তাহলে কি ছিটমহল বিনিময় চুক্তি হয়নি? আমরা তো শুনেছিলাম ভারতের মধ্যে বাংলাদেশের যে ছিটমহল ছিল তা ভারতের হয়ে গেছে। পক্ষান্তরে বাংলাদেশের ভিতরে ভারতের যেসব ছিটমহল ছিল তা বাংলাদেশের হয়ে গেছে। তাহলে এতোদিন পরে এসব নিয়ে সমস্যা হবে কেন।
ছিটমহল বিনিময় চুক্তি তে ,প্রথমে ভারতের হয়েছিল পরে বাংলাদেশ সরকার আবার বলেছিল দহগ্রামের ওই জায়গাটা বাংলাদেশের দরকার এবং ভারতকে করিডোর দিতে হবে, ভারত তিন বিঘা করিডোর দিয়েছে, কিন্তু ওই দহগ্রাম টা পুরোটা ভারতীয় এলাকার ভিতরে তারপরেও ওরা এরকম করছে।
তাহলে কি ছিটমহল বিনিময় চুক্তি হয়নি? আমরা তো শুনেছিলাম ভারতের মধ্যে বাংলাদেশের যে ছিটমহল ছিল তা ভারতের হয়ে গেছে। পক্ষান্তরে বাংলাদেশের ভিতরে ভারতের যেসব ছিটমহল ছিল তা বাংলাদেশের হয়ে গেছে। তাহলে এতোদিন পরে এসব নিয়ে সমস্যা হবে কেন।
ছিটমহল বিনিময় চুক্তি তে ,প্রথমে ভারতের হয়েছিল পরে বাংলাদেশ সরকার আবার বলেছিল দহগ্রামের ওই জায়গাটা বাংলাদেশের দরকার এবং ভারতকে করিডোর দিতে হবে, ভারত তিন বিঘা করিডোর দিয়েছে, কিন্তু ওই দহগ্রাম টা পুরোটা ভারতীয় এলাকার ভিতরে তারপরেও ওরা এরকম করছে।
বিজিবি কে অনেক অনেক ধন্যবাদ জনগণ কে সত্য টা বুঝানোর জন্য। তার মানে বিএসএফ অন্যায় কিছু করেনি। ❤
এই কারিডোরটি বেরু বাড়ী ইউনিয়ন ভারতকে হস্তান্তরের বিনিময়ে নেওয়া |