বাংলাদেশের নাটক আমার বরাবরই খুব ভালো লাগে - "আজকাল কার ছেলেপেলে প্রেমে পড়লে যেটা সবার আগে হারায় সেটা হলো ব্যাক্তিত্ব" - অসাধারণ!!! একটা সংলাপ যা দেশের বেড়া পেরিয়ে সর্বত্র একইভাবে সত্য...
ইন্ডিয়া থেকে বলছি,আমি খুব গর্বিত যে আমার মায়ের দেশ,বাংলাদেশ এত সুন্দর সুন্দর নাটক উপহার দেয়।।।।খুব সুন্দর গল্প সবকটা এবং অসাধারণ সবার অভিনয়।।।।Love YOU guys🙏🙏❤️❤️🤝🤝
From India 🇮🇳 নিশোর অভিনয়ের জন্য কোন কথাই হবে না।উনার তুলনা উনি নিজেই। just awesome 👌 He swallow his character 👍 like tablets. What a 🙈 expression. God bless him 🙏 .ভাল থাকবেন Bangladesh 🇧🇩 এর নাট্য জগত এর সবাই।
এই নাটকটি দেখে মন ভালো হয়ে গেলো,ভালোবাসা ভীষণ সুন্দর একটি অনুভূতি ,হারিয়ে যাচ্ছে আমাদের শহুরে কৃত্রিমতার জঙ্গল,এমন মিষ্টি ভালোবাসার ছোঁয়া আমি ভারতীয় সিনেমায়,ওয়েব সিরিজে, আজকাল আর দেখি না...তবে তার স্বাদ আমি এই বাংলাদেশে নাটকে পাই..আমি গুণমুগ্ধ দর্শক ,আর সবশেষে আবারও বলি.... আফরান নিশো ও মেহজাবিন অনবদ্য...❤❤❤❤
আমি কলকাতার বাসিন্দা, প্রতিদিন অফিস থেকে ফিরে TH-cam এ বাংলাদেশের নাটক দেখাটা একটা নেশা হয়ে গেছে । কারণ সাধারণ একটা কাহিনীকে অসাধারণ করে তোলা । প্রত্যেকের অভিনয় সহজ সরল আর প্রাঞ্জল। নিশো আর মেহজাবিনের combination মুগ্ধ করে তুলেছে । হে গজদন্তিনী, তুমি আমার কৈশোর জীবনের অনেক কথা-কাহিনী মনে করিয়ে দিলে ।
Vicky Zahed এর অসাধারণ এবং গম্ভীর কাজগুলো দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলাম,এমনি তে বাংলাদেশের নাটক দেখা বেশি দিন থেকে নয়,দিন কতক ই হল। এর মধ্যে কেবল Vicky Zahed এর কাজগুলো মনের মধ্যে দাগ কেটে বসছিল। আর Mehzabin আর Nisho এর অভিনয় অসম্ভব ভাবে মন্ত্রমুগ্ধ করেছিল। Vicky Zahed এর কাজগুলো একটু গম্ভীর এবং বেশ উন্নত মানের তাই ভাবলাম এবার একটু স্বাদ বদল করি। এবার মনে হচ্ছে প্রত্যেকটা কাজ ই অসাধারণ। যে নিশো, Mehzabin এর মাজনু,পূণর্জন্ম, চিরকাল আজ এর মত ভয়ানক কাজ দেখেছি তাদের হালকা মেজাজের কাজেও এতটা সাবলীল লাগবে ভাবতে পারিনি। কতটা versatile বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী রা ধারণাই ছিল না।
Exactly like my path watching Bangladeshi drama.Started with Vicky Zahed, now watching others. I shall refer you to eatch lata audio. You will get 90s vibe with extreme performance
একটা কথা মনে রেখো, কে তোমাকে ভালোবাসে সেটা দিয়ে ভালোবাসার বিচার করতে যেয়ো না বরং, তুমি কাকে ভালোবাসো সেটা দেখো তাহলে আর ভূল হবে না। এই কথাগুলো খুবই ভালো লাগছে ❤️
একটা জিনিস ভীষণ ভালো লেগেছে বাংলা ভাষার সুশীল ব্যবহার। ইংরেজি অনুবাদ যোগ করায় আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ও সহজতর হয়ে যাবে। ধন্যবাদ পরিচালকদের। ধন্যবাদ সকল চরিত্রকে যারা কঠোর পরিশ্রম করেছেন। আশা করি আমাদের মাতৃভাষার মান আপনারাই রক্ষা করবেন। ❤️
নাটকের নামটা খুবই ভালো লাগছে ☺ গজদন্তিনী বাংলা একাডেমি থেকে সমীকৃতি প্রদান করা হোক,কারণ হাতির দাঁতের মতো অনেক মেয়ের দাঁত আছে তাদের ডাকতে ছোট শব্দের খুবই অভাব,, এটা বেস্ট ডাকার জন্য 😁😁
দারুন ভালো লাগলো। কাহিনীর বিষয়বস্তুর অভিনবত্ব প্রশংসনীয়। আফরান নিশো ভাই ও মেহজাবিন বোনের দুর্দান্ত অভিনয়গুনে নাটক টা প্রানবন্ত হয়ে উঠেছে। পরিচালক মহাশয় কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা নাটক উপস্থাপন করার জন্য। অসীম দত্ত, কলকাতা, ইন্ডিয়া।
46 মিনিটের নাটক দেখতে 56 মিনিট লেগে গেল। মাঝে মাঝে কল্পনায় চলে যেতাম, ফলে আবার কয়েক সেকেন্ড পর কল্পনা থেকে ফিরে এসে আবার পিছন থেকে দেখতে হয়েছে, এক সেকেন্ড মিস না হয়। নাটকটি একসাথে তিন ঘণ্টা ধরে চলতে থাকলেও কোন সংস্কৃতিমনা মানুষ এতটুকু বিরক্ত হতেন বলে আমার মনে হয় না। অসাধারণ!
মাত্র ৮ মিনিট দেখেই ভালো লেগে গেলো নাটকটা!! এবং কমেন্ট করতে লাগলাম। জানিনা পরের সময়ে গল্প কি হয়। তবে হাকিম ভাই আর মেমী আপার মতো কিংবদন্তীতূল্য শিল্পীদের দেখে পুলকিত হলাম! বাঁধাধরা কিছু ঘরোয়া অশিল্পীদের ভীড়ে নাটকগুলোর আসল মজাই হারিয়ে গেছে। ধন্যবাদ পরিচালককে হাকিম ভাই ও মেমী আপাদেরকে ফিরিয়ে আনার জন্য।
I am an Indian , I find BD natok is much better than Indian tele natok, Hats off Bangladesh , your natoks , cricket team under 19 and senior team is world class and also your currency is nearly equal value to Indian rupees .
আমাকে হারিয়েছো মানে, তুমি কেবল আমাকেই হারাওনি। আমাকে হারিয়েছো মানে, তুমি হারিয়েছো এক জোড়া প্রার্থনারত হাত। যে হাত আল্লাহ র কাছে আকুল হয়ে চাইতে থাকে, তোমার মঙ্গল হোক। আমাকে হারিয়েছো মানে, তুমি কেবল আমাকেই হারাওনি। হারিয়েছো নিষ্পাপ মোনাজাতে ক্রন্দনরত গাঢ় প্রেম। আমাকে হারিয়েছো মানে, নিজের কাছে নিজেই হেরে গেছো গোপনে।
ভ্যালেন্টাইনস উপলক্ষে আসা সকল নাটকের মধ্যে আমার কাছে এটাই ভালো লেগেছে। সংলাপ গুলো গোছানো। অতিরিক্ত আবেগ একদম নেই। বাস্তবতার সাথে পুরো খাপ খাওয়া একটা নাটক। আর আফরান নিশো ভাইয়ের সংলাপ নাটকটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে।
আমি শতভাগ নিশ্চিত গল্পটা যোবায়েদ আহসানের ফেসবুক আইডি থেকে নেওয়া হয়েছে।। কিন্তু যাই হোক গল্পটা আমার খুব প্রিয়।। ধন্যবাদ যোবায়েদ আহসান এবং বঙ্গ টিভিকে এই গল্পটা সকলের কাছে পৌছে দেওয়ার জন্য।।
@@rafiulislam3881 কি একটা অবস্থা দেখেন, আজিজুল হাকিম কে চিনেনা। অনেকদিন পর দেখে মনটা খারাপ হয়ে গেল এত ছোট কমিক পার্ট আর কেমন বুড়িয়ে গেছেন। অথচ উনারা কত হ্যান্ডসাম ছিলেন আর কত সুন্দর ভারিক্কি অভিনয় করতেন।
আসলে এই নাটক গুলো দেখে অনেক কষ্ট ... না... বলতে পারেন এক প্রকার হিংসা হয়। শুধু ভালবাসতে মণ চাই ... বাট এই স্বার্থের দেশে এমন স্বার্থবিহিন ভালবাসা আশা করাটা বিলাসিতা ! ভাল থাকুক এমন স্বার্থহীন ভালবাসার মানুষগুলো।💞💞
Mehazabien's soft appearance😍 Afran Nisho's lovely co-operation, writer’s extraordinary story and script, director's wonderful direction made this simple drama an extraordinary one😍
Such a waste of time and talent. এই পরিচালক এর কাজ ভালো হয় সবসময় কিন্তু এটা কি গল্প ভাই? পুরো টা নাটক শুধু এই আশায় দেখলাম যে এই হয়ত কোন ইন্টারেস্টিং কিছু আসবে বা এই হয়ত গল্পে কোন মোড় আসবে। Totally wasted my 45 minutes. নিশো মেহজাবিন আরিয়ান এদের এত এত ভালো কাজ দেখার পর এরা কোন নাটকে আছে মানে আমরা ধরে নেই নাটকটি দেখতে বসে সময়ের অপচয় হবে না। কিন্তু ধুর। নায়িকার এন্ট্রির আগ পর্যন্ত সিন গুলো এতো টেনে লম্বা করেছে বুঝাই যাচ্ছে কোন কাহিনী নেই তাই ইচ্ছে করে সময় ক্ষেপন। নাটকের লেখককে একটা জুতা মারা দরকার এত সিম্পল কাহিনী নিয়ে নাটক লেখার জন্য। Dear writer, have some shame before calling yourself a writer.
অসাধারণ একটা নাটক! মনে হলো হিমু আর রূপার প্রেম দেখলাম..!! নিশো ভাইয়ার কথা বলার ভঙ্গি দেখে খুব মুগ্ধ হয়েছি! আর মেহজাবিনকে নীল জামদানী শাড়িতে কি যে সুন্দরী লাগলো ভাষায় বলে বোঝানো যাবে না! ফুপু, ফুপাকেও খুব মজার জুটি লাগলো...! সব মিলিয়ে একটা অসাধারণ নাটক! মনে রাখার মত..!
Sadia Sabrin হিমু - রূপার কোন বইতে তাদের মধ্যে প্রেম ছিলো এটা আমাকে বলতে পারবেন 😒 হিমুরা কোনো মেয়ের জন্য পাগল হয় না কিংবা প্রেম তোহ দূরের কথা মায়াও পড়ে না আর রুপারাও এত ক্যাটক্যাটে হয় না 😒 আগে বই পড়েন আফা
আমাদের কুমিল্লার গর্ব, মিজানুর রহমান আরিয়ান😍 আরিয়ান ভাই এর সব গুলো নাটক অনেক অনেক সুন্দর, সব গুলো নাটক জীবন এর সাথে মিল আছে 😎 ধন্যবাদ আরিয়ান ভাই আমাদের এই রকম নাটক উপহার দেয়ার জন্য 😗😗 সত্যিই নাটকটা অসাধারণ 😍
রেটিং: ৮/১০ অনেক আজে বাজে নাটকের মাঝে অন্যরকম একটা নাটক। পুরা নাটকে আরেফিন নিশো একলাই অসাধারণ টেনে নিয়ে গেছে। সাধারণ গল্প, অসাধারণ ডায়ালগ আর অভিনয়ে উতরে গেছে। মিজানুর রহমান আরিয়ান একটা ধন্যবাদ পেতেই পারেন।
কিছু মানুষের উদ্দেশ্য বলতেছি যারা এখানে ইসলাম নিয়ে কমেন্ট করবেন লাইক এবং রিপ্লাই পাওয়ার জন্য তাদেরকে দয়া করে বলছি🙏 এটা ইসলাম প্রচার করার জায়গা না, তার চেয়ে বরং আপনার চার পাশের মানুষ গুলোকে ইসলামের দাওয়াত দিন এটাই উত্তম হবে।
সাধারণ একটা গল্পকে অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে আফনান নিশোর কণ্ঠে পুরো নাটকের কাহিনী টা বলা হয়েছে। অনেক ভালো স্কিনপ্লেয় ছিলো সবকিছু মিলে অনেক ভালো লাগছে 💕
Such a waste of time and talent. এই পরিচালক এর কাজ ভালো হয় সবসময় কিন্তু এটা কি গল্প ভাই? পুরো টা নাটক শুধু এই আশায় দেখলাম যে এই হয়ত কোন ইন্টারেস্টিং কিছু আসবে বা এই হয়ত গল্পে কোন মোড় আসবে। Totally wasted my 45 minutes. নিশো মেহজাবিন আরিয়ান এদের এত এত ভালো কাজ দেখার পর এরা কোন নাটকে আছে মানে আমরা ধরে নেই নাটকটি দেখতে বসে সময়ের অপচয় হবে না। কিন্তু ধুর। নায়িকার এন্ট্রির আগ পর্যন্ত সিন গুলো এতো টেনে লম্বা করেছে বুঝাই যাচ্ছে কোন কাহিনী নেই তাই ইচ্ছে করে সময় ক্ষেপন। নাটকের লেখককে একটা জুতা মারা দরকার এত সিম্পল কাহিনী নিয়ে নাটক লেখার জন্য। Dear writer, have some shame before calling yourself a writer.
এখন রাত ২টা বাজে। নাটক টা দেখতে দেখতে ঘোর এ ছিলাম। বাংলাদেশের নাটক খুব দ্রুত maturity পাচ্ছে। তেমনি অধোগতি হচ্ছে আর এক বাংলার নাটকের। আপনারা একজন রত্ন পেয়েছেন মেহেজাবিন ম্যাডাম কে। এমন অভিজাত ব্যাক্তিত্ব সম্পন্ন নায়িকা কম আছেন। নিষ্ঠা নিয়ে কাজ করলে উনি ওপার বাংলার সুচিত্রা সেন হবার ক্ষমতা রাখেন। উপরালা উনাকে আশীর্বাদ করুন।
এক সময়ের হিট নায়ক আজিজুল হাকিমকে দেখে বেশি ভালো লাগলো।সময় আর বয়সের সাথে কেউই পারেনা....দুই যুগের দুই সেরা নায়ক...নিশোও একদিন হাকিমের জায়গায় চলে যাবে, নিশোর জায়গাটা আবার অন্য কেউ এসে দখল দিবে অন্য নামে।ভিন্ন ধাচের নাটক আসলে রিফ্রেস করায়।হাকিমের অভিনয় টা আসলেই অনেক ভালো লেগেছে।
Amader Indian serial ja 5 years tene o dekhate pare na Bangladesh e serial ta 50 minute ei dekhiye dei Outstanding Onek valobasa roilo epar Bangla theke
ভাই আমি খুজছিলাম কেউ আজিজুল হাকিমকে নিয়ে কমেন্ট লিখলো কিনা? ছোটবেলার নায়ক(বিটিভি)। বাবা,মা আপু একসাথে বসে দেখতাম।এখন চারজন তিনজায়গায়।তাই ৭/৮ বছরের সেই স্মৃতি মনে পড়ল।
অদ্ভুত ভালোলাগার একটা নাটক দেকলাম......... নিশো এর প্রপোজ করার স্টাইলটা দারুন লাগলো......কেমন জানি একটা নতুনত্ব আছে। নাটকের লেখক ও পরিচালককে অনেক শুভকামনা.......
অনেকদিন ধরে নাটকটা দেখার ইচ্ছে ছিল, আজ দেখেই নিলাম। মিষ্টি একটা প্রেমকাহিনী!! মেহেজাবিন-নিশো জুটি কখনো নিরাশ করেননি, এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে,আরিয়ান ভাই শেষটা অসম্পূর্ণ বা দুঃখময় রাখেননি 🥰
Just nothing to tell as an Small Assistant Director from India I feel proud of you all my Bengal our Bangladesh industry works are just crossing it's level to wards higher Special thanks to the whole team And expecting I will visit soon with the team... All the love and support from India
ম্যাচ টা নিশো-মেহজাবিন জিতবে জানা কথা, কিন্তু মাঝে মনোজ কুমারের ক্যামিও টা এসে মন জিতে নিলো। অপূর্ব হয়েছে। কাঁটা তাঁরের এপার থেকে অসংখ্য ভালোবাসা ❤
🥰🥰
আপনার কথা শুনে বুঝতে পারমাল কাটাতারের ওপারেও আমাদের ভাই আছে যার কখনো ছাগল গরুর তুলনা করেনা.. ভাল থাকুক ভাল মনের মানুষগুলো।
তাজ্জব হওয়ার কিছু নেই, বাংলাদেশের নাটক ভারতের সিরিয়ালের শীর্ষে,,,ধন্যবাদ।
@@shovonhossain-xv2ms tajjob hoini to..
Comment dekhe seta Mone Holo?
তাজ্জব । বাংলাদেশের কলাকুশলীরা এত সুন্দর সুন্দর নাটক নির্মাণ করতে পারেন ??? অসম্ভব ভালো কাজ হয়েছে । চিত্রনাট্য এককথায় অসাধারণ । আমরা ভারতীয় বাঙালিরা আপনাদের নাটক উপভোগ করি অন্তর থেকে । ধন্যবাদ ।
Eta ekhon na onek ager theke dada bangladesher natok nirmata onno level er
আরে ভাই আমরা বাংগালী। আমরা যুদ্ধ করছি দুইবার ঠিক আছে। দুইবারই বীজয়ি, আমরা সবকিছুই পারি,,,
তাহলে অবশ্যই বলতে হয়, আপনি এর আগে বাংলাদেশের নাটক দেখেননি...
@@rakibhossain49-d2d আমরা যখন 'সংশপ্তক' দেখতাম, বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে, তখন সম্ভবতঃ আপনার জন্ম-ই হয়নি ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাংলাদেশের নাটক আমার বরাবরই খুব ভালো লাগে - "আজকাল কার ছেলেপেলে প্রেমে পড়লে যেটা সবার আগে হারায় সেটা হলো ব্যাক্তিত্ব" - অসাধারণ!!! একটা সংলাপ যা দেশের বেড়া পেরিয়ে সর্বত্র একইভাবে সত্য...
Hae!🥀
আফরান নিশো অনবদ্য
Darun
❤❤❤
প্রেমে পড়া মানেই ব্যক্তিত্ব বিসর্জন।
ইন্ডিয়া থেকে বলছি,আমি খুব গর্বিত যে আমার মায়ের দেশ,বাংলাদেশ এত সুন্দর সুন্দর নাটক উপহার দেয়।।।।খুব সুন্দর গল্প সবকটা এবং অসাধারণ সবার অভিনয়।।।।Love YOU guys🙏🙏❤️❤️🤝🤝
Thnx for your humble respect❤️❤️❤️
বাংলাদেশে আসার দাওয়াত রইল... বাংলাদেশ আসবেন আমার বাড়ি থাকবেন যতদিন মন চাই,, ঘুরবেন বেড়াবেন
আপনার বাড়ি ইন্ডিয়াতে কোন জায়গায়
From India 🇮🇳 নিশোর অভিনয়ের জন্য কোন কথাই হবে না।উনার তুলনা উনি নিজেই। just awesome 👌 He swallow his character 👍 like tablets. What a 🙈 expression. God bless him 🙏 .ভাল থাকবেন Bangladesh 🇧🇩 এর নাট্য জগত এর সবাই।
পশ্চিমবঙ্গ থেকে বলছি ।খুব সুন্দর প্রেমের গল্প। নিশো এবং মেহজাবিন দুজনের অভিনয় মন কাড়ে।
Ekdom
Love from Bangladesh
❤️
Erokm golpo amader ekhane hoena!!!😭
পরিপূরক নাটকটা দেখেন🇧🇩
এই নাটকটি দেখে মন ভালো হয়ে গেলো,ভালোবাসা ভীষণ সুন্দর একটি অনুভূতি ,হারিয়ে যাচ্ছে আমাদের শহুরে কৃত্রিমতার জঙ্গল,এমন মিষ্টি ভালোবাসার ছোঁয়া আমি ভারতীয় সিনেমায়,ওয়েব সিরিজে, আজকাল আর দেখি না...তবে তার স্বাদ আমি এই বাংলাদেশে নাটকে পাই..আমি গুণমুগ্ধ দর্শক ,আর সবশেষে আবারও বলি.... আফরান নিশো ও মেহজাবিন অনবদ্য...❤❤❤❤
আমি কলকাতার বাসিন্দা, প্রতিদিন অফিস থেকে ফিরে TH-cam এ বাংলাদেশের নাটক দেখাটা একটা নেশা হয়ে গেছে । কারণ সাধারণ একটা কাহিনীকে অসাধারণ করে তোলা । প্রত্যেকের অভিনয় সহজ সরল আর প্রাঞ্জল। নিশো আর মেহজাবিনের combination মুগ্ধ করে তুলেছে । হে গজদন্তিনী, তুমি আমার কৈশোর জীবনের অনেক কথা-কাহিনী মনে করিয়ে দিলে ।
Ekmot aapnar songe
Vicky Zahed এর অসাধারণ এবং গম্ভীর কাজগুলো দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলাম,এমনি তে বাংলাদেশের নাটক দেখা বেশি দিন থেকে নয়,দিন কতক ই হল। এর মধ্যে কেবল Vicky Zahed এর কাজগুলো মনের মধ্যে দাগ কেটে বসছিল। আর Mehzabin আর Nisho এর অভিনয় অসম্ভব ভাবে মন্ত্রমুগ্ধ করেছিল। Vicky Zahed এর কাজগুলো একটু গম্ভীর এবং বেশ উন্নত মানের তাই ভাবলাম এবার একটু স্বাদ বদল করি। এবার মনে হচ্ছে প্রত্যেকটা কাজ ই অসাধারণ। যে নিশো, Mehzabin এর মাজনু,পূণর্জন্ম, চিরকাল আজ এর মত ভয়ানক কাজ দেখেছি তাদের হালকা মেজাজের কাজেও এতটা সাবলীল লাগবে ভাবতে পারিনি। কতটা versatile বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী রা ধারণাই ছিল না।
Exactly like my path watching Bangladeshi drama.Started with Vicky Zahed, now watching others. I shall refer you to eatch lata audio. You will get 90s vibe with extreme performance
আমি
একটা কথা মনে রেখো, কে তোমাকে ভালোবাসে সেটা দিয়ে ভালোবাসার বিচার করতে যেয়ো না বরং, তুমি কাকে ভালোবাসো সেটা দেখো তাহলে আর ভূল হবে না। এই কথাগুলো খুবই ভালো লাগছে ❤️
Valentine's Day এমন একটা নাটক পাবো কখনো কল্পনাও করিনি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী মানেই রোমান্টিক কিছু , gift পাওয়া?
একটা জিনিস ভীষণ ভালো লেগেছে বাংলা ভাষার সুশীল ব্যবহার। ইংরেজি অনুবাদ যোগ করায় আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ও সহজতর হয়ে যাবে। ধন্যবাদ পরিচালকদের। ধন্যবাদ সকল চরিত্রকে যারা কঠোর পরিশ্রম করেছেন। আশা করি আমাদের মাতৃভাষার মান আপনারাই রক্ষা করবেন। ❤️
এটা যতটা ভালো নাটক, তার থেকেও বেশি ভালো একটা সাহিত্য। Unlimited love for Director, scrept writter, actor, actress.
খুব মিষ্টি গল্প...... কোলকাতা থেকে ভালোবাসা🇮🇳
মোশারফ করিম অভিনীত নাটক "যে শহরে টাকা উড়ে" দেখবেন, অনেক শিক্ষামূলক নাটক। ১০০% পছন্দ হবে আশা করছি
th-cam.com/video/16MRfZag60o/w-d-xo.html
लोमड़ी अपनी पूंछ डालकर केकड़े को पकड़ लेती है
পরিপূরক নাটকটা দেখেন🇧🇩
নাটকের নামটা খুবই ভালো লাগছে ☺
গজদন্তিনী বাংলা একাডেমি থেকে সমীকৃতি প্রদান করা হোক,কারণ হাতির দাঁতের মতো অনেক মেয়ের দাঁত আছে তাদের ডাকতে ছোট শব্দের খুবই অভাব,, এটা বেস্ট ডাকার জন্য 😁😁
দারুন ভালো লাগলো। কাহিনীর বিষয়বস্তুর অভিনবত্ব প্রশংসনীয়। আফরান নিশো ভাই ও মেহজাবিন বোনের দুর্দান্ত অভিনয়গুনে নাটক টা প্রানবন্ত হয়ে উঠেছে। পরিচালক মহাশয় কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা নাটক উপস্থাপন করার জন্য।
অসীম দত্ত, কলকাতা, ইন্ডিয়া।
46 মিনিটের নাটক দেখতে 56 মিনিট লেগে গেল। মাঝে মাঝে কল্পনায় চলে যেতাম, ফলে আবার কয়েক সেকেন্ড পর কল্পনা থেকে ফিরে এসে আবার পিছন থেকে দেখতে হয়েছে, এক সেকেন্ড মিস না হয়।
নাটকটি একসাথে তিন ঘণ্টা ধরে চলতে থাকলেও কোন সংস্কৃতিমনা মানুষ এতটুকু বিরক্ত হতেন বলে আমার মনে হয় না। অসাধারণ!
oh tai naki bro😘😘😘
Well said bro :)
আরিয়ান ভাইয়ের নাটকে নিশো ভাই আর মেহজাবীন আপু থাকা মানেই অন্যরকম কিছু 😊
দোয়া ও ভালোবাসা রইলো সবার জন্য ❤
মাত্র ৮ মিনিট দেখেই ভালো লেগে গেলো নাটকটা!! এবং কমেন্ট করতে লাগলাম। জানিনা পরের সময়ে গল্প কি হয়। তবে হাকিম ভাই আর মেমী আপার মতো কিংবদন্তীতূল্য শিল্পীদের দেখে পুলকিত হলাম! বাঁধাধরা কিছু ঘরোয়া অশিল্পীদের ভীড়ে নাটকগুলোর আসল মজাই হারিয়ে গেছে।
ধন্যবাদ পরিচালককে হাকিম ভাই ও মেমী আপাদেরকে ফিরিয়ে আনার জন্য।
২০২৪শে কে কে এসেছেন?
আমি
বাংলা নাটকের কিং আফরান নিশো 💞💞
বাংলার কিং অফ রোমাঞ্চ আফরান নিশো ❤❤
হবে নাকি বস এর জন্য একটা লাইক 🤘🤘
I am an Indian , I find BD natok is much better than Indian tele natok, Hats off Bangladesh , your natoks , cricket team under 19 and senior team is world class and also your currency is nearly equal value to Indian rupees .
Thanx for your nice complement
সত্যিই অসাধারণ, অসম্ভব ভালো লাগলো। 40 থেকে 45 মিনিটের মধ্যে এত সুন্দর একটি ভালবাসার গল্প ফুটিয়ে তোলা👌👌👌
এই নাটক দেখেই বঙ্গদেশী নাটক এর প্রেমে পড়ে গেছিলাম , love from India
Nice drama..
নাটকটি কবে ১০ মিলিয়ন হবে তার অপেক্ষায়...সাধারণের মধ্যে অসাধারণ একটি নাটক...Such a beautiful concept..
মিজানুর রহমানন অারিয়ান ভাই মানেই নাটকের অসাধারণ এক গল্প লাভ ইউ
হাই ক্যামি কামন আছো রে আমি ভালো নাই রে তোমাকে ছাড়া
গল্পটা যোবায়েদ আহসানের
খুব সুন্দর। ইন্ডিয়া থেকে বলছি। আপনাদের নাটক গুলোর সত্যি ফ্যান হয়ে যাচ্ছি দিনদিন। খুব ভাল। আরো এরকম নাটক দেখতে চাই।
Wow, from India??
Watch "Boro chele , Ekai 100, Big Problem, Tini amader bokor bhai, Cheleta Beyadob, I am Honest...etc.
Size does not matter নাটক টি দেখুন ।
Bangladesh er natok guli dekhben always i hop valo lagbe😊
বাংলা নাটকে অনেক কিছুই বুজার থাকে
মেহজাবীন নিশো তো অসাধারণ!!!!
সীমান্তের ওপাড় হতে বলছি।
জোবায়েদ ভাই.... গল্পটা আগেই পরেছি... পড়ার সময় যেমনটা ইমাজিন করেছিলাম... তেমন্টা ই ছিল.... অনেক ভালবাসা ভাই
Fb tw Porar somoy valoi lagcilo..
Akhon natok a dekhci.
Wow...
আমাদের পরের প্রজন্মের কাছেও আফরান নিশো এবং মেহজাবিন,জুটির নাটক গুলা সেরাই থাকবে।❤️❤️❤️
সহমত
Porer projonmo jedike agachche mone hoyna eder bangla natok dekhar moto dhorjo achhe ba thakbe
আমাকে হারিয়েছো মানে, তুমি কেবল আমাকেই হারাওনি। আমাকে হারিয়েছো মানে, তুমি হারিয়েছো এক জোড়া প্রার্থনারত হাত। যে হাত আল্লাহ র কাছে আকুল হয়ে চাইতে থাকে, তোমার মঙ্গল হোক।
আমাকে হারিয়েছো মানে, তুমি কেবল আমাকেই হারাওনি। হারিয়েছো নিষ্পাপ মোনাজাতে ক্রন্দনরত গাঢ় প্রেম।
আমাকে হারিয়েছো মানে, নিজের কাছে নিজেই হেরে গেছো গোপনে।
2023 সালে কে কে এই অসাধারণ নাটক টি একবার হলেও দেখেছেন 🥰💖
আমি ভাই
ami😴
আমি
ভ্যালেন্টাইনস উপলক্ষে আসা সকল নাটকের মধ্যে আমার কাছে এটাই ভালো লেগেছে।
সংলাপ গুলো গোছানো।
অতিরিক্ত আবেগ একদম নেই।
বাস্তবতার সাথে পুরো খাপ খাওয়া একটা নাটক। আর আফরান নিশো ভাইয়ের সংলাপ নাটকটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে।
মিজানুর রহমান আরিয়ান মানেই ভালোবাসাগুলোকে অন্যরকম করে দেখা ❤
আসলেই ভাই আপনি একটা জিনিয়াস 🔥
❤️❤️❤️
লাল চোখে ঘুম লুকিয়ে, আসি তোমার দুয়ারে,
ফুলগুলো যায় শুকিয়ে আহা....
বাসি তোমায় ভালো,ঠিক নাকি ভুল জানিনা,
দিনগুলো আর কাটেনা আহা.....
কিছুটা তোমার কাছে এসেছি.....
কিছুটা তোমায় ভালোবেসেছি..
তোমার কবিতায়...
আমি তো কবি নই।
তোমাকে পাবো তাই,
তোমার প্রেমে আমি পড়ে রই।।😍
নাটক-গজদন্তিনী
অভিনয়ে- Afran Nisho,Mehazabien Chowdhury
পরিচালনায় - প্রিয় Mizanur Rahman Aryan ভাই
Afran nisho fc vi. tume. all Tha. bast
Afran nisho fc ভাই তোমার ভুয়াপুর সারন। গায়ে কথা মনে পরে না ভুলে গেছে আমাদের।
আমি শতভাগ নিশ্চিত গল্পটা যোবায়েদ আহসানের ফেসবুক আইডি থেকে নেওয়া হয়েছে।। কিন্তু যাই হোক গল্পটা আমার খুব প্রিয়।। ধন্যবাদ যোবায়েদ আহসান এবং বঙ্গ টিভিকে এই গল্পটা সকলের কাছে পৌছে দেওয়ার জন্য।।
"বস সবসময় বস" অস্থির হেয়ার স্টাইল। কার কার ভালো লাগে এরকম হেয়ারস্টাইল।
বহু বছর পর আজিজুল হাকিমের নাটক দেখে খুব ভালো লাগলো , উনাদের মতো জাত অভিনেতারা আবারো বাংলা নাটকে ফিরে আসুক।
নাটকটাও ভালো ছিলো।
Vai re natok ta Mizanur Rahman ariyan er
Natok ta to Mizanur Rahman Ariyan er
@@ek8871 azizul hakim ke chinen na kon generation apnara.
Fupar character je korse uni Azizul hakim lol
he onek din oor Azizul hakimke deklam
@@rafiulislam3881 কি একটা অবস্থা দেখেন, আজিজুল হাকিম কে চিনেনা। অনেকদিন পর দেখে মনটা খারাপ হয়ে গেল এত ছোট কমিক পার্ট আর কেমন বুড়িয়ে গেছেন। অথচ উনারা কত হ্যান্ডসাম ছিলেন আর কত সুন্দর ভারিক্কি অভিনয় করতেন।
কখনো কোন নাটকে কমেন্ট করি না। আজ না করে পারলাম না। মন ছুঁয়েছে ❤️
ঠিকই বলেছেন
Same here
আসলে এই নাটক গুলো দেখে অনেক কষ্ট ... না... বলতে পারেন এক প্রকার হিংসা হয়।
শুধু ভালবাসতে মণ চাই ... বাট এই স্বার্থের দেশে এমন স্বার্থবিহিন ভালবাসা আশা করাটা বিলাসিতা ! ভাল থাকুক এমন স্বার্থহীন ভালবাসার মানুষগুলো।💞💞
Who is best?
Like : Afran Nisho
Comment : Apurba
Apurba is the best 😍😍😍
Apurba
Both are best,both of them are best on their own charecter
Apurba is always best😊😊😊😊😊☺☺☺☺☺
Afran nisho and apurbo dui joni best
খুব সুন্দর। নিশো আর মেহজাবিন আমার খুবই প্রিয় অভিনেতা। কোলকাতা থেকে অনেক ভালোবাসা রইল। আরো ভালো নাটকের অপেক্ষায় রইলাম। ❤
I love monoj,,,
😁😁😁😁
@kalyan pramanik Act here as Shahed,,,,the admin cader. Mehjabin's Uncles choice.
I love his acting always,,,,the way of his talking, walking,loving just wow!
কেমন আছেন সবাই,,,
কে কে মোবাইল হাতে নিয়ে বসে ছিলেন গজদন্তিনী নাটকটি কখন আসবে দেখার জন্য,, আপনাদের সবাই কে ধন্যবাদ নাটকটি দেখতে অপেক্ষা করেছেন,,, উপভোগ করুন আপনাদের সবার প্রিয় নাটক,,,,, জগদন্তিনী,,,,, নাটকটি,, ভালোবাসা অবিরাম ❤❤❤❤
আমি ছিলাম
Afran nisho fc nice
আমি ছিলাম
আসলে কি নাটক আসবে সেটাতো জানিনা তবে আফরান নিশু মানি বস আর বস এর নাটকের অপেক্ষাই থাকি সব সময় আপনার জন্য দোয়া ও ভালো বাসা অবিরাম,
ভালো লাগছে ভাইয়া নাটকটি দেখে।এইভাবেই কাজ করে যান সারাজীবন এই কামনাই করি।যাইহোক আমি কিন্তু আপনার এলাকারই একজন।ভূয়াপুরের ভারই গ্রামের।
আমি সাধারণত নিশুর কোন নাটক মিছ করি না কিন্তু এটা কীভাবে যেন মিছ হয়ে গিয়েছিল আজ দেখলাম অসাধারণ ছিল নাটকটা 😍😍💕💕💕
পুরো নাটকটায় হিমু হিমু একটা ভাব আছে ❤️
Hm dialogue gulo himur moto
Hm dialogue gulo himur moto
Hmm ami toh first a himu i vabchi
সুন্দর গল্প ।।রুমকি কে দেওয়া জন্মদিন এর উপহার টা খুব নতুনত্ব ছিল।।❤️❤️❤️
hmmm
Mehazabien's soft appearance😍 Afran Nisho's lovely co-operation, writer’s extraordinary story and script, director's wonderful direction made this simple drama an extraordinary one😍
❤❤
Shudhui crush
Both are Outstanding.....
Majaven apo tomaka anak valo laga i love apo
Such a waste of time and talent. এই পরিচালক এর কাজ ভালো হয় সবসময় কিন্তু এটা কি গল্প ভাই? পুরো টা নাটক শুধু এই আশায় দেখলাম যে এই হয়ত কোন ইন্টারেস্টিং কিছু আসবে বা এই হয়ত গল্পে কোন মোড় আসবে। Totally wasted my 45 minutes.
নিশো মেহজাবিন আরিয়ান এদের এত এত ভালো কাজ দেখার পর এরা কোন নাটকে আছে মানে আমরা ধরে নেই নাটকটি দেখতে বসে সময়ের অপচয় হবে না। কিন্তু ধুর। নায়িকার এন্ট্রির আগ পর্যন্ত সিন গুলো এতো টেনে লম্বা করেছে বুঝাই যাচ্ছে কোন কাহিনী নেই তাই ইচ্ছে করে সময় ক্ষেপন। নাটকের লেখককে একটা জুতা মারা দরকার এত সিম্পল কাহিনী নিয়ে নাটক লেখার জন্য। Dear writer, have some shame before calling yourself a writer.
এতো ভালো নাটক আমাদের দেশে তৈরি হয় জানতাম না, যেমন গল্প তেমনই বিস্ময়কর অভিনয়, অসংখ্য ধন্যবাদ নিশো ও মেহজাবিন মাশাল্লাহ 🍀🌹☘️
অসাধারণ...!!! স্ক্রিপ্টে খুব অদ্ভুত সরলতায় বর্ননা ও গল্পের গতিপ্রবাহ সাবলীল ছিল...!!!হুমায়ূন আহমেদ স্যারের ছায়া খুঁজে পেয়েছি গল্পের কথকের মাঝে..!!! সাবলীলভাবে প্রানবন্ত..!!! ❤❤❤
ঠিক বলেছেন।
সত্যি
আই থিংক, ভাই হুমায়ন প্রেমি!
@@aryan3058 না ভাই, আমি সাহিত্য প্রেমিক..!!!
Hea setai... Besh himu himu ekta vab ase...
অসাধারণ একটা নাটক! মনে হলো হিমু আর রূপার প্রেম দেখলাম..!! নিশো ভাইয়ার কথা বলার ভঙ্গি দেখে খুব মুগ্ধ হয়েছি! আর মেহজাবিনকে নীল জামদানী শাড়িতে কি যে সুন্দরী লাগলো ভাষায় বলে বোঝানো যাবে না! ফুপু, ফুপাকেও খুব মজার জুটি লাগলো...! সব মিলিয়ে একটা অসাধারণ নাটক! মনে রাখার মত..!
Hmm
Sadia Sabrin হিমু - রূপার কোন বইতে তাদের মধ্যে প্রেম ছিলো এটা আমাকে বলতে পারবেন 😒
হিমুরা কোনো মেয়ের জন্য পাগল হয় না কিংবা প্রেম তোহ দূরের কথা মায়াও পড়ে না আর রুপারাও এত ক্যাটক্যাটে হয় না 😒
আগে বই পড়েন আফা
আফরান নিশো ও মেহেজাবীন চৌধুরী সুপার হিট জুটি ধন্যবাদ ❤
মিজানুর রহমান আরিয়ান মানেই নাটকে সুপারহিট ❤
আমাদের কুমিল্লার গর্ব,
মিজানুর রহমান আরিয়ান😍
আরিয়ান ভাই এর সব গুলো নাটক অনেক অনেক সুন্দর, সব গুলো নাটক জীবন এর সাথে মিল আছে 😎 ধন্যবাদ আরিয়ান ভাই আমাদের এই রকম নাটক উপহার দেয়ার জন্য 😗😗
সত্যিই নাটকটা অসাধারণ 😍
আরিয়ান ভাই কি কুমিল্লার সন্তান নাকি
আমাদের টাঙ্গাইলের গর্ব আফরান নিশো....
@@farukmiah8996৷৷৷৷৷৷৷৷৷৷৷ ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ ৷৷৷ ৷৷৷৷৷৷৷৷ ৷ ৷৷ ৷৷৷৷৷ ৷ ৷ ৷৷ ৷ ৷ ৷ ৷৷৷৷ ৷ ৷
@@ohidurhasan931 hello
@@mdasadhimu5026 আমার আফরাননিসু ভাইকে খুবই ভালো লাগে অপূর্ব থেকে অনেক বেশি আমি কুমিল্লা থেকে
ভালবাসার মত এত সুন্দর ফিলিংস মনে হয় আর কিছু নেই পৃথিবীতে ,ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেয়ার জন্য🌹
এবারের ভালোবাসা দিবসে আমার এই পর্যন্ত দেখা নিশো-মেহু ’র বেস্ট নাটক।💝
অনেক..অনেক..অনেক....... ভালো লাগছে।😘❣️🥰
এক কথায় অসাধারণ...👌💯🔥
সাহিদ এর কথাগুলো যেন মন ছুয়ে গেল। অনেক সুন্দর একটা রোমান্টিক নাটক দেখলাম ❤.... ভারত থেকে অনেক ভালোবাসা রইল💖
রেটিং: ৮/১০
অনেক আজে বাজে নাটকের মাঝে অন্যরকম একটা নাটক। পুরা নাটকে আরেফিন নিশো একলাই অসাধারণ টেনে নিয়ে গেছে। সাধারণ গল্প, অসাধারণ ডায়ালগ আর অভিনয়ে উতরে গেছে।
মিজানুর রহমান আরিয়ান একটা ধন্যবাদ পেতেই পারেন।
শেষ হওয়ার সময় মনে হচ্ছিলো আরো কিছুক্ষন চললে আরো ভালো হতো। অসম্ভব সুন্দর, সাহিত্যে ভরপুর। বাংলার যথাযথ সন্তান এই নাটকটি। নিশোর ভয়েস দারুন হয়েছে।
কিছু মানুষের উদ্দেশ্য বলতেছি
যারা এখানে ইসলাম নিয়ে কমেন্ট করবেন
লাইক এবং রিপ্লাই পাওয়ার জন্য
তাদেরকে দয়া করে বলছি🙏 এটা ইসলাম প্রচার করার জায়গা না, তার চেয়ে বরং আপনার চার পাশের মানুষ গুলোকে ইসলামের দাওয়াত দিন এটাই উত্তম হবে।
সত্যি তাই।
ভাই একমত
ইসলামের দাওয়াত সব জায়গা দেওয়া যাই,অাপনি একটু জানুন
@@rkrakib2533 ইসলাম দাওয়াত টা সেখানেই দিতে হবে যেখান থেকে আমি মানুষকে ইসলামের পথে আনতে পারবে।
আমিও প্রায় সব নাটকের নিচে এই ধরনের কমেন্ট করা লোকগুলিকে বোঝাই, তবে খুব খারাপ ভাষায়,,,
খুব সুন্দর নাটক।।। বিয়ে করলেও তুমি বলতে পারবে না 😀😀😀~ গযদনটিনি From Kolkata 🇮🇳🇮🇳
Boss এর চা খাওয়ার স্টাইলটা সেই ছিলো👌
৪ টা টি-প্যাক 😁
ha ha ha. r8
Haha thik bolcen baiya
Shotti
😂😂😂
ফিনিক ছিল joss
ভাষাশৈলীটা প্রমিত বাংলা। অত্যন্ত ভালো লেগেছে। আর স্ক্রিপ্টও যথেষ্ট সামাজিক।
সেরা🤍
সাধারণ একটা গল্পকে অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে আফনান নিশোর কণ্ঠে পুরো নাটকের কাহিনী টা বলা হয়েছে। অনেক ভালো স্কিনপ্লেয় ছিলো সবকিছু মিলে অনেক ভালো লাগছে 💕
ভাই বানান টা ঠিক করে লিখেন
Dkhdi
Such a waste of time and talent. এই পরিচালক এর কাজ ভালো হয় সবসময় কিন্তু এটা কি গল্প ভাই? পুরো টা নাটক শুধু এই আশায় দেখলাম যে এই হয়ত কোন ইন্টারেস্টিং কিছু আসবে বা এই হয়ত গল্পে কোন মোড় আসবে। Totally wasted my 45 minutes.
নিশো মেহজাবিন আরিয়ান এদের এত এত ভালো কাজ দেখার পর এরা কোন নাটকে আছে মানে আমরা ধরে নেই নাটকটি দেখতে বসে সময়ের অপচয় হবে না। কিন্তু ধুর। নায়িকার এন্ট্রির আগ পর্যন্ত সিন গুলো এতো টেনে লম্বা করেছে বুঝাই যাচ্ছে কোন কাহিনী নেই তাই ইচ্ছে করে সময় ক্ষেপন। নাটকের লেখককে একটা জুতা মারা দরকার এত সিম্পল কাহিনী নিয়ে নাটক লেখার জন্য। Dear writer, have some shame before calling yourself a writer.
এখন রাত ২টা বাজে। নাটক টা দেখতে দেখতে ঘোর এ ছিলাম। বাংলাদেশের নাটক খুব দ্রুত maturity পাচ্ছে। তেমনি অধোগতি হচ্ছে আর এক বাংলার নাটকের। আপনারা একজন রত্ন পেয়েছেন মেহেজাবিন ম্যাডাম কে। এমন অভিজাত ব্যাক্তিত্ব সম্পন্ন নায়িকা কম আছেন। নিষ্ঠা নিয়ে কাজ করলে উনি ওপার বাংলার সুচিত্রা সেন হবার ক্ষমতা রাখেন। উপরালা উনাকে আশীর্বাদ করুন।
সত্যি মন ভালো করার মত একটা জিনিস দেখলাম, কুর্ণিশ জানাই গল্পের লেখক কে☺☺
"দিলেন তো মনটা খারাপ কইরা"
নাটকটাই শেষ
আসলে অনেক দিন পর বাংলা নাটক দেখে মনটা ভাল হল
ধন্যবাদ নাটকের সাথে সংশ্লিষ্ট সকলকে
এক সময়ের হিট নায়ক আজিজুল হাকিমকে দেখে বেশি ভালো লাগলো।সময় আর বয়সের সাথে কেউই পারেনা....দুই যুগের দুই সেরা নায়ক...নিশোও একদিন হাকিমের জায়গায় চলে যাবে, নিশোর জায়গাটা আবার অন্য কেউ এসে দখল দিবে অন্য নামে।ভিন্ন ধাচের নাটক আসলে রিফ্রেস করায়।হাকিমের অভিনয় টা আসলেই অনেক ভালো লেগেছে।
অনেকদিন উনি কি মিডিয়ার বাহিরে ছিলেন? এই প্রথম এত বয়সে দেখলাম
Konta Hakim?
@@ratulroy458,, ফুফা
@@nahiyannayim1494 ok thanks
Aziziul Hakim Etota buro hoyeche, vabtei obak lagche. BTV te onar natok dekhechi prochur
একদম শেষের গানটা কতজন শুনেছে জানি না।যারা শুনেছে তারাই জানে কি মিষ্টি একটা গান।কারা শুনেছেন?
টেলিভিশনে মিস করেছি,,ইউটিউবে দেখা শুরু করলাম,,ভাল কিছুর আভাস পেয়েছিলাম ট্রেলারে, আশা আছে প্রত্যাশা পূরণ হবে 😍
Saif-Ul-Alam Rana ক
জীবনসঙ্গী ভাল হলে সারা বছরই ১৪ ফেব্রুয়ারী😍
আর না হলে সারা জীবনই
২৫ শে মার্চ😂😂
Yap..bro
Vaire ami goinna 11 bar like disi apnr kotha ta akdm hesa
খুব ভালো বলছেন ভাই
সত্যিই বলছেন
রাইট কিন্তু আপনার কথাটা অনেক মজা পাইলাম
Amader Indian serial ja 5 years tene o dekhate pare na Bangladesh e serial ta 50 minute ei dekhiye dei
Outstanding
Onek valobasa roilo epar Bangla theke
Kolkatai kon jaigai ?
Eta ekdom sotti ..
Ami o Bangladeshi natoker khub Fan
🤗🤗
Mistake 50 min o lagena.45 min ei complete
আজকালর ছেলেমেয়েরা প্রেমে পড়লে সবার আগে যে জিনিসটা হারায় সেটা হল ব্যক্তিত্ব 😱😱😱😱
সময় উপযোগী একটা কথা 👌👌👌👌
হুম ঠিক
কি দেখলাম। এতো সুন্দর কনসেপ্ট, জাস্ট মনমুগ্ধকর। খুবই ভালো লাগলো। অসাধারণ।
মিজানুর নামের লোকজন একটু বেশি ক্রিয়েটিভ। হ্যাটস অফ মিজানুর আরিয়ান❤
আপনি হুমায়ুন স্যার কে চিনেন ?
হিমু আর মাজেদা খালা চরিত্রের সাথে অনেক মিল পাচ্ছি😍
ভালোবাসা দিবসের এত সাজানো গোছানো একটা নাটক অনেকদিন পরে দেখলাম। গত কয়েকবছর ধরে ভালোবাসা দিবসের নাটকগুলো তেমন ভালো লাগেনি। এই বছরের সবচেয়ে সুন্দর নাটক
th-cam.com/video/ykX7WmKQdjk/w-d-xo.html
🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝
watch till end and share!!
অসংখ্য মানুষকে প্রেমে পড়তে বাধ্য করার মত একটা নাটক,অসম্ভব ভালো লাগলো
গল্পের নামটা ভীষণ সুন্দর। নিশো ভাইয়ার অভিনয় অসাধারণ। মন ছুঁয়ে গেল।উনি আরো ভালো ভালো নাটক আমাদের উপহার দেবেন তারই অপেক্ষায় রইলাম। god bless you.ভালো থাকবেন,সুস্থ থাকুন।ভালোবাসা অবিরাম🇮🇳
মাননীয় স্পিকার আমার একটা দাবী,
You tube এ ❤❤ love রিয়েক্ট চাই।
এক কথায় অসাধারণ ❤
ha ha ha
😂😂😂apnar asha obbossoi puron hobe😜
@@sasumaiya5899 অপেক্ষায় আছি,,,🤣🤣🤣
Jahid Hasan Jidhan ❤️❤️❤️❤️
❤❤❤❤❤
গজদন্তিনী .. নামটা জানা ছিল নাহ! গজ দাঁত নিয়ে খুব রাগ ছিল.. কিন্তু এখন অনেকটা ভালো লাগছে .. ☺ নিশোর লুক টা সত্যিই দারুণ ..
গেজ দাতওয়ালা মেয়েরা দেখতে ভালোই হয়
❤
দারুন রোমান্টিক লেগেছে আমার নাটক টা।।।।।নিশো ভাইয়ার অভিনয়ের কোনো তুলনা হয় না
ভাই আমি খুজছিলাম কেউ আজিজুল হাকিমকে নিয়ে কমেন্ট লিখলো কিনা? ছোটবেলার নায়ক(বিটিভি)। বাবা,মা আপু একসাথে বসে দেখতাম।এখন চারজন তিনজায়গায়।তাই ৭/৮ বছরের সেই স্মৃতি মনে পড়ল।
He is a great actor really
All should flow him
সাখাওয়াত ভাইয়ের থেকে ব্লাড নেওয়াটা সেই ছিলো🤣🤣
R8😆😆😆😀😀😀😅😄😅🤣😂🤣😂😂🤣😃😃🤣
একটু আস্তে ঢুকাইয়েন। 😅
আমি খুব একটা ইউটিউবে কমেন্ট করি না,,কিন্তু এই নাটকটা দেখে মনে হল একটা কিছু লিখি। একটা ভাব আছে নাটকটাতে,,,কিছুটা হিমু হিমু,ভালই লাগল।
একটা সময় পর মানুষ আর সৌন্দর্যের পিছনে ছোটে না,
একজন বিশ্বস্ত মানুষ খোঁজে।❤️🖤
আরফান নিশোর নাটক গুলো খুবই ভালো হয় তিনি এক-এক নাটকের এক এক রকম অভিনয় করতে পারেন যা সত্যিই আমার ভালো লাগে
গল্পটা বইপকা গ্রুপে প্রথম পরেছিলাম।
এর পরবর্তী পার্ট গুলোও চাই।
Amio porsi bhai but onno grp a
Thik amrao dekte chai
অদ্ভুত ভালোলাগার একটা নাটক দেকলাম......... নিশো এর প্রপোজ করার স্টাইলটা দারুন লাগলো......কেমন জানি একটা নতুনত্ব আছে। নাটকের লেখক ও পরিচালককে অনেক শুভকামনা.......
th-cam.com/video/ykX7WmKQdjk/w-d-xo.html
🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝
watch till end and share!!
দারুণ হয়েছে এগিয়ে চল নিশো তোমার গলার স্বর খুব সুন্দর তোমার গলায় কবিতা শোনার অপেক্ষায় রইলাম। আসানসোল ধন্যবাদ
আজিজুল হাকিমকে অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো❤❤
নাটক প্রেমিক অনেক আগে থেকেই, আজকে নাটকের ভাষা শৈলীর প্রেমে পরসি…..
অসাধারণ ভাষা শৈলী❤❤❤
কে কে আমার মতো,নাটকের পাশাপাশি কমেন্ট গুলো পড়তে এসেছেন???
ami
আমি 😊
Ami
Ami 😅
ki comment porbo...?
sob jaygay dormo niye barabri kore...
kono fact na bujei dormio comment kore nijek abal proman kore..
অনেকদিন ধরে নাটকটা দেখার ইচ্ছে ছিল, আজ দেখেই নিলাম।
মিষ্টি একটা প্রেমকাহিনী!! মেহেজাবিন-নিশো জুটি কখনো নিরাশ করেননি, এবারও তার ব্যতিক্রম হয়নি।
তবে,আরিয়ান ভাই শেষটা অসম্পূর্ণ বা দুঃখময় রাখেননি 🥰
বরাবরের মতোই
এটাও ধামাকা 💓
বস বলে কথা
Just nothing to tell as an Small Assistant Director from India I feel proud of you all my Bengal our Bangladesh industry works are just crossing it's level to wards higher Special thanks to the whole team
And expecting I will visit soon with the team... All the love and support from India
At par with Telegu Film industry.... better than Bollywood...
এক কথায় অসাধারণ 😍😍
নিশো ভাইয়ের মধ্যে হিমু হিমু ভাব 💛💛
right bro
Yes
হলুদ পাঞ্জাবিটা মিস করেছি শুধু🙃
রোমান্টিক একটা নাটক...দারুণ ।
নিশো আর মেহজাবিনের সাথে ছোট চরিত্রে মনোজও কিন্তু দুর্দান্ত ।
Lots of love from Kolkata ❤💙❤💙
🧡🧡🧡🧡from🇧🇩
"কে তোমাকে ভালোবাসে সেটা দিয়ে বিচার করতে যেও না...
বরং,তুমি কাকে ভালোবাসো সেটা খুঁজে দেখো..."❤️😊
এই দুটো line দারুন লাগলো...❤️😊
❤❤
অনেক দিন পরে হুমায়ুন স্যারের লেখনীর ফিল পাইছি❤❤❤❤❤
মনে হয়েছে কোন হিমুর বইয়ে ডুবে আছি।
thik koychen .
Amar mone hoice himur kahini
আমার ও এমনটা মনে হয়েছে।
সাখাওয়াত ভাইয়ের থেকে ব্লাড নেওয়ার টেকনিক টা জোস ছিলো😂🤣😂🤣😂🤣