আমার আগের comments এ আমি বলেছি ,FCR of broiler farming হিসাব করাটা mathematically ঠিক আছে ।কিন্তু technically বা পদ্ধতিগত একটু ত্রুটি আছে ।সেটা ব্যাখ্যা করছি।যে কোনো ব্রয়লার ফার্ম এর farming কোয়ালিটি বা ব্যাবসার স্ট্যাটাস বোঝার জন্য কিছু mathematical model বা টুলস বা পদ্ধতি আছে।সেরকমই একটি হলো FCR= feed convertion efficiency বা ratio । F C R formula = total feed consumed by a flock / weight gain of the flock(final weight - initial weight) ;;;; একটা ব্যাচ ব্রয়লার বিক্রি কমপ্লিট হওয়া পর্যন্ত যত খাদ্য খেয়েছে তার পরিমান নিতে হবে।টোটাল যত কিলো বডি ওয়েট পেয়েছেন বা বিক্রি করেছেন সেই পরিমান থেকে পাখির প্রাথমিক বা starting weight হিসাব করে বাদ দিতে হবে। এবার মোট খাদ্যের ওজনকে ব্যাচ এর প্রাথমিক ওজন বাদ দেওয়া ওজন দিয়ে ভাগ দিলে যা পাবেন সেটাই flock বা ব্যাচ এর FCR ।। উদাহরণস্বরূপ > ১০০০ ব্রয়লার পাখি ১৮৫০ কিলো খাদ্য খেয়ে ১২০০ কিলো বডি ওজন দিয়েছে ,বিক্রির সময় পাখির সংখ্যা ছিল ৮৪০ টি।১৬০ টি মারা গেছে।এখন ১২০০ কিলো থেকে পাখির starting weight বাদ দিতে হবে । ধরি, A grade একটা ব্রয়লার chicks গড় ওজন ৪২ গ্রাম ,অতএব ৮৪০ ×৪২=৩৫২৮০ গ্রাম বা ৩৫ কিলো ২৮০গ্রাম ;;; এখন ১২০০ কেজি - ৩৫.২৮০ কেজি =১১৬৪কিলো ৭২০ গ্রাম bodyweight বৃদ্ধি পেয়েছে।এবার ফার্মের পাখির FCR =১৮৫০ কেজি ÷ ১১৬৪.৭২কেজি =১.৫৮৮ কেজি ::: অর্থাৎ ১কিলো bodyweight বৃদ্ধি পেতে ১কিলো ৫৮৮ গ্রাম খাদ্য খরচ হয়েছে বা লেগেছে অর্থাৎ ১ ব্যাগ খাবার (৫ ০ কেজি) খাবার খাইয়ে ৫০ kg÷১.৫৮৮ কেজি= ৩১.৪৮৬ কেজি মাংস উৎপাদন করেছেন।এইভাবে আপনি একটি bird বা broiler এর FCR ও বার করতে পারবেন।আশা করি আপনাকে বোঝাতে পেরেছি।
Mr, tardar আপনার FCR এর উপর করা ভিডিওটা সুন্দর হয়েছে।চার্ট যেটা আপনি দেখিয়েছেন সেটা একেকটা কোম্পানির বা একেকটা জাতের ব্রয়লার বা layer স্ট্রেন এর একেক রকম হয়।সময় সময়ে কোম্পানি গুলো এই চার্টগুলো জেনেটিক মডিফিকেশন অনুযায়ী আপডেট করে দেয়। cobb ross havard Arbor ইত্যাদি অথবা Babcockhylinelohmanbovan ইত্যাদি প্রত্যেকের জন্যই এটা করা হয়। তবে আপনারটাও ঠিক আছে।ওই গ্রোথ চার্ট এর ব্রয়লার chicks ও বাজারে পাওয়া যায়।আপনি কিছু মনে করবেন না, আপনি যেভাবে FCR বার করেছেন ,ঠিক আছে কিন্তু তাতে একটু পদ্ধতিগত ভুল আছে।সেটাকে সংশোধন করে আর একটা নতুন ভিডিও দিন তাহলে অনেকে শিখতে পারবে। আশা করি অনুরোধটা রাখবেন।ভগবান আপনার সহায় হোন।
আপনার পরামর্শে অনেক অজানা তথ্য জানতে পারি। শেখার আগ্রহ জাগে। সরকারি কোনো উদ্দগে ফার্মার দের সচেতন এবং শিক্ষামূলখ বিষয় গুলো গাইড করলে প্রান্তিক খামারিদের অনেক সুবিধা হবে। আমি থিওরি গুলো শেখার চেষ্টা করছি।
আলাদা ভাবে ক্রয়লার মুরগির পথম দিন থেকে বিক্রি পযর্ন্ত fcr হিসাবের ডেডিকেটেড ভিডিও পাবেন কিন্তু দুই এক দিন সময় দিতে হবে। বতর্মানে আমার বাড়ির একজন মারা গেছে একটু সমস্যার মধ্যে আছি। ধন্যবাদ।
সময় মতো উত্তর না দেওয়ার জন্য দু:খিত। প্রথমত ইলেকট্রল জল খাওয়াতে হবে। এবং রোগের ধরন অনুযায়ী চিকিৎসা করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি মুরগির বয়স ওজন এবং লক্ষন গুলো বলতেন তাহলে ঔষধ বলা সুবিধা হয়। কারন না দেখা ভুল ঔষধ খাওয়া পড়লে হিতে বিপরীত হতে পারে।
আমার আগের comments এ আমি বলেছি ,FCR of broiler farming হিসাব করাটা mathematically ঠিক আছে ।কিন্তু technically বা পদ্ধতিগত একটু ত্রুটি আছে ।সেটা ব্যাখ্যা করছি।যে কোনো ব্রয়লার ফার্ম এর farming কোয়ালিটি বা ব্যাবসার স্ট্যাটাস বোঝার জন্য কিছু mathematical model বা টুলস বা পদ্ধতি আছে।সেরকমই একটি হলো FCR= feed convertion efficiency বা ratio । F C R formula = total feed consumed by a flock / weight gain of the flock(final weight - initial weight) ;;;; একটা ব্যাচ ব্রয়লার বিক্রি কমপ্লিট হওয়া পর্যন্ত যত খাদ্য খেয়েছে তার পরিমান নিতে হবে।টোটাল যত কিলো বডি ওয়েট পেয়েছেন বা বিক্রি করেছেন সেই পরিমান থেকে পাখির প্রাথমিক বা starting weight হিসাব করে বাদ দিতে হবে। এবার মোট খাদ্যের ওজনকে ব্যাচ এর প্রাথমিক ওজন বাদ দেওয়া ওজন দিয়ে ভাগ দিলে যা পাবেন সেটাই flock বা ব্যাচ এর FCR ।। উদাহরণস্বরূপ > ১০০০ ব্রয়লার পাখি ১৮৫০ কিলো খাদ্য খেয়ে ১২০০ কিলো বডি ওজন দিয়েছে ,বিক্রির সময় পাখির সংখ্যা ছিল ৮৪০ টি।১৬০ টি মারা গেছে।এখন ১২০০ কিলো থেকে পাখির starting weight বাদ দিতে হবে । ধরি, A grade একটা ব্রয়লার chicks গড় ওজন ৪২ গ্রাম ,অতএব ৮৪০ ×৪২=৩৫২৮০ গ্রাম বা ৩৫ কিলো ২৮০গ্রাম ;;; এখন ১২০০ কেজি - ৩৫.২৮০ কেজি =১১৬৪কিলো ৭২০ গ্রাম bodyweight বৃদ্ধি পেয়েছে।এবার ফার্মের পাখির FCR =১৮৫০ কেজি ÷ ১১৬৪.৭২কেজি =১.৫৮৮ কেজি ::: অর্থাৎ ১কিলো bodyweight বৃদ্ধি পেতে ১কিলো ৫৮৮ গ্রাম খাদ্য খরচ হয়েছে বা লেগেছে অর্থাৎ ১ ব্যাগ খাবার (৫ ০ কেজি) খাবার খাইয়ে ৫০ kg÷১.৫৮৮ কেজি= ৩১.৪৮৬ কেজি মাংস উৎপাদন করেছেন।এইভাবে আপনি একটি bird বা broiler এর FCR ও বার করতে পারবেন।আশা করি আপনাকে বোঝাতে পেরেছি।
Mr, tardar আপনার FCR এর উপর করা ভিডিওটা সুন্দর হয়েছে।চার্ট যেটা আপনি দেখিয়েছেন সেটা একেকটা কোম্পানির বা একেকটা জাতের ব্রয়লার বা layer স্ট্রেন এর একেক রকম হয়।সময় সময়ে কোম্পানি গুলো এই চার্টগুলো জেনেটিক মডিফিকেশন অনুযায়ী আপডেট করে দেয়। cobb ross havard Arbor ইত্যাদি অথবা Babcockhylinelohmanbovan ইত্যাদি প্রত্যেকের জন্যই এটা করা হয়। তবে আপনারটাও ঠিক আছে।ওই গ্রোথ চার্ট এর ব্রয়লার chicks ও বাজারে পাওয়া যায়।আপনি কিছু মনে করবেন না, আপনি যেভাবে FCR বার করেছেন ,ঠিক আছে কিন্তু তাতে একটু পদ্ধতিগত ভুল আছে।সেটাকে সংশোধন করে আর একটা নতুন ভিডিও দিন তাহলে অনেকে শিখতে পারবে। আশা করি অনুরোধটা রাখবেন।ভগবান আপনার সহায় হোন।
আপনার পরামর্শে অনেক অজানা তথ্য জানতে পারি। শেখার আগ্রহ জাগে। সরকারি কোনো উদ্দগে ফার্মার দের সচেতন এবং শিক্ষামূলখ বিষয় গুলো গাইড করলে প্রান্তিক খামারিদের অনেক সুবিধা হবে। আমি থিওরি গুলো শেখার চেষ্টা করছি।
বুঝলাম। 👍
সোনালী হাইব্রিড মুরগির কিরকম লাইটিং ব্যবস্থা হবে এই নিয়ে একটা ভিডিও দেন
Sorry for no reply. আমি সুন্দরবন ভ্রমণে গিয়েছিলাম তার জন্য রিপ্লাই দিতে পারিনি। অবশ্যই খুব তাড়াতাড়ি এই বিষয়ে ভিডিও আনবো।
Sir FFG FCR করলে খুব উপকার হয়
আলাদা ভাবে ক্রয়লার মুরগির পথম দিন থেকে বিক্রি পযর্ন্ত fcr হিসাবের ডেডিকেটেড ভিডিও পাবেন কিন্তু দুই এক দিন সময় দিতে হবে। বতর্মানে আমার বাড়ির একজন মারা গেছে একটু সমস্যার মধ্যে আছি। ধন্যবাদ।
@@TARDARCHICKSHOUSE ok Sir
Originally z+ Sonali hybrid Chicks khotai pabo
দাদা মুরগি চুন পাইখানা করছে কি অসুদ খায়াবো
সময় মতো উত্তর না দেওয়ার জন্য দু:খিত। প্রথমত ইলেকট্রল জল খাওয়াতে হবে। এবং রোগের ধরন অনুযায়ী চিকিৎসা করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি মুরগির বয়স ওজন এবং লক্ষন গুলো বলতেন তাহলে ঔষধ বলা সুবিধা হয়। কারন না দেখা ভুল ঔষধ খাওয়া পড়লে হিতে বিপরীত হতে পারে।
@@TARDARCHICKSHOUSE ধন্যবাদ