সরকারি চাকরীর বিভিন্ন পদ, গ্রেড, বেতন স্কেল

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • একটা সরকারি চাকরী নিঃসন্দেহে এই মুহুর্তে চাকরী প্রত্যাশীদের প্রথম পছন্দ । সরকারি চাকরীর কিন্তু অনেক রকম প্রকারভেদ আছে । আছে হরেক রকম বেতন স্কেল, এবং গ্রেড । আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় সরকারিসমূহের এই সকল গ্রেড, এবং বেতন স্কেল নিয়ে । আলোচনা করেছেন বেপজার সহকারী সেক্রেটারি এবং Capstone Education এর এক্স-স্টুডেন্ট Shalehur Rahman Samy।
    -------------
    সরকারী ও বেসরকারী বিভিন্ন চাকরী, এনএসআই, দুদক, বাংলাদেশ ব্যাংকের এডি এক্সাম,ও বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা এবং আইবিএর এমবিএর ভর্তি প্রস্তুতিকে একত্রে করে Capstone শুরু করেছে একটি ইউনিক কোর্স, আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম ।
    এই কোর্সের সবচেয়ে বড় ইউনিকনেস হচ্ছেঃ
    ✅ক্লাসগুলো নিবেন বিসিএস ক্যাডার, বাংলাদেশ ব্যাংকের এডি, আইবিএ গ্রাজুয়েটসহ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগন ।
    ✅থাকছে লাইফ-টাইম স্টুডেন্টশীপ । অর্থাৎ, আপনি জাস্ট একবারই ভর্তি হবেন । পরেরবার ক্লাস বা কোর্স করতে আপনার কোন ধরনের টাকা-পয়সা খরচ হচ্ছে না ।
    ✅থাকছে ফ্রি ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাসের সুবিধা। ফলে ব্যাসিকে কোন সমস্যা থাকলেও সেটি ভালো জব পাওয়ার ক্ষেত্রে কোন বাঁধা হবে না ইনশা-আল্লাহ ।
    ✅এই একটা কোর্সের মাধ্যমে সরকারী ও বেসরকারী বিভিন্ন চাকরী, এনএসআই, দুদক, বাংলাদেশ ব্যাংকের এডি এক্সাম,ও বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা এবং আইবিএর এমবিএর ভর্তি প্রস্তুতি কভার হয়ে যাবে ইনশাল্লাহ ।
    এছাড়াও আমাদের ট্রেড মার্ক কোর্স আইবিএ এমবিএ স্পেশাল রেগুলার ব্যাচেও ভর্তি চলছে ।
    আরো ভর্তি নেয়া হচ্ছে IELTS Premium কোর্সে যেখানে সবগুলো ক্লাস নিবেন IELTS-এ ৭.৫, ৮, ৯ পাওয়া ভাইয়া/আপুরা ।
    আরো ভর্তি নেওয়া হচ্ছে এক্সক্লুসিভ ইংলিশ স্পোকেন কোর্সে যার মাধ্যমে শিক্ষার্থীরা, জব হোল্ডাররা অথবা অন্য যে প্রফেশনের মানুষ নিজেদের স্পোকেন ইংলিশ অনেক উন্নত করতে পারবেন। জব ভাইভা, এম্ব্যাসী ভাইভা, IELTS স্পোকেন বা অন্য যে কোন জায়গার স্পোকেনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন।
    ১১ অক্টোবরের আইবিএ বিবিএর এক্সামকে সামনে রেখে একটি স্পেশাল ক্রাশ ব্যাচ শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ। কোর্সটি আগস্টের শেষের দিকে শুরু হবে ইনশাআল্লাহ।
    কোর্সে রেজিস্ট্রেশনের লিংক
    আইবিএ বিবিএ ক্রশ ব্যাচ (অনলাইন)
    tinyurl.com/cc...
    এছাড়া ২০২১ সালের এইচএসসি এবং এ-লেভেল পরীক্ষার্থীর জন্য আইবিএ বিবিএর স্পেশাল রেগুলার ব্যাচে এখন ভর্তি চলছে। ক্লাস আগস্ট থেকেই শুরু হবে ইনশাল্লাহ। কোর্সে
    রেজিস্ট্রেশনের লিংক
    আইবিএ বিবিএ রেগুলার ব্যাচ (অনলাইন)
    tinyurl.com/2e...
    আইবিএ বিবিএর জন্য স্পেশাল অনলাইন মক টেস্ট সেপ্টেম্বর থেকে শুরু হবে ইনশা-আল্লাহ । যারা অংশ নিতে চান তারা এই ব্যাচে যুক্ত হতে পারেন
    www.capstonebd...
    এই মুহুর্তে অফলাইন এবং অনলাইন দু জায়গাতে পুরোদমে ভর্তি চলছে ।
    যে কোর্সগুলোতে এখন ভর্তি চলছেঃ
    ➡️আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম
    ➡️আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ
    ➡️IELTS প্রিমিয়াম ব্যাচ
    ➡️এক্সক্লুসিভ ইংলিশ স্পোকেন কোর্স
    ➡️এক্সিকিউটিভ এমবিএ অফ আইবিএ ব্যাচ
    ➡️আইবিএ বিবিএ রেগুলার ব্যাচ
    ➡️আইবিএ বিবিএ ক্রশ ব্যাচ
    🟥কোর্সগুলোতে অফলাইনে ভর্তি হতে নিচের লিংক ভিজিট করুন
    www.capstonebd...
    🟩কোর্সগুলোতে অনলাইনে ভর্তি হতে নিচের লিংক ভিজিট করুন
    www.capstonebd...
    IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
    গ্রুপগুলোতে জয়েন করে আপনি নিজে যেমন উপকৃত হতে পারেন । তেমনি আপনার প্রিয় বন্ধুদের গ্রুপগুলোতে এড করে তাদেরও অনেক উপকার করতে পারেন ।
    IBA, DU EMBA, BIBM এর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
    / capstone.education
    BCS-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরীর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
    / 685465674956004
    এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
    পান্থপথ ব্রাঞ্চঃ
    01972-277866 or 016 30 31 30 31
    ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
    মৌচাক ব্রাঞ্চঃ
    01999- 017 011
    ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
    মিরপুর ব্রাঞ্চঃ
    01970- 985 421
    সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা
    চিটাগাং ব্রাঞ্চঃ
    01970- 985 420
    ঠিকানাঃ ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং

ความคิดเห็น • 33