বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ||Bangabandhu Military Museum||Dhaka visiting places|| Military Museum Dhaka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Facbook :MRI Motovlogs
    সামরিক বাহিনীগুলোর ইতিহাস, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র-শস্ত্রের সংগ্রহ নিয়ে গড়ে তোলা হয়েছে এই জাদুঘরটি।
    বাংলাদেশের অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয়, কাচঘেরা বাক্সে গতানুগতিক উপস্থাপন, প্রচলিত এই ধারণা পুরোটাই আলাদা বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হয়েছে! জাদুঘর কমপ্লেক্সের স্থাপত্য, প্রবেশ পথে ঝরনার, বাইরের সবুজ উদ্যান সবকিছু মিলে একটি চমৎকার ভ্রমণ স্থান।
    * বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সময়সূচি || Time Schedule || Open Off Day
    * সকালের প্রদর্শনী: সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত (শুক্র ও বুধবার বন্ধ)
    বিকেলের প্রদর্শনী: ৩টা থেকে ৬টা পর্যন্ত (বুধবার বন্ধ)
    * বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রতি বুধবার ও সরকার নির্ধারিত জাতীয় বন্ধের দিন গুলোতে জাদুঘর বন্ধ থাকে।
    * বঙ্গবন্ধু সামরিক জাদুঘর টিকেট মূল্য ১০০ টাকা। ৫ বছর বা তার ছোট বাচ্চাদের প্রবেশে কোন টিকেট এর প্রয়োজন হয় না।
    * অনলাইন টিকেট || bangabandhumil...
    আপনি ঢাকার যে কোন জায়গাতেই থাকেন আপনার সুবিধামতো বাসে বিজয় স্বরণী, আগারগাও অথবা ফার্মগেট এসে। তারপর হেটে বা রিক্সায় যেতে পারবেন বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। মেট্রোতে বিজয় স্বরনী অথবা আগারগাও স্টেশনে নেমে সামরিক জাদুঘরে যেতে পারেন।
    বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নিয়ে যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তা আমাদের জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও শেয়ার করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার ভিডিও বানাতে উৎসাহিত করুন।
    bangabandhumil...

ความคิดเห็น • 8