মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতিতত্ত্ব কেন বলা হচ্ছে? এটা হিন্দু মহাসভার দ্বারা প্রচারিত দ্বিজাতিতত্ত্ব । ওদের দাবী হিন্দু ও মুসলিম সম্পূর্ণ ভিন্ন দুই জাতী এক দেশে থাকতে পারে না। এবং পরিস্কার করা মুসলিমদের একসাথে থাকলেই ওদের সঙগতে হিন্দুদের ক্ষয় রোধ করা যাবে না। সেই কারনেই ক্যাবিনেট মিশন বাতিল করা হয়েছে।যেটা জিন্নাহের শেষ চেষ্টা ছিলো ভারত ভাগ রুখে দেওয়ার জন্য ।
মাশা-আল্লাহ! খুব চমৎকারভাবে বুঝিয়েছেন। তবে আপনি লিখেছেন ”২১ ফেব্রুয়ারি ১৯৫২ বাংলা সাল ৮ ফাল্গুন ” কিন্তু অনেক বইতে এবং wikipedia তে বাংলা সালটা “ আছে। কোনটা সঠিক হবে আশা করি জানাবেন সবাইকে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ৮ ফাল্গুন,১৩৫৮ সাল ছিল। এটি খুবই কমন একটি প্রশ্ন, আমি ভিডিও বানানোর সময় যেটি বলেছি, সেটি অপ্রত্যাশিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে ♥️❣️♥️
ভাই আপনাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। ❤️ আমি নিজেও ব্যাপারটি বুঝতে পারছিলাম, সাউন্ড কোয়ালিটি খুব খারাপ আসছে। আমি খুব শীগ্রই একটি ভালো মাইক্রোফোনের কিনে নিব ইনশাআল্লাহ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি একদম ঠিক বলেছেন, এতো বড় ভুল আমি কেমন করে করলাম! খুব শীগ্রই এডিট করে ঠিক করে দিবো ইনশাআল্লাহ, না হলে অনেকেই ভুল তথ্য জানবে। অনেক শুভকামনা আপনাকে 🌹❤️🌹
পাকিস্তান-প্রতিষ্ঠার ছ’মাসের মাথায়, ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে, গণপরিষদে একটি ছোট সংশোধনী প্রস্তাব এনেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। মূল প্রস্তাবে বলা হয়েছিল, ইংরেজির সঙ্গে উর্দুও পাকিস্তান গণপরিষদের সরকারি ভাষা হিসেবে বিবেচিত হবে; ধীরেন্দ্রনাথের সংশোধনীতে বলা হয়েছিল, সেই সঙ্গে বাংলাও পরিষদের সরকারি ভাষারূপে গণ্য হবে। ধীরেন্দ্রনাথ সংশোধনীটি দাখিল করেন ২৩ ফেব্রুয়ারিতে আর তা গণপরিষদে আলোচিত হয় ২৫ ফেব্রুয়ারিতে। ‘আজাদ’ পত্রিকায় ৪ মার্চে প্রকাশিত হবীবুল্লাহ বাহারের বিবৃতি থেকে জানা যায় যে, গণপরিষদের আলোচনার আগে মুসলিম লীগ সংসদীয় দলের সভায় বিষয়টি আলোচিত হয়েছিল এবং তিনি ও মুসলিম লীগ দলীয় আরো কোনো কোনো সদস্য-তাঁদের মধ্যে উর্দুভাষী সদস্যও ছিলেন-তা সমর্থন করেছিলেন। তবে শেষ পর্যন্ত ভোটে তাঁরা হেরে যান এবং সদস্যদের নির্দেশ দেওয়া হয় ওই সংশোধনীর পক্ষে কিছু না বলার জন্যে। ধন্যবাদ।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ৮ ফাল্গুন,১৩৫৮ সাল ছিল।
অসংখ্য ধন্যবাদ ♥️❣️♥️
এই কমেন্টা করতে আসলাম।
স্যার আপনি খুব মেধাবী এবং সাবলীল ভাষী।
আপনার বলার ধরন সুন্দর, বুঝতে সহজ হয়।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এরকম খন্ড খন্ড টিউটোরিয়াল আরও চাই স্যার। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
গুরুত্বপূর্ণ প্রতিটি টপিকের ভিডিও এই চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ।
নিয়মিত দেখতে থাকুন, BCS ONLINE TUTOR -এর সাথেই থাকুন। ধন্যবাদ ❤️
@@BCSONLINETUTOR 🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️🚩🚩🚩
@@BCSONLINETUTOR ধীরেন্দ্রনাথ গন পরিষদে প্রস্তাব রাখে ২৩/০২/১৯৪৮
1948 সালের 25 ফেব্রুয়ারি
12:10
আমি এমন একটা চ্যানেল পেলাম। যেখানে বোঝার মত উপায় তৈরী হচ্ছে। ধন্যবাদ আপনি নিয়মিত থাকুন।
স্যার, সালাম, যেটা জানার জন্য স্বপ্ন দেখতান, তার মধ্যে আপনি একজন ধন্যবাদ।
ধন্যবাদ ও শুভকামনা 🌹❤️🌹
@@BCSONLINETUTORভাষা আন্দোলনের সূত্রপাত হয়-
1943 সালে
1947 সালে
1948 সালে
1952 সালে -- এই প্রশ্নের উত্তর কি হবে ভাইয়া ১৯৪৭ নাকি ১৯৪৮
স্যার,, আপনার video গুলা অনেক ভাল লাগে,,,খুব সহজ ভাষায় বুঝান আপনি,,,, স্যার, ২য় বিশ্বযুদ্ধ নিয়ে ভিডিও চাই,,,
স্যার আপনার ভিডিও গুলো অনেক গুরুত্বপূর্ণ। আগুন স্যার আগুন
আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️
ধন্যবাদ ভাইয়া। দুই দিন আগে এই ধরনের ক্লাস এর জন্য কমেন্ট করছিলাম।❤️❤️❤️❤️❤️❤️❤️
Such of its kind of historical evolution through social media is utmost necessary .
Thank you. Keep it up.
Dekhar agey bollam..osadharon
না ভাইয়া, দেখে বলুন। যদি ভালো নাও লাগে তবুও কমেন্টে জানাবেন,যাতে আমি পরবর্তীতে ত্রুটি-বিচ্যুতি সংশোধন করে নিয়ে পারি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️
ধন্যবাদ ভাই ভালো একটা ভিডিও উপহার দেওয়ার জন্য
অসংখ্য ধন্যবাদ আপনাকে❤️🩹
আজকে পরীক্ষা আপনার সবগুলো টিউটোরিয়াল দেখে যাচ্ছি। দোয়া করবেন
আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতিতত্ত্ব কেন বলা হচ্ছে?
এটা হিন্দু মহাসভার দ্বারা প্রচারিত দ্বিজাতিতত্ত্ব । ওদের দাবী হিন্দু ও মুসলিম সম্পূর্ণ ভিন্ন দুই জাতী এক দেশে থাকতে পারে না। এবং পরিস্কার করা মুসলিমদের একসাথে থাকলেই ওদের সঙগতে হিন্দুদের ক্ষয় রোধ করা যাবে না। সেই কারনেই ক্যাবিনেট মিশন বাতিল করা হয়েছে।যেটা জিন্নাহের শেষ চেষ্টা ছিলো ভারত ভাগ রুখে দেওয়ার জন্য ।
আমার দেখা সবচেয়ে ভালো ক্লাস
অনবদ্য
আপনার উত্তর উত্তর সাফল্য কামনা করি
ধন্যবাদ ❤️
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ ।
ভাইয়া আপনি চ্যানেলের সাথে নিয়মিত লেগে থাকুন। অনেক ভাল ফিডব্যাক পাবেন ইনশাআল্লাহ।
সেরা একটা চ্যানেল ❤❤❤
স্যার এই ভাবে মুক্তিযোদ্ধ নিয়ে ভিডিও আশা করছি
খুব সুন্দর, ধন্যবাদ।
ভাই, আসসালামু আলাইকুম। মাশাল্লাহ অনেক কিছু জানতে পারলাম
এই ভিডিওর আসায় থাকি,ধন্যবাদ
খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ।
Long Live Bangladesh 💚💚💚
আপনার ভিডিও এর অপেক্ষায় থাকি
আপনাকে অপেক্ষা করানোর জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত।
অপেক্ষা করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ।
এরকম ভিডিও আরো চাই
ভাইয়া আমার একটা রিকুয়েষ্ট ছিলো আপনার কাছে। USA,UK এ জাতীয় একটা ভিডিও বানালে খুবই উপকৃত হতাম।মনে থাকে না USA কোন দেশ....
সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ আর কমিটি নিয়ে বলা দরকার ছিলো
অনেক সুন্দর ক্লাস। আপনি কী নওগাঁর মানুষ
Sir aroo chai airokom video
আপনার হাতের লেখা এবং কথা বলা খুব ভাল।
ধন্যবাদ
ভাষা আন্দোলন নিয়ে খুব ভালো করে জানার জন্য যে বইগুলো সহায়ক হবে তার একটি তালিকা দিলে খুব উপকৃত হতাম।
Apnr class golo kono tolona hoi na may Allah Bless you sir
অসংখ্য ধন্যবাদ আপনাকে
অসম্ভব সুন্দর।
Jajhakumullahu khair
ভাইয়া বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী (উপজাতি) নিয়ে একটা ভিডিও দিয়েন।
ইনশাআল্লাহ খুব শীগ্রই পেয়ে যাবেন।
অসংখ্য ধন্যবাদ 🌹
@@BCSONLINETUTOR I have the same request to urge you to make about Bangladeshi Tribes.
@@BCSONLINETUTOR আপনি জ্ঞান ভালো দিয়েছেন কিন্ত ভারতের মানচিত্রটা ভুল আছে🤬
নৃ গোষ্ঠী নিয়ে মানচিত্র সহ বললে খুব উপকার হত, সাথে ১৯৪৭ থেকে ১৯৭১ ভাগ করে ভিডিও বানাবেন প্লিজ। আশায় থাকলাম। আল্লাহ আপনার মঙ্গল করুণ।
অসাধারণ
ভাই বিভিন্ন দেশের জনসংখ্যা, মুদ্রা, ধর্ম,ও রাজধানী নিয়ে একটা ভিডিও করলে ভালো হতো।
চ্যানেলে নিয়মিত চোখ রাখুন।
খুব শীগ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
ধন্যবাদ ❤️
ধন্যবাদ ভাই
সমুদ্রে জাহাজ চলাচল ও আন্তর্জাতিক সমুদ্র সীমা নিয়ম-কানুন নিয়ে একটা ভিডিও চাই
চ্যানেলে নিয়মিত চোখ রাখুন।
খুব শীগ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
ধন্যবাদ ❤️
প্রথম কমেন্ট
এই ভিডিওর প্রথম কমেন্টে আমার প্রথম রিপ্লাই " আপনাকে অসংখ্য ধন্যবাদ " ❤️
সমুদ্রের ভিতর অপটিক্যাল ফাইবার ও ইন্টারনেট নিয়ে একটা ভিডিও চাই
খুব শীগ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
Thank you sir
You're most welcome ❤️🌹
Dhonnobad Dile kom Hoye jabe
মদ্রা ও রাজধানী নিয়ে ভিডিও দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।
১৯৫২ সালের ২১শে ফেবুয়ারি, বৃহস্পতিবার ( বাংলা: ৮ ফাল্গুন ১৩৫৮ সাল)
ভাই যদি ফরাসি বিপ্লব আর প্রথম বিশ্বযুদ্ধ,দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভিডিও দিতেন তাহলে একটু ভালো হতো।
আকাশ পথে বিমান চলাচল নেভিগেশন ও আন্তর্জাতিক নিয়ম কানুন নিয়ে একটা ভিডিও চাই 🇧🇩
চ্যানেলে নিয়মিত চোখ রাখুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
ধন্যবাদ।
Thank you sir💜
মাশা-আল্লাহ! খুব চমৎকারভাবে বুঝিয়েছেন। তবে আপনি লিখেছেন ”২১ ফেব্রুয়ারি ১৯৫২ বাংলা সাল ৮ ফাল্গুন ” কিন্তু অনেক বইতে এবং wikipedia তে বাংলা সালটা “ আছে। কোনটা সঠিক হবে আশা করি জানাবেন সবাইকে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ৮ ফাল্গুন,১৩৫৮ সাল ছিল।
এটি খুবই কমন একটি প্রশ্ন, আমি ভিডিও বানানোর সময় যেটি বলেছি, সেটি অপ্রত্যাশিত।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ♥️❣️♥️
@@BCSONLINETUTOR ধন্যবাদ, তবে সেটি প্রথম কমেন্টে যুক্ত করে দিলে ভালো হতো। যাতে নতুনরা ভূল না শেখে।
মাশা-আল্লাহ
জাজাকাল্লাহ খাইরান ❤️
English and only English shall be the state Language of Bangladesh
ধন্যবাদ স্যার।
স্বাগত ❤️
আল্লাহ মহান আরশের রব
পৃথিবীর কাল্পনিক রেখা সমূহের উপর একটা ভিডিও হলে ভালো হতো স্যার
ধন্যবাদ স্যার
Sera ❤
অসাধারণ ♥️♥️
অসংখ্য ধন্যবাদ ❤️❤️❤️
স্যার আরও বেশি বেশি এই ক্লাস চাই
We need more class sir
বাংলাদেশের মানচিত্র আরেকটু বড় করে আকঁবেন। ভারতের মানচিত্র ছোট করে আকঁবেন।
কেনো রে মাদারবোর্ড?? ভারত না থাকলে তোর মা এতোক্ষণে কোন পাকিস্তানির বিছানা গরম করতো শু*য়োরের বাচ্চা।
পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা ভিডিও চাই 🇧🇩
চ্যানেলে নিয়মিত চোখ রাখুন।
খুব শীগ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
ধন্যবাদ ❤️
Tnq sir❤️
মাশাল্লাহ
Liberation war niye korben pls cuz next 10 March is our medical admission exm ..!!! ..
কোথায় পাকিস্থান আর কোথায় বাংলাদেশ আল্লাহ শুকরিয়া আদায় করি বাংলাদেশের অংশ পাকিস্তানের মধ্যে ছিল যার ফলে আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতা দিয়েছে
ধন্যবাদ স্যার🖤
পূর্বপাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দুরত্ব ছিল ১৬০০ মাইল। আনেক বইতে লিখা।
না
১২০০ মাইলেই হবে
বেস্ট
Thank you
স্যার যদি তথ্যসূত্র টা দেন তাহলে ভাইভার জন্য ভাল হয়।
please use PPT. Then it will be useful.
important uponnas gulo niye alocona cai basic
thanks
ভাই প্রশ্ন সহ উওর গুলো দিলে লাস্টে ভালো হতো একটা নোট রাখতে পারতাম।
বইয়ে তমদ্দুন মজলিস ১সেপ্টেমবর এর কথা বলা হয়েছে। Google এ ও তাই
দেশভাগ নিয়ে ভিডিও দিয়েন, স্যার
সেই
ছয় দফা নিয়ে ভিডিও দিবেন
👌👌
ভাষা শহিদ রফিক আমাদের এলাকার
Bhai apnar content gula besh valo lage...but sound quality is not up to mark that level, please purchase a new microphone 🙏
ভাই আপনাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। ❤️
আমি নিজেও ব্যাপারটি বুঝতে পারছিলাম, সাউন্ড কোয়ালিটি খুব খারাপ আসছে।
আমি খুব শীগ্রই একটি ভালো মাইক্রোফোনের কিনে নিব ইনশাআল্লাহ।
excellent
17 November
Yes, 17 November.
ধারাবাহিক ভাবে ক্লাস আসাবাদি
♥♥
Thanks ❤️
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী তো আমি বইতে পড়েছিলাম ১৩৫৮ বঙ্গাব্দ আপনার ভিডিওতে আপনি বললেন ১৩৫৯ তাহলে কোনটা সঠিক?? গুগোলেও ১৩৫৮ই আছে
1358
🇧🇩
♥️🇧🇩
Sir onek gulo sal apnar sathe miltece na
স্যার আমি তো, ১৭ নভেম্বর ১৯৯৯ জানি,যদি বিষয়টা ভালভাবে বুঝিয়ে বলেন,
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি একদম ঠিক বলেছেন, এতো বড় ভুল আমি কেমন করে করলাম!
খুব শীগ্রই এডিট করে ঠিক করে দিবো ইনশাআল্লাহ, না হলে অনেকেই ভুল তথ্য জানবে।
অনেক শুভকামনা আপনাকে 🌹❤️🌹
কাশমির নিয়ে ভিডিও দেখতে চায়
1952
জন্ম থেকেই এই দেশ দুভাগে বিভক্ত করা ছিল।এটি কারা করেছিল!
আস্সালামুআলাইকুম ভাইয়া। এগুলোর কি পিডিএফ পাওয়া যাবে? বা আপনি কোনো ক্লাস নেন?
❤❤❤🎉🎉🎉🎉
🎉
সার, গণপরিষদের অধিবেশন ২৩ শে ফেব্রুয়ারি ধীরেন্দ্র নাথ দত্ত বাংলা কে অন্যতম ভাষার স্বীকৃতি দিতে দাবি জানান। ২৫ ফেব্রুয়ারি নয়।
পাকিস্তান-প্রতিষ্ঠার ছ’মাসের মাথায়, ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে, গণপরিষদে একটি ছোট সংশোধনী প্রস্তাব এনেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। মূল প্রস্তাবে বলা হয়েছিল, ইংরেজির সঙ্গে উর্দুও পাকিস্তান গণপরিষদের সরকারি ভাষা হিসেবে বিবেচিত হবে; ধীরেন্দ্রনাথের সংশোধনীতে বলা হয়েছিল, সেই সঙ্গে বাংলাও পরিষদের সরকারি ভাষারূপে গণ্য হবে।
ধীরেন্দ্রনাথ সংশোধনীটি দাখিল করেন ২৩ ফেব্রুয়ারিতে আর তা গণপরিষদে আলোচিত হয় ২৫ ফেব্রুয়ারিতে। ‘আজাদ’ পত্রিকায় ৪ মার্চে প্রকাশিত হবীবুল্লাহ বাহারের বিবৃতি থেকে জানা যায় যে, গণপরিষদের আলোচনার আগে মুসলিম লীগ সংসদীয় দলের সভায় বিষয়টি আলোচিত হয়েছিল এবং তিনি ও মুসলিম লীগ দলীয় আরো কোনো কোনো সদস্য-তাঁদের মধ্যে উর্দুভাষী সদস্যও ছিলেন-তা সমর্থন করেছিলেন। তবে শেষ পর্যন্ত ভোটে তাঁরা হেরে যান এবং সদস্যদের নির্দেশ দেওয়া হয় ওই সংশোধনীর পক্ষে কিছু না বলার জন্যে।
ধন্যবাদ।
🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
আসসালামু আলাইকুম, স্যার একটু কনফিউজড ১৯৪৮ সালের গণপরিষদ অধিবেশন কি ২৩ ফেব্রুয়ারি নাকি ২৫ ফেব্রুয়ারিতে ছিলো