গোলাপ গাছে 🌹 রোগের আক্রমণ ও তার প্রতিকার|| Disease of Rose plant and its remedy.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • #Rose #roseplant #gardening #farming
    Link : পুরানো গোলাপ গাছের পরিচর্যা
    • পুরানো গোলাপ গাছের পরি...
    Link: টবে গোলাপ চারা রোপণ পদ্ধতি
    • টবে গোলাপ 🌹 চারা রোপণ ...
    🙏******Thank you for watching*******🙏
    Agriculture crop use only.
    Keep any pesticide away from the reach of children and animal.
    This video has shared our experience.
    ********************************************
    subscribe the channel
    / @farmingadviseranathha...
    ********************************************
    Note:- video is not any paid video. This video only provides education knowledge to farmer friends
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    Disclaimer-
    video is for education purpose only. copyright disclaimer under section 107 of the copyright Act 1976, allowance is made for "fair use"for purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    🔥🔥like👍 share and subscribe 🔔🔥🔥
    ++++++++++++++++++++++++++++++++++

ความคิดเห็น • 190

  • @অসাম্প্রদায়িকমানুষ

    বাংলাদেশের জন্য এত ভালবাসা আপনার তাই অসংখ্য ধন্যবাদ স্যার

  • @chhayasakar5570
    @chhayasakar5570 3 ปีที่แล้ว

    গোলাপ ফুলেরকালার টা খুব সুন্দর, কতোবড়ো দারূন ভিডিও টি ভালো লাগলো আপনার 👌👌👌🙏🙏🙏

  • @tapasbiswas2534
    @tapasbiswas2534 3 ปีที่แล้ว

    দারুন ভালো বোঝান আপনি।।বোরো ধানের বীজতলার পরিচর্যা নিয়ে একটি ভিডিও করার অনুরোধ রইলো।।🙏🙏 তাপস বিশ্বাস, দক্ষিণ দিনাজপুর।।

  • @sayantantutubhandari4706
    @sayantantutubhandari4706 3 ปีที่แล้ว

    Osonkhyo dhonnobad dadu apnake pronam janai 🙏😌♥️

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      তোমরাও সপরিবারে ভালো থাকো এই কামনা করব ধন্যবাদ জানাই

  • @souravmoyra6007
    @souravmoyra6007 3 ปีที่แล้ว

    খুব উপকারী টপিক নিয়ে আলোচনা করলেন স্যার 🙏। ধন্যবাদ।
    আমার গোলাপ গাছে নতুন শাখা আসছে না স্যার, কি করলে নতুন নতুন শাখা আসবে যদি একটু বলেন প্লিজ 🙏।

  • @swapankumardey7246
    @swapankumardey7246 3 ปีที่แล้ว

    Khub sundor bhabe bolechhen

  • @tanmoydas3375
    @tanmoydas3375 3 ปีที่แล้ว

    স্যার কেমন আছেন।আমি শিবপুর,ত্রিবেণী, জেলা:-হুগলী তে থাকি,আপনাকে মাঝে মধ্যে অনেক জিনিস জানার জন্য কমেন্ট করি আপনি সব কিছুরই উত্তর দেন।স্যার ভিডিও বড়ো করে করুন আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।প্রতিদিন আপনার ভিডিও দেখতে চাই।ভালো থাকবেন।

  • @swapankumardey7246
    @swapankumardey7246 3 ปีที่แล้ว

    You describe very beautifully always!

  • @facebook1019
    @facebook1019 3 ปีที่แล้ว +3

    Sir , please early reply 🙏🙏🙏
    পেয়াজ গাছের পাতার ডগা শুকিয়ে যাচ্ছে । কি করবো?
    (একদিন ছাড়া জল দিই, কালি এখোনো হয়নি)

  • @subhankarghosh469
    @subhankarghosh469 3 ปีที่แล้ว

    স্যার, নতুন পান বাগান তৈরি নিয়ে একটা ভিডিও করুন, আম্ফান এ হাজার হাজার বাগান পরে গিয়েছিল, কিছু চাষী আশ্বিন মাসে বরজ করেছে, তবে বেশিরভাগ চাষী ফাল্গুনে ও আষাঢ়ে বরজ তৈরি করবে, তাদের খুব উপকার হবে.... ভেবে দেখবেন

  • @KSchatterjee
    @KSchatterjee 3 ปีที่แล้ว

    দাদা আপনাকেঅনেক ধণ্যবাদ .দাদা দেশী চাপ গাঁদা বীজ রাখলে ঠিকরে হয়ে যায় পরে বসালে .চাপ হয় যাতে উপায় থাকলে জানাবেন .আর একটি প্রশ্ন হাই বিট গাছের বীজ রাখলে সেই গাছ থেকে ফল পাবো কিনা জানালে উপকার পাই .ভালো থাকবেন সুস্থ থাকবেন .

  • @jillurrahman8075
    @jillurrahman8075 3 ปีที่แล้ว +1

    কেমন আছেন?
    দাদা দারুণ সব তথ্য ধন্যবাদ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      ওই মোটামুটি আছি আরকি বয়স হয়েছে তো। আর আপনারা সব ভালো আছেন তো? চলুন সকলে এগিয়ে চলি।

    • @jillurrahman8075
      @jillurrahman8075 3 ปีที่แล้ว +1

      @@farmingadviseranathhalder7579 সবার দোয়াতে ভাল আছে জি এগিয়ে চলুন আমার আপনার পাশেই আছি এক সাথে এগিয়ো যাবো সবে মিলে।

  • @asimsamanta9072
    @asimsamanta9072 3 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার

  • @smmosharof3249
    @smmosharof3249 3 ปีที่แล้ว +1

    কেমন আছেন ওস্তাদজী,, ধনে পাতায় পি জি আর প্রয়োগ করলে পাতা বড় হবে কি,, কি দিতে পারি???

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      অবশ্যই দেবেন সাত দিন ছাড়া দুবার দিন।

  • @smmosharof3249
    @smmosharof3249 3 ปีที่แล้ว

    ওস্তাদজী আগাম গ্রীষ্মকালীন ফসলের চারা তৈরির উপর একটা ভিডিও বানান

  • @myroofgardenrevolution
    @myroofgardenrevolution 3 ปีที่แล้ว

    দারুন লাগলো ভিডিওটি।

  • @fhoolbarengcreation4697
    @fhoolbarengcreation4697 3 ปีที่แล้ว

    স্যার, পান বরজে কি কি জৈব সার দিলে ভালো ফলন পাওয়া যাবে তার উপর একটি ভিডিও বানালে খুব উপকার হবে।

  • @shakedlredu8857
    @shakedlredu8857 3 ปีที่แล้ว

    আমি আপনার সব ভিডিও দেখি,

  • @sharmisthabarman9461
    @sharmisthabarman9461 3 ปีที่แล้ว

    স্যার, নারকেল গাছের রোগ পোকা নিয়ে ভিডিও করবেন বলেছিলেন। একধরনের সাদা মথ নারকেল গাছের সাথে সমস্ত পাতা কালো করে ফেলছে। ফুল ফল গাছেরঅও ক্ষতি হচ্ছে।

  • @akbarsardar686
    @akbarsardar686 3 ปีที่แล้ว

    Thank-you sir

  • @somnathghosh9203
    @somnathghosh9203 3 ปีที่แล้ว

    Thank you so much

  • @ChadBaganSongbad
    @ChadBaganSongbad 3 ปีที่แล้ว

    দারুন

  • @sujanmondal704
    @sujanmondal704 3 ปีที่แล้ว

    Sir baghun er dok pora ar fol poka lagacha appni ja gulo neya kag korchan Sai gulo nam bolon khub poka lagacha

  • @sumonpal19
    @sumonpal19 3 ปีที่แล้ว +1

    শখ করে তো অনেকে জল পদ্ম লাগায়. আপনি যদি একটু পরিচর্যা রোগ পোকা নিয়ে বলেন খুব ভালো হতো. আমার গাছের পাতা পচে যাচ্ছে.

  • @user-uc7ci5uz7v
    @user-uc7ci5uz7v 3 ปีที่แล้ว +1

    Sir, sarsha gachhe phool , fol hoyar janno ki ki spre karbo.(ektu bistarito janaben) Apni Bhalo Thakben.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      আপনাকে এখনই অল উইন গোল্ড সুপার বা ধনজাইম গোল্ড প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে দশ দিন ছাড়া স্প্রে করবেন আর অনুখাদ্য ওর সঙ্গে প্রতি লিটার জলে দেড় মিলিমিশিয়ে স্প্রেকরবেন যেমন পিকাসো গোল্ড বা এগ্রোমিন গোল্ড অনুখাদ্য দিতেই হবে তবে সরিষার শুঁটি ভালো হবে ।

  • @lucky-nk8yi
    @lucky-nk8yi 3 ปีที่แล้ว

    Sob theke valo anukhadya ki...?? Jeta ami sob gache use korte parbo.. r poriman ta bolben..

  • @csjhshhsj7564
    @csjhshhsj7564 ปีที่แล้ว

    আচ্ছা দাদু আমার গোলাপে স্কেল-র সমস্যা এসেছে এর সমাধান একটু বলুন

  • @anupamchatterjee3854
    @anupamchatterjee3854 ปีที่แล้ว

    Golaper ans poka ba scale er akroman ki vabe protirodh korbo jodi ektu balen to valo hoi

  • @maslemabegam1815
    @maslemabegam1815 3 ปีที่แล้ว

    Good evening......kaku lonka half bigha chas korchi....,.aktu 1st theke suru kore last pojonto ki ki kitnasok vitamin pgr extra dibo tar akta talika dile valo hoto.....karon rog asar age sotorko hote chai.....abar 1st korchi jani na kichu...

  • @nabasantra3937
    @nabasantra3937 3 ปีที่แล้ว +1

    দাদা ঘেঁষে গোলাপ গাছ বসানো এবং কি কি সারকখন দিতে হবে এবং কি কি ওষুধ কখন দিতে হবে সে বিষয়ে কিছু যদি আলোচনা করেন তাহলে ভালো হয়

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      এখনো গোলাপ গাছ বসানোর সময় চলছে বসাতে পারেন তবে গোলাপ গাছ বসানোর আগে গাছের মাদাতে জৈব সার আপনার কাছে যেটা আছে প্রতিমাদায় এক কেজি জৈবসার আড়াইশো গ্রাম সরিষার খোল 100 গ্রাম হাড়ের গুঁড়ো 100 গ্রাম সিংভূশী 50 গ্রাম নিম খৈল মিশিয়ে জ্ল দিয়ে পঁচাবেন 15 দিন পরে গোলাপ চারা বসাবেন দেখবেন কত সুন্দর হচ্ছে।

  • @swapnaroyaraniroy9326
    @swapnaroyaraniroy9326 2 ปีที่แล้ว

    Jathu ami apnar video r regular viewer.amader barir toba mousambi o kakji lebu gach acha. Ai chotto gach gulor patay yellow chap ar gachar kono growth nei . Baba holud jol diachilo . Ar mousambi gacha phul ascha. Ki medicine ar khabar dila gach gulo khub bhalo growth o phol phul hoba?? Apni janale benifited hobo.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      সরিষার খৈল পচানো জল দেবে সাতদিন ছাড়া ছাড়া।
      বায়ো ভিটা এক্স প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবে দশ দিন ছাড়া ছাড়া চার বার। গাছ খুব সুন্দর হবে।ফল ও বড়ো হবে।

  • @mdzakirhossain3689
    @mdzakirhossain3689 3 ปีที่แล้ว +1

    Good evening sir

    • @mdzakirhossain3689
      @mdzakirhossain3689 3 ปีที่แล้ว

      Amar golap charar Notun pata sukia jachhe protikar bolben plz🙏🙏

  • @ashisjena3536
    @ashisjena3536 3 ปีที่แล้ว

    Sir HAMLA 550 and MONOCIL 36% SL ki bhabe bebohar korte hay and kon kon poka ba kise kise bebohar korte hay

  • @santurajpur
    @santurajpur 3 ปีที่แล้ว

    Sir, die back niye arektu bolle bhalo hoto. Dekhiye bolle. Ami dieback dal kete, kata ongshe blitox, saaf lagiyechhi. Kono labh hoyni. Borong okhane theke dieback bere puro gachh nosto hoyechhe. Ei bochhore Oct e holo. Gachhgulo ek bochhorer purono, tai beshi durbol. Apnar motoi Matite lagano. Tobe easy hoy jotno kora. Help request korchhi.
    In fact sobai bolchhe die back pradhan samasya.

  • @surajkhan.8997
    @surajkhan.8997 3 ปีที่แล้ว

    sir ami suraj khan dankuni hoogli theke bolchi. sir amar begun gacher dogai (lal poka) vorti hoye ache.fuler ros chusekheye niche. ki korle oi poka chole jabe ektu bolun please r 3.4 rokhomer osudher nam bolun. jeta pabo setai lagabo

  • @bikramkesharinayak9104
    @bikramkesharinayak9104 3 ปีที่แล้ว

    Thnq.sir

  • @soumenmodak8712
    @soumenmodak8712 3 ปีที่แล้ว +1

    আলু চাষের শেষ পরিচর্যা বলুন স্যার

  • @greenexotic4418
    @greenexotic4418 2 ปีที่แล้ว

    Sir golap chasira ki deey jeta te sada spot hoye thake patay

  • @mdhossain5061
    @mdhossain5061 3 ปีที่แล้ว

    পেপে চাষের ব্যবসাভিত্তিক ভিডিও দেন দাদু

  • @narayanchandrabanik388
    @narayanchandrabanik388 3 ปีที่แล้ว

    দাদা নমস্কার । ফাংগিসাইড এর সাথে ব্যাকটিরিওসাইড ঔষধ একত্রে ব্যাবহার করা যাবে কি ?

  • @pulakmandal1049
    @pulakmandal1049 3 ปีที่แล้ว +1

    স্যার, বোরো ধানের পরিচর্যা দেখান।

  • @anupampurkait1109
    @anupampurkait1109 3 ปีที่แล้ว

    শীতের সকল জাতের ফুল গাছ তাড়াতাড়ি বড়ো ও ঝোপালো করতে কি সার ব্যবহার করব। টবে ও মাটির জন্য।

  • @debasisbiswas4913
    @debasisbiswas4913 3 ปีที่แล้ว

    Dada namaskar,
    Lau gache choto theke ektu baro 1inch hoyei aar barche na
    Ki korbo, barite chas korechi
    Dhonyobad

  • @prabirpurkait7914
    @prabirpurkait7914 3 ปีที่แล้ว

    স‍্যার,ঢ‍্যারস চাষের ভিডিও করুন।আমার ঢ‍্যারস গাছে কুঁড়ি এসেছে,কিন্তু প্রচুর সাদামাছির আক্রমণ হয়েছে।কি ওষুধ দেব একটু বলেন।

  • @tanmoydas3375
    @tanmoydas3375 3 ปีที่แล้ว

    স্যার propineb fungicide কি কাজে কখন ব্যবহৃত হয়

  • @suparnadasgupta5533
    @suparnadasgupta5533 ปีที่แล้ว

    Amistertop fungicide er somporke Jodi Bollen to khub valo hoy

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว

      এটা খুব খুব ভালো ছত্রাক নাশক ওষুধ।
      এর মধ্যে দুটো উপাদান মেশানো আছে।

  • @biswaranjanparia4703
    @biswaranjanparia4703 3 ปีที่แล้ว

    স্যার প্রনাম নেবেন। পান চাষ সম্বন্ধে বললে খুব উপকার হয়।

  • @amalranjanchakraborty7469
    @amalranjanchakraborty7469 3 ปีที่แล้ว +1

    জবা গাছের পরিচর্যার জন‍্য কিছু উপদেশ আশা করছি

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      হ্যাঁ অবশ্যই করবো একটু দেরি হবে ভিডিও করতে নিশ্চয়ই করে দেখাবো।

  • @goutamsdas5416
    @goutamsdas5416 3 ปีที่แล้ว

    প্রনাম নেবেন কাকু।
    টমেটো (F1) গাছে ফুল প্রায় আসার মতো। 10 দিন অন্তর সর্ষে খৈল+বাদাম খৈল+ নিম খৈল দিয়ে যাচ্ছি। আমার কাছে মিরাকুলান আর Sagarika আছে। এই মুহূর্তে কি এদের কোনটা দেওয়ার দরকার আছে? নাহলে কখন দেব জানাবেন একটু।
    ভালো থাকুন, সুস্থ থাকুন।।।

  • @sauvikbhakat9964
    @sauvikbhakat9964 3 ปีที่แล้ว

    Sir index fungicide by nagarjuna kemon

  • @kalicharanshaw9725
    @kalicharanshaw9725 3 ปีที่แล้ว

    দাদা প্রথমেই আমার প্রনাম নেবেন 🙏 আমার অনেক দিনের শখ বাগান করার। তেমন কিছু জানিনা কিন্তু আপনার ভিডিও দেখে চেষ্টা করি । দাদা আমার কুমড়ো গাছ দোতলা সমান হয়েছে । সপ্তাহে একদিন ভাতের ফ্যান ও চাল ডাল ধোয়া জল দি। আপনার ভিডিও দেখে একতারা স্প্রে করেছি। ফল ধরলেও ফল বাড়ছে না। কি উপায় করলে ফল বড় হবে। ফল গুলো একটু হতে না হতেই হলুদ হয় যাচ্ছে কালো হয় যাচ্ছে। একটু সাহায্য করুন দাদা । কি করলে আমার ফল গুলো ভালো হবে 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sourishpal241
    @sourishpal241 3 ปีที่แล้ว

    Sir , Kagji lebur gach to berei choleche pata ekyi ache pore jachche na. Kintu sheet kale erokom barte thakle to ful asbe na. Ki korbo ekhon ?

  • @Gostha1989
    @Gostha1989 3 ปีที่แล้ว

    2-3 hours sunlight a ki ki gach hoba sir, please bolban sir....

  • @riniroy1494
    @riniroy1494 ปีที่แล้ว

    ডাল ছাঁটার পর সাফ দেওয়া যাবে?

  • @debnarayangayen6834
    @debnarayangayen6834 3 ปีที่แล้ว

    স্যার তিল চাষের জন্য কবে বীজ ফেলতে হবে? একটু জানাবেন প্লিজ।

  • @sentumondol5153
    @sentumondol5153 3 ปีที่แล้ว

    দাদ একটা উপোকার কোরুন, আমার ১০ হাজারের মতো পিপি এরিকা পাম্প গাছ রয়েছে। সেগুলো আমি বিক্রি কোরবো। জোদি কাথির কোনো নার্সারি আপনার জানা থাকে আমা গাছ গুলো বিক্রি কোরার বেবস্থা কোরে দিতে পারেন,তবে খুব ভালো হয়।
    আমার বিড়ি মুচিশা।

  • @dilipmondal5341
    @dilipmondal5341 3 ปีที่แล้ว

    স্যার,
    লেবু গাছের ক্যাংকার রোগের ক্ষেত্রে কি Kocide ব্যবহার করতে পারি।
    ধন্যবাদ
    ভালো থাকুন, সুস্থ থাকুন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      হ্যাঁ অবশ্যই ব্যবহার করবেন ওর সঙ্গে কিন্তু স্ট্রেপটোসাই ক্লিন বা প্ল্যান টোমাইসিন অবশ্যই ব্যবহার করতে হবে

  • @Mrprogaming9220
    @Mrprogaming9220 3 ปีที่แล้ว

    Onion Chara laganor somaye ki chara sodon korte hobe?

  • @rengmuntaalialirengmunta579
    @rengmuntaalialirengmunta579 3 ปีที่แล้ว

    Sir ami aibari alu ar bada kopi chas korse ajke alur boas 33 din ar copi 30 ar 25 dener ase cheherau bhalo ase akhun ki debo sir

  • @swarajbhowmick7513
    @swarajbhowmick7513 3 ปีที่แล้ว

    বারোমাসি লেবুর dormancy period বলে কিছু আছে? থাকলে জানাবেন।

  • @susantabhattacharya2594
    @susantabhattacharya2594 ปีที่แล้ว

    গোলাপ গাছের DIEBACK এর জন্যে আপনি KOCIDE 2000 + PLANTOMYCIN দিতে পরামর্শ দিয়েছেন। আমার কিছু গাঁদা গাছের ডাল হঠাৎ ঝিমিয়ে পড়ছে। এই দুটো ওষুধ কি গাঁদা গাছেও দিতে পারি? আপনার সুপরামর্শ কামনা করি।
    গোলাপ গাছের DIEBACK এর জন্যে যদি KOCIDE 2000 বাজারে না পাই তা'হলে এর পরিবর্তে TATA BLITOX 50 W বা CONIKA ব্যবহার করতে পারি?

  • @debasisroy8623
    @debasisroy8623 3 ปีที่แล้ว

    Sir, পটল গাছ কেটে দিযেছি কি কি করব গোরায কি কি শার দিব ও ব্লাইটক্স দিতে হবে নাকি ও বীমে ও বেগুনে ঠান্ডায় কি কি fungiside ব্যবহার করব

  • @narayanchandrabanik388
    @narayanchandrabanik388 3 ปีที่แล้ว

    দাদা RIdomil gold বাংলাদেশে পাওয়া যায় । তবে Mycin Group এর ঔষধ পাওয়া যায় না । সে ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যাবে ।

  • @apurbapaul9382
    @apurbapaul9382 3 ปีที่แล้ว

    স্যার, উচ্ছে গাছের বয়স হয়েছে.
    Revus দিয়ে যাচ্ছি হলুদ কাটার জন্য. এর পর revus তো সব সময় দিলে হবে না. একটা হায়ার ওষুধ বলুন.

  • @Debo458
    @Debo458 3 ปีที่แล้ว

    Kaku golap gachhe ki waste decompose use kora jabe na?

  • @supelsk3077
    @supelsk3077 11 หลายเดือนก่อน

    আমার গোলাপ গাছ শুকিয়ে যাচ্ছে কি করব বললে ভালো হত

  • @shambobhattacharyya9957
    @shambobhattacharyya9957 3 ปีที่แล้ว

    Sir amar besh koyekta golap gach ache...kintu ekhono ful asche na
    ..ki kora jay ekhn ektu bolun...er ageo ami apnar kotha sune upukrito...tai apni e amr vorsa sir...doya kore bolun ....apni darun manush....ki korle ful asbe...shudhu etuku bolun...

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      গাছের গোড়ায় তিন দিন ছাড়া সরিষার খৈল পচানো জল দিয়ে যান আর একটা যেকোন পিজিআর প্রতি লিটার জলে 2 মিলি মিশিয়ে স্প্রে করবেন 15 দিনের মধ্যে কুঁড়ি চলে আসবে আমি কথা দিলাম।

  • @AzadShifuddin
    @AzadShifuddin 3 ปีที่แล้ว

    কাটা অংশে হলুদ গুড়ো দিলে সমস্যা হবে না ত?

  • @লক্ষ্মীকান্তখাঁড়া

    নমস্কার স্যার, আপনার ভিডিও গুলো যত দেখছি তত মনে হচ্ছে চাকরি ছেড়ে দিয়ে পুরো পুরি চাষে নেবে যাই।
    এইভাবে ই চালিয়ে যান
    ধন্যবাদ

    • @rinamal581
      @rinamal581 3 ปีที่แล้ว

      Amr o ek e mone hache

  • @ranjitroy7037
    @ranjitroy7037 3 ปีที่แล้ว

    স্যার
    ক্যাকটাস গাছে যেমন ড্রাগন ফল গাছে কি PGR ব্যবহার করা যাবে? যদি ব্যবহার করা যায় তাহলে কি PGR ব্যবহার করব ।জানালে উপকৃত হব ।

  • @surojitbera9583
    @surojitbera9583 3 ปีที่แล้ว

    আমাদের ৬ কাঠা জমিতে গোলাপ চাষ রয়েছে। কিন্তু এই April-may মাসে খুব পাতা কুকড়ে যাচ্ছে।কি করব?

  • @rakhibiswas4084
    @rakhibiswas4084 3 ปีที่แล้ว

    কাকু গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে।পাতা কুকরে যাচ্ছে।ঝরে যাচ্ছে।কি করবো। আপনি please reply korben

  • @anirbansarkar1398
    @anirbansarkar1398 3 ปีที่แล้ว

    Cu hydroxide ta ki cu oxichloride er cheye besi karjokori?

  • @nayanmaity9169
    @nayanmaity9169 3 ปีที่แล้ว +1

    Sir tomato 🍅 gache kon companyer nok 19:19:19 nebo.....??? Sir amar tomato gache to 105 th din hoye gelo.... sir npk 19:19:19 liter a koto debo r mirakulan koto ta debo....???? Sir tomato gacher vetorer dike pata gulo puro holud hoye ja66e.pata gulo ki sunlight na paoar jonno ki ai rokom hochhe.....???

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      কদিন কুয়াশা গেল আমি বলেছি কুয়াশা পড়লে কিন্তু প্রতিদিন সকালে জল দিয়ে ধুয়ে দিতে হবে ওটা হয়তো করা হয়নি। যাইহোক যেকোনো ছত্রাক নাশক ওষুধ স্প্রে করবে ।আর মিরাকুলান প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবে আর এন পি কে এটা 18 18 18 ইফকো কোম্পানির হলে খুব ভালো হয়। 19 19 19 দরকার নেই। 18 18 18 প্রতি লিটার জলে 4gram মিশিয়ে স্প্রে করবে কারণ বয়স্ক গাছ তবে বিকালে করবে।

    • @nayanmaity9169
      @nayanmaity9169 3 ปีที่แล้ว

      Sir apni na thakle ami more jabo.sir apner sange akber dekha korte chai....???ki vabe dekha korbo.....???

  • @P_Choudhury
    @P_Choudhury 3 ปีที่แล้ว

    ঝেঠু আমার ছাদে ২০ inches টবে আঙ্গুর গাছ আছে, শীত কালে কি পরিচর্যা করবো ?

  • @smmosharof3249
    @smmosharof3249 3 ปีที่แล้ว

    ওস্তাদজী এ-ই শীতে আগাম ধুন্দুল করলা জালি কুমড়ার চারা তৈরি করা যায়,, একটা ভিডিও তৈরি করা যায় কি,, কবে দেখতে পাবো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      অবশ্যই এখন বসাবেন তবে বীজটা অংকুর করে নিয়ে বসালে ভালো হয়

  • @binoymaity9624
    @binoymaity9624 3 ปีที่แล้ว

    আলুর পরবর্তী ভিডিওর অপেক্ষায় আছি।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      সত্যি আমার খুব খারাপ লাগছে দেখি কি করতে পারি আমি ছটফট করছি এ সপ্তাহে যাওয়ার কথা ছিল যেতে পারলাম না দেখছি কি করা যায়।

    • @binoymaity9624
      @binoymaity9624 3 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 আমি এবছর প্রথম আমি কিছু আলুচাষ কোরেছিলাম।তাই.......,ধন‍্যবাদ।

  • @tapaspatra5874
    @tapaspatra5874 3 ปีที่แล้ว

    থাইল্যান্ডের কালোজাম জোড় কলম এর গাছ মাটিতে বসানো আছে পাঁচ বছর হয়েছে কাটিং করেছি আগের বছর এবছর ফুল আনতে গেলে কি কোন ওষুধ মারতে হয় প্লিজ জানলে বলবেন

  • @satyakibhar8112
    @satyakibhar8112 3 ปีที่แล้ว

    স্যার 1ta বাঁধা kopir video anun, thank you

  • @lucky-nk8yi
    @lucky-nk8yi 3 ปีที่แล้ว

    Golap gacher mati jevabe toiri korte bolechilen sevabe korechi kintu matite 10 din por sada sada soru poka hoye giyeche.. ekhon kivabe matita gache use korbo..please bolun sir..

  • @subhradeepsahoo6488
    @subhradeepsahoo6488 3 ปีที่แล้ว +1

    Bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok bepok 👌👌🙏🙏🙏🙏🙏🙏 THANK you sir

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      তোমাদের জন্য শুভকামনা রইল ভালো থেকো।

  • @sujitbhattacharyya7197
    @sujitbhattacharyya7197 ปีที่แล้ว

    Amr golap gacha pata agun a pora moto hocha ki daua jaba sir

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว

      Blitox প্রতি লিটার জলে তিন গ্রাম সেই সঙ্গে পি জি আর দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া দুবার।

  • @parthadas913
    @parthadas913 3 ปีที่แล้ว

    Bavistin somporke bolun.

  • @tanushreemishra888
    @tanushreemishra888 3 ปีที่แล้ว +1

    দাদা আমার গোলাপ গাছের নতুন পাতা বেরোনোর সময় শুকিয়ে জুরজুড়ে হয়ে যাচ্ছে কি ওষুধ দেব?

    • @GardenGrafting
      @GardenGrafting 3 ปีที่แล้ว

      Mone hoy apnar golap gacher patar niche khub e choto choto makarer akromon hoyeche Jake mite bole . Sarisar danar thekeo choto choto thake. Sabuj pata ber hote na hotei fakase hoye jete thake tarpor jhore pore. Golap gacher pasapasi anno gach thakle tateo oushad proyog korun . Oberon dite paren 1liter jole 1ml kore puro gache sprey kore deben. Prothamdin Debar tindin por Abar sprey korte hobe. Aktu costly Tobe sarer dokane aro anek companir ousadh paoa jai

  • @pintughosh5499
    @pintughosh5499 3 ปีที่แล้ว

    স্যার ভালো আদা বীজ পাওয়ার একটা ঠিকানার জানালে উপকৃত হতাম

  • @bubaibanerjee3777
    @bubaibanerjee3777 8 หลายเดือนก่อน

    Sr আপনার number টা পেলে খুব খুশি হতাম আমার 20টি গোলাপ গাছ আছে সখে করা কিন্তু গাছের কি রাসায়নিক খাবার দিবো সেটা জানার ছিলো

  • @lemonrahman7002
    @lemonrahman7002 3 ปีที่แล้ว

    love you sir

  • @barshasaha7750
    @barshasaha7750 3 ปีที่แล้ว

    Golap gachr onukhaddo nam bolun kaku. Pls.

  • @RuhulAmin-nn1vj
    @RuhulAmin-nn1vj 3 ปีที่แล้ว

    Dada দানার পেয়াজ এর video চাই

  • @mr.timepass5198
    @mr.timepass5198 3 ปีที่แล้ว

    লঙ্কা গাছের পাতা কুডকড়ে গাছ নষ্ট হয়ে যাচ্ছে.. কি করব?

  • @swapnadhar5365
    @swapnadhar5365 3 ปีที่แล้ว

    হাজারী গোলাপ আর বাটন রোজ কি একই রকম গোলাপ ফুল? জানালে উপকৃত হব।🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      আমার কাছে হাজারী গোলাপ বা ফেমবয় আছে ফুল ফুটুক দেখাবো।

  • @satyajitdas2769
    @satyajitdas2769 3 ปีที่แล้ว

    স্যার গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কি করবো। আর স্যার গাছে পটাশের অভাব হলে কি করবো?? আর স্যার স: খোল ২০লি.জলের জন্য কতটা ভেজাবো ১কেজি?? স্যার ঔ খোলের সঙ্গে যদি (s o p) বা (m o p) ভিজিয়ে দেই তাহলে কী গাছে পটাশের অভাব দূর হবে?? একসঙ্গে কী ভেজানো যাবে??

  • @milansaha5988
    @milansaha5988 2 ปีที่แล้ว

    গোলাপ গাছের পাতা কালো কালো হয়ে যাচ্ছে। উপায় বলুন, স‍্যার।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว

      Amister Top প্রতি লিটার জলে হাফ মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া ছাড়া দুবার।

  • @MDEMRAN-it8vj
    @MDEMRAN-it8vj 3 ปีที่แล้ว

    sir টবে ড্রাগন গাছে NPK কত অনুপাতে দিলে ভাল হয় ??????

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +2

      গাছের গোড়ায় এনপিকে সার না দেওয়াই ভালো । ড্রাগণ ফ্রুট জৈব পদ্ধতিতে করা সব থেকে ভালো আমি দেখছি যারা এমপিকে দিচ্ছে দেখছি অসুবিধা হচ্ছে। আপনি সরিষার খোল পচানো জল দিন হাড়ের গুঁড়ো আরেকটু শিং ভুষি ওই টবে দেবেন। 150 গ্রাম হাড়ের গুঁড়ো, শিং ভুষি 100 গ্রাম আর সরিষার খোল আড়াইশো গ্রাম এটা পচিয়ে নিয়ে টবের মাটিতে দেবেন। আর মাঝে মাঝে সরিষার খোল পচানো জল দিয়ে যাবে আর কিছু করবেন না।

  • @susantaguha635
    @susantaguha635 3 ปีที่แล้ว

    Sir tata master r place panther deojaoa jabe

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      টাটা মাস্টার আর প্যানথার টিভি একসঙ্গে দেওয়া যাবেনা ক্ষতি হয়ে যাবে দুটো আলাদাভাবে দিতে হবে।

  • @arunabhakundu9514
    @arunabhakundu9514 3 ปีที่แล้ว

    কাকা নামের ওষুধ পাওয়া যাচ্ছে না, কি করবো, দাদা ? আজ ঐ ওষুধ সম্বন্ধে কিছু বললেন না তো ।

  • @subhankarghosh469
    @subhankarghosh469 3 ปีที่แล้ว

    স্যার, পানে ঘামাচির মত গুড়ি গুড়ি কালো দাগ পুরো পানে ভর্তি হয়ে যাচ্ছে, বেস্ট মেডিসিন কোনটা? শীত বাড়লে এটা বাড়ে, এটা কি কুয়াশার জন্য হয়?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      অবশ্যই কুয়াশার জন্য হচ্ছে এটা একটা ছত্রাক। আপনি 10 লিটার জলে আটগ্রাম নেটিভ পাউডার মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা বলবো রিভাস দশ লিটার জলে 5 মিলি মিশিয়ে স্প্রে করতে পারেন এটাই শেষ ওষুধ তবে ওর সঙ্গে ওই 10 লিটার জলে তিন গ্রাম প্লান্টমাইসিন মিশিয়ে দিবেন।

  • @satyajitdas2769
    @satyajitdas2769 3 ปีที่แล้ว

    স্যার মরিচা পড়ারোগে টাটা মাস্টার কতোটা পরিমাণে ব্যবহার করবো?? আর সেকটিন পাচ্ছি না। আম গাছেও ঐ রোগ হয়েছে ওতেও কি টাটা মাস্টার ব্যবহার করবো?? আর স্যার কাকা দিলেও কি হবে কতোটা পরিমাণে দেবো?? স্যার বেগুন গাছ কি কাঁটাই ছাঁটাই করা যায় যদি করা যায় তাহলে কি ভাবে কোন মাসে এটি করবো?? (আমার সব গাছ টবে) আর বেশি করে ফুল ও ফল পেতে কি ব্যবহার করবো ( অল উইন গোল্ড ও অ্যাগ্ৰোমিন গোল্ড) আমার কাছে আছে স্যার।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      বয়স্ক বেগুন গাছ হলে অবশ্যই ডাল কেটে দিয়ে ঘোড়ায় শুধু সরিষার খোল পচা জল দিয়ে যান ।আর ওই আপনার কাছে যে অল উইন গোল্ড সুপার আছে প্রতি লিটার জলের দুই মিলি মিশিয়ে স্প্রে করে 15 দিন ছাড়া আর আমগাছে এবং মরিচা পড়া রোগের জন্য টাটামাস্টার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।

  • @nirupamabanerjee7902
    @nirupamabanerjee7902 4 หลายเดือนก่อน

    গাছ কাটলে ডালার ডগায় গোবর দেবেন ব্যাস বা গাছের গোড়ার মাটি দেবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 หลายเดือนก่อน

      সঙ্গে সরিষার খোল অবশ্যই ব্যবহার করবেন।
      পাতায় প্রতি লিটার জলে হিউমিনল গোল্ড দুই মিলি ও N P K 20 20 20
      তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে পাঁচ দিন ছাড়া ছাড়া তিন বার।

  • @uttamrajbanshi9301
    @uttamrajbanshi9301 3 ปีที่แล้ว

    Sir আলুতে চাপান সার কী ভাবে ইউরিয় ও পটাস দেব৷গোরায় দেব না নালার মধ্যে দেব?