রাসুলুল্লাহ সাঃ এর প্রতি ভালোবাসা।। শায়েখ মুফতী জসিম উদ্দিন রাহমানির (হাফিজাহুল্লা)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 51

  • @ruhulamin-huzifa
    @ruhulamin-huzifa ปีที่แล้ว +12

    হে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি কোরআনের পাখিটা আবারো আমাদের মাঝে দেখতে চাই

  • @RiyaMoni-zt2oz
    @RiyaMoni-zt2oz 10 หลายเดือนก่อน +5

    ❤❤ আমি আপনাকে ভালোবাসি শুধু আল্লাহ তায়ালার জন্য

  • @মাসুদমধু
    @মাসুদমধু ปีที่แล้ว +7

    আমার জন্য ভালো একজন মুসলিম আলেম ভাই 🌹🌹🌹🌹

  • @md.mirazislamictv5336
    @md.mirazislamictv5336 ปีที่แล้ว +19

    লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ তুমি মুফতি জসিম উদ্দিন রহমানিকে মুক্ত করে দেওয়া আমিন

    • @attibiyyan
      @attibiyyan  ปีที่แล้ว +1

      জাজাকাল্লাহ খায়ের ভাই ❤️

    • @Abu_rushd-sh1ej
      @Abu_rushd-sh1ej ปีที่แล้ว

      প্রশ্নঃ hinduttobadi Ihudibadi Mafia Votedakat Awami Hasina kaferder birodhye জিহাদ না করলে কি ক্ষতি হবে?
      উত্তরঃ awami kaferder birodhye জিহাদ না করলে ব্যক্তিগত এবং জাতীয়ভাবে ভয়ংকর পরিণতির সম্মুখীন হতে হবে। এর শাস্তি ভােগ করতে হবে দুনিয়া এবং আখিরাতের উভয় জগতে। ব্যক্তিগত ক্ষতি হলাে, আমরা দুনিয়ার পরবর্তী যে জীবন, সে জীবনে সকলে জান্নাত লাভের আশা করি, কিন্তু জিহাদ না করলে পরকালে জান্নাত পাওয়া যাবে না।
      আল্লাহ তা'আলা বলেন-
      أَم حَسِبتُم أَن تَدخُلُوا الجَنَّةَ وَلَمّا يَعلَمِ اللَّهُ الَّذينَ جٰهَدوا مِنكُم وَيَعلَمَ الصّٰبِرينَ
      অর্থঃ তােমরা কি ধারণা করেছাে সােজা জান্নাতে চলে যাবে অথচ দেখে নেয়া হবে না, তােমাদের মধ্যে কে জিহাদকারী আর কে জিহাদে ধৈৰ্য্য ধারণকারী।
      (সূরা আল ইমরান ৩ঃ ১৪২)
      عن أبی ھریرة قال قال رسول الله صلی الله علیه وسلم من مات ولم یغز ولم یحدث به نفسه مات علی شعبة من نفاق
      অর্থঃ আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃ) বলেন, “যে মুসলিম জীবনে কোন গাজওয়া (দ্বীন প্রতিষ্ঠার জিহাদ) করল না কিংবা গাজওয়া করার কোন দৃঢ় সংকল্পও করল না, এ অবস্থায় মারা গেলে, সে মুনাফিক অবস্থায় মারা গেল।
      আমরা সকলেই জানি যে, মুনাফিকের স্থান চিরস্থায়ী জাহান্নাম।
      অন্য একটি হাদীসে বর্ণিত হয়েছে যে, রসূলুল্লাহ সাঃ বলেন:
      من لم یغز أو یجھز غازیا أو یخلف غازیا فی أھله بجیر أصابه الله بقارعة قبل یوم القیامة
      অর্থঃ যে মুসলমান তার জীবনে কখনাে কোন জিহাদে অংশ নেয়নি, না কোন মুজাহিদের জন্য জিহাদের সরঞ্জাম যােগাড় করে দিয়েছে আর না কোন মুজাহিদ পরিবারে সহযােগিতা করেছে। কিয়ামতের পূর্বে আল্লাহ তাকে এক ভীষণ বিপদে নিপতিত করবেন।
      (সুনানে আবু দাউদ, কিতাবুল জিহাদ, ইফাবা হাঃ ২৪৯৫)
      এতাে গেল ব্যক্তিগতভাবে জিহাদ না করার দুনিয়া ও আখিরাতের শাস্তির কথা। এবার দেখা যাক, জিহাদ না করলে জাতীয়ভাবে দুনিয়া ও আখিরাতে কি শাস্তির ব্যবস্থা রয়েছে।
      এ সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন-
      يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا ما لَكُم إِذا قيلَ لَكُمُ انفِروا فى سَبيلِ اللَّهِ اثّاقَلتُم إِلَى الأَرضِ ۚ أَرَضيتُم بِالحَيوٰةِ الدُّنيا مِنَ الءاخِرَةِ ۚ فَما مَتٰعُ الحَيوٰةِ الدُّنيا فِى الءاخِرَةِ إِلّا قَليلٌ
      অর্থঃ হে ঈমানদারগণ! তােমাদের কি হলাে, তােমাদের যখন অভিযানে বের হতে বলা হয়, তখন তােমরা মাটি আঁকড়ে ধর। তােমরা কি আখিরাতের তুলনায় পার্থিব জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? আখেরাতের তুলনায় পার্থিব জীবন কত নিকৃষ্ট?
      (সূরা তাওবাহ্ ৯ ঃ ৩৮)
      এখানে ঈমানদারদের সম্বােধন করে বলা হয়েছে যে, তােমাদের যখন অভিযানে বের হতে বলা হয় অর্থাৎ অভিযান করা, জিহাদ করা তােমাদের প্রয়ােজন হয়, ফরজ হয়ে যায়, তখন তােমরা কেন মাটি আঁকড়ে ধর? মাটি আঁকড়ে ধরার অর্থ হলাে দুনিয়া নিয়ে
      ব্যস্ত থাকা, ঘর-বাড়ি, ধন-সম্পদ, আত্মীয় স্বজন, ব্যবসা-বাণিজ্য প্রভৃতি নিয়ে ব্যস্ত থাকা, জিহাদে বের না হওয়ার পথে এগুলাে বাঁধা হয়ে যাওয়া। ঈমানদাররা যদি এ
      উপকরণ গুলাে নিয়েই সন্তুষ্ট থাকে তবে তার জন্য আল্লাহ তা'আলা শাস্তির ঘােষণা দিয়েছেন-
      إِلّا تَنفِروا يُعَذِّبكُم عَذابًا أَليمًا وَيَستَبدِل قَومًا غَيرَكُم وَلا تَضُرّوهُ شَيـًٔا ۗ وَاللَّهُ عَلىٰ كُلِّ شَيءٍ قَديرٌ

    • @Abu_rushd-sh1ej
      @Abu_rushd-sh1ej ปีที่แล้ว

      #জিহাদ_সংক্রান্ত_কিছু_খোঁড়া_যুক্তির_দাঁতভাঙা_জবাব:
      ১. আজকে আপনি জিহাদের কথা বললে কালকেই আপনাকে জেলে নেওয়া হবে।
      ২. বর্তমান সময়ে জিহাদ সম্ভব না, আর আপনি কার সাথে জিহাদ করবেন?
      ৩. জিহাদ করতে গেলে প্রশিক্ষণ ও অস্ত্রসস্ত্র লাগবে।আমাদের তো এসব কিছুই নেই, কী দিয়ে জিহাদ করা হবে?
      এসব বক্তব্য অনেকের, বহু আলিমেরও।কুফরি তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে বললে, নববী মানহাজে দ্বীন কায়েমের কথা বললে এই কথাগুলো আমাদের শুনতে হয়।এমন এমন মানুষ এসব কথা বলে, যাদের থেকে কখনোই এসব কথা আশা করি না।এসব কথা বলার একমাত্র কারণ হলো দুনিয়ার লোভ ও মৃত্যুর ভয়।আল্লাহ তা’আলা হিফাযত করুন, আমীন।
      ১. সমাধান: জিহাদের কথা বললে শুধু আজকে না সর্বকালেই জুলুমের শিকার হতে হতো।আর জুলুম থেকে নিজেদের আত্মরক্ষা জন্যই জিহাদকে ফরয করা হয়েছিল।আল্লাহ তা’আলা বলেন,
      أُذِنَ لِلَّذِينَ يُقَٰتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا۟ وَإِنَّ ٱللَّهَ عَلَىٰ نَصْرِهِمْ لَقَدِيرٌ.
      যুদ্ধের অনুমতি দেয়া হল তাদেরকে, যাদেরকে আক্রমণ করা হচ্ছে।কারণ তাদের ওপর নির্যাতন করা হয়েছে।নিশ্চয় আল্লাহ তা’আলা তাদেরকে বিজয় দানে সক্ষম।-সূরা হাজ্ব, আয়াত: ৩৯।
      রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
      والجِهادُ ماضٍ مُذْ بعثَنيَ اللَّهُ إلى أن يقاتِلَ آخرُ أمَّتيَ الدَّجّالَ لا يُبطلُه جَورُ جائرٍ ولا عَدلُ عادلٍ.
      আমাকে পাঠানোর সময় থেকে আমার উম্মাতের শেষ ব্যক্তি দাজ্জালকে হত্যা করা পর্যন্ত জিহাদের চলমান থাকবে।কোনও জালিমের জুলুম ও ন্যায়পরায়ণের ন্যায় তা বাতিল করতে পারবে না।
      জিহাদের কথা বললে জেল-জুলুম, জরিমানা, দেশান্তর হওয়া লাগবে, এটাই স্বাভাবিক।তবুও তা চালিয়ে যেতে হবে।সবকিছু থেকে আল্লাহ, আল্লাহর রাসূল ও জিহাদকে বেশি ভালোবাসতে হবে।আল্লাহ তা’আলা বলেন,
      قُلْ إِن كَانَ ءَابَآؤُكُمْ وَأَبْنَآؤُكُمْ وَإِخْوَٰنُكُمْ وَأَزْوَٰجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَٰلٌ ٱقْتَرَفْتُمُوهَا وَتِجَٰرَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَٰكِنُ تَرْضَوْنَهَآ أَحَبَّ إِلَيْكُم مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ وَجِهَادٍ فِى سَبِيلِهِۦ فَتَرَبَّصُوا۟ حَتَّىٰ يَأْتِىَ ٱللَّهُ بِأَمْرِهِۦ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِين.
      হে নবী আপনি বলুন, ‘তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ- যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা- যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছো এবং সে বাসস্থান, যা তোমরা পছন্দ করছ, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা কর আল্লাহ তাঁর নির্দেশ নিয়ে আসা পর্যন্ত’। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত করেন না।-সূরা তাওবা, আয়াত: ২৪।
      ২. সমাধান: বর্তমান সময়ে জিহাদ সম্ভব না।নায়ূযুবিল্লাহ।জিহাদ ইসলামের একটি ফরয বিধান, যা কিয়ামত পর্যন্ত বলবৎ।আর আল্লাহ তা’আলা মানুষের ওপর সাধ্যের বাইরে কোনও বিধান কখনোই চাপিয়ে দেননা।আল্লাহ তা'আলা বলেন,
      لا يكلف الله نفسا إلا وسعها
      আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কোনও কিছু চাপিয়ে দেননা।
      অন্যত্র আল্লাহ তা’আলা আরও পরিস্কার বলে দিয়েছেন-
      وَجَٰهِدُوا۟ فِى ٱللَّهِ حَقَّ جِهَادِهِۦ هُوَ ٱجْتَبَىٰكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِى ٱلدِّينِ مِنْ حَرَجٍ مِّلَّةَ أَبِيكُمْ إِبْرَٰهِيمَ هُوَ سَمَّىٰكُمُ ٱلْمُسْلِمِينَ مِن قَبْلُ وَفِى هَٰذَا لِيَكُونَ ٱلرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وَتَكُونُوا۟ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَٱعْتَصِمُوا۟ بِٱللَّهِ هُوَ مَوْلَىٰكُمْ فَنِعْمَ ٱلْمَوْلَىٰ وَنِعْمَ ٱلنَّصِيرُ
      আর তোমরা আল্লাহর পথে জিহাদ কর যেভাবে জিহাদ করা উচিৎ। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। দীনের ব্যাপারে তিনি তোমাদের উপর কোন কঠোরতা আরোপ করেননি। এটা তোমাদের পিতা ইবরাহীমের দীন। তিনিই তোমাদের নাম রেখেছেন ‘মুসলিম’ পূর্বে এবং এ কিতাবেও। যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী হয় আর তোমরা মানুষের জন্য সাক্ষী হও। অতএব তোমরা সালাত কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে মজবুতভাবে ধর। তিনিই তোমাদের অভিভাবক। আর তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী!-সূরা সূরা হাজ্ব, আয়াত: ৭৮।
      সুতরাং বর্তমান সময়ে জিহাদ সম্ভব না বলা সঙ্গত ও সমীচীন না; বরং নিজেদের ভিতরে লুক্কায়িত নিফাকের জানান দেওয়া।নিজেদের কাপুরুষতা প্রকাশ করা।
      আমরা কার সাথে জিহাদ করবো? এটা পাগলের প্রশ্ন।আকীদার মিসকিনদের প্রশ্ন।দ্বীনের ব্যাপারে নিরেট মুর্খতার পরিচায়ক প্রশ্ন।আল-ওয়ালা ওয়াল-বারা সম্পর্কে উদাসীন ব্যক্তির প্রশ্ন।আল্লাহ তাদের হুঁশ ফিরিয়ে দিন, আমীন।
      যারা আপনাকে জিহাদের কথা বললে জেলে নেয়, নির্যাতন করে, দেশান্তর করে, ইসলামের বিধিবিধান পালনে বাধা দেয়, আল্লাহ তা’আলার করা হারামকে হালাল আর হালালকে হারাম সাব্যস্ত করে, আমরা তাদের সাথে জিহাদ করবো।এটাই রবের পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ।

    • @Abu_rushd-sh1ej
      @Abu_rushd-sh1ej ปีที่แล้ว

      আল্লাহ রাব্বুল আলামীন বলেনঃ
      وَلَوْ أَرَادُوا الْخُرُوجَ لَأَعَدُّوا لَهُ عُدَّةً وَلَكِنْ كَرِهَ اللَّهُ انْبِعَاثَهُمْ فَثَبَّطَهُمْ وَقِيلَ اقْعُدُوا مَعَ الْقَاعِدِينَ
      “যদি সত্যিই জিহাদে যাওয়ার ব্যাপারে তাদের দৃঢ় সংকল্প থাকতো তাহলে অবশ্যই তারা যুদ্ধের জন্য কিছু সরঞ্জাম প্রস্তুত করতো, কিন্তু তাদের অভিযাত্রা আল্লাহর মনঃপুত ছিল না, তাই তাদের নিবৃত্ত রাখলেন এবং আদেশ হলো ঘরে বসা লোকদের মত তোমরা বসে থাকো।” (সূরা তওবা, আয়াতঃ ৪৬)
      জেনে রাখুন, জিহাদ যেভাবে ফরজ, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণও সেভাবে স্বতন্ত্র আরেকটি ফরজ। মুজাহিদিনের সাথে শামিল হতে না পারার কারণে আপনি সরাসরি ক্বিতালে শরীক হতে না পারলেও, জিহাদের প্রস্তুতি গ্রহণ না করার ক্ষেত্রে কোন অজুহাত কাজে আসবে না।
      জিহাদের প্রস্তুতির ক্ষেত্রে নীচের বিষয়গুলো লক্ষ্য রাখুনঃ
      - আল্লাহর পথে জিহাদের জন্য নিজেকে শারিরীক ও মানসিকভাবে প্রস্তুত করুন। কঠিন পরিস্থিতিতে দীর্ঘদিন থাকার অভ্যাস করুন। আরাম-আয়েশের জীবন পরিত্যাগ করুন। নিজ পরিবার-আত্মীয়-স্বজনদের কাছ থেকে মাঝে মাঝে দূরে থাকার অভ্যাস গড়ে তুলুন। ঘরকুনো মনোভাব ত্যাগ করে মাঝে মাঝে একা কয়েকদিন দূরের পথ সফর করুন। নিজেদের কুরবানীর পশু নিজে জবাই করুন। কঠিন ও পরিশ্রমের কাজ করুন। মাঝে মাঝে পায়ে হেটে দীর্ঘ পথ ভ্রমণ করুন, ক্যাম্পিং করুন। নিজেকে কষ্টসহিষ্ণুতার শিক্ষা দিন। নিজের কাজ নিজে করতে শিখুন। যেমনঃ রান্না করা, কাপড়-চোপড় ধোয়া, ঘর মোছা, টয়লেট পরিস্কার ইত্যাদি।
      - নিজেকে আনসার হিসেবে গড়ে তুলুন। নিজের বাসায় একটি রুম মুজাহিদ ভাইদের জন্য বরাদ্ধ রাখুন। দুই-তিন জন মুজাহিদ ভাই যাতে দীর্ঘদিন আপনার বাসায় আশ্রয় নিয়ে থাকতে পারেন, এ রকম ব্যবস্থা রাখুন।
      - উলামায়ে রব্বানীদের সাথে থাকুন। উলামায়ে ছু’দেরকে পরিহার করুন। উলামায়ে হক্ব তো তারাই যারা আম্বিয়াগণের (আঃ) যোগ্য উত্তরসূরী হিসেবে জনগণকে কুফরের দিকে পরিচালনাকারী তাগুতকে বর্জনের আহবান জানান, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার আহবান জানান। পূর্ববর্তী আম্বিয়াদের মতোই বর্তমান সময়ের তাগুত ও ইসলামের শত্রুরা তাদেরকে চক্ষুশূল মনে করে। তারা শাসকদের কুফর ও শিরকের ব্যাপারে নিরব দর্শক হয়ে থাকেন না। এটাই নববী দাওয়াতের বৈশিষ্ট্য। ঐ সকল উলামায়ে ছু’দের পরিহার করুন যারা আল্লাহর আইন পরিবর্তনকারী, বৃটিশদের রচিত আইনে শাসনকারী এ সকল শাসকদের সাথে উঠাবসা করে, তাদের অনুকম্পা ভিক্ষা করে এবং তাদের মসনদকে শক্তিশালী করে।

    • @Abu_rushd-sh1ej
      @Abu_rushd-sh1ej ปีที่แล้ว

      আল্লাহ তা’আলা বলেন,
      قَٰتِلُوا۟ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَلَا بِٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَلَا يُحَرِّمُونَ مَا حَرَّمَ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَلَا يَدِينُونَ دِينَ ٱلْحَقِّ مِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ حَتَّىٰ يُعْطُوا۟ ٱلْجِزْيَةَ عَن يَدٍ وَهُمْ صَٰغِرُونَ
      তোমরা লড়াই করো সে সব লোকের সাথে, যারা আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে না এবং আল্লাহ ও তাঁর রাসূল যা হারাম করেছেন তা হারাম মনে করে না, আর সত্য দীন গ্রহণ করে না, যতক্ষণ না তারা স্বহস্তে নত হয়ে জিযিয়া তথা লাঞ্ছনাকর আদায় করে।-সূরা তাওবা, আয়াত: ২৯।
      ৩. সমাধান: জিহাদ করতে গেলে প্রশিক্ষণ এবং অস্ত্রসস্ত্র লাগে।এসব ছাড়া জিহাদ হয় কীভাবে? আপনার আমার মতো নামধারী মুসলিম ও কাপুরষরা এমন প্রশ্ন করবো, তাই আগেই আল্লাহ তা’আলা এ বিষয়ে সতর্ক করেছেন।সামরিক শক্তি অর্জনের জন্য আদেশ করেছেন।যেমন;
      وَأَعِدُّوا۟ لَهُم مَّا ٱسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ ٱلْخَيْلِ تُرْهِبُونَ بِهِۦ عَدُوَّ ٱللَّهِ وَعَدُوَّكُمْ وَءَاخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ ٱللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنفِقُوا۟ مِن شَىْءٍ فِى سَبِيلِ ٱللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ.
      আর তাদের মুকাবিলার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি ও অশ্ব বাহিনী প্রস্তুত করো, তা দ্বারা তোমরা ভয় দেখাবে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদেরকে এবং এরা ছাড়া অন্যদেরকেও, যাদেরকে তোমরা জান না, আল্লাহ তাদেরকে জানেন। আর তোমরা যা আল্লাহর রাস্তায় খরচ কর, তা তোমাদেরকে পরিপূর্ণ দেয়া হবে, আর তোমাদের ওপর যুলম করা হবে না।-সূরা আনফাল, আয়াত: ৬০।
      আল্লাহ তা’আলা নিজে জিহাদের ট্রেনিং দিয়েছেন।তিনি জামা কিতাল তথা কুরআনি মাইর শিক্ষা দিয়েছেন।আল্লাহ তা’আলা বলেন,
      إِذْ يُوحِى رَبُّكَ إِلَى ٱلْمَلَٰٓئِكَةِ أَنِّى مَعَكُمْ فَثَبِّتُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ سَأُلْقِى فِى قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلرُّعْبَ فَٱضْرِبُوا۟ فَوْقَ ٱلْأَعْنَاقِ وَٱضْرِبُوا۟ مِنْهُمْ كُلَّ بَنَانٍ
      স্মরণ কর, যখন তোমার রব ফেরেশতাদের প্রতি ওহী প্রেরণ করেন যে, ‘নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। সুতরাং যারা ঈমান এনেছে তোমরা তাদেরকে অনড় রাখ’। অচিরেই আমি ভীতি ঢেলে দেব তাদের হৃদয়ে যারা কুফরী করেছে। অতএব তোমরা আঘাত কর ঘাড়ের উপরে এবং আঘাত কর তাদের প্রত্যেক আঙুলের অগ্রভাগে।-সূরা আনফাল, আয়াত: ১২।
      মাহমুদ আজহার

  • @BarshaAkter-gy9xz
    @BarshaAkter-gy9xz 10 หลายเดือนก่อน +2

    I love you only for Allah

  • @SajidSajid-w1i
    @SajidSajid-w1i ปีที่แล้ว +4

    Alhamdulillah

    • @attibiyyan
      @attibiyyan  ปีที่แล้ว +1

      জাজাকাল্লাহ খায়ের ভাই

  • @fatimaakther7639
    @fatimaakther7639 10 หลายเดือนก่อน

    আল্লাহ তুমি আমার প্রিয় শায়েখ জসীমউদ্দীন রহমানি কে মুক্ত করে দাও আমিন আল্লাহ জানিনা কোথায় আছে তুমি তাকে ভালো রেখ আমিন 💖💖💖💖🇧🇩🇧🇩💖💖 আবার আমাদের মাজে ফিরিয়ে দাও আমিন

  • @mdmanirulislam3205
    @mdmanirulislam3205 ปีที่แล้ว +3

    মাশাআল্লাহ 🌹🌹 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর খুব চমৎকার ও ভালো নসিহা।

    • @attibiyyan
      @attibiyyan  ปีที่แล้ว +1

      জাজাকাল্লাহ খায়ের

  • @SaifulIslam-gh2lc
    @SaifulIslam-gh2lc 11 หลายเดือนก่อน +2

    Ameen

  • @rofikulislam-wm4jq
    @rofikulislam-wm4jq ปีที่แล้ว +11

    সকল ভাই এবং বোনকে বলবো অর্থসহ বুঝে কুরআন তেলাওয়াত করুন । হেদায়েত পাওয়ার জন্য কুরআনের চেয়ে উত্তম কিছু নেই । মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামীন কুরআনুল কারিম নাযিল করেছেন ।

  • @RiyaKhatun-n8w
    @RiyaKhatun-n8w ปีที่แล้ว +3

    Rahmanir মুক্তি ছাই

    • @attibiyyan
      @attibiyyan  ปีที่แล้ว +1

      জাজাকাল্লাহ খায়ের

  • @Saddam-n4j
    @Saddam-n4j 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @NoorAlam-oc5xp
    @NoorAlam-oc5xp ปีที่แล้ว +3

    exactly right

  • @salimuddin4125
    @salimuddin4125 11 หลายเดือนก่อน +2

    আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই।

  • @shopmcc7305
    @shopmcc7305 ปีที่แล้ว +3

    Amin

  • @salimuddin4125
    @salimuddin4125 11 หลายเดือนก่อน +2

    ভাল বই নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন। সেলিম হাক্কানী

  • @parbesmia521
    @parbesmia521 ปีที่แล้ว +1

    হে আল্লাহ সকল মিথ্যা মামলা থেকে ওলামাদের হেফাজত করেন আর বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করেন

  • @MdsadikShuza-uq4xq
    @MdsadikShuza-uq4xq 11 หลายเดือนก่อน +1

    Allah is powerful

  • @md.soaive3057
    @md.soaive3057 ปีที่แล้ว +3

    Alhamdulillah

  • @Saddam-n4j
    @Saddam-n4j 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤