চেন্নাই অ্যাপোলো হসপিটালের আশেপাশে এসি রুমের বাসা ভাড়া মাত্র বারোশো রুপিতে।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ,লাইক ,কমেন্ট ,শেয়ার করবেন।
    আপনারা যারা ফার্টিলিটি হসপিটাল এরপরে অ্যাপোলো হসপিটাল বাংলাদেশ থেকে চেন্নাইয়ের ডাক্তার দেখানোর জন্য যান। চেন্নাইয়ে যেহেতু গরম অনেক বেশি সেক্ষেত্রে এসি ছাড়া থাকা সম্ভব হয় না। তোর চেন্নাইয়ের কোথায় অ্যাপোলো হসপিটালের আশেপাশে কম দামে এসি রুমের বাসা ভাড়া পাওয়া যাবে সেই ভিডিও নিয়েই আমি এসেছি। মডেল স্কুল রোড থেকে এপোলো হসপিটাল মাত্র এক কিলো মিটার হবে তার চাইতেও কম হতে পারে। আপনি চাইলে সকালবেলা হেঁটে হেঁটে যেতে পারেন অথবা অটো রিক্সায় ৫০ রুপিতেও যেতে পারবেন। তা আমরা যেই গেস্ট হাউসে ছিলাম সেটি হচ্ছে model school road, Rumaan restaurant অপজিট পাশে safa street food সংলগ্ন গলি শেষ মাথা ক্রিসেন্ট হোম এসি রুমের বাসা ভাড়া পাওয়া যায়।
    ক্রিসেন্ট হোম এসি নন এসি রুমের বাসা ভাড়া দেওয়ার দায়িত্ব আছে রমেশবাবু। আমি ভিডিওতে নেমপ্লেট দেখিয়েছি সেখানে ফোন নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে।
    Address
    model school road
    4th Street thousand light, channai
    এসি রুমের বাসা ভাড়ার সাথে ইনক্লুডিং থাকছে এসি, ইলেকট্রিক বিল, ওয়াইফাই লাইন ফ্রি, গ্যাস ফ্রি, ঘর পরিষ্কারের জন্য বুয়া ফ্রি, ফ্রিজ ব্যবহার করতে পারবেন। এইগুলি সব বারশো রুপি থেকে এসি রুমে এক হাজার রুপির মধ্যে পেয়ে যাবেন। আপনি চেন্নাই এর যেই হোটেলে উঠান না কেন আপনাকে তিন দিনের অ্যাডভান্স একসাথে করতে হবে। সাথে পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে এক কপি ছবি সহ।

ความคิดเห็น • 23

  • @sutapadutta396
    @sutapadutta396 ปีที่แล้ว

    খুব হেল্প হলো আপনার ভিডিওটা দেখে একটু বলবেন ওখানে বাঙ্গালীদের খাবার কেমন আর গরমটা কেমন এটা যদি একটু ভালো করে বলেন খুব ভালো হয় কারন গরমটা যানতে পারলে ভালো হয় আর টেন্সপোর্টার রচ কেমন।

    • @alestravel7561
      @alestravel7561  ปีที่แล้ว +1

      ঢাকার , মতো গরম, এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। ট্রান্সপোর্ট রেঞ্চের কথা আপনি কি এয়ারপোর্ট থেকে হোটেল যাওয়ার কথা বলছেন। নাম আদার্স মুভমেন্ট করার কথা বলছেন। অন্যদের মুভমেন্ট যেকোনো জায়গায় যান না কেন দেড়শ রুপি থেকে ২০০শ আড়াইশো রুপি নিতে পারে। এয়ারপোর্ট থেকে মডেল স্কুল রোড পর্যন্ত গেলে ৫০০ রুপি ভাড়া নিবে এর চাইতেও বেশি নিতে পারে একটু দরকাসাকোষী করবেন। আমার আরো ভিডিও আছে সেগুলো একটু দেখেন চেন্নাই শহরের যে জায়গা গুলোতে গেছি কত কত ভাড়া দিয়ে গিয়েছে দেখলেই বুঝতে পারবেন।

    • @alestravel7561
      @alestravel7561  ปีที่แล้ว

      দিদি আপনি যদি হোটেল ক্রিসেন্ট হোম উঠতে চান। ওখানে যিনি থাকে তার whatsapp নাম্বার আছে নাম হলো তার রমেশ বাবু। আপনি চাইলে আমি নাম্বারটা দিব।

    • @md.fakrulazam6687
      @md.fakrulazam6687 ปีที่แล้ว

      @@alestravel7561 please provide me the number apu. I will go next week with family

    • @alestravel7561
      @alestravel7561  ปีที่แล้ว

      @@md.fakrulazam6687 আমার ইউটিউব চ্যানেল এর নাম রেখেছিAle's travel.... আমার কোনো এজেন্সি নেই। আপনি কি জানতে চাচ্ছেন এস এম এস দেন।

    • @md.fakrulazam6687
      @md.fakrulazam6687 ปีที่แล้ว

      @@alestravel7561 Apu i want the number of Ramesh babu (Cresent home)

  • @fatimajannatafrin3279
    @fatimajannatafrin3279 5 หลายเดือนก่อน

    Apnara jai roomtay achen saitar par day price koto

  • @sahjahanali3188
    @sahjahanali3188 ปีที่แล้ว

    আপু কেমন আছেন থাইরয়েড রোগের জন্য ভালো ডাক্তার আছে কি এবং চিকিৎসার জন্য কতদিন সময় লাগবে জানাবেন প্লিজ

    • @alestravel7561
      @alestravel7561  ปีที่แล้ว

      আপু আমার সাহেব চেন্নাই অ্যাপোলো হসপিটালে থাইরয়েডের ট্রিটমেন্ট করেছিল গত বছর জুলাই মাসের শেষের দিকে আলহামদুলিল্লাহ থাইরয়েডের প্রবলেম সলভ হয়েছে। আপনি চাইলে আপনার বেবি কে চেন্নাই এ্যাপোলো হসপিটালের দেখাতে পারেন। সাত দিনের সময় নিয়ে আসলেই হবে। তবে রবিবার বন্ধ থাকে। আপনারা আসলে সোমবারের দিন আসার চেষ্টা করবেন। যদি ফ্লাইটে আসেন তবে বিকেল চারটার মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। এ্যাপোলো হসপিটালের। তাহলে বেশি সময় লাগবে না।

  • @msliza3358
    @msliza3358 ปีที่แล้ว

    আপু খাওয়ার জন্য পানি কিনে খেতে হবে আর ব্যবহারের পানি কি কিনে করতে হবে না ওনারা দিবে আনলিমিটেড

    • @alestravel7561
      @alestravel7561  ปีที่แล้ว

      খাবার পানি কিনে খেতে হবে। ব্যাবহার করা জন্য পানি ওরা দিবে

  • @KZoHAR-ph2zv
    @KZoHAR-ph2zv ปีที่แล้ว

    আপু পাচদিনের জন্য কত রাখবে? আর এটা এপোলো থেকে কত দূরে..?

    • @alestravel7561
      @alestravel7561  ปีที่แล้ว

      Apu crescent Home e 1000 rupi theke room Vara suru 5 day 5000 tk nibe.... Appollo hospital jete besi time Lage na.. Apollo hospital niye model school road theke jawar video dewa ache.....apni dekhte paren

  • @mamunanowar942
    @mamunanowar942 ปีที่แล้ว

    রোড নাম্বার ও বাসার ঠিকানা দিবেন?

    • @alestravel7561
      @alestravel7561  ปีที่แล้ว

      4th Street thousand light model school road in chennai.... শেষ মাথায় গিয়ে crecent home guest house paben

    • @alestravel7561
      @alestravel7561  ปีที่แล้ว

      Romesh Babu crecent home guest house.what's up number +916374752854

  • @mitunroy5526
    @mitunroy5526 ปีที่แล้ว

    পুরো মাসে কত দিতে হয়

    • @alestravel7561
      @alestravel7561  ปีที่แล้ว

      আপু, এখন যদি চেন্নাই আসেন তাহলে একটু দরদাম করবেন।

    • @alestravel7561
      @alestravel7561  ปีที่แล้ว

      800/700rupi kore rakhte pare...per day