বিলাসী- প্রথম পর্ব- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-Bilashi-Sarat Chandra Chattopadhyay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • বিলাসী দ্বিতীয় পর্ব : • বিলাসী- দ্বিতীয় পর্ব- ...
    বিলাসী শেষ পর্ব : • বিলাসী- শেষ পর্ব- শরৎচ...
    ন্যাড়া- তার জবানিতে গল্প বলা হয়েছে
    বিলাসী- প্রধান চরিত্র। সততা, শিকড় বিক্রি করতে তাই বাধা দিত।
    মৃত্যুঞ্জয়- বিলাসীকে বিয়ে করে ব্রাহ্মণ থেকে সাপুড়ে হয়।
    ‘থার্ড ক্লাশে পড়িত। কবে সে যে প্রথম থার্ড ক্লাসে উঠিয়াছিল, এ কথা আমরা কেহই জানিতাম না... মৃত্যুঞ্জয়ের বাপ-মা, ভাই-বোন কেহই ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম-কাঁঠালের বাগান, (কুড়ি-পঁচিশ বিঘার বাগান) আর তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়োবাড়ি, আর ছিল এক জ্ঞাতি খুড়া।...কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত, তাহা বলিতে পারি না। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে, এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না- গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমন সুনাম।’
    মধ্যে দশ-পনের দিন সে অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল
    মৃত্যুঞ্জয়ের খুড়া- ‘খুড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা- সে গাঁজা খায়, সে গুলি খায়, এমনি আরও কত কি! তাঁর আর একটা কাজ ছিল বলিয়া বেড়ানো, ঐ বাগানের অর্ধেকটা তাঁর নিজের অংশ, নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র।’
    মুখোপাধ্যায় মহাশয়- বিধবা পু্ত্রবধূকে কাশী থেকে নিয়ে আসে ও পরে সদব্রাহ্মণদের কাঁসার গেলাস উপহার দেয়
    চার ক্রোশ হাঁটা বিদ্যা যে সব ছেলেদের পেটে, তারাই’ত একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। দেবী বীণাপাণির বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কী করিয়া।
    ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসী ফুলের মত, হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে।- বিলাসী সম্পর্কে
    রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসব কি?- বিলাসী, ন্যাড়াকে
    অন্ন পাপ। বাপ রে! এর কি আর প্রায়শ্চিত্ত আছে।
    নালতের মিত্তির বলিয়া সমাজে আর তার মুখ বাহির করবার জো রহিল না।- মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ো
    ‘বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বাইরে শিয়াল-কুকুরে খেয়ে যাবে- রোগা মানুষ সারা রাত খেতে পাবে না।’- বিলাসী
    কিন্তু আসলে যা বিদ্যা- কামস্কাটকার রাজধানীর নাম কী এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে, না সোনা মেলে- এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতই মেলে না।
    কাজেই একজামিনের সময় এডেন কী জিজ্ঞাসা করিলে বলি পারশিয়ার বন্দর, আর হুমায়ূনের বাপের নাম জানিতে চাহিলে লিখিয়া দিয়া আসি তোগলক খাঁ...
    মধ্যে দশ-পনের দিন সে অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল
    কিন্তু মিনিট কুড়ি পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া দিল, তখন বিলাসী মাটির উপরে একেবারে আছাড় খাইয়া পড়িল। আমিও বুঝিলাম, বিষহরির দোহাই বুঝি বা আর খাটে না।
    আমার মাদুলি-কবচ তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়াছিল, ছিল শুধু বিষহরির আজ্ঞা। কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নহে এবং সাপের বিষ যে বাঙ্গালীর বিষ নয়, তাহা আমিও বুঝিয়াছিলাম।
    সে সাত দিনের বেশি বাঁচিয়া থাকাটা সহিতে পারিল না। (মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সাত দিনের মাথায় সে আত্মহত্যা করলো, সাপের বিষ খেয়ে।)
    অতিকায় হস্তী লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।
    আমি ভূদেববাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দিব না এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি-ব্যবস্থারও নিন্দা করিব না।
    শব্দার্থ ও টীকা :
    মা-স্বরস্বতী- বিদ্যা ও কলার দেবী, বীণাপাণি
    রম্ভার কাঁদি- কলার ছড়া
    গুলি- আফিমের তৈরি একরকম মাদক
    মালো- সাপের ওঝা, অনগ্রসর নিচু শ্রেণী
    সত্যযুগ- হিন্দু পুরাণে বর্ণিত ৪ যুগের প্রথম যুগ
    কলিযুগ- হিন্দু পুরাণে বর্ণিত ৪ যুগের শেষ যুগ
    অকাল কুষ্মাণ্ড- অকর্মণ্য ব্যক্তি
    নিকা- বিয়ে
    প্রাতঃস্মরণীয়- অতি শ্রদ্ধেয়
    মনসা- হিন্দু ধর্মের সাপের দেবী
    কামাখ্যা- ভারতের আসামে অবস্থিত তীর্থস্থান
    বহুদর্শী- অনেক দেখেছেন এমন, বহু অভিজ্ঞতাসম্পন্ন
    অতিকায় হস্তী- মহাগজ, Mammoth
    হুমায়ূন- মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা
    ভূদেববাবু- ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়। উনিশ শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ। অবিভক্ত বাংলার শিক্ষা পরিচালক। গ্রন্থ- ‘পারিবারিক প্রবন্ধ’, ‘সামাজিক প্রবন্ধ’, ‘আচার প্রবন্ধ’ প্রভৃতি

ความคิดเห็น • 327

  • @OmarFaruq313
    @OmarFaruq313  4 ปีที่แล้ว +62

    বিলাসী দ্বিতীয় পর্ব : th-cam.com/video/uZDeh3Mujjc/w-d-xo.html
    বিলাসী শেষ পর্ব : th-cam.com/video/CA8RIChNnzA/w-d-xo.html

    • @chistyjeniya8262
      @chistyjeniya8262 4 ปีที่แล้ว +4

      Best teacher

    • @banglaallintertainmentonli1776
      @banglaallintertainmentonli1776 4 ปีที่แล้ว +2

      জি ভাই আমি জানি আপনি সুন্নি আমিও সুন্নি

    • @bmfaisal1557
      @bmfaisal1557 4 ปีที่แล้ว +3

      স্যার ২০২০-২১ শিক্ষা বর্ষে যে গদ্য পদ্য গুলো আগে ওইগুলো যদি ক্লাস দিতেন?

    • @farihasultana2425
      @farihasultana2425 3 ปีที่แล้ว +1

      Dhonnobad vaiya ato sundor kore poranor jonno🤗

    • @tanjihajui5595
      @tanjihajui5595 3 ปีที่แล้ว +3

      ২০২২ সাল এর HSC এর short syllabus অনুযায়ী সব গুলো দেও প্লীজ...🥺🥺🥺

  • @jannatulferdous1164
    @jannatulferdous1164 4 ปีที่แล้ว +82

    খুবই অসাধারণ করে বুঝানোর ক্ষমতা আপনার❤ স্যার এইবার ইন্টার ২০২০-২০২১ শিক্ষাবর্ষের নতুন সিলেবাস করেছে যেখানে আরো নতুন ৩টি গদ্য আছে।
    এগুলো আপলোড করলে খুবই উপকৃত হবো😊
    ১.বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন
    ২.গৃহ
    ৩.মানব কল্যাণ

    • @moklukarselim9539
      @moklukarselim9539 4 ปีที่แล้ว +4

      পাশাপাশি পদ‍্যগুলো দিলেও উপকৃত হব

    • @Mehrab889
      @Mehrab889 4 ปีที่แล้ว +1

      thik bolcho

    • @kaziemtiaz8694
      @kaziemtiaz8694 4 ปีที่แล้ว +1

      Hum!!!! Dile balo hoto

    • @urmeerahman2350
      @urmeerahman2350 4 ปีที่แล้ว +1

      Yep
      Upload korle best hoi 😊😊

    • @malihasuchi7529
      @malihasuchi7529 4 ปีที่แล้ว +1

      Thik bolso

  • @rakibrana5241
    @rakibrana5241 4 ปีที่แล้ว +91

    HSC 2020-21 বছর এর কয়েকটি নতুন গদ্য এবং পদ্য দেওয়া হয়েছে সেগুলো আলোচনা করলে ভালো হতো ভাই জান আমাদের!!

  • @ahsanulhaquetanvir4711
    @ahsanulhaquetanvir4711 5 ปีที่แล้ว +20

    অনেক অনেক ধন্যবাদ sir, আপনার এই ক্লাস গুলো দিয়ে আমরা অনেক উপকৃত হচ্ছি

  • @প্রনয়সৌরভ
    @প্রনয়সৌরভ 5 ปีที่แล้ว +40

    স্যার এই গল্পটা আমাদের সিলেবাস এখোনো আছে..
    অনেক উপকৃত হলাম

  • @mahmudmahfuz8826
    @mahmudmahfuz8826 ปีที่แล้ว

    সেই রকম ছিলো আপনার পড়ানোর দক্ষতা ما شاء الله। প্রথমবার যখন বিলাসী গল্পটা পড়ি তখন মাথার উপর দিয়ে গিয়েছিল। কিন্তু আজকে আপনার উসিলায় অনেক মজা করে পড়লাম। ধন্যবাদ

    • @OmarFaruq313
      @OmarFaruq313  ปีที่แล้ว

      ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।

  • @tanjihajui5595
    @tanjihajui5595 3 ปีที่แล้ว +42

    ভাইয়া ২০২২ এর HSC এর short syllabus অনুযায়ী সব গুলো দেও প্লীজ....🥺🥺🥺

    • @OmarFaruq313
      @OmarFaruq313  3 ปีที่แล้ว +4

      এখানে দেওয়া আছে।
      th-cam.com/channels/jwuQO7Elp2ugeJpr_LMTDw.html

    • @tawhidbinislam412
      @tawhidbinislam412 2 ปีที่แล้ว +1

      সেম কমেন্ট করতে গেছিলাম

  • @basharathamida1729
    @basharathamida1729 4 ปีที่แล้ว +10

    Masa Allah.
    Apnake Allah manush k bujhanor khomota diyechen☺️I mean khub vlokore bujhiyechen.
    Ami eibar inter 1st year er student

  • @thebitikunlimited8566
    @thebitikunlimited8566 3 ปีที่แล้ว +6

    ভাইয়া,আপনাকে অসংখ্য ধন্যবাদ সাজিয়ে পড়ানোর জন্য।

  • @tanvirmahamoud3953
    @tanvirmahamoud3953 3 หลายเดือนก่อน

    ধন্যবাদ!!! কি সুন্দর বুঝালেন ❤❤❤

  • @RajibKhan-ur7xw
    @RajibKhan-ur7xw 2 ปีที่แล้ว +1

    প্রথম পাঠ এর সাথে আমার জীবনের অনেক মিল আছে। অনেক ধন্যবাদ। সুন্দর ভাবে বোঝানোর জন্য।

  • @minhajsomon4553
    @minhajsomon4553 ปีที่แล้ว +1

    nice.... sir❤

  • @mdshujon5407
    @mdshujon5407 4 ปีที่แล้ว +7

    Sir, really ink shundor vabe apni bujaiya disen...golpo poranor fakee fakee kichu Mojadar word use Korsen bole porata shunte aro beshi vlo legeche....thanks sir

    • @পড়ালেখা.কম-ভ২য
      @পড়ালেখা.কম-ভ২য 3 ปีที่แล้ว +1

      অবশ্য স্যারের ক্লাস অসাধারণ। আমি নিজেও অনেককিছু শিখি আলহামদুলিল্লাহ। তারপরও
      আমার ক্লাসগুলো কেমন হয় একবার দেখতে পারেন।

  • @Siddika-8
    @Siddika-8 4 ปีที่แล้ว +7

    অসংখ্য ধন্যবাদ স্যার😊

  • @rubaiyat.ferdous
    @rubaiyat.ferdous 4 ปีที่แล้ว +9

    স্যার ২০২০-২০২১ ( HSC) সিলেবাস এর নতুন গদ্য/ কবিতা গুলো আলোচনা করলে অনেক ভালো হবো... আপনার পড়া অনেক ভালো লাগে😇🥰😍

    • @OmarFaruq313
      @OmarFaruq313  4 ปีที่แล้ว +3

      th-cam.com/video/bmN8OpY3W6A/w-d-xo.html

    • @rubaiyat.ferdous
      @rubaiyat.ferdous 4 ปีที่แล้ว +2

      @@OmarFaruq313 ধন্যবাদ স্যার😍

  • @sultan8702
    @sultan8702 4 ปีที่แล้ว +7

    Thanks sir....
    It's a helpful class 😊😊

  • @meemsearth8492
    @meemsearth8492 2 ปีที่แล้ว

    Assalamu Alaikum... Hsc -22 batch chilam apnar class regular krtm and amar ek matro bangla teacher apni chilen Alhamdulillah banglai A asche❤️❤️🥰🥰🥰

  • @rowdasmehendispirit420
    @rowdasmehendispirit420 4 ปีที่แล้ว +3

    Mass Allah
    Onk sundor kore poriachen sir.
    ❤️❤️❤️❤️

  • @farihasultana2425
    @farihasultana2425 3 ปีที่แล้ว +1

    Alhamdulillah vaiya onek valovabei bujte parci apner bekkha shune,, er age bar bar pore o ami bujte parinai bakko gulo..dhonnobad vaiya.

  • @SohelRana-qm4hb
    @SohelRana-qm4hb 4 ปีที่แล้ว +5

    এই গল্পটা এত সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ।

  • @paprikhan1307
    @paprikhan1307 3 ปีที่แล้ว +1

    Tnx sir masallha sundor hoisa calss Allah apnk Neal hayta Dan krn

  • @himu6712
    @himu6712 2 ปีที่แล้ว +1

    বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। এই প্রবন্দের ব্যাখ্যা দেন।

  • @irha551
    @irha551 2 ปีที่แล้ว

    আমার ভাইয়ের মুখে আপনার কথা শুনে ছিলাম সেই ২০১৯ থেকে যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন থেকে আমি আপনার ক্লাস গুলো করি।

  • @rudrosahaakash919
    @rudrosahaakash919 4 ปีที่แล้ว +4

    sir onk valo lagse class ta...
    thanks you so much sir💝💝

  • @gourobmisro
    @gourobmisro 2 ปีที่แล้ว

    TNX BRODA✌️🏵️

  • @aparnadas4195
    @aparnadas4195 4 ปีที่แล้ว +2

    thank you sir apnar video gula dekhe sohoje bujte pere jai🥰

    • @পড়ালেখা.কম-ভ২য
      @পড়ালেখা.কম-ভ২য 3 ปีที่แล้ว +1

      অবশ্য স্যারের ক্লাস অসাধারণ। আমি নিজেও অনেককিছু শিখি আলহামদুলিল্লাহ। তারপরও
      আমার ক্লাসগুলো কেমন হয় একবার দেখতে পারেন।

  • @mdmominulislam4887
    @mdmominulislam4887 4 ปีที่แล้ว +3

    স্যার অনেক ভালো করে বোঝানোর ক্ষমতা আছে আপনার

  • @khadijapervin
    @khadijapervin ปีที่แล้ว

    ❤❤onak shundor bojhan apni sir

  • @MostafizurRahman-lc7ys
    @MostafizurRahman-lc7ys ปีที่แล้ว

    বুঝানোর ধরনটা সেই 🎉🎉🎉🎉

    • @OmarFaruq313
      @OmarFaruq313  ปีที่แล้ว

      অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।

  • @ifshanee
    @ifshanee 4 ปีที่แล้ว +4

    অনেক ভালো বুঝিয়েছেন স্যার।

  • @educationstorebd3014
    @educationstorebd3014 ปีที่แล้ว

    Thank you vaiya ❤

  • @ahmadmusa8880
    @ahmadmusa8880 3 ปีที่แล้ว

    অসাধারণ লাগল,,আমার এক বড় ভাইয়ের কাছে শুনে আজ প্রথম দেখলাম,,, এক কথায় অসাধারণ লাগল ❤️

    • @OmarFaruq313
      @OmarFaruq313  3 ปีที่แล้ว

      অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল

  • @sabitislamtalha6456
    @sabitislamtalha6456 4 ปีที่แล้ว +2

    Tnq sir onk vlo laglo☺☺

  • @singerahona8939
    @singerahona8939 4 ปีที่แล้ว +1

    Osadharon vaiya...🥰🥰🥰

  • @kfrafi
    @kfrafi ปีที่แล้ว

    useful...❤❤

  • @sahiraparveen898
    @sahiraparveen898 3 ปีที่แล้ว +1

    Onk valo laglo😍

  • @labibchowdhury5734
    @labibchowdhury5734 3 ปีที่แล้ว +2

    Apnar class 1st time korlam...onk bhalo legeche sir ❣

    • @OmarFaruq313
      @OmarFaruq313  3 ปีที่แล้ว

      বিদ্রোহী কবিতা ও আমাদের অফিসিয়াল চ্যানেল লিংক-
      th-cam.com/channels/jwuQO7Elp2ugeJpr_LMTDw.html

  • @suraiyajahansweety3302
    @suraiyajahansweety3302 4 ปีที่แล้ว

    Khubi valo legeche Apnar poranor poddhoti

  • @jebinadan3021
    @jebinadan3021 4 ปีที่แล้ว +1

    Apnar class golo kub valo.all the best

  • @noushinsaiyara5031
    @noushinsaiyara5031 ปีที่แล้ว

    Bestest❤

  • @jahidulislamsumon4392
    @jahidulislamsumon4392 4 ปีที่แล้ว +2

    Thank you so much sir

  • @musfiqur8331
    @musfiqur8331 3 ปีที่แล้ว +1

    Thank you 😊💖

  • @rabeyaakthermisu2259
    @rabeyaakthermisu2259 2 ปีที่แล้ว

    tnx sir apanr class gula onek valo lage...

  • @mdaliferasel6766
    @mdaliferasel6766 3 ปีที่แล้ว +1

    Dileh valo

  • @jahidulislamsumon4392
    @jahidulislamsumon4392 4 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @tahsannurraiyan6852
    @tahsannurraiyan6852 4 ปีที่แล้ว +2

    Thank u sir.Please upload the explaination of banglar nobbo lekokdiner proti nibedon.

    • @পড়ালেখা.কম-ভ২য
      @পড়ালেখা.কম-ভ২য 3 ปีที่แล้ว

      অবশ্য স্যারের ক্লাস অসাধারণ। আমি নিজেও অনেককিছু শিখি আলহামদুলিল্লাহ। তারপরও
      আমার ক্লাসগুলো কেমন হয় একবার দেখতে পারেন।

  • @sumiyaprome4279
    @sumiyaprome4279 3 ปีที่แล้ว

    Onak thanks vaiya

  • @Catworld895
    @Catworld895 4 ปีที่แล้ว +2

    Sir thank you💖💖💖💖🥰🥰🥰🥰

  • @kaziemtiaz8694
    @kaziemtiaz8694 4 ปีที่แล้ว +1

    tnQ u Sir!!!!

  • @MGaming7084
    @MGaming7084 3 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাই আবার। আমি বাংলা গদ্য ও পদ্য বুঝতে আপ্নার ভিডিও দেখতেছি। আর ভবিশ্ব‌তে আরও দেখব। 💗💗💗

    • @OmarFaruq313
      @OmarFaruq313  3 ปีที่แล้ว

      বিদ্রোহী কবিতা ও আমাদের অফিসিয়াল চ্যানেল লিংক-
      th-cam.com/channels/jwuQO7Elp2ugeJpr_LMTDw.html

  • @samns0305
    @samns0305 2 ปีที่แล้ว +1

    আপনিও গ্রামে চলে যান তারাতাড়ি

  • @nazminneshat770
    @nazminneshat770 4 ปีที่แล้ว

    Masallah onk upokkrito holam ..vaiya prothakta gddo ayvabe bujayle khub valo hoto...

  • @tanjilaakter2392
    @tanjilaakter2392 3 ปีที่แล้ว

    Frist time apner class korllam sir onk vlo lagse onk vlo bujan sir apni Thank you sir💞

  • @hungrytraveller129
    @hungrytraveller129 4 ปีที่แล้ว

    Sndr vai

  • @mosherakhatun1131
    @mosherakhatun1131 4 ปีที่แล้ว

    Onk Valo kore bujeci .. thank you sir

  • @mdjunahid1854
    @mdjunahid1854 4 ปีที่แล้ว +1

    sir apnake onak sundor lagtice aj.......

  • @wayalidstyles6223
    @wayalidstyles6223 4 ปีที่แล้ว +1

    Nc viyah

  • @shawonwillgoamerica9433
    @shawonwillgoamerica9433 2 ปีที่แล้ว

    Dhonnobad vaiya

    • @OmarFaruq313
      @OmarFaruq313  2 ปีที่แล้ว

      ঈদের দিনও ক্লাস দেখছেন

  • @nasirhossain9180
    @nasirhossain9180 4 ปีที่แล้ว +2

    Plz sar...ai golpo taka mcq ar akta video dan..🙋‍♂️🙋‍♂️

  • @habibshaheeb7604
    @habibshaheeb7604 4 ปีที่แล้ว

    Dhonnobad sir

  • @mdreazulkarim4607
    @mdreazulkarim4607 3 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ স্যার।।।নিয়মিত আপনার ক্লাশ দেখার চেষ্টা করি।।।আপনার ক্লাশ অনেক ভালো লাগে।।।

    • @পড়ালেখা.কম-ভ২য
      @পড়ালেখা.কম-ভ২য 3 ปีที่แล้ว

      অবশ্য স্যারের ক্লাস অসাধারণ। আমি নিজেও অনেককিছু শিখি আলহামদুলিল্লাহ। তারপরও
      আমার ক্লাসগুলো কেমন হয় একবার দেখতে পারেন।

  • @asrijba6611
    @asrijba6611 3 ปีที่แล้ว +1

    tnx vaiya

    • @OmarFaruq313
      @OmarFaruq313  3 ปีที่แล้ว +1

      ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।

  • @ratrihoque7954
    @ratrihoque7954 4 ปีที่แล้ว +1

    Sir apni onk onk onk vlo poran,, thank you so much,,,sir 2020-2021 shaler syllabus onujai golpo kobita gulo class diben plz

    • @mushfikazad2276
      @mushfikazad2276 4 ปีที่แล้ว

      Yeap! Syllabus change hoye mushkil e porchi

  • @ayannislam
    @ayannislam 4 ปีที่แล้ว +2

    Tnq,,,so much 💗💕

  • @raihan6962
    @raihan6962 3 ปีที่แล้ว

    Alhamdulillah vlo lglo.vaiya kobita r poddo niya short syllabus er jegula ache agula niye korle vlo hy

    • @OmarFaruq313
      @OmarFaruq313  3 ปีที่แล้ว

      এই চ্যানেলে সব পাবেন-
      th-cam.com/channels/jwuQO7Elp2ugeJpr_LMTDw.html

  • @siamsyed634
    @siamsyed634 3 ปีที่แล้ว +2

    Great class sir

  • @rexrex539
    @rexrex539 4 ปีที่แล้ว +1

    thank you sir

  • @Shrabon629
    @Shrabon629 ปีที่แล้ว

    হুম স্যার

  • @tahsannurraiyan6852
    @tahsannurraiyan6852 4 ปีที่แล้ว +1

    thanks a lot sir.

    • @OmarFaruq313
      @OmarFaruq313  4 ปีที่แล้ว

      বিদ্রোহী কবিতা ও আমাদের নতুন চ্যানেল-
      th-cam.com/video/bmN8OpY3W6A/w-d-xo.html

  • @dhakauniversity7670
    @dhakauniversity7670 2 ปีที่แล้ว

    Thanks a lot sir ☺️😊☺️

  • @azizurrahaman406
    @azizurrahaman406 ปีที่แล้ว

    পড়ালেখার জন্য যে একবার গ্রাম ছেড়েছে সে আর গ্রামে স্থায়ী হয়না।

  • @kdmasud1430
    @kdmasud1430 4 ปีที่แล้ว +1

    💖💖💖💖💖

  • @sakibal9892
    @sakibal9892 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @nasimabegum5227
    @nasimabegum5227 4 ปีที่แล้ว

    Vlo legeche khub..

  • @abusaid6888
    @abusaid6888 2 ปีที่แล้ว

    Nice ❤️❤️

  • @KormoBangla8699
    @KormoBangla8699 4 ปีที่แล้ว +1

    vaiya ki bole j dhonnobad dibo tai bujci na.
    thanks vaiya.

    • @পড়ালেখা.কম-ভ২য
      @পড়ালেখা.কম-ভ২য 3 ปีที่แล้ว

      অবশ্য স্যারের ক্লাস অসাধারণ। আমি নিজেও অনেককিছু শিখি আলহামদুলিল্লাহ। তারপরও
      আমার ক্লাসগুলো কেমন হয় একবার দেখতে পারেন।

  • @tmenamul5328
    @tmenamul5328 3 ปีที่แล้ว

    Thanks...

  • @jerinkhan644
    @jerinkhan644 3 ปีที่แล้ว

    Sir anpake ossongko donnobad

  • @shreosislifestyle6433
    @shreosislifestyle6433 2 ปีที่แล้ว +1

    Putki❤️❤️

  • @Ruhulamin-xn9ow
    @Ruhulamin-xn9ow 4 ปีที่แล้ว +2

    Beautiful class 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @jubaydajamanjui4898
    @jubaydajamanjui4898 3 ปีที่แล้ว

    thanksss a lot ❤

  • @saadbinhossain3662
    @saadbinhossain3662 4 ปีที่แล้ว +1

    Sir apner Life style nia akta video dian.karon ajjono bolci apner kas theke N.C.T.B ar moddhe shimaboddo. Apner kas theke onek.. kisu shekhar ace.

  • @jerinalsheikh784
    @jerinalsheikh784 3 ปีที่แล้ว

    Khub valo lage apnar cls..

    • @OmarFaruq313
      @OmarFaruq313  3 ปีที่แล้ว

      বিদ্রোহী কবিতা ও আমাদের অফিসিয়াল চ্যানেল লিংক-
      th-cam.com/channels/jwuQO7Elp2ugeJpr_LMTDw.html

  • @moin6483
    @moin6483 2 ปีที่แล้ว

    Sir onek bhalo bujhan...but koekta jagay spoiler na dile aro bhalo lagtoo

  • @rakibulislam-v6b3d
    @rakibulislam-v6b3d ปีที่แล้ว

    আজকে সকালে ৯ টায় এক্সাম, আর এখন রাত ৩ টায় ফাষ্ট টাইম পড়ছি!

    • @OmarFaruq313
      @OmarFaruq313  ปีที่แล้ว +1

      নো প্রবলেম। পরীক্ষা ভালো হবে।

  • @Maaaaaaaaaaaaaan
    @Maaaaaaaaaaaaaan 4 ปีที่แล้ว +2

    ধন্যবাদ। কিন্তু,এডেন তো ইয়েমেনে অবস্থিত। খেজুর মেতি= খেজুর গাছ এর মাথার কাছের মিষ্টি অংশ।

    • @পড়ালেখা.কম-ভ২য
      @পড়ালেখা.কম-ভ২য 3 ปีที่แล้ว +2

      অবশ্য স্যারের ক্লাস অসাধারণ। আমি নিজেও অনেককিছু শিখি আলহামদুলিল্লাহ। তারপরও
      আমার ক্লাসগুলো কেমন হয় একবার দেখতে পারেন।

    • @Maaaaaaaaaaaaaan
      @Maaaaaaaaaaaaaan 3 ปีที่แล้ว +1

      @@পড়ালেখা.কম-ভ২য দেখলাম।😊। মানসম্পন্ন মনে হলো। সাবস্ক্রাইব করলাম।🙂।

  • @gamingboy878
    @gamingboy878 ปีที่แล้ว

    Tnx sir❤❤

  • @shortvedio210
    @shortvedio210 3 ปีที่แล้ว +1

    2022 er short syllabus er noton oddhay er gula niye vedio diben plz vaiya..

    • @OmarFaruq313
      @OmarFaruq313  3 ปีที่แล้ว

      এই চ্যানেলে সব পাবেন-
      th-cam.com/channels/jwuQO7Elp2ugeJpr_LMTDw.html

  • @randomcreature6630
    @randomcreature6630 3 ปีที่แล้ว +1

    Adi😘

  • @memehaque7794
    @memehaque7794 2 ปีที่แล้ว

    Onek sundor class. Thank you sir

    • @OmarFaruq313
      @OmarFaruq313  2 ปีที่แล้ว

      ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।

  • @labu2537
    @labu2537 ปีที่แล้ว

    17 August amdr hsc
    Akhn cls kortci apnr shob gula...vlo cls

    • @OmarFaruq313
      @OmarFaruq313  ปีที่แล้ว

      ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।

  • @raynashimu3654
    @raynashimu3654 2 ปีที่แล้ว

    😍😍

  • @mdfahimislam6109
    @mdfahimislam6109 3 ปีที่แล้ว

    Very nice

  • @mdradwanislam1199
    @mdradwanislam1199 2 ปีที่แล้ว

    মেয়েরা তেলাপোকা ভয় পায় 🤭 কথাটা অনেক মজার ছিল স্যার 😆

  • @aluvaja-thefrenchfry1266
    @aluvaja-thefrenchfry1266 3 ปีที่แล้ว +1

    হুমায়ুনের বাপের নাম বাবর।।
    আর আপনি বললেন জাহাঙ্গীর 😇

    • @OmarFaruq313
      @OmarFaruq313  3 ปีที่แล้ว +1

      ভাই গল্প পড়ুন। এখানে ন্যাড়ার অমনোযোগিতা বুঝানো হচ্ছে।

  • @imtiuzahammadshohun2494
    @imtiuzahammadshohun2494 3 ปีที่แล้ว

    💗💗💗

  • @mimrecipesworld
    @mimrecipesworld 4 ปีที่แล้ว +1

    Sir griho... Ahoban...protidan taharei pore mone... Ai goddo r poddo gulor vedio upload den please sir

    • @পড়ালেখা.কম-ভ২য
      @পড়ালেখা.কম-ভ২য 3 ปีที่แล้ว

      অবশ্য স্যারের ক্লাস অসাধারণ। আমি নিজেও অনেককিছু শিখি আলহামদুলিল্লাহ। তারপরও
      আমার ক্লাসগুলো কেমন হয় একবার দেখতে পারেন।

  • @11arabictv99
    @11arabictv99 2 ปีที่แล้ว +1

    চট্টপাধ্যায় অর্থ কি

  • @mostakimkhan4104
    @mostakimkhan4104 ปีที่แล้ว

    Very good class

  • @surovisurovi8937
    @surovisurovi8937 4 ปีที่แล้ว

    Thanks