাফুর মাথাতেই পেয়েছি 😊 সেই ভ্লগ ও আছে সময় পেলে দেখবেন 😊 পাশে থাকবেন 🙏🏻
Shankha r sathe jedin prothom dekha hoi sedin ektu video clip dekhei ami ei kathatai bolechilam
@@darjarbaire9452 দিদি❤️
Osadharon story telling, mesmerizing ❤
Thank you 😊❤️
Khub bhalo.osadharon presentation.
Thank you so much❤️😊
Office e bose bore lagche. Tai abar tomaar purono video gulo dekhchi dada.
Sotti bolchi tomar video te kichu ekta majestic ache. Ja puro mind heal kore deye.
Arehh😊❤️❤️❤️ sei prothom theke pashe acho😊🙏🏻 thank you
@MeghpeonerVlog sob somoy achi ar sob somoy thakbo.
Osadharon, Khub sundor laglo duto video deklam. Sotti tomar bolar dhoron, Onek ta Tomader sathe sofore dukejete badho kore!! Khub sundor lagl, r Oi je bollm tomar script r gola osadharon...
Thank you so much❤️🙏🏻 means a lot😊😊
Darun,darun,darun....
Kono kotha hobe na..👌👌❤️
Thank you😊❤️❤️
Just awesome 👌
Thanks a lot 😊
presentation and storytelling e sb theke valo laglo..
bangla e onek travell vlogger ache but presentation wise apni ar Anindya's travelogue ar Trip and tour guide er avishek da sera.
Means a lot❤️ atto boro boro channel ache tr modhyeo apnar je amy one of the best mone holo eta onek boro paoa amr kache❤️ chesta korbo ei vorshar morjada dite🙏🏻🙏🏻😊😊 pashe thakben
আমি দুবার সান্দাকফু ঘুরেছি কিন্তু আপনার চোখ দিয়ে সান্দাকফু কে আরো নতুনভাবে দেখলাম। আর একটা কথা না বললেই নয় আপনার ভয়েস ওভার এতটাই সুন্দর যে আমার মনে হয় আপনি যদি আমাদেরকে ভূতের গল্প বা গোয়েন্দা গল্প বলে শোনান তাহলেও সেটা মন্দ হয় না।❤
অনেক অনেক ধন্যবাদ দাদা❤️🙏🏻 গল্প ও সুযোগ পেলে নিশ্চয় শোনাব❤️ পাশে থাকবেন❤️
Voice ta just ❤❤❤...
Thank you❤️😊😊
Tomar presentation, voiceover durdanto.. ami prothombar dekhlam tomar video.. khub bhlo laglo..😊
Thank you so much❤️🙏🏻 somoy bki gulo o dekhben, asa kori valo lagbe, ar kemon lagche janaben 😊 pashe thakte hbe kintu
অনেক vlog দেখেছি। একটা জিনিস অনুভব করলাম যে এই রকম narration, content টা কে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তোলে। খুব ভালো লাগলো আপনার vlog। আরও অনেক কিছু দেখতে পাবো এই আশা রাখি। ভালো থাকবেন ভাই....
Thank you❤️😊😊
TH-cam a travel vlog ghata amar nesha.. sekhan theke pelam tomar channel ta. Sandakphu amar khub priyo jaega.. 2 bar gechi.. ekbar gari te.. ekbar full trekk kore..
Tomar vlog shunle sunday suspense feel ashe.. Mir er saathe khub mil ache.. storytelling is really good.. chaliye jao.. you have bright future..
Thank you so much dada❤️ means a lot
মনোমুগ্ধ হয়ে শুনলাম। অসাধারন বাচনভঙ্গি। অত ভালো ভ্লগ খুব কম দেখেছি।
Thank you so much❤️❤️🙏🏻 means a lot
Apnar gola sune mone hoche Sunday suspense sunchi... Excellent voice...
Thank you❤😊
Same traveller er sathei gachilm may 24 e ... Aahl er same homestay tei chilm first floor a ... দারুন
এক্সপেরিমেন্ট/ অভিজ্ঞতা 😊
ওদের আতিথিওটা দারুন ❤
দারুণ হয়েছে দারুণ! এক মুহূর্তের জন্যও বোর লাগল না…
গল্প বলা, ইনফরমেশন দেওয়া এগুলো তো পারফেক্ট হয়েছেই, তার থেকেও বেশি ভাল্লাগলো প্রকৃতিকে প্রকৃতির মতো করে ফুটিয়ে তোলা! ❤
❤️🫂🫂🫂 ভাই ধন্যবাদ😊😊😊 কী আর বলি toke
@@MeghpeonerVlog bah dhonyobad dichhis taabole! 😒😒
@@SushreeKK 🤪🤪🤪
আপনার ভিডিও প্রথম বার দেখছি অসাধারও উপস্থাপনা ।আমরা ও পাহাড়ে যেতে খুব ভালবাসি।তাই প্রত্যেক বার কোথাও যাবার আগে ভিডিও দেখে নি আর আপনার ভিডিও দেখে তো ভালো লাগছে ই বিশেষ করে আপনার বলার ধরণ মনে হচ্ছে সানডে সাসপেন্স শুনছি খুব ভালো ।
Thank you so much❤️😊🙏🏻
Sotti khub sundor hoeche
Thank you❤️😊
Apner khota sunte sunte mone hoyechilo je sunday suspense sunchi ….tar songe details a sob kichu dekhano 🫡asadharan ❤
Thank you so much❤️😊
God gifted voice...
ধন্যবাদ❤️
Nice presentation. Drone shots are absolutely mind blowing..Good job 😊Best wishes for your further future adventures
Thanks a lot 😊 kintu ei video tay drone shots nei to
just wow kono kotha hobe na dada..... Eto dsundorf vsbe vloge ami kaoke korte dekhini
Thank you❤😊
Dada sob kichu miliye vlog ta apurbo sundor hoye6e❤️❤️
R tomar kotha bolar style & voice just wow
Amar khub khub bhalo lege6e👌👌👌👌
Thank you so much😊❤️❤️
Just oshadharon experience pawa galo apnar ei video tay .. jagay jagay sopno dakhlam monay holo.. Monay holo nijay ei ghuray elam .. Sathe eto sundor voiceover sotti e otulonio.
Onek onek subheccha apnader .. onek ghurun.. and Take Care.😊😊
Apni ki boi lekhen.. eto sundor bhasha ? Ba Sunday suspense koren??
thank you so much
অসাধারণ অপনার ফটোগ্রাফিক সেন্স - দৃশবলীর বর্ণনা , যেনো দর্শক রাও আপনার সহযাত্রী। খুব ভালো লাগলো । অপুর প্রতি আপনার। কৃতজ্ঞতা প্রকাশের অংশ টা বুঝিয়ে দেয় - এখনো অনেক ভাল মানুষ আছেন, আমারও যেনো ওর মত হেল্পফুল হতে পারি ।🎉
অনেক ধন্যবাদ আপনাকে❤️ আপনার এতো ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আমার প্রণাম
নেবেন, আশীর্বাদ করবেন যেন এরকম কাজ আরও অনেক করতে পারি🙏🏻 আর সত্যিই অপুর মতন মানুষ খুব বিরল 😊❤️
দাদা আপনার বাচন ভঙ্গি অসাধারণ ....খুব ভালো গল্প বলতে পারেন ....বাংলায় অনেক ট্রাভেল ব্লগ দেখেছি ....কিন্তু আপনার মতোন উপস্থাপনা পাই নি ..খুব প্রশংসার দাবি রাখে .....সান্দাকফু ঘুরে এলাম আগের বছরে ডিসেম্বর মাসে ...বেশ স্মৃতি রোমন্থন হল বেশ ....এবার কোনো দিন গেলে ফালুট,মোলে,চান্দু, চাররাতে আর সামানদিন দেখতে ভুলবেন না ..
Thank you so much❤️❤️😊😊 porer bar ogulo jaboi!!
Jayga ta sunechi onek sundor bt jawa hoy ni.dekheo khub valo laglo
Ami apnar vlog dekhar por theke onno vlog r dekchina. apnar chokhe puro prithibi dekhte chai. ❤
Ebaba eta korben na! Sobai je jar sera ta diye banacche video. Tao apnar je amr vlog ato tai valo legeche tate ami apluto!😊❤️🙏🏻