সূর্য আরশের নিচে সিজদা করে ব্যাখ্যা || নাস্তিকদের প্রশ্নের জবাব || Nastikder Proshner Uttor

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @TrueSkills
    @TrueSkills  5 ปีที่แล้ว +664

    নিশ্চয় আমার রব আল্লাহ,তিনি ব্যতীত আর কোন রব নেই

    • @happyhomesm4170
      @happyhomesm4170 5 ปีที่แล้ว +8

      আপনার কাছে অনেক বার বলেছি আবার বলছি কোরআন ও হাদিস পড়ে শিরক ও প্রচলিত বিদআত নিয়ে কথা বলেন যা এখন সমাজের জন্য গুরুত্বপূর্ণ

    • @tahiaferdous3626
      @tahiaferdous3626 5 ปีที่แล้ว +3

      ভাইয়া আরেকটু ধীরে বললে মনে হয় ভালো হয়

    • @mduzzol2761
      @mduzzol2761 5 ปีที่แล้ว

      bay tnx

    • @atikislam2179
      @atikislam2179 5 ปีที่แล้ว +9

      আলহামদুলিল্লা . ভাই আমি india থেকে বলছি. আমি এই হাদিস নিয়ে অনেক সমস্যায় ছিলাম. এই video দেখার পর বুজতে পেরেছি. আল্লাহ্ আপনার বুঝশক্তি আরো বেশি দান করুক...আমিন.
      ভাই আমি আপনার প্রথম সময়ের friend.আগের একটা video তে আপনার মোবাইল নাম্বারটা চেয়েছিলাম আমার প্রশ্ন করার জন্য .তার মধ্যে এই প্রশ্নটা একটা . আমি আপনার নাম্বারটা পাইনি.আপনার নাম্বার টা দেবেন please

    • @আলকোরআনআলহাদীস
      @আলকোরআনআলহাদীস 5 ปีที่แล้ว +3

      Asima Rupoma হযরত আব্দুর রহমান বিন ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। আমি এক ব্যক্তিকে ইবনে আব্বাস রাঃ এর নিকট প্রশ্ন করতে শুনেছি যে, আপনি আযহা বা ফিতরের কোন ঈদে রাসূল সাঃ সাথে উপস্থিত ছিলেন? তিনি উত্তরে বললেন, “হ্যাঁ”। অবশ্য তাঁর সাথে আমার এত ঘনিষ্ঠতা না থাকলে স্বল্প বয়সের কারণে আমি তার সাথে উপস্থিত হতে পারতাম না। তিনি আরো বলেন, রাসূল সাঃ বের হলেন। তারপর নামায আদায় করলেন, এরপর খুতবা দিলেন। ইবনে আব্বাস রাঃ আজান ও ইকামতের কথা উল্লেখ করেননি। এরপর তিনি মহিলাদের কাছে এলেন এবং তাদেরকে ওয়াজ ও নসীহত করলেন। তাদেরকে দান সদকাহ করার আদেশ দিলেন। আমি দেখলাম, তারা তাদের কর্ণ ও কণ্ঠের দিকে হাত প্রসারিত করে [কান ও গলায় পরিহিত গয়নাগুলো] বিলাল রাঃ এর অর্পন করছে। এরপর রাসূল সাঃ বিলাল রাঃ এর গৃহে গমণ করলেন। {বুখারী, হাদীস নং-৫২৪৯, ৪৯৫১, ইফাবা-৪৮৬৯}
      📌 এই হাদীস প্রমান করে কানে দুল পড়া জায়েজ আছে ইসলাম। ইনশাআল্লাহ

  • @acreationofallah1610
    @acreationofallah1610 4 ปีที่แล้ว +8

    খুবই ভাল গোজামিল হয়েছে৷

  • @tanucraft866
    @tanucraft866 5 ปีที่แล้ว +219

    ভাই আপনি এগিয়ে যান। আমরা নওমুসলিম আপনার সঙ্গে আছি । India

    • @riabibnakiron2716
      @riabibnakiron2716 5 ปีที่แล้ว +1

      Gazi vai Apni jakir Nail ar vedio gula taw dakhen

    • @polokhasan6576
      @polokhasan6576 5 ปีที่แล้ว

      Allah apnader sohay houwn

    • @mdsamsularefin8112
      @mdsamsularefin8112 3 ปีที่แล้ว

      Bhai please don't explain things in your way ... You sound like a stupid ...
      I am a Muslim and I practice it ...
      Take care and please don't do it again ...

    • @Abdullah-rm2ql
      @Abdullah-rm2ql 3 ปีที่แล้ว +1

      Mashaallah

    • @rafsankhan1413
      @rafsankhan1413 2 ปีที่แล้ว +2

      মাশাল্লাহ। দুনিয়ার সবচেয়ে দামী জিনিস ইমান আপনি পেয়েছেন দোয়া রইল

  • @rongtulijol
    @rongtulijol 5 ปีที่แล้ว +116

    গাছ পানি খায়, মানুষও পানি খায়। গাছের মুখ নেই,তাই বলে কি আমরা বলি গাছ মুখ ছাড়া পানি খায় না?

    • @t.sfour1065
      @t.sfour1065 5 ปีที่แล้ว +22

      @@nilakash836 আমরা উটের মুদ খাই উপকারের জন্য। আজকে তুমি যদি জানতে কেন আমরা উটের মুদ খাই তাহলে আর বলতে না উটের মুদ খায়। আমরা উটের মুদ খাই ঔষধ হিসেবে। যেমন মধু। মদু আমরা জানি এটা মধু ফুকের পায়খানা। যেটাকে আমরা বলি সর্ব রোগের মহা ঔষধ। আমরা মুসলিমরা এই মধু খাওয়াকেও অনেক ভালোবাসি। কারন মধু খাওয়া সুন্নত।যেটাকিনা তোমরাও খাও। এখন আমি যদি বলি তোমরা মধু খেয়না মধু হলো মধুফুকে পায়খানা। তখন তুমি কি বলবে। সবসময় মনে রাখবে ইসলাম হল শ্রেষ্ঠ ধর্ম।এই ধর্মের উপর আর কোন ধর্ম নেই। আর ইসলাম এমন কাজ করবে না যে কাজ করলে মানুষের কতি হবে। তোমাদের বড় বড় পন্ডিতরাই আমাদের ইসলামকে বলেছে ইসলাম হল শ্রেষ্ঠ ধর্ম।এই ধর্মের উপর আর কোন ধর্ম নেই। যেটা তোমাদের মতো সাধারণ হিন্দুরা বুজবেনা। ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করে দেখ। ইনশাআল্লাহ তোমরা বলবে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম।

    • @shihababdurrakub9811
      @shihababdurrakub9811 5 ปีที่แล้ว +1

      @@t.sfour1065 THIK.

    • @flatspin5382
      @flatspin5382 5 ปีที่แล้ว +17

      @@nilakash836 হিন্দু ধর্ম মানেই জঙ্গি মারা মারি কাটা কাটি তা একমাত্র হিন্দু ধর্মগ্রন্থ পড়লেই জানা যাবে । নিচে বেদ থেকে তথ্য Reference সহ প্রমাণ পাওয়া গেছে👇
      গীতা ২:৪-১১] অর্জুন বলল, কীভাবে আমি আমার দাদা ভিস্ম, আমার গুরু দ্রোনা, যারা আমার সন্মান পাওয়ার যোগ্য, তাদেরকে আমি কীভাবে আঘাত করতে পারি? আমার তীর দিয়ে? ও কৃষ্ণ, এই দুনিয়াতে ভিক্ষা নিয়ে বেঁচে থাকাও তো এদের মত মহৎদেরকে হত্যা করার থেকে ভালো, কারণ এদেরকে হত্যা করে আমি যে সম্পদ এবং আরাম উপভোগ করব, তা এদেরই রক্তে রঞ্জিত। … কৃষ্ণ বললেন, “তুমি যাদের জন্য শোক করছ, ওরা শোকের করার যোগ্য নয়, তারপরেও তুমি জ্ঞানের কথা বলো। জ্ঞানীরা জীবিত বা মৃত কারো জন্য শোক করে না।”
      [ঋগ্বেদ ১:১৬:৪] যারা তোমাকে পূজার উপহার দেয় না, তাদের প্রত্যেককে হত্যা করো; যাদেরকে বোঝানো কঠিন, যারা তোমাকে তৃপ্ত করে না। ওদের সম্পদ আমাদেরকে দাও।
      [ঋগ্বেদ ৭:৪:১১] ও যেন ভেসে যায়, নিজে এবং তার সন্তানেরা সহ। ওকে যেন ত্রিভুবন পিষে ফেলে। হে প্রভু, ওর সন্মান যেন নষ্ট হয়ে যায়, যে দিনে বা রাতে আমাদেরকে ধ্বংস করতে চায়।
      [যজুর্ব্বেদ ১৭:৩৮] হে আমাদের লোকেরা, সেনাপতিকে উৎসাহ দাও, যেন সে তার শারীরিক, মানসিক, সামরিক ক্ষমতা দিয়ে শত্রুর পরিবারগুলোকে তছনছ করে, তাদের জমি জোর করে দখল করে, অস্ত্র দিয়ে শত্রুদেরকে হত্যা করে, শত্রুদেরকে যুদ্ধ ক্ষেত্রে দমিয়ে রাখে এবং পরাজিত করে। সেনাপতি যেন অতুলনীয় বলিষ্ঠটা সহকারে শত্রুর পরিবারগুলোকে তছনছ করে, যে নির্দয়, রাগে হিংস্র, শত্রুদের দ্বারা অদমনীয়, যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী, বিজয়ী…
      [যজুর্ব্বেদ ২৯:৩৯] - সামরিক শক্তি দিয়ে এই পৃথিবীকে আমরা জয় করি। যুদ্ধাস্ত্র দিয়ে আমরা শত্রুর আশা তছনছ করি।তীরধনুক দিয়ে আমরা সকল ধর্মকে দমিয়ে রাখব।
      [যজুর্ব্বেদ ৬:১-৬] হে প্রভু, … ঠিক যেভাবে আমি পাপীদের গলা কাটি, সেভাবে আপনিও কাটুন। হে প্রভু, … আমাদেরকে যারা ঘৃণা করে, যারা আমাদের শত্রু, তাদেরকে নিশ্চিহ্ন করে দিন। … তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সারা পৃথিবীতে রাজত্ব শক্তিশালী করা। … পৃথিবীর সকল মানুষ এবং সকল বনের সকল প্রাণী যেন তোমার অধীনে হয়।
      অথর্ববেদ ১২/৫/৬২ তে বলা হয়েছে, বেদের নিন্দাকারীকে,কেটে ফেল,চিড়ে ফেল,ফেড়ে ফেল,জ্বালিয়ে দাও,ভষ্ম করে দাও।
      এই শ্লোকের অনুবাদে আর্য সমাজ লিখেছে,"ধার্মিক ব্যক্তি সবসময় নাস্তিক মানুষ হত্যা করার জন্য প্রস্তুত হইবে।" [Kshemkarandas Trivedi (Arya Samaj) on Atharva Veda 12.6, page 576]
      বেদের স্পষ্ট বানী, যজুর্বেদ ৭/৩৮,"যুদ্ধই তোমাদের উন্নতির উৎস।" বেদ যুদ্ধে শুধু শত্রুদেরই ধংস করতে বলেনি সেই সাথে পরিবারের সদস্যাদেরকেও হত্যা করতে বলছে । যজুর্বেদ,Chapter 17, verse 39, pg
      যজুর্বেদ ১৭/৩৯ এ বলা হয়েছে, "সেনা প্রধান হিংস্র ও নির্দয় ভাবে শত্রুদের পরিবারের সদস্যদের সাথেও যুদ্ধ করবে।
      .
      এই ব্যাপারে বেদাংগেও (নিরুক্ত ৪/৫) এ বলা হয়েছে,"শত্রুদের ধংস করে তাদের সম্পদ ও খাদ্য ঘর থেকে ছিনিয়ে আনো।"
      .
      অথর্ব বেদ ২০/৯৩/১ এ বলা হয়েছে বেদের শত্রুদের ধ্বংস করতে।
      ঋগবেদ ৩/৫৩/১৪ বলা হয়েছে, "গবাদি পশু গুলো কি করছে নাস্তিকদের এলাকায়, যাদের বৈদিক রীতিতে বিশ্বাস নেই। যারা সোমার সাথে দুধ মিলিয়ে উতসর্গ করে না এবং গরুর ঘি প্রদান করে যজ্ঞও করে না। ছিনিয়ে আনো তাদের ধনসম্পদ আমাদের কাছে।"
      ঋগবেদ ২/২৩/৪ এ বলা হয়েছে, "হে ঈশ্বর ,যারা দোষারোপ করে বেদ ও ঈশ্বরের,তাদের উপর তোমার রাগ বর্ষন কর।"
      অথর্ব বেদে ২/১২/৬ এ বলা হয়েছে, …Burn down the enemies of Vedas. অর্থাৎ,বেদের শত্রুদের আগুনে দগ্ধ করো।
      উপরোক্ত এই Reference গুলো কি জঙ্গিবাদের দিকে নির্দেশ করছেন না??!!
      অবশ্যই জঙ্গিবাদকে নির্দেশ করছে!!!!
      অতএব আপনারা হিন্দু বা মালাউন সম্প্রদায়ের মতো জঙ্গিদের থেকে দূরে থাকবেন......

    • @mdsamsularefin8112
      @mdsamsularefin8112 3 ปีที่แล้ว

      Bhai please don't explain things in your way ... You sound like a stupid ...
      I am a Muslim and I practice it ...
      Take care and please don't do it again ...

    • @সত্যনিষ্ঠমানব
      @সত্যনিষ্ঠমানব 2 ปีที่แล้ว

      @@t.sfour1065 ফাতেমা কয় অামি মা***গী💋
      অামি নবীর মাইয়া👧
      অালীর🍌 কাম হয়না, বেগুন কিনি বাজারে যাইয়া
      নবী কয়, ফাতেমা-শোন অামার যুক্তি😁
      অাল্লাহ ফাক করছে দোয়া😀, দিছে ৩০ ঘোড়ার🐎 শক্তি
      বেগুন🍆 কিন্যা বাড়াইসনা দাম অার
      জয়নবরেও খাইছি💋👙, তোরে খাইয়াও দুর করিব
      অারেক কুসংস্কার😂😘🤣

  • @ahsan53491
    @ahsan53491 5 ปีที่แล้ว +9

    ভাই আমি আগে নামাজ কম পড়তাম কিন্তু যে দিন থেকে আপনার ভিডিও দেখতে শুরু করি কেন জানি নামাজের জন্য আগ্রহ বেড়ে গেল।আলহামদুলিল্লাহ।

    • @mdsamsularefin8112
      @mdsamsularefin8112 3 ปีที่แล้ว

      Bhai please don't explain things in your way ... You sound like a stupid ...
      I am a Muslim and I practice it ...
      Take care and please don't do it again ...

    • @lalonfakir9350
      @lalonfakir9350 3 ปีที่แล้ว

      ইব্রাহীম কি তাফসীরকারক ? ইব্রাহীমের ব্যক্তিগত মনগড়া তাফসীর আমরা কেন মানবো ? আপনাদেরও ঈমান নষ্ট হবে তার তাফসীরে বিশ্বাস করলে , তার কারণ তাফসীর করার জন্য কোন বৈধ অথরিটি বা একাডেমিক যোগ্যতা তার নাই । বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন আছেও তার স্কলারগণ মদীনা বিশ্ববিদ্যালয় ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করা এবং সেখানে তারা একেকজন দশ পনেরো বছর শিক্ষকতা করার পরে কোরান তাফসীরের যোগ্যতা অর্জন করেছেন । এটা কোন খেলা নয় । ইব্রাহীম নিজের বানানো একটা অর্থকে তাফসীর বলে চালিয়ে দেয় বিজ্ঞানের সঙ্গে মেলানোর জন্য ।।

  • @ArifHossain-yd2qh
    @ArifHossain-yd2qh 5 ปีที่แล้ว +86

    আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাই নিশ্চয়ই একজন মহা ব্যবস্থাপক আছেন। তিনি সমস্ত কিছু পরিচালনা করছেন এবং নিঃসন্দেহে আমরা তাঁরই এবাদত করি।..(Amin)..🌃

    • @jashimkhan4288
      @jashimkhan4288 5 ปีที่แล้ว +1

      Yes

    • @mdsamsularefin8112
      @mdsamsularefin8112 3 ปีที่แล้ว

      Bhai please don't explain things in your way ... You sound like a stupid ...
      I am a Muslim and I practice it ...
      Take care and please don't do it again ...

    • @lalonfakir9350
      @lalonfakir9350 3 ปีที่แล้ว

      ইব্রাহীম কি তাফসীরকারক ? ইব্রাহীমের ব্যক্তিগত মনগড়া তাফসীর আমরা কেন মানবো ? আপনাদেরও ঈমান নষ্ট হবে তার তাফসীরে বিশ্বাস করলে , তার কারণ তাফসীর করার জন্য কোন বৈধ অথরিটি বা একাডেমিক যোগ্যতা তার নাই । বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন আছেও তার স্কলারগণ মদীনা বিশ্ববিদ্যালয় ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করা এবং সেখানে তারা একেকজন দশ পনেরো বছর শিক্ষকতা করার পরে কোরান তাফসীরের যোগ্যতা অর্জন করেছেন । এটা কোন খেলা নয় । ইব্রাহীম নিজের বানানো একটা অর্থকে তাফসীর বলে চালিয়ে দেয় বিজ্ঞানের সঙ্গে মেলানোর জন্য ।।

  • @FREE-ok8uv
    @FREE-ok8uv 5 ปีที่แล้ว +29

    আপনার দাওয়াত দেয়ার নিয়ম টা সুন্দর

  • @Azhar360-vi4bp
    @Azhar360-vi4bp 8 หลายเดือนก่อน +1

    Mashallah ❤

  • @FREE-ok8uv
    @FREE-ok8uv 5 ปีที่แล้ว +42

    ভাই আপনি এগিয়ে যান আমরা ইসলাম প্রিয়ো মানুষেরা আছি আপনার সাথে

    • @mdsamsularefin8112
      @mdsamsularefin8112 3 ปีที่แล้ว

      Bhai please don't explain things in your way ... You sound like a stupid ...
      I am a Muslim and I practice it ...
      Take care and please don't do it again ...

    • @lalonfakir9350
      @lalonfakir9350 3 ปีที่แล้ว

      ইব্রাহীম কি তাফসীরকারক ? ইব্রাহীমের ব্যক্তিগত মনগড়া তাফসীর আমরা কেন মানবো ? আপনাদেরও ঈমান নষ্ট হবে তার তাফসীরে বিশ্বাস করলে , তার কারণ তাফসীর করার জন্য কোন বৈধ অথরিটি বা একাডেমিক যোগ্যতা তার নাই । বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন আছেও তার স্কলারগণ মদীনা বিশ্ববিদ্যালয় ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করা এবং সেখানে তারা একেকজন দশ পনেরো বছর শিক্ষকতা করার পরে কোরান তাফসীরের যোগ্যতা অর্জন করেছেন । এটা কোন খেলা নয় । ইব্রাহীম নিজের বানানো একটা অর্থকে তাফসীর বলে চালিয়ে দেয় বিজ্ঞানের সঙ্গে মেলানোর জন্য ।।

    • @সবুজজজ
      @সবুজজজ 5 หลายเดือนก่อน

      আমরা ভেরা আছি সব আপনার পিছে ভে ভে করে আসতে থাকবো

  • @happyhomesm4170
    @happyhomesm4170 5 ปีที่แล้ว +36

    ভাই শিরক ও বিদআত নিয়ে কথা বলেন আমরা মুসলিম রা অনেকেই না বুঝে শিরক ও বিদআত করে ফেলি তাই মুসলিম দের ঈমান রক্ষার স্বার্থে এ জিনিসগুলো কোরআন ও হাদিসের আলোকে বলেন ।।। আল্লাহ আমাদের সবাইকে শিরক ও বিদআত থেকে দূরে রাখুন

    • @jashimkhan4288
      @jashimkhan4288 5 ปีที่แล้ว

      Yes

    • @mdsamsularefin8112
      @mdsamsularefin8112 3 ปีที่แล้ว

      Bhai please don't explain things in your way ... You sound like a stupid ...
      I am a Muslim and I practice it ...
      Take care and please don't do it again ...

    • @lalonfakir9350
      @lalonfakir9350 3 ปีที่แล้ว

      ইব্রাহীম কি তাফসীরকারক ? ইব্রাহীমের ব্যক্তিগত মনগড়া তাফসীর আমরা কেন মানবো ? আপনাদেরও ঈমান নষ্ট হবে তার তাফসীরে বিশ্বাস করলে , তার কারণ তাফসীর করার জন্য কোন বৈধ অথরিটি বা একাডেমিক যোগ্যতা তার নাই । বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন আছেও তার স্কলারগণ মদীনা বিশ্ববিদ্যালয় ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করা এবং সেখানে তারা একেকজন দশ পনেরো বছর শিক্ষকতা করার পরে কোরান তাফসীরের যোগ্যতা অর্জন করেছেন । এটা কোন খেলা নয় । ইব্রাহীম নিজের বানানো একটা অর্থকে তাফসীর বলে চালিয়ে দেয় বিজ্ঞানের সঙ্গে মেলানোর জন্য ।।

  • @allahisalmighty2629
    @allahisalmighty2629 5 ปีที่แล้ว +4

    আল্লাহ আপনাকে ইসলামের ব্যখ্যা করার জন্য বেহেস্ত নসিব করবে। ইন্সাআল্লাহ

  • @jasimuddin-ul3zv
    @jasimuddin-ul3zv 5 ปีที่แล้ว +14

    আমাদের দেশের জাকির নায়েক। আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন।

    • @mdsamsularefin8112
      @mdsamsularefin8112 3 ปีที่แล้ว

      Bhai please don't explain things in your way ... You sound like a stupid ...
      I am a Muslim and I practice it ...
      Take care and please don't do it again ...

  • @eite.2380
    @eite.2380 5 ปีที่แล้ว +6

    যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়। কারণ মিথ্যা তাঁর প্রকৃতগত কারণেই বিলুপ্ত হয়।

  • @seamar3988
    @seamar3988 5 ปีที่แล้ว +26

    ভাই বিজ্ঞান দিয়ে কুরআন বুঝার দরকার নেই। কুরআন বুঝতে একমাত্র বিশ্বাসই যথেষ্ট। কুরআনের বা হাদিসের সব কথাও যদি বিজ্ঞান ভুল প্রমান করে। একমাত্র কুরআনই সত্য।

    • @AbdulAlim-cn4rg
      @AbdulAlim-cn4rg 5 ปีที่แล้ว +1

      Olquranil Hakim

    • @asitbar3986
      @asitbar3986 4 ปีที่แล้ว +2

      এটাই খাঁটি ঈমাণদারের কথা।। 👌

    • @mdsamsularefin8112
      @mdsamsularefin8112 3 ปีที่แล้ว

      Bhai please don't explain things in your way ... You sound like a stupid ...
      I am a Muslim and I practice it ...
      Take care and please don't do it again ...

    • @lalonfakir9350
      @lalonfakir9350 3 ปีที่แล้ว +1

      ইব্রাহীম কি তাফসীরকারক ? ইব্রাহীমের ব্যক্তিগত মনগড়া তাফসীর আমরা কেন মানবো ? আপনাদেরও ঈমান নষ্ট হবে তার তাফসীরে বিশ্বাস করলে , তার কারণ তাফসীর করার জন্য কোন বৈধ অথরিটি বা একাডেমিক যোগ্যতা তার নাই । বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন আছেও তার স্কলারগণ মদীনা বিশ্ববিদ্যালয় ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করা এবং সেখানে তারা একেকজন দশ পনেরো বছর শিক্ষকতা করার পরে কোরান তাফসীরের যোগ্যতা অর্জন করেছেন । এটা কোন খেলা নয় । ইব্রাহীম নিজের বানানো একটা অর্থকে তাফসীর বলে চালিয়ে দেয় বিজ্ঞানের সঙ্গে মেলানোর জন্য ।।

  • @shahsadik4730
    @shahsadik4730 5 ปีที่แล้ว +11

    মাশাল্লাহ
    আল্লাহ আরো বেশি ইসলামের সেবায় কবুল করুন

    • @mdsamsularefin8112
      @mdsamsularefin8112 3 ปีที่แล้ว

      Bhai please don't explain things in your way ... You sound like a stupid ...
      I am a Muslim and I practice it ...
      Take care and please don't do it again ...

  • @ahamedjesan4510
    @ahamedjesan4510 5 ปีที่แล้ว +21

    Assalamualikum vaiya thank you so much for give us many important topics on Islamic context......

  • @HafizurRahman-zw6jb
    @HafizurRahman-zw6jb 5 ปีที่แล้ว +3

    ধর্ম হচ্ছে বিশ্বাসের বিষয়ে, যার ভাগ্যে হেদায়েত আছে সে বিশ্বাস করবে। তবে আর্টিকেলটি ভালো লাগলো। ধন্যবাদ।

    • @lalonfakir9350
      @lalonfakir9350 3 ปีที่แล้ว

      ইব্রাহীম কি তাফসীরকারক ? ইব্রাহীমের ব্যক্তিগত মনগড়া তাফসীর আমরা কেন মানবো ? আপনাদেরও ঈমান নষ্ট হবে তার তাফসীরে বিশ্বাস করলে , তার কারণ তাফসীর করার জন্য কোন বৈধ অথরিটি বা একাডেমিক যোগ্যতা তার নাই । বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন আছেও তার স্কলারগণ মদীনা বিশ্ববিদ্যালয় ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করা এবং সেখানে তারা একেকজন দশ পনেরো বছর শিক্ষকতা করার পরে কোরান তাফসীরের যোগ্যতা অর্জন করেছেন । এটা কোন খেলা নয় । ইব্রাহীম নিজের বানানো একটা অর্থকে তাফসীর বলে চালিয়ে দেয় বিজ্ঞানের সঙ্গে মেলানোর জন্য ।।

  • @mahinkhan8034
    @mahinkhan8034 5 ปีที่แล้ว +21

    আপনার ভিডিও থেকে অনেক অজানা তথ্য জানতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • @shudedpaul180
      @shudedpaul180 5 ปีที่แล้ว

      Mahin Khan সব মিথ্যা তথ্য দিয়ে দেন,নিজে কুরআন নিজের ভাষায় পড়ে দেখেন আগে তার পর বিশ্বাস করেন,plz

    • @mahinkhan8034
      @mahinkhan8034 5 ปีที่แล้ว

      @@shudedpaul180
      আপনি কি বোঝাতে চান????

    • @lalonfakir9350
      @lalonfakir9350 3 ปีที่แล้ว

      ইব্রাহীম কি তাফসীরকারক ? ইব্রাহীমের ব্যক্তিগত মনগড়া তাফসীর আমরা কেন মানবো ? আপনাদেরও ঈমান নষ্ট হবে তার তাফসীরে বিশ্বাস করলে , তার কারণ তাফসীর করার জন্য কোন বৈধ অথরিটি বা একাডেমিক যোগ্যতা তার নাই । বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন আছেও তার স্কলারগণ মদীনা বিশ্ববিদ্যালয় ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করা এবং সেখানে তারা একেকজন দশ পনেরো বছর শিক্ষকতা করার পরে কোরান তাফসীরের যোগ্যতা অর্জন করেছেন । এটা কোন খেলা নয় । ইব্রাহীম নিজের বানানো একটা অর্থকে তাফসীর বলে চালিয়ে দেয় বিজ্ঞানের সঙ্গে মেলানোর জন্য ।।

  • @multiverse1.10
    @multiverse1.10 5 ปีที่แล้ว +15

    পরম করুনাময় মহান আল্লাহ তাআলা আপনার জ্ঞান আরো বাড়িয়ে দিন।

  • @majharulislam2126
    @majharulislam2126 5 ปีที่แล้ว +8

    ইব্রাহীম ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি।

    • @mdsamsularefin8112
      @mdsamsularefin8112 3 ปีที่แล้ว +1

      Bhai please don't explain things in your way ... You sound like a stupid ...
      I am a Muslim and I practice it ...
      Take care and please don't do it again ...

  • @rakibrupgonj
    @rakibrupgonj 6 หลายเดือนก่อน

    বাহ! এতো অবলিলায় সত্য অস্বীকার করা যায়- ভাবি নি।

  • @saiful.hasan.tamim.
    @saiful.hasan.tamim. 5 ปีที่แล้ว +54

    ইব্রাহিম ভাই। আপনার এফবি আইডি তে নক দিয়েছিলাম ২ টি ইসলামিক প্রশ্নের উত্তর এর জন্য। দয়া করে রিপ্লাই দিলে খুশি হতাম।❤

    • @jibonjacker7939
      @jibonjacker7939 5 ปีที่แล้ว

      কি প্রশ্ন জানতে পারি ভাই?

    • @mdsamsularefin8112
      @mdsamsularefin8112 3 ปีที่แล้ว

      Bhai please don't explain things in your way ... You sound like a stupid ...
      I am a Muslim and I practice it ...
      Take care and please don't do it again ...

    • @lalonfakir9350
      @lalonfakir9350 3 ปีที่แล้ว

      ইব্রাহীম কি তাফসীরকারক ? ইব্রাহীমের ব্যক্তিগত মনগড়া তাফসীর আমরা কেন মানবো ? আপনাদেরও ঈমান নষ্ট হবে তার তাফসীরে বিশ্বাস করলে , তার কারণ তাফসীর করার জন্য কোন বৈধ অথরিটি বা একাডেমিক যোগ্যতা তার নাই । বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন আছেও তার স্কলারগণ মদীনা বিশ্ববিদ্যালয় ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করা এবং সেখানে তারা একেকজন দশ পনেরো বছর শিক্ষকতা করার পরে কোরান তাফসীরের যোগ্যতা অর্জন করেছেন । এটা কোন খেলা নয় । ইব্রাহীম নিজের বানানো একটা অর্থকে তাফসীর বলে চালিয়ে দেয় বিজ্ঞানের সঙ্গে মেলানোর জন্য ।।

  • @Shahil_life_500
    @Shahil_life_500 5 ปีที่แล้ว +2

    Bai apni agie Jan amra apnar sathe asi

  • @Muhammadarshad-fk3bg
    @Muhammadarshad-fk3bg 4 ปีที่แล้ว +3

    নিশ্চয়ই আমার রব সর্বশক্তিমান মহাজ্ঞানী আল্লাহ

  • @TrueSkills
    @TrueSkills  4 ปีที่แล้ว +2

    আমাদের চ্যানেল সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত,Monetization Off করে রেখেছি.. তাই TH-cam থেকে আমাদের কোনো ইনকাম নেই । আমাদের সকল ভিডিও কপি রাইট মুক্ত। কোন প্রকার পরিবর্তন করা ছাড়া দাওয়াতের উদ্দেশ্যে যেকোন ভিডিও কপি করে প্রচার করা যাবে।।আমাদের চ্যানেলের জন্য Donation করতে চাইলে করতে পারেন বা sponsor করতে পারেন । সার্বিক কার্যক্রমে Donation বা sponsorship করতে চাইলে নিচের ইমেইল এ যোগাযোগ করুন ।
    Email - ibrahimshuvo400@gmail.com
    বিকাশ পারসোনাল - 01646938049
    Rocket- 016779170111

  • @mdmydulislam4283
    @mdmydulislam4283 5 ปีที่แล้ว +5

    ইব্রাহীম ভাই আপনার মুখে ও কপালে নুর দেখতে পাই,,,,,,মাশাল্লাহ 💓

  • @ahababanjum4832
    @ahababanjum4832 5 ปีที่แล้ว +12

    MashaAllah. May Almighty Allah swt accept your devotion Brother ❤️

    • @mdsamsularefin8112
      @mdsamsularefin8112 3 ปีที่แล้ว

      Bhai please don't explain things in your way ... You sound like a stupid ...
      I am a Muslim and I practice it ...
      Take care and please don't do it again ...

  • @vlogsinportugal3835
    @vlogsinportugal3835 5 ปีที่แล้ว +6

    *বরাবরের মতো অসাধারন ভাইজান*

    • @mdsamsularefin8112
      @mdsamsularefin8112 3 ปีที่แล้ว

      Bhai please don't explain things in your way ... You sound like a stupid ...
      I am a Muslim and I practice it ...
      Take care and please don't do it again ...

  • @panthergigs788
    @panthergigs788 5 ปีที่แล้ว +2

    সুবহানাল্লাহ।
    এই প্রশ্নটি আমার দীর্ঘদিনের জিজ্ঞাসা ছিলো।
    আল্লাহ আপনাকে আরো হেদায়েত দিন,আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন।
    ভালো লেগেছে।
    আমি আমার প্রশ্নের উত্তর পেয়েছি।

    • @lalonfakir9350
      @lalonfakir9350 3 ปีที่แล้ว

      ইব্রাহীম কি তাফসীরকারক ? ইব্রাহীমের ব্যক্তিগত মনগড়া তাফসীর আমরা কেন মানবো ? আপনাদেরও ঈমান নষ্ট হবে তার তাফসীরে বিশ্বাস করলে , তার কারণ তাফসীর করার জন্য কোন বৈধ অথরিটি বা একাডেমিক যোগ্যতা তার নাই । বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন আছেও তার স্কলারগণ মদীনা বিশ্ববিদ্যালয় ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করা এবং সেখানে তারা একেকজন দশ পনেরো বছর শিক্ষকতা করার পরে কোরান তাফসীরের যোগ্যতা অর্জন করেছেন । এটা কোন খেলা নয় । ইব্রাহীম নিজের বানানো একটা অর্থকে তাফসীর বলে চালিয়ে দেয় বিজ্ঞানের সঙ্গে মেলানোর জন্য ।।

    • @746azad
      @746azad ปีที่แล้ว

      এ সংক্রান্ত হাদীসগুলোকে একত্রিত করলে যে মূলকথা পাওয়া যায় তা হল-
      রাসুলুল্লাহ (সঃ) বলেছেন-
      1. সূর্য আরশের নিচের একটি নির্ধারিত গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে।
      2. ঐ স্থানে পৌঁছিয়ে সূর্য সিজদা করে(অর্থাৎ থেমে যায়) এবং পুনরায় চলার জন্য অনুমতি চায়। 3. এরপর অনুমতি পেলে একই পথে আবার সচল হয়। তাই আগের মতই পূর্ব দিকে সূর্যে উদীত হয়।
      4. কিয়ামতের পূর্বলগ্নে এই স্থানে আসার পর সূর্যকে আল্লাহ তাআলা নির্দেশ করবেন বিপরীত পথে প্রত্যাবর্তন করতে। তাই এদিন সূর্য পশ্চিমদিকে উদিত হবে।
      উপরের হাদীসগুলো আসলে কুরআনের এই আয়াতের ব্যাখ্যাসরূপ -
      # সূর্য তার জন্য নির্ধারিত পথে বা গন্তব্যের দিকে প্রবাহিত হচ্ছে। এটা সুমহান ও সর্বজ্ঞ আল্লাহ কর্তৃক সুনির্ধারিত। [সুরা ইয়াসীন, ৩৬:৩৮]
      বৈজ্ঞানিক ব্যাখ্যাঃ
      বর্তমান আধুনিক বিজ্ঞান আমাদের বলে, সূর্য সুমগ্র সৌরজগতকে সাথে নিয়ে “The milky way galaxy”(ছায়াপথ)এর মধ্যে বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। একবার পরিভ্রমণ করতে যে সময় লাগে তাকে বলা হয় “Cosmic Year”( মহাজাগতিক বছর)। এক মহাজাগতিক বছর প্রায় ২২ কোটি ৬০ লক্ষ বছরের সমান। আর প্রতি মহাজাগতিক বছরে সূর্য যে বিন্দুকে অতিক্রম করে তাকে বলা হয় Solar Apex. শেষবার সূর্য Solar Apex-কে অতিক্রম করে প্রায় ১১ কোটি ৬০ লক্ষ বছর পূর্বে । আরও প্রায় ১১ কোটি বছর পরে সূর্য আবার Solar Apex-কে অতিক্রম করবে।
      সুতরাং আমরা বলতে পারি-
      1. অত্র হাদীসে আরশের নিচে একটি নির্দিষ্ট স্থান বলে Solar Apex-কে নির্দেশ করা হয়েছে।
      2. Solar Apex-এ গিয়ে সূর্য স্থির হবে কি-না এটা নিশ্চিত হওয়ার জন্য আরও ১১ কোটি বছর অপেক্ষা করতে হবে। সুতরাং এটাকে সঠিক বা ভুল কিছুই বলা যাচ্ছে না।
      তবে, এক মহাজাগতিক বছরের সঠিক পরিমাপ বিজ্ঞানীরা করতে পারেননি। বিজ্ঞানীদের মতে, ২২ কোটি ২৫ লক্ষ বছর থেকে ২২ কোটি ৫০ লক্ষ বছরের মধ্যে হবে এক মহাজাগতিক বছর।
      হতে পারে, সূর্য এখানে স্থির হয় বলেই এই ব্যবধান।
      3. সূর্য আবার একই পথে গতিশীল হলে যথারীতি পূর্বদিকে সূর্যোদয় আর পশ্চিমদিকে অস্ত যাওয়া অব্যহত থাকবে।
      4. সৌরজগতের সব গ্রহ যেহেতু সূর্যের আকর্ষণে টানটানভাবে আকর্ষিত থেকে এর আর চতুরদিকে ঘুরছে, তাই সূর্যের গতি রিভার্স হলে একইসাথে গ্রহগুলোর গতিও রিভার্স হবে। ফলে বার্ষিক গতি রিভার্স হবে এবং একই সাথে আহ্নিক গতিও রিভার্স হবে। তাই সূর্যোদয় পশ্চিম দিকে হবে। এটাই যৌক্তিক।

  • @sanjidajahan5709
    @sanjidajahan5709 5 ปีที่แล้ว +13

    assalamuwalaikum..... ei qus tar ans pawar jnno onk wait korechi.. thank you so much....

  • @Nayeem.BaseballEquipment-yz4ed
    @Nayeem.BaseballEquipment-yz4ed 9 หลายเดือนก่อน +1

    ভই আমিনা অনেক ইমানদার ছিলাম কিন্তু নাস্তিক দের প্রশনে আমার মনে আল্লাহকে নি য়ে সন্দেহ হয় আমার জন্য সবাই দুয়া করবেন বিশেষ করে সবেকদর যদি পান

    • @foxy-dw8fi
      @foxy-dw8fi 4 หลายเดือนก่อน

      নাস্তিকদের প্ররোচনায় আপনি সঠিক পথেই যাচ্ছেন।

  • @sahsanofficial
    @sahsanofficial 3 ปีที่แล้ว +3

    আল্লাহ সর্ব শক্তিমান!

  • @skkamal833
    @skkamal833 3 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও টি খুব ভালো লাগলো।একটু ধীরে বল রে আরো সুন্দর হবে।

  • @subriaafreen4054
    @subriaafreen4054 5 ปีที่แล้ว +6

    Wonderful detail and audible.. Love the video.. Two thumbs up...will do... Thanks

  • @adarshcoachingcenter7886
    @adarshcoachingcenter7886 5 ปีที่แล้ว +1

    Jajakallahu khairan vai.

  • @armankhowsar4102
    @armankhowsar4102 5 ปีที่แล้ว +5

    আস্সালামুআলাইকুম,ভাই আমি আপনার ভিডিও গুলো নিয়মিত দেখি ভাল লাগে।ভাই আমরা কোরআনের ১১৪ টি সুরার তাফসির চাই সহজ ভাষায়, ধন্যবাদ।

  • @mosarafakunjee8622
    @mosarafakunjee8622 4 ปีที่แล้ว

    Very good .. fantastic my brother

  • @s.m.fajlerabby4352
    @s.m.fajlerabby4352 5 ปีที่แล้ว +4

    দিনের মধ্যে পাচ বেলা ডোজ নিলে যা হয়।

  • @MdSohag-hw2yo
    @MdSohag-hw2yo 5 ปีที่แล้ว +1

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর করে বুঝিয়ে কথা গুলো বিশ্লেষ করেছেন। চির সত্য এক আল্লাহ সত্য ইসলাম। মহা সত্য আল্লাহর পবিত্র বাণী। আমরা মুসলমান হিসাবে জম্ন গ্রহন করতে পারায় মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।

  • @RevealsTheFact
    @RevealsTheFact 5 ปีที่แล้ว +3

    Great brother ❤
    Go ahead 😍
    May Allah bless u😍

  • @mdbillalhossan160
    @mdbillalhossan160 ปีที่แล้ว +1

    Nice video...🥰🥰🥰

  • @abcmedia3495
    @abcmedia3495 5 ปีที่แล้ว +6

    আপনার ভিডিওগুলো দেখলে ইমান আরো মজবুত হয়। ধন্যবাদ ভাই ❤❤

    • @mdsamsularefin8112
      @mdsamsularefin8112 3 ปีที่แล้ว

      Bhai please don't explain things in your way ... You sound like a stupid ...
      I am a Muslim and I practice it ...
      Take care and please don't do it again ...

  • @Kids-09876
    @Kids-09876 4 ปีที่แล้ว

    Very nice brother.... good luck

  • @arponulhaque4906
    @arponulhaque4906 4 ปีที่แล้ว +3

    কিন্তু সূর্য তো কখনো অস্তমিত হয়ি না,,পৃথিবীর কোথাও না কোথাও উদিত হয়ে থাকে,,তাহলে সূর্য কেন আল্লাহ কে বলে আমি কি উদিত হব..??

    • @Hdidar57
      @Hdidar57 4 ปีที่แล้ว

      সঠিক কথা বলছেন ভাই...

    • @ronysheikh1623
      @ronysheikh1623 2 ปีที่แล้ว

      আপনার ক্ষুদ্র মস্তিস্কে এটা ধরবে না.. 🙂

    • @Healthforyou-jj4eo
      @Healthforyou-jj4eo หลายเดือนก่อน

      Ei udito hote hotei surjo allahr kache onumuti chay

  • @sumayaabeden6916
    @sumayaabeden6916 5 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ,, আমার রব আল্লাহ সর্বশ্রেষ্ঠ ,, সুবাহানাল্লাহ

  • @chikungunya8564
    @chikungunya8564 4 ปีที่แล้ว +6

    কুরআন বিজ্ঞান সম্মত তবে আপনারা কি আবিষ্কার করেছেন????
    আপনাদের যুক্তির ..... যারা উগ্রবাদী তারাই এসব ভাববে

  • @dr.masoodbin-hoque2327
    @dr.masoodbin-hoque2327 5 ปีที่แล้ว +2

    কিন্তু সূর্য তো স্থির, পৃথীবির বলা উচিৎ ছিলো না যে আমি কি ঘুরবো নাকি ঘুরবো না? উল্টো ঘুরলেই সূর্য পশ্চিমে উঠবে। আর সূর্য সৌরজগৎ নিয়ে মিল্কিওয়ে বরাবর গতিশীল কিন্তু পৃথিবীর চারপাশে সে গতিশীল না। ভালো আলোচনা, কিন্তু শেষের দিকে হয় নি।

  • @RevealsTheFact
    @RevealsTheFact 5 ปีที่แล้ว +5

    ভাইয়া, গাজওয়াতুল হিন্দ সম্পর্কে একটা ভিডিও বানাবেন প্লিজ😐

    • @mdsamsularefin8112
      @mdsamsularefin8112 3 ปีที่แล้ว

      Bhai please don't explain things in your way ... You sound like a stupid ...
      I am a Muslim and I practice it ...
      Take care and please don't do it again ...

  • @enamulhaque6109
    @enamulhaque6109 ปีที่แล้ว

    মাশাআল্লাহ‌।খুব সুন্দর বুঝিয়েছেন। ধন্যবাদ

  • @mohammad-habib3860
    @mohammad-habib3860 5 ปีที่แล้ว +10

    Allah💓💓💓

  • @mursalinahemed6170
    @mursalinahemed6170 5 ปีที่แล้ว +1

    আমি ছাড়া আল্লাহর, অনেক বান্দা আছে, কিন্তু আল্লাহ ছাড়া আমার কোনো রব নেই।
    তাই তিনি আমাদের ক্ষমা করে দেন যেন,
    আমিন।

  • @PM-ls7kz
    @PM-ls7kz 4 ปีที่แล้ว +6

    *_শুধু ঐ হাদিসটা নয়,,কোরআনের সব কিছুই খোলা চোখে যেটুকু দেখা যায় সেটুকুই বলা আছে_*
    *_কোরআন অনুযায়ী আকাশ আমাদের উপরে ছাদের মতো,একবারে নিরেট নিস্ছিদ্র ।_* 😊
    *Quran **21:32*
    আমি আকাশকে *সুরক্ষিত ছাদ করেছি;* অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে।
    Quran 67:3
    তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি করুণাময় আল্লাহ তায়ালার সৃষ্টিতে কোন তফাত দেখতে পাবে না। আবার দৃষ্টিফেরাও; *_কোন ফাটল দেখতে পাও কি?_* 😁
    Quran 50:6
    তারা কি তাদের উপরস্থিত আকাশের পানে দৃষ্টিপাত করে না আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি? *_তাতে কোন ছিদ্রও নেই।_* 😀
    Quran 6:35
    আর যদি তাদের বিমুখতা আপনার পক্ষে কষ্টকর হয়, তবে আপনি যদি ভূতলে কোন সুড়ঙ্গ অথবা আকাশে কোন *_সিড়ি_* অনুসন্ধান করতে সমর্থ হন…
    Quran 15:14
    যদি আমি ওদের সামনে *আকাশের কোন দরজাও* খুলে দেই আর তাতে ওরা দিনভর আরোহণ ও করতে থাকে।
    Quran 54:11
    *_তখন আমি আকাশের দরজাগুলো খুলে দিয়ে মুষলধারায় বৃষ্টি বর্ষিয়েছিলাম।_* 🤦😁
    Quran 13:2
    আল্লাহ, যিনি উর্ধ্বদেশে স্থাপন করেছেন আকাশমন্ডলীকে *_স্তম্ভ ব্যতীত_*
    Quran 22:65
    … তিনি আকাশ স্থির রাখেন, যাতে তাঁর আদেশ ব্যতীত ভূপৃষ্টে পতিত না হয়। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি করুণাশীল, দয়াবান।
    Quran 34:9
    তারা কি তাদের সামনের ও পশ্চাতের আকাশ ও পৃথিবীর প্রতিলক্ষ্য করে না? আমি ইচ্ছা করলে তাদের সহ ভূমি ধসিয়ে দেব অথবা *_আকাশের কোন খন্ড তাদের উপর পতিত করব।…_* 😆
    Quran 77:9
    যখন আকাশ *_ছিদ্রযুক্ত_* হবে,
    Quran 69:16
    সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।
    Quran 21:104
    সেদিন আমি আকাশকে *গুটিয়ে নেব,* যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব…
    Quran 67:5
    আমি সর্বনিম্ন আকাশকে *_প্রদীপমালা_* দ্বারা সুসজ্জিত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি।
    *নক্ষত্রের মত এতো বড় অগ্নিকুন্ডকে প্রদীপের সঙ্গে তুলনা🤦 যদিও আগেকার দিনে মানুষ জানত না নক্ষত্র পৃথিবীর থেকেও শতগুণ বড় তাই মিট মিট করে জ্বলতে থাকা প্রদীপ ভাবত* 😁
    যাই হোক অত বড় নক্ষত্র একটা পুচকে শয়তানের উপর ছুঁড়ে মারলে তার কি অবস্থা হবে ভাবতে পারেন??😀

    • @mdmarufrayhan3489
      @mdmarufrayhan3489 4 ปีที่แล้ว

      ভাই, কুরআনের সূরা ফিলের হস্তিবাহিনীর ঘটনাটার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিবেন? এটা কিভাবে সম্ভব হলো....

    • @rs17rifat
      @rs17rifat 2 ปีที่แล้ว

      @@mdmarufrayhan3489 কুরআন বিজ্ঞানময়। সৃষ্টিকর্তার নিকট থেকে পাঠানো।সেখানে ভুল থাকতে পারে না। যদি থাকে, তাহলে আর কোন যুক্তি আসবে না।

    • @746azad
      @746azad ปีที่แล้ว

      এ সংক্রান্ত হাদীসগুলোকে একত্রিত করলে যে মূলকথা পাওয়া যায় তা হল-
      রাসুলুল্লাহ (সঃ) বলেছেন-
      1. সূর্য আরশের নিচের একটি নির্ধারিত গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে।
      2. ঐ স্থানে পৌঁছিয়ে সূর্য সিজদা করে(অর্থাৎ থেমে যায়) এবং পুনরায় চলার জন্য অনুমতি চায়। 3. এরপর অনুমতি পেলে একই পথে আবার সচল হয়। তাই আগের মতই পূর্ব দিকে সূর্যে উদীত হয়।
      4. কিয়ামতের পূর্বলগ্নে এই স্থানে আসার পর সূর্যকে আল্লাহ তাআলা নির্দেশ করবেন বিপরীত পথে প্রত্যাবর্তন করতে। তাই এদিন সূর্য পশ্চিমদিকে উদিত হবে।
      উপরের হাদীসগুলো আসলে কুরআনের এই আয়াতের ব্যাখ্যাসরূপ -
      # সূর্য তার জন্য নির্ধারিত পথে বা গন্তব্যের দিকে প্রবাহিত হচ্ছে। এটা সুমহান ও সর্বজ্ঞ আল্লাহ কর্তৃক সুনির্ধারিত। [সুরা ইয়াসীন, ৩৬:৩৮]
      বৈজ্ঞানিক ব্যাখ্যাঃ
      বর্তমান আধুনিক বিজ্ঞান আমাদের বলে, সূর্য সুমগ্র সৌরজগতকে সাথে নিয়ে “The milky way galaxy”(ছায়াপথ)এর মধ্যে বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। একবার পরিভ্রমণ করতে যে সময় লাগে তাকে বলা হয় “Cosmic Year”( মহাজাগতিক বছর)। এক মহাজাগতিক বছর প্রায় ২২ কোটি ৬০ লক্ষ বছরের সমান। আর প্রতি মহাজাগতিক বছরে সূর্য যে বিন্দুকে অতিক্রম করে তাকে বলা হয় Solar Apex. শেষবার সূর্য Solar Apex-কে অতিক্রম করে প্রায় ১১ কোটি ৬০ লক্ষ বছর পূর্বে । আরও প্রায় ১১ কোটি বছর পরে সূর্য আবার Solar Apex-কে অতিক্রম করবে।
      সুতরাং আমরা বলতে পারি-
      1. অত্র হাদীসে আরশের নিচে একটি নির্দিষ্ট স্থান বলে Solar Apex-কে নির্দেশ করা হয়েছে।
      2. Solar Apex-এ গিয়ে সূর্য স্থির হবে কি-না এটা নিশ্চিত হওয়ার জন্য আরও ১১ কোটি বছর অপেক্ষা করতে হবে। সুতরাং এটাকে সঠিক বা ভুল কিছুই বলা যাচ্ছে না।
      তবে, এক মহাজাগতিক বছরের সঠিক পরিমাপ বিজ্ঞানীরা করতে পারেননি। বিজ্ঞানীদের মতে, ২২ কোটি ২৫ লক্ষ বছর থেকে ২২ কোটি ৫০ লক্ষ বছরের মধ্যে হবে এক মহাজাগতিক বছর।
      হতে পারে, সূর্য এখানে স্থির হয় বলেই এই ব্যবধান।
      3. সূর্য আবার একই পথে গতিশীল হলে যথারীতি পূর্বদিকে সূর্যোদয় আর পশ্চিমদিকে অস্ত যাওয়া অব্যহত থাকবে।
      4. সৌরজগতের সব গ্রহ যেহেতু সূর্যের আকর্ষণে টানটানভাবে আকর্ষিত থেকে এর আর চতুরদিকে ঘুরছে, তাই সূর্যের গতি রিভার্স হলে একইসাথে গ্রহগুলোর গতিও রিভার্স হবে। ফলে বার্ষিক গতি রিভার্স হবে এবং একই সাথে আহ্নিক গতিও রিভার্স হবে। তাই সূর্যোদয় পশ্চিম দিকে হবে। এটাই যৌক্তিক।

    • @তৌহিদুলঅাশরাফ
      @তৌহিদুলঅাশরাফ 6 หลายเดือนก่อน

      Sudu Bangla onubad pore apni quran buje felben ? Biggan buje felben? Egula niye kto manush gobeshona kreo vul dhrte parse na...apni q gula niye Dr.zakir naik ba kono ekjon vlo alem er kase Jan se quran plus biggan duitai janen.

  • @ummerumman5945
    @ummerumman5945 7 หลายเดือนก่อน

    রাসুল (স) যা বলেছেন
    তা হচ্ছে মোশন রিলেটেড হাদিস
    অর্থাৎ প্রিথিবীর সাপেক্ষে সূর্য তাকে কেন্দ্র করে ঘুরে
    আর সূর্যের সাপেক্ষে প্রিথীবি ঘোরে

  • @tamannashanta9882
    @tamannashanta9882 5 ปีที่แล้ว +6

    ভাই আমারা যারা বিস্বাসী মুসলমান তাদের জন্য আপনারা বক্তব্য সঠিক কিন্তু অবিশ্বাসাসীদের জন্য যৌক্তিক নয়, আরো গ্রহণযোগ্য উওর আশা করি।

    • @lalonfakir9350
      @lalonfakir9350 3 ปีที่แล้ว +1

      ইব্রাহীম কি তাফসীরকারক ? ইব্রাহীমের ব্যক্তিগত মনগড়া তাফসীর আমরা কেন মানবো ? আপনাদেরও ঈমান নষ্ট হবে তার তাফসীরে বিশ্বাস করলে , তার কারণ তাফসীর করার জন্য কোন বৈধ অথরিটি বা একাডেমিক যোগ্যতা তার নাই । বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন আছেও তার স্কলারগণ মদীনা বিশ্ববিদ্যালয় ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করা এবং সেখানে তারা একেকজন দশ পনেরো বছর শিক্ষকতা করার পরে কোরান তাফসীরের যোগ্যতা অর্জন করেছেন । এটা কোন খেলা নয় । ইব্রাহীম নিজের বানানো একটা অর্থকে তাফসীর বলে চালিয়ে দেয় বিজ্ঞানের সঙ্গে মেলানোর জন্য ।।

  • @tasnuvasanjana4541
    @tasnuvasanjana4541 3 ปีที่แล้ว +1

    Eid Mubarak

  • @almahmoud2908
    @almahmoud2908 5 ปีที่แล้ว +6

    Nice Bhai

  • @rahimauddin4075
    @rahimauddin4075 2 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর কোরআন ও হাদিসের কথা

  • @rahimhowsainittilyveniceto8341
    @rahimhowsainittilyveniceto8341 5 ปีที่แล้ว +6

    Thanks vai

  • @mohiuddinkawser3294
    @mohiuddinkawser3294 5 ปีที่แล้ว +1

    ইব্রাহীম ভাই, আল্লাহ তায়ালা আপনার বিচক্ষণতা আরো বহুগুণে বৃদ্ধি করে দিক। আমিন।
    ভাই এই ব্যাপারে আমিও চিন্তায় পড়ে গেছিলাম যখন নাস্তিক আসিফ মহিউদ্দিন একটা ভিডিও তে এই কথাটি বলছিল।আলহামদুলিল্লাহ!!! আমি উত্তর পেয়ে গেছি এখন। আল্লাহ আমাদের কে নাস্তিক মুরতাদদের চক্রান্ত থেকে রক্ষা করুক। আমিন।

    • @কাল্পনিকজীবন-ধ৯ড
      @কাল্পনিকজীবন-ধ৯ড 5 ปีที่แล้ว

      আপ‌নি কি আ‌সিফ ম‌হিউ‌দ্দি‌নের কথা শ‌ু‌নে না‌স্তিক হ‌য়ে গে‌ছি‌লেন ?

    • @কাল্পনিকজীবন-ধ৯ড
      @কাল্পনিকজীবন-ধ৯ড 5 ปีที่แล้ว

      ও‌দের থে‌কে সবসময় দূ‌রে থাক‌বেন, ওরা জাহান্নামী।

    • @mohiuddinkawser3294
      @mohiuddinkawser3294 5 ปีที่แล้ว

      না ভাই আমি উত্তর কি হবে সেটা ভাবতেছিলাম। আল্লাহ তায়ালা আমাদেরকে এসব জাহান্নামি থেকে আমাদের দূরে রাখুক। আমিন

  • @khaledmasudalternative8407
    @khaledmasudalternative8407 5 ปีที่แล้ว +5

    আচ্ছা ভাই সুর্যের তো প্রাণ নাই তাহলে সে কীভাবে কথা বলে, সিজদা করে কিংবা আনুগত্য করে???????

    • @asitbar3986
      @asitbar3986 4 ปีที่แล้ว +1

      প্রশ্ন করলে ঈমাণ থাকবে ?

    • @mahbubmurshedlikhon2452
      @mahbubmurshedlikhon2452 8 หลายเดือนก่อน

      সূর্যের প্রাণ নেই কে বলেছে?
      একটু রিসার্চ করেন। 😂

  • @ashikmorshed2864
    @ashikmorshed2864 5 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই ভাইকে অফুরন্ত হায়াত দান করুন

  • @SHAKILKHAN-km4oi
    @SHAKILKHAN-km4oi 5 ปีที่แล้ว +3

    কিন্তু আপসোস অনেক মুসলিম এটা বুজতে চায় না.তারা বলে সূর্য গতিশীল নয় তারা বলে দুনিয়া গতিশীল..কিন্তু আল্লাহ বলেছেন সূর্য এবং চাঁদ দুইটাই গতিশীল.আল্লাহ সবাইকে বুজার তৌফিক দান করুন....আমিন

    • @rajiasultana6919
      @rajiasultana6919 5 ปีที่แล้ว +1

      Surjer o apato goti ache bigganira abiskar koreche.

    • @PM-ls7kz
      @PM-ls7kz 4 ปีที่แล้ว

      @@rajiasultana6919 কিন্তু সেই গতি এত বেশি নয় যে রোজ পূর্ব থেকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যাবে,,

  • @machowdhury9856
    @machowdhury9856 5 ปีที่แล้ว +1

    ভাই আপনী খুব সুন্দর করে বলেছেন ধন্যবাদ আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করুন এবং পুণ’ মুমিনদের অন্তর ভূক্ত করুন আমীন

  • @laboniakter4959
    @laboniakter4959 5 ปีที่แล้ว +9

    Sukur alhamdulillah. Anak kechu janlam.asa kori nastikder tonok norbe.inshaallah

  • @hasnahena9455
    @hasnahena9455 3 ปีที่แล้ว +1

    Vaiya, apnar kotha gulo
    shei rokom
    Masaallah, 💖💖💖💖💖👌

  • @assayem4904
    @assayem4904 5 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ

  • @sahimsahadat4619
    @sahimsahadat4619 5 ปีที่แล้ว

    Vaijan apni doya kore aste aste bolun. Tahole amader sunte o bujhte subidha hobe. Masallah apnar kache onek kichu sikhte parlam.

  • @atahossain787
    @atahossain787 5 ปีที่แล้ว +5

    Vai tumi brilliant

  • @tanjiltahsin4086
    @tanjiltahsin4086 3 ปีที่แล้ว +1

    অনেক অনেক ধন্যবাদ, ভাই। আপনি আপনার কাজ চালিয়ে যান।আল্লাহ আপনার কাজে বরকত দান করুন।

  • @salauddin-608
    @salauddin-608 5 ปีที่แล้ว +8

    তুমি তো ভাই মারাত্মক জ্ঞানী।। তোমার উদাহরণ দেখে সত্যিই তোমারে নোবেল পুরস্কার দেওয়া উচিত 🤣🤣🤣🤣🤣

  • @rony5368
    @rony5368 5 ปีที่แล้ว +1

    Alhamdulillah, Nice Video.

  • @jhemon7604
    @jhemon7604 5 ปีที่แล้ว +13

    Vai apne akta tips vedio deban kibabe jannathi howa jai plz☺🙏

  • @mdhafij7647
    @mdhafij7647 3 ปีที่แล้ว +2

    মাসা আল্লাহ খুব সুন্দর ভাই,,আপনার ভিডিও দেখলে মোন ভোরে জায়,,🥀🥀🥀🥀🥀💞আল্লাহ আপাকে নেক হায়াত দান করুন 🥀🥀🥀🥀🥀

  • @sksaiful1521
    @sksaiful1521 5 ปีที่แล้ว +3

    Thank u brother

  • @HafijurMandal-xw2km
    @HafijurMandal-xw2km 6 หลายเดือนก่อน +1

    পৃথিবীর আকৃতি উটপাখির ডিমের মতো। গাঁজা কী আজকাল সস্তা হয়ে গেল?

  • @jisandu7476
    @jisandu7476 5 ปีที่แล้ว +3

    Allah gives you Noor, Knowledge. Pray for me also vai

  • @mahikarim364
    @mahikarim364 5 ปีที่แล้ว +6

    Bhai tafsir ki tai bole ja apni bolen

    • @TrueSkills
      @TrueSkills  5 ปีที่แล้ว +1

      অবশ্যই

  • @amatullahsumi5998
    @amatullahsumi5998 5 ปีที่แล้ว +1

    আপাতত দৃষ্টিতে যা দেখা যায় তার বাইরেও বোঝার অনেক কিছুই আছে। মহান আল্লাহ আমাদের বোঝার তাওফীক দিন। আমিন।

  • @aboutislam2020
    @aboutislam2020 5 ปีที่แล้ว +5

    Allhamdulillah

  • @nishiakter6307
    @nishiakter6307 3 ปีที่แล้ว +1

    Subahan Allaha

  • @doordie7886
    @doordie7886 5 ปีที่แล้ว +6

    মুমিণ মানেই গোজামিল

    • @thetopten314
      @thetopten314 5 ปีที่แล้ว +2

      তুমি ত মিয়া মদন😂🤣😀

    • @আল্লাহরগোলাম-ষ৬ঞ
      @আল্লাহরগোলাম-ষ৬ঞ 5 ปีที่แล้ว +1

      তুমি আস্ত মদন বলেই তোমার বাপ মা রেখেছে মদন কুমার।তাইতো তোমার মন্তব্য মদনের মতো।

    • @mehedirana5409
      @mehedirana5409 5 ปีที่แล้ว

      @@thetopten314 👍

    • @techbyluckyboy775
      @techbyluckyboy775 5 ปีที่แล้ว

      Modon abar ki bujhbe...chal foot modna

  • @anisurrahman7378
    @anisurrahman7378 3 ปีที่แล้ว

    Mashallh khub balo bhabe bujte parlam allah apnek nek hayat dan korun

  • @missjannat817
    @missjannat817 5 ปีที่แล้ว +5

    Vai apni eto kicu janen kivabe saradin ki eigula niyai persona koren??

  • @tasnuvasanjana4541
    @tasnuvasanjana4541 3 ปีที่แล้ว +1

    আচকেআমাদের a খানেআপনাকেএওঈদমোবারক

  • @golammawlamaruf1291
    @golammawlamaruf1291 5 ปีที่แล้ว +4

    ভাই, বাংলাদেশে যে সকল ব্যাংক আছে এইগুলাতে চাকরি করলে ইনকাম হালাল হবে কি???

    • @captainxonux1736
      @captainxonux1736 5 ปีที่แล้ว +2

      Golam Mawla Maruf dekhen aitai amader shob theke boro vul.....oni hadith boltese valo jinish but oni fotuya diyar ryt rakhen na......apnar fotuyar dorkar hole muftir kase jan kosto kore

    • @happyhomesm4170
      @happyhomesm4170 5 ปีที่แล้ว +2

      এ ব‍্যপারটা বাংলাদেশ এ ব‍্যংকিং শরিয়া ফতোয়া বোর্ড আছে আপনি বিস্তারিত ওখানে জানতে পারবেন অনেক বিষয় আছে যা আপনি ওখানে গেলে বুঝতে পারবেন

    • @captainxonux1736
      @captainxonux1736 5 ปีที่แล้ว +1

      Happy Home sm dekhen bhaiya aita niye onek mot ase....keno fotuya board a dekhte jabo? Kosto lage bhai akjon muftir kase gele? Bank a job shobar jonno shoriya onumotito na...apnar nischoy bank a job korar pisone durbolota ase....bhai ami je bolteci apnar bujte hobe ami ke? Ami nije bolte partam but ami chacci apni ba jar dorkar oni amader ostader kase jan.....aktu kosto koren....islamer shoriya board a juliye dilei sesh hoye jabe na......manusher economic condition ar opor islam ar shoriya set kora hoy like kuno patient ar rog kom beshir jonno medicine kom beshi hoye thake....asa kori apni kotha ta bujte parsen.....r jodi na bujen ai online a comment kora bujano possible na.....

    • @কাল্পনিকজীবন-ধ৯ড
      @কাল্পনিকজীবন-ধ৯ড 5 ปีที่แล้ว +2

      ব্যাং‌কে চাকরী করা হারাম। কারন এখা‌নে সব সু‌দের কারবার চ‌লে। এই সামান্য জি‌নিস জান‌তে কোন আ‌লে‌মের কা‌ছে যাওয়ার দরকার নাই, আপ‌নি নি‌জেই চিন্তা ক‌রে দে‌খেন।

    • @কাল্পনিকজীবন-ধ৯ড
      @কাল্পনিকজীবন-ধ৯ড 5 ปีที่แล้ว +1

      @caption, শরীয়া ফ‌তোয়া বোর্ড ও তো বড় বড় মুফতী দের নিয়েই কমিটি গ‌ঠিত হই‌ছিল না‌কি ? না‌কি আসমান থে‌কে শয়তান এ‌সে এই ক‌মি‌টি গঠন হই‌ছে যে উনা‌দের কা‌ছে যাওয়া যাইব না ?

  • @murshidkhan4872
    @murshidkhan4872 3 ปีที่แล้ว

    ভাইআপনাকে ধন্যবাদ আপনারথেকে অনেক অনেক। কিছু সিখেছি অনেক কিছু সেখার আছে।

  • @mahikarim364
    @mahikarim364 5 ปีที่แล้ว +3

    Bhai apostate prophet name muslim biddeshi channel ache.proti prosner uttor diyen

    • @mahikarim364
      @mahikarim364 5 ปีที่แล้ว +2

      Thanku

    • @mahikarim364
      @mahikarim364 5 ปีที่แล้ว +1

      Bhai third channel pelam na

    • @tabassumkhanbushrabushra7670
      @tabassumkhanbushrabushra7670 5 ปีที่แล้ว +1

      Mahi Karim brother I have seen many of his foolish videos if you went THE Reply Subscribe to Andalusian project and THE Muslim alleviation Hunter channel and MrIslamAnswersback and salam Zaid Al-Iraqi and SCDawah channel and EFDawah and FreeQuranEducation and Bayyinah institute and Mufti Menk and MuslimbyChoice and SCDawah MidEest and TRUTH SHALL PREVAIL

    • @tabassumkhanbushrabushra7670
      @tabassumkhanbushrabushra7670 5 ปีที่แล้ว +1

      Subscribe to Andalusian Project and TRUTH SHALL PREVAIL

    • @mahikarim364
      @mahikarim364 5 ปีที่แล้ว +1

      Thank u apu. Actually i am a muslim but know very few things of islam

  • @jahangirhussain3602
    @jahangirhussain3602 5 ปีที่แล้ว

    Vhai ami aj phone kinlam tarpor you tube dukei apnar video Deklam Alhamdulillah protom play Islamic video thank you bro

  • @rubelsiddique6321
    @rubelsiddique6321 5 ปีที่แล้ว +3

    "সূর্যদ্বয় ও সূর্যঅস্ত"
    শব্দ গুলো,,,ভাষা বিজ্ঞানে,,ভুল কিছু না।
    কারন...
    👌মানব জাতি,,এই ভাবেই ভাষা ব্যবহার করে থাকে।
    👌পৃথিবীর যে প্রান্তে,,, সূর্যের অালো অাসে,,,সেই সময়কে বুঝাতে,,,মানুষ "সূর্যদ্বয়" শব্দটা ব্যবহার করে।

  • @mdabbas4951
    @mdabbas4951 ปีที่แล้ว

    মাশআল্লাহ, চমৎকার ব্যাখ্যা

  • @mdmonsur7382
    @mdmonsur7382 5 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম ভাই আপনি এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করে বা বুঝিয়ে থাকেন যারা বোঝে না তাদের আসলেই বোঝার মতো জ্ঞান নেই থাকলেও বোঝার চেষ্টা করে না আপনাকে আল্লাহ তাআলা ইসলাম বেশি বেশি মুসলিমদের কাছে বোঝানোর তাওফিক দান করুন আমিন।

  • @shahidullah5913
    @shahidullah5913 4 ปีที่แล้ว

    আপনার বক্তব্য আমার অনেক ভাল লাগে

  • @syedmanna5189
    @syedmanna5189 5 ปีที่แล้ว +1

    আল্লাহু'আকবার আপনার ভিডিও থেকে অজানা কিছু শিখতে পারি,,,জাযাকাল্লাহ

  • @sadiatasnim7464
    @sadiatasnim7464 5 ปีที่แล้ว

    Khub vlo laglo

  • @diphasan195
    @diphasan195 9 หลายเดือนก่อน

    Mashallah vai. Onk kichu sikhlam.

  • @baabulhussain7583
    @baabulhussain7583 5 ปีที่แล้ว +1

    Alhamdulillah, Agiye jan bai apnar sange asi..

  • @bangladesherkhobor344
    @bangladesherkhobor344 5 ปีที่แล้ว

    জাজাকল্লাহ খাইরান

  • @souravkhan3361
    @souravkhan3361 2 ปีที่แล้ว +1

    Al hamdulillah Al hamdulillah Valo

  • @pbvoice8291
    @pbvoice8291 5 ปีที่แล้ว

    *খুবই সুন্দর কথা*

  • @taniaislam4699
    @taniaislam4699 5 ปีที่แล้ว +2

    Thx via ..this is my first comment...