Driving License Zigzag Test।। With trick (Watch after 1:09min) ড্রাইভিং লাইসেন্স এর ফিল্ড পরীক্ষা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #KrishiOAmish, #Motorbike Driving #Driving licence
    বিআরটিএ মটর বাইকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা।
    লিখিত ও ভাইবার এর জন্য নোট চাইলে কমেন্ট এ লিখুন
    ড্রাইভিং লাইসেন্স
    ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া :
    ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স।
    গ্রাহককে প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। গ্রাহককে তার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা (প্রয়োজনীয় প্রমাণাদিসহ) বিআরটিএ’র যে সার্কেলের আওতাভূক্ত তাকে সেই সার্কেল অফিসে আবেদন করতে হবে। সার্কেল অফিস কর্তৃপক্ষ তাকে একটি শিক্ষানবিস বা লার্নার ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে যা দিয়ে আবেদনকারী ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। ২/৩ মাস প্রশিক্ষণ গ্রহণের পর তাকে নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট-এ অংশ গ্রহণ করতে হবে। এসময় প্রার্থীকে তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স (মূল কপি) ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সাথে আনতে হবে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য বয়স ন্যূনতম ২০ বছর এবং অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর হতে হবে।
    লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
    ১। নির্ধারিত ফরমে আবেদন।
    ২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট।
    ৩। ন্যাশনাল আইডি কার্ড / জন্ম সনদ/পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি।
    ৪। নির্ধারিত ফী, ১ ক্যাটাগরি-৩৪৫/-টাকা ও ২ ক্যাটাগরি-৫১৮/-টাকা বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে (ব্যাংক এর তালিকা www.brta.gov.bd -তে পাওয়া যাবে) জমাদানের রশিদ।
    ৫। সদ¨ তোলা ০৩ কপি স্ট্যাম্প ও ০১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
    লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পুনরায় একটি নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফী প্রদান করে স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর জন্য সংশিস্নষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণপূর্বক স্মার্ট কার্ড ইস্যু করা হয়। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে তা গ্রহণের বিষয়টি জানিয়ে দেয়া হয়।
    স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
    ১। নির্ধারিত ফরমে আবেদন।
    ২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট।
    ৩। ন্যাশনাল আইডি কার্ড / জন্ম সনদ/পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি।
    ৪। নির্ধারিত ফী (পেশাদার- 1679/-টাকা ও অপেশাদার- ২৫৪২/-টাকা) বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে জমাদানের রশিদ।
    ৫। পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য পুলিশি তদন্ত প্রতিবেদন।
    ৬। সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
    প্রয়োজনীয় কাগজপত্র:
    ১। নির্ধারিত ফরমে আবেদন।
    ২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট।
    ৩। ন্যাশনাল আইডি কার্ড / জন্ম সনদ/পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি।
    ৪। নির্ধারিত ফী জমাদানের রশিদ।
    ৫। পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য পুলিশি তদন্ত প্রতিবেদন।
    ৬। সদ্য তোলা ১ কপি পাসপোর্ট ও ১কপি স্ট্যাম্প সাইজ ছবি।
    #driving license
    #motorcycle
    ড্রাইভিং লাইসেন্স টেস্ট Driving license test Bangladesh BRTA
    #www.youtube.co...
    BRTA driving license exam questions Sample
    #teachingbd24.c...

ความคิดเห็น • 7

  • @ibrahimhossain3506
    @ibrahimhossain3506 26 วันที่ผ่านมา

    Vai koto taka bollen

  • @emranmiah763
    @emranmiah763 4 ปีที่แล้ว

    Ame kr onno soto gare nea gala hoba ke??? Bolban please

  • @mahmudjewel7054
    @mahmudjewel7054 10 หลายเดือนก่อน

    ভাই ৮০ সিসি দিয়ে কি ফিল্ড টেস্ট দেওয়া যায়?

    • @krishioamish2014
      @krishioamish2014  10 หลายเดือนก่อน

      যায় শেষে, তবে জায়গা ছোট করে দেয়

  • @anuproy9293
    @anuproy9293 ปีที่แล้ว +1

    মোট কত খরচ হবে?

    • @krishioamish2014
      @krishioamish2014  ปีที่แล้ว +1

      বর্তমানে মোট ৪০০০ টাকার মত লাগবে। শুধু মোটর সাইকেল