নিজের জন্মদিন কিভাবে সেলিব্রেট করে অরিজিৎ ? তার সাক্ষী অভিনেতা ঋষভ || Rishav Basu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #cinechokkor #Entertainment #Gossip #viral
    নিজের জন্মদিন কিভাবে সেলিব্রেট করে অরিজিৎ ? তার সাক্ষী অভিনেতা ঋষভ || Rishav Basu Exclusive Interview
    #bollywood #singer #arijitsingh #rishavbasu
    ARIJIT SINGH || Rishav Basu
    -------------------------------
    info :
    Arijit Singh (born 25 April 1987) is an Indian playback singer and music composer. The recipient of several accolades including a National Film Award and seven Filmfare Awards, he has recorded songs in several Indian languages.
    Singh began his career when he participated in the contemporary reality show, Fame Gurukul in 2005, but did not receive widespread recognition until the release of "Tum Hi Ho" and "Chahun Main Ya Naa" in 2013. He was declared the most-streamed Indian artist of 2020, 2021 and 2022 by Spotify. He is the 3rd most followed artist globally and the most followed Asian on Spotify.
    *Information source: Wikipedia
    ..........
    তথ্য:
    অরিজিৎ সিং (জন্ম: ২৫ এপ্রিল ১৯৮৭) হলেন একজন বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি প্রশংসার প্রাপক, তিনি বেশ কয়েকটি ভারতীয় ভাষায় গান রেকর্ড করেছেন। তিনি তার নম্র ব্যক্তিত্ব এবং সরল জীবনযাপনের জন্যও পরিচিত।[১][২][৩]
    তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন। অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানের জগতের সম্যক জনপ্রিয়। টলিউড বাংলা ছবিতে তাঁর গাওয়া অসংখ্য হিট গান রয়েছে। সঙ্গীত প্রোগ্রামার হিসেবে সঙ্গীত-জগতে তিনি তাঁর যাত্রা শুরু করেন। এরপর তিনি বেশ কয়েকজন খ্যাতনামা সঙ্গীত পরিচালক, যেমন: মিথুন শর্মা, বিশাল-শেখর এবং প্রীতমের সহযোগী হিসেবে কাজ করেন। বলিউডে তাঁর গাওয়া প্রথম গান ছিল মিথুনের সঙ্গীত পরিচালনায় মার্ডার ২ মুভির ফির মহব্বত গানটি। গানটি সে সময় মোটামুটি ভালই জনপ্রিয়তা লাভ করে। তবে, ২০১৩ সালে মুকেশ ভাটের প্রযোজিত ছবি আশিকি ২-তে কয়েকটি গানে কন্ঠ দেওয়ার পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।
    বিশেষত ওই ছবিতে তুম হি হো গানটি গাওয়ার পর তিনি সঙ্গীতপ্রেমীদের আইকন হয়ে ওঠেন। এটা তাকে তারকাখ্যাতি এনে দেয়। গানটির জন্য তিনি ৫৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এ সেরা পুরুষ গায়কের পুরস্কার অর্জন করেন। ২০১৪ সালে তিনি জিৎ গাঙ্গুলীর সুুর ও কমপোজ করা মুসকুরানে গানটি গান। এই গানের জন্য সে বছর তিনি সবচেয়ে বেশি নমিনেশন পান। ২০১৬ সালে তিনি সুরাজ ডুবা হ্যায় গানের জন্য ও ২০১৭ সালে এ দিল হ্যায় মুশকিল গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এ ভাবে ধীরে ধীরে তিনি সঙ্গীত জগতে নিজের এক আলাদা অবস্থান নিশ্চিত করেন।
    *তথ্য সূত্র : উইকিপিডিয়া
    -------------------------------
    Description
    ----------------
    This Channel is the Based on Entertainment News, Interview, Gossip, Bengali television drama set visit and related info . The uploaded all contents are Made by our own team. Also Sometimes We are using some Third-Party materials where we have the specific authorization and permission to use this on TH-cam.

ความคิดเห็น • 45