গল্প নয় সত্যি, ডা. জাহাঙ্গীর কবিরের পরামর্শ ফলো করে হার্টের ব্লক ভালো হয়েছে প্রমান সহকারে

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @DrJahangirKabir
    @DrJahangirKabir  2 ปีที่แล้ว +249

    Dr. Asif Manwar
    MBBS (CMC BD)
    D. Card (IMPERIAL COLLEGE LONDON)
    MSc Cardiology (UCL ENGLAND)
    Fellow, Paediatric Cardiology (AIMS INDIA)
    & Fetal Echocardiography (NEW DELHI INDIA)
    ASSOSIATE CONSULTANT, CARDIOLOGY & CO-ORDINATOR, NON-INVASIVE LAB
    Phone: 01743446733 (SYLHET)
    01313718688(UTTARA) 01313718687(BANANI)

    • @salmahaque5135
      @salmahaque5135 2 ปีที่แล้ว +12

      আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক অনেক বছর বাচিয়ে রাখুন । আপনাকে ফলোআপ করে অনেক অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ।

    • @sumaaktar6320
      @sumaaktar6320 2 ปีที่แล้ว +6

      স্যার আমার অনেক বছর ধরে হেপাটাইটিস বি ভাইরাস এই রোগ থেকে কিভাবে মুক্তি পাবো।

    • @mdrakibmia1233
      @mdrakibmia1233 2 ปีที่แล้ว +3

      আলহামদুলিল্লাহ স্যার.. আমরা অনেক উপোকির্ত হোই আপনার ভিডিও দেখে.....

    • @mdrakibmia1233
      @mdrakibmia1233 2 ปีที่แล้ว

      স্যার আমার ছোটো একটা সমস্যা নখের কানি তে পচা কী খেলে ভালো হবে বলবেন পিল্জ

    • @shirinshirinshirinshirin2909
      @shirinshirinshirinshirin2909 2 ปีที่แล้ว +1

  • @sajjadhosen8703
    @sajjadhosen8703 2 ปีที่แล้ว +90

    আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি লাগলো, আল্লাহ রাব্বুল আলামীনের ডা,জাহাঙ্গীর কবির স্যার কে পরকালে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক

    • @fazalhaquerahi
      @fazalhaquerahi ปีที่แล้ว

      আমি ভিডিও গুলো কিভাবে দেখতে পারবো, প্লিজ জানাবেন

  • @sanowarhussain6658
    @sanowarhussain6658 2 ปีที่แล้ว +172

    আমি ভারত থেকে বলছি।স্যার আপনার ভিডিও দেখলে এবং আপনার হাসি দেখলে আমি মুগ্ধ হয়ে যাই। আল্লাহ তাআলা আপনার নেক হায়াত বাড়িয়ে দিন আমিন।

  • @mohiuddinripon7593
    @mohiuddinripon7593 9 หลายเดือนก่อน +7

    সু পরামর্শ দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ স্যার।

  • @abulgaji1630
    @abulgaji1630 ปีที่แล้ว +17

    আলহামদুলিল্লাহ সকল প্রসংশা আল্লাহর জন্য, আর ডাঃ জাহাঙ্গীর সাহেব কে অসংখ্য ধন্যবাদ।

    • @fazalhaquerahi
      @fazalhaquerahi ปีที่แล้ว

      আমি ভিডিও গুলো কিভাবে দেখতে পারবো, প্লিজ জানাবেন

  • @ayshasiddika9636
    @ayshasiddika9636 2 ปีที่แล้ว +58

    স্যার আপনার পরামর্শ গুলো আমার কাছে খুব ভালো লাগে। আল্লাহ সব সময় আপনাকে সুস্থ সবল রাখে।

  • @MousumiDas-ev4vr
    @MousumiDas-ev4vr 2 ปีที่แล้ว +50

    ভগবানের কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘজীবি হৌন।আমি India থেকে আপনার বলা lifestyle মানার চেষ্টা করছি ও ভালো আছি। আপনাকে অনেক প্রনাম। 🙏🙏🙏

    • @mahidul2460
      @mahidul2460 4 หลายเดือนก่อน +1

      কোথায় থেকে দেখতেছেন?

  • @arbabnuhan7636
    @arbabnuhan7636 2 ปีที่แล้ว +57

    ইনশাআল্লাহ একদিন এমন সময় আসবে যেদিন সব ডাক্তাররা আপনার লাইফ স্টাইল মানার পরামর্শ দিবে। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।

  • @md.asifiqbal6720
    @md.asifiqbal6720 ปีที่แล้ว +6

    খুব ভালো লাগলো। প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনলাম।

  • @faridkhan4315
    @faridkhan4315 2 ปีที่แล้ว +12

    স্যার আপনার life style follow করে আমি ভালোই আছি। আপনার জন্য দোয়া রইলো। ভালবাসা অবিরাম।

  • @MdSobuj-zr4is
    @MdSobuj-zr4is ปีที่แล้ว +5

    জাহাঙ্গীর কবির স্যারের পরামর্শ শুনে অনেক ভালো লাগলো। আমি রাঙ্গামাটি থেকে। স্যারকে অসংখ্য ধন্যবাদ।

  • @rimamondal3320
    @rimamondal3320 2 ปีที่แล้ว +15

    আমি ইন্ডিয়া থেকে বলছি , স্যার আপনার ভিডিও গুলো আমি নিয়মিত দেখি, আমি JK Life style follow করি, স্যার আপনার হাসি টা অনেক অনেক অনেক সুন্দর, আপনি খুব সুন্দর করে কথা বলেন আর বুঝিয়ে বলেন।

    • @versatrade1
      @versatrade1 10 หลายเดือนก่อน +1

      রিমা, আপনার ভালো লেগেছে স্যারের হাসিটা l খুবই উত্তম l আমার কাছেও আপনার হাসিটা চমৎকার l দোয়া করছি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ্য রাখুন l আমিন l

  • @kamaluddinahmed2212
    @kamaluddinahmed2212 2 ปีที่แล้ว +12

    আসসালামুআলাইকুম,
    ডাঃ জাহাঙ্গীর কবির স্যারকে আন্তরীক অভিন্দন। মহান আল্লাহ্ আপনাকে সুস্থতার সাথে দীর্ঘায়ুদান দান করুন।

  • @raselhasan2076
    @raselhasan2076 2 ปีที่แล้ว +24

    আলহামদুলিল্লাহ্। ভাইয়ের হার্ট ভালো হওয়ার ঘটনা শুনে একটা বিশ্বাস ছিলো হয়তো উনি দাওয়াত ও তাবলীগের সাথি হবে। অনেক ঘটনা শুনেছি ও দেখেছি তাবলীগে গিয়ে অনেক জটিল রোগ থেকে আল্লাহর রহমতে ভালো হয়েছে।

  • @rafiqrooney5621
    @rafiqrooney5621 2 ปีที่แล้ว +47

    ডাঃ জাহাঙ্গীর কবির স্যারের মতো কেন সবাই হতে পারে না!
    May Allah bless you Dr. J. K. Sir

    • @rafiqrooney5621
      @rafiqrooney5621 2 ปีที่แล้ว +1

      @@hannanbinmalek8520 ঠিক বলেছেন ভাই 👍

    • @fazlulhoque4822
      @fazlulhoque4822 2 ปีที่แล้ว +2

      হার্টের জন্য লাইফস্টাইল ভিডিও টা রিভিউ দিলে উপকৃত হবে

    • @mdemam9635
      @mdemam9635 2 ปีที่แล้ว

      @@fazlulhoque4822 সটিক

    • @kepongkl6053
      @kepongkl6053 2 ปีที่แล้ว

      স।র আপন।র ফে।নট। দেন
      আম।কে আমি কল দিবে।

    • @ujjalfakir4399
      @ujjalfakir4399 ปีที่แล้ว +3

      স্যার এর নাম্বার বা ঠিকানা পেলে উপকৃত হতাম কেউ জানলে জানাবেন পিলিজ

  • @ludmilaludmila9933
    @ludmilaludmila9933 2 ปีที่แล้ว +8

    সত্যি চমৎকার আলোচনা। খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ।

  • @akashahmed2390
    @akashahmed2390 2 ปีที่แล้ว +56

    আসসালামুয়ালাইকুম, স্যার আমি দীর্ঘদিন ডায়াবেটিস ও প্রেসার এবং হার্টের সমস্যায় ভুগতে ছিলাম, আমি অত্যন্ত গরীব মানুষ, যার জন্য ভালো কোন ডাক্তার দেখাতে পারি নাই, আপনার দেওয়া ভিডিও গুলো ফলো করি আজ আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে, হয়তো আমার মতো আরো অনেকেই আপনার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন যারা টাকার অভাবে বড় ডাক্তার দেখাতে পারছেন না, আমার হৃদয়ের গভীর অন্তস্থল থেকে আপনার জন্য দোয়া করি আপনাকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন এবং মানুষের সেবা দিতে পারেন

    • @md.mofijul8926
      @md.mofijul8926 2 ปีที่แล้ว +7

      ভাই, আমিও কোলেস্টেরল ও হৃদরোগে ভুগছি,দয়া করে আপনার সমস্যার কথা যদি একটু শেয়ার করেন, তাহলে উপকৃত হবো।

    • @rosaleenathoy4933
      @rosaleenathoy4933 2 ปีที่แล้ว +1

      @@md.mofijul8926 amio jante cai

    • @asrafuddin792
      @asrafuddin792 2 ปีที่แล้ว +2

      সেম আমিওপেশার ডাইবিটেস হাটের সমস্য কি ভাবে চলবো একটু জানবেন

    • @fazalhaquerahi
      @fazalhaquerahi ปีที่แล้ว +1

      আমি ভিডিও গুলো কিভাবে দেখতে পারবো, প্লিজ জানাবেন

    • @ShahineShahine-rz4gs
      @ShahineShahine-rz4gs ปีที่แล้ว +1

      ভিডিও গুলো কিভাবে পাওয়া যায়

  • @SheikhSalam-tm1ju
    @SheikhSalam-tm1ju 4 หลายเดือนก่อน +3

    আলহামদুলিল্লাহ ভালো লাগছে শুনে, আল্লাহ সর্ব শক্তিমান।

  • @Fishingnoorbangla
    @Fishingnoorbangla 10 หลายเดือนก่อน +6

    ইউটিউবে ফলো করে আমি বিদেশে বসে একশো ভাগ সফল হয়েছি, আমি প্রতিদিন ছয়টা ঔষধ খেতাম, আট মাস ধরে একটা ঔষধ ও খেতে হচ্ছে না আলহামদুলিল্লাহ

    • @MDArshad-bv5zq
      @MDArshad-bv5zq 9 หลายเดือนก่อน +1

      নামবার দেন

  • @mdabuhasanbadsha7257
    @mdabuhasanbadsha7257 2 ปีที่แล้ว +98

    আল্লাহর দরবারে অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে সব কিছু সম্ভব ইনশাআল্লাহ

    • @sabbirahmed2670
      @sabbirahmed2670 2 ปีที่แล้ว +1

      স্যার আমাকে কিছু একটা বলেন প্লিজ

    • @InUnityWeStand1
      @InUnityWeStand1 2 ปีที่แล้ว +1

      Allahr darbare lakho koti shukriya. Allah tomar kachhe maag chai, hazar lokkho koti bar.

    • @mdhabib4110
      @mdhabib4110 2 ปีที่แล้ว

      @@InUnityWeStand1 3tgbbyyyttgvvvb

  • @sharifajahan465
    @sharifajahan465 2 ปีที่แล้ว +21

    ভাই জাহাঙ্গীর, তুমি আমাদের দেশের জন্য আশীর্বাদ। তোমার জন্য আমরা এখন অনেকেই ভালো আছি।আলহামদুলিল্লাহ।

    • @delipkumar1387
      @delipkumar1387 2 ปีที่แล้ว +1

      জাহাঙ্গীর ভাই দুই একটা করে খাবার ওব‍্যযামের কথা যদি বলাহত তাহলে লাইক স্টাইল ফলোয়ার দিগুন হত।ধন‍্যবাদ।

    • @mdtara9396
      @mdtara9396 ปีที่แล้ว

      Sir number ta dea jabe..r sir hart block ki ki medicine diyeselo

    • @RakibKhan-ih3gr
      @RakibKhan-ih3gr ปีที่แล้ว

      ডাঃ জাহাঙ্গীর স্যার আপনার সিরিয়াল কি ভাবে পাবো??

  • @mohamedsaifulislam5296
    @mohamedsaifulislam5296 2 ปีที่แล้ว +22

    মাশাআল্লাহ অনেক ভালো লাগলো, আল্লাহ যেন এই স্যারকে অনেক বছর বাচাইয়া রাখেন এবং সুস্থ রাখেন আমিন,

    • @mohammadshafi5443
      @mohammadshafi5443 2 ปีที่แล้ว

      মাশাল্লাহ খুব সুন্দর বক্তব্য রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @shahrashidahmed7770
    @shahrashidahmed7770 2 ปีที่แล้ว +48

    আল্লাহ তায়ালা আপনাকে ইহকাল ও পরকালে সান্তিতে রাখুন। আমি আজীবন আপনার জন্য দোয়া করব। ইনশাআল্লাহ।

  • @জানারচেষ্টা-ট৩ট
    @জানারচেষ্টা-ট৩ট 2 ปีที่แล้ว +172

    স্যার একটি পরামর্শ সেটা হল অনেকেই কথা শেষে বলে ভালো থাকেন অথবা ভাল থাকবেন ৷ এই ধরণের কথা বলা ঠিক হবেনা কারণ ভাল রাখার মালিক আল্লাহ এই জন্য বলতে হবে আল্লাহ আমাদেরকে ভাল রাখুন অথবা আল্লাহ আমাদেরকে ভালো রাখুক ৷ ইনশাআল্লাহ এই ভাবে কথা শেষ করতে হবে ৷ কিন্তু যদি ভাল থাকবেন বলে শেষ করেন তাহলে শিরক হতে পারে আমি ভুল বললে একজন আলেম এর কাছে জেনে নিবেন

    • @AminulIslam-sd8gq
      @AminulIslam-sd8gq 2 ปีที่แล้ว +24

      জানার চেষ্টা: আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিরিকের অনেক রাস্তা। আপনি ভালো থাকবেন। এটা যদিও দোয়া তবুও ভুল। কারন ভালটা রাখবে কে? নিশ্চয় আল্লাহ। এ জন্য আল্লাহ আপনাকে ভালো রাখুন বলাই সঠিক। ৯৯ শতাংশ লোক এই ভুল করেন। অনেকে এই শুদ্ধি মেনে নিতে চান না। কেয়ামত পর্যন্ত এই শুদ্ধি যারা মানবেন তাদের জন্য অসংখ্য
      নেকী পাবেন ইনশাআল্লাহ।

    • @salmakhatun1947
      @salmakhatun1947 2 ปีที่แล้ว

      Qq¹

    • @Sylhet18
      @Sylhet18 2 ปีที่แล้ว

    • @smoothrelaxation1.5mviews17
      @smoothrelaxation1.5mviews17 2 ปีที่แล้ว +3

      ঠিক

    • @abirhosain6006
      @abirhosain6006 2 ปีที่แล้ว +4

      আপনার কথা সহি আল্লাহ পাকের নাম না নিলে গুনাহ হবে

  • @biswajyotighosh7145
    @biswajyotighosh7145 2 ปีที่แล้ว +13

    Dr. JAHANGIR KABIR Sir , apni ekjon great
    Doctor ebong great teacher. Ami kolkata thekey bolchi. Apnar moto kono Doctor I
    Clearly eto sundor bhabey patient ke kotha boley na. Apni Amar antorik suveccha neben.

  • @ashisguha3605
    @ashisguha3605 5 หลายเดือนก่อน +6

    জাহাঙ্গীর Sir আমি পশ্চিমবঙ্গের একজন হার্টের পেসেন্ট। আমাকে যদি লাইফস্টাইল টি দেন তাহলে খুবই উপকৃত হই।

  • @AbuTaher-my1rq
    @AbuTaher-my1rq 2 ปีที่แล้ว +17

    মাশাল্লাহ, আমি তো ২২ বছরের ডায়াবেটিস রুগী ছিলাম এবং হার্ট এর রুগী। ডাক্তার জাহাঙ্গীর কবির মহোদয় এর ভিডিও অনুসরণ করে আমি এখন সুস্থ, বিগত দেড় বছর যাবত আমি ঔষধ ছাড়া ভালো আছি। তবে আমি ডাঃ জাহাঙ্গীর কবির এর সাথে দেখা করার অপেক্ষায় আছি।

    • @রংতুলি-হ৯প
      @রংতুলি-হ৯প 2 ปีที่แล้ว +1

      আপনার কন্টান নম্বর টি দিন প্লিজ

    • @sharminuki7634
      @sharminuki7634 2 ปีที่แล้ว +1

      Kon lifestyle flow korche sei tai to bollo na

    • @truewaysalafiya8574
      @truewaysalafiya8574 2 หลายเดือนก่อน

      ​@@sharminuki7634কেমন ডা লাগে

  • @Purulia728
    @Purulia728 2 ปีที่แล้ว +11

    অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমি ইন্ডার একটা ছোট্ট গ্রাম থেকে বলছি আমি ঈশ্বরের কাছে সবসময় পার্থনা করি আপনাকে অনন্ত কালের জন্য যেনো বাঁচিয়ে রাখেন ,আমি আপনার জ্যাকে লাইফস্টাইল হলো করি আর আমার ফ্যামিলির সকলকেওফলো করার চেষ্টা করছি 🙏🙏🙏🙏 ভালো থাকবেন স্যার

    • @mahidul2460
      @mahidul2460 4 หลายเดือนก่อน

      আপনি ইন্ডিয়ার কোথায় থেকে বলছেন?

  • @HmRayhanTv
    @HmRayhanTv 2 ปีที่แล้ว +13

    আলহামদুলিল্লাহ .আপনার জন্য সব সময় দোয়া ও ভালোবাসা রইলো,প্রিয় স্যার

  • @mdmasumbillah6739
    @mdmasumbillah6739 2 ปีที่แล้ว +15

    আসলামু আলাইকুম, আমি বাহারাইন প্রবাসী, স্যারের বেশির ভাগ ভিডিও দেখা হইছে, অনেক উপকার পেলাম, আলহামদুলিল্লাহ।

    • @fazalhaquerahi
      @fazalhaquerahi ปีที่แล้ว

      আমি ভিডিও গুলো কিভাবে দেখতে পারবো, প্লিজ জানাবেন

  • @salamhafej5900
    @salamhafej5900 2 ปีที่แล้ว +4

    ড, জাহাঙ্গীর কবির চ্যার আমাদের দেশের গোওরব।
    আল্লাহ চ্যারকে হাজর বৎসর হায়াত দান করুন আমীন

  • @sayedmonir3622
    @sayedmonir3622 2 ปีที่แล้ว +10

    ভাই আপনি বাংলাদেশের সম্পদ আল্লাহ আপনাকে নেক হায়াত দিক

  • @oishefatima5581
    @oishefatima5581 2 ปีที่แล้ว +41

    আল্লাহর কাছে দুয়া করি, আপনাকে যেনো ভালো রাখেন,সুস্থ রাখেন❤️

  • @veronicagomes1048
    @veronicagomes1048 2 ปีที่แล้ว +5

    , ধন্যবাদ আপনাকে ডাক্তার সাহেব । আমাদের বাংলাদেশের প্রত্যেক মানুষ যেন আপনার ভিডিও গুলো দেখেন ।

  • @muhammadalauddin9510
    @muhammadalauddin9510 2 ปีที่แล้ว +174

    শুধু ওনি না, আমি ও হার্ট ব্লক হয়ে স্ট্রোক করার পর ঔষধ ছিল ছয়টি। আপনাকে ফলো করে এখন একটি ও খাইনা ভালো আছি।ঔষধ চলা অবস্থায় ও আগে বুকে চাপ হতো। আল্লাহর ইচ্ছায় আপনার উসিলায় চিকিৎসা করা তথা রিং পরানোর জন্য স্বজনদের কাছ থেকে সাহায্য প্রার্থী তথা ভিখ্খার লজ্জা থেকে বাচলাম।

    • @DrJahangirKabir
      @DrJahangirKabir  2 ปีที่แล้ว +34

      আলহামদুলিল্লাহ

    • @razupharma5451
      @razupharma5451 2 ปีที่แล้ว +6

      Apni ki ki khaichen Please aktu bolen

    • @dipdharsm3023
      @dipdharsm3023 2 ปีที่แล้ว +3

      Vaijan apnar mobile number ta pabo

    • @mdnabab7439
      @mdnabab7439 2 ปีที่แล้ว +2

      ভাই আপনার নাম্বারটা দিবেন প্লিজ

    • @h.r.tv.2471
      @h.r.tv.2471 2 ปีที่แล้ว +2

      ভাই দয়া করে আপনার নাম্বারটা দিলে আমি সুস্হ হতাম

  • @PritamPaul717
    @PritamPaul717 2 ปีที่แล้ว +20

    মাশাআল্লাহ ❤❤❤❤
    মানুষ তাই পায় যা সে চেষ্টা করে...
    অনেক ধণ্যবাদ sir....
    মহান আল্লাহ তায়ালা যেন ভাই কে দীর্ঘ হায়াত দান করেন আমিন ❤

  • @scoobgaming6108
    @scoobgaming6108 2 ปีที่แล้ว +6

    স্যারের জন্য সবসময় দোয়া করি,আমাদের ড. জাহাঙ্গীর কবীর এর সাথে কারো তুলনা হবে না।

  • @alordishari9707
    @alordishari9707 2 ปีที่แล้ว +9

    আমার অনেক হাই পেসার ছিলো।
    আলহামদুলিল্লাহ এখন প্রায় ৩ বছর পেসার একদম স্বাভাবিক

    • @DrJahangirKabir
      @DrJahangirKabir  2 ปีที่แล้ว +1

      সবাইকে স্বাস্থ্য সচেতন এবং সুস্থ স্বাভাবিক জীবনে উদ্ভুদ্ধ করতে আপনার ফিরে আসার গল্পটি শেয়ার করুন ফিরে আসার গল্প ইউথ ডা. জাহাঙ্গীর কবির গ্রুপে। facebook.com/groups/318369492529239/

    • @dilrubaakter6721
      @dilrubaakter6721 2 ปีที่แล้ว +1

      ভাই আপনার মোবাইল নাম্বার টা দেন,, প্লিজ,, আমি প্রেশার নিয়ে খুব সমস্যায় আছি

    • @rayhanazmir7831
      @rayhanazmir7831 7 หลายเดือนก่อน +1

      তার হার্টের ছিদ্র ভালো করার উপায় কি.। এখন কি ধরনের চিকিৎসা নেওয়া প্রয়োজন।

    • @RiyaAkond
      @RiyaAkond หลายเดือนก่อน

      ​@@DrJahangirKabir amer babar hart r brain plm kotha bolte pare na 2 bocor akhon ki koronio

  • @abuzondalrahat1811
    @abuzondalrahat1811 2 ปีที่แล้ว +3

    আল্লাহ তায়ালা আমাদের লক্ষ কোটি ড জাহাঙ্গীর কবির দান করুন। উনার নেক হায়াত দান করুন।

  • @nibaditamallick3305
    @nibaditamallick3305 2 ปีที่แล้ว +3

    এমন ভিডিও পেলে অনেকেই উপকৃত হবে আশা করি । অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় স্যার আপনাকে।

  • @arifnur1018
    @arifnur1018 2 ปีที่แล้ว +16

    খুব ভালো লাগছে স্যার প্রমান সহ ভালো হার্টের রুগী ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ

  • @TapanDas-dz8qn
    @TapanDas-dz8qn 5 หลายเดือนก่อน +2

    I'm from India. I suffered major heart attack about 15 yrs ago n accordingly I was advised bypass surgery immediately. But I avoided bypass n changed my lifestyle n diet. Now I'm 69 n leading a normal life.
    This video is very inspiring to me. Thanks a lot to both doctor n patient. God bless you.

    • @MDMehedi-ve2xx
      @MDMehedi-ve2xx 9 วันที่ผ่านมา

      Sir tellme yuor dayet please

  • @jatilkantichakma-vh3he
    @jatilkantichakma-vh3he ปีที่แล้ว +16

    স্যার আমি একজন গরীব মানুষ দীর্ঘ দিন ধরে
    হার্টের অসুখে ভুগতেছি। আপনার হার্টের লাইফষ্টাইল ভিডিও টা রিভিউ দিলে উপকৃত হবো স্যার।

  • @shakhislam2011
    @shakhislam2011 2 หลายเดือนก่อน +1

    ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশের সেরা হাসপাতাল। আমি রিং পড়িয়েছি ওখানে। সবার উচিত হার্ট ফাউন্ডেশনে যাওয়া ।

  • @moniapakhiblog3225
    @moniapakhiblog3225 2 ปีที่แล้ว +15

    প্রিয় স্যার আমি রান্না করতে করতে পুরো ভিডিওটি দেখে নিলাম এত ভালো লাগলো ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের একমাত্র জাহাঙ্গীর স্যারের জন্যই আর বাহিরের কোন দেশে গিয়ে চিকিৎসা করা লাগবে না জেকে লাইফ স্টাইল ফলো করলে আমরা সবাই সুস্থ ও সুন্দর জীবন উপভোগ করতে পারব আল্লাহ তাআলা আপনাকে ভাল রাখুক অনেক দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করে। ❤️❤️❤️

    • @mahidul2460
      @mahidul2460 4 หลายเดือนก่อน

      কোথায় থেকে দেখতেছেন?

  • @mohammadyounus7067
    @mohammadyounus7067 2 ปีที่แล้ว +2

    খুব সুন্দর হয়েছে ভিডিওটি। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইরান।

  • @sumiyasiddikasumiya2977
    @sumiyasiddikasumiya2977 2 ปีที่แล้ว +3

    আসসালামু আলাইকুম, সার আপনার এই ভিডিও দেখে, আজকের পর থেকে আমি ও আপনার লাইফ স্টাইল শুরু করবো,।।

  • @mstsadiyaparvin3451
    @mstsadiyaparvin3451 2 ปีที่แล้ว +9

    আলহামদুলিল্লাহ । আল্লাহ সবাইকে বুঝার মানার এবং সুস্থ থাকার তওফিক দান করুক। ধন্যবার স্যার❤️❤️❤️

    • @fazalhaquerahi
      @fazalhaquerahi ปีที่แล้ว

      আমি ভিডিও গুলো কিভাবে দেখতে পারবো, প্লিজ জানাবেন

  • @gauravnama5708
    @gauravnama5708 ปีที่แล้ว +3

    ধন্যবাদ স্যার। উনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ উনাকে ।

  • @mosharofhoshain9497
    @mosharofhoshain9497 26 วันที่ผ่านมา

    আল্লাহপাক তুমি সবই করো,আর আমাদের সবাইকে মাফ করো।আমিন

  • @monjurulkarim7442
    @monjurulkarim7442 2 ปีที่แล้ว +11

    আই ❤️ ইউ ... স্যার!!! ভিডিও শুনছি আর শ্বাসের ব্যায়াম করছি!!❤️❤️❤️

  • @eleashossain2572
    @eleashossain2572 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ শফিক ভাই আমার মহল্লার মানুষ। খুবই ভালো মানুষ। দই জনের জন্যই শুভকামনা

  • @abrazzak7361
    @abrazzak7361 2 ปีที่แล้ว +15

    আমাদের টাকা আমাদের দেশেই থাক আমরাও চাই কিন্তু কিছু অসাধু ডাক্তার আছে তাদের কারনেই আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা প্রতি মানুষ আস্তা হারিয়ে ফেলেছে ।

  • @ayyanarfanshoppingcenter7574
    @ayyanarfanshoppingcenter7574 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ্ স‍্যার আল্লাহ্ আপনাকে হায়াৎ এ তাইয়‍্যিবা ও তাহওয়‍্যিলা দান করুন ।

  • @ibrahimmallick2762
    @ibrahimmallick2762 8 หลายเดือนก่อน +3

    স্বাসের তিনটি ব্যায়ামের ফল খুবই ভালো সকল মানুষের করা উচিত

  • @fazlulhaque9444
    @fazlulhaque9444 ปีที่แล้ว +1

    মাসাআল্লাহ, ডা জাহাঙ্গীর সার আপনাকে ধন্যবাদ
    আমিও একজন রোগীর।প্রায় সময় সারের ভিডিও গুলি দেখি। হে আল্লাহ আপনি তাকে নেক হায়াত দান করুন আমিন।

  • @amixerpagechannel4482
    @amixerpagechannel4482 ปีที่แล้ว +4

    জাযাকাল্লাহু খাইর। আল্লাহ স্যারকে নেক হায়াত বাড়িয়ে দিন।

  • @najmabegum-d1b
    @najmabegum-d1b 5 หลายเดือนก่อน +2

    আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আর আপনার লাইফস্টাইল ফলো করার উছিলায় আমাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখুন আমিন আমিন আমিন।

  • @nafizaakther4347
    @nafizaakther4347 2 ปีที่แล้ว +6

    আল্লাহর রহমতে এবং আপনার লাইফস্টাইল ফলো করে আমি ও সুসহ হয়েছি এজন্য অনেক অনেক ধন্যবাদ সারকে।আললাহ যেন আপনাকে সব সময় ভালো রাখে।

    • @AbdullaMahmud-s1g
      @AbdullaMahmud-s1g 4 หลายเดือนก่อน

      ভাইয়া লাইফস্টাইল গুলো কি কি একটু বলবেন দয়া করে? কারণ আমার মায়ের হার্টের সমস্যা।

  • @abidasultana9751
    @abidasultana9751 2 ปีที่แล้ว +5

    আমার ভাইয়ের সেম অবস্থা। তার ব্লক হয়নি কিন্তু বলেছে হার্টের সমস্যা অনেক বেশি ডাক্তার বলেছে।তখন আপনার ওখানে টেস্টগুলো করে এবং কাউন্সেলিং করে।আড়াই থেকে তিন মাস আপনার পরামর্শ ফলো করার পর আমি তাকে CMC Vellore এ নিয়ে যাই।সেখানে হার্টের ডাক্তার দেখাই কিন্ত কোন সমস্যা নাই বলছে।আমরা জানুয়ারি মাসে ইন্ডিয়া যাই।এখন আমার ভাই আপনার লাইফস্টাইল মেনে চলে। অনেক ভাল আছে। আপনার জন্য অনেক দোয়া করে।

    • @DrJahangirKabir
      @DrJahangirKabir  2 ปีที่แล้ว +1

      সবাইকে স্বাস্থ্য সচেতন এবং সুস্থ স্বাভাবিক জীবনে উদ্ভুদ্ধ করতে আপনার ফিরে আসার গল্পটি শেয়ার করুন ফিরে আসার গল্প ইউথ ডা. জাহাঙ্গীর কবির গ্রুপে। facebook.com/groups/318369492529239/

    • @রংতুলি-হ৯প
      @রংতুলি-হ৯প 2 ปีที่แล้ว

      আপনার নম্বর টি দেন প্লিজ

    • @mohammadshahalam6896
      @mohammadshahalam6896 2 หลายเดือนก่อน

      TH-cam😊

  • @jabirahmedkhan1791
    @jabirahmedkhan1791 2 ปีที่แล้ว +4

    ♥♥♥ভালবাসা অবিরাম♥♥♥
    মহান আল্লাহ আপনাকে কবুল করুন এবং আমাদের মাঝে দীর্ঘ নেক হায়াত দান করুন আমিন

  • @ShovoSharma
    @ShovoSharma ปีที่แล้ว +1

    আপনার সহানুভূতি ও ভালবাসা চিরজীবন উঠুক থাকুক এই কামনায় করছি ❤️

  • @hassanzahid1964
    @hassanzahid1964 2 ปีที่แล้ว +5

    আলহামদুলিল্লাহ ভালো আছি স্যারকে অনেক অনেক ধন্যবাদ জাহাঙ্গীর কবির স্যার

    • @mahironnessa-sb8iu
      @mahironnessa-sb8iu 4 หลายเดือนก่อน

      হাৰ্ড বেমাৰ ৰিং দিলে মানুহ বুড়া হয় কৰন কি।

  • @daudchwodury6787
    @daudchwodury6787 ปีที่แล้ว +2

    মাশা আল্লাহ, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন

  • @abdulwahidmohammad9495
    @abdulwahidmohammad9495 2 ปีที่แล้ว +14

    I am from kolkata.but I like Dr Jahangir Kabir and doctor Mujibur Rahman Bangladesh . Best for Bangladeshi people. Thanks Bangladesh Dr Kabir and Rahman sir.

  • @farganaakter1951
    @farganaakter1951 2 ปีที่แล้ว +4

    সফিক ভাই যে কথা গুলা বলল তার প্রতিটা কথা সত‍্য। আল্লাহ্ চাইলে সব কিছু সম্ভব।

    • @palashsarkar6296
      @palashsarkar6296 ปีที่แล้ว +2

      সফিক ভাই ফোন নম্বরটা দিন, খুবই উপকার হবে

  • @anwarulazimOfficial
    @anwarulazimOfficial 2 ปีที่แล้ว +8

    আল্লাহ্ তাআলা আপনার উত্তম প্রতিদান দিক জাযাকাল্লাহ্ খাইরান

  • @mdfahim4385
    @mdfahim4385 2 ปีที่แล้ว +3

    মাশা আল্লাহ । স্যার আপনার ভিডিও গুলো দেখে অনেক ভালো লাগে। আল্লাহ আপনেকে নেক হায়াত দান করুক🤲🤲🤲

  • @TasnivasCookingstudio
    @TasnivasCookingstudio 2 ปีที่แล้ว +28

    স্যার আপনার জন্য অন্তর থেকে দোয়া করি।মহান আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দেন।

    • @fazalhaquerahi
      @fazalhaquerahi ปีที่แล้ว

      আমি ভিডিও গুলো কিভাবে দেখতে পারবো, প্লিজ জানাবেন

  • @shamsulalom6696
    @shamsulalom6696 11 หลายเดือนก่อน

    স্যারকে সালাম জানাই। দোয়াকরি ভালো থাকেন।❤❤❤

  • @ashrafuddin4131
    @ashrafuddin4131 2 ปีที่แล้ว +3

    আল্লাহ্ ডাঃ জাহাঙ্গীর স‍্যার কে নেক হায়াত দান করুক।

  • @lifecirclegermany3271
    @lifecirclegermany3271 2 ปีที่แล้ว +2

    Apnar onek onek video dehkechi Germany theke. Mash Allah. Valo lage. Valo thakun

  • @MdShahin-pp8vi
    @MdShahin-pp8vi 2 ปีที่แล้ว +18

    মহান আল্লাহ পাক আপনার রহম করুক আমিন 💗

  • @hajeemohammadismail4765
    @hajeemohammadismail4765 2 ปีที่แล้ว +2

    কি বলে ধন্যবাদ জানাব সেই ভাষা আমার জানা নেই। আমি ও হার্টের রোগী।আমি আপনার একজন গুনগ্রাহী ও ফলোয়ার। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুন যাতে মানুষের উপকার করতে পারেন সারাক্ষণ।

    • @রংতুলি-হ৯প
      @রংতুলি-হ৯প 2 ปีที่แล้ว

      আপনার কন্টাক নম্বরটি দেন প্লিজ

    • @arafkitchen1760
      @arafkitchen1760 ปีที่แล้ว

      আসসালামুয়ালাইকুম,স্যার। আমি আপনার একজন নতুন মঙগলকামি।স্যার,, আমি একজন হার্টের রোগী,প্লিজ,স্যার একটু সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

  • @anismagi4201
    @anismagi4201 2 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লা ডাক্তার জাহাঙ্গীর কবির স‍্যারকে আল্লাহ তায়ালা নেক হায়াত দান করুক এবং মানুষের খেজমত করার তৌফিক দান করুক আমিন

  • @world.2798
    @world.2798 ปีที่แล้ว

    Very good, লিজার World. From Singapore.

  • @inbchannel5057
    @inbchannel5057 2 ปีที่แล้ว +8

    ভাই আপনি আমাদের অহংকার। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক

  • @shefaunani7359
    @shefaunani7359 2 ปีที่แล้ว +2

    মা শা আল্লাহ
    আলহামদুলিল্লাহ
    জাযাকাললাহু খইরন প্রিয় স্যার ডক্টর জাহাঙ্গীর
    মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আপনাকে দুনিয়া এবং আখেরাতে উত্তম প্রতিদান দান করুন আমীন সুম্মা আমীন

  • @naharkitchen6397
    @naharkitchen6397 2 ปีที่แล้ว +3

    স্যার আপনার কথা শুনলেই মনটা ভরে যায়

  • @mahafuz-urrahamanmir6395
    @mahafuz-urrahamanmir6395 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ্ !!!
    অনেক অনেক ধন্যবাদ... !!!
    আল্লাহ্ আপনাকে ভালো রাখুন !!!

  • @mdnazrulislamnazrul3558
    @mdnazrulislamnazrul3558 2 ปีที่แล้ว +4

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। স্যার।

  • @blackboy3520
    @blackboy3520 10 หลายเดือนก่อน

    এই লাইফস্টাইলটা শেয়ার করেন স্যার।
    গরীব অসহায় মানুষজনও বাচতে চায়।

  • @zakhirkhan1385
    @zakhirkhan1385 2 ปีที่แล้ว +7

    আল্লাহর অসেষ মেহেরবানী। আল্লাহ তুমি স্যার কে হেফাজত কর।

  • @kaiumelectronic5054
    @kaiumelectronic5054 ปีที่แล้ว

    স্যার আপনার কথা গুলো শুনে অনেক ভালো লাগলো।

  • @shufiatajvlog
    @shufiatajvlog 2 ปีที่แล้ว +6

    Assalamualaikum.
    Mashaallah. May Allah bless you and your family. We dua for you and your family. Please dua for us and dua for Dr. Jahangir Kabir. Thank you so much.

  • @shifasaad2554
    @shifasaad2554 ปีที่แล้ว +1

    স্যারের চিকিৎসা খুবই ভালো,ডায়বেটিস নিয়ন্ত্রণে আনতে কিছু পরামর্শ দিয়েছিলেন আমি ৭ দিন আপনার পরামর্শ মত চলেছি আমার ডআয়বএটইস এখন ৫.৭

    • @RakibHasan-pu4ml
      @RakibHasan-pu4ml ปีที่แล้ว

      লিংকটি দিন প্লিজ?

    • @88694
      @88694 6 หลายเดือนก่อน

      Amar sugar Hb1c 8.1 fasting -176 rate ghum hoche na. Ki korle upokrito hobo please 😢😢😢

  • @mohammadasis1235
    @mohammadasis1235 2 ปีที่แล้ว +7

    Sir you ar best doctor of top 10 in the world🌷🌹👌👍🤲

  • @mdashikbhuiyan3253
    @mdashikbhuiyan3253 ปีที่แล้ว

    সৌদিআরব থাকি,যখন গানটা শুনি তখন মনে হয় মা এর কাছে ছুটে যায়❤❤❤

  • @jahangirhossain3803
    @jahangirhossain3803 2 ปีที่แล้ว +5

    আল্লাহ যেন স্যার কে নেক হায়াত দান করেন আমিন।

  • @aiburrahman1302
    @aiburrahman1302 ปีที่แล้ว

    Assalamualaikum sir apnar Jonno duwa Kori. Allah jeno 1000 bosore hayat den

  • @nityanandakabiraj7434
    @nityanandakabiraj7434 2 ปีที่แล้ว +5

    Bravo, Congratulations !!! God bless you, Doctor !!! 🙏🙏🙏🌹🌹🌹

  • @ArifulIslam-fi4cg
    @ArifulIslam-fi4cg ปีที่แล้ว +2

    Sir❤️ উনি হার্টের জন্য যে Lifestyle টা ফলো করছে। ঐটার video কোনটা যদি দয়া করে একটু বলতেন।😢খুব উপকার হতো।
    দোয়া রইল🤲❤️

    • @DrJahangirKabir
      @DrJahangirKabir  ปีที่แล้ว +3

      হৃদরোগের মূল কারন ও প্রতিকার
      th-cam.com/play/PLCXExLfkjecrLXh6VvLMZ8kmmWX9Hlwl2.html

  • @saimunofficial6776
    @saimunofficial6776 2 ปีที่แล้ว +3

    Great information... Thanks Sir💖💖

  • @marufmotors6902
    @marufmotors6902 ปีที่แล้ว

    ডাঃ জাহাঙ্গীর কবির সার আপনার জন্য কি ভাবে যে দোয়া করবো জানি না,তবে আলল্লাহু কাছে দোয়া করি আলল্লাহু যেনো আপনাকে এদেশের অসহায় মানুষের জন্যে আপনাকে দীর্ঘায়ু দান করেন আমীন সুম্মা আমীন

  • @drbaby3195
    @drbaby3195 ปีที่แล้ว +4

    স্যার আমার block ছিল ১ টি ২০১৩ তে,main branch er block টি ছিল ৯০%। mild stork হয়েছে বার তিনেক। ,২০১৫ তে attack হয়, সেটি ছিল Severe। ইদানিং বুকের ভেতর মাঝে মাঝে একটা কম্পন অনুভব হয়,যেটা আগের block
    এর সময়ে অনুভব করতাম।এক্ষেত্রে করনীয় কি? দিনাজপুর বিরামপুর থেকে বলছি.Heart এ একটা রিং পরিয়েছি।

  • @lakshmanpal2870
    @lakshmanpal2870 ปีที่แล้ว

    Akdom roga theke aktu valo sarir kivabe gothon korbo setar jonnyo akta vedio korun ,onek onek reguest korsi. West Bengal theke dekhsi ,sob vedio dekhi r apner niyom mene choli ,

  • @mdmonirulislam5777
    @mdmonirulislam5777 ปีที่แล้ว +5

    সকল প্রসংশা একমাত্র আল্লাহর জন্যে

  • @jamilmiah3771
    @jamilmiah3771 หลายเดือนก่อน

    Assalamualykum aponar program onek valo lage

  • @amdadullahmiazi3221
    @amdadullahmiazi3221 2 ปีที่แล้ว +5

    আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ।খুবই দুঃখের বিষয় হচ্ছে এই লোকটার মত আমার ওইফের অসুখের দ্বারা মারা গেছে। কুমিল্লা টাওয়ারের বহু ডাঃ এবং ঢাকা হাডের ডাঃ ফেলয়ুর এবং রিং বসানো হয়েছে চোখের অপারেশন নিয়ে আমার প্রায় দশ কি বারো লাখের উপর টাকা খরচ করে ও তখন রোগী বাঁচে নাই। এই স্যারকে তখন পাইনি।

  • @নেছারউদ্দিন-ষ৭খ
    @নেছারউদ্দিন-ষ৭খ 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ, স্যার আপনার মত ডাক্তার খুব কমই আছে