আমি খুব খুব খুব খুশি হয়েছি আপনাকে দেখে স্যার প্লিজ স্যার একটা ধন্যবাদ দেবেন বুঝবো তাহলে আপনি আমার পাশে আছেন আর আমি এত খুশি হয়েছি যে বলে বোঝাতে পারবো না। থ্যাঙ্ক ইউ স্যার
Aapnar porichorcha te ami boro season a 55 decimal ar bigha te 14 quintal kora dhan foliachi jta amar ar aage hoyni ar jonno onek dhonyobad aapnake🎉🎉🎉🎉🎉🎉🎉
আপনি ও সপরিবারে ভালো থাকুন। এখন বিজ্ঞানের যুগ আপনাকে বিজ্ঞানভিত্তিক চাষবাস করতে হবে। নাহলে পিছিয়ে পড়বেন। আপনাদের ওদিকেও এই মেশিনে ধান চাষ করা যাবে, জল কম থাকতে হবে। অবশ্যই সম্ভব ধীরে ধীরে এইগুলোই আসবে
Sir aapni j 14:35:14 r 28:28:0 sar ta dite bollen seta dhan roya ba laganor koto din por dibo.... akhon to amar ai 5 din holo dhan roya hoyacha to ota akhon dibo na akmas por j chapan sar ta sei seta dibo .....
থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ thank you স্যার আপনি সুস্থ থাকবেন শুভকামনা রইল আর আপনার আশীর্বাদ নিয়ে আমরা চাষ করতে থাকি এইটুকু আশীর্বাদ করবেন স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন
স্যার আপনার কাছে বিশেষ অনুরোধ, আপনি যদি বড়ো ভিডিও না দিতে পারেন তাহলে ছোটো ছোটো ভিডিও বা কোনো কমিউনিটিতে পোষ্ট করলে আমরা খুব উপক্রিত হতাম । কারন আপনার কোনো পোষ্টের আশায় আমরা অপেক্ষা করে থাকি। বর্তমানে যে সমস্ত ফসল চাষ করা হচ্ছে -- ধান,করলা,সসা ...ইত্যাদি সম্পর্কে পোষ্ট করলে আমরা খুব উপক্রিত হতাম স্যার । ভালো থাকবেন স্যার 🙏🙏🙏👍❤️❤️
এবার এইসব যন্ত্রপাতি দিয়েই চাষ করতে হবে। এরপর দেখাবো গর্ত কিভাবে খুলতে হয়, এক মিনিটেই গর্ত খোলা হয়ে যাচ্ছে মেশিনে । এখন আধুনিক চাষবাস যন্ত্র নির্ভর হয়েছে। আপনি যদি না ব্যবহার করেন যন্ত্র তাহলে আপনি পিছিয়ে পড়বেন। এইটা বোঝানোর জন্যই ভিডিওটা করা
দৈয়ে পোকার জন্য ঝরতে পারে এজন্য পোকার ওষুধ স্প্রে করবেন। যদি পোকা না লাগে তাহলে প্রতি লিটার জলে এক গ্রাম বোরন সেই সঙ্গে রিডোমিল গোল্ড দু গ্রাম ও 0 0 50 এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
Sir প্রণাম। ১২০ দিনের খাস ১৫ দিনের মাথায় সামান্য Urea সাথে Humic fulvic acid এবং sulphate 80% wdg, এবং মাজরার জন্য fipronil ০. ৬ % মিশিয়ে একত্রিত ভাবে পাশকাঠি, ভালো ফলনের জন্য ব্যবহার করা যাবে?
Agriculture mastermosai ♥️ ধান গাছের বাঁশ কাঠি জন্য একটা ভিডিও অনেক জলদি প্লিজ মাস্টার 🇮🇳✌️ আপনার নাম্বারটা দেন প্লিজ মাস্টার মশাই আমি মুর্শিদাবাদ থেকে বলছি মাস্টারমশ 💖✌️
Sir ami Partha Sarathi doya paschim Medinipur thake bolchi...valo aachen to....ami to aapnar channel thake onek kichu sikchi aapni aivaba janaben sobkichu... bolchi sir aapni j aamon dhan ar akta vedio te j 14:35:14 sar ar kotha bolachilan jta aapni den 500grm kora seta kto poriman jomir upor den aktu bolben.... amader jomir map 55 decimal a ak bigha/2.75 decimal a ak katha to ami kto kora dibo aktu bolban... please ❤❤❤❤❤❤
@@farmingadviseranathhalder7579 sir aamar dhan roya/lagano Aaj 5 din holo r akhon to khub bristi hoyacha tai akhon e ki dite hoba na ar o ak dudin pore deoya jaba..... please janaben
আসলে আমি অনেক কাজের মধ্যে জড়িয়ে আছি যার ফলে ভিডিও করতে পারিনি। এই মুহূর্তে এখন আমি উত্তর ২৪ পরগনা জেলার হাবরাতে চাষীদের সঙ্গে সবজি চাষ নিয়ে মিটিং করছি। তিনদিন এখানে থাকবো ।তারপর নদীয়াতে যাবো। আবার চুঁচুড়াতে যাবো । বিভিন্ন জায়গায় ঘুরে কাজ করতে হয়। চাপের মধ্যে আছি। কিছু মনে করবেন না , ভালো থাকুন।
কুড়ি মিনিটে এক বিঘা জায়গায় রোয়া হচ্ছে। ১৮ ইঞ্চি জল থাকলে সম্ভব নয়। ওইসব জমিতে প্রথম দিকে রোয়া শেষ করতে হবে যখন জল কম থাকে এবং আপনাদের মাঠে হবে ছোট জমিতে চাষ করা যাবে
@@farmingadviseranathhalder7579স্যার কমলা ও মাল্টা লেবু গাছ। 6 ও 7 ইঞ্চির গ্রো ব্যাগে আছে, উচ্চতা 2 থেকে আড়াই ফুট, ঝোপালো গাছ। এই ধরনের গাছকে সর্বোচ্চ কত বড় গ্রো ব্যাগে বসাতে পারি ?
অবশ্যই অবশ্যই একসাথে মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়। কোনো অসুবিধা হবে না। আমি ভালো আছি। এখন বনগাঁ লোকাল ট্রেনে থেকে উত্তর লিখছি। হাবড়া তে চাষীদের সঙ্গে মিটিং করতে যাচ্ছি।
স্যার বলছি আমার এই বৃষ্টিতে গাঁদা ফুল লাগানো ছিল তো অনেক গাছ ঢলে ঢলে যাচ্ছে আমি রোকো ফার্নি সাইট আর এম 45 একসাথে মিশিয়ে স্প্রে করেছি দুদিন আগে আবার কি আরেকবার দিয়ে দেবো?
Grafting চারা বসালে খুব ভালো ফলন পাবেন তাছাড়া সহজে গাছে ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না। সেমিনিজ কোম্পানির নুতন জাত কুশল চাষ করতে পারেন। অথবা সিনজেনটা কোম্পানির সাহু জাত
😭😭😭😭Dadu super helmet cabbage 🥬 chas kore6i gach lagiye 20din hoyeche kono growth nai ki debo ektu bolben pls 😭😭😭khub bipade r royal cross plus seminis chas kore6i khub sundor hoyeche Super helmet e ki sar chapan debo ektu bolben please... First 10:26:26 - 10kg and phasphate 20kg and patas 4kg , Dhubri gold 4kg,Boron 500,jink500, masterd cake 5kg diye chara lagano hoyeche 10kata😭😭😭😭 please help
এখন সাগরিকা প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে 20 20 20তিন গ্রাম ও ক্যালসিয়াম নাইট্রেট তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে চার দিন ছাড়া ছাড়া তিন বার। খুব ভালো কাজ পাবেন।
কেমন আছেন দাদা ? আমার ৩ বিঘা জমি বন্যায় ডুবে গিয়েছিল । রোপণের ৪ দিন পর, এবং ৫ দিন ডুবে ছিল। এতে গাছের গ্ৰ্যোথ কমে গেছে। চারা সম্পুর্ন ভাবে পচে যায় নি , তবে চারাগুলো নিস্তেজ হয়ে গেছে । কি ঔষধ এবং সার ,অনুখাদ্য ব্যবহার করব, দয়া করে বললে ভীষণ উপকার হবে।
বীন বা বান যে কোনো একটা প্রতি লিটার জলে এক গ্রাম সেই সঙ্গে NPK 0 0 50 দু গ্রাম ও জিঙ্ক 12 % এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন দুপুর বেলায়। একবার স্প্রে করলেই উপকার পাবেন।
নমস্কার স্যার পটল গাছের ডগা উঠবে কোন ওষুধ যদি জানা থাকে প্লিজ আমাকে একটু জানাবেন স্যার আমি খুব সৌভাগ্য যে আপনাকে দেখতে পেয়ে কারণ এবার আমি ওষুধগুলো পাবো স্যার আপনি সুস্থ থাকবেন এটা আমি কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যার কমেন্টগুলো একটু উত্তর দিয়ে দেবেন তাহলে আমার খুব উপকার
Sir প্রণাম। ১২০ দিনের খাস ১৫ দিনের মাথায় সামান্য Urea সাথে Humic fulvic acid এবং zinc sulphate মিশিয়ে একত্রিত ভাবে পাশকাঠি, ভালো ফলনের জন্য ব্যবহার করা যাবে?
স্যার কেমন আছেন? কতদিন পর আপনার ভিডিও চ্যানেল এলো। অনেক প্রশ্ন জমে অনেক কমেন্ট করেছি 😢😢😢। স্যার প্লীজ বলুন বাদাম ও সরষে খোল এর পচিয়ে যে পদ্ধতি বলেছিলেন তা ৭ দিন অন্তর ৫ বার প্রয়োগে করতে বলেছিলেন, তো তার পর আবার কোতোদিন পর আবার এই প্রক্রিয়া করবো। ওয়েস্ট ডিকম্পোজের পদ্ধতি বছরে কবার কতদিন অন্তর ছাদের টবে ব্যবহার করবো
@@farmingadviseranathhalder7579 অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা অত্যন্ত ভাগ্যবান আপনার মত একজন পথ প্রদর্শক পেয়ে। আপনার সদা প্রাণবন্ত সুস্থ শরীর কামনা করি, প্রণাম নেবেন 🙏
শ্রমিক দিয়ে চাষ করলে ধান চাষে লাভ পাওয়া যাবে না। শুধু ধান কাটা, মাঠ থেকে তুলে আনা ঝাড়াই করা এখানে গিয়েই আমরা সমস্যায় পড়ে যাচ্ছি। আর হুগলি বর্ধমান বীরভূম এইদিকে সব মেশিন দিয়ে ধান রোয়া মেশিন দিয়ে ধান কাটা ঝাড়া সব চলছে। ফলে অনেক কম পয়সায় ওরা চাষ করতে পারছে।
দাদা আমি হুগলি থেকে বলছি আমার দুই বিঘা জমিতে ভেনডি ও ৫কাঠা করলা জলে নষ্ট হয়ে গেছে, আমি আশ্বিন মাসে টমাটো চাষ করবো কি বীজ বপন করতে হবে , ঔ সময়ে টমেটো চাষ করলে কি ভালো লাভ পাবো
কখনো ই ভোলা যাবে না। আমি অনেক কাজের মধ্যে জড়িয়ে পড়েছিলাম। এই মুহূর্তে আমি উত্তর ২৪ পরগনার হাবরাতে কাজ করছি। মিটিং করছি চাষীদের সঙ্গে কাজ সবজি চাষ নিয়ে । ভিডিওতে দেখানোর চেষ্টা করবো।
খুব ভালো কথা, চুঁচুড়া স্টেশনে নেমে ১৭ নম্বর বাস ধরে বা ম্যাজিক গাড়ি ধরে বা ট্রেকার ধরে বালিপুকারী ওখান থেকে টোটো গাড়ি ধরে পীরের স্থান ওখানে ফার্ম আছে । আমি সব ছবির পর পর দেখাবো । তারপর আমাকে জানাবে আমি যেদিন থাকবো ওখানে সেদিনই যাবে।
প্রথমে Amister top প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তারপর উলালা এক গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
Sir ami apnar video dekhe chas kori kintu apnar sathe jogajog kore khata te likhe rakhte chai sob sar r oshudh kintu apnar sathe jogajog korte parchi na
আশা করি অসুবিধা হবে না। ভিডিওগুলো দেখুন , ওখান থেকেই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। ঠকবেন না নিশ্চিত আমি আসল জিনিসই নিয়ে আলোচনা করি। কোন ভাবেই ঠকাবো না আপনাদের।
@@farmingadviseranathhalder7579 sir ota na ami IT sector e kaj kori tai somoy pai na temon tai jehetu amr 22 years boyosh tai chas niye besi bujhi na but korte hoi nijeke tai bolchilam ke amai jodi akdin aktu sikhiye diten
আপনার স্থানীয় ব্লকের কৃষি বিভাগে যোগাযোগ করুন ভর্তুকি মূল্যে অর্থাৎ কম দামে এই মেশিন পাওয়ার জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ অনলাইনে শুরু হয়েছে ।এই ছোট মেশিন গুলো দু লাখ টাকা থেকে শুরু এর মধ্যে আপনি সাবসিডি পাবেন। একটু ভালো দেখে কিনলে ২ লাখ ৭০ হাজার টাকার মতো পড়বে ।
আসলে অনেক কাজের মধ্যে জড়িয়ে পড়েছিলাম সেজন্য ভিডিও করতে পারিনি। এই মুহূর্তে আমি হাবড়াতে আছি। চাষীদের সঙ্গে সবজি চাষ নিয়ে মিটিং করছি। পরপর তিনদিন থাকবো । তারপর নদীয়া যাবো। গতকাল ছিলাম চুঁচুড়াতে সেই চুঁচুড়ার ভিডিও গুলো আমি পরপর দেখাবো । এখানকার ভিডিও ও দেখাবো একটু সময় লাগবে।
@@farmingadviseranathhalder7579 স্যার বীজ বপন পদ্ধতি থেকে ফসল তোলা পর্যন্ত সম্পূর্ণ ভিডিও পার্ট পার্ট আকারে আনবেন। মেশিন তো আমরাও নিতে ইচ্ছুক কিন্তু পুরোপুরি জানকারীর অভাবে এগোতে পারছি না
আমি খুব খুব খুব খুশি হয়েছি আপনাকে দেখে স্যার প্লিজ স্যার একটা ধন্যবাদ দেবেন বুঝবো তাহলে আপনি আমার পাশে আছেন আর আমি এত খুশি হয়েছি যে বলে বোঝাতে পারবো না। থ্যাঙ্ক ইউ স্যার
God bless you.... Joyguru.... Jhargram.
এইভাবে চাষবাস না করতে পারলে কিন্তু আগামী দিনে অনেক লোকসান হতে হবে এবার দেখবেন ধান কাটবে ও ছাড়াই করবে মেশিনে।
তবেই ধান চাষ অধিক লাভজনক হবে ।
আপনার ভিডিওর অপেক্ষায় থাকি
ধন্যবাদ জানাই।
Eder sathe jogajog kivabe kora jabe rice transplant er jonno ? Hooghly tei bari@@farmingadviseranathhalder7579
Namaskar sir.
Anekdin por apnar video dekhte peye khub valo laglo❤🙏💐
ধন্যবাদ জানাই।
আসলে অনেক কাজের মধ্যে জড়িয়ে পড়েছিলাম।
এবার অবশ্যই নূতন ভিডিও আনবো।
ধান চাষে আগাছা নিয়ন্ত্রণ নিয়ে ভিডিও আনবো ।
ভালো থাকুন।
Aapnar porichorcha te ami boro season a 55 decimal ar bigha te 14 quintal kora dhan foliachi jta amar ar aage hoyni ar jonno onek dhonyobad aapnake🎉🎉🎉🎉🎉🎉🎉
Eder sathe jogajog kivabe kora jabe rice transplant er jonno ? Hooghly tei bari
আমি হাওড়া আমতা থেকে বলছি
স্যার অনেক দিন পরে আসলেন ।খুব সুন্দর কাজ । শরীর ঠিক আছে তো ?ভালো থাকবেন।
আপনি ও সপরিবারে ভালো থাকুন।
এখন বিজ্ঞানের যুগ আপনাকে বিজ্ঞানভিত্তিক চাষবাস করতে হবে। নাহলে পিছিয়ে পড়বেন। আপনাদের ওদিকেও এই মেশিনে ধান চাষ করা যাবে, জল কম থাকতে হবে। অবশ্যই সম্ভব ধীরে ধীরে এইগুলোই আসবে
মাস্টার প্রথম ধানে প্রথম চাপান সারা নিয়ে একটা ভিডিও অনেন মাস্টার 🇮🇳💜✌️
ভিডিও আনার চেষ্টা করবো।
কাকা আমার বাসা বাংলাদেশ আমাদের অনেকের শশা গাছ ঢলে পরছে দয়া করে একটা ভিডিও বানাবে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে
Sir aapni j 14:35:14 r 28:28:0 sar ta dite bollen seta dhan roya ba laganor koto din por dibo.... akhon to amar ai 5 din holo dhan roya hoyacha to ota akhon dibo na akmas por j chapan sar ta sei seta dibo .....
স্যার ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ thank you স্যার আপনি সুস্থ থাকবেন শুভকামনা রইল আর আপনার আশীর্বাদ নিয়ে আমরা চাষ করতে থাকি এইটুকু আশীর্বাদ করবেন স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন
নুতন নুতন মেশিন দেখাবো ।
শুধু ভিডিও দেখুন।
এবার কলা চারা রোপণ করার মেশিন দেখাবো।
Betel farming, pan chash ,honey babohar,, madhu babohar pan chase,video pabar jonno khub opekha korchi, madhu babohar pan farming, video
প্রতি লিটার জলে দু মিলি মিশিয়ে স্প্রে করবেন।
Pronam sir ...
Aapnader 2 guru sishyar kripay aami machh chasher notun disha khuje pelam apnader teamer proti osesh dhonyabad janai bhalo thakben.
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
Sir kundri gacher pata r kundri holud hoye pore jhache ki osudh dubo ektu bolben sir ...
Sir valo achen. R potal gache gola dhasa na lagar ki osudh dubo ektu bolben..
ক্যাবরীও টপ দশ লিটার জলে কুড়িগ্রাম সেই সঙ্গে 2 গ্রাম স্ট্রেপটোসাইক্লিন ও 0 0 50 এই সার কুড়িগ্রাম মিশিয়ে গাছের গোড়ায় এবং পাতায় স্প্রে করবেন।
স্যার আপনার কাছে বিশেষ অনুরোধ, আপনি যদি বড়ো ভিডিও না দিতে পারেন তাহলে ছোটো ছোটো ভিডিও বা কোনো কমিউনিটিতে পোষ্ট করলে আমরা খুব উপক্রিত হতাম । কারন আপনার কোনো পোষ্টের আশায় আমরা অপেক্ষা করে থাকি। বর্তমানে যে সমস্ত ফসল চাষ করা হচ্ছে -- ধান,করলা,সসা ...ইত্যাদি সম্পর্কে পোষ্ট করলে আমরা খুব উপক্রিত হতাম স্যার ।
ভালো থাকবেন স্যার 🙏🙏🙏👍❤️❤️
Sir amer hupa gach bristi ta pata gulo sab holud hoya gache jora jache gach bache ache kintu ki korbo jate dag chare
Osadharon❤❤
এবার এইসব যন্ত্রপাতি দিয়েই চাষ করতে হবে। এরপর দেখাবো গর্ত কিভাবে খুলতে হয়,
এক মিনিটেই গর্ত খোলা হয়ে যাচ্ছে মেশিনে ।
এখন আধুনিক চাষবাস যন্ত্র নির্ভর হয়েছে। আপনি যদি না ব্যবহার করেন যন্ত্র তাহলে আপনি পিছিয়ে পড়বেন। এইটা বোঝানোর জন্যই ভিডিওটা করা
Apner video jonoi opekha kori❤❤❤❤❤❤
স্যার করলা গাছের সাদা মাছি নিয়ে ভিডিও বানান
আজকে উত্তর চব্বিশ পরগনার হাবড়াতে মিটিং করতে যাচ্ছি এই বিষয় নিয়ে। চেষ্টা করবো ভিডিও করতে।
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ স্যার
Sir ami janta chai kumro dana sultan guru kotay pabo amar bary tarakashar hooghly
Sir.... please janan amake habra te khotay aschen.....??????.
Very Beautifull
কাকু এটা বলতে চাইছি 150 টি sinta পেঁপে লাগালে বছরে কত টাকা পাওয়া যাবে সর্বনিম্ন
Sir dan Chase pgr hisabe paushak green,Sai power pls, konta valo kaj pabo pls bolben.
হ্যাঁ ব্যবহার করতে পারেন।।
চারা তৈরি করার পুরো ভিডিও থাকলে দিন
পরে অবশ্য ই
দেখাবো।
Dhan a Potash kokhon dile valo hoi
Sir. Amader bichtola ta tola gulo chuya jachha ki korbo vabchi nativo spray korbo ??????
নেটিভো প্রতি লিটার জলে এক গ্রাম সেই সঙ্গে চিলেটেড জিঙ্ক 12% এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।
*আচ্ছা স্যার, নারকেল গাছের (৫-৫০ বছর বয়সী, দেশি আর কেরালার লাল নারকেল আছে) জন্য জৈবসার হিসেবে কী কী সার কি পরিমাণে ব্যবহার করবো?*
এই বিষয়ে ভিডিও আনবো।
@@farmingadviseranathhalder7579 অসংখ্য ধন্যবাদ আপনাকে
স্যার কেমন আছেন ।আপনার ভিডিও অপেক্ষায় ছিলাম। খুব ভালো লাগলো স্যার । একটা প্রশ্ন। বলছি যে স্যার পিয়ারার ছোটো গুটি ঝড়ে যাচ্ছে। স্যার কি করনীয় ???
দৈয়ে পোকার জন্য ঝরতে পারে
এজন্য পোকার ওষুধ স্প্রে করবেন।
যদি পোকা না লাগে তাহলে
প্রতি লিটার জলে এক গ্রাম বোরন
সেই সঙ্গে রিডোমিল গোল্ড দু গ্রাম
ও
0 0 50 এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
Sir, ami 2 mas age kichu foler gach lagiachilam, but gachgulo aktuo barche na ki korle valo hoy jodi aktu bolen
ওখান কার মাটির
কিছু সমস্যা হচ্ছে।
এই বর্ষা টা কাটুক গাছের গোড়ায় সার ব্যবহার করবেন।
স্যার allwin gold super আর agromin gold এক সাথে স্প্রে করা যায় বলবেন pls
অবশ্যই অবশ্যই একসাথে মিশিয়ে স্প্রে করবেন।
Sir ধন্যবাদ আপনাকে
ভিটামিন গুলি স্প্রে করার 1ঘণ্টা পরে যদি বৃষ্টি হয় তাহলে কি কাজ করবে না করবে না। এটা যদি বলে দিতেন তাহলে খুব উপকৃত হতাম স্যার।
Sir প্রণাম।
১২০ দিনের খাস ১৫ দিনের মাথায় সামান্য Urea সাথে Humic fulvic acid এবং sulphate 80% wdg, এবং মাজরার জন্য fipronil ০. ৬ % মিশিয়ে একত্রিত ভাবে পাশকাঠি, ভালো ফলনের জন্য ব্যবহার করা যাবে?
বর্ষা কালে গাধা ফুল গাছের বয়স 50 দিন হয়ছে। গাছে পচুর পরিমানে কুরি ফুল আনতে কি কি পরিচর্চা করবো স্যার বলেন।
Sir, ভুট্টা চাষ করলে বলবেন যাবো দেখতে বৈচি থেকে কিছুক্ষণ লাগে
আচ্ছা ভিডিও করে অবশ্যই অবশ্যই জানাবো।
Sir amader akhane pausok green,ar Sai power pls এই দুই পিজির আছে কোনটা নেব।pls bolben তাড়াতাড়ি।
পৌষক কিনতে পারেন।
Agriculture mastermosai ♥️
ধান গাছের বাঁশ কাঠি জন্য একটা ভিডিও অনেক জলদি প্লিজ মাস্টার 🇮🇳✌️ আপনার নাম্বারটা দেন প্লিজ মাস্টার মশাই আমি মুর্শিদাবাদ থেকে বলছি মাস্টারমশ 💖✌️
ধানের মাজরা জন্য fipronl 5 sc কত ডোজ দিতে হবে এর সাথে কি অন্য কিছু দিতে হবে
২মিলি/লি.......ওটা আপনাকে ৩২দিন নিরাপত্তা দেবে........আর যদি fipronil ১৮.৮৭% হয় তবে ০.৫মিলি/লি....৪৭দিন......
Chlorantraniliprole 18.5%sc (Coragen) ০.৩মিলি/লি.... ৫৩ দিন নিরাপদ.....
দু মিলি প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন।
Sir, highbreed napier cutting কোথায় পাবো একটু জানাবেন
নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশন আশ্রমে পাবেন।
Hii sir ❤
কাকু লিমাটোট লেগে গেছে শসা গাছে কিমাবো বলে দিন
জেঠু অনেকদিন পরে এলেন। শরীর কেমন আছে? সফেদা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আনুন।
ভালো আছি।
চেষ্টা করবো ভিডিও করতে।
ধন্যবাদ জেঠু। খুব উপকৃত হব....আমরা যারা দক্ষিণ ২৪ পরগণা ছাড়াও আরও বিভিন্ন জায়গায় সফেদা চাষ করি। ভীষণ ফুল ঝড়ে যাচ্ছে। একটু দেখুন।
VALO AACHEN
হ্যাঁ ভালো আছি ,
আপনারাও সপরিবারে ভালো থাকুন।
স্যার এই জমিনের সব ভিডিও যাতে আপনি তুলে ধরতে পারেন সেই চেষ্টা করবেন
ঠিক আছে।
Sir ami Partha Sarathi doya paschim Medinipur thake bolchi...valo aachen to....ami to aapnar channel thake onek kichu sikchi aapni aivaba janaben sobkichu... bolchi sir aapni j aamon dhan ar akta vedio te j 14:35:14 sar ar kotha bolachilan jta aapni den 500grm kora seta kto poriman jomir upor den aktu bolben.... amader jomir map 55 decimal a ak bigha/2.75 decimal a ak katha to ami kto kora dibo aktu bolban... please ❤❤❤❤❤❤
14 35 14 ঐ জমিতে এখন চাপান সার হিসাবে 15 কেজি সেই সঙ্গে ,28 28 0
এই সার 10 কেজি ও ইউরিয়া সার 12 কেজি ছড়িয়ে দেবেন।
@@farmingadviseranathhalder7579 sir aamar dhan roya/lagano Aaj 5 din holo r akhon to khub bristi hoyacha tai akhon e ki dite hoba na ar o ak dudin pore deoya jaba..... please janaben
মাজরা জন্য কি ঔষধ দিব
Fipronl 5 sc কি দেওয়া যাবে
Ampligo দশ লিটার জলে আট মিলি মিশিয়ে স্প্রে করবেন।
Sir apnar video ar অপেক্ষায় থাকি। sir khub mon kharap hoye chilo atodin...
আসলে আমি অনেক কাজের মধ্যে জড়িয়ে আছি যার ফলে ভিডিও করতে পারিনি।
এই মুহূর্তে এখন আমি উত্তর ২৪ পরগনা জেলার হাবরাতে চাষীদের সঙ্গে সবজি চাষ নিয়ে মিটিং করছি। তিনদিন এখানে থাকবো ।তারপর নদীয়াতে যাবো।
আবার চুঁচুড়াতে যাবো ।
বিভিন্ন জায়গায় ঘুরে কাজ করতে হয়। চাপের মধ্যে আছি।
কিছু মনে করবেন না ,
ভালো থাকুন।
অনেক দিন পর স্যার
ভিডিও দিলেন. ভালো আছেন তো?
হ্যাঁ ভালো আছি।
আপনি ও সপরিবারে ভালো থাকুন।
গাধা ফুল গাছে সাদামাছি ও সমস্ত সোসক পোকার জনো কি কিটনাসক ব্যাবহার করবো।
স্যার বলেন
Abacin প্রতি লিটার জলে এক মিলি সেই সঙ্গে উলালা এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন খুব খুব খুব সকালে তিন দিন ছাড়া দুবার।
Sultan guru kothy pabo taraksar
শেওড়াফুলি তে পাবেন।
বা অন লাইনে কিনতে পারেন।
স্যার, বিটি বেগুন কি শরীরের জন্য অত্যন্ত ক্ষতি কর???? plz স্যার, শুধুমাত্র আপনার উত্তরের অপেক্ষায় আছি।
ঐ বেগুনের মধ্যে জৈব বিষ মেশানো আছে।
গাছ ও গাছে ফসল সবই বিষাক্ত।
Thank you sir. আমি লাগাতে চেয়েছিলাম এখন আর লাগাতে চাইনা।
ভালো থাকবেন মেদিনীপুরে মাটি তে হবে জল আছে ১৮ইনচি তার পরে মাটি এত নরম নয় রেট কত নিচ্ছে ঘন্টায়
কুড়ি মিনিটে এক বিঘা জায়গায় রোয়া হচ্ছে। ১৮ ইঞ্চি জল থাকলে সম্ভব নয়।
ওইসব জমিতে প্রথম দিকে রোয়া শেষ করতে হবে যখন জল কম থাকে এবং আপনাদের মাঠে হবে ছোট জমিতে চাষ করা যাবে
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ ভালো থাকবেন
কাকু sinta F1 চারার বয়স 30 দিন। কতদিন চারা মূল জমিতে বসাব। প্রতি গতে কটি করে চারা দেব জানাবেন কাকু।
একটি করে বসাবেন 45 দিনের চারা।
দাদা আমাদের পুরুলিয়াতে এই মেশিন চালা যাবে দাদা কারন পুরুলিয়া জমিতে অনেক জল রেখে লাগানো হয়
Bankura kothai pabo ei machine
আপনার ওখানকার স্হানীয় সরকারি কৃষি অফিসে যোগাযোগ করুন। এ মাসের 20 তারিখ থেকে বিভিন্ন মেশিন
ভর্তুকি মূল্যে পাওয়ার জন্য আবেদনপত্র জমা নেওয়া হবে।
মেশিনে রোয়া জন্য বিঘা প্রতি কত কেজি বীজ লাগে জানালে খুব ভালো হয় স্যার।
বিঘাপ্রতি দু কেজি বীজ লাগবে।
প্রতি গুছিতে 3 / 4 টি কাটি থাকবে।
Dada amader akhana aslen bolben to dakha kortam
Sir, প্রনাম নেবেন। শশা গাছের গোড়ার নিমটোর হয়েছে ।ওই একই জায়গায় শশা চাষ করতে চাই কি করলে নিমাটোর কে রক্ষা করতে পারবো । আপনার পরামর্শ অপেক্ষা রইলাম
বায়ার কোম্পানির নিমাটোড মারার ওষুধ
ভেলিউম প্রাইম প্রতি লিটার জলে আড়াই মিলি মিশিয়ে ওই জল মাটিতে ঢেলে দেবেন।
স্যার আমার বাড়িতে বোরো ধান টলারে প্রচুর পুতি পোকা হয়েছে কি ঔষধ দিলে পতিকার হবে যদি বলেন।
Quick phos tablet compisition
কুইক ফস ট্যাবলেট কাগজের ভিতরে
মুড়ে ধানের উপরে রেখে দিন।
@@farmingadviseranathhalder7579 কুইকফস ট্যাবলেট কোন দোকানে পাব?
স্যার এত দেরিতে ভিডিও কেন আসছে আশা করি আপনি ভালো আছেন।
আমি খুব কাজের মধ্যে জড়িয়ে পড়েছিলাম ।এবার সমস্যা অতোটা হবেনা আমি ভিডিও আনবো ।
ভালো থাকুন আপনারও ,
ধন্যবাদ জানাই।
@@farmingadviseranathhalder7579স্যার কমলা ও মাল্টা লেবু গাছ। 6 ও 7 ইঞ্চির গ্রো ব্যাগে আছে, উচ্চতা 2 থেকে আড়াই ফুট, ঝোপালো গাছ। এই ধরনের গাছকে সর্বোচ্চ কত বড় গ্রো ব্যাগে বসাতে পারি ?
স্যার আপনি সুস্থ আছেনতো। আপনার কাছে আবেদন ন্যানো সার এর সাথে মোমোমিন ও সত্রাক নাশক বা কীটনাশক দেয়া যাবে। দয়া করে বলবেন।
অবশ্যই অবশ্যই একসাথে মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।
কোনো অসুবিধা হবে না।
আমি ভালো আছি।
এখন বনগাঁ লোকাল ট্রেনে থেকে উত্তর
লিখছি। হাবড়া তে চাষীদের সঙ্গে মিটিং করতে যাচ্ছি।
স্যার বলছি আমার এই বৃষ্টিতে গাঁদা ফুল লাগানো ছিল তো অনেক গাছ ঢলে ঢলে যাচ্ছে আমি রোকো ফার্নি সাইট আর এম 45 একসাথে মিশিয়ে স্প্রে করেছি দুদিন আগে আবার কি আরেকবার দিয়ে দেবো?
ওই ছত্রাক নাশক ওষুধের সঙ্গে ব্যাকটেরিয়া নাশক ওষুধ মিশিয়ে ব্যবহার করতে হবে ।
ভাদ্র মাসের শুরুতেই টমেটোর চারা বসাবো, কোন জাতের টমেটো চারা বসাবো?? গ্রাফটিং টমেটো চারা বসালে কি কিছু ফায়দা হবে?
Grafting চারা বসালে খুব ভালো ফলন পাবেন তাছাড়া সহজে গাছে ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না।
সেমিনিজ কোম্পানির নুতন জাত কুশল
চাষ করতে পারেন।
অথবা সিনজেনটা কোম্পানির সাহু জাত
@@farmingadviseranathhalder7579 Thank you sir
😭😭😭😭Dadu super helmet cabbage 🥬 chas kore6i gach lagiye 20din hoyeche kono growth nai ki debo ektu bolben pls 😭😭😭khub bipade r royal cross plus seminis chas kore6i khub sundor hoyeche
Super helmet e ki sar chapan debo ektu bolben please...
First 10:26:26 - 10kg and phasphate 20kg and patas 4kg , Dhubri gold 4kg,Boron 500,jink500, masterd cake 5kg diye chara lagano hoyeche 10kata😭😭😭😭 please help
এখন সাগরিকা প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে 20 20 20তিন গ্রাম ও
ক্যালসিয়াম নাইট্রেট তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে চার দিন ছাড়া ছাড়া তিন বার।
খুব ভালো কাজ পাবেন।
কেমন আছেন দাদা ? আমার ৩ বিঘা জমি বন্যায় ডুবে গিয়েছিল । রোপণের ৪ দিন পর, এবং ৫ দিন ডুবে ছিল। এতে গাছের গ্ৰ্যোথ কমে গেছে। চারা সম্পুর্ন ভাবে পচে যায় নি , তবে চারাগুলো নিস্তেজ হয়ে গেছে । কি ঔষধ এবং সার ,অনুখাদ্য ব্যবহার করব, দয়া করে বললে ভীষণ উপকার হবে।
বীন বা বান যে কোনো একটা প্রতি লিটার জলে এক গ্রাম সেই সঙ্গে
NPK 0 0 50 দু গ্রাম ও জিঙ্ক 12 % এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন দুপুর বেলায়।
একবার স্প্রে করলেই উপকার পাবেন।
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ দাদা।
সের ধান ফেলা টা দেখাবেন কী ভাবে
একটা প্লাস্টিক ট্রে তে 35 অথবা 40 গ্রাম বীজ বুনতে হবে।
মিনিকেট ধানের জমিতে কাদায় কি সার দেবো। কাটা পতি। তার পর কি এস্পরে করবো পাস কাটি বারানোর জন্য।স্যার বলেন।
এই বিষয়ে ভিডিও আনবো।
@@farmingadviseranathhalder7579 কবে
Ami chucurah ta thaki ata kothai
Ata pandua
নমস্কার স্যার পটল গাছের ডগা উঠবে কোন ওষুধ যদি জানা থাকে প্লিজ আমাকে একটু জানাবেন স্যার আমি খুব সৌভাগ্য যে আপনাকে দেখতে পেয়ে কারণ এবার আমি ওষুধগুলো পাবো স্যার আপনি সুস্থ থাকবেন এটা আমি কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যার কমেন্টগুলো একটু উত্তর দিয়ে দেবেন তাহলে আমার খুব উপকার
NPK 20 20 20 প্রতি লিটার জলে তিন গ্রাম সেই সঙ্গে মোবোমিন দু গ্রাম ও
সাগরিকা তিন মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
Sir প্রণাম।
১২০ দিনের খাস ১৫ দিনের মাথায় সামান্য Urea সাথে Humic fulvic acid এবং zinc sulphate মিশিয়ে একত্রিত ভাবে পাশকাঠি, ভালো ফলনের জন্য ব্যবহার করা যাবে?
অবশ্যই যাবে ।
তবে ইউরিয়া সার খুব কম করে ব্যবহার করবেন।
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ sir ভালো থাকবেন
ঢেঁড়স গাছের ফলের গুটি ঢেঁড়স ধরার পর হলুদ হয়ে ঝরে যাচ্ছে এর জন্য কি ছত্রাক নাশক ব্যবহার করব
কম দামের ওষুধ রিডোমিল গোল্ড প্রতি লিটার জলে দুই গ্রাম সেই সঙ্গে
0 0 50 দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে তিন দিন ছাড়া দুবার।
@@farmingadviseranathhalder7579 আর বেশি দামের টা বলুন দেখি যেটা তাড়াতাড়ি কাজ পাব রিডোমিল গোল্ড ব্যবহার করেছিলাম ভালো কাজ হয়নি
@@farmingadviseranathhalder7579 বলছি একটু ভালো বলুন না যেটা দিলেই কাজ হবে
Sair অনেক দিন পর ভিডিও দিলেন ভালো আছেন তো
হ্যাঁ ভালো আছি, আপনিও সপরিবারে ভালো থাকুন।
দাদু কিছু প্রশ্ন ছিল
স্যার আমার বাড়ি বনগাঁ। স্যার হাবড়া কোথায় মিটিং প্লিজ বলবেন
আজ দুপুর 2 টায় ময়না মোড়ে যদি আসতে পারেন তাহলে দেখা হবে।
স্যার কেমন আছেন?
কতদিন পর আপনার ভিডিও চ্যানেল এলো।
অনেক প্রশ্ন জমে অনেক কমেন্ট করেছি 😢😢😢।
স্যার প্লীজ বলুন বাদাম ও সরষে খোল এর পচিয়ে যে পদ্ধতি বলেছিলেন তা ৭ দিন অন্তর ৫ বার প্রয়োগে করতে বলেছিলেন, তো তার পর আবার কোতোদিন পর আবার এই প্রক্রিয়া করবো।
ওয়েস্ট ডিকম্পোজের পদ্ধতি বছরে কবার কতদিন অন্তর ছাদের টবে ব্যবহার করবো
ওয়েস্ট ডি কমপোজারের জল সামান্য পরিমাণে মাসে একবার করে ব্যবহার করবেন।
সরিষা বাদাম যেমন বলেছিলাম ব্যবহার করবেন দু মাস ছাড়া ।
@@farmingadviseranathhalder7579 অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।
আমরা অত্যন্ত ভাগ্যবান আপনার মত একজন পথ প্রদর্শক পেয়ে।
আপনার সদা প্রাণবন্ত সুস্থ শরীর কামনা করি, প্রণাম নেবেন 🙏
স্যার সাগরিকা তেল না পাউডার এটা আমি বুঝতে পারছি না ইংরেজিতে লিখে দিলে ভালো হয়।
ইফকো কোম্পানির সাগরিকা
তেল।
স্যার, ৩৩ শতাংশ ধানের জমিতে কি পরিমাণ সরিষার খৈল দিবো। বলবেন প্লিজ।
50 কেজি দেবেন।
@@farmingadviseranathhalder7579 অসংখ্য ধন্যবাদ জানায় স্যার আপনাকে, এতো দ্রুত রিপ্লাই দেয়ার জন্য। আমি একজন বাঙালি, বাংলাদেশ থেকে বলছি।
BB11 ধাননের ভিডিও করুন
আমাদের এখানে বালুরঘাট , দক্ষিণ দিনাজপুর থেকে 50শতকে 3000টাকা ধান রোপণ করা শ্রমিক দিয়ে 400টাকা প্রতি শ্রমিক
শ্রমিক দিয়ে চাষ করলে ধান চাষে লাভ পাওয়া যাবে না। শুধু ধান কাটা, মাঠ থেকে তুলে আনা ঝাড়াই করা এখানে গিয়েই আমরা সমস্যায় পড়ে যাচ্ছি।
আর হুগলি বর্ধমান বীরভূম এইদিকে সব মেশিন দিয়ে ধান রোয়া মেশিন দিয়ে ধান কাটা ঝাড়া সব চলছে। ফলে অনেক কম পয়সায় ওরা চাষ করতে পারছে।
দাদা আমি হুগলি থেকে বলছি আমার দুই বিঘা জমিতে ভেনডি ও ৫কাঠা করলা জলে নষ্ট হয়ে গেছে, আমি আশ্বিন মাসে টমাটো চাষ করবো কি বীজ বপন করতে হবে , ঔ সময়ে টমেটো চাষ করলে কি ভালো লাভ পাবো
এ বৎসর সেমিনিজ কোম্পানির নুতন এসেছে কুশল জাত ও সিনজেনটা কোম্পানির সাহু জাত ও 3150 জাত চাষ করতে পারেন।
আপনি স্যার কেমন আছেন, আপনি কি আমার মতো হাজার হাজার ভক্তদের কথা ভুলে গেছেন।
কখনো ই ভোলা যাবে না।
আমি অনেক কাজের মধ্যে জড়িয়ে পড়েছিলাম।
এই মুহূর্তে আমি উত্তর ২৪ পরগনার হাবরাতে কাজ করছি।
মিটিং করছি চাষীদের সঙ্গে কাজ সবজি চাষ নিয়ে । ভিডিওতে দেখানোর চেষ্টা করবো।
কাকু লিমাটোট লেগে গেছে শসা গাছে কিমাবো বলে দিন🎉
নিমাটোড এর ভালো ওষুধ
ভেলিউম প্রাইম প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে ঐ জল গাছের গোড়ার মাটি কে ভিজিয়ে দেবেন।
স্যার কেমন আছেন।। পর পর 3 বছর সন্তোষি ধান ও মালি 4 ধান চাষ করেছি 20দিন হয়েছে এবার কি সার দেব। রোয়ার আগে কোনো সার দেইনি। নামখানা থেকে বলছি
DAP ও 28 28 0 সেই সঙ্গে ইউরিয়া সার চাপান দেবেন। শেষ চাপানে পটাশ ও ইউরিয়া সার দেবেন।
কাঠাপ্রতি কত@@farmingadviseranathhalder7579
জেঠু জায়গাটা কোথায় গিয়ে দেখতাম কি সুবিধা ও কি অসুবিধা রয়েছে। কারন আমি আমাদের দিকে এই মেশিন নিয়ে আসতে চাই
খুব ভালো কথা, চুঁচুড়া স্টেশনে নেমে ১৭ নম্বর বাস ধরে বা ম্যাজিক গাড়ি ধরে বা ট্রেকার ধরে বালিপুকারী ওখান থেকে টোটো গাড়ি ধরে পীরের স্থান ওখানে ফার্ম আছে । আমি সব ছবির পর পর দেখাবো । তারপর আমাকে জানাবে আমি যেদিন থাকবো ওখানে সেদিনই যাবে।
@@farmingadviseranathhalder7579 আপনি কবে থাকবেন সেটা জানাবেন দয়া করে🙏
আমাদের এই খানে বন্যা হয়ে গেছে পেপে গাছ ডুবে গেছে বাংলাদেশ থেকে বলছি
স্যার আমার আম গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে আর নতুন কচি পাতা পুড়ে যাচ্ছে কি করবো বুঝতে পারছি একটু বলবেন
প্রথমে Amister top প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তারপর উলালা এক গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
Sir ami apnar video dekhe chas kori kintu apnar sathe jogajog kore khata te likhe rakhte chai sob sar r oshudh kintu apnar sathe jogajog korte parchi na
আশা করি অসুবিধা হবে না।
ভিডিওগুলো দেখুন ,
ওখান থেকেই আপনি
আপনার উত্তর পেয়ে যাবেন। ঠকবেন না নিশ্চিত আমি আসল জিনিসই নিয়ে আলোচনা করি। কোন ভাবেই ঠকাবো না আপনাদের।
@@farmingadviseranathhalder7579 sir ota na ami IT sector e kaj kori tai somoy pai na temon tai jehetu amr 22 years boyosh tai chas niye besi bujhi na but korte hoi nijeke tai bolchilam ke amai jodi akdin aktu sikhiye diten
Ai machine er dam kato
Garitar dam koto taka
Sir apnar ki sorir kharap chilo? Apni video charanni keno ? Amar bari dhaniakhali.
অনেক কাজের মধ্যে জড়িয়ে পড়েছিলাম।
ধনেপাতার গোড়া পচে যাচ্ছে কী ওষুধ মারবো। সেডের নীচে আছে।
জুনিপার প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন ।
দাদা কতো দাম জানাবেন, এবং জমিতে বিজ এ কি ভাবে কাজ করবে জানাবেন ।
আমি অমল কর ।
আপনার স্থানীয় ব্লকের কৃষি বিভাগে যোগাযোগ করুন ভর্তুকি মূল্যে অর্থাৎ কম দামে এই মেশিন পাওয়ার জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ অনলাইনে শুরু হয়েছে ।এই ছোট মেশিন গুলো দু লাখ টাকা থেকে শুরু এর মধ্যে আপনি সাবসিডি পাবেন। একটু ভালো দেখে কিনলে ২ লাখ ৭০ হাজার টাকার মতো পড়বে ।
কাকু আপনার কথা মত মিষ্টি কুমড়ায় প্রচুর স্ত্রী ফুল ফুলের চেয়ে কিন্তু সব পচে যাচ্ছে রাখতে পারছিনা এখন কি করবো একটু বলে দাও খুব তাড়াতাড়ি
শুধু আমার নুতন ভিডিও দেখে এগিয়ে চলুন।
মেশিনের দাম কত? কোথায় পাওয়া যাবে?
আনুমানিক দু লক্ষ ৫০ হাজার টাকা তার মধ্যে এক লাখ টাকার মতো সাবসিডি পাওয়া যাবে।
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ আপনাকে উৎসাহিত হলাম।
সামুক মারার উপায় বলুন ছোটো সবজী চারা গাছ কেটে খাচ্ছে
বাজারে স্লাগ আউট বা স্লাগ কিলার পাওয়া যায় যে কোনো একটা ওষুধ সন্ধ্যের দিকে ছড়িয়ে দিতে হয় বাগানে মিষ্টি ওষুধ খাবে মারা যাবে।
আমাদের এই দিকে অনেক দিন থেকেই আসছে 1600 টাকা বিঘে নেয় (৩৩)
দাদা আপনাদের বাড়ি কোথায়?
Loss to
1600 takai ki bij o dei?
দাদু কেমন আছো এত দিন খবর নেই তোমার
আসলে অনেক কাজের মধ্যে জড়িয়ে পড়েছিলাম সেজন্য ভিডিও করতে পারিনি।
এই মুহূর্তে আমি হাবড়াতে আছি। চাষীদের সঙ্গে সবজি চাষ নিয়ে মিটিং করছি। পরপর তিনদিন থাকবো ।
তারপর নদীয়া যাবো। গতকাল ছিলাম চুঁচুড়াতে সেই চুঁচুড়ার ভিডিও গুলো আমি পরপর দেখাবো ।
এখানকার ভিডিও ও দেখাবো একটু সময় লাগবে।
@@farmingadviseranathhalder7579 ঠিক আছে দাদু
স্যার আপনার সঙ্গে যোগাযোগ করব কিভাবে
কি সমস্যা হচ্ছে জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দিতে। এই মুহূর্তে আমি
উত্তর 24 পরগনা জেলায় কাজ করছি।
মেশিনের সাহায্যে ধান রোপণ করতে হলে প্রো ট্রে এর মাধ্যমে বীজ বপন করতে হবে
এটা সহজ ভাবে বীজ বোনা হয়েছে।
@@farmingadviseranathhalder7579 স্যার বীজ বপন পদ্ধতি থেকে ফসল তোলা পর্যন্ত সম্পূর্ণ ভিডিও পার্ট পার্ট আকারে আনবেন। মেশিন তো আমরাও নিতে ইচ্ছুক কিন্তু পুরোপুরি জানকারীর অভাবে এগোতে পারছি না