সব্যসাচী স্যারকে দিয়ে বাকি সবকয়টি ফেলুদার গল্প একটু একটু করে কমপ্লিট করুন প্লিজ, স্যারের বয়স হচ্ছে। সাথে জটায়ু অর্থাৎ জগন্নাথ স্যারেরও বয়স বাড়ছে। এর পর ওনারা করতে চাইবেন না হয়তো, বা পারবেন না। প্লিজ এটার একটা কমপ্লিট প্লে লিস্ট করুন। যেরকম প্রফেসার শঙ্কু কমপ্লিট হয়েছে ঠিক সেরকম 🙏 ভীষম্ভাবে অনুরোধ রইলো
সত্যিটা স্বীকার করতে অসুবিধা কেনো??ফেলুদার আওয়াজের সেই জাদুটা ভীষন মিস করলাম।সব্যসাচী বাবু তো অমর হয়ে আসেননি।নতুনদের সুযোগ দেওয়া হোক।নাহলে ফেলুদা হারিয়ে যাবে।
May মাস মানে Ray মাস। কাশ্মীর থেকে ফেরার সময় ভাবছিলাম কখন শুনবো"ভূস্বর্গ ভয়ঙ্কর".. কাশ্মীর থেকে ফিরে এসে ফেলুদা... তাও আবার আমার প্রিয় সব্যসাচী বাবুর কন্ঠে.. অসাধারণ উপস্থাপনা.. গল্পটা শুনতে শুনতে কাশ্মীরে আবার পৌঁছে গেলাম। Thank You Team Mirchi🙏.
একটাই অনুরোধ রইল, কারণ জানি এটা পারলে একমাত্র টিম রেডিও মির্চিই পারবেন, কালের নিয়মে আমাদের সবার মতই জগন্নাথ স্যার এবং সব্যসাচী স্যার আস্তে আস্তে প্রৌঢ় হচ্ছেন, তাই যদি সম্ভব হয় তাহলে ফেলুদা সিরিজের বাকি গল্পগুলো ওনাদের গলায় রেকর্ড করিয়ে রাখুন। এটি একটি অনবদ্য কালেকশন হবে। শুধুমাত্র বাঙালিই বোঝে ফেলুদার চরিত্রে সব্যসাচী স্যার এবং জটায়ুর চরিত্রে জগন্নাথ স্যার কতটা আবেগের। আমি আমার বাবাকে 2022 এ হারিয়েছি, সেই উপলব্ধি নিয়েই বলছি, "হায় রে, যা যায় তা একেবারেই যায়, ফিরে পাওয়া যায় না, ফিরে আসে শুধুই তার স্মৃতি আর আফসোস। "
অনাবিল আনন্দে ভরে উঠলো মন। May মাস তথা Ray মাসে প্রদোষ মিত্তির স্বমেজাজে ফিরেছেন।এই চরম উত্তেজক মূহুর্তের সাক্ষী হতে পেরে নিজেকে গর্বিত লাগছে, যা অন্তত ভাষায় প্রকাশ করা অসম্ভব।
পাহাড়ে ফেলুদা নামক বইয়ে " ভূস্বর্গ ভয়ঙ্কর" গল্পটি প্রথম পড়া , এবার সবার প্রিয় শ্রী সব্যসাচী চক্রবর্তী ভয়েস এ শুনবো। সত্যিই মে মাসে এর থেকে বড়ো প্রাপ্তি আর হয় না।❤🙏🏻
অসাধারণ,, কে বলেছে আমাদের ফেলুদার বয়স হয়েছে??? চির নবীন ফেলু মিত্তির ❣️🤗 অনেক অনেক ভালোবাসা আমাদের প্রিয় সব্যসাচী চক্রবর্তীকে,, সুস্থ থাকবেন,, ভালো থাকবেন,, আবার আবার আবার চাই এই শুধুমাত্র এই ফেলু (বেণু )মিত্তির কে 🤗🤗
2:00 উফফ just 👌👌😘😘😘 সব্যসাচী বাবুর কণ্ঠে ফেলুদা🥰 ☺️☺️ যেনো মনে হলো হুট করে 7-8 বছর বয়স কমে গেলো , সেই পুরনো দিনে ফিরে গেলাম 🥰🥰 Thankyou mirachi Bangla ❤
গল্প শুরু হওয়ার আগেই 1k লাইক সম্পূর্ণ! এটা একটা বিশাল achievement বলে মনে হয়। যদিও, mirchi আগে অনেকবারই এটা করেছে, তবে শেষ ৪-৫ মাস ধরে ক্রমাগত নিন্দুকদের কথা শোনার পর, এটা একটা যোগ্য জবাব ❤❤
প্রায় সবাই ফেলুদা ও জটায়ুকে পেয়ে খুবই emotional 😢... তাই বছরে একটা করে দেওয়ার রেওয়াজ বন্ধ করে please সব গুলো রেকর্ড করে ফেলুন। আমাদের হিরোর বয়স হয়েছে ❤❤❤❤
The most chaotic life , alone as a Junior nurse , 3000 miles away from house on WORLD NURSE' DAY & MOTHERS DAY ---- THIS IS THE SPECIAL GIFT , music to my ears , GRATEFUL to be born as BENGALI, otherwise would have never know about these AMAZING LITERATURE WORKS
ফেলুদা সিরিজের "লন্ডনে ফেলুদা" ও "রবার্টসনের রুবি" গল্প দুটি আপনাদের উপস্থাপনায় শোনার আগ্রহে থাকলাম 💝 অসংখ্য ধন্যবাদ টীম মির্চি'কে অনবদ্য সমস্ত গল্প আমাদের উপহার দেওয়ার জন্যে 🙏
অপেক্ষার অবসান❤ ফেলুদা ফিরছেন তার কাশ্মীর অভিযান - ভূস্বর্গ ভয়ঙ্কর নিয়ে। সেই সাথে দীপদা ফিরছে তোপসের ভুমিকায়। পুরোনো আমেজটা ফিরে আসছে। একই সাথে সব্যসাচী স্যার, জগন্নাথ বসু স্যার এবং দীপদার কন্ঠস্বর - আলাদাই শান্তি 🔥❤❤ অপেক্ষায় রইলাম 😍
আজকে youtube এ হাজার টা Audio story channel এসেছে কিন্ত সকলের ভীরে Sunday Suspense একমাত্র ফেলুদা শোনানোর ক্ষমতা যে রাখে তা আরো একবার প্রমাণ হয়ে গেলো। Sunday Suspense ছিলো আছে থাকবে।❤❤❤
সানডে সাসপেন্সের অনেক গল্পে ভারতের পাহাড়ি প্রকৃতির অনেক সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে... মনটা বার বার এই প্রকৃতির স্পর্শ পেতে চায়..ভগবানের আশীর্বাদে চাকরি টা পেয়ে গেলে জীবনের কিছু সময় প্রকৃতির স্পর্শ নিতে অবশ্যই গল্পের জায়গা গুলোতে ছুটে যাব।
অনেক দিন পর ফালুদাকে পায়ে খুব ভালো লাগলো। আর সব্যসাচী চক্রবর্তীর মহাশয় এর গোলা শুনলে সবার আগে ফালুদার কথা যেমন মনে পরে যায় ☺️ , আর গলপো গুলো শুনে সর্গেও সত্যজিৎ রায় প্রশংসা না করে থাকা যায় না। আমার প্রিও গোয়েন্দা সব সময় ফালুদাই থাকবে ♥️ আর সানডে সাসপেন্স teem কে আমার পক্ষ থেকে শ্রদ্ধা রইলো
ফেলুদার এখনও প্রচুর গল্পই বাকি (সোনার কেল্লা ও জয় বাবা ফেলুনাথ বাদে)। তবে, আমার মনে হয় 'কৈলাস চৌধুরীর পাথর' টা আপাতত হবে না। কারণ, জগন্নাথ বসু এখনও জটায়ু করছেন আর করবেন। তাই, আগে জটায়ু নিয়ে গল্পগুলোই করবে বলে মনে হচ্ছে (কারণ, বেণুদা আর জগন্নাথ বসু দু'জনেরই বয়স হচ্ছে)।
অপেক্ষার অবসান হবে আগামীকাল! দুপুর জমে দই! আমাদের প্রিয় ফেলুদা সব্যসাচী বাবু আর জটায়ু জগন্নাথ বাবু থাকছেন, এর চে আনন্দের আর কি হতে পারে? আর দীপ দা তো আছেই! ❤️ বাংলাদেশ থেকে অবিরাম ভালোবাসা! 🇧🇩❤️
দারুণ ৷ প্রত্যেকে দারুণ ৷ গল্প শুনতে শুনতে সেখানে পৌঁছে যাওয়াটা যে কত সহজ করে দেয় এমন লেখনী আর গল্পপাঠ!!! যেকোন সিনেমার থেকেও অনেক অনেক গুণ বেশি পরিষ্কার প্রতিটা চিত্রপট ❤
Gangtok e gondogol sunchilam... Anek bar sonar por o.. r vabchilam,r ekta Feluda jodi sabyasachi sir er voice e sunte petam.. Thank you so much team mirchi ❤... Thanks to all of you
এক কথায় অসাধারণ উপস্থাপনা। ফেলুদা যতবারই পড়ি আর শুনি ততবারই দূর্দান্ত লাগে। সব্যসাচী চক্রবর্তী, জগন্নাথ বসু, দীপ দা এরা সবাই ছাড়া ফেলুদা অসম্পূর্ণ। তবে ফেলুদা বছরে অন্তত ২-৩ টে করে দিলে খুবই ভালো হয়, কারণ ওনাদের বয়স হচ্ছে। কতদিন আর ওদের গলায় শোনার সৌভাগ্য হবে জানিনা। আর ওনাদের ছাড়া শুনতে ইচ্ছাও করবে না। 🥺❤ একজন সত্যজিৎ রায় আর ফেলুদা ভক্ত। 🙏❤️
আজ "ভূস্বর্গ ভয়ঙ্কর" গল্পের পরিচিতি, অগ্নির কন্ঠে বেশ পরিপাটি লাগলো শুনতে.. ✌️ ✌️ আর সব্যসাচী চক্রবর্তীর কন্ঠস্বর শুনে, দারুণ শিহরণ জাগলো sunday suspense এর গল্প শুনতে.. 🎉❤🎉লালমোহন বাবুর চরিত্রে যিনি অভিনয় করেছেন, বেশ মানিয়েছে.. 🤗 🤗 সবশেষে, দীপ এর গল্প পাঠ তো অসাধারণ অনবদ্য.. 🎉👍🎉🔥যাই হোক, আমার দেরী হয় রোববার এর গল্প শুনতে.. 😅😅আজ একটা কুটুম বাড়িতে আছি তাই দেরী হল.. mirchibangla কে অনেক ধন্যবাদ.. কারণ গোয়েন্দা গল্পের ধারাবাহিকতা বজায় রাখার জন্য.. 😘👌😘🙏❤️🙏❤️🙏
অনেক ধন্যবাদ। যদিও ভূস্বর্গ ভয়ঙ্কর আমি বৈকুণ্ঠ ইউটিউব চ্যানেলে ছুটেছিলাম তাও এখানে শুনছি আমার খুব ভালো লাগে ফেলুদার অ্যাডভেঞ্চার কাহিনী আমি চাই আরো এডভেঞ্চার আপনারা দেন ফেলুদার। ❤❤❤❤❤❤❤❤❤❤। 😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
অসাধারণ পরিবেশনা ,টানটান হয়ে শুনলাম। বয়স তো একটা সংখ্যা মাত্র- তাই শিল্পীদের বয়স নিয়ে মাথা না ঘামানোই শ্রেয়। সবার মঙ্গল প্রার্থনা করি। এমনি করেই ওনারা আমাদের অনাবিল আনন্দে ভরিয়ে রাখুন- এর বেশি আর কিছু চাই না।
আহ কতদিন পর ফেলুদা কে পেলাম। এটাই আমাদের পাওয়া চাওয়া। Radio Mirchi 98.3 এর টিমকে বলবো তারা যেন ফেলুদার জয় বাবা ফেলুনাথ কে অডিও স্টরি আকারে প্রকাশ করে
লালমোহনবাবুর গোয়েন্দার কথা উঠলেই আমাদের প্রিয় গোয়েন্দা প্রখর রুদ্র কথা মনে পড়ে ...🤩🤩 ফেলুদা আর পাহাড়ের রহস্য একটা আলাদা অনুভুতি 😌🙃 অসংখ্য ধন্যবাদ পুরো টিমকে...🙏🏻🙏🏻
অপেক্ষার অবসান হলো তবে! আমি তো শোনার আগেই 'like' দিয়ে দিলাম। Mirchi Bangla আর ফেলুদা - ভালো না হয়ে যায়! সোনায় সোহাগা সব্যসাচী চক্রবর্তী! ♥️♥️♥️♥️ পুরো ফেলুদা টিমটাই জাস্ট অসাধারণ! 👍💐🎉👏♥️
Thank you Mirchi Bangla for bringing back our love, nostalgia Feluda once more. Lot of Feluda stories are still left. Please bring them all one by one. Eagerly waiting for more. Can never get enough! Feluda is an emotion ❤😊... Please please bring all the remaining stories of Feluda.
Thank you onek din por feluda return❤❤❤ sabyasachi Sir. Asar jonno aro ekbar mirchi te Ami sob kota golpo sunechi .. Are natun series natun thanks Dip da. All tim....🎉❤❤
কি করে যে কিছু ভাষার সমন্বয় মন কে নাড়া দেয় তা হয়তো যারা সানডে সাসপেন্স এর জন্য উন্মাদ তারা সবথেকে বেশি করে উপলব্ধি করতে সক্ষম ❤...... আপন মনেই অদ্ভূত এক ভাবনা বা নীরবতা চলে আসে পড়তে বসলেও আমি এত সহজে মনোসংযোগ করতে পারি না, যতটা এই শব্দ ভান্ডার শুনলে হয়ে যায় অতি সহজেই ❤❤❤❤
মে মাস টা আসলেই হয়,, মন টা আকুপাকু করে কোন গল্প টা আসবে ফেলুদার,,, এই গরমে "ভূস্বর্গ ভয়ংকর"এক টুকরো শীতের আমেজ ছড়িয়ে দিচ্ছে মনে ,,, তারপর আবার এই গল্পের উপর এ ওয়েবসিরিজ আসছে ❤❤❤❤❤❤
আহা ফেলুদা। কতো কতোগুলো দিন পর। সব্যসাচী স্যারকে অসংখ্য ধন্যবাদ ফেলুদা হিসেবে আমাদের এই অনবদ্য দেড়টা ঘন্টা সময় দেবার জন্যে। উনার কন্ঠই যেন এক যাদু! বাংলাদেশ থেকে নিরন্তর ভালবাসা আর শুভকামনা টিম সানডে সাসপেন্স এর প্রতিটা কলাকুশলীকে।
আমার প্রিয় গোয়েন্দার চরিত্রাভিনেতার বয়স হয়েগেছে !!
গলাটা শুনে মন টা ভারী হয়ে গেলো 😔
ভালো থাকুন সুস্থ থাকুন সব্যসাচী স্যার, আপনি বাঙালির হৃদয়ে চিরকাল ফেলুদা হিসেবে থেকে যাবেন।।
hmm... gola ta ghor-ghore laglo
Akdom thik bolechen😔
hmm
yes. that also means we are getting old too. what a childhood we have had with feluda. goosebumps!
আপনি সুস্থ থাকুন ভালো থাকুন সব্যসাচী স্যার😊আপনাকে ছাড়া ফেলুদা চরিত্রে কাউকে ভাবতে পারিনা 🙏🙏
সব্যসাচী স্যারকে দিয়ে বাকি সবকয়টি ফেলুদার গল্প একটু একটু করে কমপ্লিট করুন প্লিজ, স্যারের বয়স হচ্ছে। সাথে জটায়ু অর্থাৎ জগন্নাথ স্যারেরও বয়স বাড়ছে। এর পর ওনারা করতে চাইবেন না হয়তো, বা পারবেন না। প্লিজ এটার একটা কমপ্লিট প্লে লিস্ট করুন। যেরকম প্রফেসার শঙ্কু কমপ্লিট হয়েছে ঠিক সেরকম 🙏 ভীষম্ভাবে অনুরোধ রইলো
Tahole to bochor e 3 4 te kore kora uchit
Sob complete hbe na etai fact. But aro 3-4 te hobe eta bolte pari (Sokuntolar Konthohar, Bosepukure Khunkharapi, Nayan Rahasya etc. hobe)
amra sobi request kori jate full feluda series complete kore team mirchi.... sobvayshachi and Jagannat sir is irreplaceable
Exactly
Thik i bolechene apni
যারা প্রথমবার সব্যসাচীর কণ্ঠে ফেলুদা শুনছেন তাদের কাছে এই প্রৌঢ়ার কণ্ঠ মানানসই লাগছে না বোধ হয়। কিন্তু পুরনো স্রোতাদের কোনো অসুবিধা নেই।❤
কাদের ভালো লাগছেনা?
হোক বয়স, বেনুদা ছাড়া কাউকে ফেলুদা চরিত্রে শুনতে চাই না।
সত্যিটা স্বীকার করতে অসুবিধা কেনো??ফেলুদার আওয়াজের সেই জাদুটা ভীষন মিস করলাম।সব্যসাচী বাবু তো অমর হয়ে আসেননি।নতুনদের সুযোগ দেওয়া হোক।নাহলে ফেলুদা হারিয়ে যাবে।
২৫-৩০ বছর বয়েসী অনেক মানুষেরই deep baritone ভয়েস আছে। সুতরাং প্রৌড় ভয়েস মানানসই না লাগার কিছু নাই।
মানিক বাবুর ও তো baritone ভয়েস ছিলো। গুরু গম্ভীর স্বর ই মানায় ফেলুদাকে, after all ফেলুদা কোনো গায়ক বা কবি নন, যে তাঁর বেশ সুরেলা কণ্ঠ হতে হবে 😅😅
May মাস মানে Ray মাস।
কাশ্মীর থেকে ফেরার সময় ভাবছিলাম কখন শুনবো"ভূস্বর্গ ভয়ঙ্কর".. কাশ্মীর থেকে ফিরে এসে ফেলুদা... তাও আবার আমার প্রিয় সব্যসাচী বাবুর কন্ঠে.. অসাধারণ উপস্থাপনা.. গল্পটা শুনতে শুনতে কাশ্মীরে আবার পৌঁছে গেলাম। Thank You Team Mirchi🙏.
একটাই অনুরোধ রইল, কারণ জানি এটা পারলে একমাত্র টিম রেডিও মির্চিই পারবেন, কালের নিয়মে আমাদের সবার মতই জগন্নাথ স্যার এবং সব্যসাচী স্যার আস্তে আস্তে প্রৌঢ় হচ্ছেন, তাই যদি সম্ভব হয় তাহলে ফেলুদা সিরিজের বাকি গল্পগুলো ওনাদের গলায় রেকর্ড করিয়ে রাখুন। এটি একটি অনবদ্য কালেকশন হবে। শুধুমাত্র বাঙালিই বোঝে ফেলুদার চরিত্রে সব্যসাচী স্যার এবং জটায়ুর চরিত্রে জগন্নাথ স্যার কতটা আবেগের। আমি আমার বাবাকে 2022 এ হারিয়েছি, সেই উপলব্ধি নিয়েই বলছি, "হায় রে, যা যায় তা একেবারেই যায়, ফিরে পাওয়া যায় না, ফিরে আসে শুধুই তার স্মৃতি আর আফসোস। "
Thik bole6o❤❤
Moner moto kotha holo..amio aki onurodh korbo❤ choto theke ato boro hoye gelam Feludar proti valobasa change holona..❤
আর agni তোপসে plz 🙏🙏
একদম ঠিক বলেছেন
Thik kotha
ফেলুদা মানেই আনন্দ। সব্যসাচী, দীপ আর জগন্নাথ বসুর অপূর্ব রসায়নের মাধ্যমে একেকটা পর্ব যেন অমৃতসম। বাংলাদেশ থেকে অনেক ধন্যবাদ মির্চিকে।
❤❤❤👍👍👍👍👍
❤❤❤
কেমন আছো? ❤
নীল দার উপস্থিতি আমায় আনন্দিত করেছে
অনাবিল আনন্দে ভরে উঠলো মন। May মাস তথা Ray মাসে প্রদোষ মিত্তির স্বমেজাজে ফিরেছেন।এই চরম উত্তেজক মূহুর্তের সাক্ষী হতে পেরে নিজেকে গর্বিত লাগছে, যা অন্তত ভাষায় প্রকাশ করা অসম্ভব।
পাহাড়ে ফেলুদা নামক বইয়ে " ভূস্বর্গ ভয়ঙ্কর" গল্পটি প্রথম পড়া , এবার সবার প্রিয় শ্রী সব্যসাচী চক্রবর্তী ভয়েস এ শুনবো। সত্যিই মে মাসে এর থেকে বড়ো প্রাপ্তি আর হয় না।❤🙏🏻
❤
অসাধারণ,, কে বলেছে আমাদের ফেলুদার বয়স হয়েছে??? চির নবীন ফেলু মিত্তির ❣️🤗
অনেক অনেক ভালোবাসা আমাদের প্রিয় সব্যসাচী চক্রবর্তীকে,, সুস্থ থাকবেন,, ভালো থাকবেন,, আবার আবার আবার চাই এই শুধুমাত্র এই ফেলু (বেণু )মিত্তির কে 🤗🤗
Very good
বহুদিন পর সেই পরিচিত কন্ঠগুলোয় ফেলুদার গল্প শোনার আবেগই আলাদা😍🥰
মন প্রাণ ভরে গেলো❤❤
আর লেখনী,উপস্থাপনা তো কিছু বলার অপেক্ষা রাখেনা..🙏😇
2:00 উফফ just 👌👌😘😘😘
সব্যসাচী বাবুর কণ্ঠে ফেলুদা🥰 ☺️☺️
যেনো মনে হলো হুট করে 7-8 বছর বয়স কমে গেলো , সেই পুরনো দিনে ফিরে গেলাম 🥰🥰
Thankyou mirachi Bangla ❤
গল্প শুরু হওয়ার আগেই 1k লাইক সম্পূর্ণ! এটা একটা বিশাল achievement বলে মনে হয়। যদিও, mirchi আগে অনেকবারই এটা করেছে, তবে শেষ ৪-৫ মাস ধরে ক্রমাগত নিন্দুকদের কথা শোনার পর, এটা একটা যোগ্য জবাব ❤❤
আজ আমার ১৮ তম জন্মদিন। এটাই হয়ত এবারে পাওয়া বেস্ট গিফট! ❤
Thank you Mirchi
Happy birthday dada
Happy Birthday to you 🎂🎉🎉
Birthday wishes 💐💐
Same 😅 Amr 23 rd birthday..
Happy Birthday vai 🎉
Ke ke feludar vokto haat tulun 😊😊😊😊😊😊😊😊😊
Ami
Please puro Feluda series ta complete korun! Egulo priceless! Request roilo🙏🏼🙏🏼❤️❤️
নিশ্চিন্তে আর থাকা গেলো না রে তোপসে,মে মাস এসেই গেলো। এবারের গন্তব্য কাশ্মীর।❤️
দারুন বলেছেন 😊
'শান্তিতে' নয়, 'নিশ্চিন্তে'। 😊
😂
প্রায় সবাই ফেলুদা ও জটায়ুকে পেয়ে খুবই emotional 😢... তাই বছরে একটা করে দেওয়ার রেওয়াজ বন্ধ করে please সব গুলো রেকর্ড করে ফেলুন। আমাদের হিরোর বয়স হয়েছে ❤❤❤❤
Ha setai
Ar segulo i majhe modhhe repeat hok. Ek golpo hajar bar sunteo raji👍🏻
Very nice
Yeah
সদ্য ঘুরে এলাম কাশ্মীর ...... আগে দিলে ট্রেনে যেতে যেতে শুনতাম..... আহা ফেলুদা ❤❤❤
😊😊
1M 🎉🎉🎉 Congrats team Mirchi Bangla...❤
আহা দীপ নামক তোপসে ইস ব্যাক❤
Sabyasachi Chakraborty+Deep+Jagannath Basu are G.O.A.T.❤
Amar mone holo jyano sabyasachi chakraborty voice ta aektu change hoyeche. Correct me if I am not wrong.
@@WeekendChulha uni idaning ektu oshushtho chilen
@@sayanichatterjee199 ok
Mir❤
The most chaotic life , alone as a Junior nurse , 3000 miles away from house on WORLD NURSE' DAY & MOTHERS DAY ---- THIS IS THE SPECIAL GIFT , music to my ears , GRATEFUL to be born as BENGALI, otherwise would have never know about these AMAZING LITERATURE WORKS
Happy Nurses Day To You 💙 From A Sterilization Technician 😊
Thankyou sir @@shouvikdas1214
ফেলুদা সিরিজের "লন্ডনে ফেলুদা" ও "রবার্টসনের রুবি" গল্প দুটি আপনাদের উপস্থাপনায় শোনার আগ্রহে থাকলাম 💝
অসংখ্য ধন্যবাদ টীম মির্চি'কে অনবদ্য সমস্ত গল্প আমাদের উপহার দেওয়ার জন্যে 🙏
amra sobi request kori jate full feluda series complete kore team mirchi....
আমিও অপেক্ষায় রইলাম, প্রথম গল্পটি পড়া, দ্বিতীয়টি পড়িনি ... তাই একদম শোনার অপেক্ষায় রইলাম
সব্যসাচী স্যারের কন্ঠে ফেলুদা & মীর দা'র কন্ঠে বোমকেশ বক্সী, শার্লক হোমস❤
আহা! ❤
অনেকদিন পর ফেলুদা শুনলাম। সব্যসাচী চক্রবর্তীবাবুর কন্ঠে ফেলুদা শুনতে পারার আনন্দের সাথে অন্য কোন কিছুর তুলনা হয় না। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা থাকলো।
অপেক্ষার অবসান❤ ফেলুদা ফিরছেন তার কাশ্মীর অভিযান - ভূস্বর্গ ভয়ঙ্কর নিয়ে। সেই সাথে দীপদা ফিরছে তোপসের ভুমিকায়। পুরোনো আমেজটা ফিরে আসছে। একই সাথে সব্যসাচী স্যার, জগন্নাথ বসু স্যার এবং দীপদার কন্ঠস্বর - আলাদাই শান্তি 🔥❤❤
অপেক্ষায় রইলাম 😍
Dip kei manaye topse hisebe
আজকে youtube এ হাজার টা Audio story channel এসেছে কিন্ত সকলের ভীরে Sunday Suspense একমাত্র ফেলুদা শোনানোর ক্ষমতা যে রাখে তা আরো একবার প্রমাণ হয়ে গেলো। Sunday Suspense ছিলো আছে থাকবে।❤❤❤
সানডে সাসপেন্সের অনেক গল্পে ভারতের পাহাড়ি প্রকৃতির অনেক সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে... মনটা বার বার এই প্রকৃতির স্পর্শ পেতে চায়..ভগবানের আশীর্বাদে চাকরি টা পেয়ে গেলে জীবনের কিছু সময় প্রকৃতির স্পর্শ নিতে অবশ্যই গল্পের জায়গা গুলোতে ছুটে যাব।
Bhai jan ki chakrir jonno try kortesen?
অনেক দিন পর ফালুদাকে পায়ে খুব ভালো লাগলো। আর সব্যসাচী চক্রবর্তীর মহাশয় এর গোলা শুনলে সবার আগে ফালুদার কথা যেমন মনে পরে যায় ☺️ , আর গলপো গুলো শুনে সর্গেও সত্যজিৎ রায় প্রশংসা না করে থাকা যায় না। আমার প্রিও গোয়েন্দা সব সময় ফালুদাই থাকবে ♥️ আর সানডে সাসপেন্স teem কে আমার পক্ষ থেকে শ্রদ্ধা রইলো
ফেলুদা, ফেলুদা।
Feluda theme use na koreo kibhbe obhinoy er gune fatiye dewa jae , Dekhiye dilo ei projojona! Sabbbashhh Feluda!!!! ❤️❤️❤️kurnish sompurno team ke !
ভূস্বর্গ কতটা ভয়ংকর হবে জানিনা তবে রবিবারে ফেলুদার গল্প পাওয়া বাঙালিদের কাছে এক স্বর্গের অনুভূতি❤
Akdom thik ❤❤❤
Humm...!!!🥹🦋♥️
ফেলুদার এখনও প্রচুর গল্পই বাকি (সোনার কেল্লা ও জয় বাবা ফেলুনাথ বাদে)। তবে, আমার মনে হয় 'কৈলাস চৌধুরীর পাথর' টা আপাতত হবে না। কারণ, জগন্নাথ বসু এখনও জটায়ু করছেন আর করবেন। তাই, আগে জটায়ু নিয়ে গল্পগুলোই করবে বলে মনে হচ্ছে (কারণ, বেণুদা আর জগন্নাথ বসু দু'জনেরই বয়স হচ্ছে)।
Haa
একদম ঠিক এটাই করা উচি।সব্যসাচীকে ছাড়া ফেলুদা অসম্ভব আর জগন্নাথ বসুকে ছাড়া জটায়ু
একে বারেই একমত! আর ওনাদের ফেলুদা ছাড়া আরও গল্পেও আনা উচিত।
ফেলুদা র এখনো কী কী গল্প যেগুলো সানডে সাসপেন্স এ করার জন্য recommend করবেন?
@@trishadas3598 কৈলাসে কেলেঙ্কারি, গোঁসাইপুর সরগরম, নেপোলিয়নের চিঠি
অসম্ভব সুন্দর। সব্যসাচী চক্রবর্তী এর কোনো তুলনা হয়না। কালকেই আনন্দমেলার ফেলুদা কমিক্সটা খুঁজে ফের পড়লাম 'ভূস্বর্গ ভয়ঙ্কর'। আজকের গল্প পাঠের আগে মানসিক প্রস্তুতি 😂। চোখের সামনে যেন সিনেমাটিক দৃশ্য উপভোগ করছি এখন। ❤❤
ফেলুদার ভক্ত গুলো কই ❤
চারিদিকে অপসংস্কৃতি, ফেলুদার ভক্ত আর বেশি বেঁচে নেই।
এইতো 🤚
Ei je amio to😅
Eije
Present 🤚🤚❤😅
অবসর মানেই ফেলুদা ❤
অপেক্ষার অবসান হবে আগামীকাল! দুপুর জমে দই!
আমাদের প্রিয় ফেলুদা সব্যসাচী বাবু আর জটায়ু জগন্নাথ বাবু থাকছেন, এর চে আনন্দের আর কি হতে পারে? আর দীপ দা তো আছেই! ❤️
বাংলাদেশ থেকে অবিরাম ভালোবাসা! 🇧🇩❤️
দারুণ ৷ প্রত্যেকে দারুণ ৷ গল্প শুনতে শুনতে সেখানে পৌঁছে যাওয়াটা যে কত সহজ করে দেয় এমন লেখনী আর গল্পপাঠ!!! যেকোন সিনেমার থেকেও অনেক অনেক গুণ বেশি পরিষ্কার প্রতিটা চিত্রপট ❤
সত্যি ফেলুদা দেখে আমার আর তর সইছিল না,,, শত কাজ ছেড়ে আগেই শুনছি,,,খুব খুব ভালো মন টা ভালো হওয়া গেলো,,
ফেলুদা মানেই তৃপ্তি..একরাশ কষ্টের মধ্যে এক বেক্তহীন আনন্দ ❤.. ধন্যবাদ ❤
ফেলুদা = বেণুদা
বেণুদা = ফেলুদা
always evergreen 💚💚💚
বয়সের সাথে সাথে আমরাও বড়ো হয়েছি, আর আমাদের প্রিয় ফেলুদা, জটায়ু আর তোপসেরও বয়স বাড়ছে 😢 যদি এই সময়টাকে থমকে রাখা যেতো!!! বড্ড মনখারাপ হয়
😢😢
Samay er sathe sathe poriporton Kora derker
Kotodin pore abar Feluda...mon ta anonde vore galo..❤❤ thank you team Mirchi..❤️❤️
Gangtok e gondogol sunchilam... Anek bar sonar por o.. r vabchilam,r ekta Feluda jodi sabyasachi sir er voice e sunte petam..
Thank you so much team mirchi ❤...
Thanks to all of you
amra sobi request kori jate full feluda series complete kore team mirchi....
এক কথায় অসাধারণ উপস্থাপনা। ফেলুদা যতবারই পড়ি আর শুনি ততবারই দূর্দান্ত লাগে। সব্যসাচী চক্রবর্তী, জগন্নাথ বসু, দীপ দা এরা সবাই ছাড়া ফেলুদা অসম্পূর্ণ। তবে ফেলুদা বছরে অন্তত ২-৩ টে করে দিলে খুবই ভালো হয়, কারণ ওনাদের বয়স হচ্ছে। কতদিন আর ওদের গলায় শোনার সৌভাগ্য হবে জানিনা। আর ওনাদের ছাড়া শুনতে ইচ্ছাও করবে না। 🥺❤
একজন সত্যজিৎ রায় আর ফেলুদা ভক্ত। 🙏❤️
@mirchi Bangla please ai tuku abdar rakhun। Amader kache feluda mane sabyasachi Babu r jatayu holo jagannath Babu। E chara feluda r kono mane hoy na
200 ঘন্টার মধ্যেই 1 মিলিয়ন ভিউ!!!
ফেলুদা তুমি সেরা
🎉
ভূস্বর্গের মতোই অনুভূতি অনুভব করলাম আজ... ❤❤
আজ "ভূস্বর্গ ভয়ঙ্কর" গল্পের পরিচিতি, অগ্নির কন্ঠে বেশ পরিপাটি লাগলো শুনতে.. ✌️ ✌️ আর সব্যসাচী চক্রবর্তীর কন্ঠস্বর শুনে, দারুণ শিহরণ জাগলো sunday suspense এর গল্প শুনতে.. 🎉❤🎉লালমোহন বাবুর চরিত্রে যিনি অভিনয় করেছেন, বেশ মানিয়েছে.. 🤗 🤗 সবশেষে, দীপ এর গল্প পাঠ তো অসাধারণ অনবদ্য.. 🎉👍🎉🔥যাই হোক, আমার দেরী হয় রোববার এর গল্প শুনতে.. 😅😅আজ একটা কুটুম বাড়িতে আছি তাই দেরী হল.. mirchibangla কে অনেক ধন্যবাদ.. কারণ গোয়েন্দা গল্পের ধারাবাহিকতা বজায় রাখার জন্য.. 😘👌😘🙏❤️🙏❤️🙏
দুর্ধর্ষ একটা রহস্য অ্যাডভেঞ্চার 🔥
সব্যসাচী স্যারের কন্ঠস্বর এবং জগন্নাথ স্যারের চাটুলতা ভরা কন্ঠ - মনে ভরে গেল। অন্যদিকে কন্ঠের যাদুকর দীপদা সমস্ত ঘটনাকে জীবন্ত করে তুলেছেন।❤
দারুন ব্যাকগ্রাউন্ড মিউজিক। অসাধারণ উপস্থাপনা।
মাস্টারপিস ❤❤
অনেক ধন্যবাদ।
যদিও ভূস্বর্গ ভয়ঙ্কর আমি বৈকুণ্ঠ ইউটিউব চ্যানেলে ছুটেছিলাম তাও এখানে শুনছি আমার খুব ভালো লাগে ফেলুদার অ্যাডভেঞ্চার কাহিনী আমি চাই আরো এডভেঞ্চার আপনারা দেন ফেলুদার। ❤❤❤❤❤❤❤❤❤❤। 😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
অনেকদিন পর পুরোনো sunday suspense ফিরে পেলাম ❤❤❤
Love from Bangladesh🇧🇩🇧🇩
Thank you thank you thank you দীপ দা আর mirchi Bangla কে।। অনেক রিকয়েস্ট এর পর শুনতে পেলাম।আমি খুশি😊😊😊😊😊
কানে হেডফোন + বাইরে বৃষ্টি + সাথে ফেলুদা = Heaven 💛
কানে হেডফোন+ বাইরে বৃষ্টি+ সাথে ফেলুদা খুব সুন্দর আর আমার মনে ফেলুদা চরিত্রটা সারা জীবন ধরে থাকবে❤
আপনারা গল্প শুনলেই কি বৃষ্টি হয়?
যতসব ন্যাকামো
@@Bhromniroson সত্যি!
1:32:15 গল্প ❤😊 ভূস্বর্গ কাশ্মীরে ফেলুদা 😊
Thanks Mirchi team ❤
Bolchi dada duration kivabe check koren plz 🙏 bolben 😢
@@Abutalhaislam-bb2nl premium ka chakkar hai babu vaiya 😂😂
Videor opor click korle left hand side e nicher dike duration ta lekha thake@@Abutalhaislam-bb2nl
দীপ দার এটা ১০ নম্বর তোপসে হলো। উনি তোপসে হিসেবে একটা emotion ❤
Deep da best topshe
অসাধারন অসাধারন। বাকী গল্পগুলো কভার করা হোক দ্রুত। রেডিও মির্চিকে অনেক ধন্যবাদ
Feluda sudhu ak jon kei manay 😍
অসাধারণ পরিবেশনা ,টানটান হয়ে শুনলাম। বয়স তো একটা সংখ্যা মাত্র- তাই শিল্পীদের বয়স নিয়ে মাথা না ঘামানোই শ্রেয়। সবার মঙ্গল প্রার্থনা করি। এমনি করেই ওনারা আমাদের অনাবিল আনন্দে ভরিয়ে রাখুন- এর বেশি আর কিছু চাই না।
Finally Feluda is coming ❤❤so excited ❤❤
আহ কতদিন পর ফেলুদা কে পেলাম। এটাই আমাদের পাওয়া চাওয়া। Radio Mirchi 98.3 এর টিমকে বলবো তারা যেন ফেলুদার জয় বাবা ফেলুনাথ কে অডিও স্টরি আকারে প্রকাশ করে
যা বলেছো 👍🏻
মগনলাল হিসেবে যাকে পেয়েছিলাম মির্চিতে... তিনিও অসাধারণ করেছিলেন...নাম টা এই মুহূর্তে মনে নেই, কেউ বলতে পারেন?
@@debanjandey6566দীপ দা। যিনি এই গল্পে তোপসে করেছেন।
Konodin hobena, confirmed by indrani di
amra sobi request kori jate full feluda series complete kore team mirchi....
সব্যসাচী চক্রবর্তী, জগন্নাথ বসু ,ও দ্বীপ দার জুটি একথাই অসাধারণ ❤️।
সভ্যসাচী স্যর অনবদ্য, যাকে ছাড়া ফেলুদা আওয়াজ যাষ্ট ভাবা যায় না 😌❤️
অসাধারণ উপস্থাপনা, আর তোপসে হিসেবে দীপ কে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত! ভীষণ ভীষণ ভালো লেগেছে।।। ধন্যবাদ মির্চি টিম।। ❤❤
বহুদিন পর মন ভালো করা একটি গল্প..... ফেলুদা কে যে কত অপেক্ষার পর পেলাম..... অনেক অনেক ধন্যবাদ.... ফেলুদা সুস্থ থাকুন এই প্রার্থনা করি....
অপেক্ষায় ছিলাম 😊 Our সব্যসাচী ❤ ফেলুদা
সব্যসাচী স্যারের জন্যই ফেলুদা এত ভাল লাগে 🖤🖤
Yayyy!!! Abar feluda golpo!!! ❤Wait kore chilam...
আহা কি আনন্দ ❤ এত দিন পর এই কন্ঠস্বর গুলো শুনে সত্যি আনন্দ হচ্ছে। thank you team mirchi ❤
ফাইনালি ফেলুদা চলে এলো ❤️ আমার মত আর কে কে খুশি ??
আমার জন্ম মাসে পাওয়া সবচেয়ে মূল্যবান উপহার ,কত না অপেক্ষা করেছি ফেলুদার গল্প শোনার জন্য তাও আবার সব্যসাচী স্যারের কন্ঠে ❣️
লালমোহনবাবুর গোয়েন্দার কথা উঠলেই আমাদের প্রিয় গোয়েন্দা প্রখর রুদ্র কথা মনে পড়ে ...🤩🤩 ফেলুদা আর পাহাড়ের রহস্য একটা আলাদা অনুভুতি 😌🙃 অসংখ্য ধন্যবাদ পুরো টিমকে...🙏🏻🙏🏻
R besi na bolai Valo tahole abar suru hoye jabe prakhor rudro audio story 😂😂
Ei bochor Feluda er aro golpo chai please team mirchi 😁😁😁😁
Benu babu deep jagannath babu ..with felu da ...ufff best comb❤❤❤ aro chai plzzz..
❤❤ফেলুদা মানেই আনন্দের হাট।ভালবাসা অফুরান পুরো টিমের জন্য।খুব খুব ভালো লাগলো।❤❤
অসাধারন গল্প...ফেলুদার রহস্য উন্মোচনের জন্যই অধীর অপেক্ষায় থাকি..😊😊
দারুন দারুন অসাধারণ ফেলুদা ইস বেস্ট❤❤❤❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ team mirchi. আমার মতো ফেলুদা fan দের জন্য এটাই কিছুটা কাশ্মীর দর্শন এর অনুভূতি দিচ্ছে।
😂😂😂
অপেক্ষার অবসান হলো তবে! আমি তো শোনার আগেই 'like' দিয়ে দিলাম। Mirchi Bangla আর ফেলুদা - ভালো না হয়ে যায়! সোনায় সোহাগা সব্যসাচী চক্রবর্তী! ♥️♥️♥️♥️
পুরো ফেলুদা টিমটাই জাস্ট অসাধারণ! 👍💐🎉👏♥️
আমরা: ফেলুদা কবা হবা!
টিম মির্চি: এই রোববার হবা।
ধন্যবাদ ❤❤❤
❤❤❤ legend getting old..... Gola thekei halka bogha jachhe ...... ❤❤❤
সব্যসাচী বাবুর কন্ঠ যেকোনো নায়ক চরিত্রের মাঝে একটা অতিরিক্ত ব্যক্তিত্বের সঞ্চার করে। তা সে "ফেলুদা" হোক বা "দিয়েগো আলভারেজ"।
etodin por abar Feluda ...❤❤
Thank you Mirchi Bangla for bringing back our love, nostalgia Feluda once more. Lot of Feluda stories are still left. Please bring them all one by one. Eagerly waiting for more. Can never get enough! Feluda is an emotion ❤😊... Please please bring all the remaining stories of Feluda.
Thank you onek din por feluda return❤❤❤ sabyasachi Sir. Asar jonno aro ekbar mirchi te
Ami sob kota golpo sunechi ..
Are natun series natun thanks Dip da. All tim....🎉❤❤
কি করে যে কিছু ভাষার সমন্বয় মন কে নাড়া দেয় তা হয়তো যারা সানডে সাসপেন্স এর জন্য উন্মাদ তারা সবথেকে বেশি করে উপলব্ধি করতে সক্ষম ❤...... আপন মনেই অদ্ভূত এক ভাবনা বা নীরবতা চলে আসে পড়তে বসলেও আমি এত সহজে মনোসংযোগ করতে পারি না, যতটা এই শব্দ ভান্ডার শুনলে হয়ে যায় অতি সহজেই ❤❤❤❤
ফেলুদার কণ্ঠ সব্যসাচী স্যার ছাড়া অন্য কাউকে ভাবাই যায় না......❤❤❤
উফফ!! এই আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়! অনেক ধন্যবাদ টিম সানডে সাসপেন্স!!❤❤❤❤❤❤
কত্তদিন পর😍
এই অনুভূতি 🖤💣
Sir Sabyasachi Chakraborty as Feluda is ❤... Also kudos to the whole team of Sunday Suspense for this wonderful presentation.
অপূর্ব। বলার মত ভাষা নেই। প্লিজ এবার আপনারা পাণ্ডব গোয়েন্দার কোনও গল্প করুন প্লীজ।
sabayachi sir ke hatshoff baki der ke hatsoff sotti bhalo laglo onek din por sunlam ❤❤❤❤
মে মাস টা আসলেই হয়,, মন টা আকুপাকু করে কোন গল্প টা আসবে ফেলুদার,,, এই গরমে "ভূস্বর্গ ভয়ংকর"এক টুকরো শীতের আমেজ ছড়িয়ে দিচ্ছে মনে ,,, তারপর আবার এই গল্পের উপর এ ওয়েবসিরিজ আসছে ❤❤❤❤❤❤
Sabyasachi ontoto radio te feluda continue korun, onar voice ta miss korte ichhe kore na, eta ekta legacy for future generations
'Feluda'❤️ manei Sabyasachi uncle🤗💖🥰
Daarun darun darun darun darun........ Pronam সত্যজিৎ রায়.❤❤ Thanks sunday suspense❤❤
Koto koto din pod abar Feluda❤ tao prio shob Artist der nie!! Thank you Mirchi team❤❤
এ বাবা আগের গল্পটাতে এই গল্পেরই অনুরোধ করেছিলাম, আর এখন দেখছি সত্যিই তাই! উফ্ কি আনন্দ যে হচ্ছে ☺️☺️
amra sobi request kori jate full feluda series complete kore team mirchi....
Kotodin por Feluda ke aabar firey pelam, thank you team Mirchi Bangla
অসম্ভব ভালো লাগলো।। 🥰🥰।। অসংখ্য ধণ্যবাদ আপনাদের আমাদের এতো সুন্দর গল্প পাঠ করে শোনানোর জন্য।। আজকে সত্যিই মনে হলো মে মাস মানেই রে মাস।। 🥰🥰 অপেক্ষা তে রইলাম সব্যসাচীর বাবু গলাতে ফেলুদা আর গৌরবের গলাতে ব্যোমকেশ কে শোনার জন্য।। 🥰।। আর সহস্র প্রণাম সত্যজিৎ মহাশয় কে।। 🙏🏼🙏🏼🙏🏼
ফেলুদা অমর রাহে! ❤❤❤
আহা ফেলুদা। কতো কতোগুলো দিন পর।
সব্যসাচী স্যারকে অসংখ্য ধন্যবাদ ফেলুদা হিসেবে আমাদের এই অনবদ্য দেড়টা ঘন্টা সময় দেবার জন্যে।
উনার কন্ঠই যেন এক যাদু!
বাংলাদেশ থেকে নিরন্তর ভালবাসা আর শুভকামনা টিম সানডে সাসপেন্স এর প্রতিটা কলাকুশলীকে।
সত্যিই খুব আনন্দ লাগছে ❤❤❤। অবশেষে আমার পছন্দের ফেলুদা 🥹🤍♥️