দাদা, আমি আপনার ভিডিও নিয়মিত দেখি। খুব informative. আমি কয়েকদিন আগে এই গেস্ট হাউসে ফোনে কথা বলেছি। দুজনের জন্য Room Tariff ৩০০০ টাকা, জলখাবার আর ডিনার ফ্রি। রুম আমার ব্যক্তিগতভাবে এই টাকায় খুব একটা ভালো লাগেনি। আর বাঙালী খাবার দুই বেলায় কতোটা আর বেশী হতে পারে! ডাল লেকের একদম কাছেই মানে ডাল গেটের সামনে। কিন্তু এই গেস্ট হাউস থেকে ভিউ খুব ভালো নেই। আমি সেপ্টেম্বর এর যাবো বলে কথা বলেছি। ভদ্রলোক ফোনে বললেন যে সেপ্টেম্বর এ ওখানে একটু কম পর্যটক আসেন তাই একটু সস্তায় পাওয়া যাচ্ছে। নয়তো আরো বেশী রেট হতো season এ গেলে। দেশের অনেক জায়গায় ঘুরেছি, Room Tariff একটু বেশীই লেগেছে। তাও যদি মানতাম যে ঘর থেকে উন্মুক্ত জানালা দিয়ে ডাল লেক দেখা যেতো তাহলে এই রেট এ পোষাতো। আমার মনে হয় এই গেস্ট হাউসে মধ্যবিত্ত বাঙালীদের কথা মাথায় রেখে Room Tariff একটু সস্তা করা উচিত। ( সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, হয়তো আমার কমেন্ট আরো কারুর ভালো নাও লাগতে পারে। তাও বললাম। দয়া করে কেউ খুব খারাপ মন্তব্য করবেননা।) আর আমি ১৬০০ টাকা Tariff এ রিসেন্ট ডাল লেকের সামনেই একটা গেস্ট হাউস বুক করেছি। এখানে অবশ্য খাওয়াটা ফ্রি নয়। তবে হ্যাঁ, সন্ধ্যে বেলায় গিয়ে মমতা চকে হোটেল সোনার বাংলা থেকে কিছু খেয়ে নেবো।
আমার নিয়মিত দর্শক ভাইকে অ নেক অনেক ধন্যবাদ ও নিয়মিত আমার ভিডিও দেখার জন্য অনেক ভালোবাসা জানাই। সুচিন্তিত এবং গঠনমূলক সমালোচনাকে সবসময় সুস্বাগতম জানাই। আরো অনেক বেড়ানোর গল্প হবে ভাই। আমিও ডাল লেকের সামনাসামনি অনেকগুলো থাকার ঠিকানা সন্ধান অন্যান্য দিয়েছি। মূল্য যাচাই করে , পর্যটকরা সঠিক নির্বাচন করুক।
আপনি একদম যথার্থ বলেছেন... এই হোটেল নিয়ে সব ব্লগাররাই ভিডিও দিচ্ছেন.. এই হোটেলের রুম রেন্ট এবং এবং থাকা-খাওয়ার খরচ বেশি অনেক ।আপনি কোন হোটেলে থাকবেন তার নামটা একটু বলবেন প্লিজ?
Pintu Babu amra choyea joon senior citizen family neyea May 24 khasmir tour korbo.Kindly Hotel shabnam book kothea chayea, kindly apnar guidance require.
আস্থা রাখার জন্য ধন্যবাদ। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যাত্রার সফলতা প্রার্থনা করি। 94330 28367 চক্রবর্তী বাবুর নম্বর দিলাম সরাসরি ফোন করে বুকিং এর ব্যাপারে কথা বলে নেওয়ার অনুরোধ রইল উনি ভীষণ রকমভাবে সাহায্যকারী মানুষ। আপনারা কতজন যাবেন কতদিন থাকবেন, সবকিছু উনার সাথে আলোচনা করুন উনি বুকিং এর ব্যাপারে আপনাদেরকে সহায়তা করবেন। দুগ্গা দুগ্গা
আপনার এবারের কাশ্মীর সিরিজের, ভ্রমন ও হোটেল রিভিউ সহ সব গুলি ভিডিও ই দেখলাম। বেশ ভালো, ইনফরমেটিভ বাজেট ফ্রেন্ডলি। শবনম হোটেল টা বেশ লেগেছে, কিন্তু বাংলাদেশ থেকে কন্টাক্ট করার জন্য একটা Whats app নাম্বার হলে সুবিধা হয়, যে চার৪ টি নাম্বার দিয়েছেন, কোন টাতেই হোয়াটস এপ নেই। যদি পারেন, একটা হোয়াটস এপ নাম্বার জোগার করে দিতেন, আমার মনে হয় অনেকেরই উপকার হতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Bah chena jachhey na. Oh lovely. Anek change hoye gechey Darun. Samar babu zindabad Aamra last mid September gechilam. 4/5 nights chilam. Unar and staff er hospitality darun homely. Abar jabo sure 2024 e and samar babu r shabnam e sure thakbo. Pintu bhai great video dekhachhey. Jio
সত্যি আমূল পরিবর্তন। একদম নব কলেবরে সুসজ্জিত আমিতো দেখে অবাক। কর্মীরা একই রকমের অতিথিবৎসল। 2024 এবং আরো বছর বছর ভারতের বিভিন্ন প্রান্তে আপনার যাওয়া অবশ্যই হবে।
Last year visited Kashmir during Durga Puja and stayed with family in the Shabnam Guest House . Mr Samar Chakraborty is a perfect gentleman and very much helpful. Indeed.
কাশ্মীর এবং হোটেল শবনম আমার কাছে দুটোর আকর্ষণ ই সাংঘাতিক, চক্রবর্তীদা এবং বৌদির যে আদর আপ্যায়ন পেয়েছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ,খাওয়া থাকা সবকিছুই অপূর্ব।
Dada ami jodi group 50joner team niye hotel Shabnam a thaki tahole ki ranna anra nijera bazar kore ranna kore khete parbo ba ei rokom kono babostha a6e.plss ektu bolben..
বাহ কি এক নম্বর মানুষ আপনি, সকালবেলায় অফিস বা ব্যবসা-বাণিজ্যের কাজে যখন বের হন তখন কি না খেয়েই বেরিয়ে পড়েন। সারাদিন কাজকর্ম শেষে যখন বাড়ি ফেরেন বা কোন জায়গায় বেড়াতে গিয়ে সারাদিন ঘুরে এসে তখন কি রাত্রিবেলায় না খেয়েই ঘুমিয়ে পড়েন। অসাধারণ চিন্তাভাবনা আপনার আপনি কোন একটা এক নম্বর হোটেলের সঙ্গেই যোগাযোগ করুন। শুভেচ্ছা রইল মহাশয়। আপনার যাত্রা শুভ হোক দুগ্গা দুগ্গা।
@Samar Basu Roy সকালবেলায় মানুষ যখন কাজে বেরোবে, বা কোন জায়গায় ভ্রমণ বেরোবে , তখন কি তিনি না খেয়ে খালি পেটে বের হবেন। সারাদিন ভ্রমনের পরে যখন কেউ বাড়ি ফেরেন, বা সারাদিন অফিসের কাজ করে যখন নিজের শহরে কেউ বাড়ি ফেরেন, তিনি রাতের বেলায় কি না খেয়ে ঘুমিয়ে পড়েন। বাংলা পড়তে জানেন তো নাকি, সেটাই বোঝানোর চেষ্টা করেছি।
@@PINTUCHITRAKAR আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ।আপনার ভিডিও দেখেই আমরা সপরিবারে বাংলাদেশের নওগাঁ জেলা থেকে কাশ্মীর ভ্রমণ করতে পেরেছি মে/23 । তবে যাদের কাছে থেকে গাইড লাইন পৣতাশা করেছিলাম ।তাঁরা তা করেন নাই । পর্যটন মৌশুম অনেক বেশি পর্যটক রাস্তায় এবং থানায় রাত যাপন করছেন বলে জানিয়েছেন তাঁরা ।কিন্তু আমরা গিয়ে সেটা দেখতে বা শুনতে পাই নাই ।আপনাকে অভিনন্দন জানাচ্ছি ।
@@hamidrahman7999 নমস্কার এবং খুব খুশি হলাম যে, বাংলাদেশ থেকে আপনারা কাশ্মীর সপরিবার যাত্রা খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন। আমার ভিডিও দেখে আপনি কাশ্মীর ভালোভাবে ঘুরেছেন জেনে আমি শুধু আনন্দিত নয় গর্বিত বোধ করছি।
আমার উপর আস্থা রেখেছিলেন এই জন্য আপনাকে জানাই অনেক ধন্যবাদ এবং সেই আস্থার মর্যাদা সমরবাবু রেখেছেন, যেমন উনি সেই পুরনো আমল থেকেই রেখে চলেছেন সেটা জেনেও খুব ভালো লাগলো।
Very good video & informative
Glad you liked it
Asadharon. Apnar presentation khub e antorik. 👍
নমস্কার এবং ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আরো বেড়ানোর গল্প হবে।
Ami 2013 e giyechilam. Khub i valo chhilo takhon i. Akhon aro jhokjhoke laaglo. Very good place to stay in bengali style.
আচ্ছা আপনার অভিজ্ঞতা জেনে ভালো লাগলো ,এখন একদম নতুন মনে হবে।
রুমের চার্জ কত জানাবেন ?
দাদা, আমি আপনার ভিডিও নিয়মিত দেখি। খুব informative.
আমি কয়েকদিন আগে এই গেস্ট হাউসে ফোনে কথা বলেছি। দুজনের জন্য Room Tariff ৩০০০ টাকা, জলখাবার আর ডিনার ফ্রি। রুম আমার ব্যক্তিগতভাবে এই টাকায় খুব একটা ভালো লাগেনি। আর বাঙালী খাবার দুই বেলায় কতোটা আর বেশী হতে পারে!
ডাল লেকের একদম কাছেই মানে ডাল গেটের সামনে। কিন্তু এই গেস্ট হাউস থেকে ভিউ খুব ভালো নেই।
আমি সেপ্টেম্বর এর যাবো বলে কথা বলেছি।
ভদ্রলোক ফোনে বললেন যে সেপ্টেম্বর এ ওখানে একটু কম পর্যটক আসেন তাই একটু সস্তায় পাওয়া যাচ্ছে। নয়তো আরো বেশী রেট হতো season এ গেলে।
দেশের অনেক জায়গায় ঘুরেছি, Room Tariff একটু বেশীই লেগেছে। তাও যদি মানতাম যে ঘর থেকে উন্মুক্ত জানালা দিয়ে ডাল লেক দেখা যেতো তাহলে এই রেট এ পোষাতো।
আমার মনে হয় এই গেস্ট হাউসে মধ্যবিত্ত বাঙালীদের কথা মাথায় রেখে Room Tariff একটু সস্তা করা উচিত।
( সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, হয়তো আমার কমেন্ট আরো কারুর ভালো নাও লাগতে পারে। তাও বললাম। দয়া করে কেউ খুব খারাপ মন্তব্য করবেননা।)
আর আমি ১৬০০ টাকা Tariff এ রিসেন্ট ডাল লেকের সামনেই একটা গেস্ট হাউস বুক করেছি। এখানে অবশ্য খাওয়াটা ফ্রি নয়। তবে হ্যাঁ, সন্ধ্যে বেলায় গিয়ে মমতা চকে হোটেল সোনার বাংলা থেকে কিছু খেয়ে নেবো।
আমার নিয়মিত দর্শক ভাইকে অ নেক অনেক ধন্যবাদ ও নিয়মিত আমার ভিডিও দেখার জন্য অনেক ভালোবাসা জানাই।
সুচিন্তিত এবং গঠনমূলক সমালোচনাকে সবসময় সুস্বাগতম জানাই।
আরো অনেক বেড়ানোর গল্প হবে ভাই।
আমিও ডাল লেকের সামনাসামনি অনেকগুলো থাকার ঠিকানা সন্ধান অন্যান্য দিয়েছি।
মূল্য যাচাই করে , পর্যটকরা সঠিক নির্বাচন করুক।
Dal lake r kache kon hotel book korechen because amrao September a jabo tai jante chaichi
আপনার মন্তব্য খুব ভালো লাগলো। আপনি যে হোটেলে ছিলেন নাম, ঠিকানা দিলে খুব উপকার হতো।আমরা বাংলাদেশ থেকে তিনজন যাবো।
আপনি একদম যথার্থ বলেছেন... এই হোটেল নিয়ে সব ব্লগাররাই ভিডিও দিচ্ছেন.. এই হোটেলের রুম রেন্ট এবং এবং থাকা-খাওয়ার খরচ বেশি অনেক ।আপনি কোন হোটেলে থাকবেন তার নামটা একটু বলবেন প্লিজ?
Samar chakraborty ki agey Hotel Cathay er manager chilen? 1982 te
Khub upokrito holam.
আপনাদের উপকারে লাগালে তবেই পরিশ্রমের পরম সার্থকতা।
Daruuun video bhai ...
অনেক ধন্যবাদ দাদা
দারুণ একটা খবর দিলেন। shibaji র ব্লগ এর থেকে অনেক পরিবর্তন। দারুণ লাগলো
এপ্রিল মাসে কনফার্ম।
হোটেলে থেকে ডাল লেক পায়ে হেঁটে কতটা পথ ?
আমরা এই বছর ৩o March to ২nd April sobnom hotel a chilam। Sotti osadharon।ajke vidio ta dekhe mon kharap korche।abar jete echhe korche।
আপনাদের সুন্দর অভিজ্ঞতার কথা জেনে খুব ভালো লাগলো সত্যিই মন খারাপ তো হবেই সমতলে নেমে এলে। আবারও কাশ্মীর যাওয়া আপনার হোক এবং আমিও যেন যেতে পারি।
Pintu Babu amra choyea joon senior citizen family neyea May 24 khasmir tour korbo.Kindly Hotel shabnam book kothea chayea, kindly apnar guidance require.
আস্থা রাখার জন্য ধন্যবাদ। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যাত্রার সফলতা প্রার্থনা করি।
94330 28367 চক্রবর্তী বাবুর নম্বর দিলাম সরাসরি ফোন করে বুকিং এর ব্যাপারে কথা বলে নেওয়ার অনুরোধ রইল উনি ভীষণ রকমভাবে সাহায্যকারী মানুষ।
আপনারা কতজন যাবেন কতদিন থাকবেন, সবকিছু উনার সাথে আলোচনা করুন উনি বুকিং এর ব্যাপারে আপনাদেরকে সহায়তা করবেন।
দুগ্গা দুগ্গা
থাকা এবং খাওয়া অপূর্ব।
সুন্দর অভিজ্ঞতার কথা শুনে খুব আনন্দিত হলাম।
কিভাবে বুকিং করবো
Samarbabu ba Shabnam theke ki customer chaile Gurez valley ba Yousmarg jaoyar jonno car arrange kore den?
Rooms are quite spacious.
ডাবল শেয়ারিংয়ে থাকাও খাওয়া সহ পারডে পার হেড কত করে পড়বে?
Call Mr Chakraborty
94330 28367 for details confirm rate
Approx 3500 Rs ( 2 people)
আপনার এবারের কাশ্মীর সিরিজের, ভ্রমন ও হোটেল রিভিউ সহ সব গুলি ভিডিও ই দেখলাম।
বেশ ভালো, ইনফরমেটিভ বাজেট ফ্রেন্ডলি।
শবনম হোটেল টা বেশ লেগেছে,
কিন্তু বাংলাদেশ থেকে কন্টাক্ট করার জন্য একটা Whats app নাম্বার হলে সুবিধা হয়, যে চার৪ টি নাম্বার দিয়েছেন, কোন টাতেই হোয়াটস এপ নেই।
যদি পারেন, একটা হোয়াটস এপ নাম্বার জোগার করে দিতেন, আমার মনে হয় অনেকেরই উপকার হতো।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
bangladesh theke kivabe booking dibo?
ভিডিও তে ফোন নম্বর উল্লেখ করেছি সরাসরি ফোন করে নেওয়ার অনুরোধ রইলো।
Aaj amar 1st comment
Bah bah bah..... 😁 😁 Darun dilen
আচ্ছা শ্রীনগর Airport নেবে কি prepaid taxi booking করবো না আগে থেকে বুকিং করে রাখবো?
Nice place
Thank You so much
৪ জনের রুম ভাড়াকত?
Bah chena jachhey na.
Oh lovely.
Anek change hoye gechey
Darun.
Samar babu zindabad
Aamra last mid September gechilam.
4/5 nights chilam.
Unar and staff er hospitality darun homely.
Abar jabo sure 2024 e and samar babu r shabnam e sure thakbo.
Pintu bhai great video dekhachhey. Jio
সত্যি আমূল পরিবর্তন।
একদম নব কলেবরে সুসজ্জিত আমিতো দেখে অবাক।
কর্মীরা একই রকমের অতিথিবৎসল।
2024 এবং আরো বছর বছর ভারতের বিভিন্ন প্রান্তে আপনার যাওয়া অবশ্যই হবে।
আমি বাংলাদেশ থেকে, রুম ভাড়া কত বললেন না
ভিডিওর শেষে ফোন নম্বর উল্লেখ করেছি, ফোন করার অনুরোধ রইলো
Last year visited Kashmir during Durga Puja and stayed with family in the Shabnam Guest House . Mr Samar Chakraborty is a perfect gentleman and very much helpful. Indeed.
Thank You for your valuable feedback about Shabnam guest House
Stay connected with my channel
কাশ্মীর এবং হোটেল শবনম আমার কাছে দুটোর আকর্ষণ ই সাংঘাতিক, চক্রবর্তীদা এবং বৌদির যে আদর আপ্যায়ন পেয়েছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ,খাওয়া থাকা সবকিছুই অপূর্ব।
আপনার সাথে সম্পূর্ণ সহমত।
ওনাদের মতন অতিথি বৎসল মানুষ পাওয়া বড় দুষ্কর।
ভিডিওটি দেখা এবং মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
বাংলাদেশ থেকে গেলে কি হোটেলে থাকা যাবে
অবশ্যই থাকা যাবে কোন অসুবিধা নেই আপনার যাত্রা শুভ হোক।
Dada ami jodi group 50joner team niye hotel Shabnam a thaki tahole ki ranna anra nijera bazar kore ranna kore khete parbo ba ei rokom kono babostha a6e.plss ektu bolben..
Family room er price koto ? Janaben ektu 3 din por jachi
ভিডিওতে ফোন নম্বর উল্লেখ করেছি সরাসরি ফোন করার অনুরোধ রইল।
আপনার যাত্রা শুভ হোক দুগ্গা দুগ্গা
@@PINTUCHITRAKAR thank you dada
ভাড়া কত রুম প্রতি
যদি কোনো দিন যা ওয়া সুযোগ হয় ঐখানে থাকবো
নমস্কার এবং ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আরো বেড়ানোর গল্প হবে।
অবশ্যই আপনার যাওয়া হবে আশা রাখি।
Remnt of room?
Valo 2 nambary to ? 4 bala khabo to ghur te ja bo khokan ? Kintu khabar paisa dite hobe.
বাহ কি এক নম্বর মানুষ আপনি, সকালবেলায় অফিস বা ব্যবসা-বাণিজ্যের কাজে যখন বের হন তখন কি না খেয়েই বেরিয়ে পড়েন।
সারাদিন কাজকর্ম শেষে যখন বাড়ি ফেরেন বা কোন জায়গায় বেড়াতে গিয়ে সারাদিন ঘুরে এসে তখন কি রাত্রিবেলায় না খেয়েই ঘুমিয়ে পড়েন।
অসাধারণ চিন্তাভাবনা আপনার আপনি কোন একটা এক নম্বর হোটেলের সঙ্গেই যোগাযোগ করুন।
শুভেচ্ছা রইল মহাশয়।
আপনার যাত্রা শুভ হোক দুগ্গা দুগ্গা।
@@PINTUCHITRAKAR Ki murkho apni?Srinagar e ki babsa banijjer kaj e jbo nah berateh jbo?!
@Samar Basu Roy সকালবেলায় মানুষ যখন কাজে বেরোবে, বা কোন জায়গায় ভ্রমণ বেরোবে , তখন কি তিনি না খেয়ে খালি পেটে বের হবেন।
সারাদিন ভ্রমনের পরে যখন কেউ বাড়ি ফেরেন, বা সারাদিন অফিসের কাজ করে যখন নিজের শহরে কেউ বাড়ি ফেরেন, তিনি রাতের বেলায় কি না খেয়ে ঘুমিয়ে পড়েন।
বাংলা পড়তে জানেন তো নাকি, সেটাই বোঝানোর চেষ্টা করেছি।
Sudhu lunch dinner kora jabe? Hotel e thakbo na.
না সম্ভব নয়। তবু একবার কল করে কথা বলে অনুরোধ করবেন।
তবে সম্ভাবনা কম তবুও একবার কথা বলে নেওয়ার অনুরোধ রইলো।
Khayam chak er hotel review deben
খাইয়াম চকের সামনাসামনি ভিডিও আগামী কোন সময় অবশ্যই বানিয়ে দেবো।।
Khayam chak e hotel review deben jekhane complimentary breakfast thakbe...
আসল কথাটাই তো বললেন না, থাকা খাওয়া সমেত প্যাকেজ মূল্য কত?
ভিডিওতে ফোন নম্বর উল্লেখ করেছি ফোন করে জেনে নেওয়ার অনুরোধ রইলো।
কেন আপনার বলতে অসুবিধা কি? কোন কিছু আছে নাকি
@@sm9470 ভিডিওটি দেখার জন্য , সুচিন্তিত মতামত ব্যক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এই বাঙালীর জন্য ভিডিও বানাচ্ছেন দাদা 😊
খুব ভালো ধন্যবাদ
@@mraloke কিছু মানুষকে খুশি করা খুব মুশকিল, কি আর করা যায়, ভালো মানুষদের জন্য ভিডিও বানানোর আগ্রহ থাকে এবং আগামী দিনেও থাকবে।
uni ki garir arrange o kore dan?
ওনার ওখানে থাকলে , guest দের জন্য করে দেন।
Think bhabte rate jante parlamna!
ভিডিওতে ফোন নম্বর উল্লেখ করেছি ফোন করে জানার অনুরোধ রইলো।
বাংলাদেশের নওগাঁ জেলার দূরের এক গাঁয়ে আমরা বসবাসরত ।কাশ্মীর যাওয়ার ইচ্ছা পৣকাশ করে ফোন করলে সমর বাবু ভালো আচরণ করেন নাই । কাজেই সাফাই করা কেন ?
ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনার কথা উনার কাছে নিশ্চয়ই পৌঁছাচ্ছে এই কমেন্টের মাধ্যমে।
@@PINTUCHITRAKAR আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ।আপনার ভিডিও দেখেই আমরা সপরিবারে বাংলাদেশের নওগাঁ জেলা থেকে কাশ্মীর ভ্রমণ করতে পেরেছি মে/23 । তবে যাদের কাছে থেকে গাইড লাইন পৣতাশা করেছিলাম ।তাঁরা তা করেন নাই । পর্যটন মৌশুম অনেক বেশি পর্যটক রাস্তায় এবং থানায় রাত যাপন করছেন বলে জানিয়েছেন তাঁরা ।কিন্তু আমরা গিয়ে সেটা দেখতে বা শুনতে পাই নাই ।আপনাকে অভিনন্দন জানাচ্ছি ।
@@hamidrahman7999 নমস্কার এবং খুব খুশি হলাম যে, বাংলাদেশ থেকে আপনারা কাশ্মীর সপরিবার যাত্রা খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন।
আমার ভিডিও দেখে আপনি কাশ্মীর ভালোভাবে ঘুরেছেন জেনে আমি শুধু আনন্দিত নয় গর্বিত বোধ করছি।
Eto popular je, pujor somoy full booked😢😢😢
ওহ কি আর করা যায় । আমার চ্যানেলে আরো অনেক হোটেল দেওয়া আছে। দেখতে পারেন।
@@PINTUCHITRAKARDada 6 person room koto porbe? Per night?
@@nishandas9233 ভিডিওতে ফোন নম্বর উল্লেখ করেছি সরাসরি চক্রবর্তী বাবুর সাথে কথা বলার অনুরোধ রইলো।
আমি গত বছর অমরনাথ যাওয়ার সময় ঐ হোটেলে ২দিন ছিলাম। সমরদার ব্যবহার জীবনে ভুলবো না। আপনার চ্যানেল দেখে ঐ খানে উঠেছিলাম। ধন্যবাদ পিন্টুবাবু।
আমার উপর আস্থা রেখেছিলেন এই জন্য আপনাকে জানাই অনেক ধন্যবাদ এবং সেই আস্থার মর্যাদা সমরবাবু রেখেছেন, যেমন উনি সেই পুরনো আমল থেকেই রেখে চলেছেন সেটা জেনেও খুব ভালো লাগলো।
Koto bhara chilo bolte paren?
@@satyakighosh3394 95965 37210
Mr Chakraborty
ভাড়া কত
@@mortuzaneloy8479 95965 37210
Mr Chakraborty ( kindly call Him)
মালিক নিজে রুমের ভাড়া বলেন না। কর্মচারীরা বলেন যা খুশি তাই। আশেপাশে ঐ টাকাতেই ভালো হোটেল পাওয়া যায়।
ভিডিওটি দেখা এবং দেখে সুচিন্তিত মতামত ব্যক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।।
Onar ph er number ta ektu biye deben plz
94330 28367
Mr Chakraborty
Khaitei hobe ata besi besi
ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
একই কথা বারবার বললে,শুনতে খুবই বিরক্ত লাগে।
দুঃখিত 🙏
Ek kotha 100 bar😂😂😂
Ek mas ageh chilam.
Behaviour bhalo laglo na onar.
মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
Dada sobnam gest house room rent koto
Rate person 😂😂😂
besi baje katha balen .taka kato lage.
অযাচিত জ্ঞান বিতরণের জন্য অনেক ধন্যবাদ, খুচরা পয়সা নেই আপনাকে দেওয়ার জন্য।
মোবাইলটা একটু রিচার্জ করে নেবেন, তারপরে হোটেল সবনম এর ফোন নম্বর উল্লেখ করেছি সরাসরি ফোন করে জেনে নেবেন।
Phone number ta deben?
Dada tomar mobile number ta deba
তোমার নম্বরটা এখানে মন্তব্য করে রাখ আমি কল ব্যাক করে নেবো। এবং কি ব্যাপারে জানতে চাও জানাবে তারপরে যদি মনে হয় , তাহলে অবশ্যই কল ব্যাক করবো।