সব ব্যবস্থাই আছে। উনি সারাদেশেই কুরিয়ারে মাধ্যমে মধু সরবরাহ করে থাকেন। আমি নিজে খেয়ে দেখেছি। আমার কাছে খাঁটি মনে হয়েছে। স্বাদ ও ভালো। সেদিন আমি নিজেও ২ কেজি নিয়েছিলাম। আগামীকাল আরো ৩/৪ কেজি আনতে যাবো
মধু বেশি ক্যাপিং করা থাকবে সেই মধুর গুনা গুন বেশি থাকবে কমপক্ষে 80 শতাংশ ক্যাপিং করা লাগবে তবে সেটা গুনাগুন বেশি হবে খাটির এবং গুনাগুন এর মধ্যে পার্থক্য আছে ভাই আপনি হয়তো বুঝেন না কিন্তু আমিতো মৌমাছি পালি আমি সে বিষয়ে বুঝি
এটা কোন জায়গায়
পুড়াখালী, অভয়নগর, যশোর।
ভাইয়া ওনার মধু গুলো ক্যাপিং করা নয় তার তো গুনা গুনা ভালো হবে না
সব ব্যবস্থাই আছে। উনি সারাদেশেই কুরিয়ারে মাধ্যমে মধু সরবরাহ করে থাকেন।
আমি নিজে খেয়ে দেখেছি। আমার কাছে খাঁটি মনে হয়েছে। স্বাদ ও ভালো। সেদিন আমি নিজেও ২ কেজি নিয়েছিলাম। আগামীকাল আরো ৩/৪ কেজি আনতে যাবো
মধু বেশি ক্যাপিং করা থাকবে সেই মধুর গুনা গুন বেশি থাকবে কমপক্ষে 80 শতাংশ ক্যাপিং করা লাগবে তবে সেটা গুনাগুন বেশি হবে খাটির এবং গুনাগুন এর মধ্যে পার্থক্য আছে ভাই আপনি হয়তো বুঝেন না কিন্তু আমিতো মৌমাছি পালি আমি সে বিষয়ে বুঝি
আপনার জন্য ভালো হবে ক্যাপিং করা মধু নেওয়া
আমি যে মধু কিনেছি এই গুলো ক্যাপিং না থাকার কারণ কি?? বলতে পারবেন?? মধু ক্যাপিং বিষয় টা আমার আগে জানা ছিল না
ক্যাপিং করা মধুর দাম কি বেশি হয়??
চাষী নাম্বার
আলহাজ্ব মো: শামীমুল আক্তার- 01712001328