কিভাবে অন্যের নামে চেক বুক লিখতে হয়। how to write a check book

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • কিভাবে অন্যের নামে চেক বুক লিখতে হয়। how to write a check book
    ‪@own-logic‬
    ব্যাংকের চেক লেখার নিয়ম জানতে হলে অবশ্যই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে এগুলো মানতে হবে। তাহলে আপনি ব্যাংক কর্তৃপক্ষ থেকে চেক বই পাবেন এবং চেক লিখতে পারবেন এবং টাকা উত্তোলন করতে পারবেন। তাছাড়া মূল কথা হচ্ছে চেক বই লেখার কিছু নিয়ম রয়েছে নির্দিষ্ট অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মনে রাখতে হবে।
    আমি যদি আপনাদেরকে শুধু মুখে বলি আপনারা বুঝতে নাও পেতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি একটি ব্যাংকের চেকের ছবি আপনাদেরকে দিব আপনাদের বোঝার ক্ষেত্রে।
    আপনি যখন চেকটি লিখবেন তখন অবশ্যই আপনাকে একটি সেফ জায়গায় যেতে হবে। যেন কোন ব্যক্তি আপনার পার্সোনাল তথ্য জানতে না পারে এজন্য আপনাকে একটি নিরিবিলি জায়গায় এবং একলা এই কাজটি করতে হবে।
    আপনি যখন চেকটি লিখবেন তখন অবশ্যই আপনি যদি ইংরেজিতে একটি লেখেন তাহলে পুরো চেক ইংরেজিতে লিখবেন। আর আপনি যদি বাংলাতে লেখেন তাহলে সবকিছু বাংলাতে সম্পূর্ণ করবেন। কেননা চেক লেখার ক্ষেত্রে আপনি যেই ভাষা দিয়ে লিখবেন সেই ভাষায় ব্যবহার করতে হবে। যে কোন একটি।
    আপনার চেকটি লেখা শুরু করার আগে একেবারে উপর থেকে শুরু করে নিজ পর্যন্ত মনোযোগ সহকারে খুব ভালোভাবে দেখে শুনে যদি কথাও ভুল থাকে তাহলে সেটি ভালোভাবে দেখবেন তারপর লেখা শুরু করবেন।
    যেকথাটি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে লেখার সময় এক লেখা বারবার লিখবেন না এবং যেন লেখার উপর কোন দাগ না পড়ে সব সময় যেন স্বচ্ছ পরিষ্কার দেখা যায়। যদি দাগ পড়ে তাহলে কিন্তু পরবর্তীতে এটি নিয়ে অনেক বড় সমস্যা হতে পারে।
    আর আপনার ভুলবশত যদি কোথাও কোন সমস্যা হয়ে যায় তাহলে অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এবং কোন লেখা যদি আপনি কেটে দেন তাহলে 1 টানে লেখাটি কেটে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি একটানে না কাটেন তাহলে লেখা অনেক ঘিচিমিচি হয়ে যাবে এবং দেখতে খারাপ লাগবে এবং সমস্যা হতে পারে পরবর্তীতে।
    লেখার মধ্যে প্রয়োজনীয় ধরুন যে দাড়ি কমা ফুলস্টপ এগুলো ব্যবহার করতে হবে এবং যেগুলো আপনার প্রয়োজন হবে লিখতে সেগুলো ব্যবহার করতে পারেন সে ক্ষেত্রে কোন সমস্যা হবে না।
    এগুলো হচ্ছে একটি ব্যাংকের চেক লেখার গুরুত্বপূর্ণশর্তাবলী। এগুলো আপনাকে পালন করতেই হবে তাছাড়া আপনি ব্যাংকের চেক লিখতে কখনোই পারবেন না।
    #বিস্তারিত
    চেক লেখা শুরু করার আগে আপনাকে একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে ব্যাংকের চেক কিন্তু তিন ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে গ্রাহকের অংশ অর্থাৎ যে ব্যক্তিটির টাকা উত্তোলন করবে সে ব্যক্তির একটি অংশ পাবে মূল চেক থেকে। আরেকটি অংশ হচ্ছে ব্যাংকের অংশ যেটা অর্ধেক পাবে মূল চেক থেকে।
    কিভাবে অন্যের নামে চেক বুক লিখতে হয়। #how to write a #checkbook ‪@own-logic‬
    এবং বাকি অর্ধেক পাবে টোকেন থেকে। এবং তৃতীয়ত হচ্ছে টোকেন যা ব্যাংক কি আপনাকে প্রদান করবে। যখন চেক লিখবেন মূল চেক কিন্তু লিখে ব্যাংকে জমা দিতে হবে ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু আপনাকে ফেরত দিবে না।
    প্রথমত অগ্রণী ব্যাংকের সিলমোহর সহ যাবতীয় তথ্য যেগুলো চেক বইয়ে লিখা রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। যদি সেখানে কোন সমস্যা থাকে তাহলে সেটি সংশোধন করার জন্য ব্যাংকের কর্মীদের সাথে যোগাযোগ করবেন এবং আর আপনি যদি সেটি সংশোধন করতে পারেন তাহলে সংশোধন করতে পারেন।
    ব্যাংকের লোগোর নিচে লেখা আছে শাখা সেখানে লিখতে হবে আপনি যেই ব্যাংকের যেখানকার শাখার অন্তর্ভুক্ত রয়েছেন সেখানকার শাখার নাম সম্পূর্ণটা লিখতে হবে।
    এরপর আপনি যাকে টাকা প্রদান করবেন কিংবা আপনি যদি নিজে উত্তোলন করতে চান তাহলে ওইখানে ওই ব্যক্তিটির নাম লিখবেন এবং আর আপনি যদি টাকা উত্তোলন করেন তাহলে ওইখানে লিখবেন যে নিজ।
    এখন লিখতে হবে টাকার পরিমান প্রথমে লিখা আছে বাংলায় লিখুন তখন আপনি লিখবেন যে ধরুন আপনি ৫০ হাজার টাকা উত্তোলন করতে চাচ্ছেন। তাহলে ওইখানে লিখবেন ৫০০০০ টাকা মাত্র। এটি কিন্তু আপনাকে বাংলায় লিখতে হবে।
    এবার টাকার পরিমাণ আপনাকে সংখ্যায় লিখতে হবে যেমন লিখবেন যে ৫০০০০। এইভাবে আপনাকে লিখে সম্পূর্ণ করতে হবে।
    এরপর চেকের উপরে ডান সাইটে লেখা থাকবে তারিখ সেখানে আপনি যেই তারিখে টাকা উত্তোলন করবেন সেখানে ওই তারিখটি বসিয়ে দিবেন।
    এখন দেখবেন নিচে লেখা রয়েছে হিসাব কারীর স্বাক্ষর সেখানে যে ব্যক্তিটি হিসাব করবে সেখানে তার স্বাক্ষর আপনি নিয়ে নিবেন।
    আপনি এভাবেই একটি অগ্রণী ব্যাংকের চেক লিখতে পারবেন কোন ঝামেলা ছাড়াই। এবং চেক ব্যাংকে জমা দেওয়ার পর আপনাকে একটি কাগজ দিবে সেখানে আপনার টাকা উত্তোলনের রিসিভ রয়েছে। সেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। বন্ধুরা আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন অগ্রণী ব্যাংকের চেক লেখার নিয়ম।
    ম্পর্কে এখন যদি আপনাদেরকে যে কোন ব্যাংকে চেক লিখতে দেয়া হয় আশা করি আপনারা প্রত্যেকটি ব্যাংকের চেক লিখতে পারবেন। আমার এখন মনে হয় যে আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তর আপনারা খুব ভালোভাবেই জানতে পেরেছেন এইখান থেকে।
    লেখকের শেষ কথা
    প্রিয় বন্ধুরা আজকের এই আর্টিকেলটিতে মূলত অগ্রণী ব্যাংকের চেক কিভাবে লিখতে হয় এ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনি যদি আমার এই আর্টিকেলটি থেকে কিছু সঠিক তথ্য জানতে পারেন এবং শিখতে পারেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে পোস্টটি শেয়ার করবেন।

ความคิดเห็น • 12

  • @zahid20243
    @zahid20243 14 วันที่ผ่านมา +1

    Vua

    • @own-logic
      @own-logic  14 วันที่ผ่านมา

      Thanks

  • @YuioYiio-g2v
    @YuioYiio-g2v 6 วันที่ผ่านมา +1

    আমার বাবার একাউন্ট থেকে কি টাকা তুলতে পারবো।

    • @own-logic
      @own-logic  4 วันที่ผ่านมา +1

      আপনার বাবার স্বাক্ষর লাগবে।

  • @user-wi4iu5ut6v
    @user-wi4iu5ut6v 6 หลายเดือนก่อน +2

    👍

  • @mdfahimalam4667
    @mdfahimalam4667 4 หลายเดือนก่อน +2

    Banglai lekha jabe?

    • @own-logic
      @own-logic  4 หลายเดือนก่อน

      ji likha jabe

  • @mdmahdi9411
    @mdmahdi9411 4 หลายเดือนก่อน

    যে নাম্বার দিয়ে একাউন্ট খোলা.. ঐ নাম্বার দেওয়াই কি আবশ্যক .??

    • @own-logic
      @own-logic  4 หลายเดือนก่อน

      বুঝলাম না ভাই।

    • @RIAZhossain-d3c
      @RIAZhossain-d3c หลายเดือนก่อน

      না বুঝার কি আছে আবাল?

  • @saadimohammadsaadi6287
    @saadimohammadsaadi6287 23 วันที่ผ่านมา +1

    স্যার তিন বছর আগে একটা প্রতিষ্ঠান থেকে আমাকে সেলারি একাউন্ট খুলে দিয়েছিল, কিন্তু তখন আমার সিগনেচার কিভাবে দেওয়া হয়েছিল সেটা মনে নেই, এখন টাকা তোলার ক্ষেত্রে কি করতে পারি?

    • @own-logic
      @own-logic  21 วันที่ผ่านมา

      ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট এর জন্য ।
      আপনার আইডি কার্ড ও চেক বই সাথে নিয়ে ব্যাংকে যোগাযোগ করুন ।