ব্যবসাভিত্তিক লাউ চাষ||commercial gourd cultivation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 1K

  • @jillurrahman8075
    @jillurrahman8075 4 ปีที่แล้ว +18

    আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি সত্যি আপনি প্রকৃত কৃষক বন্ধু।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +6

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব আর একটা কথা বলব আমার যে ভিডিও গুলো পরপর আসছে আপনাদের সামনে এগুলো যদি সত্যি সত্যি আপনি পুরো দেখেন আপনি একজন পাক্কা কৃষিবিদ তৈরি হয়ে যাবেন আমি কথা দিচ্ছি।

    • @gitasamaddar3344
      @gitasamaddar3344 3 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 00⁰

    • @islamiktv280
      @islamiktv280 2 ปีที่แล้ว

      আমিও মুগ্ধ হচ্ছি

  • @debnarayangayen6834
    @debnarayangayen6834 4 ปีที่แล้ว +4

    খুব খুব খুব উপকারী একটি ভিডিও। ধন্যবাদ স্যার।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      ধন্যবাদ জানাই । আপনারাও ভালো থাকবেন এই কামনা করব।

  • @--pigeonloverschannel2276
    @--pigeonloverschannel2276 4 ปีที่แล้ว +15

    দাদু - বহু প্রতিক্ষিত ভিডিওটি পেলাম অবশেষে।
    আপনি বাচুন দীর্ঘদিন - দীর্ঘজীবী হোন।
    বাংলাদেশ এলে অবশ্যই কমেন্টের উত্তরে জানাবেন।
    আমার ঘরে আপনার নিমন্ত্রণ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +5

      ভালো থেকো মা তুমি যে নিমন্ত্রণ করেছ এতেই আমি সন্তুষ্ট ধন্যবাদ।

    • @debasisbiswas4913
      @debasisbiswas4913 4 ปีที่แล้ว +2

      আর লাউ লাউ করবেন না তো?

    • @--pigeonloverschannel2276
      @--pigeonloverschannel2276 4 ปีที่แล้ว +1

      দেবাশীষ দাদা ভাই। লাউ লাউ করেইতো ভিডিওটি পেলাম। আর করবো না। ধন্যবাদ আপনাকে।

    • @rashelkhan8495
      @rashelkhan8495 4 ปีที่แล้ว

      Amader k nimontran karben na

    • @rakeshsk5497
      @rakeshsk5497 ปีที่แล้ว

      আমার লাউ গাছের ফল ধরা শুরু হলে।
      গোড়া পচে যায় এবং আস্তে আস্তে ঝিমিয়ে গাছগুলো মারা যায়।
      এর থেকে প্রতিকার পেতে গেলে কি করতে হবে।।।। একটু জানাবেন প্লিজ।।

  • @psarkar06
    @psarkar06 ปีที่แล้ว +1

    অসংখ্য ধন্যবাদ । খুব সুন্দর একটি ভিডিও 🙏

  • @mintushee4469
    @mintushee4469 3 ปีที่แล้ว +4

    কাকু কোন সময়ে কি কি সবজি চাষ করতে হয়, এর একটা ভিডিও করুন ।

    • @aloksanoat6816
      @aloksanoat6816 3 ปีที่แล้ว

      vay aer vedio ta to aei canela achay

  • @parthabhore8881
    @parthabhore8881 4 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো স্যার। সব গাছ লাগাই না, কিন্তু আপনার ভিডিও দেখতে ভালো লাগে। ভালো থাকবেন স্যার সবাই মিলে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      আপনারাও ভালো থাকবেন সপরিবারে এই কামনা করব।

  • @debashischakraborty2320
    @debashischakraborty2320 4 ปีที่แล้ว +4

    ফেরোমন ফাঁদ সম্পর্কে একটা ভিডিও করুন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +2

      হ্যাঁ অবশ্যই করা দরকার। একটু সময় দিন নিশ্চয়ই করব।

  • @OmarFaruk-zu2bl
    @OmarFaruk-zu2bl 2 ปีที่แล้ว

    কাকা বাংলাদেশের বরিশাল থেকে বলছিলাম। আপনার তথ্যবহুল আলোচোনা আমাকে অনেক অনেক উপকার করেছে । আমার বাড়ির আশে পাশে আঙ্গিনা সব রকম সবজি দিয়ে ভরিয়ে রেখেছি ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ জানাই।
      সপরিবারে ভালো থাকুন।
      আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @gautamchaudhuri1681
    @gautamchaudhuri1681 3 ปีที่แล้ว +5

    লাউএর বীজ বানানোর জন্য কিভাবে গাছে লাউ পাকাতে হবে একটু বলবেন। আমি কিন্তু আপনার ভিডিও ছাড়া অন্য সকল ভিডিও দেখিনা।

  • @souvikbarman136
    @souvikbarman136 4 ปีที่แล้ว

    Sir.....khub bhalo akta video.....khub bhalo.....ar rog pokar sob medecine jana hoye galo..... dhonnobad sir....khub bhalo thakun......

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থেকো চলো এগিয়ে যাই।

  • @bhaskardasbhaskar5507
    @bhaskardasbhaskar5507 4 ปีที่แล้ว +3

    কাকু আপনি গাছের ঔষধ এবং অনুখাদ কোথায় থেকে পান বলবেন?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      আমরাতো আমতলা বাজার থেকে কি নি আমি বলেছি অনেক বার। আপনি কাছাকাছি খুঁজে দেখুন হয়তো পেতে পারেন। না পেলে অ্যামাজনে অনলাইনে আপনি নিতে পারেন হয়তো একটু দাম বেশি পড়বে কিন্তু আপনার বাড়িতে এই করোণা বিপদের সময় ওরা পৌঁছে দেবে খোঁজ করে দেখুন।

  • @manojitbarman5550
    @manojitbarman5550 10 หลายเดือนก่อน

    Sir ami cooch behare theke bolchi apnar video ami dekhi khub valo lage

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  10 หลายเดือนก่อน +1

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @ahamadfaruk4674
    @ahamadfaruk4674 4 ปีที่แล้ว +3

    স্যার সালাম নিবেন, ১০,২৬, ২৬ এর পরিবর্তে ডিএপি,এম পি কে দেওয়া যাবে কি? বাংলাদেশে ১০ ২৬ ২৬ পাওয়া যায় না, জানাবেন প্লিজ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      ডিএপি খুব ভালো সার কিন্তু ওর মধ্যে পটাশটা নেই তাহলে আপনি ডিএপি ব্যবহার করবেন ওই সারের সঙ্গে কিছুটা পটাশ দেবেন আড়াইশো গ্রাম পটাশ দেবেন তাহলে ভাল কাজ হবে, এক কেজি ডিএপি আড়াইশো গ্রাম পটাশ এর সাথে মিশিয়ে দেবেন খুব ভালো কাজ হবে।

    • @helaluddin6411
      @helaluddin6411 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 DAP আর পটাশের পরিমানটা ফলের কেরেটে দুটি চারার ক্ষেত্রে পরিমান কি হবে স্যার?

  • @amitavamisra1430
    @amitavamisra1430 4 ปีที่แล้ว +2

    Sir, video টির last এর দিকে fungicide এর আলোচনায় আমি খুবই উপকৃত হলাম।
    Sir, Seedling এর পর ছোট্ট চারা গাছের ( kohlrabi, cauliflower, cabbage, beetroot etc or any type ) গোড়া পচা এর জন্য কি ব্যবহার করব? আমার কাছে Tricoderma veridy, Saaf, Avatar আছে । না কি অন্য কিছু আনব?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      না অন্য ওষুধ আনতে হবে না ।ওগুলো তেই হবে ওগুলো তো ভালো ওষুধ এগুলো ধরে থাকো কোন অসুবিধা হবে না

    • @amitavamisra1430
      @amitavamisra1430 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 Thank you Sir

    • @kishorekumardhar8565
      @kishorekumardhar8565 2 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 APNAR CONTACT NO. TA PAOA JABE? AMAR KICHHU QUESTION ACCHE.

  • @gazehafezurrohoman3196
    @gazehafezurrohoman3196 2 ปีที่แล้ว +1

    কাকু বাংলাদেশে পাওয়া যাই এমন অনুখাদ্দোর নাম কি দয়া করে যানাবেন?

  • @blackdiamond1316
    @blackdiamond1316 4 ปีที่แล้ว +1

    Sir apnar advice peye khub upokar hlo amr.
    Thank you sir

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      ধন্যবাদ জানাই চলো এগিয়ে চলো।

    • @sumandas2986
      @sumandas2986 3 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 pgr hisabe allwin er jaygay lau gache মিরাকুলান babohar kora chole ki??

  • @sahebsadhukhan4957
    @sahebsadhukhan4957 3 ปีที่แล้ว

    এই ভিডিও টা দারুন দারুন ভাল লাগলো কারন আমি সব ওষুধের দাম গুলো জানতে পেরে গেলাম তারসাথে আপনার বিশ্লেষণ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      ধন্যবাদ জানাই ভালো থেকো চলো এগিয়ে চলি।

  • @annayaghosh3246
    @annayaghosh3246 3 ปีที่แล้ว

    কাকু আমার লাউ গাছ টা খুব ভালো হয়েছিলো কিন্ত সাদা দাগ পাতার নীচে সাদা মাছি পোকা হয়েছে। পাতা নস্ট হয়ে গেছে কি ওষুধ দেবো

  • @suhasbagait30
    @suhasbagait30 9 หลายเดือนก่อน

    অনন্ত বাবু নমস্কার
    আমার লাউ গাছে একটি সমস্যা হচ্ছে যে দুটো তিনটে লাউ হওয়ার পরে গাছ আর বাড়ছে না নাই ফুল আসছে। কি করবো। গাছের স্বাস্থ্য দেখে ভালই লাগছে কিন্তু না ডগা বাড়ছে না ফল ধরছে। কি করবো যদি একটু বলেন। উত্তরের অপেক্ষায়। ভালো থাকুন সুস্থ থাকুন

  • @pikubarma2468
    @pikubarma2468 3 ปีที่แล้ว +1

    পুকুরের উপর মাচা করে পুকুর পারে রিং এর ভেতর মাটি দিয়ে ঝার/মাদা করে লাই রোপণ করলে হবে কি। পুকুরে হালকা ছায়া থাকে ।আপনার মূল্যবান মতামত চাইবো। ভালো থাকবেন

  • @skansar5364
    @skansar5364 3 ปีที่แล้ว

    Khub bhalo laglo sir, ami one din theke khujchilam TH-cam a, prai sob ferming channel Bangladesh er Amader paschim Banglar aabahoyar sanga apnar tips amader khub upokar dibe, thank u sir.

  • @bhairabgoatfarm3578
    @bhairabgoatfarm3578 4 ปีที่แล้ว +1

    রাসায়নিক সার কি ইউরিয়া সার দিয়েছেন ।

  • @abhijitmondal412
    @abhijitmondal412 4 ปีที่แล้ว

    Apnar video gulo theke ami onek upokrito hoye6i

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      ধন্যবাদ জানাই । সেই সঙ্গে বলবো এগিয়ে চলো।

  • @naharfamilyvlog4434
    @naharfamilyvlog4434 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাই ভিডিও দেখতে ভালো লেগেছে 🐞🌹

  • @ishratsatter5628
    @ishratsatter5628 3 ปีที่แล้ว

    জি আপনেই আংকেল ঠিক বলছেন এক সাথে মিক্স করা দুই ঔষধ দিলে কার্যকারিতা কম হবে, উল্টো কাজ হবে না, বেস্ট বলছেন আলাদা আলাদা ঔষধ দিতে, পোকা মাকড় জন্য আলাদা আর ছএাক জন্য সম্পুর্ন আলাদা আরেকটা, আমি এ ভাবেই করব চাই না আমি না বুজে কনফিউজ হয়ে গাছের্ ক্ষতি করতে, thank you আপনাকে আংকেল ভাল উপদেশ দেওয়ার জন্য
    আমরা যারা বিগিনার বুঝি না, কনফিউজ থাকি, না বুজে করে ফেলি গাছের ক্ষতি, আবারও আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ

  • @RatanStitchTutorial
    @RatanStitchTutorial 3 ปีที่แล้ว

    Thak u so much videoti korar jonno sir...ami ratan roy alipurduar theke bohu protikhay cilam eta janar jonno

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই ভালো থেকো সেই সঙ্গে চলো সকলে এগিয়ে চলি।

  • @sujitdebbarma7690
    @sujitdebbarma7690 3 ปีที่แล้ว +1

    Thank you sir Good advice for farming

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।

  • @onlytoyou6187
    @onlytoyou6187 4 ปีที่แล้ว

    অনেক দিন আগে থেকে এই video টার অপেক্ষা তে ছিলাম 🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই ভাল থাকুন।

    • @mdmalikmalik2702
      @mdmalikmalik2702 3 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 স্যার বাংলাদেশ থেকে, আপনার উপদেশ নিয়ে কাজ করে খনেক লাভমান হয়েছি, স্যার দোয়া করবেন,,

  • @najibulmondal5315
    @najibulmondal5315 4 ปีที่แล้ว

    Video ta peye khub khusi holam ,apni mohan.sir valo thakben,

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে পরিবারের সকলে ভালো থাকুক এই কামনা করব। ধন্যবাদ চলুন এগিয়ে চলি।

    • @najibulmondal5315
      @najibulmondal5315 4 ปีที่แล้ว

      Sir lao gach theke besidin lao ki vabe pabo janaben allah apnar mongol koruk,

  • @civilengineersubhajit1027
    @civilengineersubhajit1027 ปีที่แล้ว

    লাউ গাছের গোরা পোচে জায়,, কি ওসুধ আছে???
    প্লিস জানাবেন স্যার।।।

  • @ishratsatter5628
    @ishratsatter5628 3 ปีที่แล้ว

    Thanks আংকেল , তাহলে আংকেল যদি পোকা হয় ঐ ঔষধ দিব bug killer,
    তারপর কি fungus killer spray দিলে হবে যখন ফল আসে গাছে
    তবে আংকেল কখন দিব পোকার ঔষধ কত বয়স থেকে গাছের আর কখন দিব fungus spray
    আমাদের এখানে saaf নেই এখানে নানান কোম্পানি র fungus killer spray মিলে , দিলে হবে যে কোন ভাল কোম্পানির fungus spray

  • @skmujaffarali3860
    @skmujaffarali3860 3 ปีที่แล้ว +1

    খোল পচা জলের সংগে যদি waste decomposer এর জল দিয়ে কয়েক দিন ধরে রাখা যায় তাহলে সেই মিশ্রিত জল কেমন হবে?

  • @laxmisaha7559
    @laxmisaha7559 3 ปีที่แล้ว +2

    কোন মাসে লাউ এর বীজ লাগাতে হয় ?

  • @user-ke1bz2vu9m
    @user-ke1bz2vu9m หลายเดือนก่อน

    চালকুমড়ো নিয়ে ভিডিও করেন 🙏

  • @shibsaha745
    @shibsaha745 2 ปีที่แล้ว

    Sir, akhon kon sarisa chas korle bhalo hobe ? Namaskar niben bholo thakben❤❤🙏🙏🙏

  • @arifehsanshagor3780
    @arifehsanshagor3780 ปีที่แล้ว

    Tata master কি গ্রিস্মকালে( গরম আবহাওয়ায়) স্প্রে করা যাবে?

  • @sksanowaz5861
    @sksanowaz5861 4 ปีที่แล้ว +2

    স্যার আমার প্রশ্ন হলো Trichoderma viridi er বদলে saaf powder গাছ রোপণের সময় দেওয়া যাবে কী

    • @--pigeonloverschannel2276
      @--pigeonloverschannel2276 4 ปีที่แล้ว +3

      যাবে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +3

      দুটোই ছত্রাকনাশক।যারা রাসায়নিকে যাবে অবশ্যই ব্যবহার করবে আর যারা জৈবোতে থাকবে তাহলে তাদেরকে ট্রাইকোডার্মা ভিরিডি তে যেতে হবে।

  • @soahammondal9512
    @soahammondal9512 2 ปีที่แล้ว

    কাকু ফল ছিদ্র করা পোকা বা পিনপোকার জন্য কি দেবো? এবং গোড়া পচা রোগের জন্য কি দেবো?

  • @mofizurrahman9809
    @mofizurrahman9809 7 หลายเดือนก่อน

    স্যার, ফলন বাড়ানোর জন্য যেকোনো গাছের শাখা কর্তন করে দিলে কি ক্ষতি হবে????

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  7 หลายเดือนก่อน

      না ক্ষতি হবে না।
      তবে কাটার সঙ্গে সঙ্গে ছত্রাক নাশক ঔষধ স্প্রে করবেন।

  • @dipakroy3228
    @dipakroy3228 ปีที่แล้ว

    স‍্যার কোন মাসে লাউ বীজ বসাতে হবে। জলদি চাষ
    আর কয়েকটি ভালো জাতের নাম বললে ভালো হয়। ধন‍্যবাদ স‍্যার।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว +1

      এখন বীজ বুনতে পারেন।
      মল্লিকা জাত চাষ করতে পারেন।

  • @chandanadhargupta6973
    @chandanadhargupta6973 4 ปีที่แล้ว

    দাদা নমস্কার নেবেন ।আপনার এই ভিডিও টি দেখার পরে কমেন্টস করেছি সেই ফুলের নার্সারি নিয়ে ।কিন্তু এক অবাক কান্ড,আমি আপনার ভিডিও র কমেন্টস গুলো প্রায়ই উল্টে পাল্টে দেখি।দেখতে দেখতে হঠাত্ দেখি আপনি আমার এর আগের ফুলের নার্সারি র রিকোয়েস্ট করা (কালো পিটুনিযা) কমেন্টস এর এতো সুন্দর উত্তর দিয়েছেন আমি মুগ্ধ ।ভীষণ ভীষণ ভালো লাগল ।লিখতে ভালবাসি তাই এতো লিখে ফেলি।যাইহোক আপনি যে অবাস্তব হলেও সপরিবারে বেড়াতে যাবার মতো একটা সুন্দর উপলব্ধির কথা বলেছেন এতেই আমি মুগ্ধ ।সত্যি ই আমি ভ্রমণ পিপাসু,অনেক দারিদ্র্যের মধ্যে থেকেও সাধ্যমত নিজে ঘুরেছি আর অন্যদের ও উত্সাহিত করেছি।বুঝিয়েছি যে জীবন কে এগিয়ে নিয়ে যাওয়ার এটা অক্সিজেন এর কাজ করে ।আর চাকরি পাওয়ার পর তো যখনই কোনো সুযোগ পেয়েছি তখনই বেড়িয়ে পরেছি। আমি টি,ভি তে রাতের স্বর্ণ মন্দির এর রূপ দেখেই আমার মাসী ওএক বান্ধবী কে(সবাই ষাটোত্তীর্ণ)'নিয়ে শুধু মাত্র অনুমানের উপর ভিত্তি করে বেরিয়ে পড়ি ক্রমে ক্রমে বৈষ্ণদেবী মন্দিরে ওঠার পথে সেই উদাত্ত আর্তির অভিজ্ঞতা কে সঙ্গী করে কাশ্মীরে গিয়ে পরলাম। এর পরের কথায় দীর্ঘতা না বাড়ানোই ভালো,যদিও আগেই অনেক দীর্ঘ আর অপ্রাসঙ্গিক হয়ে গেছে ।তবুও লেখার লোভ সামলাতে পারলাম না ।নিজ গুনে ক্ষমা করে দেবেন আশা করি ভুল বুঝবেন না ।নমস্কার নেবেন ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      যারা ভ্রমণপিপাসু হবে দিদিমণি তাদের লেখা শেষ হবে না এত মনের মধ্যে কথা জমে আছে শেষ করা যাবেনা। মানুষ যদি মনে করে আমি গরীব , সে গরীব ,মানুষ যদি মনে করে আমি গরীব ন ই , সে গরীব নয় ।
      আপনি চাকরি করছেন তো কেন দরিদ্র হতে যাবেন । শুধু মনে করবেন যে আমি হয়ত মুকেশ আম্বানির মতো হতে পারব না কিন্তু ভিখারিদের থেকে বড়ো লোক। বুদ্ধদেব বলেছেন আকাঙ্ক্ষায় দুঃখের কারণ । যেমন চলছে এটাই সুন্দর জীবন আনন্দের জীবন । পরিবারের সকলকে ভাল রাখুন আপনার দিকে লক্ষ্য রাখুন অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে যতটা সম্ভব চাষবাসের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখুন মন শান্তিতে ভরে থাকবে।

  • @engr.mahfuzrahmanmojumder8367
    @engr.mahfuzrahmanmojumder8367 3 ปีที่แล้ว +1

    Very informative video. Thank you.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই । সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।

  • @user-be7uj1fo6z
    @user-be7uj1fo6z 10 หลายเดือนก่อน

    Lal shak er gora poche jacce karbondazim diyechi aro bere geche aj baopati diyechi kal Redomil gold dite chai apni ki bolen

  • @protappaul3327
    @protappaul3327 14 วันที่ผ่านมา

    ​​@farmingadviseranathhalder7579 sir আপনার নিয়মে শসাতে প্রচুর লাভ পেয়েছি …তার জন্য কৃতজ্ঞ আমি।
    একটা দ্বিধা হয়ে গেলো -- আপনি video তে গাছ বসানোর সময় সার দিলেন সেটা কি দিবো?
    নাকি একবারে 20 দিনের দিন দিবো একটু বলবেন …?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  14 วันที่ผ่านมา

      কুড়ি দিন পর সার ব্যবহার করবেন। একটু কম করে সার দেবেন।
      এখন আবার তাপমাত্রা বাড়ছে বেশী
      সার সহ্য করতে পারবে না ।
      সার দেবার পাঁচ দিন পর হিউমিনল গোল্ড প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে মোবোমিন দু গ্রাম ও উলালা এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে চার দিন ছাড়া দুবার।

    • @protappaul3327
      @protappaul3327 14 วันที่ผ่านมา

      @@farmingadviseranathhalder7579 অসংখ্য ধন্যবাদ স্যার
      প্রণাম নিবেন
      সুস্থ থাকুন কামনা করি ♥️♥️♥️

  • @uploadtvsd
    @uploadtvsd 2 ปีที่แล้ว

    Sir, 16inch tob a lau kora jabe? ar PGR er modhye amar kache miraculan ar marino plant neurient ache, konta use korle valo fal pabo,janale upokrito hobo

    • @uploadtvsd
      @uploadtvsd 2 ปีที่แล้ว

      Sir ektu reply dile upokirto hobo, 3te pgr er mothye konotai paini

  • @sukhendebnath8751
    @sukhendebnath8751 5 หลายเดือนก่อน

    Gallup এর বদলে karate insecticide কাজ করবে?? কারণ gallup এখানে পাওয়া যাচ্ছে না আর missile এর দাম অনেক। 🙏🙏🙏king doxa insecticide gharda বললেন তো???

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  5 หลายเดือนก่อน +1

      ক্যারাটে তে একটু কম কাজ পাবেন।

  • @sohinimondal3370
    @sohinimondal3370 4 ปีที่แล้ว +1

    কাকু আমার বাড়ির মাটিতে উইপোকা আছে একটা লাউ গাছ ও বাচাতে পারছি না ।অনেকে বলছে মাটি খারাপ ,মাটিতে নোনা হচ্ছে কি করব বুঝতে পারছি না।যদি কিছু উপায় বলেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      মাটিতে যদি নোনা থাকে তাহলে বর্ষাকালে চাষ করতে পারবেন অন্য সময় চাষ করলে সমস্যা হতে পারে ।আপনাকে বেশি করে শুধু কাঁচা গোবর দিয়ে রাখতে হবে বাড়িতে তবে নোনা কাটাতে পারবেন। আর নোনা মাটিকে খুব ভালো হবে সূর্যমুখী, বিট এগুলো করতে পারেন।

  • @AshrafAli-zf9gd
    @AshrafAli-zf9gd 4 ปีที่แล้ว +1

    নমস্কার স্যার।আশা করি সপরিবারে ভাল আছেন। স্যার আমি বাংলাদেশ থেকে আপনার জন্য শুভকামনা রইল। আপনি আমাদের মাঝে বেঁচে থাকেন দীর্ঘ দিন। স্যার চারাগাছ দিনের কোন সময় রোপণ করা ভালো। আশা করি জানাবেন প্লিজ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      সব সময় বিকাল 5 টার দিকে গাছ বসাতে হবে এবং গাছে জল দিতে হবে ফজরের নামাজের পরে অর্থাৎ সকাল পাঁচটার দিকে।

  • @chayanbanerjee3929
    @chayanbanerjee3929 3 ปีที่แล้ว

    Sir tormuj er 20 din boyos hoyeche.. Onek gaach er pata curly hoye choriye poreche rog ta..Thiamethoxam 25 spray korechi kaalke...ki kora jai ektu bolben please..aar kobe debo? ei somoy 10 26 26 diye tarpor ki PGR marle gaach gulo recovered hobe? Please help me sir..

  • @mofizurrahman9809
    @mofizurrahman9809 6 หลายเดือนก่อน

    স্যার, লাউয়ের ফুলের ভিতরে ছোট ছোট লাল ধরনের পোকার কারণে পরাগায়নের ব্যাপক সমস্যা হচ্ছে। এর কারণে আমার অনেক ক্ষতি হয়েছে। এই পোকা দমন করার ওষুধের গ্রুপের নাম যদি একটু বলতেন।

  • @ruraldevelopmentsangsthard2839
    @ruraldevelopmentsangsthard2839 2 ปีที่แล้ว

    স্যার আসা করি সুস্থ আছেন, এবং দোয়া করি মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে যেন সুস্থ থাকেন; সপরিবারে। আমি বাংলাদেশ থেকে বলতেছি, আমি আগাম লাউ চাষ করতে চাচ্ছি। মাএ পোষ মাস আসল এখন কি নতুন করে লাউ চাষ করা যাবে নাকি মাঘ মাসের শেষ ভাগে করব নাকি আরও পারে করলে ও কোন মাসে করলে গাছ ও ফুল-ফল ভালো হবে? আশাকরি আমার এই বিপাকে আপনার সাহায্যে পাব। ধন্যবাদ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      আমাদের এখানে লাবনী বলে একটা জাত আছে সেটা গরমের অর্থাৎ মাঘ মাসের প্রথমের দিকে বুনতে হয় ।ভালো দাম পাবেন প্রচুর ফলবে।
      তবে আপনাদের ওখানে যে যাত্রা ভালো সেটা মাঘ মাসের প্রথমের দিকে বলবেন জৈব সার দিয়ে বুনবেন গাছ বার হওয়ার কুড়ি দিন পরে সার দেবেন।

  • @manasbiswas3621
    @manasbiswas3621 3 ปีที่แล้ว

    দাদা আমি রথেরদিন 4টা লাউয়ের বীজ পুতেছিলাম, তিনটে গাছ হয়েছে, গাছগুলো খুব সুন্দর হয়েছে এবং গাছে প্রচুর ছেলে ফুল হয়েছে l এখন আমি আপনার কাছে জানতে চাই কি কি রাসায়নিক সার দিলে গাছে লাউ হবে, দয়াকরে যদি আমার এই সমস্যার সমাধান করেন উপকৃত হবো l

  • @rifatraz5457
    @rifatraz5457 4 ปีที่แล้ว

    আচ্ছা দাদু
    ভাতের জৈব টা কি লাউ গাছের গোড়ায় দেওয়া যাবে নি।
    সাথে পেঁপে গাছে দেওয়া যাবে নি লেবু গাছের মতোন

  • @uttamrajbanshi9301
    @uttamrajbanshi9301 4 ปีที่แล้ว +1

    Begun ga cher do gar pata moregiya kukre jacha.Ki medicine Debo do ya Kore bolben.

  • @nabadwipmondal5464
    @nabadwipmondal5464 2 ปีที่แล้ว

    একতারা এবং ক্রিট্যাপ একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে ? অনুগ্রহ করে জানাবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      বেশি কাজ পাবেন।তবে দশ লিটার জলে
      আট গ্রাম kritap সেই সঙ্গে 5 গ্রাম একতারা মিশিয়ে স্প্রে করবেন।

  • @gobindo807
    @gobindo807 4 ปีที่แล้ว

    আপনার কথা গুলো শুনতে খুব ভালো লাগে ।

  • @tapassamanta150
    @tapassamanta150 3 ปีที่แล้ว

    Sir. P.g.r abong anu khaddya machar nich diya patar nicha spray korlya kaj have.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      যেভাবে হোক পাতায় ওষুধটা পড়লেই চলবে।

  • @mihirpramanik4525
    @mihirpramanik4525 4 ปีที่แล้ว +1

    স্যার আমি বারুইপুরের বাসিন্দা আপনার কথায় উৎসাহ পেয়ে মোটামুটি সব ধরনের চাষ করছি! আমার খাজা পেয়ারা চাষ টা বেশি আছে! পেয়ারা গাছের কিছু টিপস জানতে চাইছি?

  • @rahulpramanik2016
    @rahulpramanik2016 4 ปีที่แล้ว +1

    Sir upner process a ...Palong chas kora6i..Vloi hoya6a...
    Upni jei PGR use kor6en..Otar company name ta ektu bolben??

  • @Boss33335
    @Boss33335 4 ปีที่แล้ว

    আপনার ভিডিও খুবই ভালো লাগছে
    টবে শশা চাষ নিয়ে একটা ভিডিও করুন
    (যে ঔষধ গুলো দেখানো হচ্ছে
    সেগুলো একটু ক্যামেরার সামনে এনে দেখালে খুব ভালো হয়)

  • @arpanbanerjee9061
    @arpanbanerjee9061 3 ปีที่แล้ว

    Sir, amar lau gache 1 ta lau dhoreche r onek lau er kuri eseche. Kintu gacher pata chit chit holud hoye jawar jonno ami 3gm Saaf powder 1 lit water er sathe misiye sakale spray korechilam. Kintu 5-6 days por sob kuri gulo holud hoye jache r tar por lako hoye gachei sukiye jache. Gacher goray ami sorser khol r Super phosphate diyechilam.
    Please sir kichu ekta potikar bolun. Date - 08/01/2021

  • @rakeshmanna980
    @rakeshmanna980 4 ปีที่แล้ว

    অসাধারন ও তথ্য বহুল ভিডিও অনেক কিছু শিখলাম , আমি কিছু টমেটো চারা ভারমী ও ট্রাইকো দিয়ে মাটিতে বসালাম কিন্তুসব চারা ঝোলসে গেল তা কি চড়া রোদের কারনে ? ভালো থাকুন কাকু আর আগামী কে পথ দেখিয়ে নিয়ে চলুন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      আমার টমেটো চারা আমি চারটে বসিয়ে আপনাদের দেখিয়েছিলাম এই প্রবল বর্ষণ হলো 9 দিন। এতো বৃষ্টি হলো এখনো আবার আর একটা নিম্নচাপ গেল তার উপর দিয়ে কিন্তু গাছ একদম মরে নি। আমি 45 দিনের চারা লাগিয়েছিলেন । যদি কম দিনের চারা হয় তাহলে কিন্তু মরে যাবে ।

    • @rakeshmanna980
      @rakeshmanna980 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 chara bajar theke ane chilam. mone hoy 45 diner kam chio..

  • @diliproy2082
    @diliproy2082 2 ปีที่แล้ว

    Sudhu osud r osud .

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      তা নাহলে আপনি প্রতিযোগিতায় টিকতে পারবেন না। চাষী কে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না কারণ দুনিয়াটা এই নিয়মে চলছে।
      সরকার ইচ্ছা করলে আবার মানুষকে এক সপ্তাহের মধ্যেই জৈব চাষে ফিরিয়ে নিয়ে যেতে পারে।

    • @diliproy2082
      @diliproy2082 2 ปีที่แล้ว

      কথাটা ঠিক কিন্তু বাড়িতে নিজের জন্য কি কি জৈব সার ব্যবহার করবো ।

  • @nobel4074
    @nobel4074 10 หลายเดือนก่อน

    Sir apnar ka6e onek ki6u sikhe6i❤

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  10 หลายเดือนก่อน

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @jgupta9383
    @jgupta9383 4 ปีที่แล้ว

    lau gacher pata kukre ja66e. Pata biborno akriti dharon koreche, pata choto choto ho66e. Gacher briddhi ho66e na. Ki korbo?? Apnar uttorer opekkhay roilam. Dhonnobad🙏

  • @sukhendebnath8751
    @sukhendebnath8751 5 หลายเดือนก่อน

    শরষের খোল কি পঁচিয়ে জলটা দিতে হবে না চটি খোল raw দিতে হবে? ১০ ২৬ ২৬ এর বদলে ২০ ২০ ২০ দেওয়া যাবে??? কারণ আমার কাছে ওটাই আচে?🙏🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  5 หลายเดือนก่อน +1

      20 20 20 যদি স্প্রে করার জন্য সার হয়ে থাকে তাহলে প্রতি লিটার জলে তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
      সরিষার খোল পচানো জল ব্যবহার করবেন। ঐ জলে আরো জল মিশিয়ে পাতলা করে ব্যবহার করবেন।

  • @ishratsatter5628
    @ishratsatter5628 3 ปีที่แล้ว

    আংকেল ছএাক দমনের ঔষধ লাউ গাছে কখন দিলে ভাল সবচেয়ে, গাছে যখন লাউ কাল হবে, পচে যাব দেখা শুরু করলে প্রথম,
    নাকি কাল দেখা, পচন ধরা আগ থেকে দিব
    নাকি যখন লাউ আসা শুরু করবে মাএ গাছে গুটি গুটি পিচচি পিচচি থাকা অবস্থায়
    কারন আংকেল আমি নতুন করতেছি লাউ গাছ সঠিক বুজি না কি করলে ভাল হবে কোন সময় দিব কি ঔষধ

  • @sourendrakundu2603
    @sourendrakundu2603 หลายเดือนก่อน

    Bes kichu falan poua r por, pol dhara bandho hoyagache, er por ki kora uchit

  • @user-id8pw2yr1d
    @user-id8pw2yr1d 4 ปีที่แล้ว

    আমার সবজি গাছ যেমন- শশা, লাউ, খিরা, করলা অল্প দিন ফল দিয়ে বুড় হয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়। কিভাবে সর্বাধিক সময় ফল দেবে। ফল আহরণের সময় গাছের কি যত্ন, কি সার দিতে হবে, কি করা যাবে কি করা যাবেনা এসবের উপর বিস্তারিত একটা ভিডিও দেবেন দয়া করে। বিষয় গুল জানা আমার জ্রুরি দরকার। অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।

  • @mdrabiul5654
    @mdrabiul5654 3 ปีที่แล้ว

    দাদা আমি ওটা বুঝতে পারলাম না ওটা কি গোবর সার আর সাদা পাউডারের মত যে মিশ্রত করলেন ওটা কোন সার প্লিজ বলবেন

  • @brindabanmondal7357
    @brindabanmondal7357 2 ปีที่แล้ว

    Buster 2 satha onno kono machine use kora jaba sir

  • @mintusil2493
    @mintusil2493 ปีที่แล้ว

    আমার গাছটায় ভালোই ফলন শুরু হয়েছিল । ছয় দিন আগে কিছু সার মাটি দিই গোড়াতে তিন দিন পরে থেকে নিচের থেকে পাতা গুলো হলুদ হয়ে মড়তে মড়তে উপড়ে যাচ্ছে এখন আমি কি করবো

  • @ekhaneicom-qz5fx
    @ekhaneicom-qz5fx 2 ปีที่แล้ว

    মাটিতে সালফার জিংক বোরন ম্যাগনেসিয়াম দেব কখন?

  • @greenworld1936
    @greenworld1936 ปีที่แล้ว

    Bottle gourd farming e plant to plant aar beb to bed distance kato rakhbo, 1 bighe jami te kato ta chara ropon kora jabe.

  • @skbt6333
    @skbt6333 3 ปีที่แล้ว

    দাদা আমি লাউয়ের চারা কস্তরী পচিয়ে তার মাজে রোপন করেচি কিন্তু কোন ভাবেই গাচ বড় হয়নি আজ তিন দিন হল টি এস পি পটাস ইউরিয়া দিয়েচি পাতা কচি গুলু পচে জায় কি রুগ জানিনা উত্তরের অপেক্ষায়

  • @suvendubiswas2808
    @suvendubiswas2808 ปีที่แล้ว

    লাউ গাছের প্রচুর ফল এসেছে কিন্তু চার ছয় আঙুল হয়ে হলুদ হয়ে পচে কি করব? পূর্ব বর্ধমান

  • @user-kt8vx8zt5g
    @user-kt8vx8zt5g 4 ปีที่แล้ว +1

    আমি ফুল গাছ করি।সিউড ব্যবহার করি।
    গাছ আরও সুন্দর করতে কি অল উইন গোল্ড সুপার ব্যবহার করা যাবে?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +2

      একবার আমার এই ওষুধ ব্যবহার করে দেখুন নিশ্চিত ভালো কাজ পাবেন।

  • @somnathpal2603
    @somnathpal2603 2 ปีที่แล้ว

    Sir ami apnar sob video daki sir ami chada bostai laugach kori ai bar gach korachi gach barchilo valoi kintu aktu boro hoya are dog chutcha na joro hoya gacha apnar kotha moto sar osud pgr diyachi kintu lav hocha na dog sai barcha na ki korbo bolla upokar hoto

  • @ishratsatter5628
    @ishratsatter5628 3 ปีที่แล้ว

    সাদা কি দিলেন আংকেল ভার্মি কোমপসট সাথে গাছ লাগানো সময়

  • @gobindabiswas8012
    @gobindabiswas8012 11 หลายเดือนก่อน

    গাছ শুকিয়ে মরে যাচ্ছে। গাছের বডি ফেটে এক রকম রস বের হচ্ছে তার পর শুকিয়ে মোরে যাচ্ছে কি করব, দয়া করে একটু বলবেন।

  • @papiadas1015
    @papiadas1015 4 ปีที่แล้ว +1

    কাকু আমি বাংলাদেশ থেকে আমার লাউ গাছের গোড়া মাটি থেকে উপরে মাটির কাছে লাউ গাছ চিরে যাচ্ছে এবং গাছের পাতা ছোট হোয়ে যাচ্ছে এবং মরে যাচ্ছে।গাছে ফল আসছে।আমি ১৩০০০ টাকা খরচ করে লাউ গাছ করেছি।আমার লচ হচ্ছে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      বল কি মা এত টাকা খরচ করেছ? যাই হোক তোমাকে ব্লাইটক্স না পেলে ফাইটোলান অর্থাৎ কপার অক্সিক্লোরাইডগ্রুপের পাউডার নিয়ে তার সঙ্গে কিছুটা জল মিশিয়ে মলম তৈরি করতে হবে ওই মলমটা ফাটা জায়গায় বা চিরে যাওয়া জায়গায় বন্ধ করে দিতে হবে আর প্রতি লিটার জলে 3 গ্রাম টাটা মাস্টার মিশিয়ে স্প্রে করতে হবে আশাকরি মরবে না গাছ ।

    • @papiadas1015
      @papiadas1015 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 thank u kaku

  • @maeenuddin5092
    @maeenuddin5092 4 ปีที่แล้ว

    Eto sundor kore age kokhono keo bolsee kina amar jana nai.nice.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব।

  • @tanibahamed2773
    @tanibahamed2773 3 ปีที่แล้ว

    Rivas kon groper sir,plz bolben bole asa kori.r he Medicine er group niea akta se leveler vedio chai(from bangladesh).onek onek vlobasa apnar jonno sir.you'r my favourite teacher.

  • @romaprosadhalder689
    @romaprosadhalder689 2 ปีที่แล้ว

    শ্রদ্ধেয় স্যার,
    আপনার কাছে একটা অনুরোধ, Hydroponic পদ্ধতিটা আপনার মত করে সহজ ভাষায় একটা ভিডিও আমাদের উপহার দিলে, ভীষণ খুশি হব। বিশেষ করে,যাদের জায়গা খুব সীমিত।
    ভাল থাকবেন।
    নমস্কার।
    রমাপ্রসাদ হালদার।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      ব্যাপারটা ভালো করেই জানি
      কিন্তু কখন ভিডিও করবো।
      অনেক কাজের মধ্যে জড়িয়ে পড়েছি।
      মনে কিছু করবেন না,
      সুযোগ পেলে অবশ্যই ভিডিও করে জানাবো।

  • @shubhajoytidas8652
    @shubhajoytidas8652 4 ปีที่แล้ว +1

    স্যার, বলছিলাম সার দোকানে যেটাকে ভিটামিন বলছে ওটাই কি PGR ,নাকি কোনো পার্থক্য আছে..???জানালে উপকৃত হব ।
    আমি পড়াশুনোর জন্য হালদিয়া তে থাকি ,আসা করবো একদিন না একদিন আপনার সঙ্গে দেখা হবে । আমি আপনার সব ভিডিও দেখি এবং বাগানে করার চেষ্টা করি.।
    আপনার কথা শুনে পটল ও করেছি 😊😊👍

    • @debashischakraborty2320
      @debashischakraborty2320 4 ปีที่แล้ว

      ভাই দোকানে যেটা ভিটামিন বলে সেটা অনুখাদ্য।

  • @mdsanu5668
    @mdsanu5668 2 ปีที่แล้ว

    Kaku Lau gacher sob Lau holud hoye jhore jacche ki korbo??????

  • @apalimandal9858
    @apalimandal9858 4 ปีที่แล้ว

    আপনার হাতে গাছ বসানোটা দেখতে খুব ভালো লাগে, তবে ছোটো বাগানে আর লাউ লাগানোর জায়গা পাচ্ছিনা, একটা কুমড়ো গাছ আর করলা গাছ অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। আগে ছাদের টবে খালি ফুল গাছ লাগাতাম , এখন আপনাকে দেখে দেখে সবজি করার চেষ্টা করছি। যেটুকু ই হোক্, বাগানে গিয়ে মনটা আনন্দে ভরে যায়। খুব ভালো থাকুন 🙏🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      চাষ ছাড়বেন না দিদিমণি দুঃখ কষ্ট সব ভুলে থাকা যায় গাছ ই আপনাকে আনন্দ দেবে।

  • @rajiulmuscat7985
    @rajiulmuscat7985 3 ปีที่แล้ว

    অসাধারণ সুন্দর ভিডিও l

  • @newgopugaming5522
    @newgopugaming5522 7 หลายเดือนก่อน

    Agromin gold nai borun ar all wen gold dile hobe

  • @pankajmondal2078
    @pankajmondal2078 ปีที่แล้ว

    স্যার লাউ গাছের চারা রোপনের সময় পুরানো গোবর সারের সাথে SAAF POWDER মিশিয়ে রোপন করা যাবে ?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว

      অবশ্যই মিশিয়ে চারা বসাবেন ।
      তাহলে পচে যাওয়ার ভয় থাকবে না এবং গাছের গোড়ায় এই বর্ষাতে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দেবেন। তাহলে মারা যাবে না।

    • @pankajmondal2078
      @pankajmondal2078 ปีที่แล้ว

      ধন্যবাদ স্যার ❤

  • @manojitbarman5550
    @manojitbarman5550 10 หลายเดือนก่อน +1

    Sir ami all wine ta dilam ajke
    Kintu dekhi gache agay poka ache choto choto ki karbo

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  10 หลายเดือนก่อน

      মাঝারি দামের ওষুধ ল্যানসার গোল্ড প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় খুব ভালো কাজ পাবেন।

    • @manojitbarman5550
      @manojitbarman5550 10 หลายเดือนก่อน

      Thanks sir

  • @sukhendebnath8751
    @sukhendebnath8751 5 หลายเดือนก่อน

    Tata master এর জায়গায় ridomil gold দিলে হবে? 🙏🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  5 หลายเดือนก่อน +1

      হ্যাঁ অবশ্যই হবে।
      দুটো একই গ্রুপের ওষুধ।

  • @tiktoshotto2109
    @tiktoshotto2109 3 ปีที่แล้ว

    আমি আফ্রিকায় জাতিসংঘ মিশনে কাজ করা কালিন সাউথ সুদানের কম বৃস্টি ও পানির অভাব থাকায় একটি ছোপ করে সেখান লাউ কুমড়া, সিম,করলা লাগিয়েছিলাম,করলা হ্যাংবকরেছিলাম বাউন্ডারি ওয়ালের কাটা তারে, কুমড়া আর লাউ মাটিতে বেড়েছিল, সীম গাছে কন্চি দিয়ে খাড়া রেখেছিলা।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      গরমের দেশে এক কথায় মরুভূমিতেও আপনি সোনা ফলিয়েছেন এইজন্য ধন্যবাদ জানাই ।জৈব সার ওখানে বেশি করে ব্যবহার করবেন। গোবর সার, যদি ভার্মি কম্পোস্ট সার পাওয়া যায়, অভাবে সরিষার খৈল ,বাদাম খৈল বা নিম খৈল এগুলো বেশী ব্যবহার করে ওখানে গাছ করবেন খুব সাফল্য পাবেন আবারধন্যবাদ জানাই।

  • @dilipbiswas4629
    @dilipbiswas4629 4 ปีที่แล้ว +1

    Sir সমস্ত সবজি বীজ আমি saaf পাউডার দিয়ে শোধন করতে পারি।কারণ tv পাচ্ছি না।

  • @sukrusheak9005
    @sukrusheak9005 4 ปีที่แล้ว +2

    সার আমি আপনার ভিডিও দেখে আমি 5 কাঠা জমিতে টমেটো চাষ করবো। বিজ ফেলেছি আজ 30 দিন হলো এর পরে পরিচর্চা কিভাবে করবো ভিডিও বানান

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      পরিচর্যা নিয়ে আমি অবশ্যই ভিডিও করব তবে 45 দিন হলে তবে চারা বসাবেন।

  • @surojitghosh877
    @surojitghosh877 2 ปีที่แล้ว

    Sir amar gacher pata akabara kura gacha ak chota ukunar moto pokar karo na thiomethaxam 25%, imidacloprid 17.5,use korap tarata parchina to ami ki upl ar ulala use korbo gacher bios 25 din

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      নিম ঘটিত ওষুধ 10,000 PPM প্রতি লিটার জলে তিন মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পর পর তিন দিন।
      আবার চার দিন বন্ধ আবার পর পর তিন দিন স্প্রে করবেন।

  • @dilipbiswas4629
    @dilipbiswas4629 4 ปีที่แล้ว

    Sir ছাদ বাগানে শুধু হাই ড্রেনের শুকনো করা পাকমাটিতে সবজি গাছ বসালে কোনো ক্ষতি হবে?নাকি ওর সাথে নতুন মাটি বা অন্যকিছু সার মেশাতে হবে?এবং পরবর্তী পরিচর্যা কি তা একটু details এ বললে খুশি হব।ভালো থাকুন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ওর সঙ্গে গোবর সার বা ভার্মি কম্পোস্ট মেশালে খুব ভালো হয় আর মাঝে মাঝে খোলপচা জল দেবেন ।

  • @sohinimondal3370
    @sohinimondal3370 4 ปีที่แล้ว

    কাকু আমার বাড়িতে মাটিতে খুব উইপোকা পুকুরের পাশে পাশে গাছ লাগাই পুকুরে মাছ আছ যদি উইপোকার জন্য লাউ গাছ মরে যায় তবে কি ওষুধ দিলে মাছ মরবে না কিন্তু উইপোকা মরবে

  • @sukrusheak9005
    @sukrusheak9005 4 ปีที่แล้ว +1

    সার আমি এক পেকেট হায়ব্রিড টমেটো বিজ আনছিলাম তার মধ্যে আর্ধক পেকেট বিজ রোপন করি বাকি আর্ধেক পেকেট রেখে দি। 30 দিন পর বাকি বিজ রোপন করা জাবে।জদি রোপন করি তাহলে কোন সমস‍্যা হবে বলবেন সার

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      না কোন অসুবিধা হবে না অর্ধেক বীজ বুনুন পরে আবার অর্ধেক বীজ বসাবেন ঠিক আছে কোন ক্ষতি হবে না ।

  • @hossainforhad9835
    @hossainforhad9835 ปีที่แล้ว

    দাদা....বাংলাদেশে কি নামে পাবো? এই gold super কি PGR???? বাংলাদেশে কি বল্লে পাবো দাদা?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว

      ওটা অনুখাদ্য।
      আপনাদের ওখানে যেকোনো অনু খাদ্য স্প্রে করতে পারেন।
      আর লাউ বীজ নিয়ে আমি একটা ভিডিও আনছি। সেই ভিডিওতে দেখতে পাবেন বাংলাদেশের চাষীরা কিভাবে সফল হয়েছে আমাদের এখানকার বীজ নিয়ে চাষ করে ।
      গোলক আর বিশাল এটা লিবিকস কোম্পানি তৈরি।
      দেখলেই পছন্দ হবে আপনার ।