New Bangla Natok - Choshma (চশমা) l Moushumi Hamid | Apurba | By Ferdous Hasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 687

  • @smabukawsar8895
    @smabukawsar8895 3 ปีที่แล้ว +3

    সত্যি মনোমুগ্ধকর হৃদয় ছোঁয়া নাটক
    দুই নয়নের অশ্রু নিমিষেই চোখের কোনে উত্তপ্ত
    হয়ে গড়িয়ে পড়লো,
    সৎ মানুষ অধিকাংশ মানুষের লক্ষবস্তু বা হয়রানির সিকার হতে হয় তবে হা সত্যের জয় একদিন আছে সত্যের জয় সর্বচ্ছো উচ্ছ সৃঙ্গে
    সৎ মানুষকে সম্মান আল্লাহই দিয়ে থাকেন।
    এমন মা যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্মায় স্যালুট মা।

  • @abhijitchakrabarty45
    @abhijitchakrabarty45 ปีที่แล้ว +2

    অসাধারণ একটি নাটক। এই ধরনের সামাজিক সমস্যা তুলে ধরার জন্য পরিচালককে ধন্যবাদ। অভিনেতা অভিনেত্রীরা চমৎকার।

  • @debasishchandra904
    @debasishchandra904 ปีที่แล้ว +2

    অসাধারণ, অনবদ্য একটি বাংলা নাটক দেখার সুযোগ করে দেওয়ার জন্য অপূর্ব-মৌসুমী‌সহ সকল কলাকুশলীদের আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাই। মায়ের অভিনয় ও বার্তা আমাদের শিক্ষণীয়। ছোট পরিসরে 'কলি'র আবেদন মনে রাখার মতো। সামগ্রিক‌ভাবে সকল অভিনেতা-অভিনেত্রী‌র ১০০% সুন্দর অভিনয় এমন সিরিয়াস বিষয়বস্তুকে প্রাণবন্ত করে তুলেছে। তবে অত‍্যন্ত অল্প সময়ের মধ্যে অপু ও সৃজার নতুন জীবনের সিদ্ধান্ত একটু খাপছাড়া লাগে।
    এপার বাংলা‌ থেকে এই টিমের সবাইকে শুভেচ্ছা জানাই🎉🎉

  • @sohelrana2058
    @sohelrana2058 3 ปีที่แล้ว +9

    অসাধারণ, চোখে জল এসে গেল,কন্ঠ রুদ্ধ হলো,আমি বাকশক্তি হারিয়ে গেলাম।

  • @MdMehedi-je8vg
    @MdMehedi-je8vg 3 ปีที่แล้ว +4

    অসংখ্য ধন্যবাদ এই নাটক নির্মাতা কে। অল্প ভাষা ব্যবহার করে এত সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্যে। আমার মনের মতো একটি নাটক ছিল।

  • @mdnurulislam1265
    @mdnurulislam1265 3 ปีที่แล้ว +1

    অসাধারণ একটি নাটক জীবনে এই প্রথম দেখলাম যা জীবন বদলে দেওয়া নাটকের কাহিনী । অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাট্যকারকে । এগিয়ে যাক বাংলার বাংলা নাটক কামনায় ইউরোপের রোম মহানগরী হতে এক নগণ্য প্রবাসী ।

  • @azimhaque6403
    @azimhaque6403 2 ปีที่แล้ว

    অসাধারন, অদ্ভূত নাটক। নাট‍্যকার এবং অপুর্ব আর তাঁর মা'র অভিনয় সত‍্যি অসাধারণ। এরকম নাটক আমাদের অনেক অনেক দরকার। নাট‍্যকারকে আবারো অনেক অনেক ধন‍্যবাদ।

  • @basukinathmajee1336
    @basukinathmajee1336 3 ปีที่แล้ว +3

    আমি ভারতের। মৌসুমী হামিদ এর অনেক গুলো বাংলা নাটক দেখলাম। সেই সঙ্গে চঞ্চল চৌধুরী ও অপূর্বর নাটক দেখলাম
    । সবাই দারুন অভিনয় করেছো। খুব ভালো লাগলো।

  • @dilipchakrabarti8797
    @dilipchakrabarti8797 ปีที่แล้ว +1

    কাহিনী, অভিনয় ও পরিচালনা, এই তিনের মেলবন্ধনের ফলে কলকাতা থেকে এক অসাধারণ নাটক প্রত্যক্ষ করলাম। মৌসুমী ও অপূর্ব, দুজনের উপস্থিতিই অত্যন্ত সুন্দর ও সাবলীল।

  • @manutatmegagine2314
    @manutatmegagine2314 3 ปีที่แล้ว +5

    প্রত্যেকটি চরিত্রের কথা ও অভিনয় মন ছুঁয়ে গেল।ধন্যবাদ পরিচালক সাহেব,এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য।

  • @soumenmazumder3327
    @soumenmazumder3327 2 ปีที่แล้ว +1

    Ai choto choto natokeo eto compact story, really no words. Wonderful.

  • @mostofaahmmedshuvo6570
    @mostofaahmmedshuvo6570 2 ปีที่แล้ว +3

    পরিচালক এবং প্রযোজক মন্ডলীর কাছে কৃতজ্ঞতা। অসাধারণ। এমন কাজ সত্যি প্রশংসার দাবী রাখে।

  • @aworangojeb6407
    @aworangojeb6407 3 ปีที่แล้ว +4

    নাটক টির রচয়িতা ফেরদৌস হাসান কে ধন্যবাদ সুন্দর নাটক লেখার জন্য অসাধারন।চোখের পানি ধরে রাখতে পারিনি।

  • @NiharranjanNath-o7m
    @NiharranjanNath-o7m ปีที่แล้ว +1

    What a drama of Bangladesh!!....Hats off to Apurba and his mother.....WB, BIRBHUM.

  • @nandonik536
    @nandonik536 3 ปีที่แล้ว +1

    অসহায় কঠিন বাস্তব
    উত্তরণের কাহিনী ●●●●।
    অনেক নাটক দেখলাম, কিন্তু
    সংলাপ ও অভিনয়ের অপূর্ব
    মেলবন্ধনে হৃদয় ভরে গেল
    অশ্রু জলে।

  • @sohelranasrabon6309
    @sohelranasrabon6309 6 ปีที่แล้ว +12

    বলুনতো এরকম মা কত জনের হয়,,,,,,নাটকটা আমার চোখের জল এনেদিলো,,,,হয়তো আমার মা থাকলে এমনি হতো,,,,I miss you mather

  • @narayanchandrasarkar2456
    @narayanchandrasarkar2456 3 ปีที่แล้ว +8

    *অপূর্ব এক শিক্ষণীয় নাটক দেখে খুবই ভালো লাগলো।প্রতিটি প্রজন্ম যেন এই শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে।*

  • @subhasmondal7690
    @subhasmondal7690 10 หลายเดือนก่อน +1

    অসাধারণ সুন্দর একটা চরিত্র এর নাটক ।ভীষণ ভাল লাগল।

  • @badruzzamanriton4627
    @badruzzamanriton4627 3 ปีที่แล้ว +7

    নাট্যকার এবং পরিচালককে এতো চমৎকার মোটিভেশনাল নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

  • @mdjakaria7406
    @mdjakaria7406 3 ปีที่แล้ว

    khub valo natok...mon o ridoy duitai kerece....also educative and motivated and inspireable

  • @sampasinha7817
    @sampasinha7817 ปีที่แล้ว +1

    Tomales Dashar Natok khub Bhalo Hay Apurbo Natak Amar Khub Bhalo Lagay Namastay

  • @ছাড়পোকাছাই
    @ছাড়পোকাছাই 6 ปีที่แล้ว +2

    আমার জীবনে এ প্রথম এ নাটোকটা দেখে এতো ভালো লাগলো যে বলে বুঝানো যাবে না।অনেক ভালো একটা নাটোক

  • @srizonkumarbromon7409
    @srizonkumarbromon7409 3 ปีที่แล้ว +1

    আপনার অনবদ্য সৃষ্টির জন্য আপনাকে ধন্যবাদ জানাই

  • @jewelroy3570
    @jewelroy3570 3 ปีที่แล้ว +1

    খুব কম সংখ্যক নাটক দেখেই কেঁদেছি
    মনের অজান্তে অঝোর ধারা বেয়ে গেল
    মানুষের পরিচয় হোক নীতি ও সততার।
    পরিচালক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এমন শিক্ষণীয় নাটক নির্মাণ করার জন্য

  • @apurbasarkar1037
    @apurbasarkar1037 2 ปีที่แล้ว

    Asadharan sundar akta natok dekhlam. Natok ta vabte baddha koriyechhe. Very good massage for our society. Thanks to story writer and Director saheb. Natoktar jonna onek onek subhechchha roilo. Pratyeker avinoy asadharan hoyechhe. Apurba from India

  • @prosenjitmukherjee1338
    @prosenjitmukherjee1338 10 หลายเดือนก่อน

    বহুদিন এমন নাটক দেখার সৌভাগ্য হয়নি। নাটকের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিন্দন।

  • @gazimizanurrahaman8398
    @gazimizanurrahaman8398 4 ปีที่แล้ว +3

    অনেক দিন পর একটি ভাল নাটক দেখলাম।ধন্যবাদ সকলকে।

  • @ABMAtaurRahman
    @ABMAtaurRahman 2 ปีที่แล้ว

    অসাধারণ একটি নাটক। ধন্যবাদ ও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় নাট্যকার পরিচালক ফেরদৌস হাসান রানা ভাই এতো সুন্দর এবং নৈতিকতার নাটক উপহার দেয়ার জন্য। এই সময়ে এ ধরনের নাটক জাতির জন্য খুবই জরুরি।
    নাঈম আহমদ

  • @abhijitchatterjee8421
    @abhijitchatterjee8421 3 ปีที่แล้ว +13

    আমি কোলকাতায় থাকি, মাঝেমাঝে আপনাদের দেশের নাটক গুলো দেখি, বেশীরভাগ ক্ষেত্রেই বেশ মোটা দাগের কিছুটা সময় কাটানো আর কি!
    কিন্তু চশমা নাটকে যা দেখলাম,মন ভরে গেছে,মনের মধ্যে আলাদা একটা অনুভুতি,একটা বিশ্বাস বোধ করছি।
    অভিনয়, পরিচালনা সব মিলিয়ে এককথায় অনবদ্য।
    আরও নতুন নতুন সুন্দর মনকাড়া নাটক দেখার আশায় রইলাম।
    অভিজিৎ চট্টোপাধ্যায়।

  • @parthasengupta6396
    @parthasengupta6396 3 ปีที่แล้ว +1

    অসাধারণ, সুন্দর একটি সত্য প্রকাশ করেছেন, সৎকাজের কত বাধা, সৎ মানুষেরা এভাবেই চক্রান্তের শিকার হয়ে থাকেন। তবুও তারা আজ ও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, এই নাটকটি যেন, তাদেরকে সম্মান প্রদর্শন করছে। অসাধারণ অভিনয়, চিত্রনাট্য, গল্প,পরিচালনা। কিন্তু অপু কিভাবে যুদ্ধ টা জিতবেন, সেটা দেখালে আরও ভালো লাগত‌। তবুও অসাধারণ, উন্মুক্ত উপসংহার।

  • @sorifmia2186
    @sorifmia2186 2 ปีที่แล้ว +1

    বাস্তবতাগুলো খুবই কঠিন বাস্তবে এরকম নিতিতে অটল থাকা একরকম কঠিন কাজ তবে মন থেকে চাইলে করা সম্ভব মনের শক্তি পৃথিবীর সব শক্তিকে হার মানিয়ে দেয়

  • @joljahid7534
    @joljahid7534 7 ปีที่แล้ว +2

    ভাই রে অনেক নাটক দেকি বেশির ভাগ ই তুমার স এই রকম নাটক অনেক কম দেকেছি,আমার লাইফে,,,awesome bro

  • @jasikajasthnks8190
    @jasikajasthnks8190 7 ปีที่แล้ว +1

    এই নাটক কত ভাল লাগছে তা আমি ভাষা খুজে পাইছি না এক কথায বলা অসাধারন

  • @mohdfarhad678
    @mohdfarhad678 5 ปีที่แล้ว +1

    Sotti osadoran ekti natok. Ei rokom natok aro chai.....

  • @ajaykumarbanik8804
    @ajaykumarbanik8804 3 ปีที่แล้ว +2

    দারুন গল্পঃ সুন্দর অভিনয় ভালো লাগলো, কলকাতা ইন্ডিয়া থেকে অজয়

  • @apurbakumarroy1307
    @apurbakumarroy1307 3 ปีที่แล้ว +6

    Magnificent. Extraordinary. .Really magnificent play. Extraordinary acting. Magnificent dialogues. Extraordinary direction. Everything is fine. Everything unforgettable. Really great drama.

  • @raihansharif8371
    @raihansharif8371 6 ปีที่แล้ว +3

    অসাধারন নাটক,
    বিশেষ করে কলির অভিনয়টা ভাল হয়েছে।

  • @gamingtrip2078
    @gamingtrip2078 5 ปีที่แล้ว +8

    আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি জীবন টাকে সুন্দর করি পাপ কাজ থেকে বিরত থাকি

  • @malaykmaiti
    @malaykmaiti 2 ปีที่แล้ว +1

    Outstanding and heart touching story. My sincere regards to the story writer, director and producer of this Natok. Best wishes to the team from India.

  • @tapaschakraborty3622
    @tapaschakraborty3622 5 ปีที่แล้ว +2

    এক কথায় অনবদ্য গল্প , অভিনয় , পরিচালনা দেখলাম । সব কলাকুশলীকে ধন্যবাদ জানাই ।

  • @mddelowarhossain6874
    @mddelowarhossain6874 7 ปีที่แล้ว +1

    অসাধারণ মা তোমার হাজার সালাম সত্যের মৃত্যু নেই

  • @marinerma.r8133
    @marinerma.r8133 6 ปีที่แล้ว +2

    নিজে জীবনের সাথে অনেক যুদ্ধ করি,
    এই গুশ দুনিয়ায় ।
    অনেক হুমকি সহ সব পেতে হয়েছে এই অল্প বয়সে।
    আল্লাহ সততার সাথে থাকতে দিও।

  • @maliniganguly6119
    @maliniganguly6119 3 ปีที่แล้ว +1

    অসাধারণ একটি চিত্র নাট্য দেখলাম , বলার হয়তো অনেক কথাই ছিল কিন্তু না এখানেই থেমে গেলাম::::;!!!

  • @mahadihasanmanik4069
    @mahadihasanmanik4069 3 ปีที่แล้ว +1

    সত্যি অসাধারণ লাগলো নাটকটি।

  • @Fruit_999
    @Fruit_999 3 ปีที่แล้ว +4

    অসাধারণ সুন্দর একটা উপস্থাপনা ।
    এই নাটকের প্রতিটি চরিত্রই খুব সুন্দর ।
    মায়ের শিক্ষা এমনই হওয়া উচিত , যাতে অন্য কোনও অশিক্ষা কুশিক্ষা কোনভাবেই মায়ের সুশিক্ষা এবং অনুশাসনের উপর প্রভাব না ফেলতে পারে ।
    প্রতিটি কলা-কুশলীদের জন্য রইল অনেক অনেক অভিনন্দন ।

  • @israfilislam3326
    @israfilislam3326 6 ปีที่แล้ว +1

    নাটকটা অনেক ভালো লাগছে আমরা সবাই শত পথে বাঁচার চেষ্টা করি

  • @tarikulmandal3580
    @tarikulmandal3580 5 ปีที่แล้ว

    Natok ta deka khub khub valo laglo amader sobar manoshikota thik rakte hobe atai proman dai ai natok

  • @purnimabiswas6350
    @purnimabiswas6350 3 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো বিশেষ করে শেষটা।একটা ভাবনার জায়গা থাকল।

  • @skmmondal8393
    @skmmondal8393 7 ปีที่แล้ว +3

    Natok Ta Dekhar Por Choke Pani Dhore Rakte Parlam na.Thanks Ferdous bhai

  • @mdshahazadashahed2634
    @mdshahazadashahed2634 2 ปีที่แล้ว +1

    অসামান্য! অসাধারণ এবং অসাধারণ!

  • @freshmind7650
    @freshmind7650 3 ปีที่แล้ว +3

    নাটকের ট্রায়াল ক্লিপস দেখে,নাটকটি দেখার আগ্রহ বাড়ে,নাটকটি মানুষকে সৎ হতে অনুপ্রাণিত করবে,এধরনের নাটক বেশী বেশী করে প্রচারিত হলে মানুষ সৎ হতে সাহস পাবে।অসম্ভব সুন্দর হয়েছে নাটকটি।

  • @alamin28sharkar90
    @alamin28sharkar90 7 ปีที่แล้ว +3

    অসাধারন নাটক বাস্তব কাহিনী

  • @absarrimon973
    @absarrimon973 6 ปีที่แล้ว +4

    পৃথিবীতে সব মা যেন এই রকম হই

  • @rabinhossain4403
    @rabinhossain4403 5 ปีที่แล้ว +2

    অসাধারণ একটা নাটক

  • @bastfailsthuglife2271
    @bastfailsthuglife2271 7 ปีที่แล้ว +7

    প্রতিটা মা জেন সন্তান কে এই বুঝটা দেয় ( নাটক খুব ভালো লাগলো )

  • @ashisdas1148
    @ashisdas1148 3 ปีที่แล้ว +2

    What a beautiful story with a strong ideology, probably it is my best natok from NTV. Morality and ideology can never buy by any cost. Thanks to Director to create such example.

  • @umorlikhon1715
    @umorlikhon1715 6 ปีที่แล้ว +6

    বাংলা নাটক যে এখন তার মূল্ধারা থেকে হারিয়ে যায়নি তা হয়ত এই নাটক টা না দেখলে বুঝতেই পারতাম না (Thanks to N tv and the actors to give us this drama )

  • @madhumitahazradas8498
    @madhumitahazradas8498 3 ปีที่แล้ว +1

    অসাধারণ। খুব ভালো লাগলো।

  • @bhabanandachandra6923
    @bhabanandachandra6923 7 ปีที่แล้ว +3

    অনেক শিক্ষার আছে নীতি নিয়ে মরলেও শান্তি মিলে...!!

  • @AshrafulIslam-br4cu
    @AshrafulIslam-br4cu 7 ปีที่แล้ว +2

    এত ভাল একটা নাটক।আর দ্বতীয়টি মনে হয় দেখিনিই।

  • @osmangoni4193
    @osmangoni4193 5 ปีที่แล้ว +4

    অপূর্ব ভাইয়ের নাটক মানেই!
    সেরা নাটক?

  • @Celebrity-NewsTV
    @Celebrity-NewsTV 7 ปีที่แล้ว +5

    অসাধারন নাটক ছিল এটি। খুবই ভাল লেগেছে।

  • @mdjashim3300
    @mdjashim3300 5 ปีที่แล้ว +1

    এই নাটোক দেখে শিক্ষা নেওয়া উচিত,অসাদারন নাটোক, এবং এই নাটোকের সাথে জারা জারা জরিত তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

  • @msittvlive4346
    @msittvlive4346 6 ปีที่แล้ว +3

    অন্যায়ের সাথে কখনোই আপোষ করতে নেই>>>>>There is no compromise with injustice

  • @hydaralikhan6628
    @hydaralikhan6628 5 ปีที่แล้ว

    খুব সুন্দর একটা নাটক ......প্রত‍্যেকের অভিনয় খুব ভালো হয়েছে, নাটকটির নীতিকথা এই যে-----সততা ও সত‍্যের জন‍্য সবকিছু ত‍্যাগ করা চলে কিন্তু কোন কিছুর জন‍্য সততা ও সত‍্যকে ত‍্যাগ করা চলে না।👍👍👍👍👍👍👍

  • @AsrafAli-qy2ti
    @AsrafAli-qy2ti 6 ปีที่แล้ว +1

    অসাধারণ একটি নাঠক দেখলাম অনেক দিন পরে

  • @subirbose2064
    @subirbose2064 5 ปีที่แล้ว

    Vison volo lagglo natok ta, a dhoroner Kora manosikotar maa j barity thaky sy barir chele mey ra kokhono asat pathy je ty parby na, karon Maa e Holo jeboner prothom and sess guru, jakk natok er sokol silpi bindo k Anek anek dhanybad suvecha Avinandan Salam janalam, app nara sabai volo thakun, God bless you, I am wishing your long and happy life, Subir Bose, Dumka Town Jharkhand India,Thanks 💐 👍🙏

  • @samihaamira8150
    @samihaamira8150 3 ปีที่แล้ว +1

    আমার জীবনের সেরা নাটক

  • @tapashroy4455
    @tapashroy4455 3 ปีที่แล้ว +1

    অসাধারন লেগেছে নাকটি।

  • @mailtalk9208
    @mailtalk9208 2 ปีที่แล้ว

    আল মনসুর - আল মনসুর - আল মনসুর। ............ পুরো নাটকটির কেন্দ্র বিন্দু এবং যার এক টুকরো অভিনয়ে নাটকটি যে বাস্তবতার পুরো রূপ ধারণ করতে পেরেছে, তা আর কেউ নয়, বরং আল মনসুর আর তার অনবদ্দ অভিনয়। নাট্যকার, কলাকুশলী সবাইকে ধন্যবাদ সামাজিক প্রেক্ষাপটে সমাজের সঠিক চিত্রটি তুলে ধরার জন্যে।

  • @sokalshondha1145
    @sokalshondha1145 3 ปีที่แล้ว +38

    চশমাটা ভাঙ্গার কারণ, আমি যেন আর পথ চিনে না আসতে পারি। এ কথাটা শুনে আমার চোখ থেকে পানি অঝোরে ঝড়ে পড়ে। সততকে বিসর্জন দিতে পাড়িনা আবার অভাবকেও ভয় পাই। আশ্রয় চাই আল্লাহ তোমার কাছে।

    • @nasrinakhter6656
      @nasrinakhter6656 3 ปีที่แล้ว +1

      আপনি নীলনকশার মাকড়সার জালে আটকা পড়েছেন ওখান থেকে ছুটি আনার ক্ষমতা কারো নাই হাজারটা পড়িও যদি একসঙ্গে আপনাকে টানাটানি করে পারবে না এই পথ বেছে নেয়ার কি খুব প্রয়োজন ছিল

    • @nasrinakhter6656
      @nasrinakhter6656 3 ปีที่แล้ว +1

      আমি আর একটা কোটেশন দিলাম আপনাকে আপনি শুধু দোয়া কইরেন আমার এতিম ছেলেরা যেন কেউ আপনার মতন এরকম পথে না গায় আরে কষ্ট করে হলেও টাকা দিতে পারতাম কিন্তু দিব না আপনি ঐ পথে টাকা নষ্ট করবেন তার থেকে তিন ছেলেরা খেয়ে পড়ে মানুষ হোক

    • @nazrulislam796
      @nazrulislam796 3 ปีที่แล้ว

      @@nasrinakhter6656 U

    • @goutammukherjee7568
      @goutammukherjee7568 2 ปีที่แล้ว

      O

    • @mastakinjamader3487
      @mastakinjamader3487 2 ปีที่แล้ว

      নাটক টি খুবই সুন্দর হয়েছে, অপুর ভুমিকা নায়ক কে অনেক অনেক শুভেচ্ছা ও আমাদের সবার ভালোবাসা রইলো

  • @kanailalacharya8710
    @kanailalacharya8710 4 ปีที่แล้ว +1

    পৃথিবীর তিন ভাগ জল , আর মাত্র এক ভাগ স্থল । যে / যারা ডুবে যেতে চায় না তাকে বাঁচাতে অনুপ্রেরণার জন্য এই নাটকটি সফল। কিন্তু বাস্তব .......আরও কঠিন, হৃদয়হীন যদি ঐ বন্ধুর পথ অতিক্রম করার জন্য উপযুক্ত মানসিকতা না থাকে তবে নাটকটা শুধুই নাটক থাকবে । এটা একজন বা একশো জনের কাজ নয় , বদলাতে হবে অনেক কিছু , প্রথম (নাটকে নির্দেশিত ) মা তার সন্তানের মধ্যে বীজ বপন করলেন আদর্শের । এভাবে চলতে থাকলে তেবে হয়তো আগামী কোনো প্রজন্মে আমরা সফল হতে পারি ।
    আশা করতে দোষ কোথায় ?
    .আমি কোলকাতার দর্শক।

  • @sahedsahedmiah5738
    @sahedsahedmiah5738 2 ปีที่แล้ว

    হে এটাই বাস্তবতার সাতে একদম মিল পৃথিবীতে কউ কারো ভালো চায় না

  • @md.masudhasan9630
    @md.masudhasan9630 7 ปีที่แล้ว +27

    নাটকের শেষ টা খুবই হৃদয় স্পর্শ করে গেল। মা তোমাকে সালাম।
    মিস ইউ মা।

  • @rafiquemurad4682
    @rafiquemurad4682 3 ปีที่แล้ว +1

    আদর্শ মা ছেলে সন্তান কে আদর্শ শিক্ষা দেয়
    আর সেই ছেলে মেয়ে অন্যায় কাজ করে না
    নাটকের শেষ অংশ টা খুব হৃদয় স্পর্শ কাতর

  • @joytvmy4468
    @joytvmy4468 7 ปีที่แล้ว +1

    অনেক শিক্ষার আছে এই নাটকের মধ্যে আমাদের. অসাধারণ ...

  • @mdparvez-kj1wl
    @mdparvez-kj1wl 3 ปีที่แล้ว

    এক কথাই চমৎকার নাটক

  • @mdebrahim4345
    @mdebrahim4345 5 ปีที่แล้ว +4

    অপূর্ব ♥ভাইয়ের ♥নাটক♥ আমার কাছে ♥অনেক ♥ভালো♥ লাগে ধন্যবাদ ♪♪♪♪♪♪♪♪♥অপূর্ব♪♪♪♪♪♪♥ ভাই

  • @anwarulmamoon4299
    @anwarulmamoon4299 7 ปีที่แล้ว +6

    খুব ভালো লেগেছে।অপূর্ব'র অভিনয় চমৎকার।

  • @bollamsayanna7784
    @bollamsayanna7784 5 ปีที่แล้ว +2

    এদরনে নাটক বেশি বেশি দেখতে চাই

  • @raselahr2258
    @raselahr2258 7 ปีที่แล้ว +26

    আমি নিজেকেই এমন নীতিবান হিসেবে গরে তুলবো।সবায় দুয়া করো আমার জন্য।

  • @asimpappo3654
    @asimpappo3654 5 ปีที่แล้ว +8

    একজন স্ত্রী পারে তার স্বামীকে সঠিক পথে আনার জন্য,,,,

  • @annazmussakibsakib6306
    @annazmussakibsakib6306 2 ปีที่แล้ว +2

    সত্যি সততা বিসজন দিয়ে অন্যায় কিছু করে জীবনে কিছু করা যায় না।

  • @hdhhdhdh7138
    @hdhhdhdh7138 5 ปีที่แล้ว +1

    সততার আর এক নাম সুন্দর একটি জীবন,অনেক কষ্টেই মা শসমা ভাংলো ---।

  • @saarup6439
    @saarup6439 7 ปีที่แล้ว +1

    খুব ভাল লাগলো
    এমন মা সব ঘরে থাকা উচিৎ

  • @saryabratasarkar816
    @saryabratasarkar816 ปีที่แล้ว

    What a story line..... Cinematic protein.... visual quality. Just incredible.

  • @infoviewsbd
    @infoviewsbd 7 ปีที่แล้ว +2

    এই নাটকটা অসাধারন ছিল।

  • @rayhanmahmud6301
    @rayhanmahmud6301 6 ปีที่แล้ว +2

    অনেক দুঃখু নাটক বালো লাগলো

  • @shawonbhuiyan4260
    @shawonbhuiyan4260 7 ปีที่แล้ว +2

    অপূর্ব মানেই অন্যরকম কিছু।

  • @HasanAli-ol5xc
    @HasanAli-ol5xc 7 ปีที่แล้ว +6

    অনেক সুন্দর একটি নাটক

  • @LilZeeGaming
    @LilZeeGaming 7 ปีที่แล้ว +3

    ferdous hasan's drama alwayz rock...

  • @udaychaudhury4881
    @udaychaudhury4881 3 ปีที่แล้ว +1

    Excellent story and excellent acting by Apurba.
    Keep it up.

  • @birajitdasnaskar1601
    @birajitdasnaskar1601 3 ปีที่แล้ว

    Banagali ai Rokom ei Thakuk. Khub Sundar ekta upothapona.

  • @mazharulislam4240
    @mazharulislam4240 7 ปีที่แล้ว +1

    চোখে পানি চলে আসলো,, Last moment a...!!!

  • @aminulislamfoysal5538
    @aminulislamfoysal5538 2 ปีที่แล้ว +6

    সত্যি অসাধারণ শিক্ষনীয় নাটক ❤️

  • @tipudhar2985
    @tipudhar2985 ปีที่แล้ว

    সামাজিক শিক্ষা মূলক সিনেমা । I love it

  • @Nazrulislam-bk1tk
    @Nazrulislam-bk1tk 7 ปีที่แล้ว +8

    এক কথায় অসাধারন নাটক

    • @nizamulkarim5051
      @nizamulkarim5051 7 ปีที่แล้ว +1

      nazrul islam www

    • @gaster1487
      @gaster1487 7 ปีที่แล้ว

      nazrul islam bbanglansatok

    • @mdjohir2198
      @mdjohir2198 7 ปีที่แล้ว +1

      nazrul islam thanks

  • @mominuzzamanmandal6774
    @mominuzzamanmandal6774 6 ปีที่แล้ว +2

    মনে হল যেন নাটক টা শেষ হলোনা, আরেকটু থাকলে ভালো লাগতো

  • @samfahad8369
    @samfahad8369 2 ปีที่แล้ว

    এ নীতি মেনে জীবনে অনেক অনেক কষ্ট করছি তবুও প্রাণে ছন্দ পাই , হে বিধাতা যেন আপোষ না করি কুনীতিতে, সহনশীলতায় শক্তি দাও, পাশে থাকো, আমীন

  • @abdurrahimlaskar7842
    @abdurrahimlaskar7842 3 ปีที่แล้ว

    উপর আল্লাহর উপর ভরশা করলে
    তিনি সঠিক পথ দেখাবেন ইনশাল্লাহ।